এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬৩১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.40.67 | ০৮ মে ২০১৪ ১৮:৪৯638904
  • যা হয় ধীরে ধীরে এই টইটাও আইটি গাইজরা হাইজ্যাক করে নিল। ;-)
  • | ০৮ মে ২০১৪ ১৮:৫১638905
  • আইডিয়াটা দুর্ধর্ষ সে নিয়ে সন্দ নেই।

    কথা হল মোবাইল থেকে 2Gতে ছবি লোড হতে ম্যালা টাইম নেয়। আর অনেকসময় দেখাও যায় না।
  • Arpan | 125.118.40.67 | ০৮ মে ২০১৪ ১৮:৫৫638906
  • http://openidexplained.com

    এই যে এইটা একটু পড়ে দেখুন। মিনিমাম এফোর্টে হয়ে যায়। যদি অথেন্টিকেশন ম্যান্ডেটরি করে দিতেই হয়।
  • aka | 34.96.239.132 | ০৮ মে ২০১৪ ১৮:৫৭638907
  • আরে না না, হেভি ছবি না। ছোট ছোট ছবি। ইমোর মতন ছবি ছাবা।
  • cm | 127.247.114.42 | ০৮ মে ২০১৪ ১৮:৫৯638908
  • ব্যক্তি আক্রমণের মাত্রা কি সিগনিফিক্যান্টলি বেড়ে গেছে? ঐ সব ছোটখাট কাঁটাছেড়া জীবনের অঙ্গ। ঝাল ছাড়া রান্না হয় নাকি? যা বুঝছি আইপিকে ভাইপি দিয়ে রিপ্লেস করার চেষ্টা চলছে যাকে ডিকোড করতে কম্পুটেশনাল পাওয়ার লাগবে। অর্থাৎ কিনা শ্রেণীবিভাজনের রাজনীতি, ছ্যা ছা।
  • Arpan | 125.118.40.67 | ০৮ মে ২০১৪ ১৯:০০638909
  • কমরেড বুঝছেন না। ছোট ছবি হলেও অনেকগুলো ছবি। ব্যপারটা একই দাঁড়াল।

    একবার তিতিয়ো বিস্সের টুজি নেটওয়ার্কে গুগল ইমেজ সার্চ করে দেখুন।
  • aka | 34.96.239.132 | ০৮ মে ২০১৪ ১৯:০৫638910
  • হ্যাঁ সেটা হতে পারে। আইডিয়াটা ভালো লাগল। চলুন আপনার এগিয়ে চলুন।
  • kumu | 52.104.25.34 | ০৮ মে ২০১৪ ১৯:১৫638911
  • অন্য একটি বাংলা সাইটে এই সিস্টেম আছে,যদ্দুর মনে পড়ছে।
  • Abhyu | 82.21.225.66 | ০৮ মে ২০১৪ ১৯:১৬638912
  • হুতোকে ছবি আঁকার দায়িত্ব দেওয়া হোক। আমরা পছন্দ মত ছবি বেছে নেব। মুড ভালো থাকলে একটা ছবি, রাগ হলে অন্য একটা, মেলাঙ্কলি চাইলে ডাক্তারের ছবি ইত্যাদি।
  • a x | 138.249.1.206 | ০৮ মে ২০১৪ ১৯:৪৩638914
  • ইয়ে, পৃথিবীর তাবৎ চ্যাট সাইটে লগিন করে ঢোকা হায়, রিডিফ থেকে ইয়াহু থেকে রেড্ডিট সর্বত্রই। সেখানে খিস্তির বন্যা ছোটে অনেকসময়। একই লোক বিভিন্ন নিকে লগিন করেন, নিক রেজিস্টার করতে হলে, নতুন নতুন নিক রেজিস্টার করেই এইসব করেন। কোথাও কোথাও একাধিক মডারেটর নিয়োগ করতে হয় এইসব ঠেকাতে। তো এইটাকে আপনারা কীভাবে অ্যাভয়েড করবেন বলে ভাবছেন, লগিন ম্যান্ডেটরি করে?

    সব সিকিউরিটির সিস্টেমরই একটি স্নো বল এফেক্ট থাকে, দেখা যায় কদিন পড়েই সেটি আর কাজ করেনা, তখন আরো আরো স্ট্রিনজেন্ট মেজার নেওয়া দরকার এই মনে হতে থাকে।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ১৯:৪৭638915
  • ইন্টারফেয়ার না করে পারছিনা। ছবির আইডিয়ায় গোড়ায় গলদ আছে। যে কোনো ব্রাউজার ক্যাশই আড়াই সেকেন্ডে ক্লিয়ার করা যায়। ইমেজ-টিমেজ কুকি-টুকি শুদ্ধ।
    আপনারা বৃথা এইটা নিয়ে সময় নষ্ট করছেন।
  • cm | 127.247.114.204 | ০৮ মে ২০১৪ ১৯:৫১638917
  • এখন পরিষ্কার পুর্ণসম্মতিতে এদের কেন এত উৎসাহ।
  • Abhyu | 217.238.194.187 | ০৮ মে ২০১৪ ১৯:৫৩638918
  • তাত্থেকে ভালো সাইটটাই তুলে দিন। সিকিউরিটির ঝামেলা নাই।
  • JAW | 213.217.63.100 | ১০ মে ২০১৪ ০৩:৫০638919
  • অভ্যুস্যারের সাজেশন মন্দ নয়, সে তো মামুবাবুর বাঁয়া হাতের এক অঙ্গুলি ক্লিকানোর অপেক্ষা। পুরো ভ্যানিশ! ঝাড়ে বংশে নির্মূল।
    তখন মামলা টামলা হলে এভিডেন্স কোত্থেকে আসবে? ইন্টারনেটের wayback মেশিনের এভিডেন্স কি মহামান্য ধর্মাবতার পাত্তা দেবেন? তাহলে কেস সেটল কি করে হবে?
    অগত্যা পলাশীর আম্রকানন, সেখানে নাকি আজকাল ধানচাষ হয়। একটা লঙ উইকেন্ড দেখে দুই পক্ষের গালি যুদ্ধ, মন্দ নয়। বিক্কলেজে মাসিক ফিস্টির রাতে যেমন হুয়া করতো!
  • lcm | 60.141.66.3 | ১০ মে ২০১৪ ০৫:৪৪638920
  • পিক্চার আইডেন্টিটি তো বহুদিন হল অনেক ব্যাংকের ওয়েব সাইটে আছে - ব্যাংক অফ আমেরিকার লগ ইনে এখনো আছে। ওটা এক্স্ট্রা যদিও, ইউজার`আইডি পাসওয়ার্ড দিয়ে সাইনইন করার পরে সেকেন্ড লেভেল অথেন্টিকেশন (যদি নতুন কম্পু থেকে লগইন হয়, বা পুরোনো ডিভাইসে কুকি উড়ে যায় )
  • কল্লোল | 125.241.75.132 | ১০ মে ২০১৪ ০৬:১৬638921
  • এই টইটার আলোচনা অনন্ত কাল ধরে চলুক। গুরু যেমন আছে থাক।
  • lcm | 118.91.116.131 | ১০ মে ২০১৪ ০৭:০৬638922
  • হা হা, কল্লোলদা
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৪ ০৭:৫০638923
  • কিন্তু ল্যাদোষদা কুকি লাগবে কেন? সার্ভার সাইড ইমপ্লিমেন্টশন হয় না? মানে আইপি ভার্সেস ছবির একটা ম্যাপিং। যেই সাবমিট হলেই আইপির বদলে ছবি নিয়ে দেখিয়ে দেবে। হ্যাঁ ছোট কোয়ারি হবে।
  • lcm | 118.91.116.131 | ১০ মে ২০১৪ ০৮:২৬638925
  • জেনারেলি আইপি দিয়ে সেশন ট্র্যাকিং করে না। ইউজার সেশন ট্র্যাক করে মূলত তিনটে উপায়,
    - ব্রাউজার কুকি
    - ইউআরএল রিরাইট (ঐ দেখবে অনেক সাইটে ইউআরএলের সঙ্গে একটা লম্বা হিজিবিজি ক্যারাকটার আসে)
    - এসএসএল (https) আইডি ট্র্যাকিং করে

    আইপি অ্যাড্রেস দিয়ে ইউজার সেশন আইডেন্টিফাই করা হয় না মূলতঃ দুটো কারণে -
    এক, ডিএইচসিপি সেটাপে আইপি অ্যাড্রেস ডায়্নামিক্যালি অ্যালোকেট করা হয়, বেশীর ভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডিএইচসিপি ব্যবহার করে, যার ফলে যখন বাড়ি থেকে কানেক্ট করছ, তখন এক এক বার এক এক রকম আইপি পাবার সম্ভাবনা থাকে, ফিক্স্‌ড আইপি অনেক প্রোভাইডার দেয়, তবে জেনারেলি তার জন্যে এক্সট্রা পয়সা নেয়। আপিসেও ডিএইচসিপি সেটাপই থাকে জেনারেলি, তবে একটা রেঞ্জের মধ্যে থাকে। আর অনেক সময়েই ইন্টার্নাল সাবনেটের মধ্যে থাকে, যার জন্যে একটা আপিসের একটা ফ্লোরের সবার এক্সটার্নাল আইপি অ্যাড্রেস এক হতে পারে।
    দুই, সিকিওরিটির কারণে। আইপি হাইড করা, বা, অন্য কোনো আইপি সার্ভারে পাঠানো কঠিন কাজ নয়। তুমিও করতে পারে, হাইড মাই আইপি অ্যাড্রেস - এমন কিছু দিয়ে গুগল করো অনেক কিছ উপেয়ে যাবে।

    আইপি খুবই কাজের জিনিস, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব ট্রেন্ড - এসবের জন্যে। আইপি দিয়ে অনেক অ্যানালিসিস হয় - এই যেমন, কোন দেশ থেকে বেশী ভিজিটর আসছে, শুধু তাই নয় ট্র্যাক করে বের করা সম্ভব ভিজিটর পুরুষ না মহিলা, কোন বয়েসের রেঞ্জে, গ্র্যাজুয়েট কি না... ইত্যাদি।

    আলেক্সা দেখো, এটাই সবথেকে নির্ভরযোগ্য, আমাজন কিনে নিয়েছে কিছুদিন হল ।

    তো, আলেক্সাতে গুরুচন্ডালি সাইটের অ্যানালিসিস দেখো -
    http://www.alexa.com/siteinfo/guruchandali.com

    এইখানে 'Who visits Guruchandali.com' দেখো, যদিও কম্প্লিট ডেটা পাওয়া কঠিন, তবু একটা আন্দাজ।

    *একটু টেকনিক্যাল আলোচনা হয়ে গেল
  • lcm | 118.91.116.131 | ১০ মে ২০১৪ ০৮:২৮638926
  • আলেক্সার গুরুচন্ডালি সাইট অ্যানালিসিসের লিংকে একটা জিনিস দেখো,
    Which search keywords send traffic to this site?
    ইন্টারেস্টিং।

    কি দিয়ে সার্চ করতে করতে জনগণ গুরুতে এসে পড়েছে ঃ-)
  • Ekak | 24.99.133.211 | ১০ মে ২০১৪ ০৮:৪৩638927
  • গুরুতে মেয়েদের পার্টিসিপেশন কম + লোকজন সেক্সুয়ালি ইন্ক্লায়ন্দ জিনিস খুঁজতে গুরুতে আসে + গ্রাড স্টুডেন্ট দের ভীর বেশি ।

    উফ রিধ্ধি থাকলে একটা থিওরি নাবিয়ে দিত !! :)))
  • lcm | 118.91.116.131 | ১০ মে ২০১৪ ০৮:৪৮638928
  • সবথেকে ইন্টারেস্টিং হল গুরুতে ভারতের থেকেও বেশী ভিজিটর বাংলাদেশ থেকে। এই তথ্যটা অনেকটা কারেক্ট। কেননা আইপি দেখে দেশ বলে যায়, প্রত্যেক দেশের জন্য আইপি রেঞ্জ ইত্যাদি আছে। যদিও সব আইপি থেকে বলা যায় না, তবু অনেকটাই।

    গুরুতে বোধহয় গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং ছিল, ঈশানের কাছে গুগল অ্যানালিটিক্স-এর ডেটা থাকলে আরো পরিষ্কার বোঝা যাবে।
  • b | 24.139.196.6 | ১০ মে ২০১৪ ০৮:৫০638929
  • বাবা গো। কি সব শক্তপোক্ত আলুানা। শিশি বোতল পুরো।
  • Ekak | 24.99.133.211 | ১০ মে ২০১৪ ০৮:৫৭638930
  • এটা ব্লগ সাইট গুলোতে অনেকদিন ধরে দেখাচ্ছে । মানে কান্ট্রি টুকু শুধু । একদিন দেখি ইরান থেকে পাঁচজন আমার ব্লগ পড়ে গ্যাছে ! খুবই কাজের ডেটা । এইভাবে একটা সাইটের মধ্যেও কোন কান্ট্রি-স্টেটাস এর লোকেরা কোন সার্ভিস বেশি এভেইল করছে বের করা যায় ।
  • d | 208.7.62.204 | ১০ মে ২০১৪ ০৯:১২638931
  • সিলভারলাইট দিয়েও তো ইউজার ডেটা রিট্রিভ করা যায়। এখানে তো সিলভারলাইটও আছে।
  • lcm | 118.91.116.131 | ১০ মে ২০১৪ ০৯:২০638932
  • মাইক্রোসফ্ট সিলভারলাইট - সে দিয়ে তো ঐ মাল্টিমিডিয়া স্ট্রিমিং এসব করা যায় - অ্যাডবি ফ্ল্যাশ টেকনলজির প্রতিদ্বন্দ্বী।
    আমি জানি না অবশ্য।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৪ ০৯:২৬638933
  • ল্যাদোষদা জেনারালি আইপি দিয়ে আইডেন্টিটি ট্র্যাক করা হয় না। কিন্তু ধরা যাক গুরুর কথাই বলছি। নতুন আইপি এলেই একটা কোয়ারি করে দেখা হবে যে সেই আইপির সাথে কোন ছবি আছে কিনা। থাকলে ভালো সেটা দেখাবে। না থাকলে বলবে নতুন একটা ছবি সিলেক্ট কর।

    এবারে আজ এখানে যেমন একই আইপি থেকে অনেকে লিখতে পার্ব তেমনি একই আইপি থেকে লিখলে একই ছবি দেখাবে। স্ট্যান্ডার্ড নয়। কিন্তু আজ যা হচ্ছে তার থেকে অন্য কিছু নয়।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৪ ০৯:৩১638934
  • একটা টেবল, তাতে একটি কলামে আইপি অন্য কলামে ছবি। আইপির এগেইন্স্টে ছবি থাকলে দেখাবে নইলে নতুন সিলেক্ট করতে বলবে।
  • lcm | 118.91.116.131 | ১০ মে ২০১৪ ০৯:৪৩638936
  • না না, করা যাবে তো, এতো সিম্প্‌ল ইম্প্লিমেন্টেশন।
    কিন্তু এতে লাভ কি হবে?
    ধরো আমি অন্য আইপি থেকে এলাম, একটা কুমড়োর ছবি সিলেক্ট করলাম - চাড্ডি গাল দিয়ে করোর ওপর পার্সোনাল ঝাল ঝেড়ে চলে গেলাম।
    এখন আইপি-র বদলে কুমড়ো ধরে তো আর আমাকে পাবে না। তখন কুমড়ো ইজ ইউসলেস। ইন ফ্যাক্ট, কুমড়ো পছন্দ এমন কেউ অন্য আইপি থেকে এলে সেও আর কুমড়োর ছবি পাবে না, জালি লোক নিয়ে গেছে।
    এর চাইতে - সিম্প্‌ল মাস্কিং যেমন আছে তেমন। এক ই তো হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন