এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬৩০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | 172.136.192.1 | ১৪ মে ২০১৪ ২০:৩৯638970
  • অসুবিধে ছাড়া, ঐ 'আড়ালবিহীন কমিউনিটি'র ধারনার সঙ্গে লগিনের খুব বিরোধ তো। অবশ্য এখন গুরুচন্ডালির পক্ষ থেকে কোথাও এই কথাটা লেখা নেই দেখছি... আগে কি ছিল?
  • pi | 116.212.102.40 | ১৪ মে ২০১৪ ২০:৪২638971
  • হুতো, প্রথম পাতার ডানদিকে ভাটিয়া৯ র বাক্সোতে লেখা আছে।
  • rabaahuta | 172.136.192.1 | ১৪ মে ২০১৪ ২০:৪৫638972
  • ওঃ হ্যাঁ পেলাম, খুব অবাক হচ্ছিলাম এটা গেল কোথায় ভেবেঃ০
  • | ০৪ মে ২০১৫ ০৯:১২638973
  • ঈশানের জন্য টইটা তুলে দিলাম।
  • | ০৪ মে ২০১৫ ১০:০২638974
  • ও ইশা-আ-আ-আ-ন।

    যাহ ঘুমিয়ে পড়েছে
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ১০:৫৬638976
  • পাই,

    পুরনো প্রসংগে আসি। লগিন ছাড়া অনেকের লেখায় সমস্যা, তাই লগিন ছাড়াও লেখার সুযোগে ইতরজন আমার বা অন্যের নামে এসে যা খুশী লিখে যাবে? এতে গুরুর মান বাড়ছে?
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ১০:৫৬638975
  • পাই,

    পুরনো প্রসংগে আসি। লগিন ছাড়া অনেকের লেখায় সমস্যা, তাই লগিন ছাড়াও লেখার সুযোগে ইতরজন আমার বা অন্যের নামে এসে যা খুশী লিখে যাবে? এতে গুরুর মান বাড়ছে?
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ১১:৩৭638977
  • কিছুদিন ব্লগ বারান্দায় ঘুরে দেখলাম, নামে বেনামে ব্যক্তি আক্রমনে এপারে বরাহ হিমু কোং এর সচলায়তন এগিয়ে। সেখানে যখন তখন যাকে তাকে হেনস্থা করা হয়, নামে বেনামে ব্যক্তি আক্রোমন তো বটেই। আর খোদ হিমু এই ইতরপানাকে প্রায় শিল্পের পর‍্যায়ে নিয়ে গেছেন। ফারুক, কারুবাসনা, মাসকাওয়াথ আহসানের মতো সুলেখকরাও রেহাই পাননি। কুলদা রায়ের সূত্রে নামে বেনামে সেখানে অভিজিৎ রায়কে যথেচ্ছ অপমান করা হয়েছে। এই সবের প্রতিবাদ করতে গিয়ে আমাকেও কম হেনস্থা হতে হয়নি। এখনো ওই ইতরজনের দুরগে ইচ্ছেমত আমাকে গালাগাল দেওয়া হয় শুধু একারণে।
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ১১:৪১638978
  • ফেবু বা সচল বা গুরু সব সাইটেই বেনামে বা ফেক আইডি থেকে গালাগাল বা ব্যক্তি আক্রমন বেশী ঘটে। নিজ নাম ধামে লগিনে লিখলে দায় বাড়ে বলে তেমন সুযোগ কিছূটা কম থাকে।
  • d | 24.96.227.5 | ০৪ মে ২০১৫ ১১:৪৭638980
  • এখানে হিমু লেখেন না সেই সুযোগ নিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটাতে এখানে 'বরাহ' বিশেষণ দেওয়াটাও অতীব ইতরামি। হিমু বা কুলদা রায়ের তীক্ষ্ণ লেখনীর সাথে যুক্তি দিয়ে, ভাষা দিয়ে লড়তে না পেরে আড়ালে এসে চুকলি কাটা।
    এই পাড়ায় পাড়ায় ঘুরে এক জায়গার কথা আরেক জায়্গায় টেনে এনে কুঁদুলে পাবলিকের চুকলি কেটে বেড়ান অতীব কদর্য্য।

    অত্যন্ত আপত্তি জানিয়ে গেলাম।
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ১১:৪৯638981
  • সব মিলিয়ে প্রিয় ব্লগাজিন গুরুতে অমন কদার্যতা বাড়ুক, তা চাই না। নয়া সংস্করণ হিসেবে গুরুতে ইভ টিচিং পর‍্যন্ত শুরু হয়েছে!

    #ট্যাব থেকে ফনেটিকে লিখছি। অনেক টাইপো থেকে যাচ্ছে। দু:খিত।
  • শ্রী সদা | 113.19.212.22 | ০৪ মে ২০১৫ ১২:০৫638982
  • আমি তো কবেই বলেছিলাম, আইপি র বদলে আইপি অ্যাড্রেসের এম ডি ফাইভ / সি আর সি হ্যাশ দেওয়া হোক। ওটা থেকে আইপি রিভার্স করা যাবে না, আবার একটা ইউনিক আইপি র জন্যে ইউনিক হ্যাশ ও থাকবে। যেমন 127.0.0.1 এর সি আর সি ৩২ হ্যাশ হল D7B7E7A8। দেখতেও ভালো, আর কারো পক্ষে রিভার্স করাও সম্ভব নয়।
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ১২:০৭638983
  • ডি,

    আপনার আপত্তি বহাল রইল।

    হিমু বা কুলদা রায় তীক্ষ্ণ লেখক মানছি, জ্যন্ত অভিজিৎকে জবাই করায় তাদের জিহাদটাও সীকার করুন। এখন তো লিংক ছাড়া গীত নাই, তাই চাইলে লিংকও দেওয়া যাবে। আর একে চুকলি বললে ভুল করবেন। একথা আমি গুরুতে ব্লগ লিখেই বলেছি। কুলদা রায় এখানে লেখেন, তিনি টু শব্দ করার সাহসটুকু দেখান নি।

    "পাড়ায় পাড়ায় ঘুরে এক জায়গার কথা আরেক জায়গায় পাড়তে" যাব কেন ভাই? এমনটি আমার ক্ষেত্রে আগে কখনো দেখেছেন? নেহাত আক্রান্ত হয়ে কথা প্রসংগে বলেছি। তবু বিষয়টি অশোভন হলে নি:সারথ ক্ষমা চাইছি। আর যেন এরকম না হয়, সেদিকে খেয়াল রাখব কেমন?

    আরেকটি বিষয়, আমি সব পোস্ট কিন্তু নিজ নামে লগিন করেই করছি। কিন্তু আপনি "ইতর" গাল নিয়ে নিজ নামে তেড়ে আসার সাহসটুকুও দেখান নি।

    ফেক আইডির এই এক মজা! ;)
  • d | 24.96.227.5 | ০৪ মে ২০১৫ ১২:১৩638984
  • আমি নিজ নামে লগিন করেই ঐ চুম্বনের টইতে আপনার বক্তব্যকে 'ইতরামী' বলে এসেছি। সেখানে এখন ধুকছেন না কোনও এক অজ্ঞাত কারণে? যান গিয়ে দেখে আসুন। আবার একই কাঁদুনি এখানেও গাইছেন দেখে বাধ্য হয়েই বলতে হল।
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ১৫:০০638985
  • "আমি নিজ নামে লগিন করেই ঐ চুম্বনের টইতে আপনার বক্তব্যকে 'ইতরামী' বলে এসেছি।"

    শাবাশ! আপনার "ইতর" জ্ঞান টনটনে দেখে ভালো লাগছে। আগেও বলেছি, আবারো বলছি, নেহাত আক্রান্ত হয়ে কথা প্রসংগে ওপরের কথাগুলো বলেছি। অশোভান কিছু করে থাকলে আবারো মাফ চাইছি। ভালো থাকুন।
  • Abhyu | 85.137.13.237 | ০৪ মে ২০১৫ ১৭:২২638986
  • সদা, 127.0.0.1 বা D7B7E7A8 থেকে লিখলে ইতরামি কিছু কমবে বলে মনে হয় না। নেহাত যেগুলো ইভ টিজিং বা অপরাধের আওতায় পড়ে সেগুলো কমতে পারে, কিন্তু পাতি গাল দেওয়া কমবে বলে মনে হয় না। কারণ অ্যাডমিনের পক্ষে কেউ চাইলেই ধরে ধরে আড়ালের লোকের পরিচয় ডিসক্লোজ করা সম্ভব না। শুধুমাত্র পুলিশ-কোর্ট কাছারির ক্ষেত্রেই সম্ভব। কিন্তু যেগুলো যাস্ট নন-পানিশেবল পাতি খিস্তি বা মুখখারাপ না করেও ইতরামি সেগুলো আটকাবে বলে আমার মোটেও মনে হয় না।
  • শ্রী সদা | 113.19.212.22 | ০৪ মে ২০১৫ ১৭:৫৪638987
  • হ্যাঁ সেক্ষেত্রে লগিন ও ব্লক ছাড়া উপায় নেই। একমত। আমি জাস্ট বলছিলাম, লগিন যদি ইমপ্লিমেন্ট না করা হয়, তাহলে সেকেন্ড বেস্ট অপশন হ্যাশ, কারণ সেখানে অ্যাডমিনের কাছে আইপি ও থাকছে আবার আমার আইপি খোলা পাতায় আসছেনা।
  • Abhyu | 138.192.7.51 | ০৪ মে ২০১৫ ১৮:৩৬638988
  • মানে কারো যদি কারো উপর খার থাকে তো সেটা মেটানোর জন্যে আলাদা একটা অ্যাকাউন্ট খুলতেই পারে। আর ভালোমানুষের মতো পোস্ট করার জন্যে আলাদা একটা। এখনকার থেকে তফাৎ হবে কেন?
  • Abhyu | 138.192.7.51 | ০৪ মে ২০১৫ ১৮:৩৯638989
  • লাস্ট টাইম লগিন করতে গিয়ে দেখেছিলাম যে হয় ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, নয় গুগুলের পাসওয়র্ড দিতে হবে। সেটা আমার পছন্দ হয় নি।
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ২০:২১638992
  • Abhyu-র কথায় যুক্তি আছে। যে কেউ ফেক এবং রিয়েল আইডি থেকে লগিন করেও জেকেল অ্যান্ড হাইড গেম খেলতে পারে।

    তাছাড়া হ য ব র ল অথবা এমন কিছু দিয়ে লগিন কোনো অর্থ বহন করে না। "নাম নেই" ফেকি যে ইভ টিচিং এর ইতরপনা করেছে, সেটি সে একই নিকে লগিন করেও করতে পারে। দু-এক মিনিটের ব্যপার মাত্র।

    তাহলে নিবন্ধন/ রেজি. ই একমাত্র উপায়? নাকি শুভ বুদ্ধির উদ্ভবের জন্য প্রতীক্ষা?
  • Biplob Rahaman | ০৪ মে ২০১৫ ২০:২৪638993
  • সিকি,

    কয়েকদিন ধরে ফেবু থেকে লগিন করতে পারছি না। জিমেল থেকে লগিন করছি। আমি মজিলা ব্যবহার করছি। জিমেল থেকে লগিন করলে আবার ফেবু থেকে লগিন করা পূর্বতন কীর্তি খুঁজে পাওয়া মুস্কিল।

    সাইটে কোনো সমস্যা?
  • cm | 116.208.99.124 | ০৪ মে ২০১৫ ২০:৩১638994
  • আপনারা বরং ১০০ পয়েন আইডেন্টিটি ভেরিফিকেশনের ব্যবস্থা করুন।
  • | ০৪ মে ২০১৫ ২১:০৩638995
  • বিপ্লব রহমান, যেখানে আক্রান্ত হয়েছেন সেখানে গিয়ে ফয়সালা করে নিন।

    অভ্যু, গুগল পাসওয়ার্ড দিতে কী সমস্যা? গুগল+ এ গিয়ে ইনফো সব প্রাইভেট করে এসো না।
  • Ishan | 214.54.36.245 | ০৪ মে ২০১৫ ২১:৩৪638996
  • আমারও ফেবু থেকে লগইন করতে সমস্যা হল। হবার কথা নয়। সামান্য কিছু গড়বড় হয়েছে মনে হয়। দেখছি।
  • Ishan | 214.54.36.245 | ০৪ মে ২০১৫ ২১:৩৮638997
  • আর লোকজনের লগিনে কী সমস্যা বুঝিয়ে বললে ভালো হয়।
  • | ০৪ মে ২০১৫ ২১:৩৯638998
  • আর অভ্যু তো গুডরিডসেরও মেম্বার। ঐখানে তো গুগল বা ফেবু দিয়ে লগিনের ব্যপার। সেথায় কী কর?
  • Atoz | 161.141.84.175 | ০৪ মে ২০১৫ ২১:৪৯638999
  • লগিন ফগিন নিয়ম হয়ে গেলে আর এ সাইটে আসতে হবে না, চমৎকার হবে। ঃ-)
    চক্করমুক্তি। ঃ-)
  • একক | 24.99.182.9 | ০৪ মে ২০১৫ ২১:৫০639000
  • সমস্যা নিশ্চই আছে কিছু ।সেটা কী জানা গেলে সমস্যা বাইপাসের পথ ভাবা যেতে পারে ।
  • lcm | 146.152.142.60 | ০৪ মে ২০১৫ ২১:৫৮639001
  • বিপ্লব রহমান নামের (একই নামের) আরো একজন তো সত্যিই থাকতে পারে।
    যেমন ধরুন, ফেসবুকে একই নামে অনেক ইউজার আছে, কিন্তু ইমেইল আলাদা, যদিও সবার ইমেইল পাবলিকলি ভিসিব্‌ল নয়।
    এখন প্রশ্ন হল, যখন একই নামের অনেক ইউজার পোস্ট করছে, তখন অন্য ইউজাররা বুঝবে কি করে, কোনজন পোস্ট করেছে। ইমেইল অ্যাড্রেস যদি পোস্টে দেখানো হয়, তাহলে ইমেইল দেখলে বোঝা যাবে। কিন্তু খোলা পাতায় ইমেইল ডিসপ্লে অনেকে পছন্দ করেন না, তার যথেষ্ট কারণও আছে।
    একটি উপায় হল, অ্যাকাউন্ট তৈরীর সময়, একটি আইডি বা নিকনেম তৈরী করা বাধ্যতামূলক করে দেওয়া এবং কোনো দুজন ইউজারের এক আইডি/নিকনেম থাকতে পারবে না। এবার ঐ আইডি/নিকনেম-টি প্রত্যেক পোস্টে ডিসপ্লে করলে তখন বোঝা যাবে যে কোনজন পোস্ট করছে, কারণ আসল নাম এক হলেও প্রত্যেকের নিকনেম/আইডি আলাদা।
  • Ishan | 214.54.36.245 | ০৪ মে ২০১৫ ২২:০২639003
  • সেটা কোনো সমস্যাই না। আছেই। খালি ডিসপ্লে হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন