এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬৩৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ মে ২০১৫ ২২:৩৭639038
  • আর আজকাল তো একটা মেইল আইডি খুলতে গেলেও আরেকটা আইডি'র রেফারেন্স চায় দেখি। অনেক সাইটেই ইমেইল ভেরিফিকেশান করতে হয় ফার্স্ট লগিন এর সময়।
  • dc | 132.164.218.199 | ০৪ মে ২০১৫ ২২:৩৭639037
  • সে আবার কি? যাই হোক, ওটাকে তাহলে গুরুতে টুর করতে নিয়ে আসুন, মাঝে মাঝে বোর হলে ওটার সাথেই নয় হেজিয়ে নেব।
  • lcm | 146.152.142.60 | ০৪ মে ২০১৫ ২২:৩৮639040
  • অক্ষ,
    এগজ্যাক্টলি। ঐ ব্যাপারগুলো নিয়েই বোধহয় ফেসবুক ভাবছে। রুল হয়ত কান্ট্রি স্পেসিফিক হবে। এখনও কিছু ঠিক করে নি। এখনই কোনো চেঞ্জ নাও করতে পারে। এখন প্রবলেম হলে যা করে ঐ পুলিশ ইত্যাদি - সেটা একক লিখেছে। কিন্তু ওরা আরো টাইট করতে চায় ব্যাপারটা টেকনোলজিক্যালি। আবার, ব্যাংক অ্যাকাউন্টের মতন অত টাইট হয়ত নয়, কিন্তু বলা যায় না, ইভেনচুয়ালি তেমন করতেও পারে।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:৩৮639039
  • কিন্তু ওই দিয়ে এতকাল বট চেক করা হত ।এখন এমন বট বেরিয়েছে যে নিজেই সাকসেসফুলি হিউম্যান কনভার্সেশন সিমুলেট করতে পারে ,মানে আরেকটা মেশিনের সঙ্গে ।কাজেই :))
  • dc | 132.164.218.199 | ০৪ মে ২০১৫ ২২:৩৯639041
  • যাদের গাড়ী নেই তারা তো মাল্টিপল অ্যাকউন্ট বানাতে পারবে! ফেবুকে বলবে আমার লাইসেন্স নেই, ফেবু তখন বলবে অন্য একটা আইডি দাও। এইভাবে একেকবার একেক আইডি দেখিয়ে ঢুকে পড়বে।
  • Ishan | 214.54.36.245 | ০৪ মে ২০১৫ ২২:৩৯639042
  • ফেবু আর ফেক আইডি বানাতে দেয়না। জিমেলও ফোন নং টং চায়। শুনেছি। নতুন আইডি তো আর বানাইনি ইদানিং। পুরোনো ফেক আইডি গুলোর আয়ু, আমার আন্দাজ, আর বেশি দিনের নয়।

    যাই হোক, যেটা বুঝি নাই, লগিনে এত আপত্তি থাকলে জিমেল বা ফেবুকে লোকে পার্সোনাল ইনফো দেয় কিকরে, আর লগিনই বা করে কিকরে।
  • dc | 132.164.218.199 | ০৪ মে ২০১৫ ২২:৪০639043
  • মানে একটা মেশিন আরেকটা মেশিনের সাথে কথা বলবে? কি কেলো :d

    একদিন হয়তো নিজেদের মধ্যে বইও বার করবেঃ মেশিনের ঘরসংসার।
  • Ishan | 214.54.36.245 | ০৪ মে ২০১৫ ২২:৪১639044
  • এইয়ো একক আর ডিসি। আপনাদের যুগান্তকারী ইনোভেশনের জন্য অন্য টই খুলুন। গুরুতে এ আইয়ের বিশেষ সম্ভাবনা নাই।
  • lcm | 146.152.142.60 | ০৪ মে ২০১৫ ২২:৪২639047
  • এইটা জানতাম না যে ফেসবুক পাসপোর্ট ইত্যাদি চায় হ্যাক্‌ড অ্যাকাউন্ট ফিরে পেতে গেলে।
  • Atoz | 161.141.84.175 | ০৪ মে ২০১৫ ২২:৪২639045
  • অথবা মেশিনের খুনসুটি।
    ঃ-)
  • dc | 132.164.218.199 | ০৪ মে ২০১৫ ২২:৪৩639048
  • আচ্ছা বাবা আর কথা বলবো না।

    জয় নিতাই স্টাইলেঃ জয় মেশিন! ঃ-)
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:৪৪639049
  • এটা তো ঐ যাদবপুরে সিসিটিভিতে আপত্তি থাকলে এয়ারপোর্টে বডি ফ্রিস্কিং মেনে নেয় কি করে গোছের বক্তব্য হল।

    একজায়গা দিয়ে শুরু করে সর্বত্র শেষ করা -এবং এটা মেনে নিতে বাধ্য করা, এটাতে আমার ভালো রকম আপত্তি।

    ফেবুতে আমার পুরো নাম নেই। অনেকের নেই। আমি যখন আইডি খুলেছিলাম ফোন নং চায়নি।
  • Ishan | 202.43.65.245 | ০৪ মে ২০১৫ ২২:৪৪639051
  • হ্যাকড না তো। কেউ জালি বলে রিপোর্ট করলে প্রোফাইল নিজেই বন্ধ করে দেয় ফেবু। তারপর ফেরত পেতে চাইলে আইডেন্টিটি প্রুফ চায়। এও ঐ শ্রজাতর কেসেই শুনলাম। হাতেকলমে অভিজ্ঞতা নাই। :-)
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:৪৪639050
  • না ,অল্টারনেটিভ প্লাটফর্ম খুলছে না ।এমনকি ফেবুর এই ফোর্সফুলি অফসিয়াল নেম ব্যবহারের এজেন্ডার ফলে এক লেসবিয়ান কাপল ঝামেলায় পরেছেন ।সেই সব নিয়ে কাগজে খবর ও হয়েছে ,তাও ।যদ্দুর ফেবু-গুগল সবাই একটা জায়গায় প্যাক্ট এ এসেছে যে আইদেনতিটি লুকোনোর প্রিভিলেজ দিলে বেফালতু প্রচুর লিগাল ওভারহেড মেন্টেন করতে হচ্ছে । আজ টেররিস্ট ,কাল অমুক । সো ইট সীমস আ জয়েন্ট বিসনেস ডিসিশন ।

    আরেকটা ব্যাপার হলো রিয়েল আইদেনতিটি পেলে এড-ক্যাম্পেনিং মাচ ইসিয়ার এন্ড এফেক্টিভ ।সেটাও কারণ ।নতুন সাইট এলেও তাকে এসব পয়েন্ট মাথায় রাখতে হবে ।
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:৪৫639052
  • হ্যাঁ, ফেবু আমাকে রোজ জিগ্গেস করে কোথায় থাকি। গাধারা ভাবে আমি কলকাতাতেই থাকি। ওদের রোবো খুব বোকা।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:৪৮639053
  • আরে ভাই আমার নিজের নাম চেঞ্জ করতে হয়েছে ফেসবুকে । এনিওয়ে আরও অনেকের হয়েছে ।আমার সে নিয়ে প্রবলেম ও নাই । এমনিতেই ডিএক্তিভেতেদ করে রাখি ।
  • | ০৪ মে ২০১৫ ২২:৪৯639054
  • হ্যাঁ শ্রীজাত আর নজমুল আলবাব চোখের সামনে দেখলাম। আরেকজন বন্ধুর বন্ধু, চারখান শব্দে নাম ছিল, ফারাবীর বন্ধুরা রিপোর্ট করায় পাসপোর্ট অনুসারে নামটা দুই শব্দে নামাতে হয়েছে। নিরাপত্তার খাতিরে এঁর নাম লিখলাম না,

    আমাকেও রোজ জিগায় ফেবু কোথায় থাকি আর ফোন নং কী? এতদিন দিই নি। বাধ্য করলে দিয়ে দেব।
  • | ০৪ মে ২০১৫ ২২:৫১639055
  • তবে এই আইসিস, আল কয়েদা রামার্কেটে এইভাবে না এলে রিয়াল নেম নিয়ে এত্ত ঝাম হয়ত হত না। খুচরো নষ্টামি তো মানুষ সৃষ্টির আদিযুগ থেকেই করে আসছে।
  • pi | 24.139.221.129 | ০৪ মে ২০১৫ ২২:৫২639056
  • ফেবুতে নাম নিয়ে/ অন্য কোন কিছু নিয়ে কেউ কোন আপত্তি তুলে রিপোর্ট করলে আইডি দেখিয়ে পাসপোর্ট জাতীয় আইডি র নামে প্রোফাইল নাম করতে হচ্ছে।
  • Ishan | 214.54.36.245 | ০৪ মে ২০১৫ ২২:৫৯639058
  • ফেবু কারেন্ট লোকেশন খুব ভালো করেই জানে। ফেবু তো আইপি ধরে লগিন ট্র্যাক করে, সে তো দেখায়ই। হোম সিটিটা অন্য ফান্ডা। ওটা বন্ধুবান্ধব দেখে ঠিক করে। আমাকে সিঙ্গুর আর কলকাতার সাজেশন দেয়।

    এছাড়াও টেকনোলজিকালি ট্র্যাক করার গাদা অপশন আছে। সেসব বলে আপনাদের সুখের স্বর্গকে ভাঙতে চাইনা। :-) তবে হ্যাঁ, গুরু রোজ দু-চার হাজার লোক দেখে। কপাল ভালো সবাই লেখেনা, লিখলে অন্য মেকানিজম আর নাইস-টু-হ্যাভ পর্যায়ে থাকবেনা।
  • দানবকৃষ্ণ দেওয়ান | 215.174.22.26 | ০৪ মে ২০১৫ ২৩:০১639059
  • এই যেমন আমি মাঝে মাঝে নাম পাল্টাতে ভালোবাসি, এমন বাসনাও থাকে যে লোক আমাকে না চিনুক, চিনে ফেলে সে অন্য কথা। কিন্তু লগিন টগিন করে, বার বার ফেক আইডি বানানো, এত কি আর পোষাবে? এমনিতেই অনুশীলা ক্ষয়িষ্ণু নামের রহস্য ভেদ করতে এতকিছু পড়তে হলো। তার মধ্যে পান, চুম্বনের বুলবুলভাজার তলায় 'শুভ বুদ্ধির জন্য দীর্ঘতর প্রতীক্ষা' পড়ে যারপরনাই ইসে জ্বললো। লগিন হবে কি হবে না সেই নিয়ে বিতর্ক চলছে তা চলুক, কিন্তু লগিন না হলেই সেটা শুভবুদ্ধির অভাব, এ আবার কি কথা বাপু।

    তো লগিন হবে কি হবে না সেই বিষয়ে আমার কোন নীতিগত অবস্থান টাইপ কিছু নেই, কিন্তু আড়ালবিহীন কমিউনিটি ব্যাপারটার সঙ্গে লগিন যায় না বলেই মনে করি। আর তাছাড়া, লগিন কেন হবে? মানে আমার যুক্তি হলো লগিন চাই না কারন ফেকাইডি বানাতে ল্যাদ। লগিনবাদের কি যুক্তি? লোকজন অসভ্য কথা বলে? লোককে ইম্পারসোনেট করে? সেতো কত খারাপ কতা লোকে নিজের পরিচয়েই করে, আর যাঁরা পরিচয় চুরির আশঙ্কা করেন তাঁদের তো লগিন আছেই।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২৩:০২639060
  • হ্যা ,সেই আরকি । চাইলে সবজানা যায় ।লোকে কেও জান্ছেনা ভেবে আনন্দে থাকে ।
  • | ০৪ মে ২০১৫ ২৩:০৪639061
  • হ্যাঁ :-)
  • cm | 116.208.143.181 | ০৪ মে ২০১৫ ২৩:০৬639062
  • জনতার কী সংযম, দেখছে কিন্তু লিখছেনা!
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২৩:০৮639063
  • একটা কথা গুরু মডারেটর কে বলার । লগইন মাস্ট কী নয় তা নিয়ে তর্ক চলুক । মীনহোয়াইল যেটা করা যায়:

    গুরুতে ঢোকার মুখেই একটা বিধিসম্মত সতর্কীকরণ গোছের ঝোলানো থাক যে লগইন অর উইদৌত লগইন ? লগইন না করলে আপুনি ইম্পার্সনেসনের স্বীকার হতে পারেন,অমুক ,তুসুক ইত্যাদি । সেক্ষেত্রে কতৃপক্ষ কে গাল্দেবেন্না । এটা কল্লে একটা লগইন কালচার ও গ্রো করবে ধীরে ধীরে ।আবার যারা নিজ রিস্কে লগইন করবেননা করবেননা ।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২৩:১৬639064
  • মানে ,মোদ্দা কথায় লগইন ব্যাপারটা জনপ্রিয় করতে হবে ।এরকম ফিয়ার মার্কেটিং দিয়ে শুধু না ।লগইন করা ইউসার দের একটা সার্চ এরিয়া থাকুক যেখানে সে কোথায় কী বলেছে , বাকি কে তার নাম নিয়েচে ,কে তাকে খুঁজছিলো এসব টাইমশুধ্দু থাকুক । কিছু এক্সট্রা ফেসিলিটি না পেলে খামখা লোকে লগইন কত্তে চাইবে না । এখনি এই ডেটা গুলো দেখায় দেখেছি কিন্তু এমনভাবে দেখায় যে সারপ্লাস ফিলিং গ্রো করেনা ।ওটা জরুরি ।
  • Ishan | 202.43.65.245 | ০৪ মে ২০১৫ ২৩:২৫639065
  • কে মার্কেটিং করতে চেয়েছে? জনপ্রিয়ই বা কে করতে চেয়েছে? আপাতত ব্লগ লেখার জন্য দরকার, তাই আছে। :-)
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২৩:২৯639066
  • নাহ, একেবারে মূর্খ তো নই। লোকেশন ট্র্যাক করা যে যায় তা আমি জানি। হোমসিটির কথাই বলছিলাম।

    আমার নিজের যদি চারখান জিমেইল আইডি থাকে আর আমি একটা দিয়ে অ ক্ষ হয়ে এসে ভালো ভালো কথা বলে অন্যটা দিয়ে এসে লোককে খিস্তি করলেই বা কীভাবে আটকানো যাবে?
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২৩:৩০639067
  • ও হরি ! এইযে ইম্পার্সেনেসন এর ফিয়ার একটা কস হিসেবে উঠে আসছে এটাই তো ইটসেলফ মার্কেটিং । কেও চাচ্ছেনা বলে আটকে নেই তো ! আর কোনো জিনিস জনপ্রিয় হবার কোনো কারণ থাকবেনা অথচ জনতা সেটা করবে এ হয় নাকী :) লোকজন অলরেডি জিগাচ্ছে লগইন করে লাভ টা কী ? সেটার কোনো পসিটিভ উত্তর নেই ।ফিয়ার দিতে হচ্ছে লগইন না করলে এই এই ......এনিওয়ে আমার বলার বল্লুম । এরপর গুরু কতৃপক্ষের ব্যাপার :)
  • | 92.145.223.18 | ০৪ মে ২০১৫ ২৩:৩০639069
  • কিন্তু আমি লগইন করতেই পারছি না, মাঝে দিনকতক লগইন করিনি আর এখন হচ্ছেই না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন