এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 132.178.228.86 | ০৪ মে ২০১৫ ২৩:৩৮639070
  • এই আমি এক্কট্টু সংযম ভাঙলাম।
    "যাই হোক, যেটা বুঝি নাই, লগিনে এত আপত্তি থাকলে জিমেল বা ফেবুকে লোকে পার্সোনাল ইনফো দেয় কিকরে, আর লগিনই বা করে কিকরে।"
    >> ঈশানদা, আমার মনে হয় ডিসকমফর্টের একটা (বা কয়েকটা) বড়ো কারণ পার্সোন্যাল (সেনজিটিভ) ডেটা কালেকশন, ইউসেজ আর রিটেনশন (আর একটু টেনেটুনে আর্কাইভ্যালও)। যদিও গুগল/ফেবু'র প্রাইভেসি পলিসি বেশীরভাগ মানুষ পড়েও দেখেন না, এটা ভেবে নেওয়া হয় যে কালেক্টেড ডেটা সেফ-কেপ্ট। এই ধারণা আপাততঃ ভাঙানোর দিকে না গিয়েও - যদি গুরুচন্ডালী এরকম একটা গুডফেইথ ইনস্টিল করতে পারে তাহলে মনে হয় না কেউ পার্সোন্যাল ইনফোর ব্যাপারে খুব একটা আপত্তি করবেন বলে। তবে অফিশিয়ালি ইউজার ডেটা স্টোর করতে গেলে হোস্টকে কি কিছু অ্যাডিশন্যাল কমপ্লায়্যান্স নর্ম মানতে হয়? তুমি হয়ত ভালো জানবে। আর আমার ফেবু বা গুগল প্লাস - কোনও অ্যাকাউন্টই নেই। জিমেইল আইডি একটাই। সেটা আর এখানে ট্যাগ করতে চাইনি। নানাবিধ কারণ।
  • Ishan | 202.43.65.245 | ০৫ মে ২০১৫ ০০:২৮639071
  • লগিনে আজকেই সমস্যা দেখছি। সেটা দেখছি। স্লাইট কিছু গোলমাল হতে পারে। ঠিক হয়ে যাবে।
  • Ishan | 214.54.36.245 | ০৫ মে ২০১৫ ০০:৩৪639072
  • আর সায়নকে বলি। এই ফেবু বা গুগলকে দিয়ে লগইন করা নতুন না। লোকজন চাদ্দিকেই করে থাকে। লগ-ইন করতে গেলে গুগল বা ফেসবুকের অথেন্টিকেশন ব্যবহার করতে হয়। কি কি ডেটা নেওয়া হচ্চে, তারাই বলে দেয়। বেসিকালি নাম, আইডি প্রোফাইল পিকচার, আর প্রোফাইলের লিংক, অর্থাৎ যেটা মিনিমাম, সেটা নেওয়া হয়। সেটাও, যাতে কষ্ট করে আরেকবার ভর্তি না করতে হয়, সেই এফর্টটা বাঁচানোর জন্য।

    এটা এর আগেও লিখেছি। আরেকবার লিখলাম। প্রথমবার লগিন করার সময় গুগল বা ফেবু সেটা লিখেও দেয়। এরপরে কারো যদি ধারণা থাকে, যে, হিল্লি দিল্লি গুডরিডস, আমারবই, ফেবু, সর্বত্র আমার ব্যক্তিগত তথ্য নিরাপদ, আর গুরুর সে গুডউইল নাই, এবং গুরু সর্বস্ব ট্যারাপথে ঝেঁপে দিতে পারে, তবে তাঁর আর লগিন করে কাজ নাই কমরেড। তাঁর ডেটা নিয়ে তিনি সুখে থাকুন, আমাকেও আর চাট্টি হাবিজাবি বকাবেন না।
  • Div0 | 132.178.228.86 | ০৫ মে ২০১৫ ০১:১১639073
  • হুম, প্রশ্ন করেছিলে জিমেল/ফেসবুকে লোকে পার্সোন্যাল ইনফো কী করে দেয়। আমিও সেটুকুই স্কোপে রেখেছিলুম। কিন্তু, এই অথেন্টিকেশন কিন্তু শুধুই "এফর্ট বাঁচানোর জন্য" নয়। :)

    যাগ্‌গে, যে সব 'মার্চেন্ট' সাইট এইধরণের অথেন্টিকেশন ব্যবহার করে তাদের ইন্টারেস্ট কী, অথবা টার্গেট অডিয়েন্সের কাছে গুরুর কেমন গুডউইল সেটাও আমার বক্তব্য ছিল না। "ব্যক্তিগত তথ্য ঝাঁপা" ইত্যাদি কোদ্দিয়ে এল তাও বুঝলাম না। ডেটা সেফকীপিং'টা পড়লে না বোধহয়। যে কোনও হোস্টিং সার্ভিসে একটা সিকিওরিটি কন্ট্রোল এনফোর্স করতে গেলে চেকলিস্টের যেখানে যেখানে টিক-মার্ক দেওয়া প্রয়োজন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এনিওয়ে। দ্যাট ওয়জ মাই টু-বিট ব্রেইন স্পীকিং আউট লাউড। :)
  • Abhyu | 138.192.7.51 | ০৫ মে ২০১৫ ০১:২৪639074
  • আমার যে খুব আপত্তি আছে তা না। ঐ যেমন দমুদির মতো লোকজন বললে নেহাত অজানা জায়গাতেও লগিন করে দিই। গুরুতেও দেওয়াই যায়, তা মনে হল এটা তো খুব বড় একটা পাবলিক ফোরাম - কিছু লোকে গায়ের ঝাল মেটাতে আসে - তো কত আর পাসওয়ার্ড শেয়ার করব - এই আর কি?
    আমি তো স্বনামেই সর্বত্র বিরাজমান - আমার আবার লুকোছাপা কি? :)
  • Ishan | 214.54.36.245 | ০৫ মে ২০১৫ ০২:০৮639075
  • সায়ন, এক বর্ণও বোঝা গেলনা। তুমি গুডউইল লেখোনি, গুডফেথ লিখেছ, নিশ্চয়ই সেটা ততটা নেই বলে তোমার ধারণা, -- আমার মনে হয়েছে। বাকিটাও সেখান থেকেই এসেছে।

    লোকের নাম আর ফেবু প্রোফাইলের লিং খুব সেন্সিটিভ ডেটা, সার্ভারের এক কোনে লোকচক্ষুর অজ্ঞাতে থাকলেও হেবি সমস্যা, -- এ বোঝা আমার মোটা বুদ্ধিতে সক্ষম না। নাম-ধাম-মেল আইডি তো খোলা পাতাতেই আখছার বিনিময় হতে দেখি। কেউ না দিতে চাইলে দেবেন না। তবে লগইন করলে সার্ভারের এক কোনে জমা থাকবেই। খুব অসুবিধে থাকলে লগইন করবেন না। এর জন্য আলাদা করে গুডফেথ ইনস্টিল করা-টরা সম্ভব না।

    সব মিলিয়ে আপত্তিগুলোর কোনোটাই বোধগম্য হয়নি। সে ঠিকই আছে। আমাকে সব বুঝতে হবে, এ মাথার দিব্যি কেই বা দিয়েছে।
  • Ishan | 214.54.36.245 | ০৫ মে ২০১৫ ০২:১৩639076
  • অক্ষকে লেখা হয়নি। একজন চারটে মেল আইডি থেকে এসে লিখলে আটকানো যাবেনা। আলাদা করে পারমিশন নেবার যেহেতু ব্যাপার নেই। তবে এখন যেহেতু আইপি ব্যাপারটাই ইররেলিভ্যান্ট হয়ে যাচ্ছে ক্রমশ, জিমেল বা ফেবু একটু বেশি ট্র্যাকেবল। এই অবধিই।
  • Gurur Chandal | ০৫ মে ২০১৫ ১০:৫৫639077
  • অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। নিক নেম কীকরে নেবো?
  • d | 144.159.168.72 | ০৫ মে ২০১৫ ১১:০৩639078
  • লগিন করা অবস্থায় মাই প্রোফাইল গোছের একটা আসে দেখুন একদম ওপরে বাঁদিকের কোণে। সেখানে গিয়ে ঐ আপনাকে এখানে কী নামে দেখাবে সেটা সেট করে দেওয়া যায়।

    আপিস থেকে লগিন করতে পারব না বলে স্ক্রীনশট দিতে পারলাম না। একটু দেখুন ঐ জায়গাটা পেয়ে যাবেন নিশ্চয়।
  • se | 204.230.159.86 | ০৫ মে ২০১৫ ১১:১৪639080
  • ওকে। দেখছি, থ্যাংক্স
  • সে | ০৫ মে ২০১৫ ১৩:৩৫639081
  • একন হয়েছে।
  • Abhyu | 85.137.13.237 | ০৫ মে ২০১৫ ১৭:৩৭639082
  • আচ্ছা আমি সাধারণতঃ কোথাও সাইন আপ করতে হলে জিমেল ছাড়া অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করি, এখানে সে রকম করা যায় কি?
  • pro login | 126.203.172.17 | ০৫ মে ২০১৫ ১৯:০২639083
  • লগিন প্রথা চালু হোক। শুধু আমি যে নানা সময়ে এসে নানা নামে লিখে যাই, সেইটা কীভাবে চালু রাখা যায়, এ ব্যাপারটা একটু জানাবেন
  • pi | 24.139.221.129 | ০৫ মে ২০১৫ ১৯:০৭639084
  • দানববাবু, প্রোলগিন , নাম তো বদলানোই যায়, লগিন করেও ঃ)
  • Div0 | 132.166.166.31 | ০৫ মে ২০১৫ ২১:৪৯639085
  • ঈশানদা' তোমার কাল রাত্রের পোস্টের প্রেক্ষিতে, আমার আর ফার্দার এক্সপ্লেইন করতে ইচ্ছে করছে না। লগইন ক্রিয়েট করা একটা জিনিস। আর থার্ড পার্টি এবং রিইউজেবল ডেটা অন্য। ডেটা অথেন্টিকেশন এবং তদ্‌সম্বন্ধীয় কন্ট্রোল মেজারস কী বা কেন - এইসব লিখে তোমাকে বোর করার থেকে বিরত রইলাম। যা ভালো বুঝবে করবে।
  • Ishan | 202.43.65.245 | ০৫ মে ২০১৫ ২২:৪২639086
  • ইচ্ছে না করলে কিছু বলার নেই। তবে "থার্ড পার্টি", "রিইউজেবল ডেটা", "ডেটা অথেন্টিকেশন", "কন্ট্রোল মেজারস", এইসব ইংরিজি শব্দ পড়ে এই কনটেক্ষটে আমি কিছু বুঝি নাই, এ হল কঠোর বাস্তব। ইচ্ছে হলে এক্সপ্লেন করতেই পারো।
  • Biplob Rahaman | ০৯ মে ২০১৫ ১৭:৫০639087
  • ফেবু দিয়ে লগিন করতে পারছি না। আইপি চেঞ্জ করলেও একই সমস্যা থেকে যাচ্ছে। তাই বাধ্য হয়ে কয়েকদিন ধরে গুগল দিয়ে লগিন করছি। আর নেট স্লো থাকলে সেটাও খুব ঝক্কির।

    সমাধান??
  • pi | 24.139.221.129 | ০৯ মে ২০১৫ ১৮:২৭639088
  • এটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। মামু দেখছে।
  • সে | ১০ মে ২০১৫ ১৮:০২639091
  • একই আইপি থেকে দুজন লগিন করবে কীকরে?
  • ঈশান | ১১ মে ২০১৫ ০২:৫০639092
  • ফেসবুক লগইন কাজ করছে। কোনো কারণে কোনো সমস্যা হলে দুটো জিনিস করবেনঃ

    ১। ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করে নেবেন। কুকি টুকি সরানোর দরকার নেই, শুধু ফাইল গুলো পরিষ্কার করে নিলেই হবে।

    ২। গুরুচন্ডালিকে পপ-আপ খোলার অনুমতি দেবেন। সাইন-ইন জানলাটা পপ আপ। না খুললে লগ-ইন করা যাবেনা।
  • সে | 188.83.87.102 | ১১ মে ২০১৫ ১০:২২639093
  • আর আমার কোশ্চেনটা স্যার?
  • d | 144.159.168.72 | ১১ মে ২০১৫ ১০:৪৭639094
  • কেন অফিস থেকে যেভাবে করে। আপনি তো গুগল বা ফেবু দিয়ে লগিন করবেন।
  • d | 144.159.168.72 | ১১ মে ২০১৫ ১০:৪৮639095
  • মানে আইডিটা আপনার, আইপি তো কমন হতেই পারে।
  • se | 204.230.155.222 | ১১ মে ২০১৫ ১২:৫৬639096
  • চেক করে দেখছি।
  • সে | 188.83.87.102 | ১১ মে ২০১৫ ১৫:১৭639097
  • লগিন করতে পারলাম না।
  • সে | 188.83.87.102 | ১১ মে ২০১৫ ১৫:৪৩639098
  • Error in logging in:
    Invalid type signature for guru.signin.client.UserInfo
  • ঈশান | ১১ মে ২০১৫ ২১:৩১639099
  • এইটার জন্যই ব্রাইজারের ক্যাশটা পরিষ্কার করা দরকার। লগইন মডিউলটা বদলেছে, কিন্তু পুরোনো জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আপনার ব্রাউজার ধরে রেখেছে। কদিন বাদে এমনিই ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে এখনই ক্লিয়ার করে নিলে লগইনে আর কোনো ঝামেলা থাকবেনা।
  • সে | ১২ মে ২০১৫ ১২:২৬639100
  • হ্যাঁ, এইবারে হয়েছে।
  • বিপ্লব রহমান | ১৩ মে ২০১৫ ১৪:১৭639103
  • ব্রেভো মামু! ফেবুতেই লগিন কর্লাম। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন