এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৭৪৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • budget | 125.112.74.130 | ১০ জুলাই ২০১৪ ১৩:১৩642963
  • Arun Jaitley "MNREGA will be made more productive. It will be linked to agriculture related activities".-IBN live
    সমাজকর্মী অনুরাধা তলোয়ার ও লেখায় এরকম একটা অনুরোধ করেছিলেন কদিন আগের এই সময় তে সম্পাদকীয় বিভাগে ।
  • budget | 125.112.74.130 | ১০ জুলাই ২০১৪ ১৬:১৯642964
  • FM proposes Rs.500 Cr Price Stabilisation Fund for farm produce. FY15 farm loan target of Rs.8 Lakh Cr. Rs 50 cr has been set aside for indigenous cattle breed and inland fisheries ,propose to provide finance to 5 lakh landless farmers through NABARD ,Farmer markets in urban areas for farmers to sell products directly ,1,000 crore for Krishi Yojana,maintain Rs.33,000 Cr allocation to MNREGA ,100CR for modernization madrasa , 100 cr for developing Buddhist circuit Gaya -Sarnath sector,North East: organic farming development: Rs 100 crore ,Rs. 4000 crores for National Housing Bank for low-cost housing ,To spend Rs 28635 cr for Sarva Siksha অভ্যান,Rs 50,548 crore for SC development; Rs 500 cr assigned
  • dc | 132.164.84.235 | ১০ জুলাই ২০১৪ ১৯:২৮642966
  • একটা ভালো জিনিষ করেছে, অবশ্য বাজেটে না, কাল পড়ছিলাম - ইন্স্পেক্টর রাজের ক্ষমতা ছাঁটাই করেছে। এটা একটা বিরাট বড়ো করাপশনের জায়গা ছিল।
  • robu | 122.79.37.25 | ১০ জুলাই ২০১৪ ২০:২৩642967
  • কেন্দ্রে তো করাপশন কী বস্তু কেউ জানেই না!!
  • dc | 132.164.84.235 | ১০ জুলাই ২০১৪ ২০:২৭642968
  • সেইজন্যই তো সর্দার প্যাটেলের অতো উঁচু স্ট্যাচুটা বানাচ্ছে। গুজরাট থেকে সোজা দিল্লী অবধি নজর রাখবে, কেউ কোন করাপশন করলেই লোহার হাত দিয়ে মাথায় গাঁট্টা মারবে।
  • কল্লোল | 125.242.179.228 | ১১ জুলাই ২০১৪ ১২:৫১642969
  • ডিসি। কোন খবরই রাখেন না। খালি বকবক বকবক। সর্দার প্যাটেলের অতো উঁচু স্ট্যাচুটা বানাচ্ছে। গুজরাট থেকে সোজা সুইজারল্যান্ড অবধি নজর রাখবে। কেন?
    হুঁ হুঁ বাওয়া। বলেন দেখি কেন?
  • quark | 24.139.199.12 | ১১ জুলাই ২০১৪ ১৩:০২642970
  • গণতান্ত্রিক দেশে সরকারি খরচে এতবড় মনুমেন্ট বানানোর যুক্তি?
  • b | 135.20.82.164 | ১১ জুলাই ২০১৪ ১৩:০৩642973
  • যাক কাগ আর পায়রাদের জন্যে সুলভ শৌচালয় বানানো হল।
    মানেকা গান্ধী খুশী হবেন।
  • কল্লোল | 125.242.179.228 | ১১ জুলাই ২০১৪ ১৩:০৩642971
  • ঐত্তো বোল্লাম।
    গুজরাট থেকে সোজা সুইজারল্যান্ড অবধি নজর রাখবে।
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১৩:১৭642974
  • কাগ পায়রা কি অত উঁচুতে উড়তে পারে?
  • dc | 132.164.142.130 | ১১ জুলাই ২০১৪ ১৬:০৭642975
  • কল্লোল ঠিকই বলেছেন, যা বেঢপ স্ট্যাচু বানাচ্ছে তাতে গুজরাট থেকে সুইস অবধি নজর রাখবে। যদিও অনেকেই বলে সুইস ব্যাংকে থোড়াই আর কালো টাকা আছে, ওগুলো আবার সব ভারতে চলে এসেছে।

    জোকস এপার্ট, একটা জিনিষ ভাবছি। একটা লোকের ইচ্ছে পুরন করতে, সে যদি প্রধানমন্ত্রীও হয়, দেশের সরকার ২০০ কোটি অ্যালোকেট করলো, এর বিরুদ্ধে কেউ কোন মামলা করবেনা?
  • sm | 122.79.38.241 | ১১ জুলাই ২০১৪ ১৬:১৯642976
  • আরে মুখ্যমন্ত্রী ইউ পি তে হয়ে হাতির পিছনে কয়েকশ কোটি খরচা হয়েছিল। এত তাও প্রধান মন্ত্রী!
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১৬:৩৪642977
  • ভোট হয়ে যাবার পরেও এদের প্রচারে কোন ভাঁটা পরে নি। এই মাত্র মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং থেকে এসেমেস এল, প্রধাণ মন্ত্রী মহাশয়ের মেসেজঃ

    The Budget is a ray of hope to the housewife burdened by rising prices. It places utmost importance to women empowerment and girl's education

    বেছে বেছে শুধু মহিলাদেরই পাঠালো নাকি?
  • dc | 132.164.142.130 | ১১ জুলাই ২০১৪ ১৬:৩৫642978
  • তাও ঠিক।
  • কল্লোল | 125.242.142.175 | ১২ জুলাই ২০১৪ ১১:০৭642979
  • ডিসি।
    তা ঐ যে কথা হোলো নির্বাচনী পিতুশুতির একটা ছেলো সুইস ব্যাংকের থে পাই পয়সা কালো টাকা উদ্ধার করা হবে। সেটার কি হবে? সব কালো টাকা দেশে এসে গেছে। তবে তো ভালোই হোলো। এবার মোদীভাই ক্যাঁক করে ঘাড় ধরে স-অ-অ-অ-ব কালো টাকা বের করে আনবেন। তাই তো?

    নাকি এটাও, "বহত হুয়ে পেট্র্ল ডিজেল কি মার - অবকি বার.............."এর মতো হবে।

    রেলের আয় বাড়ানোর অন্য ৯৯টি পদ্ধতির কথাও তো হা হুশ হয়ে গেলো!!!
  • dd | 132.172.55.226 | ১২ জুলাই ২০১৪ ১১:১৯642980
  • এই কথাটা লিখতে লিখতে আমার মাউসে ছাতা পরে গ্যালো, তবু আপনেদের অবাকপনার শেষ নেই। আপনেরা কি শ্রদ্ধাভরে আমার পোস্টগুলো একেবারেই পড়েন্না?

    শোনেন। লরেন বাবুর গর্মেন্ট আর মন্মোহোনের গর্মেন্টে - কোথাও কোনো তফাৎ নেই। এই সাড়ে উনিশ কি পৌনে কুড়ি। এরম একটা সুক্ষ বিভেদ হয়তো থাকবে। হিন্দুত্ববাজীও কিছু বাড়বে না। য্যামন আগে ছিলো সেরমই থাকবে। সব কিছুই সেম সেম।

    এক মমতাই পেরেছেন। উনার নকুটে রাজনীতি ও লুম্পেনবাজী এক তালে চালিয়ে যাচ্ছেন। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী - কোথাও ফারাক নেই।দেখে চোখ জুড়িয়ে যায়। আহা, ক্ষী অবিচল নিষ্ঠা।
  • dc | 132.174.21.57 | ১২ জুলাই ২০১৪ ১১:২৮642981
  • কল্লোল, কালো টাকা মোদিভাই উদ্ধার করবে বলে আমার তো মনে হয়্না। সব কালো টাকা উদ্ধার করে ফেললে বিজেপি আর কংগ্রেসের তো দোকান বন্ধ হয়ে যাবে! :p

    তবে রেলের আয় যে সরকারই আসুক, বাড়াতেই হবে। আর ক্ষতি কমাতেই হবে। দেখা যাক কি করে। তবে ভারতে তো রেলের অন্তত একটা সিবিধে, পরিষেবার ডিমান্ড বেশী আর সাপ্লাই কম। তো এইসব এফডিআই হ্যান ত্যান করে যদি আরো বেশী সার্ভিস দিতে পারে তো ইনকাম বাড়বে। দেখা যাক।
  • dc | 132.174.21.57 | ১২ জুলাই ২০১৪ ১১:৩০642982
  • dd দা, একদম ঠিক।
  • dd | 132.172.55.226 | ১২ জুলাই ২০১৪ ১১:৩৯642984
  • ইয়েস। "একদম ঠিক" কথা বলা আমার বহুদিনের অভ্যেস। ছাড়তে পারি নে। অবিচল নিষ্ঠা।
  • সিকি | ১২ জুলাই ২০১৪ ১২:৩২642985
  • রেশমী, সমস্ত মেয়েদের ঐ এসেমেস পাঠিয়েছে। ছেলেদের জন্য আলাদা এসেমেস। সেটা আমি ফেসবুকে শেয়ার করেছি। দেখে এসো।
  • PT | 213.110.246.230 | ১২ জুলাই ২০১৪ ২০:৪৭642986
  • UP-র হাতি আর গুজরাটের প্যাটেল-এইসব ছেড়ে বিপ্লবীরা নাকি পড়ল অনুজ পান্ডের বাড়ীর পেছনে-ছোঃ!!
    সে অবিশ্যি পুরনো কাসুন্দী -যা ঘাঁটতে মানা।
    কিন্তু 01 Jul 2014 - 07:03 PM-র এই বক্তব্যটা-"সরকারের কাজ দেশ শাসন করা, প্রতিরক্ষা, আইন-শৃংখলা এইসব দেখা। আর্থিক প্ল্যানিং করা নয়" -ঠাট্টা নয়্ত? এমন সাহসী বাক্য dd-র লরেনদাও উশ্চারণ করতে পারেনি এখনো!!
  • ranjan roy | 132.176.149.74 | ১৩ জুলাই ২০১৪ ০০:২৮642987
  • টং টং!
  • কল্লোল | 125.185.158.91 | ১৩ জুলাই ২০১৪ ০৮:৪৬642988
  • ডিডি উবাচ - "শোনেন। লরেন বাবুর গর্মেন্ট আর মন্মোহোনের গর্মেন্টে - কোথাও কোনো তফাৎ নেই। এই সাড়ে উনিশ কি পৌনে কুড়ি। এরম একটা সুক্ষ বিভেদ হয়তো থাকবে। হিন্দুত্ববাজীও কিছু বাড়বে না। য্যামন আগে ছিলো সেরমই থাকবে। সব কিছুই সেম সেম।"
    ভারতবর্ষে ক্ষমতায় থাকতে গেলে কংগ্রেসী নীতি অপরিহার্য। খ্যাল কর্বেন কংগ্রেস নয় কংগ্রেসী নীতি। সে ক্ষমতায় বিজেপি, আপ, মাকু, তিনো, বহেনজি, মাও যেই আসুক।
    এই দ্যাখেন বড় বাঁধ নিয়ে কি অবোস্তা।
    http://www.anandabazar.com/national/v-k-singh-in-debate-over-subansiri-project-1.49964
  • dd | 132.171.88.67 | ১৩ জুলাই ২০১৪ ১০:১৫642989
  • ঐ লম্বা পোলিটিকাল পার্টীর লিস্টের থেকে তিনো বাদ।

    তিনো এখনো নকুটে এখনো নিছক লুম্পেন। এখনো পিওর ব্যাগড়াপন্থী। বাহবা তিনো।
  • PT | 213.110.246.230 | ১৩ জুলাই ২০১৪ ২০:৫৬642990
  • যদি তির্যক দৃষ্টিতে না দেখি তাহলে কি বলা যায় যে এটাই বাস্তবসম্মত নীতি?
  • taito | 24.99.115.240 | ১৩ জুলাই ২০১৪ ২২:৩৭642991
  • "শোনেন। লরেন বাবুর গর্মেন্ট আর মন্মোহোনের গর্মেন্টে - কোথাও কোনো তফাৎ নেই। এই সাড়ে উনিশ কি পৌনে কুড়ি। এরম একটা সুক্ষ বিভেদ হয়তো থাকবে। হিন্দুত্ববাজীও কিছু বাড়বে না। য্যামন আগে ছিলো সেরমই থাকবে। সব কিছুই সেম সেম।" - যাক , লরেন বাবু তাহলে অত বড় জুজু নয় যতটা বলা হয় ,সেই কংগ্রেসী নীতি ই চলছে :-) জেটলির বাজেটে ঘোষিত কৃষি ও গ্রামীন পরিকাঠামো তে জোর দেয়া , ভূমিহীন কৃষক কে নাবার্ডের মাধ্যমে জমি কেনার ঋণ ,চাষীর ফসল সংরক্ষণ এর জন্যে গুদাম তৈরী ,দলিত উন্নয়নে প্রকল্প ,লো কস্ট হাউসিং স্কিম ,মাদ্রাসা শিক্ষায় উন্নয়ন, সরকারি হাসপাতাল ইঞ্জিনিয়ারিং কলেজ খোলা, এফর্দেবল রুরাল হেলথকেয়ার, স্মল সেভিংস কে উত্সাহিত করা , নরেগার বরাদ্দ না কমিয়ে তার মধ্যে কৃষি কেও ঢোকানো ও দৈনিক মজুরি বাড়ানো , বুননশিল্পে জোর ,অর্গানিক ফার্মিং এ উত্সাহ , সোলার ও উইন্ড এনার্জি তে জোর দেয়া - এগুলো তো একটিভিস্ট দের ও মনপসন্দ হওয়া উচিত । আর মনমোহন সিং তো বলেই ফেললেন এই বাজেট তো UPA সরকার ও পেশ করতে পারত !
    ক্যান্সার সৃষ্টিকারী সিগারেট গুটখার ওপর ট্যাক্স বসানো ভালো পদক্ষেপ - বহুদিন চিকিত্সক রা দাবি জানিয়েছেন ।
  • কল্লোল | 111.63.218.167 | ১৪ জুলাই ২০১৪ ১২:৪৮642992
  • Name: dc IP Address : 132.174.21.57 (*) Date:12 Jul 2014 -- 11:28 AM
    "কল্লোল, কালো টাকা মোদিভাই উদ্ধার করবে বলে আমার তো মনে হয়্না। সব কালো টাকা উদ্ধার করে ফেললে বিজেপি আর কংগ্রেসের তো দোকান বন্ধ হয়ে যাবে! ঃp"

    ডিসি। তাহলে কি ধরে নিতে পারি, যে যে প্রতিশ্রুতি দিয়ে লরেনবাউ গদীতে এলেন, তার উল্টোটাই হবে? এবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়বে। লরেনবাউ ও তার মন্ত্রীরা হাউমাউ করে দুর্নীতি করবেন। গরীব মানুষ আরও আরও গরীব হবেন, খারাপ দিন শনৈ শনৈ আসবে ইঃ ইঃ
  • cm | 127.247.113.148 | ১৪ জুলাই ২০১৪ ১২:৫৮642993
  • এনারা কেউ মনে হয় জেটলির উইকিলিক্স পড়েন নাই।
  • ranjan roy | 24.96.152.200 | ১৪ জুলাই ২০১৪ ১২:৫৯642996
  • আমার গুরুজনেরা, একটু আশিস কোঠারির কথা শুনেনঃ
    Get over the growth fetish

    ASHISH KOTHARI
    SHARE · COMMENT (1) · PRINT · T+
    The victims of growth: Does the Government really care for them?
    The victims of growth: Does the Government really care for them?
    Ads by Google
    Want to be Entrepreneur ? - Advance Your Business Skills With TES, Enroll Now For PGPE Program.
    entrepreneurship.edu.in/Entrepreneurship
    Perpetual growth is a piece of nonsense. The focus should be on protecting livelihoods through sustainable means

    Construct a building, demolish it, reconstruct, break it down again, and go on repeating this meaningless exercise. You will have economic growth, as currently measured. But no net gain in employment during the endless cycle of construction and demolition, no net increase in productive capacity, and no appreciable change in poverty levels.

    Add to this the ecological cost of mining materials and using energy for the construction. And when the owners of the building decide it is more profitable to employ machines instead of people, you’ll have net loss of livelihoods.

    India’s growth story is, of course, not as caricaturish, but it is not far off. Despite many years of a cracking pace of growth, net increase in employment in the formal sector has been insignificant in the last two decades.

    The latest data from the 2011 census reveals 14.5 per cent unemployment (with 20 per cent in the 15-24 age group). Amongst dalits and adivasis, the rates are much higher, at 18 and 19 per cent respectively. There is much more infrastructure, many more industries and shopping malls, but the benefits of these appear to have eluded most of the poor.

    Over two-thirds of Indians remain deprived of one or more of the basic needs: adequate nutritious food, clean water and air, appropriate shelter and sanitation, energy, opportunities for learning and good health, and productive livelihoods. That explains the rationale for the National Food Security Act, 2013.

    Flawed ideas
    The assumption that growth will magically eradicate poverty and provide jobs is fundamentally flawed. Much of the gains of growth are cornered by the already rich, mechanisation offsets new job generation, and inflation makes things worse for much of the population. And it is ecologically suicidal. Humanity is already on ‘planetary overshoot’, we are consuming 1.5 times what the earth can sustain. In India, we are already consuming much more than our natural resources can sustain, and second, the negative consequences are knocking off all the GDP growth. These are not conclusions from rabid activists, but from the very institutions that otherwise champion unbridled growth, the Confederation of Indian Industries and the World Bank, respectively.

    It follows that ‘green growth’ or ‘sustainable growth’ are oxymorons; growth is inevitably unsustainable. In any case in the current ‘developmentality’ mindset, if there is a conflict between growth and the environment, the former will rule.

    The UPA okayed almost every ‘development’ project that came to it; NDA has already signalled its intention to fast-track clearances, and remove safeguards for ecologically sensitive regions.

    And anything standing in its way has to be tarnished as anti-national and anti-development; witness the recent reports of the Intelligence Bureau against groups that are peacefully protesting the ecological and social damage caused by coal mining, thermal and nuclear power stations, and big dams.

    What is the alternative?
    I was recently in Jharkhand, and saw the work of Jharcraft, a State Government enterprise, in providing gainful employment to 2.5 lakh families within just six years, through the revival and marketing of textiles, crafts, and other skills. Then I visited Kuthambakkam, a village near Chennai, where over 200 families (mostly dalit) have got livelihoods with decentralised industrial manufacturing including of solar fan and light sets.

    Elango R, the dalit sarpanch who made this possible, is now working with other panchayats towards village clusters that, through local production and trade, can be self-sufficient in most basic needs. In Andhra Pradesh, I have met with farmers of Timbaktu Collective and Deccan Development Society, who market their organic produce through democratically run cooperatives or companies (after making sure their own families have enough), significantly enhancing local livelihood and food security.

    In Pune city, wastepickers have organised into a union (KKPKP) and a cooperative (SWaCH) to ensure greater returns, safer and more dignified work conditions, access to credit, educational and health facilities. In several villages of Vidarbha, Maharashtra, newly titled rights to forests have resulted in dramatic increases in non-timber forest produce incomes, reducing outmigration and solidifying the collective will for conservation.

    In urban slums and rural areas of Karnataka and other states, the social enterprise Selco has enhanced educational and livelihood opportunities for over 200,000 families by enabling households to buy and own solar lighting systems through bank loans.

    In Bihar, a village is being fully energised with decentralised solar power, facilitated by the same organisation the Intelligence Bureau characterises as ‘anti-development’ — Greenpeace India.

    None of these and hundreds of other such initiatives (see had ‘growth’ as a mantra. They directly targeted livelihoods, regeneration of natural resources (the most important ‘infrastructure’ of 800 million people in India), the use of existing or building new skills for local production, linking this to local (and a few distant) markets, and the empowerment of people to take control over their lives and fight social or economic injustice. This is not the route a ‘growth at all costs’ mantra will enable.

    If the Government truly means well, it needs to prioritise direct support to such inputs. There is enough money in the economy (especially if we recover the humungous amounts of ‘black’ money, as shown by economist Arun Kumar in his recent book on the Indian economy) to invest in the 93 per cent of India’s workforce that is in the informal sector.

    The investment should be in building and sustaining productive capacity, to enable people to self-provision rather be dependent on government doles: farmers to obtain organic inputs, workers to set up producer-controlled companies and retail outlets to provide much of what people need, commuters to avail of good public transportation, visitors to enjoy homestays, artists and innovators to be publicly supported.

    Collective power
    If this can happen, there is no reason whatsoever why soaps and shoes and energy installations and fans and bulbs and furniture and housing material and vehicles and…. you name it … cannot be made by worker collectives.

    As the several thousand women of Kudumbasree, a Kerala collective that focuses on such local production and consumption, say: “Are we so dirty that we need a multinational to make soap for us?” When the NDA moves to open up all sectors to foreign investment, it should consider this simple truth.

    Such an economy is also more likely to keep ecological issues in mind than are powerful, unaccountable corporations.

    To paraphrase Kudumbasree’s women: Are we so mentally bankrupt that we need the mandarins of economic growth to tell us how to feed, clothe, house, educate, and heal ourselves? And so stupid as to accept the IB’s labelling of groups fighting for a safe environment as being anti-national?

    The writer is a member of Kalpavriksh, Pune

    (This article was published on July 6, 2014)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন