এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৭৮৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.152.200 | ১৪ জুলাই ২০১৪ ১৩:০৪642997
  • বিজনেস হাউসগুলিরে কত ট্যাক্স সাবসিডি দিছে? রিয়েল এস্টেট বিজনেসরে?
    আর বিড়িপাতা বা বিড়ির দাম বাড়ায় নাই ক্যানে?গরীব তো ক্যান্সার হইলে চিকিৎসাও করায় না। মধ্যপ্রদেশ ও ৩৬ গড়ে তেন্দুপাতা ও বিড়ির বিজনেস বিজেপির বড় নেতার হাতে!
  • dd | 125.241.33.141 | ১৪ জুলাই ২০১৪ ১৩:০৬642998
  • কংরেস আমোলেও কল্লোল বর্নিত ঘটনা সবটাই সেরম হয় নি। ঐ করাপশন ছাড়া। ওটা একেবারে মাত্রা ছাড়িয়েছিলো। কর্ণাটকেও - বিজেপির রাজ্যেও। তার পর বেশ কয়েকজন মন্ত্রী (রাজ্য ও সেন্টার) থেকে গেরেপতার হলেন। এবং স্ব স্ব স্থানে এনারা সবাই সদলবলে হেরে ভুত হলেন।

    আমি সব জানি। টুকে নিন।

    করাপশন কমবে। প্লাস লরেন বাবু কারুর উপরে ডিপেন করেও নেই। সুতরাং ওটা করে কেউ পার পাবে না। বাকী সব আগের মতই - কিছুটা ভালো কিছুটা খারাব।

    গরীব লোকে - কংরেস আমোলেও সিগনিফিকেন্টলি কমছিলো। এবারো কমবে।

    তবে পেটের ব্যাথায় মানসিক কষ্টো পেতে পারেন।
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৩:১৬642999
  • নাহ , অতসরল্রৈখিক নয় :

    এবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়বে।
    বাড়বে । কিন্তু মধ্যবিত্ত খুবেকটা সমস্যায় পর্বে না কারণ ক্রয়ক্ষমতা বাড়বে ।

    লরেনবাউ ও তার মন্ত্রীরা হাউমাউ করে দুর্নীতি করবেন।
    এটা এক্তুবঝা দরকার । ক্রনি ক্যাপিতালিস্ম এর স্বর্ণযুগে আমলা থেকে মন্ত্রী সবাই হুলিয়ে টাকা কামাবে । সেদিক দিয়ে ভাবলে দুর্নীতি । আবার টাকা
    কামাতে গিয়ে ব্যবসা হবে । নতুন লগ্নি আসবে । মার্কেট মুভ করবে । কাজেই অসুবিধে নেই । করাপশন বলতে যদি কাজ আটকে থ্সাকা বোঝায় সেটা
    অনেক কম হবে । আবার এই যেমন গদ্কারী খুলে আম ইলেকট্রিক রিক্সা থেকে পয়সা বানাবে । সেসব নিয়ে ক্যাচাল করে লাভ নেই । যতক্ষণ মার্কেট এক্সপ্যানশন হয় ততক্ষণ দুর্নীতি ও নীতি । লাভ না থাকলে লোকে কেনই বা মাথা লাগাবে । বরং পয়সা বানাক কাজ এগোক । "পয়সা খাওয়া " আর "পয়সা বানানো "দুটো আলাদা গল্প ।

    গরীব মানুষ আরও আরও গরীব হবেন

    গরীব মানুষ আরও বেশি প্রতিযোগিতার মুখে পর্বে । বেরিয়ে আসতে পারলে বেঁচে যাবে নইলে ফুটে যাবে । কোনো সরকারের পক্ষেই গরীব কে বড়লোক করাসম্ভব না । সরকার একটা প্রতিযোগিতার পরিবেশ দিতে পারে । সেটা থাকবে ।

    খারাপ দিন শনৈ শনৈ আসবে ইঃ ইঃ

    এটা তো যার যেমন পারসেপশন ।

    একটা বেসিক জিনিস বোঝার আছে । সেন্ত্রিস্ট পলিটিক্স যেটা কংগ্রেস করে এবং ইন্ডিয়ান ইলেক্তরাল দিমক্রাসির আন্ডারে যে কোনো দল করতে বাধ্য হয় তার যোগ্যতার মাপকাঠি হচ্ছে "সরকার কী করবে " । এই মাপকাঠি দিয়ে বাকিদের মাপতে গেলে ভুল হবে । মার্কেট ইকনমি চলে "সরকার কী করবেনা " তার ওপরে । সরকার কত কম নাক গলাবে , কত টা বেরিয়ে আসতে পারবে সেন্ট্রাল প্ল্যানিং এর ভূত থেকে সেটাই দেখার । কাজটা ইন্ডিয়া তে বসে খুব শক্ত । তবে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া , বিসনেস ফ্রেন্ডলি রুলস এন্ড রেগুলেশন এগুলো গিন্ট ছাড়াবার প্রথম স্টেপ । ন্যাচেরালি এর সুযোগ নিয়ে প্রথম দফায় বেনো জল ঢুকবে । কিন্তু কয়েসিভ নেচার মেনটেইন করে যেতে পারলে ( মানে প্রোএকটিভলি নাক না গলিয়ে লেট দেম সেটল স্কোর নীতি নিলে , যেটা মোদী গুজরাট দাঙ্গায় নিয়ে বিখ্যাত ) ভবিষ্যতে একটা ভালো পাওয়ার গেম দেখতে পাওয়ার সম্ভাবনা আছে । দেখা যাক ।
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৩:২৭643000
  • এহ , আমার পোস্ট তা শুধু কল্লোল দার পোস্ট পড়ার পর লেখা ।
  • dc | 132.174.29.152 | ১৪ জুলাই ২০১৪ ১৩:২৯643001
  • "ডিসি। তাহলে কি ধরে নিতে পারি, যে যে প্রতিশ্রুতি দিয়ে লরেনবাউ গদীতে এলেন, তার উল্টোটাই হবে? এবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়বে। লরেনবাউ ও তার মন্ত্রীরা হাউমাউ করে দুর্নীতি করবেন। গরীব মানুষ আরও আরও গরীব হবেন, খারাপ দিন শনৈ শনৈ আসবে ইঃ ইঃ"

    আপনি আমার লেগ পুল করছেন না তো? :p

    নির্বাচনের আগের প্রতিশ্রুতি ক্ষমতায় এসে পালন করেছে, এরকম আবার কোন পার্টি হয় নাকি? আমি বড়ো হয়ে থেকে এরকম কোন পার্টি দেখিনি, আজ থেকে একশো বছর আগে ওরকম হতো হয়তো। আগেই লিখেছি, আমি কোন পার্টিকেই সাপোর্ট করিনা, কংগ্রেস, বিজেপি, লেফট, আন্না, আম্মা, কাউকে না। মোটামুটি যে সরকার মার্কেট ইকনমিকে সাপোর্ট করে আমি তাদেরকে সাপোর্ট করি, সে বিজেপি, কংগ্রেস, লেফট যেই হোক। আর নরেনবাবু যেটা বলেছে, মিনিমাম গভর্নমেন্ট আর ম্যাক্স গভর্নেন্স, সেটা আমার ভালো লেগেছে। ওটা যদি কংগ্রেস বলতো তো কংগ্রেসকে সাপোর্ট করতাম, যদি সিপিয়েম বলতো তো সিপিয়েমকে সাপোর্ট করতাম। তাই বলে এদের কাউকে ভোট দেব কিনা জানিনা। সববার ভোট দেইওনা। এবার ভেবেছিলাম ভোট দেবো, ভোটের দিন সকালবেলা উঠে ল্যাদ লাগলো বলে কাটিয়ে দিলাম :p

    "এবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়বে। লরেনবাউ ও তার মন্ত্রীরা হাউমাউ করে দুর্নীতি করবেন। গরীব মানুষ আরও আরও গরীব হবেন, খারাপ দিন শনৈ শনৈ আসবে ইঃ ইঃ"

    এই তিনটেই ছোটবেলা থেকেই হয়ে আসতে দেখেছি। এবারও হবে। এর পর যে সরকার আসবে তাদের আমলেও হবে।
  • dc | 132.174.29.152 | ১৪ জুলাই ২০১৪ ১৩:৩০643002
  • "মার্কেট ইকনমি চলে "সরকার কী করবেনা " তার ওপরে । সরকার কত কম নাক গলাবে , কত টা বেরিয়ে আসতে পারবে সেন্ট্রাল প্ল্যানিং এর ভূত থেকে সেটাই দেখার । কাজটা ইন্ডিয়া তে বসে খুব শক্ত । তবে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া , বিসনেস ফ্রেন্ডলি রুলস এন্ড রেগুলেশন এগুলো গিন্ট ছাড়াবার প্রথম স্টেপ । "

    এটা ভালো লিখেছেন। আমারও এরকমই মনে হয়।
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৩:৩৩643003
  • মোদী সরকারের কাছে একটা আশা আছে ,যদিও করতে পারবেনা :( তা হলো ইন্ডিয়া কে পীয়রলি ফেডারেল স্টেট এ ভেঙ্গে দেওয়া । যে যার মত রুল এন্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করতে পারবে টূ সার্টেইন এক্সটেন্ট । এটা না করলে সিরিয়াস লেভেলের প্রতিযোগিতা ও তার্পরিবেশ আসবেনা । এই ইউনিয়ন গভর্নমেন্ট এর ফান্ডা টা বহুত ফালতু । সবাই মাইল দুধ পুকুরে জল ছাড়া আর কিছু ঢালেনা :/
  • sm | 122.79.37.151 | ১৪ জুলাই ২০১৪ ১৪:০৭643004
  • মার্কেট ইকোনমি কে আম্মো সাপোর্ট করি, যতক্ষণ সেটা ইনফ্লেশন কে বাগে রাখতে পারছে। ইন্ডিয়ার গত ৫-৭ বছরে ইনফ্লেশন ৭ -৮ পার্সেন্ট।
    সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নিরিখে ১০-১২ পার্সেন্ট এ দাঁড়িয়ে যাবে। সরকারী হিসেব অনুযায়ী দেখছিলাম গত ৮ বছরে ১০০ টাকার দাম ৫০ টাকার সামান্য কম। আসল হিসেবে এটা ৩০-৪০ টাকার বেশি দাড়াবে না।
    এক্ষত্রে উন্নত দেশ গুলোতে ইনফ্লেশন মোটামুটি ভাবে ১।৫- ২।৫ পার্সেন্ট এর মধ্যে ঘোরা ফেরা করে।
    অর্থাত এই মুদ্রা স্ফীতি সরকারের সাধারণ মানুষের পকেট সাফ করার কল।
    আপনি ৩০ বছর ধরে এক কোটি জমিয়ে দেখলেন তার প্রকৃত মূল্য আজকের দিনের ১০ লাখের কম।
    এক্ষেত্রে মার্কেট ইকোনমি কিভাবে মুদ্রাস্ফীতি ও মূল্য বৃদ্ধি কমাবে মাথায় আসছে না।
    মোদী সরকারের প্রাথমিক টোটকা এফ ডি আই এর লিমিট বাড়ানো ,রাষ্ট্রায়ত্ত কোম্পানি গুলির শেয়ার বিক্রি, ও ভর্তুকি তুলে দেওয়া।
    এতে করে কম্মন সেন্স বলে, মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি দুটি বাড়বে বই কমবে না।
    কালো টাকা উদ্ধার, ব্যাঙ্কের এন পি এ কমানো এগুলো নিছকই কথার কথা ।
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৪:৩০643005
  • কালো টাকা উদ্ধার ফুদ্ধার এসবে বিশ্বাস করেন নাকি ? টাকা না বানাতে দিলে লোকে খামোখা দেশের জন্যে কাজ করবে ক্যানো ? :( পুরো সিস্টেমে নীচ থেকে চেপে চেপে টাকা উপরে উঠবে আর ওপরে গিয়ে কারো পকেটে যাবে না ? সিস্টেম টাই তো ব্রেক করে যাবে তাহলে ! :O
  • কল্লোল | 125.185.159.84 | ১৪ জুলাই ২০১৪ ১৪:৪৮643007
  • ডিসি উবাচ। "নির্বাচনের আগের প্রতিশ্রুতি ক্ষমতায় এসে পালন করেছে, এরকম আবার কোন পার্টি হয় নাকি? আমি বড়ো হয়ে থেকে এরকম কোন পার্টি দেখিনি, আজ থেকে একশো বছর আগে ওরকম হতো হয়তো।"
    এটাও তো পিতিশুতি "আর নরেনবাবু যেটা বলেছে, মিনিমাম গভর্নমেন্ট আর ম্যাক্স গভর্নেন্স, সেটা আমার ভালো লেগেছে। "
    মানে এটাও পালন হবে না। তাই তো?

    একক। তাহলে আর অতো বড় বড় বুলি কেন?
    আয়কর ফাঁকি দেওয়া কি আইন সিদ্ধ হবে?
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৫:০০643008
  • দেখো , নির্বাচনী প্রতিশ্রুতি একটা লেসার কমিউনিকেশন মোড় সদ্যসাক্ষর দের জন্যে । যেমন ধরো আমাদের দেশে নির্বাচনী দলের কারপ্রতিক সিংহ -কারো পদ্মফুল এইসব নিয়ে তো প্রচার ,দেয়ালে দেয়ালে ছবি এরকম কেন ? কারণ দেশটায় নিরক্ষর বেশি ছিল । এখনো অনেকাছে । তাই যে কিছু বোঝে না সে ছবি দেখে কমিউনিকেট করবে । নির্বাচনী প্রতিশ্রুতি লেখা প্যামফ্লেট হলো এর পরের ধাপ .। যারা লিকতে -পড়তে পারে কিন্তু রাজনৈতিকভাবে নিরক্ষর তারা প্রতিশ্রুতি পড়ে নিজের মত করে হাতি চিনবে । কিন্তু যারা এসব ইন্সিগ্নিয়া র স্টেপ পেরিয়ে রাজনীতি দিয়ে দেখছে তারা একটা সেন্ত্রিস্ট পার্টি বা একটা রাইট সেন্ত্রিস্ট , ন্যাশনালিস্ট একটা পলিটিক্স এর কি কি ভালো খারাপ তাই দিয়ে বোঝে । তারা বিলক্ষণ জানে এসব কালো টাকা ঘরে ফেরানো ইত্যাদি মাস লেভেলে ছেলে ভোলানো । একচুয়ালি সেই "প্রতিশ্রুতি " গুলি বাস্তবে হবে যা ওদের পলিটিক্সে খাপ খায় । আর যা খাপ খায়না তা জাস্ট হবেনা । এই আর কী । ঝুলি থেকে আর যা যা বেড়াল বেরোবে আশা করছ সেগুলও বেরোবে :))
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৫:০২643009
  • তবে হ্যা , দেশ টা ইন্ডিয়া । বেড়াল যত ম্যাও ম্যাও করবে তত আন্চরাবে না :(
  • dc | 132.164.30.241 | ১৪ জুলাই ২০১৪ ১৬:১২643010
  • এটাও তো পিতিশুতি "আর নরেনবাবু যেটা বলেছে, মিনিমাম গভর্নমেন্ট আর ম্যাক্স গভর্নেন্স, সেটা আমার ভালো লেগেছে। "
    মানে এটাও পালন হবে না। তাই তো?

    কল্লোল, ঠিক্ঠাক পালন করবে বলে তো মনে হয়্না। প্রথমে তো শুনলাম নাকি ছোট আর এফিসিয়েন্ট ক্যাবিনেট হবে। তারপর তো দেখলেনই, এমন কিছু ছোট ক্যাবিনেট হলো না - সেটাও নাকি এরপর বাড়বে। আর বুরোক্রেসি কমানোর জন্য কোন পদক্ষেপ তো এখনো অবধি নেই। তবুও, নেক্সট তিন চার বছরে যদি কিছুটা কমাতে পারে তো ভালো। ইনস্পেক্টর রাজ কমিয়েছে, আরো কিছু করে কিনা দেখা যাক।
  • sm | 122.79.36.253 | ১৪ জুলাই ২০১৪ ১৭:১৮643011
  • আরে,ভালো করে বুঝিয়ে দিন, মোদিনমিক্স এ কিকরে মুদ্রাস্ফীতি আর মূল্যবৃদ্ধি কমবে।
    এটুকু হতে গেলে যেকোনো স্টেপ নিক স্বাগত।
    একটা স্টেবেল গভর্নমেন্ট, যার সংসদে মেজরিটি রয়েছে, কেউ সেরকম বাঁধা দিতে পারবে না, সেই মোদী সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে যাতে এটা সম্ভব হবে।
    আমি পেসিমিস্ট, আপনারা কেউ অপটিমিস্ট হয়েই যুক্তি দেখান।
  • dc | 132.164.9.23 | ১৪ জুলাই ২০১৪ ১৮:০০643012
  • sm, এই দুটোতেই আমিও আপনার মতোই পেসিমিস্ট। আজ অবধি মুদ্রস্ফীতিও কমতে দেখিনি, দামও কমতে দেখিনি। যদি কমে তো নাতির নাতিকে গল্প শোনাবো, যে আমার আমলে জিনিষপত্রের দাম কমেছিল।
  • ranjan roy | 24.98.170.249 | ১৪ জুলাই ২০১৪ ১৯:০৫643013
  • dcর সঙ্গে একমত। আমি কখনো ভালো বলতে যা দেখেছি তা হল একটা উঁচু দামে কিছুদিন স্টেবল থাকা, তারপরে আরও বেড়ে যাওয়া।
    এই বাজারদরের স্টেবিলিটি যত লম্বা সময় ধরে থাকবে তত ভাল বলব আর কি!
  • PT | 213.110.246.230 | ১৪ জুলাই ২০১৪ ১৯:০৬643014
  • যাক, সব কিছুই এখন জাস্টিফাই করা যাচ্ছে....
  • কল্লোল | 111.59.19.58 | ১৪ জুলাই ২০১৪ ১৯:৪৮643015
  • আমার কেন জানি না মনে হচ্ছে, সংসদীয় রাজনীতি বা সেই অর্থে ভারতীয় গণতন্ত্র বলে যে বস্তুটি চলে আসছে, তার বিনাশকাল উপস্থিত।
    আর দুএকটা ভোটে যদি এই রাজনীতি চলে, অর্থাৎ ভোটে জেতার জন্য যা খুশী তাই বলে যাও। আমরা এলে প্রথমেই সব জিনিসের দাম বেঁধে দেবো। জমির মালিক ও জমির সাথে যুক্ত সবার ১০০% সম্মতি ছাড়া জমি নেওয়া যাবে না। সব কালোটাকা বের করে আনবো। দুর্নীতিগ্রস্ত ও মাফিয়া নেতাদের চরম শাস্তি দেবো। প্রত্যকটি মানুষ বিনিপয়সায় চিকিৎসা পাবে ইঃ ইঃ ইঃ। তারপর সেটার প্রচার হবে তুঙ্গে। টিভিতে, খবরের কাগজে রোজ বিজ্ঞাপন। উত্তর সম্পাদকীয়গুলোতে কায়দা করে এসবের সমর্থনে প্রচার। এসব করে জিতে এসে ঠিক উল্টো কাজগুলো করবো। কারন পাঁচ বছর তো আর কোন উপায় নেই মানুষের। এ জিনিস চলতে থাকলে সামগ্রিকভাবে একটা গভীর অবক্ষয় আসতে বাধ্য। সাধারণ মানুষও এই রাস্তাই ধরবে। সেটাই হবে মানুষের প্রতিবাদ। প্রতিটি মানুষ দুর্নীতিগ্রস্ত আচরণ করবে।
    আস্তে আস্তে ভদ্রতা, চক্ষুলজ্জা, কথার মূল্য লোপ পাবে সমাজ থেকে। সে বড় ভয়ঙ্কর দিন দেখতে হবে আমাদের।
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৯:৫৭643016
  • উফফফ টেম্পরা !!!!!!!!! সেই "দাম কমেনা " লজিক :(((

    আচ্ছা ,সিরিয়াসলি ......... এই "দাম " ব্যাপার টা কিকরে বোঝেন ? মানে ১৯৭২ সালে একটা কালিকা সাইজ রসগোল্লার দাম পনের পয়সা হলে তখন তো কেরানিবাবুর মায়নীয়ছিল সাকুল্যে আটশ টাকা । তা এখন রসগোল্লা দশ টাকা হলো কেন প্রশ্ন করার সময় মাইনে টা বাড়লো সেটা দেখতে হবে না ? দাম তো বার্বেইজিনিশের । এফর্দেব্ল কিনা সেটাই কথা । আর দেখা যাচ্ছে যে কেরানিবাবু বাহাত্তর সালে কালে ভদ্রে ছেলে-মেয়েকেদকানে নিয়ে গিয়ে গোল্ড স্পট কিনে দিতেন তাঁর নাতি নাতনি রা এখন বাস্কিনস রবিন্স ছাড়া আইসকিরিম খায়না । কোনো প্যারিটি নেই বলছেন ? মধ্যবিত্ত লাভের গুড় এ ভাগ পায়নি কো ?

    ওয়েল , এনেক্দত থাকুক । রেশিও করে ইন্ডেক্স দিয়ে বোঝান যে দাম বাড়া ও ক্রয়ক্ষমতার মধ্যে গ্যাপ ভারতীয় মধ্যবিত্ত কে আগের চে খারাপ অবস্থায় ঠেলে দিয়েছে ।
  • dc | 132.164.166.18 | ১৪ জুলাই ২০১৪ ২১:০২643018
  • একক, আমি ২০০৭ সালে হায়্দরাবাদ থেকে চেন্নাইতে শিফট করেছিলাম বলে তখনকার বেশ কিছু জিনিষ আর সার্ভিসের দাম আমার মনে আছে। এটা বলতে পারি যে সেম ব্র্যান্ডের সেম জিনিষপত্রের দাম যেভাবে বেড়েছে, মাইনে সেভাবে বাড়েনি। মানে তখন আমার মতো কাজ যারা করতো, আর এখন ঠিক সেই লেভেলের কাজ যারা করতো, তাদের মাইনে সেম রেশিওতে বাড়েনি। এটা যেহেতু ৭-৮ বছরের তুলনা, তাই মোটামুটি বেশীরভাগ জিনিষ একই আছে ধরে নিতে পারেন। আর চাল, ডিম, দুধ, বাটার, চিনি, তেলের দাম, পেট্রলের দাম, এইসব জিনিষের দাম কম্পেয়ার করছি। একটা উদাহরন, আমুল বাটারের দাম তখন ছিল কুড়ি টাকা মতো, এখন ৩৫ টাকা। আমার যদ্দুর মনে হয় ক্রয়ক্ষমতা বেশ কিছুটা কমেছে।
  • কল্লোল | 111.59.19.58 | ১৪ জুলাই ২০১৪ ২১:০৪643019
  • কেরানীবাবুরাই শুধু দেশে থাকেন? বাস ড্রাইভার কন্ডাক্টার, রিক্সাওয়ালা, চটকল ও বিভিন্ন ছোট কারখানায় কাজ করা মানুষ, সিকিওরিটির মানুষ, ভাগচাষী, ক্ষেতমজুর, জমাদার, চাবাগানের কুলি কামিন, এরাও তো মানুষ নাকি? এদেরও একটা করে ভোট।
  • dc | 132.164.166.18 | ১৪ জুলাই ২০১৪ ২১:১২643020
  • "কেরানীবাবুরাই শুধু দেশে থাকেন? বাস ড্রাইভার কন্ডাক্টার, রিক্সাওয়ালা, চটকল ও বিভিন্ন ছোট কারখানায় কাজ করা মানুষ, সিকিওরিটির মানুষ, ভাগচাষী, ক্ষেতমজুর, জমাদার, চাবাগানের কুলি কামিন, এরাও তো মানুষ নাকি?"

    এটা আমিও লিখতে যাচ্ছিলাম। আমি তো শুধু আমার জানা ছোট্ট একটুখানি সমাজের কম্পেয়ার করলাম। সেখানেও আমি কতো ছেলেকে জানি যাদের চাকরিতে নানানরকম অসুবিধে ফেস করতে হয়, বা এমনকি চাকরি চলে যায়। আর তাছাড়াও বিশাল বড়ো জনতা যারা রেস্টুরেন্টে কাজ করে, দোকানে কাজ করে, কুলি, মজুর, চাষী ইত্যাদি ইত্যাদি। যারা বিভিন্ন দোকানে, মলে কাজ করে তাদের মাইনে কি আদৌ বেড়েছে? যদ্দুর জানি, বাড়েনি। বা হয়তো দিনে সত্তর টাকা থেকে দিনে নব্বই টাকা হয়েছে।
  • একক | ১৪ জুলাই ২০১৪ ২১:১৮643021
  • অবশ্যই পেট । তাঁদের রাজনীতি তাঁরা করুন না । মধ্যবিত্ত এই উদারিকরনের লাভের গুর চেটেপুটে খাবে আর গরিব মানুষকে ছাগল বানিয়ে শিয়ালের মত কুও তপকাবে এটা আত্মপ্রবন্চক রাজনীতি । মানুষ নিজের স্বার্থের জায়গায় থেকে সব কিছু করে ।এর বাইরে আইডিয়াল ইকুএশোন বানালে ফেইল করতে বাধ্য । এই এখানেই ধরো যদি হটাত কেন্দ্রীয়সর্কারী কর্মচারী দের পেনশন এর নামে দীর্ঘকাল যে ভূত ভোজন হয়েছে বা দেশের বাকি লোক খেতে পাচ্ছেনা এদিকে একদলের ডি এ ক্রমবর্ধমান এসব পসঙ্গ তুলি তাহলে সব চাদরের তলায় আলাদা আলাদা ইকুএশোন শুরু হয়ে যাবে । আর ইউনিটি থাকবেনা :) যে যার অভিজ্ঞতা ও স্বার্থের জায়গা থেকে খেলবে । পলিটিকাল ইকনমি কথাটা তো এমনি এমনি আসেনি । আইদার মধ্যবিত্ত মুখ বুজে যে ঘাস খাচ্ছে তাই খাক তাহলে এটলিস্ট বাজারের একটা দিক উন্নত হবে নইলে অত যদি "বিবেক " উথলায় তার পরিচয় মত্দানে রাখুক । আমরা খুব ক্রুশিয়াল সময়ে আছি । রাস্তা যাই বাছতে হবে ডেফিনিট । চিরকাল ছাগল কে বোকা বানানো যাবে না ।
  • sm | 122.79.37.59 | ১৪ জুলাই ২০১৪ ২২:৫২643022
  • একক, আগে একটা পোস্টে লিখেছিলাম ভারতে গত কয়েক বছরে ইনফ্লেশন ৭-৮ পার্সেন্ট , সেখানে উন্নত দেশগুলোর ইনফ্লেশন ১।৫-২।৫ এরমধ্যে ঘোরাফেরা করে।
    এর উদ্দেশ্য একটাই যৌবনে বা দীর্ঘ কয়েক দশক ধরে সাধারণ মানুষের সঞ্চয় একটা অতি সাধারণ রূপ নেয়।অর্থাৎ ওই সঞ্চয় দিয়ে ঠিক পরতায় পোষায় না। সরকার এর লাভ, টাকা ছাপিয়ে ম্যানেজ করা। ভুক্তভুগী হয় সাধারণ মানুষ ।
    আমাদের বাবাদের আমলে, মধ্যবিত্ত মানুষ, অবসরের সময় সঞ্চিত কয়েক লক্ষ টাকা দিয়ে শহরতলি অঞ্চলে জমি করে বাড়ি করতে পারত।
    এখন ৩৫-৪০ বছর বয়সে কোনো প্রফেশনাল ব্যক্তি, একটি ২ বা তিন কামরার ফ্যাটের মালিক হতে পারে বড়জোর, কিন্তু ই এম আই শোধ করে সারা জীবন ধরে।
    কিছু অতিরিক্ত ভোগ্য পণ্য ক্রয় করা ছাড়া জীবন যাত্রার মানের যথেষ্ট অবনতি হয়েছে।
    ভারতে ধনী ও উচ্চ মধ্য বিত্ত্যের সংখ্যা অল্প বেড়েছে, কিন্তু নিন্ম মধ্য বিত্ত ও গরিব মানুষের সংখ্যা হু হা করে বেড়েছে।
    এরা কি খায় কি করে এ নিয়ে আলোচনা বাতুলতা। কারণ হিসেবে লোকে বলবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা গোল্ড প্লেটেদ পেনশন ভোগ করেন।
    এটা সত্যি কথা, আজকের পরিস্থিতিতে তাদের সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়েছিল কিন্তু তাদের সংখ্যা খুব বেশি নয়। অনুরূপ সুবিধে অন্যন্য কর্মীরা ভোগ করলে, আরো ভালো হত।
    কিন্তু এই বিচ্ছিন্ন উদাহরণ দিয়ে তো ৭-৮ পার্সেন্ট ইনফ্লেশন এর দৈত্য কে দমিয়ে রাখা যাবে না।
    দেখতে হবে পৃথিবীর এত দেশ কি করে ইনফ্লেশন কে বাগে আনতে পেরেছে; ভারত নয় কেন? নিচে একটা লিংক দিলাম, তার থেকে ধারণা পাবেন কাদের অবস্থা ভারতের চেয়ে খারাপ।
    কৃষিতে প্রায় স্বয়ং সম্পূর্ণ এবং বৃহত্তম উপকূল সমৃদ্ধ দেশের এই দুর্দশা কেন?
    যে দেশের ইকনমিস্ট রা সারা বিশ্ব চালনা করে, তাদের এই হাল কেন।
    পরিশেষে একটা ছোটো উদাহরণ। একটি ac কোম্পানি তে কাজ করা ছেলে নৈহাটি থেকে কলকাতায় প্রতিদিন প্রায় ৮-৯ বাড়িতে এক মেশিন পরিস্কার করে ও সারায়।বেতন সাকুল্যে ৬ হাজার।একে কি মধ্যবিত্ত বলা চলে?
    তাহলে গরিব মানুষদের কি দশা? বিশ্বাস করুন, এদের সংখ্যা প্রচুর বেড়ে গেছে।
    প্রশ্ন খুব স্পষ্ট,মোদিনমিক্স কি ইনফ্লেশন কে কমিয়ে নিদেন পক্ষে ৩-৪ পার্সেন্ট এ নিয়ে আসতে পারবে?
    মূল্যবৃদ্ধি কে নিয়ন্ত্রণে রাখতে পারবে, যাতে সাধারণ মানুষ একটু হাঁফ ছেড়ে বাঁচে।
  • কল্লোল | 125.242.151.170 | ১৪ জুলাই ২০১৪ ২৩:৩২643024
  • আজ একটা ছোট্ট অভিজ্ঞতা।
    আমার দোকানে দুটি লোক নেওয়া হবে। পাতি ডেটা এন্ট্রি। পোর্টালে ডেটা আসবে। তাকে স্যাপে এন্ট্রি করা। আমরা ট্রেনিং দিয়ে নেবো। পাতি গ্রাজুয়েট বা নন গ্রাজুয়েট হলেও চলবে। মেইল আর এক্সেল মোটামুটি সামলাতে পারলেই হলো। একধরনের BPO বলা চলে। আমরা বলি Shared Services।
    তাতে প্রায় শখানেক বাকয়দা ইন্জিনিয়ার, নানা প্রকার SQL, ABBAP, BAPI জানা লোকজন। এর থাড্ডো পাট্টির হয়ে কাজ করবে। মাইনে ৫ হাজার, হ্যাঁ ৫ হাজার। কোন ছুটি নাই। ইহারা মধ্যবিত্ত? হগলেই রাজি। কেউই বছর তিনেকের বেশী টেঁকে না। স্যাপের অভিজ্ঞতায় কোথাও না কোথাও কাজ পেয়ে যায় মোটামুটি ৮ হাজারে। তখন তার মাইনে বেড়েটেরে সাড়ে ৬ বা ৭।
    এই তো অবস্থা।
    এর ব্যাঙ্গালোরে কিভাবে থাকে আর খায় ভগার বাবাও জানে না।
  • - | 102.96.218.40 | ১৪ জুলাই ২০১৪ ২৩:৫১643025
  • একটি অ কোম্পানি তে কাজ করা ছেলে নৈহাটি থেকে কলকাতায় প্রতিদিন প্রায় ৮-৯ বাড়িতে এক মেশিন পরিস্কার করে ও সারায়।বেতন সাকুল্যে ৬ হাজার।

    এদের কোথায় পাওয়া যায়?
  • - | 102.96.218.40 | ১৪ জুলাই ২০১৪ ২৩:৫৫643026
  • আচ্ছা ব্যাঙ্গালোরে।
  • T | 24.139.128.15 | ১৫ জুলাই ২০১৪ ০১:১৯643027
  • ক্রয়ক্ষমতার ডাইনামিক্স আর ইনফ্লেশনের ডাইনামিক্সের টাইম কন্সট্যান্ট দুটো কি এক? বিভিন্ন সোশ্যাল ক্লাস্টারে ক্রয়ক্ষমতার বৃদ্ধিও একই রেটে সিনক্রোনাইজড ভাবে ঘটছে না। খুবই কমপ্লেক্স ব্যাপার স্যাপার।
  • PT | 213.110.246.230 | ১৫ জুলাই ২০১৪ ০৭:৫৩643029
  • শুধু পেরাইভেটে নয়।
    সরকারি সংস্থাতেও কন্ট্রাক্টারের মাধ্যমে ৬ থেকে ৮ হাজারে লোক ভাড়া করা হচ্ছে। শুধু ব্যঙ্গালোরের মত তুলনামুলক ভাবে খরচসাপেক্ষ জায়গাতেই নয়, পব-তেও এরা কিভাবে থাকে আর কি খায় ভগা জানে!!

    অবিশ্যি এরাই বোধহয় ভারতে খুচরো ব্যবসায়ীদের বাঁচিয়ে রেখেছে। কোথায় যেন পড়েছিলাম যে ওয়ালমার্ট নিয়ে চিন্তার কিছু নেই। কেননা বেশীর ভাগ ভারতীয় একবারে ১০০ গ্রামের বেশী তেল কেনেনা। এই মাইনের সঙ্গে এই বক্তব্যের একটা সাযুজ্য পাওয়া যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন