এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৭৯৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 93.180.243.109 | ০৮ জুন ২০১৪ ১৭:৪৫643006
  • শিক্ষা প্রসঙ্গেঃ স্মৃতি ইরানি নাকি আরো আটটা আইআইটি করবেন বলেছেন। সেই নিয়ে আইআইটির জনতা নাকি পিটিশন চালু করেছে শুনলাম। বিস্তারিত জানেন কেউ?
  • কল্লোল | 125.241.75.193 | ০৮ জুন ২০১৪ ১৭:৫২643017
  • এসএম।পরিসংখ্যান আর কোথায় পাবো। একটা খবরের লিংক দিতে পারি।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=11895&boxid=1482531
    অর্থাৎ বিষয়টি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে মারের হাত থেকে বাঁচতে সিপিএম কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছে এমনকি মুসলমানেরাও।
  • sm | 122.79.36.121 | ০৮ জুন ২০১৪ ১৮:৫৬643039
  • তবে আর একটা চমকপ্রদ ব্যাপার হলো আপ এরা প ব তে বি জে পি তে যোগ দিল।
  • haripada guchhaait | 122.79.37.147 | ০৮ জুন ২০১৪ ১৯:৩৬643050
  • রিটেলে এফডি আই এর ব্যাপারে আমার মতন গাঁট পাড়ার মুদীর দোকানপন্থীরা নিজেদের জোর দেখার জন্যই চাইবে হোক। চীনে হাত পুড়েছে এখানেও পুড়বে।

    পবর ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন কোন রকম এজেন্ডাহীন দলকে তাড়ান। সরকারে থাকা ছাড়া এদের কোন এজেন্ডা নেই আর সাথে খুচরো চুরি।
  • কমা | 125.187.37.31 | ০৮ জুন ২০১৪ ২০:০৪643061
  • রন্জনকাকু আমি বেশ কিছুদিন হলো বিজেপি করি তবে আমার কলেজের অনেক বন্ধুই এখন চুপচাপ বিজেপি হয়ে যাচ্ছে। তবে এখনো কোনকিছুই ওপেন না কারন কলেজে অনেকরকম ক্যাচাল থাকে। তবে সময় এলে ঠিক পরিবর্তন হয়ে জাবে। আর চাগ্রি আমাদের একটা বড়ো আশা তো বটেই এটা একদম ঠিক বলেছো।
  • pi | 24.139.221.129 | ০৮ জুন ২০১৪ ২০:০৮643072
  • আআপ এর কিছু লোক আলাদা করে যোগ দিতে পারেন , কিন্তু পুরো আআপ যোগ দিয়েছে, এমন নয়। আআপ এর পেজে তো সেরকমি লিখেছে, রাহুল সিন্হার ঐ ক্লেইম ভুল।
  • Ranjan Roy | ০৮ জুন ২০১৪ ২০:৪৭643083
  • আজকে চ্যানেলে দেখালো যে আপএর কমিটির বেশ কিছু লোকজন বিজেপির রাজ্য অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। ওদের বক্তব্য বিজেপির নেতা রাহুল সিনহা মিথ্যা বিবৃতি দিয়েছেন। অধিকাংশ আপ নিজেদের সংগঠনেই আছে। বেশ কিছু পুলিশ ছিল। তারপর বিজেপির লোকজন পুলিশের সামনেই ওদের মাটিতে ফেলে প্যাঁদালো।
  • pi | 24.139.221.129 | ০৮ জুন ২০১৪ ২০:৫০643094
  • হ্যাঁ, লোকজন এই নিয়ে বেশ খচে।
  • PT | 213.110.243.23 | ০৮ জুন ২০১৪ ২০:৫৪643106
  • "আর চাগ্রি আমাদের একটা বড়ো আশা তো বটেই ....."
    এক রেল শহরের অসংখ্য স্বল্প-শিক্ষিত ছেলে-ছোকড়াদের ২০১১ পর্যন্ত রেলে চাগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দলের ভোটার বানানো হয়েছিল। অন্যান্য প্রতিশ্রুতিটাও যে গুলোর মত এই প্রতিশ্রুতি যে ডাঁহা মিথ্যে কথা সেটা জোর গলায় কোন বিদ্বজ্জন একবারের জন্যেও বলেনি কেননা তখন ফোকাস ছিল "যে আসে আসুক...."!!
    সেই রেলশহরে এবারে বিজেপি লিড নিয়েছে।
  • pi | 24.139.221.129 | ০৮ জুন ২০১৪ ২০:৫৭643117
  • 'আমি এই সুতোয় বলতে চাইছি যে কমা যে ভাবে বা যে কারণে বিজেপি সমর্থক, সেই ভাবে ও সেই কারণেই প্রচুর অধ্যবিত্ত শহুরে বাঙালী ( গাঁয়ের কথা জানিনে) , বাম পরিবারের ছেলে ( আমার এক ভাইপোর সঙ্গে কথা বললাম) এবার বিজেপি-সমর্থক, আসলে মোদি-সমর্থক হয়েছে। তাই এদের বিজেপির ক্ল্যাসিকাল ইস্যুগুলো নিয়ে প্রশ্ন করে লাভ নেই।
    এদের এজেন্ডা ও আশা-- মোদি দেবেন করাপশন ফ্রি, স্মার্ট গভর্ন্যান্স ও চাগ্রি।--ব্যস্‌।'

    এটা দেখে সেরকমই মনে হয় ঃ)
    একটু সময় নিয়ে দেখবেন খন ঃ)


    তবে কমা বোধহয় বিজেপির হিন্দুত্ব এজেন্ডার জন্যেও সমর্থক। অন্ততঃ এই পোস্টগুলো পড়ে তাই মনে হয়েছিল।

    'আমি গোহত্যার বিরুদ্ধে আর রামসিতা নিয়ে খিল্লি করলে আমার ভাবাবেগে আঘাত লাগে। দেখ্লাম আমি একা না কলকাতায় আমার মতো ভাবে এরকম আরো অনেক লোক আছে। অবাক হয়ে দেখ্লাম শুধু কলকাতাতেই না পুরো দেশেই এরকম অনেক লোক আছে। আরো জানতে পারলাম একটা পার্টি আছে বিজেপি যারা বলে তারা ক্ষমতায় এলে গোহত্যা বন্ধ করবে। আর কি আমরা তো সবাই মিলে ভোট দিয়ে পার্টিটাকে জেতালাম আমাদের সরকার তৈরি হলো আমরা যেরকম পলিসি চাই সেরকম সব পলিসি নেবে বললো। সত্যি সত্যি গোহ্ত্য বন্ধ করবে কিনা জানিনা তবে দেখি এটা আস্তে আস্তে কমাতে পারলেও আমাদের ভালো লাগবে।

    এবার আরেকদল লোক আছে তারা গরুর মাংস খেতে চায় মাছ মাংস খেতে চায় আরও কিছু দাবি দাওয়া আছে। তারাও তাদের মতো করে আন্দোলন করুক না তাদের মতো করে সরকার বানাক না তাদের সরকার এসে তাদের মতো করে পলিসি বানাবে।

    আমি চাই গোহত্যা বন্ধ হোক আমি তাই আন্দোলন করেছি আমার পার্টিকে জিতিয়েছি আমার সরকার গড়েছি। যারা গোমাংস খেতে চায় তারাও তাদের আন্দোলন করুক তাদের সরকার বানাক।'
  • Ranjan Roy | ০৮ জুন ২০১৪ ২০:৫৮643128
  • সিপিএম এর বিদ্বজনরা কি ঘুমুচ্ছিলেন?
  • PT | 213.110.243.23 | ০৮ জুন ২০১৪ ২১:০৩643139
  • সিপিএমকে গাল দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপিকে পব-তে শক্তিশালী করার নিজ নিজ দায় সকলকেই নিতে হবে তো!
  • dd | 132.171.117.59 | ০৮ জুন ২০১৪ ২১:১০643150
  • বিজেপিকে শক্তিশালী করার দায় আমি ও নিতে চাই। সুদু পচ্চিম বংগেই নয়, সারা ভারোতেই। কিন্তু কেউ আমাকে একটুও দায় দিতে চায় না। হিংসুটের দল।
  • কমা | 125.187.37.31 | ০৮ জুন ২০১৪ ২১:১২643161
  • আমি বিজেপির হিন্দু আয়জেন্ডার জন্যেও সমর্থক সেটা বল্লাম তো। এখানের সবাই মাইরি প্রফের মতো করে পড়া ধরে ওহে খোকা অমুক বিষয়ে তোমার মতমত দাও তো। সেটা জানি কি না জানি মতামত দিতেই হবে আর ব্যস তারপর সবাই মিলে কমেন্ট। তবে আবার বলি, 'আমি গোহত্যার বিরুদ্ধে আর রামসিতা নিয়ে খিল্লি করলে আমার ভাবাবেগে আঘাত লাগে এটা এক্কেরে আমার মনের কথা। এবার বলুন আমায় পিংক চাড্ডি।
  • :-I | 69.93.192.74 | ০৮ জুন ২০১৪ ২১:২০643172
  • Date:08 Jun 2014 -- 09:03 PM

    "সিপিএমকে গাল দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপিকে পব-তে শক্তিশালী করার নিজ নিজ দায় সকলকেই নিতে হবে তো!"

    গৌরবে বহুবচন শুনেছি; কিন্তু এই বক্তব্যে 'সকলকেই' মনে হয় অগৌরবে বহুবচন? তাহলে এই 'সকল' নিশ্চয়ই 'উত্তম পুরুষ' বিবর্জিত? নিপাতনে সিদ্ধ?
  • sm | 122.79.39.11 | ০৮ জুন ২০১৪ ২১:৪০643183
  • বাপরে, বাংলা কি কঠিন রে দাদা।
  • :-I | 69.93.192.74 | ০৮ জুন ২০১৪ ২২:১২643194
  • উত্তম পুরুষ তো বিগ আই, মানে আমি (বা আমরা, যদিও এখানে তা নয়)। সহজ ভাষায় First Person। কিন্তু 'সকলকেই' কথাটাতে সেই 'আমি'কে বক্তা (PT) রেখেছেন কি?
  • PT | 213.110.247.221 | ০৮ জুন ২০১৪ ২২:৪৬643205
  • যদি বাংলাটা ঠিকঠাক বুঝে থাকিঃ
    আমি বরাবর "যে আসে আসুক...." অব্স্থানের বিরোধীতা করেছি-কেননা আমার মতে এটি একটি নির্বোধ ও বালখিল্য রাজনৈতিক অব্স্থান ছিল। ভবিষ্যতেও কেউ ঐ স্লোগান দিলে তার রাজনৈতিক বোধকে নির্বোধ ও বালখিল্য বলব।
  • Arpan | 125.118.154.47 | ০৮ জুন ২০১৪ ২৩:২০643217
  • অথচ ওই নির্বোধ ও বালখিল্য বোধের প্রাবল্যেই সিপিয়্মের প্রবল পরাক্রান্ত সাম্রাজ্য ধূলিসাৎ হল।

    সিপিয়েমেকে পব-তে বালখিল্য করার নিজ নিজ দায় সকলকেই নিতে হবে তো!
  • Ranjan Roy | ০৮ জুন ২০১৪ ২৩:২৮643228
  • আংক কি সহজ!
    মমতা জিতল, বিজেপির ভোট বাড়, সিপিএম এর লোক বিজেপিকে ভোট দিল, তারপর বিজেপিতে জয়েন করল, -- সবকিছুর জন্যে শুধু দায়ী যারা বলেছিলেন --যে আসে আসুক, শুধু এই বামসরকার যায় যাক।
    যদিও সিপিএম নিজে অন্য কথা বলছে। নদীয়ার সিপিএম এর বড় শিক্ষক নেতা এই সপ্তাহে বিজেপিতে যোগ দিতে অন্য কথা বলেছেন। দলের একসময়ের ঘোষিত সম্পদ লক্ষন শেঠ দিদি প্রশস্তি গাইছেন। রেজ্জাক মোল্লা কি বলেছে সবাই জানে। আলিমুদ্দিনের নেট প্রচার সচিব কি বলেছেন সবাই জানে। এমনকি এর জন্যে কারাত-বিমান-বুদ্ধ- অমল মন্ডল-মানব মুখো-সীতারাম কেউ বুজিকে দায়ী করছেন না।
    ইউনিক দায়িত্ব নিয়ে্ছেন আমাদের পিটি।
    হায়! যেদিন আলিমুদ্দিন ওনার "হারের কারণ ও দায়িত্ব" থিসিস শুনবে সেদিন সিপিএম পুনর্জীবিত হবে।

    সেদিন আসবে কবে?
    যেদিন ঘরে-বাইরে পালিতপুরে পিটির কথা হবে?
    খিড়কি থেকে সিংহদুয়ার শুধু কমরেড পিটি!
    আমরা সবাই ধন্য হব মারব কষে সিটি!!

    পিটিকে একটাই বিনীত অনুরোধ আপনার এই "পুরনো দিনের গান থিসিস" চর্চার জন্যে আরো দুটো টই খোলা আছে।
    এটাতে যদি মূল বিষয় নিয়ে দুটো কথা বলেন!
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৪ ২৩:৩৫643239
  • "আর চাগ্রি আমাদের একটা বড়ো আশা তো বটেই ...."

    এরকম কথা তো সিপিএম করা ছেলেগুলো বলত আশি-নব্বুই এর দশকে - সিপিএম করলে যদি একটা চাগ্রি হয়।
    আর, কংরেসের ছেলেগুলো ভাবত গণিদা রেলে চাগ্রি দেবে।
  • PT | 213.110.247.221 | ০৯ জুন ২০১৪ ০৮:২৯643250
  • RR
    সবাই দেখছি সেই দস্যু রত্নাকরের পরিবারের সদস্যদের স্টাইলে কথা বলতে শুরু করেছে। অনশন মঞ্চে মাওব্যথীদের সঙ্গে রাজনাথ-তথাগতর উপস্থিতি কাউকে বিব্রত করেনি? রিজানুরের মৃত্যু নিয়ে যারা রাস্তায় নেমেছেল সেই পন্ডিতেরা পুণার টেকির হত্যার পরে কোথায় অদৃশ্য হয়ে রয়েছে?
    "যে আসে আসুক..." একটি অত্যন্ত নির্বোধ ও বালখিল্য রাজনৈতিক থিসিস। যারা ওটায় বিশ্বাস করেছে ও চর্চা করেছে তারা বাঙালী কিন্তু (রাজনীতির) মানুষ হয়নি।
    নিজের পাপের দায় তো নিজেকেই নিতে হয় শেষ পর্যন্ত-যে কারণে সৎ মানুষেরা you get the government you deserve কথাটার সৃষ্টি করেছে।
    আর আমাকে সিপিএমের মুখপাত্র করে দেগে দেওয়ার পুরনো কায়দাটা ছাড়ুন। ওটাও "পুরনো দিনের গান থিসিস" চর্চার টইতে যাবে।

    lcm
    কেউ "সিপিএম করলে চাগ্রী হবে" এই ভেবে দল করতে এলে সেটা তার সমস্যা। হাজার হাজার চাগ্রী সৃষ্টির যে গপ্প এখন প্রতিদিন শুনি, বাম আমলে কোন নেতা মন্ত্রীকে কখনো প্রকাশ্যে সেরকম চাগ্রীর পিতিগ্গে করতে শুনিনি। এই অসত্য ইতিহাস নতুন করে সৃষ্টি না করলেই ভাল।
  • lcm | 118.91.116.131 | ০৯ জুন ২০১৪ ০৮:৫৫643261
  • পিটি,
    হাজার হাজার চাগ্রি সৃষ্টির গপ্পো এক জিনিস।
    আর, পার্টি করলে, মিছিলে হাঁটলে, নেতাদের ধরলে একটা হিল্লে (চাগ্রি) হবে সেটা অন্য জিনিস।
    দ্বিতীয় জিনিসটি বহুদিন ধরেই আছে।
    সুতরাং, অসত্য কিছু নয়, বড়জোর অপ্রিয় সত্য হতে পারে।
  • PT | 213.110.247.221 | ০৯ জুন ২০১৪ ০৯:০৪643272
  • "দ্বিতীয় জিনিসটি বহুদিন ধরেই আছে।"
    লিচ্চয় আছে।
    কিন্তু সেটার জন্য শুধু নেতা বা দলকে দায়ী করলে সেটা অসত্য/অপসত্য ভাষণ হয়। আর কেউ শুধু সেই ক্যালকুলেশন করে পার্টি করতে আসছে কিনা সেটা সরাসরি বুঝতে পারাটা বেশ কঠিন কাজ।
  • lcm | 118.91.116.131 | ০৯ জুন ২০১৪ ০৯:১১643283
  • আমি তো সিপিএম/কংরেস ... কোনো নেতাদের দায়ী করি নি।
    কিন্তু বলতে চেয়েছি পাইয়ে দেওয়া রাজনীতি চলছে বহুদিন, এবং ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টিই এর বাইরে নয়।
  • PT | 213.110.247.221 | ০৯ জুন ২০১৪ ০৯:১৪643291
  • দল পাইয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লোক (ভোটার) টানছে আর কেউ কিছু পাওয়ার লোভে ক্ষমতাসীন দলের কাছে আসছে এই দুটোর মধ্যে ফারাক আছে-সেটাই আমি বলার চেষ্টা করছি।
  • lcm | 118.91.116.131 | ০৯ জুন ২০১৪ ০৯:২০643292
  • ভারতবর্ষে একমাত্র সিপিএম-এ একমাত্র পার্টি যারা সৎ, পাইয়ে দেওয়া রাজনীতি করে না - এত বড় মিথ্যা কি করে বলি বলো তো, ধম্মে সইবে না।

    সব বাদ দিলেও - লুচি-আলুর দম, আর, ভিক্টোরিয়া বেড়ানোর লোভ দেখিয়ে লরিতে লোক তোলা তো নিজের চক্ষে দেখা, সেগুলো ভুলে যেতে বলছ।
  • | ০৯ জুন ২০১৪ ১০:০০643293
  • পিটি,

    বিজয়কৃষ্ণ গার্লস কলেজ অর্থাৎ হাওড়া গার্লস কলেজের ফিজিক্সের প্রফ বটকৃষ্ণ সোম আমাকে বলেছিলেন এস এফ আইতে যোগ দিতে, তাহলে পাশ করার পর আর চাকরি নিয়ে সমস্যা হবে না, এস এফ আই পাইয়ে দেবে। একেবারে নাম ধাম উল্লেখ করেই লিখলাম।

    বটকৃষ্ণবাবুর পড়ানোর কথা থার্মোডায়মিক্স। উনি ক্লাসে আসতেন মাসে একদিন কি দেড়মাসে একদিন। এদিকে অনার্সের ক্লাসে একেবারে কিছু না বলে দিলে নিজে নিজে পড়া ...... যাগ্গে তো আমরা ইউনিয়ানের রুমে (এস এফ আইয়েরই ইউনিয়ান) গিয়ে প্রথমে অভিযোগ জানাই। না ভুল হল, প্রথমে প্রিন্সিকে বলেছিলাম। তা বটাবাবু (আমরা রাগের চোটে নিজেদের মধ্যে বটা বলতাম) কলেজে আসতেন সপ্তায় অন্তত তিনদিন তো বটেই। কিন্তু এসেই সেই যে ইউনিয়ান রুমে গিয়ে ধুকতেন, সেখান থেকে বেরিয়ে ক্লাসে যাবার সময় আর ওঁর হত না। তো আমরা প্রথম দিকে ইউনিয়ান রুম থেকে ওঁকে ক্লাসে ধরে আনার চেষ্টা করি। দুই একবার সফলও হই। তারপর যথারীতি উনি আর আসতেন না, তখন চীৎকার চেঁচামিচি, ধর্ণা দেওয়া ইত্যাদি।

    তো, তখনই উনি আমাকে বলেছিলেন 'দ্যাখ তুই তো কথাবার্তা বেশ বলিস, বলিয়ে কইয়ে আছিস, তো এস এফ আইতে চলে আয়। ও তোর অনার্সে ফার্স্ট ক্লাস না পেলেও চাকরি নিয়ে ভাবতে হবে না। আমরা দেখব'

    বিশ্বাস করবেন কিনা দেখুন। না করলেও কিছু করার নেই। তবে এখন হলে নির্ঘাৎ মোবাইলে তুলে রাখতাম।
  • kc | 204.126.37.78 | ০৯ জুন ২০১৪ ১০:০২643295
  • সুর্য্য ওঠে সুর্য্য ডোবে ....
    থোর বড়ি, বড়ি থোর.....
    যে কোনও টই মানেই সিপিএম আর দ্বিচারিতা ....

    আফনাদের সকলের জন্য রইল,

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন