এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮০০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | 233.29.202.124 | ০৯ জুন ২০১৪ ১০:০৭643296
  • একটা শ্রমিক শ্রেনীর পার্টি ক্রমশ 'মানুষের' পার্টিতে বদলে গেল (ভাষণে-কথন, দলিলে কদ্যপি নয়) তার দায় যে কে লিবে? লিচ্চয় ওই ছাগলগুলো, যারা পাড়ার এলসিএমদের কথায় নেচে ভেবেছিল সত্যি বুঝি চাগ্রি হবে ! তো এলসিএম (লসাগুবাবু নন) কি কারাতবাবু ঠিক করেছিলেন? না বিমানবাবু? কিসুই জানেন না, খালি তক্ক করেন !
    মিছিলে মানুষ আসার মত জনগনের পার্টিতে হুলিয়ে হুলিগ্যান টাইপ লোক ঢুকেছে, আর তারা গণতান্ত্রিক পদ্ধতি সম্মেলনের মাধ্যমে এলসিএম হয়েছে, এলসিয়েস হয়েছে, এসবের দায় কার! বুজি ছাড়া আবার কার?

    (নেপথ্যে গান - দোষ কারো নয় গো মা, স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা)
  • lcm | 118.91.116.131 | ০৯ জুন ২০১৪ ১০:২৮643297
  • আহা তাপস, এতো উত্তেজিত হোয়ো না। অন্ধ সমর্থক তো, তারা একটু ডিফেন্ড তো করবেনই। অন্যদের অসত্য ভাষণের জন্য দায়ী করবেন। কথায় বলে, অ্যাটাক ইস দ্য বেস্ট ডিফেন্স, সামটাইম্‌স ইট্‌স দ্য অনলি অপশন।

    এটুকু না করলে আর কিসের হার্ডকোর সাপোর্টার। একটু ডিফেন্স তো চাই। সমালোচনা তো সবাই করতে পারে, কিন্তু এমন সলিড ডিফেন্স কে দেয় বলো।
  • কল্লোল | 116.77.163.40 | ০৯ জুন ২০১৪ ১০:৫১643298
  • বিজেপি পবতে সংখ্যালঘু ভোট ধরতে তৎপর হয়েছে। বিজেপি স্বপ্নেও ভাবে নি যে সিপিএম থেকে কর্মী সমর্থকেরা(এমনকি যারা ধর্ম মুসলমান) তাদের দলে চলে আসবে। এটা এই ২০১৪র বিজেপি সরকার গড়ার ধাক্কা। তার উপর তৃণমূল গাঁঠামো করছে। ২০১৪র আগে বাম দলের ছোট নেতা ও কর্মী সমর্থকেরা তৃণমূলে ঢুকছিলো (আর তো উপায়ও ছিলো না)। এবার বিজেপি সরকার কেন্দ্রে আসাতে আর তৃণমূলের বাম পেটানো অব্যাহত থাকাতে, সেই স্রোতটি বিজেপিতে যাচ্ছে। এর মধ্যেই আরএসএস হুমকি দিচ্ছে তৃণমূলকে - পেঁদিয়ে লাট করে দেবার। ঝামেলা বুঝে বামেদের সাথে তৃণমূলের বাম পেটানো নিয়ে বসতে রাজি মমতা।

    আজ এই সময়ের ৫এর পাতাটি বেশ কৌতুহলোদ্দীপক।
    নবান্নয় বাম মমতা সাক্ষাতঃ আমার ধারনা এখানে সমঝতা হবে। বাম পেটানো বন্ধ হবে বা কমবে, বামেদের বিজেপি যাওয়া আটকাতে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=11930&boxid=142913953

    সংঘতের বার্তা আরএসএসেরঃ ঝাড়পিট হলে কেন্দ্র পাশে থাকবে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=11930&boxid=142812562

    মুসলিম মন পেতে ঝাঁপাচ্ছে বিজেপিঃ সঙ্গের ছবিতে ভিড়টা খেয়াল করবেন।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=11930&boxid=142845500

    এই জায়গাটা আমার কাছে লক্ষ্য করার মতো।
    পবতে কেন, ভারতের প্রায় যেকোন প্রদেশেই ক্ষমতায় আসতে গেলে মুসলমানেদের ভোট চাই। বিজেপি এখন সেই দিকে নজর দিয়েছে। কিন্তু তাহলে বিজেপির হিন্দুত্ব অ্যাজেন্ডার কি হবে?
    ৩৭০, অভিন্ন দেওয়ানী আইন, গোহত্যা বন্ধ, রামমন্দির, অনুপ্রবেশ - এগুলো কি তবে শিকেয় উঠবে?
    এগুলোকে শিকেয় তুলে দিলে, দৃঢ় সংগঠনের ভিত্তি ছাড়া, আর সব কিছুতে কংগ্রেসের সাথে বিজেপির তেমন কোন পার্থক্য নাই।
  • T | 24.139.128.15 | ০৯ জুন ২০১৪ ১১:০৯643299
  • এইত্তো, কল্লোলদা ঠিক ধরেছেন। নবান্নয় আজকে সমঝোতা নয়, অলরেডী সমঝোতা হতে শুরু করেছে। শত্রুর শত্রু আমার বন্ধু নীতি। জঙ্গলমহলে প্রয়োগ হওয়া নীতি। হাওড়ার পাঁচলা উলুবেড়ে এইসব জায়গার খবর নিয়ে দেখুন।

    আর এসএস মার্কেটে নামলে মমতা সিপিয়েমের পোয়া বারো। উন্নয়ন ইত্যাদির ঢক্কা নিনাদ অনেক পেছনে চলে যাবে। সাম্প্রদায়িকতাই মেন ইস্যু হয়ে দাঁড়াবে। পাল্টা ক্যালাকেলি শুরু হলে তো এদের সোনায় সোহাগা। ইন ফ্যাক্ট এরা সেটাই চায়।

    মুসলিম মন পেতে বিজেপি এখন নয়, আগেও ঝাঁপিয়েছে। সুবিধে করতে পারেনি। সংগঠনের পেনিট্রেশন নেই। এই ছবি টবি দেখে গেল গেল করার মতো কিছু নয়।
  • :-I | 69.93.192.74 | ০৯ জুন ২০১৪ ১১:১৪643300
  • Date:09 Jun 2014 -- 08:29 AM
    lcm
    কেউ "সিপিএম করলে চাগ্রী হবে" এই ভেবে দল করতে এলে সেটা তার সমস্যা। হাজার হাজার চাগ্রী সৃষ্টির যে গপ্প এখন প্রতিদিন শুনি, বাম আমলে কোন নেতা মন্ত্রীকে কখনো প্রকাশ্যে সেরকম চাগ্রীর পিতিগ্গে করতে শুনিনি। এই অসত্য ইতিহাস নতুন করে সৃষ্টি না করলেই ভাল।

    Date:09 Jun 2014 -- 09:04 AM

    "দ্বিতীয় জিনিসটি বহুদিন ধরেই আছে।"
    লিচ্চয় আছে।
    কিন্তু সেটার জন্য শুধু নেতা বা দলকে দায়ী করলে সেটা অসত্য/অপসত্য ভাষণ হয়। আর কেউ শুধু সেই ক্যালকুলেশন করে পার্টি করতে আসছে কিনা সেটা সরাসরি বুঝতে পারাটা বেশ কঠিন কাজ।

    Date:09 Jun 2014 -- 09:14 AM

    দল পাইয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লোক (ভোটার) টানছে আর কেউ কিছু পাওয়ার লোভে ক্ষমতাসীন দলের কাছে আসছে এই দুটোর মধ্যে ফারাক আছে-সেটাই আমি বলার চেষ্টা করছি।
    *****************************
    কথাগুলো ডিম-পাঁউরুটি ক্যাটিগোরি-তে আছে বটেই, কিন্তু একটা চেষ্টা আছে 'ডিম না মুর্গী'-ক্যাটিগোরি-তে ঠেলে দেওয়ার।

    ******
    "কেউ শুধু সেই ক্যালকুলেশন করে পার্টি করতে আসছে কিনা সেটা সরাসরি বুঝতে পারাটা বেশ কঠিন কাজ।"
    ******
    তাই? সত্যি? এত সহজে কে ধান্দাবাজ, কারা কাকে আনলো বোঝা যায়, আর এটা বোঝার চোখ নেই?

    মহান-তম ঐতিহাসিক ভুল?
    *********
    AAR OI HAAORHAA KALEJER MATO KATOGULO KALEJ, KATAGULO KARPORESHAN OYAARD, KATOGULO PRAAIMAARI SKUL, MAHAABIDYAALAY-ER NAAM KARE KARE, BYAKTIDER NAAM DHARE DHARE UDAAHARAN DITE HABE? JAANAABEN? NAAM, STHAAN, SAAL ITYAADI TATHY DIYE DEOYAA HABE. MAANABEN KI MAANABEN NAA, SE DUNIYAA JAANE, TABU JIJ`NES (JIGGES) KORLAAM

    বড় হরফে লিখবার এর থেকে ভালো উপায় মাথায় এলো না বলে এভাবেই লিখলাম।
  • কল্লোল | 116.77.163.40 | ০৯ জুন ২০১৪ ১১:২১643301
  • গেলো গেলো কোথায় করলাম?
    আমার কাছে এইটা খুব অদ্ভুত একটা বিজেপি খ্যাঁচাকল। সংগঠনে সিপিএম ও মুসলমান ঢুকছে। তাদের আটকানো যচ্ছে না, আটকাতে চাইছেও না বিজেপি। কিন্তু এতে বিজেপি সংষ্কৃতিতে জল মিশছে। এইটা বিজেপি কিভাবে ম্যানেজ করে, সেটাই দেখার। এর মধ্যে গেলো গেলো কিছু নেই।

    মুসলমান মন পেতে ঝাঁপানো আগেও করেছে বিজেপি? কি ভাবে? একজন বা দুজন মুসলমানকে মন্ত্রী করে?
    এবারের পরিস্থিতি একদম আলাদা। মুসলমানেরা (অন্তত পবতে) নিজেরাই আসছে।

    রহিম শেখের ঘটনাটা দেখুন। মরলো বিজেপি মুসলমান। অভিযোগ তৃণমূল মুসলমানের দিকে।
    দুদিন আগেই পুণায় বিজেপির হিন্দু চ্যালারা মুসলমান মারলো।

    আমার মনে হচ্ছে আর একটা ঝামেলা পাকবে। পব বিজেপি/আরএসএস বানাম উত্তর ও পশ্চিম ভারতের বিজেপি/আরএসএস/নানান সেনা-টেনা।
  • Ekak | 24.96.17.6 | ০৯ জুন ২০১৪ ১১:২৩643302
  • ৩৭০, অভিন্ন দেওয়ানী আইন, গোহত্যা বন্ধ, রামমন্দির, অনুপ্রবেশ - এগুলো কি তবে শিকেয় উঠবে?

    এগুলো শিকেয় উঠলে মধ্যবিত্ত মুসলিমের কী এসে যায় ? শুধু গোহত্যা বন্ধ টা ছাড়া যেটা বিজেপি কোনদিন আইন করে করবেনা , ক্যাম্পেইন চালাবে ।

    জাস্ট প্রশ্ন । রিসেন্টলি কিছু স্তঁচ মুসলিম ফোরামে আড্ডা হচ্ছিল । অভিন্ন আইন নিয়ে কার মাথাব্যথা নেই । এমনিতেই একটার বেশি বিয়ে করেনা । বরং হিন্দুরাই ট্যাক্স বেনিফিট হারাবে বলে হাসাহাসি হচ্ছে ।
  • কল্লোল | 116.77.163.40 | ০৯ জুন ২০১৪ ১১:২৭643303
  • একক।
    ব্যাপারটা বোধ হয় বোঝাতে পারিনি।
    ৩৭০, অভিন্ন দেওয়ানী আইন, গোহত্যা বন্ধ, রামমন্দির, অনুপ্রবেশ - এগুলো কি তবে শিকেয় উঠবে?
    এগুলো শিকেয় উঠলে মুসলমানেদের কিছু এসে যাবে কিন প্রশ্ন তা নয়। প্রশ্ন হলো, এগুলো শিকেয় উঠলে বিজেপির আইডেন্টিটি ডায়ল্যুটেড হবে কি না।
  • T | 24.139.128.15 | ০৯ জুন ২০১৪ ১১:৩২643304
  • কল্লোলদা, আরে সিপিএম কর্মী ইত্যাদি, 'সিপিয়েমত্ব' সমেত ঢুকছে নাকি। পিঠ বাঁচাতে বেসিক্যালি। মারধর কমলে যোগদানের রেশও কমে যাবে। মুসলিম জনতা পালে পালে যোগ দিচ্ছে এমনও নয়, লোকাল ইস্যুর বেসিসে কিছু লোক যাচ্ছে। এবার বিজেপি সংস্কৃতির মধ্যে কোর আর এস এস সংস্কৃতি নামক ইনগ্রেডিয়েন্টটির রাজ্য বেসিসে মাত্রার তারতম্য ঘটে থাকে, নতুন কিছু নয়। সেইভাবেই তো ম্যানেজ করে। আমার মনে হয় পবর রুরাল বেল্টে হিন্দুত্ব অ্যাজেন্ডা নিয়ে বিজেপি ঝাঁপাবে না, ওতে রিস্ক বেশী। ক্ষমতায় আসতে পারলে অ্যাজেন্ডা বা সংস্কৃতির নিকুচি করেছে।
  • Ekak | 24.96.17.6 | ০৯ জুন ২০১৪ ১১:৪৪643306
  • আমার ধারণা বিজেপি এটা হ্যান্ডল করতে পারবে । প্রথমত ওরা যেখানে যেমন সেখানে তেমন খেলে । ক্লাস -কাস্ট-রিলিজিওন -ডেভেলপমেন্ট অনেক তাস । সবকটা সর্বর্ত্র ইউস করেনা । যেটা হবে তা হলো প্রচুর নাটক । কোথাও মুসলিম মধ্যবিত্ত দের ডেভেলপমেন্ট -উওম্যান এমপাওয়ারমেন্ট। এটা ওদের এক্তাপুরোনো ইস্যু যে শরিয়া র ফলে মুসলিম মেয়েরা পিছিয়ে পড়ছে ।ওরা সার্বিক উন্নতি চায় । এছাড়া এলামনি সংক্রান্ত আইন মেয়েদের পক্ষে যাবে । বিজেপি যদি জাস্ট মুসলিম উওম্যান এমপাওয়ারমেন্ট নিয়ে খুলে খেলে দেয় তাহলে পুরো মধ্যবিত্ত মুসলিম ভোট পকেটে । আবার দেখবে এইগুলো হওয়ার পাশাপাশি মাঝেমাঝেই আর্সেসেস গর্জে উঠছে মুসলিম বিরোধী ইস্যু নিয়ে । এইসব নাটক চলতে থাকবে । প্রচুর ক্যাম্পেইন হবে গোহত্যা বন্ধ নিয়ে কিন্তু আইন হবেনা । আর বাইরে পরে রইলো হদ্দ গরিব মুসলিম । তারা ভয়ে আসবে বিজেপি তে । কাজেই সব মিলিয়ে দায়ল্যুত হবেনা বিজেপির এজেন্ডা । একদিকে মাইনরিটি এমপাওয়ারমেন্ট এর বাদ্যি বাজবে । এপীস্মেন্ট নয় এমপাওয়ারমেন্ট বলে মোদী কাঁপাকাঁপি ভাষণ দেবে । অন্যদিকে আরেসেএস এর দৌরাত্ম , মুসলিমবিরোধী বিবৃতি , মাঝেহয়তো দেখলে মোদিকে মুসলিম তসনকারী বলে কোনো সংঘী সাসপেন্ড হলো । এইসব ফুল্দমে নাটক চলবে । দেশের যেখানে যেটা খায় ।
  • sm | 122.79.38.117 | ০৯ জুন ২০১৪ ১১:৪৫643307
  • বটা বাবু কি সল্লেক লাবনি তে থাকতেন ?
  • কল্লোল | 116.77.163.40 | ০৯ জুন ২০১৪ ১১:৪৮643308
  • টি। হ্যাঁ, আমি মনে করি সিপিয়েমত্ব নিয়েই ঢুকছে তারা। একটা সংষ্কৃতিতে অভ্যস্ত যারা ৩৪ বছর ধরে, তারা একা একা ঢুকলে একরকম। তারা ঢুকছে দল বেঁধে। ফলে এখন সেই সব জায়গায় বিজেপির পার্টি অফিস কিন্তু সিপিএম সংষ্কৃতিতেই চলবে।
    এই সিপিএম থেকে বিজেপিতে আসাদের মধ্যে মুসলমানেদের সংখ্যা খুব নগন্য নয়। কারন সিপিএমের মুসলমান সমর্থক প্রচুর ছিলো। তারা অনেকেই ২০১৪র আগে তৃণমূল হয়েছে। সেই অংশটাও (হিন্দু মুসলমান নির্বিশেষে) বিজেপিতে যাচ্ছে।

    এটা খুব অদ্ভুত পরিস্থিতি।

    "ক্ষমতায় আসতে পারলে অ্যাজেন্ডা বা সংস্কৃতির নিকুচি করেছে"
    এতো সহজ নয়। মহারাষ্ট্রে মুসলমান মেরে উল্লাস করবো, পবতে মুসলমানেদের কোলে টানবো। কোথাও একটা আন্তঃপার্টি ঝামেলা তৈরী হবে।
  • T | 24.139.128.15 | ০৯ জুন ২০১৪ ১২:০২643309
  • দল বেঁধেই তো ঢুকবে, একা একা ঢুকতে যাবে নাকি? স্রেফ একা একটা লোক মার খাচ্ছে নাকি? দল বাঁধা তো প্রতীক। দেখো আমরা একজোট হয়েছি, আমাদের উপরে দোর্দন্ডপ্রতাপ বিজেপির সুশীতল ছায়া রয়েছে, এটা তো দেখাতেই হবে। না হলে পাল্টা আক্রমণ রুখবে কি করে। দল বেঁধে যাওয়া লজ্যিকাল। লোকাল লেভেলে বিজেপিও চাইবে লাখে লাখে লোকে হু হু করে বিজেপিতে ঢুকছে এমন ছবি প্রমোট করতে।

    বিজেপির পার্টি অফিস সিপিয়েম সংস্কৃতিতে চলবে কি না সেটা স্থির হবে প্রাথমিক ঝাপটাটা কেটে যাওয়ার পরে। ইদানীং যেমন চলছে, নব্য তৃণমূল বনাম আদি তৃণমূল, তখন শুরু হবে নব্য বিজেপি বনাম আদি বিজেপি। বিজেপি এমন কিছু সাংঘাতিক সিমেন্ট নয় যে সব কটা আন ইভেন শেপের ইঁট একসাথে জুড়ে থাকবে। মাইক্রো লেভেলে ওরা আগে পাওয়ার স্ট্রাকচার ছড়াক, তারপর আরেকপ্রস্থ নাটক দেখতে পাবেন। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে আগে এল সি অফিস যে ক্ষমতায় ছিল, এখন সেই পজিশনে তারা নেই। ফলে ঐ সংস্কৃতি বিজেপির ধরতে গেলে চাপ আছে।

    একটু আন্তঃপার্টি ঝামেলা বোধহয় সব পার্টিই চায়। একটু ডায়নামিক থাকে ব্যাপারটা। রোজ সকাল সন্ধ্যে গুমটির মধ্যে বসে আমিও ভালো তুইও ভালো করতে করতে গায়ে চর্বি জমে। গ্রাসরুট লেভেলের জনতাকে একটু নিজেদের মতো করে খেলতে দিতে হবে।

    অবশ্য তুমি যদি আন্তঃপার্টি বলতে টপ লেভেল বোঝাচ্ছো, তো তাহলে ঐ একক যেমন বলেছে, নাটক, ঐ রকমই কিছু হবে।

    মুসলিমদের বিজেপিতে যোগদান আমার মতে নগণ্য, তোমার মতে নয়। এ জিনিস সঠিক পরিসংখ্যান না পেলে ডিসাইড হবে না।
  • sm | 122.79.38.117 | ০৯ জুন ২০১৪ ১২:২৩643310
  • আমার মতে মুসলমান জনতার বি জে পি তে যোগ দেওয়া টা পকেট ভিত্তিক হবে।একজন দুজন করে যোগ দেবেনা। দিলে দল বেঁধে যোগ দেবে এবং খুব নিচু তলার কর্মীরা যারা মার খাওয়া থেকে বাচতে চায়। তবে খুবই ছোটো ছোটো অঞ্চল ভিত্তিক। সংখ্যা টা খুব বড় হবে না। আবার সি পি এম এর ভবিষ্যত নেই বলে কিছু লোক তিনো তেও যোগ দেবে। মতের উপর নো উইন সিচুএশন ।
  • তাপস | 233.29.202.184 | ০৯ জুন ২০১৪ ১২:৪২643311
  • একটা কথা মনে হচ্ছে, যে সবচেয়ে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবে যে সুবিধাভোগী শ্রেণী - তারা হল প্রমোটারকুল । ২ বছরের মধ্যে । ১৬ র ভোটের আগে । যেমন ভাবে ৯ থেকে তারা দল বদলে তৃণ হয়েছিল । লোকালি টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, বিশেষ করে বিধানসভা ভোটের আগে বা সময়ে - এই যোগদান ম্যাটার করবে ।
  • তাপস | 233.29.202.184 | ০৯ জুন ২০১৪ ১২:৪৬643312
  • এই শুক্রবার কৃষ্ণনগর গেলাম । তার আগের শুক্রবার হাসনাবাদের অভ্যন্তরে । যেটুকু দেখেছি - এমনকী পঞ্চায়েতের লোকজনের ভাবভঙ্গি দেখে, যে এই অনুপ্রবেশ ইস্যুটা খুব খুব সেনসিটিভ জায়গায় আছে । এতটাই - যে বলে বোঝানোর মত নয় ।
  • কমা | 125.187.38.14 | ০৯ জুন ২০১৪ ১২:৪৭643313
  • মুসলমান জনতা আমাদের পার্টিতে জয়েন করলে আমাদের কোন সমস্যা হবেনা আমরা ঠিক সামলে নেব। অনেক রাজ্যে আমাদের মুসলমান সদস্য আছে তো আর মোদিজি নিজেই বলেছেন উনি মুসলমান আর হিন্দুর ভেদাভেদ করেন না। টিভি ডিবেটেও আমাদের অনেক নেতা বলেছে আমরা সবার জন্য উন্নয়ন চাই মাইনরিটি মেজরিটি কোন আলাদা করে উন্নয়ন করা যায়্না। তবে অনুপ্রবেশকারি যারা তাদের সদস্য করবে বলে মনে হয়না।
  • PT | 213.110.243.23 | ০৯ জুন ২০১৪ ১৩:০৭643314
  • lcm
    "লুচি-আলুর দম, আর, ভিক্টোরিয়া বেড়ানোর লোভ দেখিয়ে লরিতে লোক তোলা তো নিজের চক্ষে দেখা"

    যাক চাকরী থেকে লুচি আলুদ্দমে নেমেছেন সেটা শুনে আনন্দ পেলাম। তাবে এও জানিয়ে রাখি যে যখন সিপিএম ক্ষমতায় ছিল না (পার্টিটা "ভাল" ছিল?), তখনও আমার মা কাকীমারা ব্রিগেডের জনসভায় দুর থেকে আসা মানুষদের জন্য তাড়া তাড়া রুটি বানিয়ে দিতেন। তার সঙ্গে সেই সময় আখের গুড় যেত। সেটা ৭০-এর ধারেকাছের সময়। ৩০ বছর বাদে সেখান থেকে লুচি-আলুদ্দমে উত্তরণ খুব একটা কিছু প্রমাণ করেনা।


    আমার এক ভাগ্নী JU-তে দাপিয়ে SFI করত - এখনো বুদ্ধি জোগায়। মেজ-সেজ ইত্যাদি নেতাদের সঙ্গে ভালই সংযোগ। তাকে কোনদিন চাগ্রীর জন্য তদ্বীর করতে দেখিনি। বর্তমানে পব-র একটি univ-তে অস্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত আছে-আর কাউকে না ধরেই সেটা সে পেয়েছে।
  • সিকি | 131.241.127.1 | ০৯ জুন ২০১৪ ১৩:০৮643315
  • "আমাদের পার্টিতে"
    "আমাদের কোনো সমস্যা হবে না"
    "আমরা ঠিক সামলে নেব"

    সোওওওও ছুইট!
  • কমা | 125.187.38.14 | ০৯ জুন ২০১৪ ১৩:১১643317
  • ঃ)
  • lcm | 118.91.116.131 | ০৯ জুন ২০১৪ ১৩:১৭643318
  • সেকি! পিটি, তুমি সিপিএম-এর নেতা চাগ্রি করে দিয়েছে দেখো নি। ইন ফ্যাক্ট, এক নেতা নিজের পেটোয়া ছেলেদের চাগ্রিতে ঢোকাচ্ছে, এই অভিযোগে আর এক নেতা (দুজনেই সিপিএম) ওপরতলা অবধি ছুটেছেন - এমন দৃশ্য দেখো নি।
    অবশ্য অন্ধ সমর্থকরা কিসুই দেখতে পায় না।
  • T | 24.139.128.15 | ০৯ জুন ২০১৪ ১৩:২০643319
  • "মুসলমান জনতা আমাদের পার্টিতে জয়েন করলে আমাদের কোন সমস্যা হবেনা আমরা ঠিক সামলে নেব।"---ওফফ্‌, যা তা।
  • তাপস | 233.29.202.184 | ০৯ জুন ২০১৪ ১৩:২১643320
  • টই বিপথে চালিত হচ্ছে !!

    নিজেকেই বললাম
  • haripada guchhaait | 122.79.39.12 | ০৯ জুন ২০১৪ ১৩:৫৩643322
  • হুলিগানরা সিপিএমে ঢুকে সব দখল নিল আর তারা পড়ে পড়ে মার খাচ্ছে কিরম যেন গোলমাল হয়েযাচ্ছে।

    নাঃ সরলে আপাতত শুন্য।
  • PT | 213.110.247.221 | ০৯ জুন ২০১৪ ১৩:৫৬643323
  • "অবশ্য অন্ধ সমর্থকরা কিসুই দেখতে পায় না"
    অন্ধ বিরোধীরাও কিসুই দেখতে পায় না।
    সেইজন্য চাগ্রী-আলুদ্দম-চাগ্রী এই দোলাচল চলতেই থাকে....
  • কমা | 125.187.38.14 | ০৯ জুন ২০১৪ ১৩:৫৮643324
  • হুম।

    আর এই টি বাবু আমার খিল্লি উড়িয়েই আর সময় পেলোনা ঃ( তবে সিকি তুমি মামু আমাকে একটা ব্যাপক নিক দিয়েছো। কমাচাড্ডি নামটা আমার পুরো একঘর লেগেছিল আমার ব্ন্ধুদেরও বলবো আমাকে কমাচাড্ডি নামে ডাকতে।
  • তাপস | 233.29.202.184 | ০৯ জুন ২০১৪ ১৪:১২643325
  • সব দখল নিয়েছিল নাকি? আমি দেখিনি কিন্তু !!! সহজ বড় সরল নয় !!!
  • lcm | 118.91.116.131 | ০৯ জুন ২০১৪ ১৪:১৪643326
  • ক্যানো পিটি? আমি তো দেখতে পেয়েছি - কংরেস, সিপিএম, তিনো - সব আমলেই দুর্নীতি, পাইয়ে দেবার রাজনীতি - এসব তো সব আমলেই দেখা গেছে। আমাকে অন্ধ কেনো বলছ? সিপিএমের আমলে চোখে পট্টি বেঁধে রাখি নি বলে এমন মিথ্যাচার কোরো না।
  • সিকি | 131.241.127.1 | ০৯ জুন ২০১৪ ১৫:০০643328
  • আমি মামু নই। মামু অন্যজন। তবে তুমি হেব্বি ক্ষিউট চাড্ডি। কোনও কথা হবে না। গাল টিপে দেবার ইচ্ছেটা আমিও প্রকাশ করলাম। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন