এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৭৮৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১০:৩৫642797
  • এটাই তো বললাম কয়লা তেল নিউক্লিয়ার সবেতেই আপত্তি। যাব্বাবা তহলে দেশটা চলবে কিসে?
  • কল্লোল | 111.63.144.152 | ১৪ জুন ২০১৪ ১০:৫২642798
  • পারমানবিকে আপত্তি, কারন এটি চরম বিপদজনক। চের্নোবিল, ফুকুশিমা থেকে শিক্ষা নিন। যদুগোড়ার রিপোর্ট পড়ুন।
    অন্যগুলোতে আপত্তি নেই, যদি উচ্ছিন্ন মানুষদের ঠিকঠাক পুণর্বাসন হয়, স্থানীয় মানুষের আবেগকে আঘাত না দেয়, যদি পরিবেশ দূষণ রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তবেই।

    ইতিমধ্যে পৃথিবীর গড় উষ্ণতা এতোটাই বেড়েছে যে রাষ্ট্রপুঞ্জ উদ্বিগ্ন। উন্নয়নের নমে পৃথিবী ধ্বংস হয়ে যায় চাই না।

    বিকল্প শক্তির ওপর জোর দেওয়া হোক।
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১১:০৫642799
  • কিন্তু বিকল্প শক্তিতেও যদি আপত্তি করে? জাদের কাজ আপত্তি করা তারা তো কোন কিছুতেই আপত্তি করবে বিকল্প শক্তিতেও আপতি করবে একটা এনজিও বানিয়ে নিলেই হল। এখানে কারখানা বানতে দেবনা - আপত্তি। ওখানে প্ল্যান্ট বসাতে দেব্না - আপত্তি। সেখানে বাধ দিতে দেবনা - আপত্তি। আর আপত্তি জানানোর টাকা অসছে কোত্থেকে সেটা জিগ্যেস করলেও আপত্তি হেহে।
  • pi | 192.66.52.33 | ১৪ জুন ২০১৪ ১১:১৬642800
  • মোবাইল থেকে এত লিখতে পার্ছিনা।পরে লিখছি
  • cb | 127.194.68.4 | ১৪ জুন ২০১৪ ১১:২৯642801
  • ১০০০০ কোটি টাকার নির্বাচনী প্রচারের টাকা কোথা থেকে এল সে নিয়েও তো প্রচুর আপত্তি

    যারা দিল তারা পরের ৫ বছরে কিরকম লাভ করছে সেটাতেও আপত্তি

    জগতের আপত্তিযগ্গে ......

    বিঃ সঃ বানাম ভুল
  • কল্লোল | 111.63.144.152 | ১৪ জুন ২০১৪ ১১:৪১642802
  • কমা।
    টাকার কথা লিখে আর নিজেদের লজ্জা বাড়াবেন না। বিদেশ থেকে টাকা আরেসএসও পায়। উপরের পোস্টে সিবি যেটা লিখেছেন তার জবাবটা দিয়ে অন্যের টাকায় নজর দিন।
    ১০০০০ কোটি টাকার নির্বাচনী প্রচারের টাকা কোথা থেকে এল - তা নিয়ে বিজেপি কিছু ঝেড়ে কাশবে কি?

    আর আমি যে লিখলাম -
    "অন্যগুলোতে আপত্তি নেই, যদি উচ্ছিন্ন মানুষদের ঠিকঠাক পুণর্বাসন হয়, স্থানীয় মানুষের আবেগকে আঘাত না দেয়, যদি পরিবেশ দূষণ রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তবেই।

    ইতিমধ্যে পৃথিবীর গড় উষ্ণতা এতোটাই বেড়েছে যে রাষ্ট্রপুঞ্জ উদ্বিগ্ন। উন্নয়নের নমে পৃথিবী ধ্বংস হয়ে যায় চাই না।"

    সে বিষয়ে কিছু উচ্চবাচ্য করলেন না তো?
    অবশ্য আপনি তো আবার বলেই খালাস হবেন - "আমি তো জানি না"। সরলতা মুবারক হো।
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১১:৪২642803
  • এইরে এবার জাবদা জাবদা অনেকগুলো কোট আর লিন্ক আসবে।
  • কল্লোল | 111.63.144.152 | ১৪ জুন ২০১৪ ১১:৪৬642804
  • কমা কি খুব ভয় পেয়েছেন?
    কেউ লিং টিং দিলে ওগুলো না পড়লেও হবে। শুধু "আমি তো জানিনা"টা চালিয়ে যান।
    ওটা খুব মিষ্টি।
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১১:৫০642805
  • কল্লোলবাবু দশহাজার কোটি টাকার নির্বাচনি প্র্চারের খরচ কয়েকদিন কঙ্গ্রেস বললো বটে তবে কে কতটা দিয়ে দশহাজার হলো তার ঠিকমতো হিসেব দিলোনা হাওয়ায় উড়িয়ে দিল একটা হিসেব, দশ হাজার। তবে নির্বাচনি প্রচারে খরচ করতে কঙ্গ্রেসকেই বা কে মানা করেছিল? আসলে এবার ওদের কেয় টাকা দিতে চায়নি সবাই আগে থেকেই বুঝেছিল ব্যাটারা হারবে আর সেজন্য কঙ্গুরা গোসা করেছে কেন ওদের টাকা দিলনা।

    আর আপনি যেটা বললেন, অন্যগুলোতে আপত্তি নেই, যদি উচ্ছিন্ন মানুষদের ঠিকঠাক পুণর্বাসন হয়, স্থানীয় মানুষের আবেগকে আঘাত না দেয়, যদি পরিবেশ দূষণ রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

    ওসব বাস্তবে হয়্না কলকারখানা করতে গেলে কিছু মানুষ জমি হারাবেই আর পরিবেশে কিছু দুষণ হবেই সেটা মেনে নিয়েই করতে হবে নাহলে সব বন্ধ করে বসে থাকো।
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১১:৫৫642807
  • কল্লোলবাবু যেটুকু জানি বা লিখতে পারি সেটুকু লিখব আর বাকিটা যেটা নিয়ে কিছু জানিনা ব সেই নিয়ে কিছু ভাবিনি সেটা লিখে দেব জানিনা ঃ)
  • cb | 127.194.68.4 | ১৪ জুন ২০১৪ ১২:২৫642808
  • "আসলে এবার ওদের কেয় টাকা দিতে চায়নি সবাই আগে থেকেই বুঝেছিল ব্যাটারা হারবে আর সেজন্য কঙ্গুরা গোসা করেছে কেন ওদের টাকা দিলনা"

    কমা বাবু পয়েন্টটা সেটা নয়, (আইদার ধরতে পারেননি (যেহেতু আপনি "অনেক কিছু জানেন না") অর কাটিয়ে দিলেন (আমি ভদ্রভাবে ধরছি প্রথমটা))

    পয়েন্টটা হল আমার সেকেন্ড লাইনটা

    "যারা দিল তারা পরের ৫ বছরে কিরকম লাভ করছে সেটাতেও আপত্তি"
    যারা দিয়েছে তারা কিভাবে টাকাটা তুলবে, ধরে নিচ্ছি নিজেদের সুবিধানুসারে আইনকানুন বাঁকিয়ে (বেআইনি নয় কিন্তু, জাস্ট ম্যানিপুলেটিং, একটা ছোট ক্লস , যাকে হাতিয়ার করে হেভি মুনাফা লোটা যাবে, অ্যাট দা এক্সপেন্স অফ সমাজের একটা বিশাল অংশ, হু আর নট পার্ট অফ দ্যাট মুনাফা ) সেটাই হল গিয়ে পয়েন, আদারোয়াইজ যেমন ব্যাবসা চলছিল তেমনটি ই চলত, অকারণে এত টাকা ঢালতে যাবে কেন?

    (শুনতে একটু রেটোরিক লাগছে কি? মনে করুন কেদারনাথের ষাঁড় ধরে আত্মরক্ষা করছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট)

    এনিওয়ে আপনি জানি না টা চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে (সোনার কেল্লা মনে আছে তো?)
  • Ranjan Roy | ১৪ জুন ২০১৪ ১২:৩২642809
  • কমা,
    আমাকে কিছু টাকা দিন না! খুব দরকার।
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১২:৩৬642810
  • আপনার কথাটা খেয়াল করিনি, যারা দিল তারা পরের ৫ বছরে কিরকম লাভ করছে সেটাতেও আপত্তি।

    এতে আমার তেমন কোন আপ্ত্তি নেই। ব্যবসায়ীরা টাকা ইন্ভেস্ট করেছে তার লাভ চাইবে তাতে কি আপত্তি? কঙ্গুদের সরকারেও টাকা ইনভেস্ট করেছিল সেখানেও লাভ ওঠাতে চেয়েছিল, বিজেপি সরকারেও তাই, এরপর যে সরকার আসবে সেখানেও ইন্ভেস্ট করবে আর তার লাভ ওঠাবে। আমি এমনিতেও বামপন্থি না মুনাফা করা নিয়ে আমার কোন আপ্ত্তি নেই আর টাকা ইন্ভেস্ট করলে তার লাভ ওঠাতে হয় এটা একেবারে বাস্তব কথা। যে ব্যবসায়ীরা এনজিওতে ইন্ভেস্ট করছে তারাও গন্ডগোল পাকিয়ে তাদের নিজেদের অন্য কিছু সুবিধে হবে সেই ভেবেই করছে।

    আমাকে বাবু না বললেও হয় তবে সেটা আপনি যা চাইবেন।
  • cb | 127.194.68.4 | ১৪ জুন ২০১৪ ১২:৩৯642811
  • স্বাভাবিক, আবার অনেক কিছু ইগনোর করলেন

    কথাটা একটু পাল্টে দিই
    ""যারা দিল তারা পরের ৫ বছরে কিরকম লাভ করছে সেটা জানাতেও আপত্তি"
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১২:৪০642812
  • রন্জনকাকু!!!! আমি মাইরি আপনাকে টাকা দেব!! ঃ))) তবে আমার সত্যি একটা প্ল্যান আছে সামনের বছর চাকরি জদি না পাই তো কয়েকটা বন্ধু মিলে এনজিও খুলবো ঃ)
  • SC | 34.3.22.185 | ১৪ জুন ২০১৪ ১২:৪৩642813
  • বা:, এই তো শুরু হয়ে গেছে। প্রথমেই সব ব্যাটা কে ছেড়ে এন জি ও ব্যাটা কে ধর। আবার আয়রনি কি দেখুন। ধরেছে কাকে, পি ইউ সি এল।
    তারা নাকি গুজরাট মডেলের বিরুদ্ধে সেমিনার করেছিল। আন্টি-নাস্যানাল। হয় রে আমার মোদী ভক্ত, ইতিহাসে কি শুধুই সাভার্করের চ্যাপ্টার পরে পাশ করেছিলি! কে বানিয়েছিল এই পি ইউ সি এল? কারা ছিল তার সাথে। :(

    সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আন্টি-নাস্যানাল কি, সেটা সরকার বলে দেবে। মানে সরকারের kotha মত এন গি ও কর, noile করতে দেব না। মনে আছে শেষ কবে সরকার আন্টি নাস্যানাল একটিভিটি র জন্য কাদের জেলে ভরে দিয়েছিল। পি ইউ সি এল কারা বানিয়েছিল? মনে আছে?
    ইতিহাস আবার ফার্স হয়ে না রিপিট করে।

    নেক্সট পাঁচ বছর কি কাটবে, bujhte পারছি। সকলে তৈরী হন। হীরকের এই রাজা কে panch বছর বাদে আশা করি গদিচ্যুত করা যাবে।
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১২:৪৭642814
  • যারা দিল তারা পরের ৫ বছরে কিরকম লাভ করছে সেটা জানাতেও আপত্তি

    মানে যেসব ব্যবসায়ীরা টাকা ইন্ভেস্ট করছে তারা কতোটা লাভ করছে সেটা জানতে চান? তারা নিশ্চয়ই ভালোই লাভ করছে এর বেশী আর কি বলতে পারি।
  • cb | 127.194.68.4 | ১৪ জুন ২০১৪ ১২:৪৯642815
  • বেশ লাগছে
  • pinaki | 93.180.243.109 | ১৪ জুন ২০১৪ ১৩:০৮642816
  • হুম্ম, এইটা হেব্বি। সরকার শিক্ষা, স্বাস্থ্য, শিশুশ্রম বন্ধ, বয়স্কদের দেখভাল - এসবের অনেক কিছুই করবে না, সেসময় এনজিওদের ডাকাডাকি। তখন এনজিওরা খুব মহান। তখন তাদের টাকার সোর্স নিয়ে কোনো বক্তব্য নেই। আর পরিবেশ নিয়ে বাওয়াল দিলেই খুব খারাপ। উচ্ছেদ নিয়ে বাওয়াল দিলেই ধর ব্যাটাদের।
  • কমা | 125.187.37.98 | ১৪ জুন ২০১৪ ১৩:৩৪642818
  • নেক্সট পাঁচ বছর কি কাটবে, বুঝ্তে পারছি। সকলে তৈরী হন। হীরকের এই রাজা কে পন্চ বছর বাদে আশা করি গদিচ্যুত করা যাবে।

    এটা তো আগেও একবার লিখেছিলাম যে কোন পার্টি তো আর পাচ বা দশ বছরের বেশী থাকেনা। আমি চাইব পরের বারো বিজেপি আসুক আর পরের বারও বিজেপিকে ভোট দেব। এবার আপনাদের যদি মনে হয় এমন পাট্টিকে সাপোট করবেন জারা এনজিওদের কথামতো চলবে তো আপনারাও আন্দোলন করে আপনাদের মতো সরকার বানান যারা আপনাদের মনের মতো পলিসি বানাবে। যেমন এখন পর্যন্ত বিজেপি সরকার যেরকম চলছে তাতে আমার সাপোট আছে আর মোদিজি এমন অনেক কিছু ছোটছোট অ্যানাউন্স করেছে সেগুলোতো আমার খুব ভাল্লেগেছে। তেমনি আপনারাও আপনাদের মতো সরকার বানান তখোন আবার আমি বিরোধিতা করবো।
  • haripada | 122.79.37.36 | ১৪ জুন ২০১৪ ১৩:৫০642819
  • গভর্ণমেন্ট ফান্ডেড এনজিও হয়।
  • Blank | 69.93.205.192 | ১৪ জুন ২০১৪ ১৩:৫২642820
  • বাবা কমা, একটি এন্জিও খুলে কদিন চালিয়ে দেখো, তার্পর না হয় এই সব বাত্তেলা দিও
  • jhiki | 190.214.232.83 | ১৪ জুন ২০১৪ ১৪:১৫642821
  • SC, কে বলেছে আমরা ইতিহাস-টিতিহাস পড়ে পাশ করেছি? ওসব এমনি এমনিই হয়ে যায় ঃ))

    যাকগে, NGO র বিরুদ্ধে কেউ অভিযোগ তোলেনি, এটা একটা সরকারের আভ্যন্তরীন রিপোর্ট আর রিপোর্ট যখন, তখন সবকিছুর প্রমাণ নিশ্চয় আছে।

    এখন যতক্ষণ রিপোর্টর ওপর সরকার কোন অ্যাকশন না নিচ্ছে, NGOরা সুবিধামত মিডিয়ায় গলা খুলে চেঁচাক, তাতে আর কারও থাকলেও আমার অন্ততঃ আপত্তি নেই, সরকারের ও বোধহয় নেই। আর সরকার অ্যাকশন নিলে NGOরা কোর্টে যাক।
  • jhiki | 190.214.232.83 | ১৪ জুন ২০১৪ ১৪:২০642822
  • আর নয় বা এগারো নয়, দশ হাজার কোটি টাকা-ই যে খরচ করা হয়েছে, সেটার প্রমাণে কিছু লিংক আশা করছি, অমুক বা তমুকের উদ্ধৃতি নয়।
  • রোবু | 233.223.151.253 | ১৪ জুন ২০১৪ ১৪:২৫642823
  • ঝিকিদিও লিং চায়!!
    আচ্ছে দিন আ গয়া!!
  • কল্লোল | 111.63.135.188 | ১৪ জুন ২০১৪ ১৪:২৭642824
  • ভারতের সব রাজনৈতিক দল বদমায়েশ। খুব হারামী। একেবারে পুঁজিপতিদের দালাল। আম্রিগা থেকে পয়সা খায়।
    কারুর কিছু বলার আছে?
  • jhiki | 149.194.243.37 | ১৪ জুন ২০১৪ ১৪:৩৩642825
  • আপ কেও সব রাজনৈতিক দলের মধ্যে ধরেছেন তো?

    তাহলে আমার আপত্তি নেই।
  • Ranjan Roy | ১৪ জুন ২০১৪ ১৪:৪১642826
  • অবশ্যই। যে সংস্থাটি ইলেক্শনের ফান্ডিং নিয়ে কাজ করে তাদেরই তুলনামূলক রিপোর্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছিল-- অর্থাৎ কং, বিজেপি ইত্যাদি বড় বড় পার্টিগুলোর ইলেক্শন ফান্ডিং এর লিমিট ও সোর্স।
    আই টি স্যাভিরা কেউ তুলে দিন।
    আর বিজেপি, কং এদের ফরেন ফান্ডিং কোন নতুন কথা নয়।
    এটাও লক্ষ্যণীয় যে বিজেপি-কং-কম্যু সবাই এদের ফান্ডিং সোর্সকে RTI এর আওতায় আনার বিরোধিতা করেছে। অর্থাৎ, এ নিয়ে জনগণের জানার অধিকার নেই।
    আর সব সেক্টরেই যেমন ভালো-মন্দ আছে, পাবলিক-প্রাইভেট সেক্টরে, তেমনি এনজিও সেক্টরেও আছে।
    কোন কোন এনজিও স্টাফকে ঠিকমত পয়সা দেয় ন বলে যাঁরা বলছেন তাঁদের থেকে জানতে চাই -- বড় বড় যে বিজনেস হাউসগুলো সরকারের ট্যাক্স, কর্মচারীদের পিএফ/পেনসনের টাকা, হেল্থ ইন্স্যুরেন্সের টাকা মেরে দেয় সে'ব্যাপারে কি বক্তব্য?
    ধরুন, বিড়লার হিন্দ মোটর? কানোরিয়া জুট মিল?
    প্রথমটি সরকারের নামমাত্র দামে দেওয়া শিল্পের জমি চড়া দামে বেচে দিয়েও কর্মচারীদের প্রাপ্য চুকিয়ে দেয় নি সেটা?
    নাকি কমা এ'ব্যাপারেও জানেন না?
    জানবেন এনজিওরা যা মেরে দেয় তা প্রাইভেট সেক্টরের তুলনায় নস্যি!
    কত বড় বড় হাউসের ব্যাংক লোন অনাদায়ী খাতে আছে জানেন? তাদের নাম প্রকাশের দাবী জানানো হয়েছিল সরকারের কাছে।
    কিংফিশারের মালিক কত টাকা মেরেছে স্টাফের? অথচ ওনার মদের ফ্যাক্টরিগুলো ভালই লাভ দিচ্ছে।
  • রোবু | 233.223.151.253 | ১৪ জুন ২০১৪ ১৪:৪৫642827
  • কী যে বলেন? ব্যবসায়ী তো নিজের লাভ দেখবেই। মুনাফা বাড়াবার চেষ্টা করবেই। সেইগুলো নিয়ে আপত্তি করে প্রগতির পথ রুদ্ধ করতে চান?
  • jhiki | 149.194.243.37 | ১৪ জুন ২০১৪ ১৪:৪৯642829
  • রঞ্জনদা, কর্পো হাউস, যারা কর্মীদের প্রাপ্য মারে তাদের বিরুদ্ধেই তো এইসব NGOরা আন্দোলন করে। এগুলো ছুঁচ-চালুনির ব্যাপার হয়ে গেল ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন