এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেমিনিজম না স্ববিরোধিতা ?

    bip
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৪ | ১১২২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 78.33.140.55 | ২৭ জুলাই ২০১৪ ১০:৫২645126
  • সব আদর্শবাদই কমবেশী স্ববিরোধিতায় ভোগে। তবে দ্বিচারিতার প্রশ্নে ফেমিনিজম না নারীবাদ অদ্বিতীয়। জন্ম থেকেই একজন মেয়েকে এত বেশী পরস্পর বিরোধি আইডিয়া এবং টানাপোড়নের মধ্যে দিয়ে যেতে হয়, অধিকাংশ নারীচরিত্র ময়দার তালের মতন। সমাজ, ধর্ম, মার্কেট, টিভি, গ্যাজেট এবং বর্তমানে স্যোশাল মিডিয়া একজন মেয়েদের শরীরের কার্ভ থেকে কথন-প্রতিটি ইঞ্চি গড়ে দিচ্ছে। ফলে আধুনিক নারী সব দেশেই মার্কেট এবং মিডিয়া প্রভাবিত এক অদ্ভুত ককটেল জীব।

    এবার নারীবাদ প্রসঙ্গে আসি। নারীর দেহ প্রদর্শন কি নারীবাদি না পুরুষবাদি? এই ব্যাপারেও নারীবাদিরা ভার্টিক্যালি স্পিল্ট। সেক্স পজিটিভ ফেমিনিস্টরা মনে করে, বেশ্যা বা পর্ন নায়িকারাই একমাত্র স্বাধীন-কারন তাদের দেহ, তাদের অধীন। একজন বেশ্যা তার সঙ্গী নির্বাচিত করতে পারে-কিন্ত একজন বিবাহিত বা সামাজিক নারীকে তার সাথেই শুতে হয়, যা আইন তাকে মনোনিত করেছে। সুতরাং কে বেশী নারী স্বাধীনতা ভোগ করে, তা সহজে অনুমেয়। অন্যদিকে রক্ষনশীল ফেমিনিস্টরা মনে করেন নারীর দেশপ্রদর্শন পুরুষতান্ত্রিক লিপ্সা মেটাতে। সুতরাং তা পুরুষতন্ত্রের অন্যপিঠ।

    কি হ্যাপা? উভয় দিকেই কট্টর যুক্তি! তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ? নারীর দেহ প্রদর্শন একই সাথে নারীবাদি এবং পুরুষবাদি!! মানে নারীবাদ হচ্ছে সোনার পাথরবাটি!

    আরেকটা উদাহরন দিচ্ছি। মেয়েদের নিরাপত্তা ভারতে খুব কম-আমেরিকাতে খুব বেশী বলতে পাচ্ছি না। আগে মেয়েরা খুব বেশী নিরাপদ ছিল তাও না। ইদানিং সোশ্যাল মিডিয়ার জন্য মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক বেশী খবরে আসছে। আগে আসত না। যুদ্ধ থেকে দাঙ্গা-সর্বত্র ধর্ষনের শিকার সবার আগে হয় মেয়েরা। সভ্যতার উষালগ্ন থেকেই পুরুষের বলাৎকারের শিকার মেয়েরা। আমার কাছে এমন কোন ডেটা নেই যার থেকে বলতে পারি ইতিহাস কখনো কোন সভ্যতার জন্ম দিয়েছে যেখানে মেয়েরা ছিল নিরাপদ। ক্ষমতার চাবিকাঠি আবাহমান কাল থেকে পুরুষের হাতে-এবং সেটা যদ্দিন থাকবে, মেয়েদের নিরাপত্তা অলীক স্বপ্ন।

    তবে এটা আমার লেখার বিষয় না।প্রশ্ন হচ্ছে নানান টাইপের নারীবাদিরা এটাকে কিভাবে দেখে?

    এটা নিয়ে ঘাঁটতে গেলে দেখা যাবে এই ইস্যুতে তারা ৩৬০ ডিগ্রি। কেও বলে পুরুষবাদি সমাজে এটাই হবে-কেও বলে নারীকে নিজের অস্ত্র নিজেকে ধরতে হবে। কেও কড়া আইন চাইছে। কেও টিভিকে দোষ দিচ্ছে। কেও ইন্টারনেট পর্ন কে। কেও নারীর চাল চলন পোষাককে।

    মেয়েরাই বোধ হয় সব থেকে ভাল জানে যে নারীবাদ হচ্ছে সোনারপাথরবাটি সমগ্র। ফলে ফেসবুক থেকে ট্রামে বাসে-সর্বত্র তারা নিজেদেরকে দেখানোর প্রতিযোগিতায় । ফেসবুকের লাইক বাটনের দৌলতে-এই প্রতিযোগিতা আরো তীব্রতর এবং ভয়বহ ! এখন যেকোন পার্টিতে গেলে পাশের মেয়েটি তার ফোনটা হাতে দিয়ে বলবে, দাদা একটা ফটো তুলে দিন। দুটো পোজ। ক্লিক করে ফেসবুকে উঠে গেল মেয়েটির লেটেস্ট পার্টি ড্রেস বা সেলফি। তারপর সে মুহুর্মুহু চোখ রাখে লাইক কাউন্টে।

    আমা্র কাছে নারীবাদের ডেফিনিশনটা শর্টকার্ট। নারী নিজেকে দেখাতে চাইছে। আপনি দেখুন। আপনি পুরুষবাদি এবং পুরুষালী। আর বিবেকানন্দর মতন, ইগনর করতে পারলে-আপনি নারীবাদি, মাইয়্যা!
  • Ekak | 24.99.237.140 | ২৭ জুলাই ২০১৪ ১০:৫৬645237
  • একটা ভালো বই আছে একসময় ঝর তুলে দেওয়া "ফিমেল শভিনিস্ট পিগ : উইমেন এন্ড দ্য রাইস অফ র্যন্চ কালচার " । এরিয়েল ল্যাভির লেখা । ঘ্যাম নারীবাদী । পড়ে নাও অনেক মেটেরিয়াল পাবে :)
  • Ekak | 24.99.237.140 | ২৭ জুলাই ২০১৪ ১০:৫৯645328
  • আর হ্যা , জুডিথ বাটলার পরও । অবশ্য আমেরিকাল প্রচারমাধ্যমের দৌলতে বাটলার এখন সবার পড়া ।
  • তাপস | 126.203.204.117 | ২৭ জুলাই ২০১৪ ১২:০৭645339
  • এটি কি মুক্তমনায় পূর্বপ্রকাশিত? যদি না হয়, তাহলে একটা এমনি জিজ্ঞাসা, অফ টপিক, মুক্তমনা সম্প্রতিকালে এই স্বর্ণগর্ভ চিন্তনশক্তির সামূহিক বিচ্ছুরণ থেকে বঞ্চিত হচ্ছে কেন?
    (এমত জিজ্ঞাসায় যদি কেউ বিরক্ত হন, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী)
  • bip | 78.33.140.55 | ২৭ জুলাই ২০১৪ ১২:৫৫645350
  • ট্যালকম পাওডার লাগিবে? বেশী চুলকাইতেছে ?
  • তাপস | 126.203.204.117 | ২৭ জুলাই ২০১৪ ১৩:০০645361
  • এই তো ! ঠিক পথেই এগোচ্ছে !!! এরকম ভাবেই লেখাকে উপরে তুলে আনতে হবে, পাঠে বাধ্য করতে হবে, এবং দেখিয়ে দিতে হবে নিজস্ব বাচন ও চিন্তনশৈলী !!!

    আগে চলেগা আআগে চঅঅঅল !!!!!
  • bip | 78.33.140.55 | ২৭ জুলাই ২০১৪ ১৩:১১645372
  • প্রস্বাব পাইলেই করিব, পেছনে ফিরিয়া করিব না জিপ খুলিয়া করিব-তাহা বলিব না-এই টাইপের ডায়ালোগ ছাড়িয়া মহাশয় তাহার চুলকানির কারন বর্ননা করিলে আমোদিত হই।
  • তাপস | 126.203.204.117 | ২৭ জুলাই ২০১৪ ১৩:১৩645394
  • বানান শিখে বাংলা - প্রস্রাব । 'প্রস্বাব' এমনি বানান দেওয়ালে লেখা থাকে । দেওয়ালের সব লিখন সত্য ও সঠিক নয় । বর্ণপরিচয়ের সঙ্গে মোলাকাত ঘটুক ।
  • শ্রী সদা | 212.142.122.219 | ২৭ জুলাই ২০১৪ ১৩:১৩645383
  • হেব্বি জমেছে। চালিয়ে যান কমরেডস।
  • bip | 78.33.140.55 | ২৭ জুলাই ২০১৪ ১৯:৪৪645127
  • এখানে বাংলা পাঠশালা চালানো হয় জানা ছিল না। তা বাংলা গুরুমশাইদের দক্ষিনা কত? শিখিতে কত লাগিবে?
  • দেব | 127.194.6.74 | ২৮ জুলাই ২০১৪ ১০:৪৮645138
  • মেয়েদের পোষাক আর সেল্ফি তোলার তর্ক নিয়েই নারীবাদ? স্কোপটা এইটুকু নাকি? কিছুদিন আগে অবধিও তো মেয়েরা অঙ্কে কাঁচা জাতীয় বচন শুনতাম। তার আগে মেয়েদের ভোটাধিকারের বিপদ নিয়ে প্রবন্ধ নেমেছে। তারও আগে লেখাপড়া শেখানো উচিত কি না সেই নিয়ে সব দিকপালেরা বিরুদ্ধে মত দিয়েছেন। সেগুলো নিজের থেকে বিদায় নেয়নি কমরেড।
  • PM | 233.223.159.58 | ২৮ জুলাই ২০১৪ ১১:২৪645149
  • তাপস বাবু, আপনার আপত্তি বিপবাবুর লেখার বিষয় বস্তুর সাথে না ব্যক্তিগত ভাবে বিপবাবুর সাথে? যদি পরেরটা হয় তাহলে অনুরোধ করবো এই পাতার বাইরে স্কোর সেট্ল করে নিতে।

    উনি এই পাতায় ওনার কিছু বক্তব্য রেখেছেন তার সাথে মুক্তমনার কি সম্পর্ক?

    ব্যক্তিগত ভাবে আমি বিপবাবুর অনেক বক্তব্যের-ই বিরোধী। কিন্তু ওনাকে ওনার বক্তব্য রাখতে দেওয়া হবে না ---- এই স্ট্যন্ডের-ও বিরোধী
  • সিকি | 131.241.127.1 | ২৮ জুলাই ২০১৪ ১১:৩৫645160
  • ইয়ে, বক্তব্য রাখতে দেওয়া হবে না, এমন দাবি তো তাপস করেন নি বলেই মনে হচ্ছে। একটা অফ টপিক প্রশ্ন করেছেন, তাতে বিপ খচে গেছেন। এখানে কেউ কাউকে আটকায় নি তো!
  • 7:<< | 59.207.248.154 | ২৮ জুলাই ২০১৪ ১১:৪৩645171
  • না নকশাল বন্ধুতো তাই কোন প্রতিবাদ নাই। নইলে তাপসের বক্তব্য বিপের ব্ক্তব্যের সঙ্গে কোন মিল নেই পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর প্রয়াস ছাড়া
  • তাপস | 233.29.204.178 | ২৮ জুলাই ২০১৪ ১১:৪৬645182
  • পিএম,
    বিপকে ব্যক্তিগতভাবে আমি ততটাই চিনি, যতটা আপনাকে । আপনার সঙ্গে আমার কতটুকু পরিচয় আপনিই জানেন । আর ওই মুক্তমনা সম্পর্কিত প্রশ্নের শেষে ক্ষমাপ্রার্থনাও ছিল । আপনি আমায় ক্ষমা করেননি দেখছি । দুর্ভাগ্য ।
  • sm | 233.223.154.70 | ২৮ জুলাই ২০১৪ ১১:৫৫645193
  • আরে বিপ এখান থেকে ওখান থেকে খামচে খুমচে কিছু একটা খাড়া করার চেষ্টা করেছে।কিন্তু উদ্দেশ্য টা কি , সেটা বোঝা ভার। তবে কথায় কথায় এমন জিপ খোলার উল্লেখ করছে কেন?
  • সিকি | 135.19.34.86 | ২৮ জুলাই ২০১৪ ১২:২৭645204
  • নকশাল বন্ধু কারে কইলেন? ও সাতবাবু? বক্তব্যের সঙ্গে মিল থাকতে হবেই এমন কোনও রুল আছে নাকি এখানে?
  • তাপস | 233.29.204.178 | ২৮ জুলাই ২০১৪ ১৩:৪১645215
  • সিকি, সাত নয়, লেসার দ্যান সাত । আর আজ চারুবাবুর মৃত্যুবার্ষিকী । তাই উনি স্মৃতিচারণ করলেন বলে মনে হয় ।
  • bip | 78.33.140.55 | ২৮ জুলাই ২০১৪ ২১:৩২645226
  • এরকম একটা নিরীহ পোস্টে রাজনীতি। জয় বাংলা ।
  • কল্লোল | 125.242.170.247 | ২৮ জুলাই ২০১৪ ২১:৫৪645238
  • বিপ পোস্বাব টোস্বাব না করে, কি বলতে চান সেটা বলে ফেলুন, তাহলেই তো গোল চুকে যায়।
  • bip | 78.33.140.55 | ২৯ জুলাই ২০১৪ ০৩:১০645249
  • No I didn't say anything
  • sm | 233.223.154.70 | ২৯ জুলাই ২০১৪ ০৮:৩০645260
  • আমা্র কাছে নারীবাদের ডেফিনিশনটা শর্টকার্ট। নারী নিজেকে দেখাতে চাইছে। আপনি দেখুন। আপনি পুরুষবাদি এবং পুরুষালী। আর বিবেকানন্দর মতন, ইগনর করতে পারলে-আপনি নারীবাদি, মাইয়্যা!

    -----
    আপনি এগুলো লিখছেন শুধু না লেখার মাধ্যমে কিছু বলছেন ?
    এখানে লেখার মাধ্যমেই লেখক তার বক্তব্য বলে থাকেন, কেউ অডিও টেপ পাঠায় না।
  • lcm | 118.91.116.131 | ২৯ জুলাই ২০১৪ ১০:২৫645271
  • মেয়েদের পোষাক, বিজ্ঞাপণে নারী, সামাজিক নিরাপত্তা, নারী সাজগোজ করে নিজেকে দেখাতে চাইছে, ফেসবুক লাইক চাইছে .... এসব কথাবার্তা যুগ যুগ ধরে চলে আসছে.... এসবের তলায় যা আছে তা হল চিরন্তন জেন্ডার ইনইকুয়ালিটি।

    একই পেশা, একই শিক্ষাগত এবং কারিগত যোগ্যতার মাপকাঠিতে পুরুষ এখনও গড়ে মেয়েদের থেকে বেশী রোজগার করে, যেটাকে বলা হচ্ছে অকুপেশন্যাল সেগ্রিগেশন।

    হিউম্যান ক্যাপিটাল থিওরিতে, যেখানে একজন মানুষকে দেখা হচ্ছে হিউম্যান ক্যাপিট্যাল হিসেবে, সেখানে একটা জিনিস দেখা গেছে - যেসব কাজে মেয়েরা বেশী পরিমানে যুক্ত, যেমন নার্সিং বা প্রিস্কুল টিচিং বা হসপিটালিটি সার্ভিস - সেখানে অন্য যে পেশায় পুরুষ প্রাধান্য বেশী তাদের থেকে অ্যাভেরেজ ওয়েজ কম। বা, ওয়েজ তত বেশী বাড়ে না।

    আর হোয়াইট কালার জবে গ্লাস সিলিং এফেক্ট আছে। অর্থাৎ, যত ওপরে উঠবে ল্যাডারে তত বেশী মেল ডমিনেশন থাকার ফলে, একটা সিলিং-এ গিয়ে মাথা ঠেকে যায়।

    এরপর আছে প্যারেন্টাল ডিস্ক্রিমিনেশন, স্টিরিওটাইপিং। পুত্র এবং কন্যা সন্তানকে আপব্রিঙ্গিং-এর সময় আলদা ট্রিটমেন্ট দেওয়া হয়, যা পরে প্রফেশনাল এডুকেশন এবং ক্যারিয়ারে প্রভাব ফেলে। ফ্রয়েড বলেছিলেন, বায়োলজি ডিটারমাইন্‌স দ্য জেন্ডার আইডেন্টিফিকেশন এন্ড বিহেভিয়র। নন-ফ্রডেয়িআন পন্ডিতরা বলছেন, পেরেন্টদের সেগ্রিগেটেড ট্রিটমেন্ট এবং এনভয়রনমেন্ট ক্রিয়েট্‌স মোর ইমপ্যাক্ট।

    দাম্পত্য জীবনে জেন্ডার ইনইকুয়ালিটি প্রবল। একটা স্ট্যাট যথেষ্ট, পৃথিবীর যেকোনো দেশে সিঙ্গল মাদারের সংখ্যা সিঙ্গল ফাদারের থেকে অনেক বেশী।

    ফেমিনিজ্‌ম, কাউন্টার কালচার এবং ইকুয়াল রাইট অ্যাক্টিভিস্ট গ্লোরিয়া স্টেইনেম এই নিয়ে একটা অত্যন্ত দামী কথা বলেছিলেন,
    “We've begun to raise daughters more like sons... but few have the courage to raise our sons more like our daughters.”
  • lcm | 118.91.116.131 | ২৯ জুলাই ২০১৪ ১০:৩১645282
  • মনে যখন হচ্ছে, বলেই ফেলি - এই টই-এর টাইট্‌ল - ফেমিনিজ্‌ম না স্ববিরোধিতা --- এখানে ফেমিনিজ্‌ম বলতে যদি ফেসবুক লাইক বোঝানো হয় তাহলে কোনো বক্তব্য নেই। বেসিক্যালি টাইটেলটি অতীব ভাটের টাইটেল।
  • lcm | 118.91.116.131 | ২৯ জুলাই ২০১৪ ১০:৩৫645293
  • *হোয়াইট কলার জব
  • µ µ | 69.93.192.34 | ২৯ জুলাই ২০১৪ ২৩:২৪645304
  • "বেসিক্যালি টাইটেলটি অতীব ভাটের টাইটেল।"

    লেখাটি আরও বেশী ভাট। অখাইদ্য, কুরুচিকর।
  • bip | 78.33.140.55 | ৩০ জুলাই ২০১৪ ০৫:৫৮645315
  • জেন্ডার ইনেকুয়ালিতি ? লিঙ্গ সাম্য ? সেই সক্রেটিসের আমল থেকে পুরুষ গৃহকত্রীর হাতে মার খেয়ে রাস্তায় বসে ভাট বকে।

    একাডেমিক্সের মেয়েরা নিশ্চিত ভাবেই অনেক ভাল করে। মহিলা কর্মীও সমান পারদর্শী। কিন্ত ম্যানেজমেন্টে নারী? সে যারা নারী ম্যানেজার পেয়েছে তারাই জানে। পলিটিক্যালি কারেক্ট হওয়ার জন্য কিছু লিখলাম না।

    আর মেয়েদেরকে ছেলেদের মতন করে বড় করা যায় না। রেফারেন্স দিতে চাইলে আমিও দিচ্ছি। কারনটা সহজ। একজন মেয়ে গর্ভ ধারন করে। ছেলেরা করে না। ফলে যে মেয়ে সুন্দরী হয়ে জন্মেছে, সে জানে, তার ইহকাল পরকাল পায়ের তলায়। ফলে নিজেকে অতটা প্রেস করে না। এই জন্য আই আই টি সহ উচ্চবিদ্যার আসরে যেসব মেয়েরা পড়তে আসে, তাদের নিয়ে বাজারে কি জোক্স চালু আছে কান পাতলেই সবাই শুনতে পাবে। অবশ্য এর মানে এই না, যে সুন্দরী মেয়েরা বিদূষী হয় না। অবশ্যই আমি সুপার ইন্টালিজেন্ট, সুপার লুকিং মেয়ে দেখেছি। তবে তারা ব্যতিক্রম।

    ছেলেদের ড্রাইভটা বেশী থাকে, কারন তারাত গর্ভ ধারন করে না।ফলে কোন মেয়ে পছন্দ না করলে, তাদের গেল। এই জন্য তারা প্রতিষ্ঠা পাবার জন্য গাধার মতন খাটে।

    যাক্কে -হোয়াই মেন রুল-থিওরী অব মেল ডমিন্যান্স-স্টিভেন গোল্ডবার্গের বইটা পড়ে নেবেন, তাহলেই বুঝবেন এই অসাম্য ছিল এবং থাকবে। তবে মেশিন যেহেতু সব কিছু করে দেবে, তাই আস্তে আস্তে এই অসাম্য ম্যাটার্ করবে না।

    কোন রেফারেন্স থিওরী মারানো আমার উদ্দেশ্য ছিল না। নারীবাদের অসারতা নিয়ে কিছু লজিক্যাল প্রশ্ন তুলেছি হালকা চালে।

    শালা দেখছি ইদানিং হাগতে গেলেও বই হাতে নিয়ে হাগতে হবে গুরুতে। জয় গুরু।
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০৬:০২645326
  • হা হা। ফেসবুক লাইক থেকে শেষে আইআইটির মেয়েদের নিয়ে জোক্‌স। মাইরি... লোকে পারেও বটে।
  • bip | 78.33.140.55 | ৩০ জুলাই ২০১৪ ০৬:০৮645327
  • পলিটিক্যালি কারেক্ট হয়ে, "কপিবুক" ড্রাইভ করতে আমি নারাজ।

    ক্যাপিটালিজমে, মার্কেটের কাছে লিঙ্গ সাম্য অতীব ভাটের। একজন মেয়ে বেশী ভাল কর্মী হলে, বেশী টাকা সে এমনিতেই পাবে। না করলে পাবে না।

    সিলিকন ভ্যালিতে প্রচুর ক্যারিয়ার সার্থক সিঙ্গল মহিলা আছেন। কারন তাদের ইগো। মহিলারা তাদের থেকে ভাল প্রতিষ্ঠিত বর চান। তাদের চাহিদা অনেক বেশী। তার সাথে লিঙ্গ বৈষম্যের যোগ নেই।

    সিঙ্গল মমের সংখ্যা প্রকৃতির বিচারেই বেশী হওয়া উচিত। কারন সন্তানের কাস্টডি মেয়েরাই পায়।

    যাইহোক এসব আমার লেখার টপিক ছিল না।

    আমার টপিক- মেয়েদের দেহ প্রদর্শন নিয়ে। সেটার জবাব দিন ত।

    প্রশ্নটা বেসিক্যালি এই

    নারীর দেহ প্রদর্শন-পুরুষবাদি না নারীবাদি।

    যদি কেও দিতে পারে এই ফোরামে, তবে জানব আমি একটা ভাটের লেখা লিখেছি। এই লেখার মূল্য নেই।
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০৬:১৯645329
  • ডাহা ভুল। ক্যাপিটালিস্ট মার্কেটের কাছে জেন্ডার ইকুয়ালিটি ইজ অ্যাবসোলিউটলি ইম্পর্ট্যান্ট। ইন টুডেজ নলেজ ইকনমি এভরি হিউম্যান ইজ এ ক্যাপিট্যাল - ইরেস্পেক্টিভ অফ জেন্ডার।

    বাকি নিয়ে কিছু বলে লাভ নাই। এত গভীর ভাট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন