এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেমিনিজম না স্ববিরোধিতা ?

    bip
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৪ | ১১২২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এয়ারটেলের অ্যাড | 107.81.97.76 | ০৩ আগস্ট ২০১৪ ০৬:৩১645396
  • sm | 122.79.38.162 | ০৩ আগস্ট ২০১৪ ১০:১৭645397
  • বিপ,আপনি এতক্ষণ বলতে চাইছিলেন, ৪০ ডিগ্রী গরমে নারী পুরুষ নির্বিশেষে উর্ধাংশ খোলা রাখা উচিত। এটাই নারীবাদের প্রকৃত পরিচয়।
    আবার আপনি ই বললেন ১৫০ বছর আগে নারীরা স্বস্তি তে ছিল কারণ অন্তর্বাসের চলন ছিল না। তাহলে দেখা যাছে উর্ধাংশ কাপড়ে ঢেকে রেখেও স্বস্তি পাওয়া যায়। এতে নারীবাদের অবমাননা হয় না তো?তাহলে আপনার আপত্তি তা কোথায়? খালি অন্তর্বাসে?

    আর তথাকথিত অপ্রয়োজনীয় (আপনার মতে) পোশাকের প্রচলন তো ১৫০ বছরের ঢের আগে ছিল। বক্ষ আবরণীর ব্যবহার রামায়ন, মহাভারত, গুপ্ত যুগ, মোগল যুগেও ছিল। খামকা ঠাকুর বাড়ি কে দোষারোপ করছেন কেন?
  • কল্লোল | 111.63.87.39 | ০৩ আগস্ট ২০১৪ ১০:৩০645398
  • বিপ বোধ হয় সায়া-সেমিজের কথা বলতে চেয়েছেন।
    একটা কনফ্যুশন। মানুষ লজ্জা ঢাকতে আবরন ব্যবহার করছে, নাকি লোমের বিকল্প হিসাবে আবহাওয়ার হাত থেকে (শীত বা গ্রীষ্ম) চামড়া বাঁচাতে?
    কেউ দুপয়সা দিন।
  • Tathagato Rai Dastidar | ০৩ আগস্ট ২০১৪ ১৩:০৮645399
  • @কল্লোল। আমার ধারণা (একান্ত আমারই ধারণা), দুটোই। চামড়া বাঁচাতে তো অবশ্যই প্রয়োজন। গরমের দেশেও সূ্র্যের হাত থেকে চামড়া বাঁচাতে আবরণ দরকার পড়ে। আর লজ্জা নিবারণ, বা যৌন আবেগ প্রশমন, ও বটে (যদিও এই সুতোয় বারবার এটাকে অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে যে গরমের সময় পোশাক না পরাটা শুধুমাত্র সামাজিক ট্যাবু, অন্য কোন কারণ নেই)।
  • dc | 52.104.61.253 | ০৩ আগস্ট ২০১৪ ১৩:২২645400
  • টইটা প্রথম থেকে পড়লাম, কিন্তু বিপ কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। কোনটা নারীবাদ হিসেবে দেখানো হচ্ছে - মেয়েরা কেন লজ্জা ঢাকতে আবরন ব্যবহার করে, নাকি মেয়েরা কেন নহিলা বস চায় না, নাকি ভারতের গরমে নারী-পুরুষ সবাই কেন কাপড় খুলে রাখেনা? পুরো ঘেঁটে গেলাম।
  • pinaki | 90.254.154.99 | ০৩ আগস্ট ২০১৪ ১৩:৩১645401
  • এখানে সুইডেনে তো রোদের এত অভাব যে যেদিন রোদ ওঠে সেদিন নামমাত্র পোষাকে ছেলে মেয়ে সকলে রোদ পোহায়। নইলে ভিটামিন ডি এর অভাব হয়ে যাবে দেহে। সে দেখে কোনো উত্তেজনাও আসে বলে মনে হয় না, কারণ চোখ সওয়া হয়ে যায়। এগুলো যেমন সত্যি, তেমনি বিশেষ ন্যুড বীচ ব্যতিরেকে পুরোপুরি টপলেস হতে কোনো মেয়েকে দেখিনি। এখানে দুপক্ষের বক্তব্যেই কিছু সারবত্তা আছে বলে মনে হয়। গরমে ছেলেরা পুরো খালি গায়ে ঘুরবে আর মেয়েদের সর্বস্ব চাপিয়ে ঘুরতে হবে - ভারতের মত দেশের কনটেক্সটে এই দাবীটা তো অবশ্যই ভুলভাল। নারীবাদীরা সেটার আপত্তি করলে সেটা ঠিকই মনে হয়। কিন্তু আপত্তিটা এইটা হলে, যে পুরুষ খালি গা হতে পারবে না, আমার একটু অসুবিধে হয় মানতে। আবার উল্টো এক্সট্রীমে পুরোপুরি টপলেসের দাবীটা আরোপিত বলে মনে হয়। মানে কেউ চাইলে করতেই পারে। কিন্তু অন্য একজন না চাইলে সেটাকে 'পিছিয়ে পড়া' ভাবারও কারণ দেখি না। কারণ, যে বিকিনি পরে ঘুরতে পারছে, সে আর একটু এগিয়ে ঊর্ধাঙ্গ পুরো অনাবৃত করতে পারছে না, শুধুমাত্র ট্যাবুর কারণে - এটা আমার মনে হয় না।
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ১৯:০৪645402
  • মানুষ লজ্জা ঢাকতে আবরন ব্যবহার করছে, নাকি লোমের বিকল্প হিসাবে আবহাওয়ার হাত থেকে (শীত বা গ্রীষ্ম) চামড়া বাঁচাতে?

    >> শ্রেফ লোমের বিকল্প হিসাবে পোষাকের উদ্ভব। লজ্জা ঢাকা আবার কি? লোমশ পুরুষালী বুক দেখলে মেয়েদের ওঠে না? তাহলে পুরুষ খুলে বুক দেখাতে পারবে,
    আর মেয়েদের শ্রেফ খাঁজ দেখিয়ে সন্তুষ্ট থাকতে হবে? এসব পুরুষবাদি আইন মশাই। অন্য লিঙ্গকে আকর্ষন করার অধিকার বায়োলজিক্যাল নীড। সুডোল স্তনে পুরুষ আকৃষ্ট হয় কারন তা রিপ্রোডাক্টিভ ফিটনেসের পরিচয়। একই ভাবে মেয়েরা পেশী বহুল লোমশ পুরুষ বুকে আকৃষ্ট কারন তা রিপ্রোডাক্টিভ সিকিউরিটির লক্ষন। সুতরাং পার্টনার সিলেকশনের প্রশ্নে দেখানো ব্যাপারটা ইম্পোর্টান্ট।
  • bip | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ১৯:১২645403
  • কারণ, যে বিকিনি পরে ঘুরতে পারছে, সে আর একটু এগিয়ে ঊর্ধাঙ্গ পুরো অনাবৃত করতে পারছে না, শুধুমাত্র ট্যাবুর কারণে - এটা আমার মনে হয় না।
    >>
    ট্যবু না-আইনের কারনে। পাবলিক প্লেসে টপলেস থাকা আইনত নিশিদ্ধ পাশ্চাত্যের সব দেশেই। যেখানে ব্যতিক্রম-সেখানে টপলেসই থাকে। বিশেষত যাদের টাইট বুবস।
    তবে অনেক মেয়েই স্যাগিং বুবসে জন্য -শেপ দেখাবার প্রচেষ্টাই টু পিস ই পছন্দ করে। আর কোন কারন নেই বুবস না দেখাবার।
    http://en.wikipedia.org/wiki/Topfreedom
    যেমন সান ফ্রান্সিকোতে এই আইন লিব্যারাল।
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ১৯:১৯645404
  • অবশ্য এর বিরুদ্ধ মতের মহিলারাও আছেন। অনেকেই মনে করেন একটু ঢেকে দেখালে আরো অনেক খেলার সুযোগ থাকে-ফ্যাশনের সুযোগ থাকে।
    নইলে এত বড় লঞ্জেরী ইন্ড্রাস্টি চলছে কি করে?

    তবে এই থ্রেড ন্যুডিজম এজ ফ্যাশনের জন্য না। ফর নীড।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ১৯:২২645128
  • লজিকের বডডো অভাব। আদারওয়াইজ থ্রেডটা বড়ই উপাদেয় হচ্ছে।

    চলুক। :)
  • Ishan | 183.17.193.253 | ০৩ আগস্ট ২০১৪ ১৯:৫৫645129
  • টইয়ের আপডেটে কালকে দেখাচ্ছিলো, বিপ, বিপ, বিপ। :-)
  • dc | 52.104.60.9 | ০৩ আগস্ট ২০১৪ ২০:১১645130
  • বিপ, লাস্ট তিনটে পোস্ট সিরিয়াসলি করলেন নাকি মজা করলেন? আপনি কখন সিরিয়াসলি লিখছেন আর কখন স্রেফ মজা করছেন, বুঝতে পারছিনা মাইরি ঃ(
  • bip | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২০:৪৪645131
  • হা মোর দুর্ভাগা দেশ!
    এই থ্রেডে মেয়েদের টপলেস অধিকার আদায়ের জন্য গোলাগুলি চলিতেছে পুরুষের মধ্যে!
    মহিলাদের হোলদোল নাই। টপলেস হওয়াত দূরে থাক মনে হচ্ছে বঙ্গহাসি মহিলাদের মধ্যে টপলেস নিয়ে আলোচনা করাটাও একটা ট্যবু।
    নারীবাদি ডায়ালোগ সব মুখে-ইন্টালেক্টুয়াল শোপিস। আসলে মেয়েদের মাপতে স্যোশাল ইউটিলিটি থিওরীই সব থেকে বেশী কার্যকরী যা বলে
    মেয়েদের সামাজিক ব্যবহারের পেছনে আছে "সামাজিক এক্সেপাটান্স"- যদি বোরখা পড়লে সমাজ তাকে বেশী স্বীকৃতি দেয় মেয়েরা তাই করবে-আবার
    টপলেস হয়ে ঘুরলে সমাজ বেশী স্বীকৃতি-দিলে মেয়েরা সেই দিকেই টালবে। এটা পুরুষদের মধ্যেও আছে-তবে মেয়েদের আচরনের অধিকাংশটাই
    ঝাঁকের কই
  • cm | 127.247.114.90 | ০৩ আগস্ট ২০১৪ ২০:৫২645132
  • ছেলে মেয়ে নির্বিশেষে শুধু একটাই অনুরোধ মূর্তির মতন চেহারা না হলে টপলেস হইয়েননা প্লীজ। দৃষ্টিসুখের ও তোএকটা ব্যাপার আছে।
  • - | 109.133.152.163 | ০৩ আগস্ট ২০১৪ ২০:৫৫645133
  • আপনি নিজেই প্রশ্ন করছেন আর উত্তরও দিচ্ছেন ঃ-) ঝাঁকের কই মেয়েরা বোরখা বা টপলেস নিয়ে ভেবে সময় নষ্ট করবে ক্যানো? আগে সমাজ ঠিক করুক কোনটা চায়, তাপ্পর তো! এতে দুর্ভাগার কি?
  • - | 109.133.152.163 | ০৩ আগস্ট ২০১৪ ২০:৫৬645134
  • ৮টা৫৫ বিপকে।
    আর সিয়েমের প্রস্তাবে ক।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২১:২৭645135
  • বিপ নিজেই থিওরি খাড়া করছে, নিজেই অ্যাজাম্পশন ভরছে, নিজেই সারমন আউড়ে দিচ্ছে। মেয়েদের জন্য তো কিছুই রইল না।
  • তাপস | 122.79.38.45 | ০৩ আগস্ট ২০১৪ ২১:২৯645136
  • একটা অপশন রইলো বৈকি ! টপলেস !!
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২১:৩৪645137
  • হ্যাঁ, ঐ মাই ওয়ে অর হাইওয়ে টাইপের অপশন আর কি।
  • তাপস | 122.79.38.45 | ০৩ আগস্ট ২০১৪ ২১:৩৮645139
  • প্রথমটাই শুধু ।
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২২:০৫645140
  • সারমন কোথায় আউড়ালেমরে বাবা- আমি বোরখা এবং বিকিনি-একই সাথে সাপোর্ট করি-কারন জীবনের পরম উদ্দেশ্য বলে কিছু হয় না। বারনাসীর যে বিধবা গোপালের তলে কেঁদে সুখী, আরবের যে নারী বিছানায় তার স্বামীর সাথে অন্য নারীকে শেয়ার করে আলাদা যৌনসুখ পায়, আমি তারও বিরোধি না-আবার ফ্লোরিডার টপলেস কালচারেও আছি! জীবনের উদ্দেশ্যই যেখানে পরম না, নারী পুরুষ যেখানে যেভাবে সুখে থাকে, তাতেই মঙ্গল। অসুবিধা হচ্ছে ভারতের প্রচন্ড গরমে, মেয়েদের যেভাবে ভিজে ব্লাউজে ল্যাজে গোবরে হতে হয় আর সেখানে ছেলেদের টপলেস হয়ে একটু স্বস্তির অবকাশ আছে-সেখানে লিঙ্গ অসাম্য আছে-আমি তার বিরুদ্ধেই লিখছি। এই মহাবিশ্বের মহাকালের স্কেলে সেটাও ফ্যাক্টর না-কারন নগ্নতার ট্যাবুটা আর ১০০ বছর ও থাকবে না। ইউরোপে নুডিস্টরা এখন প্রায় মেইন স্ট্রিম-আমেরিকাতেও ন্যাচারালিস্ট রিসর্টের বৃদ্ধির হার সাংঘাতিক।

    এখন যেমন দিদিমারা শাড়ি পড়েই সেক্স করত বলে হাসি পায়, আমাদের পৌপুত্র/পুত্রীরাও গরমে তাদের দিদিমারা সব ঢেকে বসে থাকত বলে অবাক হবে।

    আমরা যা দেখি তা মহাকালের মহাবিশ্বের স্কেলের এক পরম ক্ষুদ্রাংশ। আমরা এতই অজ্ঞ-সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কুয়োর ব্যাং যে সেই অন্ধকার কুয়োটাকেই পরম স্থিতিশীল জগত ভেবে স্বমেহনে লিপ্ত হই!
  • dc | 52.104.60.104 | ০৩ আগস্ট ২০১৪ ২২:০৯645141
  • বিপ আপনার লাস্ট পোস্টটা পড়ে বেশ ভাল্লাগলো। যেটা বলেছেন, তার সাথে একমত। আমারো মনে যে যেভাবে খুশী তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২২:১৮645142
  • বাপু, লিঙ্গ জিনিসটাই অসম, তো অসাম্য থাগবেই। এই নিয়ে মাথা গরম করে লাভ আছে? ইউরোপে ন্যুডিজম প্রোমোটেড হয়েছে কারণ ইউরোপে সূর্যালোক জিনিসটা অত্যন্ত রেয়ার। ভিটামিন ডি শরীরে নেবার মুখ্য উদ্দেশ্য থেকে ন্যুডিজম সেখানে মোটামুটি মান্যতা পেয়েছে, তাও ডেজিগনেটেড প্লেসে। ভারতে মান্যতা পায় নি, দরকার হয় নি।

    দিদিমারা কীভাবে সেক্স করত, সে নিয়ে হাসিঠাট্টামস্করা করতেই পারি, সেই সময়ে ইউরোপিয়ান দিদিমারাও সর্বাঙ্গ-আবৃত গাউন পরে ঘোরাফেরা করতেন।

    ভারতের মেয়েদের টপলেস হওয়া দরকার আছে কিনা, সেটা মেয়েরাই ডিসাইড করুক। আর বিটিডাব্লু, মেনস্ট্রিমে না হলেও ন্যুড মুজরা, ন্যুড ডান্স শো বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে দিব্যি চলে - টুকটাক পানু সাইটগুলোতে সার্চ মারলেই পেয়ে যাবে। আর সেই সঙ্গে কেরালা তামিলনাড়ুতে থ্রাইভিং ইন্ডাস্ট্রি - বি গ্রেড মুভিজ। সেখানে গুচ্ছ নেংটু সীনওলা সিনেমা তৈরি হয়, নাইকারা সমাজের বাইরের কেউ নন, মোটামুটি তামিল ইন্ডাস্ট্রিতে তাদের মুখও দেখা যায়।

    সব কিছুই ইউরোপের প্রোটোটাইপ হিসেবে ভারতে কপি হতে হবে, এমন দিব্যি দিয়েছে টা কে? তুমি বিরুদ্ধে গলা ফাটাও, কেউ বারণ করে নি, তবে তাতে লোকের "হাঁসি"-ই পাচ্ছে। বাপু, দুশো বছরের ব্রিটিশ শাসনে ব্রিটিশরা তাদের কালচার ভারতে এমবেড করতে পারে নি, বরং নিজেরা অ্যাডপ্টেড হয়ে গেছে চিকেন টিক্কা আর ইন্ডিয়ান মশলার স্বাদে। অত চাপ নেওয়া কীজন্য?
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২২:২৩645143
  • খুশী থাকাটাই আসল-যেহেতু পরম উদ্দেশ্য বলে কিছু নেই! তবে এটাও ঠিক প্রযুক্তি এবং বিজ্ঞানের জন্য আমরা আজ অনেক বেশী নিরাপদ-আর আপদে বিপদে কেও সুখী থাকে না। তাই বিজ্ঞান ভিত্তিক চিন্তা না করলে লং টার্ম সুখী জীবন সম্ভব না। আবার সুখ যে যুক্তির পথে আসে তাও না-গরমে যেভাবে মেয়েরা আঁটোসাটো পোষাক পড়ে হাঁস্ফাস করে-আমার কাছে তা বহুদিন ধরেই পুরুষতান্ত্রিক অত্যাচার বলেই মনে হত। টই টা সেই জন্যেই খোলা। তবে এই গুরুর মেয়েদের অধিকাংশ ত অবশ্য এসি ঘরে থাকা আঁতেলেকচুয়াল-সুতরাং এই বক্তব্য তাদের কাছে না পৌছানোটাই স্বাভাবিক। এসি রুম থেকে ট্রিগার হ্যাপি মার্কিস্ট ফেমিনিজম-অফিস ফেমিনিজম এসব দাবী তোলা সহজ-কিন্ত লিঙ্গ সাম্যের মূল সমস্যাগুলি-যেমন রান্না ঘরে, ছেলে মানুষ করার ক্ষেত্রে পুরুষের সমান পার্টিসিপেশন-গরমে টপলেস থাকার দাবী, ছেলে মেয়ের পদবীতে বাবা মায়ের সারনেম, এগুলো তাদের চোখে পড়ে না।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২২:২৪645144
  • "আমরা যা দেখি তা মহাকালের মহাবিশ্বের স্কেলের এক পরম ক্ষুদ্রাংশ। আমরা এতই অজ্ঞ-সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কুয়োর ব্যাং যে সেই অন্ধকার কুয়োটাকেই পরম স্থিতিশীল জগত ভেবে স্বমেহনে লিপ্ত হই!" >>

    এইগুলো টিপিকাল হামবড়াই মার্কা কথাবার্তা। অ্যাটলিস্ট এইখানে যারা এসে কথাবার্তা চালায়, তারা সবাই দুনিয়া দেখা মানুষ, কেউ কুয়োর ব্যাং নয়। সুতরাং আমার মতই নির্ভুল, বাকিরা সুরে সুর না মেলালে তারা কুয়োর ব্যাং, এমন ভাবার কোনও কারণ নেই।

    গরম বা ঠাণ্ডার কারণে নগ্নতার ফ্রিকোয়েন্সি ভ্যারি করে না। এটা টিপিকাল সামাজিক বিহেভিয়ার। দিল্লি শহরে যেমন ড্রেসকোড চলে, ইন্দোর বা ছত্তিশগড়ে সে ড্রেসকোড চলে না। আর মেনস্ট্রিম মুভিতেও নগ্নতা অল্পবিস্তর এসেছে। মন্দাকিনী, অনু আগরওয়াল, ডিম্পল কাপাডিয়া এদেড়াত ধরে আজকে পাওলি দাম। স্বস্তিকা। লোকে নিচ্ছে, লোকে নিচ্ছে না, রিয়্যাক্ট করছে। তো করুক না। যদি পঞ্চাশ একশো বছর বাদে ভারত্র বিচে ন্যুডিজম স্বীকৃত হয়, তো হবে। সব কিছু কি আমার জীবদ্দশাতেই ঘটবে নাকি?
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২২:২৭645145
  • আবার ভাট! "গরমে যেভাবে মেয়েরা আঁটোসাটো পোষাক পড়ে হাঁস্ফাস করে-আমার কাছে তা বহুদিন ধরেই পুরুষতান্ত্রিক অত্যাচার বলেই মনে হত।" আরে মুশকিল, তারা হাঁসফাঁস করে তো তাদেরকেই বলতে দাও না? তুমি কে তাদের হয়ে প্রতিবাদ জানাবার?
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২২:২৯645146
  • "তবে এই গুরুর মেয়েদের অধিকাংশ ত অবশ্য এসি ঘরে থাকা আঁতেলেকচুয়াল" - তোমার এই কমেন্টগুলো যথেষ্ট পরিমাণে আপত্তিকর, এবং জাজমেন্টাল। এবং সর্বোপরি জেনারেলাইজেশনের দোষে দুষ্ট। এখানকার কটা মেয়েকে চেনো তুমি? দুম করে বলে দিতে পারলে এখানকার সব মেয়ে এসি ঘরে বসে আঁতলামি করে?

    এই ধরণের কমেন্টের পরে তক্কো করার ইচ্ছেটই চলে যায়। এই হামবড়াই অ্যাটিটিউডটা প্লিজ পাল্টাও আগে।
  • bip | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:০৫645147
  • উরোপে ন্যুডিজম প্রোমোটেড হয়েছে কারণ ইউরোপে সূর্যালোক জিনিসটা অত্যন্ত রেয়ার। ভিটামিন ডি শরীরে নেবার মুখ্য উদ্দেশ্য থেকে ন্যুডিজম সেখানে মোটামুটি মান্যতা পেয়েছে, তাও ডেজিগনেটেড প্লেসে। ভারতে মান্যতা পায় নি, দরকার হয় নি।>>>>>>মনগড়া স্টেটমেন্ট। নুডিস্ট আইডোলজির সাথে ভিটামিন ডির সম্পর্ক নেই। নুডিস্ট আইডোলজির সারমর্ম হচ্ছে নুডিজম নিয়ে যে কুসংস্কার আছে মনে তা দূর করা। কারন মানব দেহ সুন্দর। তাকে ঢেকে রাখতে নেইঃ এখানে নুডিস্ট ম্যানিফেস্তোর ডিটেলস আছে ঃhttp://www.nudistmanifesto.com/

    আর বিটিডাব্লু, মেনস্ট্রিমে না হলেও ন্যুড মুজরা, ন্যুড ডান্স শো বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে দিব্যি চলে - টুকটাক পানু সাইটগুলোতে সার্চ মারলেই পেয়ে যাবে। আর সেই সঙ্গে কেরালা তামিলনাড়ুতে থ্রাইভিং ইন্ডাস্ট্রি - বি গ্রেড মুভিজ। সেখানে গুচ্ছ নেংটু সীনওলা সিনেমা তৈরি হয়, নাইকারা সমাজের বাইরের কেউ নন, মোটামুটি তামিল ইন্ডাস্ট্রিতে তাদের মুখও দেখা যায়।
    >>>>>
    সিকি,
    এটা পড়ে মনেহল, এত কান্ডের পর আপনি লিখলেন সীতা হচ্ছে রামের মাসী। আরে বাবা ইউটিউভে দেসি নুড কেন সার্চ দিচ্ছেন-খাজুরাহো কোর্নাক কি যথেষ্ট ছিল না?
    নাকি আপনি এই টই না পড়েই টই টম্বুর হয়ে লিখে দিলেন? আমি এই টইতে আগেই লিখেছি, ভারতে নগ্নতা ট্যাবু ছিল না। ওটা মুসলমান আর খ্রীষ্ঠানদের অবদান।
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:০৯645148
  • অ্যাটলিস্ট এইখানে যারা এসে কথাবার্তা চালায়, তারা সবাই দুনিয়া দেখা মানুষ, কেউ কুয়োর ব্যাং নয়।
    >>
    একজন মানুষের কর্ম জীবন খুব বেশী হলে ষাট বছরের-একটা জীবনে এই পৃথিবীর , এই মহাবিশ্বের রহস্যের অতীত বর্তমান বা ভবিষ্যতের কতটুকুই বা জানা যায়??
    ওই ষাট বছরের জীবনে সর্বত্র ঘুরলে, সব কিছু পড়ার পরেও জ্ঞান সিমীতই থেকে যাবে। এতটাই সীমিত, তা কুয়ার ও অধ্ম।

    সিকি আমার সেন্সটেন্সটার মানে না বুঝেই লিখে দিয়েছে দুম করে-ফলে রেজাল্ট দুম পটাশ!
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৪645151
  • আরে মুশকিল, তারা হাঁসফাঁস করে তো তাদেরকেই বলতে দাও না? তুমি কে তাদের হয়ে প্রতিবাদ জানাবার?

    >>
    ইউরোপের কোন মহিলা এই লাইনটা লিখলে অবশ্যই প্রাসঙ্গিক হত। ভারতে সতীদাহ থেকে বিধবা বিবাহ-হিন্দু ম্যারেজ এক্ট থেকে প্রায় সব লিঙ্গ সাম্যের আইন পুরুষদের করা।
    ভারতের মেয়েরা লিঙ্গ সাম্য নিয়ে কোনদিন সচেতন ছিল কি ( বিচ্ছিন্ন ভাবে ছাড়া? )

    ঋকবেদে অবশ্য গার্গীর একটা স্তোত্র আছে-যেখানে এক নারী লিখছেন

    এই যে পুরুষেরা বলে নারীর এত কিছু নাই- আমাদের না দিলে, তা নাই থাকবে ( আমার ভাবানুবাদ)!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন