এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেমিনিজম না স্ববিরোধিতা ?

    bip
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৪ | ১১০৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৪645151
  • আরে মুশকিল, তারা হাঁসফাঁস করে তো তাদেরকেই বলতে দাও না? তুমি কে তাদের হয়ে প্রতিবাদ জানাবার?

    >>
    ইউরোপের কোন মহিলা এই লাইনটা লিখলে অবশ্যই প্রাসঙ্গিক হত। ভারতে সতীদাহ থেকে বিধবা বিবাহ-হিন্দু ম্যারেজ এক্ট থেকে প্রায় সব লিঙ্গ সাম্যের আইন পুরুষদের করা।
    ভারতের মেয়েরা লিঙ্গ সাম্য নিয়ে কোনদিন সচেতন ছিল কি ( বিচ্ছিন্ন ভাবে ছাড়া? )

    ঋকবেদে অবশ্য গার্গীর একটা স্তোত্র আছে-যেখানে এক নারী লিখছেন

    এই যে পুরুষেরা বলে নারীর এত কিছু নাই- আমাদের না দিলে, তা নাই থাকবে ( আমার ভাবানুবাদ)!!
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৬645152
  • তোমার সেন্টেন্সের মানে বোঝা একটু চাপের - বিপ। তা হলে কি এইটাই ধরে নেব, ষাট বছর বয়েস না হওয়া সত্ত্বেও, দুনিয়ার মেজরলি দুটো মাত্র দেশ দেখার পরেও তোমার এই পৃথিবীর বেশির ভাগ জিনিস জানা হয়ে গেছে, যা বাকিদের জানা হয় নি?

    এটাকে কেন হোলিয়ার-দ্যান-দাউ অ্যাটিটিউড বলে বিবেচনা করব না, একটু বুঝিয়ে বলবে?
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৭645153
  • ঘুমোতে আর দেবে না তুমি। রেফারেন্স টানবে খাজুরাহোর, রামমোহন রায়ের সময়কার সমাজের, আর সেই সময়ের আলোকে আলোকিত হয়ে তুমি আজকের ভারতের মেয়েদের সামাজিক গাড্ডা থেকে উদ্ধার করবে।

    বেস্ট অফ লাক। লড়ে যাও। আমি ঘুমোই।
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৮645154
  • ঝাঁকের কই মেয়েরা বোরখা বা টপলেস নিয়ে ভেবে সময় নষ্ট করবে ক্যানো? আগে সমাজ ঠিক করুক কোনটা চায়, তাপ্পর তো! এতে দুর্ভাগার কি?

    >> যা ব্বাবা। পুরোগোল। আরে সমাজ মানেত পুরুষতন্ত্র। তারা নারীকে কখনো মা বলে ডেকে, কখনো নর্তকীমোহে টাকা দিয়ে শোষন করবে। মাইরি এধরনের লজিক সেন্স দেখলে লজেন্স চুস খেতে ইচ্ছা করে।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২০645155
  • ব্যস! তুমি বলেছো সমাজ মানে পুরুষতন্ত্র, এর পরে আর কথা চলে? তুমিই নির্ভুল। বাকিরা ল্যাবেঞ্চুস। সেই একই বক্তব্যের পুনরাবৃত্তি।
  • তাপস | 122.79.37.85 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২১645156
  • ইয়ে, মানে - একটা কথা বলব? একটু ইয়ে আর কী ! বলব?
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২২645157
  • এটাকে কেন হোলিয়ার-দ্যান-দাউ অ্যাটিটিউড বলে বিবেচনা করব না, একটু বুঝিয়ে বলবে?

    >>
    কারন কি-একটা অবজেক্টিভ বক্তব্যের পেছনে একটা এক্সিওম থাকে। এই বক্তবের পেছনে তোমার এক্সিওম, আমি বাকীদের ছোট করছি-নিজেকে বড় করছি।

    সেটা অসত্য। আমার এক্সিওমতা ছিল-নুডিজমের ক্ষেত্রে এখানে যা আলোচনা হচ্ছে, তাতে অধিকাংসই যে মত দিচ্ছে, তা তার কাল এবং স্থানের প্রেক্ষিত। সেই কালকে অতীত এবং আগামীতে প্রসস্থ করলে, অন্য ধরনের উপলদ্ধি আসত নুডিজম নিয়ে।
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২৫645158
  • সেলসের কথাও ছেড়ে দিলাম, ভারতীয় পুরুষদের যে এত স্পেস দিচ্ছো - তারা নাকি চাইলেই জামাকাপড় খুলে খালিগায়ে গরম কমাতে পারে, কখনও দেখেছো কোনও সিবিল ইঞ্জিনীয়ার, কনট্রাক্টর খালিগায়ে তাতাপোড়া গরমে কনস্ট্রাকশন সাইটে কাজ করছে? এগুলোকে কোন পুরুষতন্ত্র দিয়ে জাস্টিফই করবে?

    >>>
    এটা যারা নুডিস্ট এক্টিভিস্ট তাদের আন্দোলনের বিষয়, ফেমিনিস্টদের নয়। সেটা টই এর আগের একটা পোষ্টে লিখেছি আইদার তুমি টই টা না পড়েই টই টম্বুর-না হলে, বোঝার ক্ষেত্রে বদহজম হচ্ছে তোমার। আমার কাছে কিন্ত কোন হজমি গুলি নেই বস !
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২৬645159
  • তাপস, বলে ফ্যালো। এনার এক্সিওম নিয়ে ফ্যালাসিটা আর হজম হচ্ছে না। ঘুমচোখে দুটো এক্সিওমকেই আমি এক রকম দেখছি। আমি বললাম তুমি হচ্ছো ইয়ে, আর তুমি বললে ইয়ের সঙ্গে তোমার কোনও তফাত নেই।

    লড়ে যাও।
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২৭645161
  • না বস, হজম্র গুলির দরকার নেই। আর টইয়ের পুরোটাই পড়েছি।

    বললাম তো, লড়ে যাও। বেস্ট অফ লাক। আমার কাছে প্রচুর বাদামভাজার স্টক আছে। ব্যালকনির টিকিটও আছে।
  • বিপ | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩০645162
  • এখানকার কটা মেয়েকে চেনো তুমি? দুম করে বলে দিতে পারলে এখানকার সব মেয়ে এসি ঘরে বসে আঁতলামি করে?

    >>
    তানসেনের গুরু রামদাসের গল্প জানো? তানসেনের সাথে ছদ্মবেশে এসেছেন স্বয়ং আকবর। রামদাসের গান শুনবেন। রামদাস শুধু তার ইষ্টের জন্য গাইতেন-কোন রাজা বাদশার মনোরঞ্জনের জন্য গাইতেন না। দুদিন হয়ে গেল। তানসেন কিছুতেই রামদাসকে গান করাতে পারছেন না-নিজেই গেয়ে যাচ্ছেন। হঠাৎ তানসেন ইচ্ছা করে বেসুরো গাইতে শুরু করলেন। রামদাস বল্লেন থাম থাম! কি গাইছ! কি গাইছ--এই ভাবে গাও-------
  • তাপস | 122.79.37.85 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩২645163
  • আয়ি গ - এইটা নিয়েই বলছিলাম, এই বাদাম ভাজা আর ব্যালকনির টিকিট । বলছি ইয়ে, কোনো সাইট ফাইটের লিংক আছে ? চটজলদি । টই ফলো করতে করতে কেমন মনে হচ্ছিল সঙ্গে থাকলে ভালো হয় ।
    কেউ আমায় আবার খারাপ ভাবলেন না তো ?
  • cm | 127.247.115.80 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩৯645164
  • মেয়েদের ট্পলেস হওয়ার অধিকারের সাথে সাথে ছেলেদের স্কার্টের ব্যাপারটাও মাথায় রাখবেন।
  • bip | 78.33.140.55 | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৫৪645165
  • মেয়েদের ট্পলেস হওয়ার অধিকারের সাথে সাথে ছেলেদের স্কার্টের ব্যাপারটাও মাথায় রাখবেন।>>ছেলেরা ইংল্যান্ড স্কটল্যান্ডে স্কার্ট পড়ে ত বা আগে পড়ত --
    স্কার্ট আজকাল মেয়েরাই পড়া ছেড়ে দিচ্ছে-ছেলেদের দিকে কেন বাপু?
  • দেব | 59.136.66.130 | ০৪ আগস্ট ২০১৪ ০০:২১645166
  • যা তা হচ্ছে মাইরি! কিন্তু ইয়ে মানে কথাটা যেন কি নিয়ে হচ্ছিল?
  • তাপস | 122.79.39.34 | ০৪ আগস্ট ২০১৪ ০০:৪২645167
  • কথাটা যা নিয়ে -
    শুরুতে, মেয়েরা কেন এঁয়ার পছন্দসই আচার আচরণ (পোশাক আশাক ইত্যাদি সহ) করেন না ?
    এখন, এখানকার মেয়েরা কেন এঁয়ার সঙ্গে কথা বলছেন না !
  • Atoz | 161.141.84.164 | ০৪ আগস্ট ২০১৪ ০২:১০645168
  • আহা রে আহা রে আহা রে।
    ঃ-)
  • Ekak | 24.96.16.6 | ০৪ আগস্ট ২০১৪ ০২:১৫645169
  • কারো পক্ষ নিয়ে লিকতে হবা ?
  • Atoz | 161.141.84.164 | ০৪ আগস্ট ২০১৪ ০২:২০645170
  • ভাট হতে হয় তো এইরম, দারুণ একটা বেশ মা ফলেষু টাইপ ব্যাপার, যা খুশি আন্ডামান্ডাকান্ডা ঃ-)
  • bip | 78.33.140.55 | ০৪ আগস্ট ২০১৪ ০২:৫৪645172
  • দুত্তোর , এর থেকে গুরুতে এক পিস পাওলি দাম আর দুপিস খাজার মলম বেচলে ভাল হত। এদের এত ব্যাথা, এত নাই!!! নাই আর ব্যাথার মধ্যে ত্রিশঙ্কু জীবন-সবাইকে নিজের মত ব্যাথাময় ভাবে। একবারো ভাবে না লোকটা ঘরপোড়া গরুও হতে পারে!!!
  • Atoz | 161.141.84.164 | ০৪ আগস্ট ২০১৪ ০২:৫৯645173
  • ঘরপোড়া ষাঁড়। ঃ-)
  • cm | 127.247.114.224 | ০৪ আগস্ট ২০১৪ ০৭:১৭645174
  • অ্যাঁ, ছেলেদের স্কার্ট বাতিল! লুঙ্গি প্রেমীরা শুনছেন? বিপ যে ভাটের পাতার মহান লুঙ্গি বিপ্লবকেই অগ্রাহ্য করছেন।
  • সিকি | 135.19.34.86 | ০৪ আগস্ট ২০১৪ ১১:২১645175
  • "ছেলেরা ইংল্যান্ড স্কটল্যান্ডে স্কার্ট পড়ে ত বা আগে পড়ত " -

    ঐ যে বললাম, একে তো বাংলা বানানে মহাপণ্ডিত, তার ওপরে দুনিয়ার সমস্ত কলচর উনি একা জেনে বসে আছেন।

    একক যদি পারো ভূটানের জাতীয় ড্রেস সম্বন্ধে এঁয়াকে কিঞ্চিত আলোকিত করো।
  • সিকি | 135.19.34.86 | ০৪ আগস্ট ২০১৪ ১১:২৩645176
  • তাপস এবং বিপ,

    পাওলি দাম এবং দাদের মলম একসাথে বেচতে বা কিনতে হলে সো-জা চলে যাও ডেইলিমোশন ডট কম। এজ ফিল্টারটা অফ করে নিতে ভুলো না। রেফারেন্স হিসেবে কাজে লাগবে। ছেলেদের স্কার্টলেস মেয়েদের টপলেস বাংলার মেয়ে আমেরিকার ডাকিনী স্কটল্যান্ডের যোগিনী সমস্তকিছুর ওয়ানস্টপ শপ।
  • বিপ | 78.33.140.55 | ০৪ আগস্ট ২০১৪ ১২:০৫645177
  • সিকি
    ডেইলীমোশনকে জন্মলগ্ন ত্থেকে চিনি-সেটা ধর ২০০৭ সাল থেকে। পাওলির ক্লিপটা এখানেই দেখেছিলাম-এখন আর নেই। এক সময় ইউটিউব যখন রক্ষনশীল ছিল-
    ফ্রেঞ্চ হওয়ার জন্য এই সাইটটা ছিল সফ পর্নের স্বর্গরাজ্য- যদিও ইহা পর্ন সাইট না। ইউ টিউবের ইউরোপিয় প্রতিযোগী। এখানেই ভালো কোয়ালিটিতে দেখা যায়। ইউটিউব ন্যুডিটি আলাও করার পর থেকে এখন শুধু ভাল কোয়ালিটির ভিডিও দেখার জন্য ডেইলিমোশন দেখি-কারন এখানে ৭২০ এবং ১০৮০ পি কোয়ালিটির ভিডিও দেয়। এই যদি তোমার বাদাম ভাজার নমুনা হয়-আর কি বলবো।
  • তাপস | 233.29.204.178 | ০৪ আগস্ট ২০১৪ ১২:২৯645178
  • এইতো, ক্রমশ টইটায় যেন প্রাণের সঞ্চার হচ্ছে । আরও সাইটের খবর দিন ।
  • সিকি | 131.241.127.1 | ০৪ আগস্ট ২০১৪ ১২:৪৭645179
  • এম্মা, বাদামভাজা শেয়ার করার জন্য নাকি? এটা বাদামভাজা নয়। কী ঝামেলা!

    তুমি লড়ে যাও। সাথে আছি।
  • quark | 24.139.199.12 | ০৪ আগস্ট ২০১৪ ১২:৫৬645180
  • "বাপু, দুশো বছরের ব্রিটিশ শাসনে ব্রিটিশরা তাদের কালচার ভারতে এমবেড করতে পারে নি, বরং নিজেরা অ্যাডপ্টেড হয়ে গেছে চিকেন টিক্কা আর ইন্ডিয়ান মশলার স্বাদে।"

    সত্যি নাকি? স্যুট-বুট-টাই আর স্কার্ট-ব্লাউজ বুঝি মহাভারতের যুগ থেকেই চলছিল?
  • সিকি | 135.19.34.86 | ০৪ আগস্ট ২০১৪ ১৩:১৩645181
  • কোয়ার্ক - আমরা বোধ হয় অফ টপিক হয়ে যাচ্ছি। স্যুট বুট টাই স্কার্ট ব্লাউজই একমাত্র ব্রিটিশ কালচার নয়, ওগুলো কলোনিয়ানিজমের ফসল। ভারতে পশ্চিমী পোশাকের বাড়বাড়ন্ত দেখা গেছে স্বাধীনতার বেশ পরে, সেটা বিশ্বায়নের হাত ধরে ঘটেছে।

    অন দা আদার হ্যান্ড, মহাভারতের আমলের ধুতি উত্তরীয় আজও ভারতীয় সমাজে অবসোলিট হয়ে যায় নি।
  • quark | 24.139.199.12 | ০৪ আগস্ট ২০১৪ ১৩:২০645183
  • ব্রিটিশ নয় কিন্তু কলোনিয়াল। অথচ স্বাধীনতার বেশ পরে। এবং বিশ্বায়নের ফসল। একই সাথে।

    বেশ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন