এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেমিনিজম না স্ববিরোধিতা ?

    bip
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৪ | ১১১৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • /\ | 69.160.210.2 | ০৪ আগস্ট ২০১৪ ১৪:০৩645184
  • পোস্টকলোনিয়ালিজম / অপ্রত্যক্ষ ঔপনিবেশিকতা সম্বন্ধে যা জান লিখ। (৩৫ নম্বর) @সিকি, কোয়ার্ক।
  • sm | 233.223.159.253 | ০৪ আগস্ট ২০১৪ ১৪:০৫645185
  • বিপের বক্ত্যব্যের সার কথা হলো গরমে হাসফাস অবস্থ্য়ায়, মেয়েরা কেন টপলেস থাকবে। বাল্যকাল থেকে উনি এটার বিপক্ষে ভাবছেন। আর যা জিনিস ভালো ও স্বাভাবিক তার স্বপক্ষে উনি বক্ত্যব্য রাখবেন ই।
    আমার প্রশ্ন ছিল, প্রচন্ড গরমে ছেলেরা বটমলেস থাকবেনা কেন?
    উনি কোনো সু যুক্তি দেখাতে পারেন নি।
    আর এক টি প্রশ্ন' প্রচন্ড গরমে দেশে বা বিদেশে উনি কি টপলেস থাকবেন। অর্থাৎ রাস্তাঘাট, অফিস সর্বত্র ওনাকে উর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় দেখা যাবে? উত্তর যদি না হয়, তাহলে কেন?
  • তথাগত | 121.93.191.66 | ০৪ আগস্ট ২০১৪ ১৪:২৪645186
  • ভেবেছিলাম এ টই-এ আর লিখবোনা (কারুর সঙ্গে যুক্তিহীন এঁড়ে তক্কো করতে আর কাঁহাতক ভাল লাগে?)। কিন্তু খেলাটা দেখছি জমে গেছে। লিঙ্ক গুলো আসতে থাকুক। বিপবাবু, আপনি থামবেননা, চালিয়ে যান, বেশ লাগছে।

    ত‍বে একটা কথা। নারী পুরুষ নির্বিশেষে অধিকাংশ মানুষ যদি ন্যুডিস্ট হয়ে যান, তাহলে মনে হয় আমাকে গান্ধারী হতে হবে। লজ্জায় নয়, অন্য কারণে। :-)
  • dc | 52.104.60.90 | ০৪ আগস্ট ২০১৪ ১৫:২২645187
  • বিপ বোধায় একটা ফান্ডামেন্টাল ভুল করছেন। মানে সবাই যদি টপলেস বা বটমলেস হয়ে ঘুরে বেড়ায়, ভেবে দেখুন তাহলে কিন্তু আকর্ষনটাই কমে যাবে। সবসময়ে চোখের সামনে সব কিছু দেখতে পেলে তো রহস্যটাই মাঠে মারা গেল!

    আর তার ওপর এই সাউথ ইন্ডিয়ানদের যদি দেখেন তো আর টপলেস চাইবেন না। একেকটা বিরাট মুসকো কালো ভুঁড়িওয়ালা তামিল বা কর্নটকি ভদ্রলোক বা ভদ্রমহিলাকে দেখে মনে হয়্না আপনি আর টপলেস বা বটমলেস আন্দোলনে উত্সাহী হবেন।
  • তথাগত | 121.93.191.66 | ০৪ আগস্ট ২০১৪ ১৬:০৯645188
  • @DC: মন্তব্যটা একটু বেশি বর্ণবিদ্বেষী হয়ে গেল না কি? বিরাট মুসকো কালো ভুঁড়িওয়ালা ব্যক্তি ভারতবর্ষের সব জাতের মধ্যেই বোধহয় কমবেশি আছে। আলাদা করে দক্ষিণ ভারতীয়দের দিকে আঙুল তোলাটা কি ঠিক?
  • dc | 52.104.60.90 | ০৪ আগস্ট ২০১৪ ১৬:২৪645190
  • তথাগত, আসলে একটু মজা করে বলেছিলাম। তবে কারুর আঘাত লেগে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেন্নাইতে থাকি, আর আমার তামিল বন্ধুদের সাথে এটা নিয়ে প্রচুর জোক করি, তাই অভ্যাসবসে বলে ফেলেছি।
  • bip | 78.33.140.55 | ০৪ আগস্ট ২০১৪ ১৯:০৯645191
  • আমার প্রশ্ন ছিল, প্রচন্ড গরমে ছেলেরা বটমলেস থাকবেনা কেন?
    উনি কোনো সু যুক্তি দেখাতে পারেন নি।
    আর এক টি প্রশ্ন' প্রচন্ড গরমে দেশে বা বিদেশে উনি কি টপলেস থাকবেন। অর্থাৎ রাস্তাঘাট, অফিস সর্বত্র ওনাকে উর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় দেখা যাবে? উত্তর যদি না হয়, তাহলে কেন?
    >>
    উত্তর দিলাম ত অনেক বার। বেস লাইনেই গন্ডোগোল। গুরুভাইদের ন্যুডিজম বা ন্যাচারিলিজম নিয়ে ওরিয়েন্টেশন দরকার নইলে এরা ন্যুডিজম, পাওলি দাম, দক্ষিনী বুক ফোলা নায়িকা, লুঙ্গি-সব ঘেঁটে ঘা করে দিচ্ছে। ন্যুডিজম কোন পর্ন না-তা একটা লাইফস্টাইল-যা ধার্মিক লাইফস্টাইলের চেয়ে অনেক কম কুসংস্কারাচ্ছন্ন। পাওলি দাম নুডিস্ট না-কারন নুডিস্টরা মোটে পাবলিক প্লেসে সেক্স সাপোর্ট করে না। সেটা পর্ন ই। সব দেখছি এখানে ঘেঁটে ঘ।
  • sm | 233.223.154.166 | ০৪ আগস্ট ২০১৪ ২২:১২645192
  • বিপ, আপনি আমার প্রশ্ন দুটোর প্রত্যক্ষ উত্তর দিন না কেন। ঘুরিয়ে পেচিয়ে লিখে কুনো লাভ নাই।আপনার টই ছিল ফেমিনিস্ম ও স্ববিরোধিতা নিয়ে। পাওলি দাম, ন্যুদিস্ম আপনি ই নিয়ে এসেছেন।
    বেসিক জিনিস তা হলো নারীরা উর্ধাঙ্গ ঢেকে রাখে, নিজের সুবিধার জন্য। নিজের প্রাইভেসী কে রক্ষা করার জন্য, নিজেকে আকর্ষনীয় করে তলার জন্য। এতে পুরুষ বাদের চোখ রাঙ্গানিটা গৌণ।
    যদি কোনদিন এমন হয়, কোনো বৃহত গণতান্ত্রিক দেশ যেমন আমেরিকা বা ভারত নারীর টপলেস থাকা সম্পূর্ণ লিগাল করে দেয়, তাহলেও অধিকাংশ নারী উর্ধাংশ ঢেকেই প্রচন্ড গরমে রাস্তা ঘাটে, অফিস, স্কুল কলেজএ ঘোরা ফেরা করবে। বাড়িতে পরিবারের সঙ্গে থাকাকালীনও তাই করবে।
    বলতে খারাপ লাগছে, শ্বাসুরি জামাই এর সামনে টপলেস থেকে, চা এনে দেবে না।
    অতীতে কিছু জায়গায় যেমন অস্ট্রিয়ায় এমন সম্পূর্ণ ন্যুড কলোনি তৈয়ারী হয়েছিল। কিন্তু কালের নিয়মে বিলীন হয়ে গেছে।
    আর একটা কথা মানুষ কে মনুস্যেতর জীবের সঙ্গে তুলনা করলে হবে না। আপনি আগে লিখেছিলেন , নারী মাত্রই সবল পুরুষের খোজ করে কারণ হলো নিরাপত্তা। এটাও ঠিক নয়। বিভিন্ন নারী বিভিন্ন সঙ্গী চুজ করে। কেউ সবল, কেউ বুদ্ধিমান, কেউ রমনীমোহন।
  • siki | 132.177.222.40 | ০৪ আগস্ট ২০১৪ ২২:৪৩645194
  • কিন্তু না, আজ আমি ঘুমোতে যাবোই। আবার কাল ভোর ছটায় উঠে গুরগাঁও যেতে হবে।
  • cm | 181.51.134.45 | ০৪ আগস্ট ২০১৪ ২২:৫৩645195
  • আর ছেলেদের জন্য পিওরসিল্কের জামা কেন সহজে মেলেনা সেটার ও উত্তর চাই। কে জানে সেই দুঃখেই বেচারিরা খালি গায়ে ঘোরে কিনা? সমস্যাটা নানান দিক দিয়ে দেখুন।
  • bip | 78.33.140.55 | ০৫ আগস্ট ২০১৪ ০১:৪১645196
  • বলতে খারাপ লাগছে, শ্বাসুরি জামাই এর সামনে টপলেস থেকে, চা এনে দেবে না।
    >>>>
    কি করিয়া নিশ্চিত হইলেন-না আপনি স্বপ্নদর্ষী?

    ন্যুড বিচে বা অনেক আদিবাসী সমাজেই ফ্যামিলির লোকজন অনাবৃত করে ফ্যামিলির মধ্যেই ঘোরে। এতে তারা লজ্জা পায় না। কারন দেহটা ট্যাবু
    এই " বোধ"টাই তারা মাথায় আনে না। এটা ছোটবেলা থেকে মাথায় ঢোকানো হয় বলে, লোকে ভাবে টপলেস থাকা বাজে।

    নুডিস্ট টুরিজম বিস্ফোরক রেটে বাড়ছে। নুডিস্টদের সাথে আপনি সুইংগারদের গোলাচ্ছেন। নুডিস্টরা ন্যাচারালিস্ট- তারা প্রকৃতি প্রেমী। দ্বিতীয়ত্ব শ্রেনীর লোকেরা হেডোনিস্ট-
    যৌনসুখের সন্ধানে। ন্যাচারালিস্ট বাড়ছে-হেডোনিস্ট মুভমেন্ট সেই অর্থে বাড়ে নি। নুডিস্ট মানে প্রমিসকাস সুইংগার-এই ধারনাটা মাথা থেকে দূর করা দরকার।

    একজন সমাজবিজ্ঞানী একটি এক্সপেরিমেন্ট করেছিলেন-সেই এক্সপেরিমেন্ট সম্পূর্ন ডকুমেন্টারীতে তোলা আছে ডেইলিমোশনে। ২০ টি বিভিন্ন এজের কাপলকে একটি
    নুড রিসর্টে রাখা হয়েছিল প্রায় ১৫ দিন। কোন পোষাক পড়া চলবে না। তারা সম্পূর্ন নগ্ন অবস্থায় একসাথে খেত, ঘুমাত, খেলত। এক্সপেরিমেন্টের বিষয় ছিল-এই অবস্থায় থেকে তাদের অন্য সঙ্গী বা সঙ্গীনির জন্য চরম ইচ্ছা জাগছে কি না। রেজান্ট বেশ নেগেটিভ। কেওই সুইংগার লাইফ স্টাইলে আকৃষ্ট হয় নি-কারন নারী পুরুষের সম্পর্কে দেহ ছাড়া মনের ভূমিকা অনেক বেশী।
  • বিপ | 78.33.140.55 | ০৫ আগস্ট ২০১৪ ০১:৫৮645197
  • বিপ বোধায় একটা ফান্ডামেন্টাল ভুল করছেন। মানে সবাই যদি টপলেস বা বটমলেস হয়ে ঘুরে বেড়ায়, ভেবে দেখুন তাহলে কিন্তু আকর্ষনটাই কমে যাবে। সবসময়ে চোখের সামনে সব কিছু দেখতে পেলে তো রহস্যটাই মাঠে মারা গেল!
    >>>
    ওই যে এক্সপেরিমেন্টের কথা বল্লাম-সেটা দেখাচ্ছে নারী পুরুষের আকর্ষন অনেক বেশী মানসিক।
    নারীর দেহটা আসলেই সাদা ক্যানভাস-আসল যৌন আকর্ষন নারীর বাচনভঙ্গীতে, ভ্রুপল্লবে, বাহুডোরে। ওগুলোই প্রাইমারের ওপর কালার।
    কোন সুন্দরী অধ্যাপিকা যদি নগ্ন হয়ে ডেটাবেস পড়ান-ডেটাবেসের চাপে উঠবে না। কারন মনের ফোকাসটাই অন্যত্র।
    অন্যদিকে ঋতুপর্ণা ওই শাড়ি পড়ে যখন জীবনানন্দ পড়াচ্ছে-নিজের মধ্যে বনলতা সেন কে সঁপে দিচ্ছে-তখন শাড়ি পড়া ম্যাডামকে দেখেও ছাত্রের যৌন ইচ্ছা জাগতেই পারে।
  • quark | 127.194.233.211 | ০৫ আগস্ট ২০১৪ ০৬:৪৫645198
  • "কোন সুন্দরী অধ্যাপিকা যদি নগ্ন হয়ে ডেটাবেস পড়ান-ডেটাবেসের চাপে উঠবে না"

    বাপ রে! শেষের সেদিন কী ভয়ংকর!
  • cb | 122.79.37.232 | ০৫ আগস্ট ২০১৪ ০৭:৫৯645199
  • কেউ যদি মন দিয়ে ডিবি না বুঝতে চায়?
  • sm | 233.223.154.125 | ০৫ আগস্ট ২০১৪ ১০:০০645200
  • এই মহাবিশ্বের মহাকালের স্কেলে সেটাও ফ্যাক্টর না-কারন নগ্নতার ট্যাবুটা আর ১০০ বছর ও থাকবে না। ইউরোপে নুডিস্টরা এখন প্রায় মেইন স্ট্রিম-আমেরিকাতেও ন্যাচারালিস্ট রিসর্টের বৃদ্ধির হার সাংঘাতিক।

    -----
    বিপ, দেখুন তো এইটে আপনার করা কমেন্ট কিনা, আর কি করিয়া আপনি এত নিশ্চিত হলেন? আপনি কি স্বপ্নদর্শী না স্বপ্ন দোষী ? নিজেই ঠিক করে বলুন। আগাগোড়া এরকম প্রচুর ভাটের প্রেডিকশন আর ভবিষ্যতবাণী করেছেন।
    আপনি কোনো প্রশ্নের ডাইরেক্ট উত্তর দিচ্ছেন না। প্রায় প্রতিটি, পোস্টে,প্রাচীন গ্রীসের ক্রীড়াঙ্গন,খাজুরাহ,ডেইলি মোশনের লিংক, অথবা কোনো বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী কে তুলে ধরছেন।
    এ সবই অন্ধের হস্তি দর্শনের মত ব্যাপার।
    এতে করে কোনো সামগ্রিক চিত্র পাওয়া যাচ্ছে না। কোনো একটি দেশ বা সমাজ দেখাতে পারছেন না যেখানে নগ্নতা ট্যাবু নয়। পড়ে আছে শুধু আপনার প্রেডিকশন আর প্রেডিকশন।
  • সিকি | 131.241.127.1 | ০৫ আগস্ট ২০১৪ ১১:০১645201
  • ""কোন সুন্দরী অধ্যাপিকা যদি নগ্ন হয়ে ডেটাবেস পড়ান-ডেটাবেসের চাপে উঠবে না" -

    বলেছিলাম, ডেইলিমোশনে সঅব আছে। আপনারা পাত্তা দেন নি। একদম হুবহু এই সীন।
  • তাপস | 233.29.204.178 | ০৫ আগস্ট ২০১৪ ১১:১৭645202
  • সিকি এট্টু ডিটেল দেবে? অফিস থেকে খোলা চাপ হবে ।
  • dc | 52.104.61.119 | ০৫ আগস্ট ২০১৪ ১১:২২645203
  • আমি যদিও ডেটাবেসের কিছুই জানিনা, তবুও সিকির ডিটেলের অপেক্ষায় রইলাম।
  • quark | 24.139.199.12 | ০৫ আগস্ট ২০১৪ ১১:২৩645205
  • "একদম হুবহু এই সীন"

    ইয়ে মানে "-" এর আগের অংশ হুবহু একই, নাকি পরেরট্কুও?
  • bip | 78.33.140.55 | ০৬ আগস্ট ২০১৪ ০৫:১৬645206
  • কোনো একটি দেশ বা সমাজ দেখাতে পারছেন না যেখানে নগ্নতা ট্যাবু নয়। পড়ে আছে শুধু আপনার প্রেডিকশন আর প্রেডিকশন।

    >>
    dhus..ekhane dekho:
    http://en.wikipedia.org/wiki/Timeline_of_non-sexual_social_nudity
  • aka | 80.193.65.223 | ০৬ আগস্ট ২০১৪ ০৫:২৮645207
  • সিকি কি সিনিয়র সিটিজেনদের কেলাসের কথা বলছে? বয়স্কদের জন্য ডেটাবেস। ঃ)
  • aka | 80.193.65.223 | ০৬ আগস্ট ২০১৪ ০৫:৩১645208
  • আর একটা সিদ্ধান্তে উপনীত হইলাম আদম আপেল খেতে খেতে ইভের মুখে বনলতা সেন শুনছিল।
  • aka | 80.193.65.223 | ০৬ আগস্ট ২০১৪ ০৫:৩৬645209
  • আর নেক্সট ছেলেরা প্যান্টের নীচে জাঙ্গিয়া পড়লে গরম লাগ না কিংবা জামার নীচে গেঞ্জি। কিন্তু মেয়েদের লাগা উচিত। ওটা অ্যাডিশন। প্রশ্ন হল দদ্রু ভৈরব বাজারে চলে এখনও?
  • bip | 78.33.140.55 | ০৬ আগস্ট ২০১৪ ০৮:২০645210
  • সিকি ধাপ মেরেছে -ওরকম কোনো পিক ডেইলি মোশন এ নেই। থাকলে ও লিংক দিক। আমি চেক করেছি । নেই
  • SC | 34.3.22.185 | ০৬ আগস্ট ২০১৪ ০৮:৩৮645211
  • এই ডাটাবেস ক্লাসের লিংক টা চাই। আমার কাছে একটা অনলাইন ডাটাবেস ক্লাস এর লিংক আছে, অনেকদিন ধরে ভাবছি পড়ব।
    কিন্তু এই নগ্ন হয়ে পড়াচ্ছে শুনে উত্সাহিত হয়ে এখন এই ক্লাস টা করতে চাই।
    কোথায় পাব একটু যদি সন্ধান দেন?
    আমি এইটে চেষ্টা করলাম:
    http://www.dailymotion.com/us/relevance/search/database+class/1
    পেলাম না। :(
  • শ্রী সদা | 113.225.177.189 | ০৬ আগস্ট ২০১৪ ০৮:৪২645212
  • টই ক্রমশঃ সানি থেকে কাঁবা র দিক এ চলে যাচ্ছে ঃ)
  • সিকি | ০৬ আগস্ট ২০১৪ ১১:১২645213
  • কাঁবাতেও এরা এত কাঁচা, জানা ছিল না। :) ডেটাবেস ক্লাস দিয়ে পানু সার্চ করছে, হেঃ হেঃ হেঃ :) আর বিপ নাকি ডেইলিমোশনকে জন্মলগ্ন থেকে চেনে? সার্চ করতে জানে না?

    ডেটাবেস ক্লাস দিয়ে সার্চ মারলে পাবা না। কারণ মহিলাটি সম্ভবত ডেটাবেস পড়াচ্ছিলেন না, পড়াচ্ছিলেন ফিজিক্স। ভাষাটা অচেনা, ফ্রেঞ্চও হতে পারে, জার্মানও হতে পারে, রাশানও হতে পারে। অন্যভাবে সার্চ মারো, কাঁবা ওয়ার্ড দিয়ে।

    আর হ্যাঁ, এজ গেট ফিল্টারটা অফ করে নিতে ভুলো না।
  • sm | 233.223.159.253 | ০৬ আগস্ট ২০১৪ ১১:২৬645214
  • আচ্ছা বিপ, দড়াম করে একটা লিংক দিয়ে কি বোঝাতে চাইল?
    মনে হচ্ছে একটা ইতিহাসের টুকরো পাতা।
    এটা দিয়ে কি খাজার (মাইন্ড ইট হাজা নয়) মলম হবে?
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ১২:০৩645216
  • আকা,
    হা হা প গ!
    হ্যা`, হ্যাঁ। দদ্রুরাক্ষসের আক্রমণ যেমন আজও আছে, তেমনি দদ্রুভৈরব, বি-টেক্স, জালিম লোশন নামটাম বদলে দিব্যি আছে।ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন