এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেমিনিজম না স্ববিরোধিতা ?

    bip
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৪ | ১১০৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 78.33.140.55 | ০৬ আগস্ট ২০১৪ ১৯:১২645217
  • সিকি প্লিজ লিংক -
  • তাপস | 122.79.39.135 | ০৬ আগস্ট ২০১৪ ১৯:৪৯645218
  • একটু পানু লিংকের জন্যে এত্ত বাইট খরচা করতে হলো ! শুরুর লেখা না-লিখে লোকজনের কাছ থেকে ফেবু ইত্যাদিতে চাইলেই হত ! অবশ্য এতে একটা বেশ আলোচনা টাইপ বাতাবরণ তৈরি করা গেল । ঠাকুর আর পাপ দেবে না !!!
  • সিকি | ০৬ আগস্ট ২০১৪ ২১:৫২645219
  • :)

    naked teacher দিয়ে সার্চ মারলেই হত, একেবারে ষাঁড়ের চোখে মারতে চাইলে আগে embarrassed দিয়ে দেখা যেতে পারে। ৯ মিনিটের ভিডিও।
  • বিপ | 78.33.140.55 | ১১ আগস্ট ২০১৪ ০৮:৩৮645220
  • সিকি বললো এক দেখাচ্ছে আরেক। আরে এসব নেকেড নিউজ, নেকেড টিচার অনেক দেখেছি-সেটা এখানে বিষয় ছিল না। ছিল, গরমে নারীর টপলেস থাকার অধিকার। নারীর অধিকার যদি নারী না বোঝে ।।।
  • - | 109.133.152.163 | ১১ আগস্ট ২০১৪ ০৯:১৭645221
  • হ্যাঁ, সেই! মেয়েরা যদি না বোঝে ঃ-)
    তাছাড়া এই বার সামার তো শেষও হয়ে গেলো প্রায়। আর বোঝাতে হবে না ওদের। বরম বলুন আসছে বছর ...
    আমরা সমস্বরে চ্যাঁচাব
    "আবার হবে!"
  • সিকি | 135.19.34.86 | ১১ আগস্ট ২০১৪ ০৯:৫০645222
  • সে কী! এ বছরের মত যাত্রাপার্টি সেশ? এখনও তো সাড়ে চার বছর বাকি? বাদামভাজাও তো ফুরোয় নি!
  • সিকি | 131.241.127.1 | ১১ আগস্ট ২০১৪ ০৯:৫৩645223
  • ধুত্তেরি। সাড়ে চার মাস বাকি।
  • - | 109.133.152.163 | ১১ আগস্ট ২০১৪ ০৯:৫৬645224
  • সে তো সিকি দিল্লীর গরমের জন্য সাড়ে চারমাস। বিপের দেশের না। ওঁয়াদের ফল সেমেস্টার শুরু হতে চল্ল
  • তাপস | 233.29.204.178 | ১১ আগস্ট ২০১৪ ১২:৩৩645225
  • অস্তিত্ব সংকট কতদূর পৌঁছলে নিজের থ্রেডে নিজে আল-- বকে সেটা উপরে তুলে আনা যায় ! উফফ !
  • bip | 78.33.140.55 | ১১ আগস্ট ২০১৪ ১৭:১৪645227
  • তাপস কি সেই মাস্টার মশাই যার বউ রোগ ভুগে খিটখিটে ? সবাইকেই ছাত্র ভাবে ?
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ১৮:০২645228
  • এটা বোধ হয় বেল্টের একটু নিচে হয়ে গেল।
  • robu | 122.79.38.71 | ১১ আগস্ট ২০১৪ ২১:০৭645229
  • কেউ পায়ের পাতায় বেল্ট পরলে তার বেল্ট এর ওপর নিচ সম্বন্ধে সঠিক ধারণা থাকেনা।
  • তাপস | 122.79.36.114 | ১১ আগস্ট ২০১৪ ২২:০৬645230
  • বিপ, আমার বউ সেই মহিলা, যাঁর সুমন-স্বস্তিকা সমর্থনকারী সম্পর্কিত ফেবু থ্রেডের নিচে লিখে এসেছিলেন, যে - আপনার স্বামীর এরকম লোচ্চামি সম্পর্কে মত কী? (কোট মার্ক করলাম না) । আপনি নিজে উত্তরও পেয়েছিলেন, তাতে । তবে বলতেই পারেন সেখানে রোগ ভোগ নিয়ে তথ্যাদি ছিল না । ( চেনেন আর মনে আছে এ সব কিন্তু জানি,জাস্ট পাবলিকলি বললেন বলে আমিও একটু বললাম । আর একটা কথা গুরু, এই লেভেলে আমি নামলে কিন্তু মুশকিল হবে )
  • bip bip bip | 24.96.36.125 | ১১ আগস্ট ২০১৪ ২২:৪৬645231
  • Name: bip

    তাপস কি সেই মাস্টার মশাই যার বউ রোগ ভুগে খিটখিটে ? সবাইকেই ছাত্র ভাবে ?

    প্রথমেই বলি, আমি লিখতে পারি না, তাই শুধু একটু সময় পেলে পড়ে থাকি ।। ভালো, কম ভালো, আক্রমনাত্মক, রসালো, অনেক ধরনের লেখায় দেখতে পাই।। ভালো ও লাগে কম বেশি।। কিন্তু এই লাইনটা পড়ে কেমন একটা অদ্ভূত লাগলো।
    আচ্ছা, যিনি এটা লিখেছেন, এই বিপ মহাশয়, তার কি কারুর বাড়ির লোকের প্রসঙ্গ টানার খুব দরকার ছিল? কিরকম একটা পারভার্সন টাইপ গন্ধ পাচ্ছি।। খামকা কারুর পরিবার ধরে টানাটানি।। তা এই বিপ নিশ্চই এই তাপস মাস্টার এর ভরণ পোষণ চালান, তাই তার বউ এর রোগ টোগ নিয়ে চিন্তা করেন।। কিন্তু কেন এই কথাটা লিখলেন? অনেক খুজলাম, কিন্তু কথাও তাপস মাস্টার মশাই এই বিপ কে কোনো বরাহনন্দন, মাতৃসঙ্গমকারী, বা যৌনকর্মীর সন্তান জাতীয় কোনো কথা বলেন নি।। এমন কি বিপ বাবুর মা বা স্ত্রীর (যদি থাকেন) তাঁদের যৌন ইতিহাস নিয়েও কোনো কথা বলেন নি।। তাহলে?
    তাহলে কি ধরে নেব যে গোলমালটা বিপ বাবুর জিন, স্টারভেশন, যৌন অতৃপ্তি, ও বিকৃত মানসিকতার? যদি তাই হয় তো লেখলেখি করার থেকে জাপানি তেল এর ব্যবহার বা নিতান্তই অভাবে বালিশ ব্যবহার করা যেতে পারত।। গুরুর পাতা কেন?

    ভালো থাকবেন সবাই।
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ২৩:২১645232
  • ইয়ে, এই পোস্টটাও বেশ আপত্তিকর লাগল। খুবই পার্সোনাল লেভেলে গিয়ে অ্যাটাক।

    নিন্দে জানালাম।
  • তাপস | 122.79.37.219 | ১১ আগস্ট ২০১৪ ২৩:৩০645233
  • আমিও সিকির সঙ্গে একমত ।
  • bip bip bip | 24.96.90.138 | ১১ আগস্ট ২০১৪ ২৩:৩০645234
  • সিকি,
    পূর্ণ সহমত।। আমার ও আপত্তিকর লাগলো।। কিন্তু আমার কাছে অন্তত উত্তর টা গোদা মানের করা প্রয়োজনীয় মনে হয়েছিল।।।
  • ~L~ | 127.194.195.107 | ১২ আগস্ট ২০১৪ ০১:৩০645235
  • বিপের একটু সেক্সটক করার ইচ্ছে হয়েছে, তাও ইন্টেলেকচুয়াল মহিলাদের সাথে। সেই ইচ্ছের কোনো দাম তো গুরু থেকে আপনারা দিলেনই না, তদুপরি হ্যাটা দিচ্ছেন। কোন লিবিডোওলা পুরুষ এতে চটে যাবে না শুনি? একে তো মেয়েরা খালি গায়ে থাকার উপকার বুঝতে চাইছেন না, বিশেষত তারা খালি গায়ে থাকলে যে কিছু লোকের দর্শকাম অন্তত মেটে সেদিকেও ভুরুক্ষেপ নাই, এমনকি বিপ যে বছরের পর বছর ধরে পরকিয়ার গুনগান গাইছেন সেদিকেও আমল দেওয়ার বালাই নাই, অন্তত এই বিষয়গুলো নিয়ে যেমতি "ফিঙ্গারিং" কি 'হ্যান্ডজব", একটু কথা বললেও যে কারো একটু তেষ্টা মেটে তাও বুঝবেন না, কেবল হ্যাটা, কেবল খিল্লি! সব হিসেব একদিন বুঝিয়া পাইবেন। মহিলারা রোগে ভুগে খিটখিটে হইবেন, আর পুরুষেরা তাদের বর হয়ে সবাইকে ছাত্র ভাববেন। ইহা গুরুর অনাগত ভবিষ্যৎ-এর জন্য বিপের আগাম অভিশাপ।
  • bip | 78.33.140.55 | ১২ আগস্ট ২০১৪ ০১:৪৪645236
  • আরে বাবা এটা পারসোনাল হলে বাংলায় লেখাটাই ছেড়ে দিতে হবে। আমরা ছোটবেলায় দেখতাম সেই সব মাস্টারমশাইগুলিই খিটখিটে যাদের
    বৌ হয় খুব মোটা না হলে রোগে ভুগছে। আমি সেই চিত্রকল্পটাই ব্যবহার করেছি তাপসের মাস্টারমশাইগিরি থামাতে। তাপসের বৌ নিয়ে কিছু লিখি নি।
    তেমনটা বুঝলে, সেটা গুরুহজমির দোষ-হজমি গুলি লে আও!! গুরু আজব জায়গা।
    লোকে বুঝে না বুঝে গাল দেওয়ার জন্য প্যান্ট খুলে দাঁড়িয়ে যায়।

    আর লেখকের মধ্যে যারা সেক্সুয়াল পারভার্সান খুঁজছেন, তাদের বলি সেক্সুয়াল পারভার্সনের অস্তিত্ব বৈজ্ঞানিক না-সামাজিক। সেক্স ডিজায়ারের ফলসিফিকেশন সম্ভব না-তাই কোন সেক্স ঠিক আর কোনটা বেঠিক-তা কারুর ঠিকেদারি হতে পারে না।

    কেও যদি ভাবেন টপলেস মহিলা দেখে সুরসুড়ি ওঠে-সেটা অনেকের জন্য সত্য, অনেকের জন্য নাও হতে পারে। বিচে, সুইমিং পুলে টপলেস মহিলা এদেশে অনেকই দেখা যায়-তাই দেখে ওঠার কিছু নেই। আমি আগেও এই থ্রেডে যৌন আকর্ষনের ওপর একটা এক্সপেরিমেন্ট নিয়ে লিখেছিলাম। নারী শুধু দেহ না। নারীত্ব মানে ৩৪ ডি না। তার কথা, চাউনি, চলুনি, খেলুনি-সব মিলিয়েই প্যাকেজ।
  • aranya | 154.160.98.31 | ১২ আগস্ট ২০১৪ ০১:৫৩645239
  • বিপ, এটা কিন্তু সত্যি-ই পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে, মানে আমারও তাই মনে হচ্ছে আর কি, তোমার অন্য অভিমত থাকতেই পারে
  • ~L~ | 127.194.195.107 | ১২ আগস্ট ২০১৪ ০১:৫৫645240
  • হ্যাঁ হ্যাঁ, খুলে ফেলুন, খুব ন্যাচারাল, দেখলেও উঠবে না, এমত বলেও কেউ কেউ বেসিকালি দেখতেই চায়, সেও জানা কথাই। ;-)

    বিপের আগেরটা অতটা পার্সোনাল ছিল না, কিন্তু এইমাত্র যেটা লিখল সেটা সত্যই পার্সোনাল হল। বুঝেই লিখল, অবভিয়াসলি, সুচতুর লোক, জেনেরালাইজেশনের অভিনয় করে চালিয়ে দিল। বেল্ট বা তার নিচের দায়িত্ব নিজের।
  • pi | 192.66.30.201 | ১২ আগস্ট ২০১৪ ০১:৫৮645241
  • আমারো তাই মনে হয়েছে।
  • সিকি | ১২ আগস্ট ২০১৪ ০৭:১১645242
  • বিপ নিজের জীবনে কিছু স্যাম্পেল লোক দেখেছে, কিছু স্যাম্পেল বই পড়েছে, তার সঙ্গে আপন মনের মাধুরী মিশায়ে থিওরি খাড়া করে চলেছে নিজের মত। অন্যে তাতে সাবস্ক্রাইব না করলেই গুরুর জাত তুলে গালাগাল।

    বিপ, জমছে না। তুমি লড়ে যাচ্ছো গুরুকে একটা হোমোজিনিয়াস এনটিটি ধরে। তোমার কাছে গুরু অন্য পক্ষ। গুরু এই। গুরু সেই। এই খোলসটা ভেঙে বেরিয়ে আসতে না পারলে খিল্লির জবাবে খিল্লিই চলবে। কেউ না কেউ এক সময়ে সীমা লঙ্ঘন করবে। নিজের ধ্যানধারণা অনুযায়ী যা ছড়াচ্চো সেগুলোকে বক্তব্য না বলে সারমন বলাই ভালো। গুরু সারমন সরল মনে হজম করে না।

    একটু ভেবে দেখো।
  • bip bip bip | 24.96.79.68 | ১২ আগস্ট ২০১৪ ০৮:৫০645243
  • সিকি, তাপস,
    দেখলেন তো, লাথো ক ভূত বাতো সে নেহি মানতা।। এই সব বিপ-অন্য মাল গুলোর জন্য মোটা দাগের কথা বার্তায় দরকার। এর থেকে সুক্ষ এদের মগজে ঢোকে না। ওর জন্যে এই গুরুর পেজ এর থেকে ওই জাপানি তেল বা পাশ বালিশ ই ঠিক আছে।। যে যে তা ডিসার্ভ করে আর কি...........
  • সিকি | 135.19.34.86 | ১২ আগস্ট ২০১৪ ১০:৪৩645244
  • বিপ বিপ বিপ,

    তাও একমত হলাম না। ঘরোয়া আড্ডায় ভার্বালি অন্য রকম চলতেই পারে, কিন্তু অনলাইন ফোরামে এই ধরণের মোটা দাগের প্রত্যুত্তর না দেওয়াই বাঞ্ছনীয়। ব্যাপারটা হচ্ছে, মোটা দাগের কথাবার্তার স্টক কারুরই কম নেই, সবাই নিজের নিজের প্রতিভা দেখাতে শুরু করলে সেটা কারুর জন্যেই খুব ভালো হয় না। জাপানি তেল বলুন, পাশবালিশ বলুন, আপত্তি নেই, কিন্তু বউ/স্বামী/ভাই/বোন/মা/বাবার রেফারেন্স টেনে খিল্লি করাটা একটু খারাপ লাগে। বক্তব্যকে আক্রমণ করুন না, বক্তাকে আক্রমণ না করলেই হল। :)
  • bip bip bip | 24.96.79.68 | ১২ আগস্ট ২০১৪ ১১:০৭645245
  • সিকি,
    আমিও তাই মনে করতাম, infact এখনো করি। আসলে ওই বিপ এর লেখা তার জন্যেই ওই লেখাটা। বিপ বাদে আপনার বা অন্য যে কারুর খারাপ লাগার জন্যে আন্তরিক ভাবে সরি। তবে একটা কথা বলতে পারি, ওই পোস্ট টা লিখতে আমারও বেশ খারাপ লেগেছে। আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।।
  • তাপস | 233.29.204.178 | ১২ আগস্ট ২০১৪ ১১:১৭645246
  • বিপ পরিষ্কার বলেছে । আমাকে বা আমার মাস্টারমশাইগিরি থামানোর জন্য ও আমার বউ তুলে কথা বলেছে ।

    "আমরা ছোটবেলায় দেখতাম সেই সব মাস্টারমশাইগুলিই খিটখিটে যাদের
    বৌ হয় খুব মোটা না হলে রোগে ভুগছে। আমি সেই চিত্রকল্পটাই ব্যবহার করেছি তাপসের মাস্টারমশাইগিরি থামাতে। "

    খুব স্পষ্ট । বিপের এটাই অবস্থা(ন) । কাউকে থামানোর জন্যে এইরকম বক্তব্য রাখা । যাতে সে এলাকা ছেড়ে পালায় । বিপের নারীবাদের পরিণতি । থামানোর জন্যে এমন জায়গায় আক্রমণ করো, যাতে সে বিড়ম্বিত হয়, এবং বিপ-মানসিকতা অনুসারে, স্ত্রী ইত্যাদিরা ভাল্নারেবেল । স্বাভাবিক । কিন্তু আমার পক্ষে মুশকিল হয় । আমি কাল রাতে বলেছিলাম, যে মুশকিল হবে । আজ সেই মুশকিলের সামনা করছি । আমার মত লোকজন, যারা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ হিসেবে জন্ম নিয়েছে, এবং রাজনৈতিকতা অর্জন করেছে, তাদের ক্রমাগত সচেতন থাকতে হয়, যে আমাদের ভাষায় বা ভাষ্যে এই বিপ-সুলভ (যা সমাজে সত্যিই সুলভ) বাচনের ছায়া না-পড়ে । বিপকে বিপের কায়দায় আক্রমণ করা, এবং আরও বেশি আক্রমণ করা, খুব কঠিন নয় সাধারণভাবে । কিন্তু না-করাটা একটা রাজনৈতিক লড়াই । বিপ তার সুযোগ নিচ্ছে ও নেবে বলেই আশংকা । হয়ত আমিও আপাত সরল সেই পথই বেছে নেব । সেটা বেছে নিলেও ইচ্ছাকৃত ভাবেই বাছব । সচেতনে । বিপের মতন অসচেতনে নয় ।

    আর ছাত্র-শিক্ষকতা নিয়ে । বিপের ভুল ধরলে বিপ আক্রান্ত বোধ করতে থাকে । সেটা এক ধরনের সমস্যা । আমার নিজেকে ছাত্র ভাবতে অসুবিধে হয় না, ফলে এই অসুবিধেটার মুখে পড়তে হয় না ।
  • robu | 122.79.38.71 | ১২ আগস্ট ২০১৪ ১১:৪৬645247
  • তাপসদার পোস্টটা আসাধারণ হয়েছে। হ্যাট্স অফ!!
  • সিকি | 135.19.34.86 | ১২ আগস্ট ২০১৪ ১২:২৯645248
  • অক্ষরে অক্ষরে ক।

    আর বিপ বিপ বিপকে - থ্যাংক ইউ। নো অফেন্স মেন্ট। :)
  • তথাগত | 121.93.191.66 | ১২ আগস্ট ২০১৪ ১৪:১৮645250
  • এই সুতোটা যে এখনো চলছে সেটাই বেশ বড় অ্যাচিভমেন্ট। এঁড়ে তক্কো আর সবজান্তা ভাবের দৌলতে এর তো আগেই বন্ধ হওয়া উচিত ছিল। পাত্তা দিয়ে চলেছেন কেন? তাতেই তো সুযোগগুলো তুলে দেওয়া হচ্ছে (কার হাতে সেটা আর বলছিনা)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন