এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪০৬৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 140.126.225.237 | ২৪ মার্চ ২০১৬ ২১:২৯645705
  • কেবল টিভির আগে, যখন বাইরের খেলা দেখা যেতনা বললেই চলে, তখন অল টাইম গ্রেটদের খেলার ক্লিপ দেখাত দূরদর্শন (অনুষ্ঠানের সুপার সকার নাম ছিলো কি?)। সেখানেই ফ্লাইং ডাচম্যানকে প্রথম দেখি। খেলা পত্রিকায়, বিশ্বকাপের সময় কাগজে কত লেখাপত্র পড়েছি। ঃ-(
  • Sudipta | 190.215.94.192 | ২৪ মার্চ ২০১৬ ২১:৩৬645706
  • এদিকে ইরান এখনো অবধি তিন গোল ভরেছে;
    ক্রুয়েফের খবর টা মন খারাপ করা।
  • Tim | 140.126.225.237 | ২৪ মার্চ ২০১৬ ২১:৩৮645707
  • নোরুজের সময়, মেজাজ ভালো থাকলে ছয়ের কমে ছেড়ে দিতে পারে
  • Robu | 11.39.37.142 | ২৪ মার্চ ২০১৬ ২১:৪২645708
  • ইউরোপিয়ান ক্লাব ফুটবল দেখায় হাতে খড়ি ১৯৯২ উয়েফা কাপ ফাইনাল দিয়ে। এসি মিলান ৪ - ০ বার্সেলোনা। বার্সার ম্যানেজার ক্রুয়েফ ছিলেন।
  • Tim | 140.126.225.237 | ২৪ মার্চ ২০১৬ ২১:৪৪645709
  • ভারতও ফোর্থ গোল খেলো
  • potke | 126.202.127.12 | ২৪ মার্চ ২০১৬ ২১:৪৭645710
  • কর্নার ফ্ল্যাগের কাছে, ছোট জায়্গা, সামনে দুটো অপোনেন্টের প্লেয়ার। ডান পায়ের হিল দিয়ে একটা টোকা, হাফ টার্ন-বেরিয়ে গেলেন ডাচম্যান।

    প্লেয়ার দুটো হুব্বা, রিঅ্যাক্ট করার সময় পায় নি। যেরকম হল এখন আমার, উমেশের পোস্ট পড়ে।

    ফুটবল খেলত না লোকটা, ক্যালিপ্সো অরকেস্ট্রেট করত!

    সক্রেটিস, বেস্ট, ক্রুয়েফ--রংমশাল গুলো নিভে যাচ্ছে একে একে।
  • Tim | 140.126.225.237 | ২৪ মার্চ ২০১৬ ২১:৫২645711
  • তবে আমি এক এক সময় ভাবি, গ্রেটরা খুব বুড়ো হওয়ার আগেই চলে গেলে একদিক থেকে ভালো। সময় পাল্টেছে, মানুষও পাল্টাচ্ছে দ্রুত। ঐ ম্যাজিকাল ক্লিপের লোকগুলো ভুলভাল কিছুতে জড়িয়ে পড়লে খারাপই লাগে।
  • Sudipta | 190.215.94.192 | ২৪ মার্চ ২০১৬ ২১:৫৭645712
  • প্লাতিনি যেমন;
    এইটা রেখে যাই, আপিস ফেরত দেখছিলুম
    http://www.espnfc.com/story/2836002/johan-cruyffs-most-memorable-moments
    সে যাক, এদিকে চার গোলেই শেষ হলো।
  • robu | 233.29.204.178 | ২৪ মার্চ ২০১৬ ২২:২৮645713
  • ৯২ না, ৯৪। ভুল বলেছি।
  • aranya | 154.160.226.95 | ২৪ মার্চ ২০১৬ ২৩:১৮645715
  • ফার্স্ট হাফে ১-০ ছিল। বড় তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় ভারতীয় খেলোয়াড়রা
  • skm | 83.255.71.184 | ২৫ মার্চ ২০১৬ ২০:২৪645716
  • Once, I played with Iranian player at IIT. They have very tough body
  • Tim | 140.126.225.237 | ২৫ মার্চ ২০১৬ ২১:০০645717
  • আলাদা করে তেমন টাফ না। ইউরোপিয়ান, মিডল ইস্টার্ন বা উত্তর আমেরিকান যাদের সাথেই খেলুন অমনি টাফ লাগবে। লাতিন আমেরিকা, আফ্রিকানদের কথা তো ধরছিই না। মোটের ওপর ভালো ফুটবল কালচার আর খারাপ ফুটবল কালচারের তফাৎ। এদের বেসিক স্কিল লেভেল, ফিজিক এইসব বেশ বে-এ-শ ভালো। আরেকটা বেসিক তফাৎ আছে, এরা বেশিরভাগ ছোট পাসে খেলে, যাতে শারীরীক সক্ষমতা ও কন্ট্রোল দুইই বেশি লাগে। অন্যদিকে আমরা খেলি লং বলে, কোনমতে গোল দেওয়াই লক্ষ।
  • b | 24.139.196.6 | ২৫ মার্চ ২০১৬ ২১:১৩645718
  • কিন্তু ইউরোপীয় ফুটবল লং বলে খ্যালে না? বিশেষ করে বৃটিশরা?
  • Tim | 82.36.113.87 | ২৫ মার্চ ২০১৬ ২১:২৩645719
  • হ্যা ব্রিট রা খেলে, বাকি ইওরোপ মনে হয়না। আমি অ্যামেচার দের ফুটবল নিয়ে বলছি। প্রো-রা তো ম্যান্জার যেমন বলবে সেরম খেলবে।
  • Tim | 108.228.61.183 | ২৭ মার্চ ২০১৬ ০৬:৩৪645720
  • মোবা হেরে লিগ জমিয়ে দিলো। আইজলের সাথে আমাদেরও চাপ হয়েছিলো, জহর দাস ভালো কাজ করছেন।
  • + | 175.246.93.57 | ২৮ মার্চ ২০১৬ ০৭:২৭645722
  • এক সপ্তাহ পোস্ট করর্তে পারিনি। এই পাহাড়ি টিমগুলো প্রতিবারই লীগ জমিয়ে দেয়। আগেরবার ওয়াদিংগহো না রা হারিয়েছিল, এইদিন কিছুই খেলতে পারেনি মোবা। একটা হার ভালো। টিমটা উড়ছিল ওভার কন্ফিডেন্সে।

    ক্রুয়েফের খেলা তো দেখিনি, ক্লিপ দেখেছি, আর পড়েছি হল্যান্ড আর বার্সিলোনার খেলা কিভাবে পাল্টেছিল। ফিফার ৭৪-৭৮ বিশ্বকাপ নিয়ে ডকুগুলো দেখেছি।

    টিমদার ২৪ তারিখের ৯ঃ৫২,
    একদম এটাই মনে হচ্ছিল ৮৬ ওয়ার্ল্ড কাপের ডকুতে প্লাতিনির খেলা দেখে
  • T | 165.69.188.227 | ২৮ মার্চ ২০১৬ ১৫:৪৪645723
  • কাল ইংল্যান্ড জার্মানিকে ৩-২ গোলে হারাল। জার্মানি সেকেন্ড হাফে গা এলিয়ে খেলছিল। ডিফেন্স তো যাচ্ছেতাই। কিন্তু ইংল্যান্ড এই আলি বলে প্লেয়ারটাকে দশনম্বরে না খেলালেই পারে। রুনি ফুনি এর চেয়ে ভালো। এ ঐ ইপিএল অবধি ঠিক আছে।
  • রোবু | 213.132.214.81 | ২৮ মার্চ ২০১৬ ১৫:৫৮645724
  • কী বলছে!! ডেলে আলি ব্যাপক প্লেয়ার।
  • T | 165.69.188.227 | ২৮ মার্চ ২০১৬ ১৬:১৪645726
  • অ, ব্যাপক বুঝি! তা হবে। ইপিএল দেখিনা তো। কিন্তু কাল যা সব মিস করেচে দেখলুম তাতে ঐ মনে হ'ল।
  • রোবু | 213.132.214.81 | ২৮ মার্চ ২০১৬ ১৬:৩০645727
  • মিসটা দেখেছি। বাজে।
    ব্যাপক মানে ইংল্যান্ড এর স্ট্যান্ডার্ড-এ ব্যাপক। একটা মিস কিন্তু একটা ওয়ান্ডার গোল দিয়ে ক্যানসেল আউট হয়ে যেতে পারে। কিছু গোল দিচ্ছি, দেখে নাও।
    মনে রাখতে হবে ইংল্যান্ড কিন্তু স্পেন ইতালি বা ফ্রান্স নয়। সেই হিসেবে ডেলে আলী ব্যাপক ট্যালেন্ট। ১৯-২০ বছর বয়েস, উন্নতির সুযোগ আছে।
    এইটা দেখো:
  • T | 165.69.188.227 | ২৮ মার্চ ২০১৬ ১৬:৫১645728
  • দেখলুম। একটা গোল দিব্যি। হ্যাঁ, ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে ঠিক আছে মনে হয়। কম বয়েস। আরো ভালো খেলবে আশা করি।
    স্পেন-ইতালি ম্যাচ ২-২ ড্র। কিন্তু ইতালি বহুদিন পর ভালো খেলেছে। মানে খুবই ভালো।
  • রোবু | 213.99.211.18 | ২৮ মার্চ ২০১৬ ১৬:৫৯645729
  • আরে কী সব বলছ। ১-১ হয়েছে।
    হ্যা, ইতালি চমত্কার খেলেছে।
  • T | 165.69.188.227 | ২৮ মার্চ ২০১৬ ১৭:১২645730
  • ও হ্যাঁ হ্যাঁ, ১-১
  • Tim | 140.126.225.237 | ২৮ মার্চ ২০১৬ ২৩:৫৪645731
  • ২-২ ক্যানসেল আউট করে ১-১ করে দিলো?
  • Tim | 140.126.225.237 | ২৮ মার্চ ২০১৬ ২৩:৫৯645732
  • ক্লিপটা দেখলাম। এর মধ্যেও দুয়েকটা বাজে মিস আছে। তবে পরে আরো ভালো খেলবে হয়ত।
  • + | 175.246.93.159 | ৩০ মার্চ ২০১৬ ০৬:০৮645733
  • কাল ইন্ডিয়া-তুর্কমেনিস্তানের খেলা কেউ দেখেছেন?

    যা টিম, কি আর বলি? এবছর অর্ণব-প্রীতমের যা পার্ফর্মেন্স তাতে এরা কি করে প্রথম টিমে আসে কে যানে। কিংশুকও তো হাইটের জন্য চান্স পায়না। প্রীতম একখানা পেনাল্টী আর্বিট খাইয়েছিল, বাইরে মেরেছে যদিও। রওলিন বোর্জেস চান্স পায়, উদন্ত সিং বলে একজন সারামাঠ উড়ে গেল, একটাও সেন্টার করতে পারলনা, এর থেকে বুড়ো টুলুঙ্গা ভালো মনে হল। জেজে-সন্দেশ-প্রণয়-লোবো একটু ঠিকঠাক খেলল। টিমে চেঞ্জে নামল দেখি সুশীল সিং আর রফিক !! রফিকের বোধয় এবার আই লীগে একটাও গোল নেই। সে খেলছে।

    ওহ, ইংল্যান্ড নেদারল্যান্ডের কাছে হারল। ডেলে আলি-হ্যারিকেনের কম্বি বেশ ভালো।
  • xyz | 53.252.141.215 | ৩১ মার্চ ২০১৬ ১২:৫০645734
  • .
    হল্যান্ডের আসল মাস্তানি গোটা বিশ্ব দেখল ’৭৪ -এর বিশ্বকাপে৷

    এতদিন ছিল কখনও পেলে , কখনও গ্যারিঞ্চা , কখনও ডি স্টিফানো , কখনও পুসকাস৷ এ বার এল , ব্যক্তিগত স্কিলের সঙ্গে টিমগেমের সার্থকতম কম্বিনেশন৷

    এতদ্বারা জন্ম নিল টোটাল ফুটবল --- যার নতুনতম প্রকাশ ‘টিকিটাকা’ নামে৷ আসলে প্রথমে আয়াক্স , পরে বার্সেলোনার খেলার নিউক্লিয়াসটা তৈরি করে অস্তরাগে গেছিলেন মিশেল সাহেব৷ সেই পরম্পরাটা ধরে রেখেছিলে তুমি , বার্সার ম্যানেজার হিসেবে৷

    বড্ড বেশি খামখেয়ালি ছিলে তুমি , যোহান৷ সিগারেট ফুঁকতে অগুন্তি৷ ’৭৪ -এর গোটা টুর্নামেন্ট জুড়ে কেবল তোমার আধিপত্য৷ ব্রাজিলের বিরুদ্ধে সে কী অসাধারণ গোল ! স্বয়ং গণিতজ্ঞ পিথাগোরাস যেন জ্যামিতির ছকে নকশি কাঁথা আঁকছেন গোটা মাঠ জুড়ে৷ ফাইনালে প্রথমার্ধে পশ্চিম জার্মানিকে নাকানি চোবানি খাইয়েও হেরে গেলে৷ তোমার হতাশার শুরু কি সে দিন থেকেই ? মনে পড়ে বার্সার হয়ে তোমার সেই ফ্যান্টম গোল ? গোটা মাঠ পাথর -প্রতিমা , ফুটবল -বিশ্ব বিহ্বল ! আমি জানি অধিকাংশ লোকই ফুটবল দেবতা বলতে জানে মারাদোনা , পেলে , মেসি , জিদান বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে৷ এই নিস্পৃহতায় কাতর ছিলে না তুমি ?

    ’৭৮ -এ সে বার বিশ্বকাপ আর্জেন্টিনায়৷ যথারীতি তোমাকে সেন্ট্রাল মিডফিল্ডে ভেবেই তৈরি ফর্মেশন৷ হঠাৎ কী করলে তুমি ? নিজেকে সরিয়ে নিলে৷ বললে , "‘যে দেশের গণতন্ত্র রোজ ধর্ষিত হয় সামরিক বাহিনীর কাছে , সে দেশে আমি খেলতে যাব না !’" আরও , "‘যোহান ক্রুয়েফকে চেনার জন্য যদি একটা বিশ্বকাপের প্রয়োজন হয় , তা হলে চিনতে হবে না !…"

    বল পায়ে ওই অবিস্মরণীয় টার্নের মতোই এই মেজাজটাও তোমার সম্পদ৷ ফ্রাঙ্ক রাইকার্ড, মাইকেল লাউড্রাপ , পেপ গুয়ার্দিওলা … তার বেশ পরে আয়াক্স অ্যাকাডেমি থেকে উঠে আসা ডেনিস বার্গক্যাম্প … সবাই বেড়ে উঠেছে তোমায় আধার করে৷ ফুটবলার এবং ম্যানেজার --- এই দ্বৈত ভূমিকায় এ হেন সাফল্য আর কার আছে শুধু তুমি আর বেকেনবাওয়ার ছাড়া ? নাহ ! আর কারও নেই !তোমায় নিয়ে আর কী বা বলব , যোহান ! ভালো থেকো শিল্পী , কর্কটক্রান্তির দেশে !

    নেট খুলে আবার কয়েকটা ‘ক্রুয়েফস টার্ন’ দেখি বরং৷ চোখের স্নান হবে !

    [ কুণাল বিশ্বাস৷এই সময়।৩১-৩-১৬]
  • + | 175.246.93.159 | ৩১ মার্চ ২০১৬ ১৩:৪৩645735
  • সঞ্জয় সেনের শাস্তি উঠে গেল। এরা কেনই বা শাস্তি দেয়, কি কারণেই বা তোলে!
  • ঊমেশ | 118.171.128.168 | ৩১ মার্চ ২০১৬ ১৩:৫০645737
  • আমি যে খেলোয়াড় দের কোনোদিন লাইভ ম্যাচ খেলতে দেখিনি, তাদের সম্পর্কে আমি সব সময় নিস্পৃহ।
    আমার পছন্দের সেরা প্লেয়ারে কোনোদিন এমন প্লেয়ার থাকে না, যাদের খেলা আমি দেখিনি।
    সেটা ফুটবল বা ক্রিকেট বা টেনিস বা অ্যাথেলিট।

    তাই আমার পছন্দে ব্রাডম্যানের থেকে সেওয়াগ এগিয়ে থাকে। পেলে, ডি-স্টিফানো, পুসকাসের থেকে মারাদোনা, মেসি, রোনাল্ডো'রা বেশী পছন্দের। আমার কাছে লিলি, গার্নারের থেকে অ্যামব্রোজ, ডোনাল্ড ভালো বোলার। বেকেনবাওয়ার বা ববি মুর এর থেকে মালদিনি বা লোথার ম্যাথুজ কে টিমে নেবো।

    কিন্তু একজন প্লেয়ার যার খেলা লাইভ দেখার সুযোগ হয়নি, শুধু ক্লিপ দেখেছি, তবুও ভালোবাসতাম। ফুটবল মাঠে এরকম ছবি আঁকতে আর কাউকে দেখিনি। যেন ভ্যান গগ এযুগে ফুটবল প্লেয়ার হিসাবে জন্ম নিয়েছে।
    ফুটবল বিশ্বকাপ'টার মন বলে যদি কিছু থাকে, তাহলে সারা জীবন আক্ষেপ করবে, ফুটবলের সেরা শিল্পী'র ছোয়া না পাবার জন্যে।
    সেই ফুটবলের সেরা শিল্পী, জোহান ক্রুয়েফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন