এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪০৮৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 233.29.204.178 | ০৩ এপ্রিল ২০১৬ ১৯:০৫645772
  • এম এস এন এরকম খেলে না বাকি ম্যাচ, আমি রেগুলার দেখি।
    যদিও স্পেনে বার্সার সাপোরটার, তবু চাইছিলাম, এই ম্যাচটা রিয়েল জিতুক - ৩ টে কারণে।
    ১) কোনও লিগেই এক্সট্রিম ডমিনেশন ভালো লাগে না।
    ২) জিদান কোচ।
    ৩) অপরাজিত থেকে বারসা লিগ জিততে পারল না ঃ-)
  • রোবু | 233.29.204.178 | ০৩ এপ্রিল ২০১৬ ১৯:০৭645773
  • তবে কালকে ক্লাসিকোতেও চরম বাজে রেফারিং হয়েছে। সুয়ারেজের যে মিসটার পরে র‍্যামোস প্রথম ইয়েলো দেখল তার বিল্ডআপে সুয়ারেজ কেন অফসাইড নয়? রিয়েলের একটা গোল বাতিলের যুক্তি কি?
    এইসব।
  • + | 175.246.93.159 | ০৪ এপ্রিল ২০১৬ ০৫:৫৩645774
  • লা লিগা দেখা হয়না খুব একটা। রিয়াল-বার্সা দেখতে বসলেও চাপ। সুয়ারেজ-নেইমার কে সাপোর্ট করতে ইচ্ছা করে, উল্টোদিকে জিদান। যাই হোক। এল-ক্লাসিকোর রেফারিং দেখার পর আর আমাদের রেফারিং নিয়ে কি বলব?

    যাই হোক, লিভারপুল লিনেকারের চাড্ডি পরার্র রাস্তা আরো সহজ করে দিল। দুই গোলকীপারের খেলা হল আগেরদিন।

    মোবা কর্তাদের যা লেভেল, লীগ না জিতলে খারাপ লাগবে, কিন্তু সেটাই উচিত হবে। চ্যাম্পিয়ন করেও যারা স্পনসর যোগাড় করতে পারেনা (দেখলাম মুম্বই এফসির ও স্পনসর আছে), তারা পোস্ট আলো করে বসে থাকবে, আর ভোটে জিতবে। সুব্রত ভটচাজকে হারিয়ে যে কিনা ফুটবল সচিব হল সেই সত্যজিত (কি আর করি, লোকটার খেলার ফ্যান ছিলাম) শিলিগুড়িতে হোটেলে বসে খেলা দেখেছে, ম্যানাজার হয়ে বেঞ্চে বসেনি ( অন্যান্য ম্যাচে থাকে), কারণ তার টেনসন হয়, থাকলে অন্তত শঙ্করলাল রেড কার্ড খাওয়ার পর টিমকে কিছু হেল্প করতে পারত।

    এদিকে ফিফা ৮০লাখ জরিমানা করেছে। গুস্তাভো বলে এক এমএলেসের প্লেয়ারকে একেবারে সাইন করিয়ে এনেছিল, যাকে সোনির বন্ধু জুদেলিনকে সাইন করানোর জন্য চুক্তি ভেঙ্গে কাটিয়েছিল, তাকে পয়সা দেয়নি। অন্যদিকে এ-এফ-সি ও ফাইন করেছে, কোন আগের ফাইন টাইমমতো দেয়নি বলে। এইসব অপদার্থ পাব্লিক দিয়ে কি ক্লাব চলে? ক্লাব চালাতে গেলে একটু প্রফেশনাল হতে হয়।

    @পোটকে দা,

    সোনিকে নিয়ে কিছু বলতামনা। সোনি প্রফেশনাল প্লেয়ার, চোট থাকলে খেলবেনা, স্বাভাবিক। কিচ্ছু বলার নেই। কিন্তু যাকে এই মার্কেটে এতো টাকা দিয়ে উড়িয়ে নে শিলিগুড়ি পাঠানো হল, সে ম্যাচের সময় গ্যালারীতে তো আসতে পারত? হোটেলে বসে টুইট না করে। গ্যালারীতে আসলে চোট লাগতনা।
  • + | 175.246.93.159 | ০৪ এপ্রিল ২০১৬ ০৫:৫৫645775
  • ব্যারেটোর সাথে অন্য কোনো ফরেনারের তুলনা করাই উচিত নয়। ওর ডেডিকেশন লেভেলটা আর কোনো বিদেশী কোনোদিন দেখাতে পারবেনা। খেলার মানেও ওর সমান কমই আছে। চরম বাজে টিম নিয়ে মোহনবাগান নামলেও জানতাম একজন আছে। গোল না দিতে পারুক, ডিফেন্সে এসে গোললাইন সেভ করে দিয়ে যাবে।
  • aranya | 154.160.226.93 | ০৪ এপ্রিল ২০১৬ ০৭:৫৫645776
  • একটা ম্যাচ হারা এমন কিছু ব্যাপার নয়, লড়াই তাতে শেষ হয়ে যায় না। বেস্ট অব লাক, মোবা।
    তবে আমরাও লড়ব, আই লীগ ওপেন হয়ে গেছে :-)
  • উমেশ | 118.171.128.168 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:১০645777
  • আমার আবার উল্টো কেস।
    আগে যদিও মেসি'র জন্যে বার্সা একটু অল্প পছন্দ করতাম, কিন্তু নেইমার আর সুয়ারেজ আসার পর, আমি সাপোর্ট তো দুরের কথা হারলে খুশী হয়।

    আমি ব্রাজিল বিরোধী হলেও ব্রাজিল প্লেয়ার দের বেশ পছন্দ করতাম বা এখনো করি। রোমারিও আর বড়ো রোনাল্ডো'র বড়োসড়ো ফ্যান আমি। কিন্তু নেইমার কে কেন জানি না কোনো দিন পছন্দ করা তো দুরের কথা, বেশ ভালো রকম অপছন্দ করি।

    রবিবার ব্যাঙ্গালুরু তে ইবের মরন-বাঁচন ম্যাচ।

    লেস্টার আরো একটু এগিয়ে গেলো লিগ খেতাবের দিকে।
  • + | 175.246.93.159 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:১৬645778
  • রোববার ঠিক আছে, ভাইটাল, কিন্তু লীগের গুরুত্বপূর্ণ দুটো দিন কাল-পরশু

    ইবে-মুম্বই,
    লাজং-মোবা
    শিবাজি-বেঙ্গালুরু

    ইবে আহামরি খেলছেনা, মুম্বই-এর ১১ জনের ডিফেন্স ভাঙা মনে হয় চাপ হবে, এই ডার্বীর হ্যাংওভারের পর। মোবা যদি লাজংকে হারাতে পারে ওদের মাঠে, তাহলে আবার কন্ফিডেন্স পেয়ে যাবে, আর অন্যদের চাপটা বেড়ে যাবে। বেঙ্গালুরু কি খুব ভালো টিম? শিবাজি ইদানিং ভালো খেলছে।

    সোনির এমারাই তেও কিছু ধরা পড়েনি, কোথায় চোট কে জানে?
  • Tim | 140.126.225.237 | ০৪ এপ্রিল ২০১৬ ২০:৫২645779
  • ইবে মুম্বই ড্র বা ইবে হেরে যেতে পারে। ডার্বির জন্য না, মুম্বই আমাদের চিরকালীন গাঁট। খালিদ জামিল ইবেকে ভালো চেনে।

    মোবা লাজং ম্যাচ পেরিয়ে গেলে আবার মোমেন্টাম পেয়ে যাবে। লুরু মিবী ইবের কাছে না আটকালে চাপ হ্যাজ। শিবাজীর কম্ম নয়। আমার ক্থা ভুল হলে অবশ্য প্রভূত আনন্দ পাবো।
  • b | 24.139.196.6 | ০৪ এপ্রিল ২০১৬ ২১:০৬645780
  • আমি এরকম একটা গল্প শুনেছিলামঃ ব্যারেটো নাকি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে উৎসাহী ছিলো, তাহলে ইন্ডিয়ার হয়ে খেলতে পারতো। ফেডারেশন পার্সু করে নি। সত্যি মিথ্যে জানি না।
  • Tim | 140.126.225.237 | ০৪ এপ্রিল ২০১৬ ২২:১৯645782
  • চিমাকে নিয়েও এরকম একটা কথা চালু ছিলো।
  • + | 175.246.93.159 | ০৫ এপ্রিল ২০১৬ ০৬:৪৮645783
  • চিমাকে নিয়ে ছিলো কিনা জানিনা। ব্যারেটো জেনু চেয়েছিল। ও গোটা ফ্যামিলিকে দিতে বলেছিল ( ব্রাজিলের সিটিজেনশিপ ছাড়তেও রাজি ছিল)। ফেডারেশন মাঠা ঘামায়নি। তখন হাউটন জমানা, হাউটন-বাইচুং জুটি এই ব্যাপারটাকে পাত্তা না দেওয়ায় ফেডারেশন চেপে গেছিল।

    অনুর্দ্ধ ১৭র টিমটা নাকি ভালো। ফেডারেশনের উচিত প্রত্যেকটা ছেলেকে ১৭র বিশ্বকাপের পর ইউরোপে খেলানোর ব্যবস্থা করা। ফার্স্ট না হোক, ২ন্ড ডিভিশনগুলোতে খেললেও ন্যাশনাল টিমের উন্নতি হবে, এই আই লীগ-আইএসেলে না খেলে।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৫ এপ্রিল ২০১৬ ১২:২০645784
  • চিমা'র খবরটা খুব সত্যি হতে পারে। আমাদের ছোটোবেলা অনেকবার খবরের কাগজে খবরটা দেখেছি।
    আর তখন বাংলা খবরের কাগজ গুলো খবরের জন্যে ছিল, আজকের মতো ট্যাবলয়েড হয়ে যায়নি।
    তখন বোধহয় এই সব সিরিয়াস খবর নিয়ে গসিপ-টসিপ ছাপাতো না।

    সত্যি বলতে এখন আমি ৯০% এর উপর আনন্দবাজারের খবর প্রথম দর্শনে বিশ্বাস করি না।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৫ এপ্রিল ২০১৬ ১৮:২৫645785
  • মোবাদের সময় খুবই খারাপ যাচ্ছে।
    সত্যনারায়ণ পুজো দিতে হবে মনে হচ্ছে।
    লাস্ট মিনিটে গোল খেয়ে ম্যাচ ড্র করে ফেললো।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৫ এপ্রিল ২০১৬ ১৮:৩৪645786
  • এক্ষুনি বড়ো বড়ো কথা বলা ঠিক হচ্ছে না।
    একটু পরেই ইবের সবথেকে বড়ো গাঁট টিমের সাথেই ম্যাচ আছে।
    উল্টো-পাল্টা কিছু হয়ে গেলে আবার আমাদের লেগ পুলিং শুরু হয়ে যেতে পারে।
  • Sudipta | 11.39.57.65 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:২৫645787
  • মোবা আউট হয়ে গেল।
    উমেশ্দা ইবে একটা খেয়ে গেছে। আর এতে কোনরকম আনন্দ পাচ্ছি না, চাই না টাকায় খেলাটা বিক্রি করে দিক ফেডারেশন। ইবে আশা করি আজ জিতবে। এটুকুই।
  • Sudipta | 11.39.57.65 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:২৭645788
  • শোধ দিল। যাক।
  • cb | 192.70.11.64 | ০৫ এপ্রিল ২০১৬ ২২:০৭645789
  • ইবে মার গাড়িয়ে শেষ পর্যন্ত ২ ২ ড্র করল। অথচ এগিয়ে গেছিল ২-১ য়ে এক সময়
  • Tim | 140.126.225.237 | ০৫ এপ্রিল ২০১৬ ২২:১২645790
  • এই ভয়টাই পাচ্ছিলাম। গরীবের কথা ক্রমশ জ্যান্ত হচ্ছে ঃ-)
  • + | 175.246.93.159 | ০৬ এপ্রিল ২০১৬ ০৬:২৩645791
  • আজ যদি বেঙ্গালুরু জিতে যায় তো ইবে-মোবা দুজনেরই আশা শেষ, যদি ড্র বা হারে তো মোবার আশা আছে।

    ইবের খেলা দেখে এবছর একেবারেই মনে হচ্ছেনা জিততে পারে বলে।
    ইবের খেলাগুলো ও চাপের, বেঙ্গালুরু (অ্যা), লাজং (অ্যা), স্পোর্টিং-ওডাফা (হো)

    বেঙ্গালুরু তুলনামূলকভাবে সহজ। ইবের সাথে হোম, মোবার সাথে শিলিগুড়ি (কারোরই হোম নয়), আরেকটা সালগাওকর (১৬ই)। কিন্তু মাঝে ১৩তারিখ এ-এফ-সি কাপ আছে।

    মোবার একটু সহজ, শিবাজি হোম, আর বেঙ্গালুরু। আর এ-এফ-সির উইকে ম্যাচ নেই। কিন্তু আসল সময় এসে মোবার ডিফেন্স ছড়াচ্ছে। কিংশুক আসল দুটো ম্যাচে দুটো গোল খাইয়ে দিল।

    আজ বার্সা-অ্যাথলেটিকো ম্যাচটা ভালো হল। টোরেস-সুয়ারেজ গোল দিলঃ)
  • b | 135.20.82.164 | ০৬ এপ্রিল ২০১৬ ০৯:৫৭645793
  • অর্ণব নাকি রেসিস্ট কমেন্ট করেছে? সত্যি হলে কান ধরে বের করে দেওয়া হোক, বাপের জন্মে যেন বলে পা না ঠেকাতে পারে।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৬ এপ্রিল ২০১৬ ১১:৫৬645794
  • কালকের টোরেস এর ছাগলামি টা দেখলাম।
    ও একাই নিজের মুর্খামি তে এতো ভালো একটা ম্যাচ শেষ করে দিলো। একটা হলুদ কার্ড দেখার পর এরকম ফাউল করতে যাওয়ার মানে বুঝলাম না।

    প্রথম হাফে তো বার্সা কে চেনাই যাচ্ছি না, তার উপর আবার নিজেদের পরিচিত জার্সি ছিল না।
    বলে না দিলে, বা উপরের স্কোর-কার্ড না দেখালে বলা মুস্কিল ছিল যে ওটা বার্সা।

    টোরেস পুরো সময় মাঠে থাকলে প্রায় ১৫ বছর পরে বার্সা পরপর দুটো ঘরের মাঠে ম্যাচ হারতো।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৬ এপ্রিল ২০১৬ ১২:০৪645795
  • অনেক জায়্গা তে বলতে শুনছি ফেডারেশন নাকি ব্যাঙ্গালুরু কে জেতাচ্ছে। কিন্তু কালকের দুই ম্যাচের রেজাল্ট দেখে তো আমার মনে হলো না, ব্যাঙ্গালুরু কে জেতাতে ফেডারেশনের এর কোনো হাত আছে।
    কাল সকালে আই-লিগ পুরো ওপেন ছিল।
    বাকি ম্যাচ গুলো যে জিতবে লিগ তার।
    ফেডারেশনের বাপেরও কিছু করার ছিল না।

    সেই অবস্থা তে মোবা এগিয়ে থেকেও এমন একটা টিমের কাছে ২ গোল খাচ্ছে যারা আগের ১২ ম্যাচে মাত্র ৮ গোল করেছে।

    আর ইবে, যতো কম বলা যায় তত ভালো। মুম্বাই এর মতো একটা মাঝারী দল কে হারাতে না পারলে লিগ জেতা নিয়ে কান্নাকাঁটি কেন?
    তাও আবার এগিয়ে গিয়েও লিড ধরে না রাখতে পারলে!!!!
    ফেডারেশন কি মাঠে নেমে মুম্বাই আর শিলং এর হয়ে গোল করছে?

    আজকের লাস্ট কথা,
    "লিনেকার বলেছে ও ওর প্রমিস রাখবে। যদিও স্টুপিড প্রমিস, কিন্তু ব্রেক করবে না।"
  • + | 134.58.51.181 | ০৬ এপ্রিল ২০১৬ ২০:২৬645796
  • এই মুহুর্তের খেলাকি কেউ দেখছে??
    গোলকীপারকে দুবার জার্সী টেনে ফেলে দিলেও সুনীল ছেত্রীকে কার্ড নেই। কেউ টানছেনা, রেফারীগুলো একেবারেই বোকা।

    দিএসকে বেশ ভালো খেলছে। ৬৫মিনিট, ১-১
  • Arpan | 24.195.227.110 | ০৬ এপ্রিল ২০১৬ ২১:০০645797
  • ডিএসকের ব্যাড লাক, ম্যাচটা জিতল না।

    (স্বগতোক্তিঃ কে কাকে কাপ তুলে দেবে, সে নিয়ে কম্পিটিশন চলছে)
  • Robu | 11.39.39.9 | ০৬ এপ্রিল ২০১৬ ২২:১১645798
  • টোরেস কালকে যা করল!
    এদিকে আজ রাতেও বড় ম্যাচ। জাগবো? বানতলা তো, আটটার বাস ধরতে হয় ঃ-(
  • Arpan | 24.195.227.110 | ০৬ এপ্রিল ২০১৬ ২২:১৩645799
  • কোন ম্যাচটা? কাতার বনাম আবু ধাবি?

    কাতার হাসতে হাসতে জিতবে।
  • Robu | 11.39.37.253 | ০৭ এপ্রিল ২০১৬ ০১:০২645800
  • এরকম অদ্ভুত খেলা খুব কম দেখেছি। ফার্স্ট হাফ সেশ হল।
    কাতার ভাল খেলেও ১-১। অদ্ভুত বাজে ভুল, পেনাল্টি মিস, মাতুইডির একাধিক ছড়ানো, উফ্ফ।
  • Arpan | 24.195.227.110 | ০৭ এপ্রিল ২০১৬ ০১:১০645801
  • ওদিকে রিয়াল ২ গোলে পিছিয়ে।
  • Robu | 11.39.37.253 | ০৭ এপ্রিল ২০১৬ ০১:১৫645802
  • কী কান্ড!
  • Robu | 11.39.37.253 | ০৭ এপ্রিল ২০১৬ ০১:৫৭645804
  • এক্সাইটিঙ্গ কিন্তু জঘন্য খেলা হল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন