এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪০৬০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | 175.246.93.159 | ১১ এপ্রিল ২০১৬ ১১:২১645838
  • তাহলে আর কি? ডং নিয়েই ইবে থাকুকঃ) আসল লীগে ৩ গোল করলেও যদি সাপোর্টাররা লাফায়, তাইলে সেই ক্লাবেই থাকুক।

    গ্লেন এদিকে আই লীগে ৯ (ইবের সাথে ২ ম্যাচে ১ গোল) , আর এ-এফসি তে ৩ ম্যাচে ৩ গোল করেও পরেরবারে টিমে থাকবে বলে মনে হয়না।
  • Tim | 108.228.61.183 | ১১ এপ্রিল ২০১৬ ১১:৪৩645839
  • ডং এর থেকেও বড়ো বোঝা মেন্ডি। সবকটাকে তাড়িয়ে বাচ্চাদের নিয়ে দৌড়বাজ টিম করে দিলে ঠিক হতো। তাতো করবেনা। হেলে ধরতেই এই, এই নিয়ে আবার আইএসেল।

    তবে ইবে তেমন কিছু করতে পারবেনা এ প্রেডিকশন তো শুরু থেকেই ছিলো। দেখা যাক মোবা কি করে
  • + | 175.246.93.159 | ১১ এপ্রিল ২০১৬ ১৩:১০645840
  • মোবাও পারবেনা। বলতে খারাপ লাগলেও না পারাই উচিত। যতই বলি এ-আই-এফ-এফ টানছে, কিন্তু বেঙ্গালুরু টিমটাকে দেখে মোবা-ইবে র শেখা উচিত। প্রফেশনালী টিম না চালালে জেতা উচিত নয়। মাইনে না দিলে প্লেয়ারদের খেলায় এফেক্ট পড়বেই। সেন্টু দিয়ে ৪-৫ ম্যাচ চলে, পুরো সীজন চলেনা।

    এই বলবন্ত, টাকা বাকি বলে ১মাস খেললনা ( চোট বাজে কথা)। মোবাও কাউকে রিপোর্ট করতে পারছেনা, করলেই কেস খাবে কেন পয়সা দাওনি বলে। এবার বছরের শেষেও ফুল পেমেন্ট না করলেও আবার কেস খাবে পয়সা কেন দাওনি বলে। এমনিতেই ফিফায় বছরে গড়ে একবার করে মোবার নামে নোটিশ পড়ে। এবার এ-এফ-সি তেও পড়ছে। ধুর!
  • cb | 208.147.160.75 | ১১ এপ্রিল ২০১৬ ১৩:৩৪645841
  • গান্ধী, মোবা টিমটা চলছে কি করে?

    মানে হোয়াট ইস দা স্ট্যাটাস অফ দা স্পনসরশিপ? কে টাকা দিচ্ছে? এতো একটা বড় ঘাপলা বলে মনে হচ্ছে যেটা বার্স্ট করবে মরসুম শেষে
  • + | 175.246.93.159 | ১১ এপ্রিল ২০১৬ ১৩:৪৩645842
  • যেটুকু শোনা যায় তাতে টাকা ঢালছে টুটু বোসে কোম্পানী "রিপ্লে"। এদের সাথে নাকি উইবি গ্রুপের কিছু কর্পোরেট আন্ডার্স্ট্যান্ডিং আছে।

    টিমের বাজেট প্রায় ১০কোটি, সাথে এ-এফ-সি খেলার খরচ আরো ২-১ কোটি। কোনো তথাকথিত স্পনসর ছাড়া হয় কি করে?
  • কল্লোল | 125.242.174.107 | ১২ এপ্রিল ২০১৬ ১০:৪২645843
  • বড় মন খারাপ।
    http://www.anandabazar.com/supplementary/patrika/devdas-of-maidan-a-special-write-up-by-jayanta-chakraborty-1.353927

    http://www.anandabazar.com/supplementary/patrika/it-was-a-fault-of-ashir-mazid-to-go-to-eliot-road-1.353924

    মজিদকে নিয়ে কিছু ব্যক্তিগত স্মৃতি -

    ১৯৭৮ থেকে ইরানে শাহের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের খবর আসছে। মার্কিন তেল কোম্পানিগুলোর কাছে দেশ বেচে দেওয়া শাসক রেজা শাহের বিরুদ্ধে গর্জে উঠেছে ইরানের মানুষ। ১৯৭৯এর জানুয়ারীতে লড়াই তখন তুঙ্গে। তেহারাণের রাস্তায় রাস্তায় গেরিলা যুদ্ধ চলছে শাহের অনুগত ফৌজের সাথে। আমরা তখনকার রীতি অনুযায়ী ইউএসআইএসের সামনে বিক্ষোভ দেখাই। শ’দুয়েক মানুষ জড়ো হয়েছিলাম এস্প্ল্যানেডে। গতানুগতিক মার্কিন সাম্রাজ্যাবাদ বিরোধী স্লোগান ইত্যাদি, শাহের কুশপুতুল পোড়ানো, যেমন হয় আর কি। একজন আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে কলকাতায় চলে আসা এক ইরাণীয় যুবক ঘটনাচক্রে সেসব লক্ষ্য করেন।

    তখন ১৯৮০। রাজনীতির পাশে পাশেই আমাদের আবেগের, চর্চার একটা মস্তো জায়গা জুড়ে ছিলো ফুটবল। ১৯৮২র বিশ্বকাপ তখনো দু বছর দূরে। আমরা মজে আছি সুভাষ, সুকল্যান, সুরজিত, সমরেশ, গৌতম, সুধীর, মনোরঞ্জন, ভাস্করে। ক্রুয়েফ, বেকেনবাউয়ার ইত্যাদিরা তখনো ভিনগ্রহের বাসিন্দা। শুধু জায়েন্টস অফ ব্রাজিল নামে একটি সিনেমা দল বেঁধে দেখতে গেছিলাম। তাতে পেলে, রিভেলিনো, কার্লোস আলবার্তো, টোস্টাও, জাইর্জিনহো এদের খেলা দেখে হতভম্ভ। কিন্তু তাতে সুরজিত, সমরেশ থেকে মন ওঠার কোন কারন দেখিনি। হ্যাঁ, বামপন্থী হবার কারনে দু একজন ব্যতিক্রম ছাড়া আমরা ইস্টবেঙ্গল সমর্থক।
    সেবার আবার কি সব গন্ডোগোলে এক মনোরঞ্জন ছাড়া সকলেই ইস্টবেঙ্গল ছেড়ে বেরিয়ে গেলো। আমাদের অনেকেই নিয়ম করে সকালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্র্যাকটিস দেখতে যেতো। তাদের একজন ফিরে এসে সকালের চায়ের আড্ডায় চোখ গোলগোল করে বললে ইস্টবেঙ্গলে নাকি ইরাণ থেকে কে এক মজিদ এসেছে, সে বলে বলে মনাকে মাটি ধরাচ্ছে। মনোরঞ্জনকে কাৎ করে ফেলছে এমন বান্দা, তবে তো দেখতে যেতে হয়। যাওয়া হলো এবং দেখলাম টুকটুকে ফর্সা, দারুণ চেহারা, রাজপুত্তুরের মতো দেখতে একজন যাকে আটকাতে সত্যি সত্যি জান কাহিল আমাদের মনার। ওরা তিনজন মজিদ বাসকার, মহম্মদ খাবাজি আর জামশেদ নাসিরি। মুগ্ধ হয়ে ফিরে এলাম। তার সপ্তাহ খানেক বাদেই বন্ধু দেবাশিস বোম ফাটালো। খাবাজি আমাদের সাথে বসতে চায়। বিষয় ইরাণের সাম্প্রতিক রাজনীতি। আমরা তো যাকে বলে - পাগলা খাবি কি, ঝাঁজেই মরে যাবি। সে নাকি অনেকদিন ধরে আমাদের খোঁজ করছিলো। ১৯৭৯তে আমাদের ইরাণ নিয়ে ইউএসআইএসের সামনে বিক্ষোভের দিন ও সেখানে ছিলো। এতোদিনে খোঁজ পেয়েছে।
    ওঁরা এলেন, তিনজনেই। তবে খাবাজি ছাড়া মজিদ ও জামশিদের সাথে কোন কথাই হয়নি। খাবাজি ওঁদের সমস্যার কথা বললেন। বেশ জটিল। ওঁরা খোমাইনি বিরোধী। তুদেহ পার্টির না হলেও ওঁরা বোধহয় অন্য কোন র‌্যডিকাল গ্রুপের। দেশে ফিরলেই হয় কোতল নয় গ্রেপ্তার। ভারত সরকার ওঁদের ছাত্র হিসাবে থাকতে দিতে রাজি ভিসার মেয়াদ পর্যন্ত। কিন্তু রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়। আমরা বিষয়টা নিয়ে আমাদের আইনী পরামর্শদাতা ফতাদার কাছে যাই। উনি স্নেহাংশু আচার্যের সাথে কথা বলেন। কিছু একটা বন্দোবস্তো হয়, যাতে ভিসা সমস্যা না হয়।
    জামশিদ দেশে ফেরেনি, ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছে। মজিদ ফিরেছে, কিন্তু সে এক ভাঙ্গাচোরা মজিদ, সে ইতিহাস সকলেই অবগত।

    আবাপর লেখাটায় খাবাজির খবর পেয়ে ভালো লাগলো।
  • রোবু | 213.132.214.85 | ১২ এপ্রিল ২০১৬ ১০:৫৬645845
  • তবে বামপন্থী ইস্টবেঙ্গল সম্পর্কটা কিরকম?
  • রোবু | 213.99.211.81 | ১২ এপ্রিল ২০১৬ ১০:৫৬645844
  • পড়ে দারুন লাগলো কল্লোলদা!
  • cb | 208.147.160.75 | ১২ এপ্রিল ২০১৬ ১১:১৩645846
  • মোবা - কং (জমিদারি শ্রেণীর ইয়ে)

    ইবে - বাম ( সর্বহারা শ্রেণীর ইয়ে)

    এইসব মিথ ছোটবেলাতেও দেখেসি। তবে এতই ব্যাতিক্রম যে জেনারালাইজ হয় না :)

    কল্লোলদা, ঘ্যামা লিখেছেন
  • avi | 113.24.86.190 | ১২ এপ্রিল ২০১৬ ১১:৪৩645848
  • লেফটিস্ট = দোজ হু হ্যাভ লেফট ইস্ট = ইস্ট বেঙ্গল। :)
    প্রথম সমীকরণ দাদাঠাকুরের দেওয়া, নলিনী সরকারের লেখায় ছিল সম্ভবত।
  • + | 175.246.93.159 | ১২ এপ্রিল ২০১৬ ১১:৪৪645849
  • ঃ)
  • Tim | 108.228.61.183 | ১২ এপ্রিল ২০১৬ ১১:৪৯645850
  • মিথ কেন হবে, আগে এরকমই ছিলো। বাঙাল পাড়া কে পাড়া ইবে সাপোর্টার, একইসঙ্গে লাল দূর্গ। সে আমলে কংগ্রেস যে পাড়াগুলোয় ভোট পেত, মোটের ওপর সব প্রতিষ্ঠিত সচ্ছ্ল মোবা পাড়া। অন্যদিকে কলোনি, সামান্য আন্ডারডেভেলপড জায়গাগুলোয় ইবে। এতো আমি নিজেই দেখেছি দঃ কলকাতায়। কলকেতার বিশ্বায়ণের সাথে সাথে সেসব আর নাই, এখন সবই বিবিধের মাঝে ইত্যাদি। তাতে ভালোই হয়েছে। অত সহজে আমরা ওরা করা যায়না।

    ব্যতিক্রম যা দেখেছি সেগুলো বেশিরভাগ রেবেল হতে চাওয়া বা সিবলিং রাইভ্যালরির জন্য। আদ্যন্ত মোবা সাপোর্টার বাড়িতে দাদা মোবা বলে ভাই জেদ করে ইবে হলো (এবং উল্টোটা) এইরকম।

    সে যাক, কল্লোলদার লেখাটা ভালো লাগলো।
  • ঊমেশ | 118.171.128.168 | ১২ এপ্রিল ২০১৬ ১২:৫৯645851
  • আজ কি ম্যান সিটি পিএসজি কে আটকাতে পারবে?
    সিটি তো আবার ঘরের মাঠের বেশী ছ্ড়ায়।

    রিয়েল কে পারবে ২ গোলের ডিফিসিট পার করতে?

    এদিকে ইবে সাপোর্টাররা এখন ঠিক করতে পারছে না বিশু'দা কে গালাগালি দেবে না ক্লাব-কর্তা/কিছু ফুটবলার কে।
    কাল পর্যন্ত সবাই বিশু'দার মা-বাবা করছিলো।
    আজ পেপারে বিশু'দার কিছু একটা আগুনগরম লেখা বেড়িয়েছে (এখনো পড়া হয়নি)। তার পর থেকে কিছু সাপোর্টার সুর বদলে কর্ম-কর্তাদের গালি পাড়ছে।
  • + | 175.246.93.159 | ১৩ এপ্রিল ২০১৬ ০৭:১৬645852
  • সিটি রিয়াল দুজনই পারল। রোনাল্ডোকে লোকে এরপরও খিস্তোবেঃ)

    বিশুদাকে খিস্তিয়ে কি লাভ আছে? এই ভুলভাল ইবে টিমকে এখনো চ্যাম্পিয়নশিপের দৌড়ে রেখেছে, বারাসাত-লীগ জিতিয়েছে। বিশুদা কিন্তু এর আগে মোবাকে রানার্স করেছিল। কয়েকটা ম্যাচে ভুলভাল করেছে, সে তো আর্সেন ওয়েঙ্গারও করে।

    করলে কর্মকর্তাগুলোকে করা উচিত। প্রথম থেকেই চাপ দিয়ে গেছে "এই মর্গ্যান এলো" বলে। কি যোগ্যতায় এখনো গুরবিন্দর-সৌমিক দে- আলভিটো এখনো প্লেয়ার হিসেবে থাকে? মেহতাব-খাবরা তাও পারফর্ম করে।
  • aranya | 154.160.226.93 | ১৩ এপ্রিল ২০১৬ ০৭:৩০645853
  • এটা হকির টই নয়, তাও এখানেই লিখি - যারা দৌড়োদৌড়ি-র খেলা ফুটবল ভালবাসেন, হকি-প্রেমও তাদের কাছে আশা করা যেতেই পারে :-)
    সর্দার-রা ৫-১ হারাল পাকিস্তানকে - আনন্দ সংবাদ।
    যদিও অজি-দের কাছে ভারতও ৫ গোল খেয়েছে, তাও এই ভারতীয় হকি দল আশা জাগাচ্ছে।
  • Tim | 108.228.61.183 | ১৩ এপ্রিল ২০১৬ ০৮:১৩645854
  • আলভিটো তো ম্যাঞ্জার হয়েচে, প্লেয়ার না। কর্মকর্তাদের খিস্তিয়ে কোন লাভ নেই। ক্লাব ওনাদের পৈতৃক সম্পত্তি। এইযে বাইশেবসু মোবা চালাচ্ছে পাড়ার ক্লাব মডেলে, খিস্তিয়ে কিছু করতে পারবা?
  • aranya | 83.197.98.233 | ১৩ এপ্রিল ২০১৬ ০৯:০৭645855
  • আলভিটো শুনেচি এখনও প্লেয়ার হিসাবে রেজিস্টারড, যদিও সেশ খেলেচে বোধায় ২০১২ ? নাগাদ
  • উমেশ | 118.171.128.168 | ১৩ এপ্রিল ২০১৬ ১২:২০645856
  • কথায় কথায় এই 'মর্গ্যান ফেরাও' আওয়াজ টা আমার বিরক্তি লাগে।
    যবে থেকে মর্গ্যান-সাহেব গেছে, ইবে কোনো একটা ম্যাচ হারলেই সাপোর্টাররা শুরু হয়ে যায়, 'মর্গ্যান লাও ক্লাব বাঁচাও'।
    মর্গ্যান-সাহেব ভালো ম্যানেজার কোনো সন্দেহ নেই, মোটামুটি সাফল্যও দিয়েছিলো।
    কিন্তু মর্গ্যান নিজেই ক্লাব ছেড়ে গেছে। ফিরতে চাই কিনা তাও জানা নেই।

    এবারের ইবে যা টিম বানিয়েছিলো, তাতে আই-লিগে খারাপ করেনি। টিমে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। সেটা বিশু'দা সামলাতে পারেনি। কথায় কথায় প্লেয়ার আর কোচ সমস্যাটা মিডিয়া তে এসে আরো বেচাল করে দিয়েছে।
    ওগুলো ঠিক ঠাক সামলাতে পারলে আই-লিগে আর একটু ভালো করতে পারতো।
  • potke | 233.190.0.169 | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:১৩645857
  • উমেশ, ওগুলো সিলেক্টিভলি লিক করা হয়।

    মর্গ্যানের মত একটা ফালতু কোচ কে আবার আনছে, কি যে এত প্রেম--শালা গগনে গগনে খেলাত!
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ এপ্রিল ২০১৬ ১৩:১৪645860
  • সিটি আর রিয়েল এলো। এবার অ্যাঃ মাদ্রিদ আর বেনফিকা এলেই সার্কেল কমপ্লিট হবে।

    কিন্তু ভাবছি, কোনো ভাবে যদি সিটি চ্যাঃ লিগ আর লিভারপুল ইউরোপা লিগ জিতে যায়, তাহলে তো লিগে থার্ড হয়েও আর্সেনাল পরের বারে চ্যাঃ লিগ খেলবে না!!!!!

    ওয়েঙ্গার-সাহেব এর কেরিয়ারে প্রথমবার লিগে আর্সেনাল স্পার্সদের নিচে থাকবে বলে মনে হচ্ছে।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ এপ্রিল ২০১৬ ১৪:১৫645861
  • মর্গ্যান একদম ফালতু কোচ এটা পুরোপুরি মানলাম না। তবে খেলার ধরনটা বড্ড ডিফেন্সিভ আর বোরিং। তবে মাঝে মাঝে ভালো রেজাল্ট দেয়। আর টিমের উপর ভালো কন্ট্রোল থাকে।

    আমি কথায় কথায় মর্গ্যান ফেরাও হাওয়াতে বিরক্ত। কি মধু মর্গ্যানে, বুঝলাম না। ভালো প্লেয়ার আর ভালো খেলার আবহাওয়া না পেলে মর্গ্যানও কিছু করতে পারবে না।

    মিডিয়াতে খবর গুলোতে বোঝা যেত, টিমে সমস্যা আছে, আর ওগুলো একটা গ্রুপের ইচ্ছেকৃত কর্ম।
  • cb | 208.147.160.75 | ১৩ এপ্রিল ২০১৬ ১৯:৩৭645862
  • মায়ানমারে ভুমিকম্পের উৎস শুনলাম। আজ তো মোবা ওখানে। ১-১ ড্র করেছে। কি চলছে মাইরি
  • + | 175.246.93.159 | ১৪ এপ্রিল ২০১৬ ০৬:৩৯645863
  • মোবার ফুটবলাররা সেফ আছে সবাই। এক্ষুণি একজন বলল। ১-১ ড্র টা নেহাৎ খারাপ নয়, ইয়াঙ্গন টিমটা ভালো, তারউপর আজ অনেককেই রেস্ট দিয়েছিল।

    আনন্দবাজারের রিপোর্ট পড়ে ঘাবড়ে গেলাম যে আমি কাল ঠিক খেলা দেখেছি তো? গ্লেন নাকি স্কুপ করে গোল দিয়েছে লেনির "ক্রস" থেকে!! আরো অনেক আছে। এমনভাবে লিখেছে পয়েন্ট নষ্ট করেছে যেন হাওড়া একাদশের সাথে ম্যাচ ছিল।

    যাই হোক, বার্সার হারে নববর্ষ শুরু হলঃ) দরকারের সময়ে এম-এস-এন এর ফর্ম পড়ে গেল।
  • + | 175.246.93.159 | ১৪ এপ্রিল ২০১৬ ০৬:৪৩645864
  • আমরা নক-আউটে পৌঁছে গেছিঃ) এবিপি মতে যদিও পৌঁছইনি
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ এপ্রিল ২০১৬ ১১:৫০645865
  • এম-এস-এন এর ফর্ম তো দুরের কথা, এস আর এন যে মাঠে শেষ পর্যন্ত থাকতে পেরেছিলো, তার জন্যে রেফারী কে একটা থ্যান্কু গ্রিটিংস কার্ড পাঠানো উচিত।

    এবার বেয়ার্ন-সিটি আর রিয়েল-অ্যাঃ মাদ্রিদ হলেই, চারটে দারুন ম্যাচ দেখতে পারবো।

    স্পেশাল-ওয়ান এর ইংল্যান্ড ফেরা টা আরো কঠিন হয়ে যাচ্ছে।
    LVG এর টিম ধীরে ধীরে ভালো খেলছে, এফএ কাপের সেমি তে পৌছে গেছে।
    আমার তো মনে হচ্ছে "LVG থাকছেন স্যার" লেভেলে পৌছে গেছে।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৪ এপ্রিল ২০১৬ ১২:২৫645866
  • কেউ কি খেয়াল করেছো, চ্যাঃ লিফের চারটে কোঃ ফাইনালের রেজাল্ট ৩-২ হয়েছে?

    গান্ধী, তোমরা কি আবাপ'র মত নিয়ে পরের রাঊন্ডে যাবে না কি?

    শুভ নববর্ষ। এবছরটাই একটু ভালো কিছু হোক আমাদের প্রিয় টিম গুলোর জন্য।
  • + | 175.246.93.159 | ১৫ এপ্রিল ২০১৬ ০৬:৫৬645867
  • যারা আজকের ম্যাচ দেখেননি, বিশাল মিস করে গেছেন। আমার দেখা লিভারপুলের দ্বিতীয় সেরা ম্যাচ, দ্বিতীয় সেরা কামব্যাকও বলা যায়।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৫ এপ্রিল ২০১৬ ১১:৫৬645868
  • কালকের খেলা কিছু কিছু দেখেছি।
    দারুন খেলা সন্দেহ নেই। একটা মানুষের দুটো সত্বা দু দিকে খেলছে, আর লোকটা কোনো গোলই কোনো রিয়্যাক্শন দেখাতে পারছে না। অদ্ভুত লাগছিল ক্লপ কে। বিশেষ করে লাস্ট গোলের পর এই রকম শান্ত থাকাটা একটা অবাক করার মতো। ক্লপের ঐ চেহারা আমার অনেক্দিন মনে থাকবে।

    বিশ্বাস করবে না, কাল ৯০ মিনিটে স্টারিজ এর পা থেকে মিলনার বল পেতেই আমার সিক্সথ সেন্স জেগে উঠেছিল, গোল হচ্ছেই। আগে জানতাম না আমার সিক্সথ সেন্স আছে, কাল জানলাম।
  • রোবু | 213.99.211.18 | ১৫ এপ্রিল ২০১৬ ১২:৩৪645869
  • সব ফার্স্ট রাউন্ড দেখলাম, বিভিন্ন কারণে সেকেন্ড রাউন্ডগুলো সব মিস করলাম, লিগ, কাপ দুটোই। গান্ধীকে কনগ্রা।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৫ এপ্রিল ২০১৬ ১৮:৫৫645871
  • মনে হচ্ছে আবার চ্যাঃ লিগের ফাইনাল টা মাদ্রিদ ডার্বি হতে চলেছে।
    যদি কোঃ ফাইনালের পারফর্মেন্স ধরে রাখতে পারে, তাহলে মাদ্রিদ ডার্বি হতেই পারে।

    এদিকে লিভারপুল, সেমিতে তুলনামুলক সহজ টিম পেয়েছে, আবার সেকেন্ড লেগ ঘরে খেলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন