এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪০১৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 24.139.196.6 | ০৩ মে ২০১৬ ০৭:৩৬645905
  • বাবা লেস্টারের এত্তো সাপোর্টার ছিলো?
    এতো, এতো সুবোধ লইয়া আমি কি করিবো?
  • + | 175.246.93.159 | ০৩ মে ২০১৬ ০৭:৪৯645906
  • লেস্টার লেস্টার করতে করতে লোকজন ইবে-ব্যেঙ্গালুরু-মোবা র খেলার কথা ভুলেই গেছে সবাই।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৩ মে ২০১৬ ১১:৩৫645907
  • কালকের মতো খেলা দেখতে বসে dilemma আগে কখনো হয়নি।

    কাকে সাপোর্ট করবো? চেলসী/স্পার্স দুজনের কাউকে করা যায় না। আমি আবার আরো বেশী রকম চেলসী-বিরোধী।
    এদিকে লেস্টার লিগ জেতার জন্যে চেল্সী'র পয়েন্ট পেতেই হবে। চেল্সী গোল খেলেও আনন্দ হচ্ছিল, আবার গোল দিলেও।

    ইবে-মোবা-ব্যাঙ্গালুরু দের ভুলিনি।
    ফেডারেশন কাপ ফলো করছি। মোবা অ্যাওয়ে ম্যাচ জিতেছে আর ইবে-ব্যাঙ্গালুরু হেরেছে, তাই তো?
  • + | 175.246.93.159 | ০৩ মে ২০১৬ ১১:৩৯645908
  • হুম্ম, তাই।

    লিস্টার জিততে বেশ ভালো লাগছে।
  • ঊমেশ | 96.0.57.209 | ০৪ মে ২০১৬ ০২:১১645909
  • অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ অ্যাঃ মাদ্রিদ

    প্রথমে বার্সা, তারপর বেয়ার্ন।
    পরপর দুই পাওয়ার-হাউস কে হারিয়ে ফাইনালে সিমোনে'র টিম।

    পেপ, হোসে, নিয়ে যতই কথা হোক, আমার মতে এই মুহুর্তে বেস্ট ম্যানেজার হোলো, সিমোনে আর পোচেট্টিনা (শত্রু টিমের ম্যানেজার হলেও বলছি)।
  • Arpan | 24.195.238.48 | ০৪ মে ২০১৬ ০২:১৪645910
  • বহুত ঝাঁট জ্বালানে টিম। ছোটলোকের মত খেলে।

    আশা করব রিয়াল এদের আবার হারবে।
  • Arpan | 24.195.238.48 | ০৪ মে ২০১৬ ০২:১৫645912
  • অ্যাল, হারাবে। ঃ)
  • Tim | 140.126.225.237 | ০৪ মে ২০১৬ ০২:১৫645911
  • অ্যাঃ মাদ্রিদকে দুচক্ষে দেখতে পারিনা। মিডিওকার দল টানা গুন্ডামি করে যায়। এই যদি ফুটবলের বত্তমান হয় তো সেখানে তিনোযুগ এলো বলে।
  • Arpan | 24.195.238.48 | ০৪ মে ২০১৬ ০২:১৭645913
  • আশা করব উয়েফা ফাইনালে সিমিওনেকে ব্যান করবে। ফোর্থ অফিশিয়ালকে ধরে কেলিয়েছে। তার আগে রিবেরির গলা টিপে ধরেছিল।

    মাইরি, পুরো লাতিন আমেরিকার স্ট্রিট ফাইটার সব। সিমিওনি, কোস্তা, সুয়ারেজ।
  • Robu | 11.39.37.22 | ০৪ মে ২০১৬ ০২:১৮645915
  • মিডিওকার দল নয়। বাকি সব মেনে নিলাম।
  • Tim | 140.126.225.237 | ০৪ মে ২০১৬ ০২:২৩645916
  • আচ্ছা মিডিওকার বলা বাড়াবাড়ি হয়ে গেছে। তবে অত ভালোও না। এই টোরেস কিসব মিস করে। আগেরদিন শুধু গোলকিপারকে পেয়েও গোল করতে পারেনি, আজ পেনাল্টিটা যা মারলো ভাবা যায়না।
  • Arpan | 24.195.238.48 | ০৪ মে ২০১৬ ০২:২৪645917
  • উমেশ অ্যালেগ্রির নাম করল না। খুব বাজে জায়গা থেকে জুভকে চ্যাম্পিয়ন করিয়েছে। টিংকারম্যান আর অ্যালেগ্রি আমার বিচারে কোচ অফ দ্য সিজন।

    লা লিগাটা অবশ্য সেশ হয়নি এখনো।
  • Tim | 140.126.225.237 | ০৪ মে ২০১৬ ০২:২৫645918
  • লা লিগা অ্যাঃ মাদ্রিদ জিতলে খুব বাজে হবে। যদিও বার্সা স্মুদ খেলছে
  • Arpan | 24.195.238.48 | ০৪ মে ২০১৬ ০২:৪০645919
  • বিবিসি থেকেঃ

    "Pep has only had to rebuild a team once, and he had the best player ever to build around, he's taken Bayern backwards, City will be a real challenge for him, they will be the worst team he's managed by a distance and they need a major overhaul and no Messi to build it around."
  • Robu | 11.39.37.22 | ০৪ মে ২০১৬ ০২:৪৪645920
  • গুন্ডামির কেসটা কী বলত টিমদা, কেউ ফিজিক্যালি করে, কেউ ফিন্যান্সিয়ালি, যেমন বার্সা, রিয়েল। ঘরোয়া লেগ দেখলে সিটি, চেলসি, পিএসজি, এমনকী বেয়ার্ন। দুইই গাজোয়ারি। আমার পোশায় না। এরপর আছে বড় টিমের রেফারিকে ঘিরে ধরা, ইনফ্লুয়েন্স করা।
    তবে ঐ আর কি, আদর্শ কম্পিটিশন বলে তো কিছু হয়না।
  • Tim | 140.126.225.237 | ০৪ মে ২০১৬ ০২:৪৬645921
  • রোবু, সবেতেই খুব একমত, কিন্তু খেলাটা তো থাকতে হবে? খেলাটাই যদি বিশ্রি হয়ে যায়, কি লাভ বল
  • Arpan | 24.195.238.48 | ০৪ মে ২০১৬ ০২:৪৯645923
  • রোবু, ক।

    কিন্তু তাও তো লোকে লেস্টারকে ধন্য ধন্য করে। চেলসিকে করে না। বা অ্যাটলেটিকোকে করে না।

    অ্যাম আই জাস্ট আ ডিসগ্রেস অন দ্য পিচ? প্রশ্নটা নিজেকে করা উচিত। এখন না করুক, ভবিষ্যতে যেন করে।
  • Robu | 11.39.39.189 | ০৪ মে ২০১৬ ০২:৪৯645922
  • টিংকারম্যান আর অ্যালেগ্রি আমার বিচারে কোচ অফ দ্য সিজন।
    ক।

    এতলেতিতে গোদিন, গ্রিজমান, কোকে, গাবি - বাকি অনেক আরো জনপ্রিয় প্লেয়ারের থেকে ভাল।
  • Robu | 11.39.39.189 | ০৪ মে ২০১৬ ০২:৫০645924
  • টিমদা, এই পয়েন্টে এসে আর আর্গু করিনা, এখানে একমত।
  • Robu | 11.39.38.219 | ০৪ মে ২০১৬ ০২:৫৬645926
  • অর্পণদা, ভাটে লিখেছিলে প্রশ্ন, সিমিওনির ব্যাপারে। না, কনফার্মড না। উচিত ব্যান করা, সেটাই বলছিলাম।
  • Tim | 140.126.225.237 | ০৪ মে ২০১৬ ০৩:০৬645927
  • গোদিন বেশ ভালো, কোকে অতটাও না। বাকিদের অতটা দেখিনি যে বলতে পারবো।
  • + | 175.246.93.159 | ০৪ মে ২০১৬ ০৭:১৩645928
  • গোদিন-কোকে-গ্রিজম্যান-ওব্লাক-টোরেস (যতই মিস করুক) এরা কিন্তু শুধু মারামারিই করেনা। সিমোনে বাড়াবাড়ি করে ফেলে ঠিকই, কিন্তু এই টিম নিয়ে চ্যাম্পিয়নস লীগ ফাইনাল দুবার। ফলে শুধু গুন্ডামি??

    @অপ্পণদা, 02:17 AM

    সুয়ারেজকে এই দলে!!
    পেপে-র‌্যামোস এরা তো লাটিন নয়, এদের নাম নিলেনা??

    ওদেকে আই লীগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু আই লীগে রেলিগেটেড আইজলের কাছে হেরে ফেড-কাপ থেকে বিদায়।
  • potke | 116.216.182.9 | ০৪ মে ২০১৬ ০৮:১৭645929
  • দুটো লেগ দেখলাম। ফিলিপে লুইসের কথা কেউ বল্ল না। এত ঠান্ডা মাথা আর কভারিং!

    অ্যাঃ লিঃ যথেষ্ট স্কিলফুল টিম।

    পেপ এসে ইপিলে ছড়াক, খুশী হই।
  • নেতাই | 169.245.48.100 | ০৪ মে ২০১৬ ১০:২৯645930
  • অ্যাঃ মাদ্রিদের থেকে বায়ার্ন তো বেশী মারামারি করলো।

    তবে এই পার্ক দ্য বাস দেখতে ভালো লাগেনা। এমনিতে এখন কেমন সব টিম ই অ্যাভারেজ লাগে। এমনকি রোনাল্ডোও তো আজ অতীতের ছয়ামাত্র।
  • উমেশ | 118.171.128.168 | ০৪ মে ২০১৬ ১১:২৭645931
  • কাল কি আমি বেশী উৎসাহে গর্ব করে ফেলেছি?
    আজ দেখি সবাই সিমোনে কে গালাগালি করছে আর কেউ পোচেট্টিনা'র নাম পর্যন্ত নিচ্ছে না।
    টিংকারম্যান এবছর দারুন কামাল করেছে, কিন্তু ম্যানেজারী কেরিয়ার এমন কিছু উজ্জ্বল নয়। তাই বড়োজোর ম্যানেজার অফ দ্য ইয়ার (২০১৬) বলা যায়, কিন্তু সেরা ম্যানেজার বলতে পারছি না।

    সিমোনে আর পোচেট্টিনা সবে শুরু করেছে, দুজনই এখনো পর্যন্ত মাঝারী টিম বেশ ভালো করছে। সত্যি করে বড়ো টিমে কেমন করবে সেটা এখন দেখার।
  • উমেশ | 118.171.128.168 | ০৪ মে ২০১৬ ১৯:১০645932
  • কাল ব্যাঙ্গালুরু আউট, আজ ইবে আউট।
    মোবাদের তো পোয়াবারো।

    আগাম অভিনন্দন মোবা টিম আর তাদের সাপোর্টার দের।
  • b | 135.20.82.164 | ০৫ মে ২০১৬ ১২:৩৬645933
  • আরে মোবা তো ৩-২ এ হেভি জিতেছে। গো মোবা গো!

    (শেষে মোবার জন্যে গলা ফাটাচ্ছি, আমার দেখি বুদ্ধবাবুর চেয়েও খ্রাপ অবস্থা)
  • Tim | 108.228.61.183 | ০৫ মে ২০১৬ ১২:৪২645934
  • বি ঃ-))

    মোবা কে আর গো বলতে হবেনা। খুবই গো হয়ে আছে। সঞ্জয় সেন লিমিটেশন নিয়েও অন্তত কনসিস্টেন্ট বলে ভালো লাগে।
  • cb | 192.70.20.106 | ০৬ মে ২০১৬ ০০:২৮645935
  • মোবা ৪ গোল দিল সালগাওকারকে
  • উমেশ | 118.171.128.168 | ০৬ মে ২০১৬ ১২:৪৯645937
  • মোবা ৪ গোল দিলো আর লিভারপুল ৩ গোল দিলো, তাও গান্ধী'র দেখা নাই।

    আমি যে দুজন কে ওয়েঙ্গারের উত্তরসুরী হিসাবে দেখতে চেয়েছিলাম, তারা দুজনই ইংল্যান্ডে দারুন সফল, দুঃখের কথা আর্সেনালে আসার আর কোনো চান্স নেই (ক্লপ আর পোচেট্টিনা)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন