এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪০৬৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 192.70.8.153 | ০৮ মে ২০১৬ ২০:১৩645938
  • মোবা ৫৫ মিনিটের মধ্যে শিলঙ্গ লাজঙ্গকে ৪ গোল দিল :)
  • উমেশ | 118.171.128.168 | ১২ মে ২০১৬ ১৭:১৭645939
  • আগের দিন যখন ভিলা কে হারাতে পারলো না, আর চেলসী কে সা'ল্যান্ড হারিয়ে দিলো, তখনই সব ঠিক হয়ে গিয়েছিলো নিউকাসেল এর আর চান্স নেই, কাল পাক্কা মোহর পড়ে গেলো।

    বিগ স্যাম, টোনি পুলিস, মার্টিনেজ রা প্রিমিয়ার লিগে রেলিগেশন বাঁচানোর স্পেশালিস্ট। এরা ভালো টিমে পেলেও বড়ো কিছু ভাবতে পারে। শুধু রেলিগেশন নিয়েই ভাবে। মাইক অ্যাশলের বোধহয় প্লান ছিলো নেমে যাওয়ার, কিন্তু কি লাভ? পরের বছর থেকে প্রিমিয়ার লিগের মিনিমাম প্রাইজ মানি বেড়ে ১০০মিলিয়ন থেকে ১৭০ মিলিয়ন হচ্ছে।
  • নেতাই | 169.245.48.100 | ১২ মে ২০১৬ ১৭:৪৮645940
  • মোবা তিন গোল খেয়ে গেসলো স্যা স্যা
  • উমেশ | 118.171.128.168 | ১২ মে ২০১৬ ১৮:১২645941
  • মার্টিনেজ এর খবর টা শোনার জন্যে বসেছিলাম। ভেবেছিলাম রবিবারের পরে হবে, কিন্তু আজই স্যাকড হয়ে গেলো।

    একটা সময় মনে হতো মার্টিনেজ ভালো ম্যানেজার, কিন্তু পরে বুঝলাম, ছোটোদলের জন্যেই ভালো। মাঝারী বা বড়ো দলের যোগ্য নয়। উইগ্যান, সান্ডার্ল্যান্ড, মতো টিমের জন্যে ঠিক আছে, এভার্টন এ চলবে না।

    তবে কি আবার ডেভিড মোয়েস ফিরছে?
  • উমেশ | 118.171.128.168 | ১৩ মে ২০১৬ ১৪:৫২645942
  • এবারের প্রিমিয়ার লিগে শেষ দিনের জন্যে কোনো উত্তেজনা বাকি রাখেনি।
    প্রথম চার মোটামুটি কনফার্ম, শেষ তিনজন সিওর হয়ে গেছে।

    আগের দিন ম্যানু যদি ওয়েস্ট-হ্যাম কে হারাতো, তবে কিছুটা উত্তেজনা বাকি থাকতো। তাও হলো না। পেলিগ্রিনি এতো বার সুযোগ দিলো, তবুও ভ্যান গাল সেটা নিতে পারলো না।

    বরং এবারের লা-লিগা'র শেষ দিন বেশ এক্সাইটিং হতে পারে।
  • Jay | 100.218.175.7 | ১৩ মে ২০১৬ ২২:৪৯645943
  • মার্টিনেজ উইগানকে রেখেছিল বারদুএক, কিন্তু যেবার উইগান নেমে গেল সেবারওতো মার্টিনেজই কোচ ছিল- ছিল না?
  • উমেশ | 96.0.57.209 | ১৪ মে ২০১৬ ১২:১৭645944
  • সেটা তো এফএ কাপ জেতার আনন্দে ফোকাস সরে গিয়েছিল, না হলে টিকে যেত।
    কাপ জেতা টাকে বেশী গুরুত্ব দিতে গিয়ে লিগে ছড়িয়ে ফেলে। তাও লাস্ট দিনের রেসাল্ট এ বোধহয় গোল ডিফারেন্স না এক পয়েন্টের জন্যে।
  • উমেশ | 96.0.57.209 | ১৫ মে ২০১৬ ২১:২০645945
  • পরে যখন নিউকাসেল প্রিমিয়ার লিগে ফিরবে, আর্সেনাল এর সাথে প্রথম ম্যাচটার পুরো পয়েন্ট নিউকাসেল কে উপহার দেবো।
  • Arpan | 24.195.230.11 | ১৫ মে ২০১৬ ২১:২২645946
  • অজ্জিত, বিগ থ্যাংকুজ। ঃ)

    ওই, উমেশের কথা একটু ঘুরিয়ে বলি সান্ডারল্যান্ডকে গোলের মালা পরাব, যাতে তোমাদের উবগার হয়।
  • Robu | 11.39.39.204 | ১৫ মে ২০১৬ ২১:২৬645948
  • ফ্ল্যামবয়, রসিস্কি আর আর্তেতাকে থ্যান্ক্স। ঢুন্ডুবাবুকেও। স্যাডলি, সান্ডার্ল্যান্ডকে সেদিন হারাতে পারলে আজকেও রেলিগেশন ব্যাটল অন থাকত।
  • Arpan | 24.195.230.11 | ১৫ মে ২০১৬ ২১:৩৯645949
  • জন টেরি আর চেলসিতে থাকছে না?
  • Robu | 11.39.39.204 | ১৫ মে ২০১৬ ২১:৪৪645950
  • কেউই শিওর নয়। স্পীচ টিচ দেখে, চোখের কোণ চিকচিক দেখে তো মনে হল, না।
  • Sudipta | 125.241.69.47 | ২১ মে ২০১৬ ২১:৪০645951
  • হৃদয় জুড়ে মোহনবাগান!
    হসপিটালের বেডে শুয়ে চোখের সামনে একটা কোচ-বিহীন দল কে পরিকল্পনার অভাবে হঠাত হারিয়ে যেতে দেখেছিলাম আই লীগের দৌড় থেকে। শরীর আর মনের কষ্ট খুব একটা আলাদা করতে পারি নি। আর পোস্ট করতেও মন উঠত না। শেষ ম্যাচে ব্যাঙ্গালুরু কে পাঁচ গোল দেওয়ার সময় পুরো দলটার জেদ আর একাত্মতা দেখে বুঝেছিলাম ফেড কাপ জিতবই! সঞ্জয় সেনের শাস্তির পর বোধ হয় সব কটা গোল ই বাগান ঢুকিয়েছে ফেডারেশনের গোলে; সব গোল-ই বোধ হয় সদস্য সমর্থকরা প্রাণ ভরে উত্সর্গ করেছেন ফেডারেশনের উদ্দেশ্যে! এই টিমটা আমার দেখা সেরা টিম খেলার মানের দিক থেকে। আর তার কারণ মোটেই শুধু সনি-গ্লেন-কাত্সুমি নয়! প্রীতম-ধনচন্দ্র-কিংশুক-সৌভিক-প্রণয়-বিক্রমজিত-লেনি-জেজে-আজহারউদ্দিন এরা প্রত্যেকে যে খেলাটা গত দুই বছর ধরে খেলে চলেছে ভাবা যায় না! অথচ এদের বেশ কয়েক মাস ধরে বেতন অনিয়মিত, প্লেয়িং কিটের অভাব, টুটু বসুর ব্যক্তিগত টাকায় কোনরকমে বেসিক টাকার প্রয়োজন মিটিয়ে খেলে চলেছে, স্পনসর নেই! এক-ই অবস্থায় রয়েছেন কোচ ও তার সহকারীরা! সঞ্জয় সেন, শংকরলাল, গার্সিয়ারা যেভাবে টিম টাকে এত কিছু সত্ত্বেও একসাথে বেঁধে রেখে মোটিভেট করে গেছেন দু-বছর ধরে, ভাবা যায় না! ফেডারেশনের পাইয়ে দেওয়া সেরা দল আর কোচ এর তকমা যে দলের জুটুক, গত দু-বছর ধরে সেরা দল মোহন বাগান আর সেরা কোচ সঞ্জয় সেন [সবচেয়ে যেটা চোখে লেগেছে, সঞ্জয় সেনের চাঁছাছোলা হার না মানা মনোভাব, বক্তব্য, ম্যান ম্যানেজমেন্ট আর গেম রিডিং], সেটা আরও প্রমাণ হলো আই লীগ চ্যাম্পিয়ন, রানার্স আর ফেড কাপ জয়ের পর! কর্মকর্তারা নানা অপদার্থতা সত্ত্বেও অন্তত এই টিম ধরে রাখার কাজ টা বা বিপদে পাশে থাকার কাজটা ঠিক ঠাক করে গেছেন। জানি না আই লীগের ভবিষ্যত কি, আর ফেড কাপ থাকবে কিনা, IMGR ভারতের ফুটবল কে কত নিচে নামিয়ে বিক্রি করে দেবে, জানি না বাগানের এই টিম ভেঙ্গে যাবে কিনা, কিন্তু এই দু বছর যে সুন্দর ফুটবল প্রিয় দল উপহার দিয়ে গেল, মনে থেকে যাবে!
    মোহন বাগান হৃদয় জুড়ে ছিল, আছে, থাকবে!
  • Sudipta | 125.241.69.47 | ২১ মে ২০১৬ ২১:৪৪645952
  • গুগল লে-আউটে ৎ ঠিক্ঠাক আসে নি, ত হোয়ে গেছে।
  • avi | 113.24.86.115 | ২১ মে ২০১৬ ২১:৫১645953
  • বাহ, ভালো লাগলো।
  • potke | 132.172.225.22 | ২১ মে ২০১৬ ২২:২২645954
  • কোনো অঘটন না ঘটলে এই টিম ধরে রাখা মুশ্কিল হবে।
  • lcm | 83.162.22.190 | ২২ মে ২০১৬ ০১:০৬645955
  • IMGR টা কি?
  • Tim | 108.228.61.183 | ২২ মে ২০১৬ ০৭:৫৭645956
  • মোবাকে অনেক অভিনন্দন। ভালো লাগলো লেখাটা।
  • + | 126.202.209.55 | ২২ মে ২০১৬ ১০:২৬645957
  • বড়ি। নেটে সকলে সময় পাচ্ছিনা। প্রীতমের কথা লিখি, প্রচুর বাজে খেলেছে একসময়, কাল প্রীতম না থাকলে প্রথম হাফেই গোল খেয়ে জেতাম। ঊফ্ফ মোবাইলে থেকে লেখার খুব চাপ
  • potke | 132.172.225.22 | ২২ মে ২০১৬ ১১:০৬645959
  • কাল প্রীতম নিজের খেলা খেলেছে, মরশুমের শেষ ম্যাচে।

    ল্যাদোষ দা, ওটি হচ্ছে মুকেশ আমবানী এন্টারপ্রাইস, আ এস এলে মেন স্পন্সর, টিম ও আছে।

    পরের প্রশ্নঃ আই এস এল কি?
  • cb | 192.70.108.231 | ২২ মে ২০১৬ ১২:৪৫645960
  • এই লসাগুদা মাইরি একটা বিশ্রী লেভেলের হলধর :-)
  • potke | 132.172.225.22 | ২২ মে ২০১৬ ১৩:০৪645961
  • আরে, উনি এগুলো ইচ্ছে করে করেন ঃ) নইলে তো জ্যেঠুকে জিগালেই হয়!
  • aranya | 154.160.130.93 | ২৩ মে ২০১৬ ০০:০৪645962
  • কনগ্রা মোবা
    তবে ফেডারশন বোধায় ইবে, মোবা দুটো ক্লাব কেই ধ্বংস করতে চায়
  • Sudipta | 11.39.56.71 | ২৩ মে ২০১৬ ০৯:৩০645963
  • তার কারণ বাঙ্গলা, গোয়া আর এখন উত্তর পূর্বের ক্লাব্গুলোকে শেষ করতে না পারলে ফ্র্যান্চাইজি গুলোর জনপ্রিয়তা দিনে দিনে নিম্নগামী হবে আর অম্বানীর ব্যবসার বড্ড ক্ষতি হয়ে যাবে যে!
  • + | 126.203.182.142 | ২৩ মে ২০১৬ ০৯:৩৭645964
  • হেব্বি জ্বলছে।কোলকাতায় বসে আছি। তবু মাঠে গিয়ে সাপোর্ট করতে পারছিনা।

    আইএসেল এবার কি হিট হবে?? ফেডরেশন বেশি বাড়াবাড়ি করলে মোবা ইবে সাপোর্টাররা এটিকে ম্যাচ বয়কট করবে কথা চলছে। এটিকে ম্যচে ভিড় না হলে বাকিদের কথা ছেড়েই দিলাম। এমনিতেও আগের বছর সবাই লস করেছে। এত পয়সা দিয়ে মালুদা, মুতু, ৪০ বছরের লুসিও র খেলা লোকে দেখবে কেন??

    অইজলকে যদি আইলীগ থেকে নামিয়ে দেয়াটা না পাল্টায়, ওরা ফিফায় যাওয়া ঠিক করেছে, সেক্ষেত্রে এআইএফেফ বাঁশ খেল বলে
  • netai | 11.39.40.19 | ২৫ মে ২০১৬ ১২:৩৭645965
  • মোবা হেরে বা'চলো
  • + | 213.110.242.8 | ২৫ মে ২০১৬ ১৪:০৬645966
  • দেখে মনে হল ছেড়ে দিল। পরের রাউন্ডে আইএসেল চলবে, অর্ণব-পঙ্কজ মৌলা-তীর্থঙ্করদের নিয়ে খেললে মান-ইজ্জত থাকত না।
  • umesh | 72.254.195.217 | ২৫ মে ২০১৬ ১৪:২৬645967
  • আমার অফিসে গুরু ব্লক করে দিয়েছে কিছুদিন হলো।
    কতো কিছু খবর, কিন্তু মোবাইল থেকে লিখতে ইচ্ছে করে না।
  • aranya | 83.197.98.233 | ২৬ মে ২০১৬ ১০:৫৭645968
  • কিংশুক কেমন খেলে? সণ্জয় সেন বলেছেন দেখলাম ডেফিনিটলি জাতীয় শিবিরে ডাক পাওয়া উচিত ছিল
  • Sudipta | 11.39.38.182 | ২৭ মে ২০১৬ ০৮:৩২645971
  • কিংশুক এই বছর মোহনবাগানের সবচেয়ে কনসিস্টেন্ট ডিফেন্ডার। গোটা আই লীগ আর ফেড কাপ জুড়ে দারুণ খেলেছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য। ফাইনাল ট্যাকলগুলো খুব পরিষ্কার, ঠান্ডা মাথা ।কম বয়সীদের মধ্যে আজহারুদ্দিন মালিক কে বেশ ভালো লাগল, ভালো স্কিলফুল প্লেয়ার, ফিজিক টা যদি একটু বানিয়ে নিতে পারে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন