এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মুসলমানদের কি ধর্মান্ধ হিসাবেই চিহ্নিত করবো?

    bip
    অন্যান্য | ১৩ জুলাই ২০১৪ | ৮৮৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 78.33.140.55 | ১৩ জুলাই ২০১৪ ১১:৪৩647245
  • ইসলাম নিয়ে অন্যান্য ধর্মের মতন হতাশ হলেও মুসলিমদের নিয়ে হতাশ আমি নই। যারা ভাবছেন মুসলমানদের ভবিষয়ত নেই কারন ওরা ইসলামের অন্ধকারে ধর্মান্ধ-তারাও ভুল ভাবছেন। একসময় আমরা হিন্দুরা, বা খ্রীষ্টানরাও ধর্মান্ধই ছিলাম। কিন্ত পরিবর্তিত রাজনীতি ও সমাজ-আরো পরিস্কার করে বললে পরিবর্তিত উৎপাদন ব্যবস্থা আমাদের ক্রমশ ধর্ম প্রসঙ্গে লিব্যারাল এবং সেকুলার করেছে।

    এর মূল কারন অবশ্যই উৎপাদন ব্যাবস্থার পরিবর্তন। আমেরিকার অধিকাংশ মুসলমান ইমিগ্রান্ট হলেও নিজেদের আমেরিকান ভাবে এবং তাদের একটা বড় অংশই ধর্মান্ধ বিরোধি। ভারতে বা ইউরোপে মুসলিমদের মধ্যে ইসলামি ভাব বেশী এবং ধর্মান্ধও বেশী। কেন এমন হয়?

    এর মূল কারন অবশ্যই ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা। আমেরিকাতে মুসলিমরা দেখেছে, মুসলমান হওয়া সত্ত্বেও মার্কেটের কারনে প্রতিভা এবং কর্মদক্ষতার খাতিরে তারা যোগ্য কাজ পেয়ে থাকে। এই সিস্টেমে ধর্মের চেয়ে অর্থ বড় এবং সেখান থেকে উপকৃত হয়ে তারা আস্তে আস্তে আমেরিকান সিস্টেমের উপকারিতা বোঝে -ইসলাম তাদের কাছে একটা স্পিরিচুআল লেভেলে থেকে যায়। তাতে অসুবিধা নেই। মাথা থেকে শরিয়া, পলিটিক্যাল ইসলামের ভূত নামে।

    ভারতে সামন্ততান্তিকতার রমরমা আর ইউরোপে স্যোশালিজমের। মুসলমানদের এখানে যোগ্যতা এবং প্রতিভার খাতির যথাযত হয় না। তারা অনেক বঞ্ছনার শিকার। ফলে অনেক ক্ষেত্রেই বঞ্ছনাটা ধর্মীয় জিহাদের রূপ নেয়। সেটাই আমরা দেখি এবং এটা বুঝতে অসমর্থ হই-এর পেছনে অনেক আর্থ সামাজিক কারন আছে।

    আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমেরিকান ক্যাপিটালিজমের ভাল দিক-খারাপ দিক অবশ্যই আছে। ভাল দিক যেটা দেখি-সেটা হচ্ছে এই সিস্টেম জাতি ধর্মের ওপরে উঠে যোগ্যতাকে, প্রতিভাকে সন্মান দিয়ে থাকে। মুসলমান সমাজের মধ্যে বা মুসলিম রাষ্ট্রগুলিতে যথাযত ক্যাপিটালিজম এলে, মার্কেট তার নিজস্ব কায়দায় ধর্মকে কাবু করবে। কিন্ত সেটা হওয়ার নয়-কারন মধ্যপ্রাচ্যে ব্যবসা নিয়ন্ত্রন করে প্রিন্সরা। পাকিস্তান চালায় ৪০০ জমিদার ফামিলি।

    আজ থেকে ৬০-৭০ বছর আগেও ভারতে মেয়েদের কাজ করা বা উচ্চশিক্ষার চল ছিল না। কিন্ত ৩০-৪০ বছর আগে মধ্যবিত্ত দেখল, বাড়ির মেয়েরা কাজ না করলে, সংসার চালনো মুশকিল। ফলে মূলত হিন্দু মধ্যবিত্ত মেয়েরা চাকরি করতে এল-পশ্চিম বঙ্গে এটা আরো আগে এসেছে-কারন অনেক বাঙাল ফামিলিতেই মেয়েরা চাকরি না করলে সংসারগুলো পথে বসত।

    এর নীট ফল হয়েছে দুটি-প্রথমত ফামিলি সাইজ কমে দুই সন্তানে এসেছে। আর মেয়েদের স্বাধীনতা বৃদ্ধিতে ধর্মের প্রকোপ কমেছে। ধর্মের প্রকোপ কমাতে গেলে নারীর চাকরি সবার আগে দরকার। ধর্ম আসলেই পুরুষতান্ত্রিকতার দশাননের মূল মুখ।

    কিন্ত মুসলিম মেয়েরা চাকরিতে এল না ভারতে। না তারা যোগ দিতে পারল পারিবারিক ব্যবসায় । এটাই মূল কারন ভারতে মুসলিমদের পেছনে চলে যাওয়ার এবং এর জন্য নেহেরু দায়ি। কারন ভারতে মুসলিমদের শরিয়া আইনের কবলে রেখে মুসলিম মেয়েদের সব অধিকার হরন করা হয়।

    সুতরাং আমেরিকার মতন একটি ইকুয়াল অপারচুনিটি নির্ভর মার্কেট ইকোনমির সাথে মুসলিম সমাজ যোগ দিলে মার্কেটের চাপেই ইসলাম বাস্প হবে। মার্কেটের মহিমা ধর্মের চেয়েও বড়। এর জন্যে মুসলিম দেশগুলিতে গণতন্ত্র এবং ধনতন্ত্র দুটোই দরকার। দুর্ভাগ্য এই যে আমেরিকানরা মুসলিম দেশে তার উল্টোটিই চালিয়েছে।
  • সে | 203.108.233.65 | ১৪ জুলাই ২০১৪ ২১:২৮647356
  • নো।
  • ranjan roy | 24.98.150.179 | ১৪ জুলাই ২০১৪ ২১:৫৪647420
  • সে,
    কোনটা নো? টইয়ের প্রশ্নটি না বিপের বক্তব্যটি?ঃ))))
  • সে | 203.108.233.65 | ১৫ জুলাই ২০১৪ ০৬:২০647431
  • সব মেখে রয়েছে। তাই পুরোটাই।
  • dd | 125.241.114.47 | ১৫ জুলাই ২০১৪ ১০:২৩647442
  • বিপের লেখা আমার সচরাচর ভালো লাগে - ঐ স্টাইল ফাইল শুদ্ধু। মতে মিলুক না মিলুক।

    কিন্তু এই লেখাটা খুব শ্যালো লাগলো। বা খুব বড়ো একটা থিওরীকে (কেপিতালিসমের বন্যায় ভেসে যাবে ইসলাম, ম্যাক্ডোনাল্ডে, পেপসীতে ডুবে যাবে বোকা হারাম) খুব কনডেন্স করে "এক লাইনে লিখ" টাইপের হয়ে গ্যাছে। ফলতঃ জমে নি।
  • ranjan roy | 24.98.150.143 | ১৫ জুলাই ২০১৪ ১০:২৮647453
  • ডিডিকে ক। অতিসরলীকরণ।
    এই বিতর্কিত বিষয় নিয়েই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহমুদ মামদানীর " গুড মুসলিম, ব্যাড মুসলিম" বইটি দ্রষ্টব্য।
    উনি আফ্রিকান মুসলিম, আবার ভারতের জামাই! মুম্বাইয়ের চিত্রপরিচালক মীরা নায়ারের অর্ধাঙ্গ।
  • Abhyu | 141.220.183.155 | ১৫ জুলাই ২০১৪ ১৪:১০647464
  • বইখানির অনুবাদটাও ভালো, সেটা তো রঞ্জনদা বলবেন না, তাই আমিই বললাম।
  • Abhyu | 141.220.183.155 | ১৫ জুলাই ২০১৪ ১৪:১১647475
  • *বাংলা অনুবাদ
  • ranjan roy | 24.98.150.143 | ১৫ জুলাই ২০১৪ ১৫:০৭647486
  • অভ্যু,
    ঃ))))
  • তাপস | 233.29.202.37 | ১৫ জুলাই ২০১৪ ১৫:১৭647246
  • এইটা সাংবাদিক রজত রায়ের অনুবাদ না? ছাতিম থেকে বেরিয়েছিল?
  • de | 69.185.236.54 | ১৫ জুলাই ২০১৪ ১৫:২৬647257
  • অনুবাদ বইটার পুরো নাম কি?
  • de | 69.185.236.54 | ১৫ জুলাই ২০১৪ ১৫:৩৩647279
  • থ্যাংকু, তাপস!
  • তাপস | 233.29.202.37 | ১৫ জুলাই ২০১৪ ১৫:৩৪647290
  • :-)
  • সে | 203.108.233.65 | ১৬ জুলাই ২০১৪ ২১:০৬647323
  • Su | 181.33.192.182 | ১৭ জুলাই ২০১৪ ১৩:৩০647357
  • http://en.wikipedia.org/wiki/Ali_Sina_(activist) আলি সিনা কে এবং কেন তার লেখা ব্যবহৃত হল এখানে
  • ... | 177.124.124.21 | ১৮ জুলাই ২০১৪ ২০:০৫647368
  • এসব কি লিন্ক দিয়েছেন Su, এই পবিত্র গুরুচন্ডালী কে কেন কলুষিত করছেন?
  • a x | 138.249.1.198 | ১৮ জুলাই ২০১৪ ২০:১২647379
  • অক্ষরধামের পরে এবার সুরাট।

    http://www.firstpost.com/india/surat-bomb-blast-supreme-court-acquits-11-accused-1624123.html

    Surat bomb blast: Supreme Court acquits all 11 accused

    New Delhi: The Supreme Court on Friday acquitted all the 11 accused convicted for January-February 1993 Surat bomb blast in Gujarat, in which a schoolgirl was killed and several people were injured.
    An apex court bench of Justice TS Thakur and Justice C Nagappam while acquitting the 11 accused reversed the TADA court verdict that gave them imprisonment varying from 10 to 20 years.
    In April 1993, two bombs exploded, one at the Surat railway station and the other near a school on Varacha Road. The bomb blast had killed one school girl and about 30 others were injured.
    Supreme Court of India. Reuters
    The accused were alleged to have used government vehicles to transport bombs and other equipment for the blast.
    Former Gujarat minister Mohammed Surti of the Congress party had also been convicted and sentenced to 20 years in jail for his involvement in the 1993 Surat blasts case.
    According to a Hindu report "it was claimed that the bombs were exploded in a reprisal for the communal riots that broke out in the wake of the demolition of the Babri mosque at Ayodhya in December 1992."
    With inputs from IANS
  • Ranjan Roy | ২০ জুলাই ২০১৪ ১১:৫০647390
  • @---,
    সত্যি দারুণ সব লিংক। এমন লিং আগে কোথাও দেখিনি না কি পরেও দেখব নাঃ))
    যেহেতু সিনা নিজে আগে ইসলামধর্মাবলম্বী ছিলেন কাজেই su এর জেশ্চার এমন যেন এর চেয়ে ইস্লাম ধর্মের অন্তর্নিহিত টেন্ডেন্সি নিয়ে অথেন্টিক বক্তব্য কি হতে পারে!
    বিনীত ভাবে su এবং -- কে জানাই এইধরণের দলত্যাগী ভেতরের খবর দেওয়া লিং সব ধর্ম /কমিউনিটির/ইডিওলজির জন্যে হয়েছে, রয়েছে, ভবিষ্যতেও থাকবে।
    আর এস এস থে 'মোহমুক্ত" দের লিং রয়েছে। কাঞ্চা ইলাইয়ার বই রয়েছে" কেন আমি হিন্দু নই" এবং আম্বেদকরের কথা ছেড়েই দিলাম। তেমনি ৫০ এর দশকে পাশ্চাত্যে কমিউনিজম থেকে "মোহমুক্ত" বুদ্ধিজীবিরা সংযুক্ত বই বের করেছিলেন-- ডয়েট্শর, কোয়েস্লার, স্পেন্ডার, অডেন, রিচার্ড রাইট ইত্যাদি। আবার রামকৃষ্ণ-বিবেকানন্দ-গান্ধী-রবীন্দ্রনাথে উদ্বুদ্ধ রোমাঁ রোলাঁ শেষ বয়সে গুপ্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে প্রাণ দিলেন।
    এসব চলতেই থাকে। তাই সিনার বক্তব্য উনি সিনা বলেই বিশেষ গুরুত্ব পাবে এমন নয়। পাবে বক্তব্যের ধারে ও ভারে। তাই সেটা নিয়েই আলোচনা হোক।
    su এর বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের থেকে নিশ্চিত বিপদ-- টেররিস্ট ও জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি।
    এর পেছনে প্রিসামশন স্পষ্টঃ
    ১) মুসলিম সমাজ একটি হোমোজিনাস সমাজ। ওদের এক চিন্তা, এক মন, এক প্রাণ!
    ২) ওদের সবাই জনসংখ্যা বৃদ্ধিতে নিবেদিত, কনভার্শনে নিবেদিত, টেররিস্টকে সাহায্যকারী।
    ৩) ওদের এত সাহস যে মুসলিম মেয়েকে বিয়ে করার অপরাধে একটি হিন্দু যুবককে মৃত্যুদন্ড দেয়! আর আমরা হিন্দুরা চুপ করে আছি!
    ৪) এর দীর্ঘস্থায়ী ফল--- ২০৫০ নাগাদ বঙ্গ দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র মুসলিম দেশ হবে বা বাংলাদেহের সঙ্গে যুক্ত হবে।

    ১)আমি দুটো বিন্দু নিয়ে নিজের মত জানাচ্ছি। অবশ্যই প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের নিজের পছন্দের জীবনসাথী চয়নের গনতান্ত্রিক অধিকারের পক্ষে, বাপ-মার হস্তক্ষেপেরই বিরুদ্ধে! মুসলিম অর হিন্দু! আর প্রাণদন্ড দেওয়া? এত হত্যা! আইপিসি অনুযায়ী সবকটার খুনের অভিযোগে বিচার হওয়া উচিত।
    কিন্তু লেখাটার মূল সুর যেন এটা মুসলমান সমাজের বৈশিষ্ট্য। এখানেই আমার আপত্তি! খুব কনভেনিয়েন্টলি চেপে যাওয়া হয়েছে যে এর চেয়ে অনেক বেশি ঘটনা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ঘটছে যেখানে ক্ষমতাশালী বাপ-মা হিন্দু-মুসলিম বিয়েই শুধু নয়, হিন্দুদের মধ্যেও অন্য সমাজে বিয়ে করার অপরাধে ছেলেমেয়ে উভয়কেই প্রাণদন্ড দিয়েছে-- নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।
    তাই খপ-পঞ্চায়েত মানসিকতা শুধু মুসলমান সমাজের নয়, সামন্ততান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য, --ক্ষমতার নগ্ন প্রকাশ।
    ২) দুবছর আগে বাংলায় কোরান কিনে এনে দেখলাম--যদি কোথাও চার-চারটে বিয়ে করার ফতোয়া দেখতে পাই। তারপর আমার বাড়ির কাজের (মুসলিম ধর্মের) মেয়েটিকে ডেকে বললাম যে এই দেখ, বলা আছে যদি দুজনকেও বিয়ে করতে হয় দেখতে হবে দুজনকে সমান সম্মান দিয়ে পালন করার ক্ষমতা আছে কি না! নইলে দুটো বিয়েও করা উচিৎ নয়। আর তোদের কিনা চার-চারটে বিয়ে!
    সে হেসে বলল-- দাদা, কেন এত মাথা ঘামাচ্ছেন? এই মাগ্গিগন্ডার দিনে লোকে একটা বৌ নিয়েই হিমসিম খায় তো দুটো আর চারটে! আমি তো একটাই বৌ। আর আমাদের একটিই মেয়ে। তার বিয়ে দিচ্ছি-- এবার।
    কাজেই ২০৫০ পর্য্যন্ত লোকের মানসিকতা একরকমই থাকবে এটা ধরে নেব?
    -- বে-আইনি অনুপ্রবেশ নিয়ে যে কোন সরকারই আইনি ব্যবস্থা নেবে, কিন্তু তাতে ধর্মের নামে শ্রেণী বিভাগ?
    -- হ্যাঁ, দুটো কমিউনিটির খাদ্যাভাস, কিছু চালচলন, ধর্মীয় আচার আলাদ। সেসব নিয়েই তো একসাথে থাকা। নইলে শাকাহারী ও মাসাহারী হিন্দু বা তামিল- বাঙালী বিয়েও বন্ধ করে দিতে হয়।
  • bip | 78.33.140.55 | ০২ আগস্ট ২০১৪ ০৭:০৮647401
  • দুই সপ্তাহ আগে ফক্স টিভিতে দেখলাম ইস্রায়েলের প্রাত্তন রাষ্ট্রদূত প্যালেস্টাইনের লোকজনকে উল্লেখ করছে " দোজ বাস্টার্ড বলে" - "টিচ দোজ বাস্টার্ড এ লেসন"। আমি নিজে ইস্রায়েলের সমর্থক -কিন্ত এই ধরনের কথা যখন ইস্রায়েলের কোন উচ্চ পদস্থ সরকারী কর্মচারী বলে, আমি অবশ্যই লিখব ইস্রায়েলের একটা অংশ বর্নবাদি। তাদের সাথে মুসলিম রাডিক্যালিস্টদের পার্থক্য কম। ঘৃণা খুব বাজে। ঘৃণা ধ্বংস হৌক। কিন্ত কে ঘৃণা ছড়ায় নি? কৃষ্ণ, মহম্মদ, লেনিন, স্টালিন, মাও-এরা সবাই ঘৃণার ব্যবসায়ী। আর চারিদিকে এদের হেগো পোঁদে চুমু খাওয়া চ্যালাচামুন্ডা। যারা ভালোবাসা ছড়াল-বুদ্ধ, গান্ধী, মহাবীর-এদের কে কে পোঁছে?
  • PM | 233.223.159.253 | ০২ আগস্ট ২০১৪ ১১:৪৯647412
  • "কাজেই ২০৫০ পর্য্যন্ত লোকের মানসিকতা একরকমই থাকবে এটা ধরে নেব?
    "

    যাতে সেটা পরিবর্ত্তন হয় তার জন্যেই তো এতো কথা। সব কিছু যেমন চলছে তেমন-ই চলবে----শুধু মুস্লিম বা খাপ মনসিকতা পাল্টে যাবে নিজে নিজে---এটা কি একটু বেশী অদৃষ্ট বাদী চিন্তা নয়?

    মুস্লিম ধর্ম যত না ধর্ম তার চেয়ে বেশী রাজনৈতীক দর্শন। এইখানেই সমস্যা।

    ১৯৫০-এ বাংলাদেশের হিন্দু জনসংখ্যা ছিলো ৩০+% পঃ বঃ এ ১৯%। এখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা <10% পঃবঃ এ মুস্লিম জনসংখ্যা ২৬%। এটা একটারাজনৈতিক ঘটনা এর রাজনৈতিক প্রভাব অপরিসীম। একে ধর্মীয় ঘটনা বলে লঘু করার চেষ্টা বন্ধ হোক।

    "বে-আইনি অনুপ্রবেশ নিয়ে যে কোন সরকারই আইনি ব্যবস্থা নেবে, কিন্তু তাতে ধর্মের নামে শ্রেণী বিভাগ?" ----মুস্লিমরা নিজেদের থাকার জন্য বাংলার একটা বৃহত অংশ নিয়েছে দ্বিজাতি তত্ত্ব্বের ভিত্তিতে । এই ঐতিহাসিক প্রেক্ষাপট কি রন্জনদা অস্বীকার করছেন?
  • ranjan roy | 24.98.230.193 | ০৩ আগস্ট ২০১৪ ১৪:০২647416
  • আমি একটা জিনিসই অস্বীকার করছি-- তা হল "মুসলিমরা", অর্থাৎ এগুলোকে রাজনৈতিক ঘটনা বলেও তাকে ধর্মীয় সম্প্রদায়ের ঘটনা বা সমস্ত মুসলিমকে হোমোজিনিয়াস এনটিটি ধরা, ব্যস্‌।
  • PM | 233.223.155.220 | ০৩ আগস্ট ২০১৪ ১৬:৪০647417
  • মুস্লিম্রা মোটেই ১০০% হোমোজিনিয়াস নয়।

    ভারতে মুল মুস্লিম সেক্ট হলো সুন্নি। সুন্নি মুস্লিমদের মধ্যেকার হোমোজিনিটি যে কোনো অন্য ভারতীয় রাজনৈতিক দল বা ধর্মীয় গ্রুপের থেকে অনেক অনেক বেশী। এর ভালো খারাপ দুটি দিক ই আছে। দুর্ভাগ্য বশতঃ খারাপ দিক টাকেই বেশী এক্স্প্লয়েট করা হচ্ছে ওয়াহাবী মাদ্রাসা ইত্যাদি দ্বারা।

    সৌদি পয়্সায় চলা এই সব মাদ্রাসার কুপ্রভাব নিয়ে পাকিস্তানেও জনমত তৈরী হচ্ছে।
  • Ranjan Roy | ০৩ আগস্ট ২০১৪ ২২:২৬647418
  • পিএম,
    তবেই দেখুন, ২০৫০ সালে জনমত কোনদিকে যেতে পারে!
  • Ranjan Roy | ০৫ আগস্ট ২০১৪ ১৩:৩৫647421
  • @PM,
    ঃ দেব

    ভদ্রলোক নিজে সাফার করেছেন। আবেগতাড়িত লেখা। ওনাকে দোষ দিচ্ছি না। হিন্দু-মুসলিম একসাথে টিকবে এমন আশা করি না। অন্তত ইতিহাস সেই সাক্ষ্য দেয় না। কার দোষ বেশী ছিল সেই তর্কে ঢুকছি না। কিন্তু পুরো বক্তব্যটাই দাঁড়িয়ে আছে একটা হিসেবের উপরে। সেই হিসেবেই গন্ডগোল।

    হিন্দুদের মধ্যে গড়ে পরিবারপিছু সন্তান সংখ্যা শূন্য বা এক নয়, সংখ্যাটা ১।৫। মুসলিমদের মধ্যে গড়ে পরিবারপিছু সন্তান সংখ্যা আট বা দশ আদৌ নয়। সংখ্যাটা ২।৮। এবং দুটো সম্প্রদায়েই জন্মহার কমছে। ২০০১ এ এই হার ছিল যথাক্রমে ২।২ ও ৪।১।

    ১৯৫১ সালে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল ১৯% মত। ২০০১ এ সেটা প্রায় ২৫।২%। যথেষ্ট বড় পরিবর্তন। ১৯৫১ সালে উত্তর দিনাজপুর এ রাজ্যে ছিল না। সেটা বাদ দিলেও ২০০১ এ মুসলিমরা প্রায় ২৪%। কিন্তু পুরো রাজ্যে, গিভেন প্রেসেন্ট গ্রোথ প্যাটার্নস, এই অনুপাতটা ৩৫% শতাংশের ওপরে যাওয়ার সম্ভাবনা প্রায় শুন্য। আর সেদিক দিয়ে দেখতে গেলে তো মুর্শিদাবাদে ইতিমধ্যেই ৬০% মুসলিম। পাকিস্তানের দাবী ওঠেনি তাতে। অবশ্য কোনদিনই উঠবে না এ কথা বলতে পারছি না। কিন্তু ২৭% মুসলিমের বাস যে রাজ্যে সেখানে সরকারী চাকরীতে যদি ৫ % ও মুসলিম না থাকেন, তাতে ভবিষ্যতে ঊঠলে অবাক হব না।

    দেশভাগের সময় উদ্বাস্তুপ্রবাহ শুধু একদিকে ঘটে নি। পশ্চিম ভারতে দুদিকেই প্রায় সমান সমান লোক ঘরছাড়া হয়েছিল। প্রায় ৭০ লক্ষ লোক এসেছিল এপার। ওপারে গেছিল প্রায় ৭২ লক্ষ। বাংলায় প্রায় ৬০ লক্ষ মানুষ এপারে এসেছিলেন, চলে গেছিলেন প্রায় ১৫ লক্ষ। আরো ৪৫ লক্ষ গেলে ইনি বোধহয় শান্ত হতেন।

    আর শেষে একটা কথা যোগ করা দরকার। নেহরুর গদির লোভ ছিল না এমন হয়তো নয়। কিন্তু সেই সময় ভারত বিভাজন মেনে না নিলে একমাত্র মান্য সমাধান ছিল ক্যাবিনেট মিশন প্রস্তাব (অথবা তার সামান্য ভ্যারিয়েশন)। এর বাইরে আর কি রাস্তা ছিল? সাড়ে পাঁচশ দেশীয় রাজাগজা সমেত সেই খিচুড়ি ব্যবস্থা দশ বছরও টিকত না।

    Name: Ekak

    হ্যা , ভদ্রলোক ফার্টিলিটি ইন্ডেক্স এর জায়গাটা জানেন না নইলে জেনেও চেপে গ্যাছেন নিজের যুক্তি খাড়া করতে গিয়ে । ওটা পড়ে আমার মনে হলো যে এসব তো দত্তাত্রেও -র খচ্চর মডেল , আই এ এস রাও খেয়ে বসে আছে ! ওটা জাস্ট বাজে যুক্তি ।
    কিন্তু যেটা ঘটনা যে রাজনৈতিক চাপান উতর - মমতা র তোষণ নীতি -ওদিকে বাংলাদেশ এর মৌলবাদী শিবির এর উস্কানি এগুলো আবার নতুন করে পশ্চিমবঙ্গে কোনো রেজিমেন্টেশন ঘটাচ্ছে কি ?
    পশ্চিমবঙ্গে কিছুই হয়না /হবেনা কারণ ইহা সেকুলার অমুক তমুক এই অদুরদর্শী ভাট কিন্তু আমরা বহুকাল শুনে আসছি এবং এইভাবে এই ঘাটে এসে ঠেকেছে।।।।।।

    Name: PT

    IP Address : 213.110.243.21 (*) Date:05 Aug 2014 -- 08:48 AM

    Muslim population myths
    http://blogs.timesofindia.indiatimes.com/cursor/muslim-population-myth
    s/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন