এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মুসলমানদের কি ধর্মান্ধ হিসাবেই চিহ্নিত করবো?

    bip
    অন্যান্য | ১৩ জুলাই ২০১৪ | ৮৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১৫:১৭647455
  • আচ্ছা একটা প্রশ্ন। বিবাহযোগ্যা মেয়ে (অ্যাডাল্ট) কে অ্যাডপ্ট করা যায় আইনত?
  • jhiki | 233.255.230.61 | ০৭ আগস্ট ২০১৪ ১৫:৩৩647456
  • যতদূর জানি ১০/১১ বছর বা বয়ঃসন্ধির পর কাউকে আইনতঃ দত্তক নেওয়া যায়না।

    তবে এখানে অনেক আইন বিশেষজ্ঞ আছেন, তাঁরা সঠিক বলতে পারবেন।
  • Ekak | 24.99.78.12 | ০৭ আগস্ট ২০১৪ ১৫:৩৪647457
  • ষোলো বছরের ওপরে হয়না তবে ছাড় আছে ।
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:০৩647458
  • একটা বাচ্চা ছেলেকে চিনতাম- মুসলমান পরিবারের।এখন তার বয়স ২৪-২৫ হবে। ধর্ম নিয়ে ছেলেবেলায় সে মাথা ঘামাত না, তার বাবাও সেইরকম। মা কেবল নিষ্ঠার সঙ্গে ধর্মাচার করতেন। এতদিন পরে ছেলেটির সঙ্গে আবার আলাপ হোলো। চুড়ান্ত র‌্যাডিক্যাল ধর্মান্ধ হয়ে গিয়েছে।
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:০৫647459
  • কোলকাতার ছেলে। মা বিহারের। বাবার পূর্বজরা বিহারের কিন্তু বাবা অদ্যোপান্ত বাঙালী জন্মেছেনও কোলকাতাতেই। প্রচুর টাকাপয়সা সম্পত্তি।
  • dd | 132.183.246.82 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:১৪647460
  • এক্ষাক্টলি সে'র মতন আমারো ওরকম অভিজ্ঞতা হয়েছে। একেবারে চাঁচাছোলা তিলে খচ্চর ছেলে থেকে তিরিশ ছোঁবার আগেই একেবারে প্রচন্ড গোঁড়া র‌্যাডিকেল মুসলিম হয়ে গ্যালো। ফেমিলি কি রকম ছিলো সেটা জানি না। এটা বর্ধমানের ছেলে - এখন কলকেতায় (মানে কুরি বছোর আগে ছিলো কলকেতায়)। আমার বয়সী।

    আর এই গপ্পোটা আরেক বন্ধুর কাছে করতে গিয়ে শুনি তারো ঐ রকম একটা অভিজ্ঞতা আছে। সেটা আসানসোলের ঘটনা।

    এ বিষয়ে আমার একটা থিওরী আছে। কিন্তু সেটা অ্যাতো বড়ো যে লিখে বোঝানো যাবে না। নিরিবিলিতে একটু ঠান্ডা বীয়র খে' বোঝানো যেতে পারে।
  • dd | 132.183.246.82 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:১৭647461
  • আর অক্ষরা কি লতায় পাতায় একেবারে পুরো ফেমিলি ই নিষ্ঠাবান নকু? সকলেই?

    এ তো ভালো লক্ষণ নয়। বুঁচিকে চোখে চোখে রাখতে হবে।
  • বিপ | 78.33.140.55 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:২৭647463
  • আমেরিকাতে আমার সব থেকে ঘনিষ্ট বন্ধু এবং ব্যাচমেট মুসলিম এবং সে বিয়ে করেছে এক হিন্দুকে যারা বাবা ছিল আসামের
    বিশ্বহিন্দুপরিষদের নেতা। আমরা এই পরিবারের খুবই ঘনিষ্ঠ। ওদের কেও ধর্মান্তকরন করে নি-এবং আমার মুসলিম বন্ধুটি বৌ এর চাপেই
    হৌক বা স্বচ্ছায় সব হিন্দু অনুষ্ঠানেই যোগ দেয়। তবে ওদের একটা সমস্যা আছে-ওদের ছেলে যখন জিজ্ঞাসা করে ওর ধর্ম কি-ওর
    মা উত্তর দিতে ভয় পায়। যদিও ওর সন্তানেরা কোন মুসলিম পর্বে যোগ দেয় বলে দেখি নি। আমি বরং পাচ দশটা ইফতার পার্টি আর ইদ পার্টিতে অংশগ্রহন করি।
    ওদের ওটা করতে ও দেখি নি। এদিক থেকে আমার ছেলে অলরেডী সারবক্তাটা জেনে গেছে। সে নাস্তিক কিন্ত মুসলিম হিন্দু খ্রীষ্ঠান সব অনুষ্টানেই যায়-কারন সেলিব্রেশন এবং খাওয়া। সে জেনে গেছে ধর্মটা কল্পকাহিনী হলেও ধর্ম উপলক্ষ্যে ব্যপক খাওয়া দাওয়া এবং বন্ধুদের সাথে চুটিয়ে খেলার চান্সটা নিতেই হবে।

    কোরান বাংলাতে আছে। একজন হিন্দু গিরীশ ভাই প্রথম বাংলায় কোরান লেখেন ১৮৮৭ সালে। কোরান কেও বুঝে পড়লে, আর মুসলিম থাকবে না। কারন সেখানের
    অনেক কিছুই আছে যা বর্তমান সভ্যতায় অসভ্যতা বলেই গণ্য হবে। সেটা অবশ্য সব ধর্মগ্রন্থের জন্যই সত্য।

    এই ব্যাপক ইন্টারনেটের যুগে যেখানে তথ্যকে আর ঢাকা যাচ্ছে না-খুব বেশী বুদ্ধিমান করিৎকর্মা লোকেরা আর মুসলমান থাকবে না। আধ্যাত্মিক থাকতেই পারে। তবে ধর্ম নিয়ে ভ্রুমটা আস্তে আস্তে কেটে যাবে। আমি মুক্তমনার সাথে ২০০৩ সাল থেকে আছি। তখন গুটিকয় লোক ইসলামের বিরুদ্ধে লিখত। আজকে বাংলাদেশের একটা হোল জেনারেশন নাস্তিক। লেখাতে যে ফল হয় সেটাও দেখছি।
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:২৭647462
  • এই ছেলেটাকে আমি প্রায় জন্ম থেকে চিনি। বাংলা ইস্কুলে পড়ত। আমার মেয়ের সবচেয়ে কাছের বন্ধু ছিলো। কিন্তু বাকি বাচ্চাদের দ্বারা বুলীড হতো। তারা ওকে গোরুর মাংস খাস বুঝি? ম্যাগো, তোর সঙ্গে খেলবো না এরকম করত। ওদের বাড়ি গিয়েছি রাজাবাজারে। কালীপুজোর সময়ে কত বাজি ফাটালো, ঈদের দিনে আমাদের বাড়ী জোর করে ওর বাবাকে সঙ্গে করে মাংস, মিষ্টি, ফল নিয়ে হাজির হোতো, জয়জগদীশহরে গাইত, আলাদা করে ধর্মপরিচয় হয় নি। কিন্তু ক্রমাগত ঐ বুলীড হওয়া। তারপরে ছেলেদের ইস্কুলে গেল, বাংলা মিডিয়াম। অ্যাভারেজ ছাত্র। দুয়েকবার ফেল করে থাকতে পারে, যোগাযোগ ছিলো না, সেই স্কুলেও একঘরে হয়েছে। তারপরে কলেজ। তারপরে গয়ায় মামাবাড়ীতে বাস। ফিরে এলো কোলকাতায় ব্যবসা খুলেছে, পোলিটিক্যাল নেতাদের সঙ্গেও ফোটো তুলেছে, বন্দুকও আছে, সর্বোপরি কথায় কথায় কেবল ধর্মের রেফারেন্স। শুধু রেফারেন্সই নয় অন্য ধর্মের প্রতি উগ্র আক্রমনাত্মক কটুক্তি। জাস্ট ভাবা যায় না। এই ছেলেটা আমার জামাই হবে বলে ছোটোবেলায় বাপের কাছে আব্দার করেছিলো, প্রতি ভ্যালেন্টাইন্স ডে তে ভোর ভোর ফুলের বুকে কার্ড নিয়ে হাজির হোতো কুরিয়র।
  • b | 135.20.82.164 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:৩০647465
  • এরকম কেস জানি তো।
    ছেলে পুলে হচ্ছে না বলে মানত করেছিলেন। তারপর মেয়ে হবার পরে এক্কেবারে খাঁটি মুসলমান, গোঁফ ছাড়া দাড়ি, গোড়ালির উপরে চুস্ত, বৌদি কক্ষণো বাইরে বেরোন না আর, মেয়েটি , সাত আট বছর বয়স হবে, আপাদমস্তক বোরখা পরে ইস্কুলে যায়। মানে ১৮০ ডিগ্রি পরিবর্তন লাইফে।
  • pi | 24.139.221.129 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:৩২647466
  • রঞ্জনদা কি এই টইটা খুঁজছিলেন ?
    -------
    ..'বিলাসপুরে আমার সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে আপন বন্ধু বিজয় বর্মার একমাত্র মেয়ে( যে আমার স্ত্রীর স্কুলে নার্সারি থেকে ফাইভ অব্দি পড়েছে) প্রি-মেডিক্যাল টেস্টের লিস্টে নাম বেরুনোর কদিন পর
    (মাত্র সাতদিন আগে তার বয়েস আঠেরো হয়েছিলো) পাড়ারই এক মুসলিম ছেলের সঙ্গে আজমেরশরীফ পালায়, বিয়ে করে এবং ফিরে এসেপুলিস পাহারায় শ্বশুরবাড়ি ঢোকে। হাইকোর্টে বাবা-কাকার বিরুদ্ধে( ওর এবং স্বামীর প্রাণনাশের আশংকা জানিয়ে) কেস করে পুলিস প্রোটেকশন চায়। কেস চলছে। বাকিটা কালকে বলবো। চাইছি- গুরুচন্ডালীর গুরু এবং চন্ডালেরা এই ঘটনার মৃতদেহের নির্মমভাবে কাঁটাছেড়া করুন। বেরিয়ে আসুক আমাদের স্নায়ুর নীচে লুকিয়ে থাকা রক্তপুঁজ। আমাকেও রেয়াত করবেন না।'..
    http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content587&contentPageNum=1#.U-NbHuOSxe8

    আর এটাও রইলো।
    বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের বিবাহ
    http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content382&contentPageNum=1#.U-NYReOSxe8
  • b | 135.20.82.164 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:৩৬647467
  • বিপের তথ্যতে একটু ভুল আছে। প্রথম বাঙলায় কোরান অনুবাদকের নাম গিরীনচন্দ্র সেন, কেশব সেনের চেলা।
    তবে বাঙলায় কোরান অনুবাদ থাকলেও আজান , নমাজ ইত্যাদি আরাবিকে, যেমন আমাদের পূজাপাঠে বেশির ভাগ মন্তর সংস্কৃতে পড়তেই হয়।
    ক্যাথলিকদের যেমন সব মন্ত্র ল্যাটিনে। কিন্তু প্রটেস্টান্টদের দিশি ভাষায় পড়তে পারেন, আমাদের ব্রাহ্মদের বিয়েশাদী তো বাঙলাতেই হতে দেখেছি।

    এই ফাঁকে ম্যাক্সিম রোদাঁসঁ (Rodinson) এর মুহম্মদ নামের বইটার পক্ষে জোর সওয়াল করে গেলাম।
  • jhiki | 149.194.246.168 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:৫৫647468
  • আমারও এবিষয়ে একটা থিওরি আছে। সৌদি, কুয়েত ইত্যাদিতে যতদিন বায়োফুয়েল থাকবে এবং তারা বিভিন্ন ফাউন্ডেশন করে সেই পয়সা বিলোবে ততদিন এই ধরণের ধার্মিক মুসলমানদের দেখতে পাওয়া যাবে।

    ভারতেও যদি এখন বিজেপি টানা ক্ষমতায় থাকে, অনেক ধার্মিক হিন্দু চোখের সামনে গজিয়ে উঠবে।

    এগুলো শুধুই সুবিধাবাদ বা পরিপার্শ্বের চাপের কাছে নতি স্বীকার করা।
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১৭:০৭647469
  • এই থিয়োরিতে ক দিলাম।
  • সিকি | 135.19.34.86 | ০৭ আগস্ট ২০১৪ ১৭:২৮647470
  • এর'ম কেস আম্মো জানি। অবশ্য মুসলমানের কেস নয়।

    আরে অরোবিন্দো কেজরিওয়ালের কথা বলছি রে ভাই। তিনি নাকি ঘোর নাস্তিক ছিলেন। দিল্লির ইলেকশন জিতে সেই যে তাঁর কী হল, ঘোর আস্তিক বনে গেলেন। কথায় কথায় ভগমানের নামে সোয়্যারিং, ঘটা করে মন্দির দর্শন, কপালে টিকা লাগান,সব শুরু হয়ে গেল। অবস্থা চরমে উঠল বেনারসে মোদীর বিরুদ্ধে লড়তে নামার পরে, কথায় কথায় গঙ্গাচ্চান, শিবের মন্দিরে পুজো চড়ানো ইত্যাদি চরমে উঠল।

    এর পর সবাই জানে। ভগমানের আশীর্বাদে কেজরিওয়াল এমন হারা হারলেন, তার কাছে বিশ্বকাপে ব্রাজিলের হার নিষ্প্রভ হয়ে যায়।
  • a x | 86.31.217.192 | ০৭ আগস্ট ২০১৪ ১৭:৪১647471
  • সেকি তার মানে ঐ অ্যাডাপ্টের গল্পটা ঢপ ছিল? হতে পারে, আমারও ধারণা আমাকে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলা হয়েছে ছোট থেকে।
  • de | 69.185.236.52 | ০৭ আগস্ট ২০১৪ ১৭:৫৪647472
  • আমারো ছোটবেলার বা ছাত্রবেলার অনেক উদারপন্থী মুসলিম ছেলেকে চরম গোঁড়া হয়ে যেতে দেখেছি। বিশেষতঃ বিবাহের পরে!
  • jhiki | 149.194.246.168 | ০৭ আগস্ট ২০১৪ ১৮:২৮647473
  • তবে হাইটটা আমি দেখেছি ঃ)

    আমাদের HR সেক্রেটারী দেবী। যবে থেকে ওকে চিনি শরীরের মোটামুটি ৩০% ঢাকা অবস্থায় দেখেছি, আর দেখেছি সোনালী রং করা তার সুললিত চুল। মাসকয়েক আগে লিফটে ওঠার সময় একজন আপাদমস্তক ঢাকা মুসলিম মেয়ে আমাকে দেখে হাসল। আমি যেহেতু চিনতে পারিনি তাই হাসিটা আমার উদ্দ্যেশ্যেই কিনা ভাবতে ভাবতে ওর ফ্লোর এসে গেল। ফ্লোর দেখে বুঝলাম আমাদের HRএর-ই কেউ হবে। কদিন পরে কাজে নীচে গিয়ে বুঝলাম ওটা দেবী!!
    আমার ওকে প্রথম প্রশ্ন ছিল "তোমার ওয়ার্ডরোবের কী করলে?"!!

    যাইহোক, সে এবার হজে যাচ্ছে, তাই ভোলবদল। আক্ষরিক অর্থেই 'সৌ মচ্ছি মারকে বিল্লি চলি হজ কো' ঃ))
  • jhiki | 149.194.246.168 | ০৭ আগস্ট ২০১৪ ১৮:৩৯647476
  • a x এর গল্পটা আগে পড়িনি। ওটা হয়ত ঢপ নয়। আইনতঃ না হলেও যজ্ঞ করে ধর্মমতে দত্তক নেওয়া হয়েছিল হয়ত।
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১৮:৩৯647474
  • দাঁড়ান। অ্যাডাপশানের গল্পটা পুরো ঢপ না ও হতে পারে। আইনের অ্যাডাপশান নয়, কিন্তু বিয়ের পিঁড়িতে বসে অনেক মেয়েরই অ্যাডাপশান হয়। হিন্দু বিবাহে অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের গোত্রান্তর হয় বিয়ের সময়ে। কিন্তু স্বগোত্রের পাত্রে কন্যাদান করার বিধিনিষেধ আছে। কিন্তু পাত্র যদি স্বগোত্রেরই হয়, তখন উপায়? উপায় হচ্ছে, বিবাহের পূর্ব্বে (অবশ্য অবশ্যই সম্প্রদানের পূর্ব্বে) কন্যাকে দত্তক নেন কোনো অন্যগোত্রীয় পিতৃতূল্য আত্মীয়। ব্যস্‌, হয়ে গেল। কিছু মিনিটের জন্যে কন্যার প্রথম গোত্রান্তর হলো। এই গোত্রান্তরিত কন্যাকে এবার পূর্ব্বের গোত্রের পাত্রতে সম্প্রদান করা চলে। বিয়ের আগে স্বল্প সময়ের জন্যে কন্যার দত্তক অনুষ্ঠান হয়। কিন্তু এই দত্তকের অন্য কোনো সুফল/কুফল কন্যার ওপরে বর্তায় না। অর্থাৎ নতুন পিতার মৃত্যুতে গুরুদশা, বা সম্পত্তিতে অধিকার, ইত্যাদি কিছুই হয় না। এটা আইনতঃ সিদ্ধ নয় ১৯৫৫-৫৬ সালের আইন বা তৎপরবর্তী দত্তক আইনে এর উল্লেখ নেই। লক্ষ্য করা যাচ্ছে যে এক্ষেত্রে কন্যা সাবালিকা হতে পারে এবং এই দত্তক ক্ষণস্থায়ী ও শুধুমাত্র আচার। এর কোনোরকম আইনী বুনিয়াদ নেই।
  • jhiki | 149.194.246.168 | ০৭ আগস্ট ২০১৪ ১৮:৪১647477
  • ও, সে আগেই লিখে দিয়েছেন।
  • Ekak | 24.99.128.50 | ০৭ আগস্ট ২০১৪ ২০:২১647478
  • একটি কমিউনিটি থেকে সংগৃহীত । একজন মেম্বারের আবেদন ।

    -----------

    "আজকাল যে সব
    মেয়েরা বোরকা পড়ে তাদের
    সম্পর্কে আমার কিছু অবজেকশন
    আছে--
    ১) বোরকা এত কম কাপড়
    দিয়ে বানান কেন ?? পুরো শরীরের
    গঠন বোঝা যায়।
    এটা পড়লে তো আরো বেপর্দা দেখা যায়।
    বেশি কাপড়
    দিয়ে বানাতে পারেন না।
    ২) অনেকে বোরকা পড়েন, কিন্তু
    মুখমণ্ডল খুলে রাখেন?? আরে আপু,
    আপনার মুখ কি পর্দার
    বাইরে নাকি ?? অনেকে তো সেই
    খোলা মুখে মেকআপ, লিপিস্টিক,
    টিপ, ভ্রু প্লাক কোনটাই বাদ দেয়
    না।
    ৩) বোরকা এত রংচং করা কাপড়
    দিয়ে বানান কেন ?? অনেকের
    বোরকা এতটাই ডিজাইন
    করা মনে হয়
    লাহেঙ্গা পড়ে ঘুরতেছে।
    ৪) অনেক মহিলারে দেখছি,
    নিজে বুড়ি হয়ে বোরকা পড়ছে ঠিক,
    কিন্তু পাশে তার
    ছুড়ি মেয়েকে ইউরোপিয়ান মডেল
    কন্যা বানায় রাখছে। পর্দার কিন্তু
    শুধু নিজের জন্য না নিজের
    অধিনস্তদের জন্যও।
    ৫) অনেকে বোরকা পড়ে ঠিক,
    কিন্তু বিয়ে বা অন্য কোন
    পার্টিতে গেলে বোরকা ‍খুলে খুবই
    সাইজা যায়, অনেকটা ওয়ান টাইম
    শো’ এর মত।
    ৬)
    অনেকে বাইরে বোরকা পড়ে কিন্তু
    বাসায় দুলাভাই, খালাত ভাই,
    কাজের ছেলেদের
    সামনে পর্দা করে না, ওপেন
    দেখা করে।
    ৭) অনেকে শুধু মাথার মধ্যে হিজাব
    নামক এক টুকরা কাপড় ঝুলায়
    পর্দানশীন বুঝাতে চান। কিন্তু
    নিচে জিন্স প্যান্ট পড়ে থাকে।
    মানে উপর দিয়ে ফিটফাট, নিচ
    দিয়ে সদরঘাট।
    ৮) পবিত্র কুরআন পাকে বলা হইছে,
    চেহারার উপর থেকে চাদর
    সিনা পর্যন্ত ঝুলায় দিতে। কিন্তু
    অনেকেই নেকাব পড়ে, কিন্তু নিচ
    পর্যন্ত আসে না। ফলে পর্দার
    চেয়ে বেপর্দা বেশি দেখা যায়।
    ৯) আজকাল অনেকেই থুব
    পাতলা কাপড়ের বোরকা পড়ে,
    সেটা এতটাই ট্রান্সপারেন্ট টাইপ
    যে ভেতরে জামা দেখা যায়,
    তাহলে আর লাভ হইলো কি??
    এ কথাগুলো মা-বোন-আপুদের
    ডেকে বলতে পারি না,
    আপনারা একটু জানায় দিয়েন.......

    (collected by RAJARBAG DORBAR SORIF)

    "
  • Atoz | 161.141.84.164 | ০৮ আগস্ট ২০১৪ ০১:৩৪647479
  • একক,
    ওয়াটারপ্রুফ বস্তু(পলিথিন জাতীয়) দিয়ে বানানো বোরখার আইডিয়াটা কেমন? বৃষ্টি হলে গটগট করে চলে যাবেন, একটুও ভিজবেন না। ঃ-)
  • Ranjan Roy | ০৮ আগস্ট ২০১৪ ০১:৫৪647480
  • ধন্যবাদ পাই!
    ওই টই থেকে কিছু পোস্ট নিয়ে নতুন টই খুলে দিলাম। কারো উৎসাহ থাকলে তবে দম্পতিটির আজকের স্থিতি লিখবো।
  • Ranjan Roy | ০৮ আগস্ট ২০১৪ ০১:৫৭647482
  • ধন্যবাদ অক্ষ।
  • সিকি | ০৮ আগস্ট ২০১৪ ০৭:১৬647483
  • রঞ্জনদা, লেখো।
  • SC | 34.3.22.185 | ০৮ আগস্ট ২০১৪ ০৮:৫৯647484
  • আমি এখানে অনেকের সাথেই এগ্রি করি না। বিপ বললেন, ইন্টারনেট এর যুগে ধর্মের ধপবাজি চলবে না, আর ওনার ছেলেও বুঝে গেছে ধর্ম আসলে বাল, খেতে যায় সকলে।
    সত্যিই কি তাই? আমার তো মনেহয় শিক্ষিত ওয়েস্টার্ন লিবারেল দের ধপবাজি বরং বেশিদিন চলবে না। ধর্মটা শুধু খাওয়ার জায়গা হলে এত যুগ যুগ ধরে জিনিসটা চলে আসতো না, এত মানুষ তার জন্য প্রাণ দিতে রাজি হত না। কমবয়সে বই পড়ে অনেকে খুব লিবারাল হয়ে কলার তুলে ঘুরে বেড়ায়। তারপর জীবন যত এগোয়, তত মানুষ সন্ধান করে একটা purpose এর। সেই purpose তাকে কেউ দিতে পারে না, ধীরে ধীরে সে আসে ধর্মের কাছে। এই যে অনেকেই লিখলেন না, আগে চিনতাম, ছেলেটা কিছুই মানত না, কদিন আগে দেখা হলো, মৌলবাদী হয়ে গেছে। এরাও জীবনের পথে চলতে চলতে নিজের purpose খুঁজে নিয়েছে।
    পেট্রলের টাকায় অবশ্যই মৌলবাদ যুদ্ধের অস্ত্র পেয়েছে। কিন্তু পেট্রলের টাকা না থাকলেও ধর্মের প্রতি মানুষের বিশ্বাস থাকবে। ধর্মের জন্য মানুষ প্রাণ দেবে। গাজা-ইস্রায়েল ঝামেলা থাকবে, কারণ পবিত্র জেরুসালেমে কে বাঁচানো কর্তব্য। ইতিহাসের কোনো এক সময়ে এক দল হয়ত আরেক দলকে হঠিয়ে দেবে, কিন্তু ইসলাম আর christianity কেউই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না।
    যারা ইসলাম এ মৌলবাদ দেখেন, ইস্রায়েল কে দেখতে ভুলবেন না, খ্রীষ্টান আমেরিকার সমর্থন দেখতে ভুলবেন না। হিন্দুদের বুঝতে অসুবিধে হয়, কিন্তু ওদের পবিত্র যুদ্ধ তো বহু শতকের। মৌলবাদ শুরু হয় নিজের ধর্ম কে বাঁচানোর তাগিদে অস্ত্র তুলে নেওয়ার সাথে সাথে। তারপরে চলে আসে উপরতলার খেলোয়াড় রা, যারা সেই সেন্টিমেন্ট কে কাজে লাগিয়ে ফায়দা তোলেন। দু দিকেই তারা আছেন।
    কিন্তু নিজের ধর্ম কে বাঁচানোর জন্য মানুষ অস্ত্র তুলবেই। কাউকে বাঁচানোর জন্য যদি মানুষ অস্ত্র তোলে, ধর্মকে বাঁচানোর জন্যই তুলবে? কেন? কারণ ধর্মই মানুষের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে আপন জায়গা। সেইজন্য। ধর্ম শুধু খাওয়ার জায়গা নয় (বিপ দার ছেলের বড় হওয়া অনেকটাই বাকি)।
    আর ধর্ম মানুষের কতখানি আপন, কতটা কাছের, সেটাকে নিয়ে মজা করে, মস্করা করে, আর ইন্টারনেট এলে সবাই নাস্তিক হয়ে যাবে, এই সব লিবারেল মনভোলানো গল্পে বিশ্বাস করলে কিছুই লাভ হবে না, লিবারাল রা সাধারণ মানুষের কাছ থেকে আরো কিছুটা দুরে সরে যাবেন।
  • aranya | 78.38.243.218 | ০৮ আগস্ট ২০১৪ ০৯:৩৪647485
  • অলৌকিক কোন কিছুরই প্রমাণ মিলল না আজও, তাও ধর্ম মানুষের এত আপন, তার জন্য অন্য মানুষকে খুন করতেও দ্বিধা নেই ..
  • Ekak | 24.99.156.93 | ০৮ আগস্ট ২০১৪ ১২:৪৩647487
  • অলৌকিক এর সঙ্গে ধর্মের যোগ ততটুকুই যতটা ঠাকুরদাদার সঙ্গে ঠাকুরদাদার বলা গল্পের :) বেঙ্গমী-ব্যঙ্গমার অনস্তিত্ব দিয়ে ঠাকুরদা নেই হয়ে যান না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন