এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুমুদির রোমহর্ষক গল্পসমূহ

    Abhyu
    অন্যান্য | ১০ জুলাই ২০১৪ | ২১৩১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 141.220.115.241 | ১০ জুলাই ২০১৪ ১৮:১৬647630
  • থ্রেডিং কন্যার গল্প কুমুদি নিজেই লিখবেন।
  • Abhyu | 141.220.115.241 | ১০ জুলাই ২০১৪ ১৮:১৬647519
  • name: kumu IP Address : 52.104.26.16 (*) Date:03 Jul 2014 -- 09:36 PM

    এলারামের ঘড়ি নিয়ে কথা হচ্চে?

    ইটি আমার জীবনীর অগণিত স্থায়ী সমস্যার অন্যতম।ছেলেদের ও তাদের বাবাকে ঠিক সময়ে তুলে ইশকুল/কলেজ/আপিস/এয়ারপোর্ট ইত্যাদি জায়গায় পাঠানো।

    তা এই কবছর আগের কথা-তখনĺ এই ডিউটি পালন কর্তে একটু অসুবিধাই হচ্ছিল।খাবার না হয় বানিয়ে দিলাম কিন্তু তিনজনকেই রোজ ঠেলে তোলা!!তা ঐ সমস্যার সমাধান কর্তে আমি দোকানে গিয়ে ভাল একটি এলারাম দেয়া ঘড়ি চাইলাম।

    নানারকম ঘড়ি দেখাল-যেমন হয় টিংটং,ঘন্টা,পাখীর ডাক ইত্যাদি।এসবে কাজ্জ হবার নয় সে তো আগেই জানি।

    সেশে যেমনটি চাইছিলাম তাই পেলাম।ছরকম শব্দ হয় -জয় জগদীশ হরে,ওঁ ভূর্ভুবঃ ,হানুমান চালিশা ইত্যাদি।অসম্ভব ক্যারকেরে বিকট গলায়।সবচেয়ে ভাল হল আওয়াজ বন্ধ কররার বোতামটি এইটুকু আর একটা অসম্ভব জায়গায়।

    পরদিন কি চমৎকার ঘটনা হোলো সে আর কী বলব ভাই।
    এনার উঠতে হোতো ৫ টায় আর বাকীদের ৬ ৬৩০ এইরকম ,ঠিক ৪ ৩০ তে দিগবিদিগ প্রকম্পিত করে "জ্জয় জ্জগ্গদ্দীশ হরে"বেজে উঠল।ইনি ভয়ংকর চমকে নাপিয়ে বিছানা থেকে নেমে" ছোর ছোর -চ্চোর নাকি,ঘরে কথা বলে কে,"অন্য ঘর থেকে ছেলেরা "পুলিশ পুলিশ ,বাবা ,মা কই"তোর মাকে কবে কাজের সময় দেখা যায়?"মিঃ অধিকারী হোয়াট হ্যাপেনড"সে ভীষণ গোলমাল।

    কোনরকমে হাসি সামলে চাদর সরিয়ে ঘড়িটি বন্ধ করে দিলুম।তখন আবার এনাদের রাগ দেখে কে।

    "একটু উঠতে গড়িমসি করি বলে এইরকম ব্যবস্থা করবে?এই,মইটা আন স্টোর থেকে।খোল ব্যাতারী খোল ঐ ঘড়ির।এইবার লফটে ফেলে দে ঐ সর্বনাশা জিনিস।ওঃএখনো প্যালপিটিশন মত হচ্চে নইলে আমিহাতুড়ি দিয়ে--'"

    এইরকম ঘড়ি কিনুন।মানুষেত আওয়াজ আর যত বিকট সম্ভব।
  • kiki | 127.194.64.152 | ১১ জুলাই ২০১৪ ১৪:৫৬647741
  • ঃ)

    কই, কুমু কোথায়?
  • kumu | 52.104.24.188 | ১১ জুলাই ২০১৪ ১৫:৩৩647852
  • আপিসে।ছাতার আপিসে।অভ্যুকে থাংকু।কিন্তু কটা গল্প লিখতে পারব কে জানে।
  • kiki | 127.194.64.152 | ১১ জুলাই ২০১৪ ১৫:৩৭647958
  • ঠিকাছে। বাড়ী ফিরে লিখো। অন্তত সপ্তাহে একটা। একটু প্রান খুলে হেসে বাঁচি। সেই ওয়াশিং মেশিনকে শ্যামলদার ষাঁড় মনে করাটাও লিখো। ঃ)
  • Abhyu | 141.220.183.157 | ১১ জুলাই ২০১৪ ১৬:০৯647969
  • য়্যাঁ সেটা আবার কি গল্প? শুনি শুনি
  • সিকি | 131.241.127.1 | ১১ জুলাই ২০১৪ ১৬:১১647980
  • মহাকাব্য শুরুর আগে ধরতাই হিসেবে লিখে দিয়ে যাই, জনস্বার্থে,

    থ্রেডিং কন্যের গল্প শুরু হয়েছিল এ বছরের বারোই ফেব্রুয়ারি, সকাল আটটা ছ' মিনিটে। ভাটে। মোটামুটি ২০৮০১ পাতায় আছে।
  • Abhyu | 141.220.183.157 | ১১ জুলাই ২০১৪ ১৬:২৪647991
  • name: kumu
    সকলকে সুপ্রভাত।
    চট করে কেউ একটা অতিতুচ্ছ ইনফো দেবে?বিউটি পার্লারে গিয়ে থ্রেডিং (জানিনা সেটা কেন করে)করতে কত সময় লাগে? আমার এক জুনিয়র এইমাত্র জানালো সে ঐ কারণে আপিসে আসবে না ।

    name: Sibu
    বাচ্চা মেয়ে একদিন আপিস কাটবে। ঠিকমত অজুহাত বানাতে পারে নি। তাই বলে গুরুতে খোঁজ নিয়ে তার পেছনে লাগতে হবে? যেদ্দাও কালীদা, যেদ্দাও।

    name: kumu
    অ, তার পিপিটি তবে শিবু বানাক।আর আপিস কাটবে তো সোজা বলুক, বোকা বানাবার চেষ্টা কেন? তাও এহেন দোত্দন্ডপ্ততাপ বসকে?

    name: kk
    দশ থেকে পনেরো মিনিট লাগে।

    name: byaang
    কুমুদি, থ্রেডিং করে ভ্রূ সরু করে। খুব বেশি হলে পনেরো মিনিট। আর মেয়েদের হাল্কা গোঁফের রেখা থাকলে তাও অনেক সময় থ্রেডিং করে উড়িয়ে দেয়। সেটাঅ করতে পাঁচ মিনিটের বেশি লাগার কথা নয়।

    name: kumu
    ব্যাং ও কলিকে থাংকু।এই সব মেয়েদের শায়েস্তা করতে এই বুড়ো বয়েসে কি আমাকে পার্লারে যেতে হবে?
    আজ এর মজা বের করছি।

    name: aka
    কি জ্বালারে বাবা, থ্রেডিংয়ের আগে বাগানে বেড়াবে, গাছ থেকে ফুল তুলবে, থ্রেডিংয়ের পরে লাঞ্চ করবে, শেষে বিকেলে খানিক আইসক্রিম খে বাড়ি ফিরবে। এগুলো কুমুদির জন্য শূন্যস্থান পূরণ করার জন্য রেখেছে।

    name: Abhyu
    কুমুদি ল্যাদোশদার কথা মনে করুন। ছুটি নেবে, ডীনের কাছে গিয়ে বলেছে - স্যার ইচ্ছে করছে না বা ঐ রকম একটা কিছু। ডীন তো পারলে মেরে ঘর থেকে বার করে দ্যান। তখন বলে, তাহলে কি স্যার আমি এমনিই না এসে পাড়ার ডাক্তারের কাছ থেকে একটা জালি সার্টিফিকেট জমা দেবো? আর কথা না বাড়িয়ে ছুটি অ্যাপ্রুভ হয়ে গেল।

    নাকি এটা তীর্থদার গল্প ছিল? মোদ্দা, আই এস আই তে অনেক কিছুই ঘটত।
  • Abhyu | 141.220.183.157 | ১১ জুলাই ২০১৪ ১৬:২৯648002
  • এরপর অনেক কিছু হল। শ্রম চাকরী বিয়ে কনে দেখা প্রেমকরা ছুটির অধিকার ভালো বস কার্ল মার্ক্স সবাই এলো। পরের দিন

    name: kumu
    ১একটি ২২/২৩ ব্চুরেকে মোটিভেট করা অনেকটা তার নিজের মোটিভেটেড হওয়ার ইচ্ছার ওপরেও নির্ভর করে ।রিসার্চ বা বিজ্ঞানে বিন্দুমাত্র আগ্রহ নাই, প্রোজেক্ট পড়ে দেখতে বা লিট রিভিউ করতে চায় না, নিমতেতো মুখে মিটিনে আসে,টাইমপাস করতে এসেছে এমন মেয়েকে মোটিভেট করা সহজ নয়, সেই সময় ও চেষ্টা ব্যয় করাও অনেক ক্ষেত্রে সম্ভব নয়।
    একে কেন? যারা অ্যাপ্লি করেছিল তাদের মধ্যে এই বেস্ট ছিল।চেষ্টা করেও এর থেকে বেটার পাওয়া যায় নি।
    ২।ইয়েস এক্ষপি টাইম ও ফান্ড সেনসিটিভ।আজকের কাজ আজই করতেই হবে।
    ৩।আগেই বলেছি ছুটি নেয়াতে কোন আপত্তি নাই।আপত্তি এক্ষপি শুরু করে দিয়ে না আসায় ও পিআইকে অবোধ ভাবায়।
    প্রসঙ্গত একটু আগে মেয়েটি ফোন করেছিল স্যালারি থেকে কিছু আগাম পাওয়া যায় কিনা জানতে।বল্লাম এসে নিয়ে যাও, থ্রেডিং কতক্ষণের ব্যাপার? উত্তর ৭- ৮ ।
    ঘন্টা।
    গুরুর উপদেশ মেনে জিগালাম, এক্ষপি রেজাল্ট দেখতে চাও না?
    উত্তর আপনি তো দেখছেনই (অনুবাদ তুমি দেখছ আবার আমি দেখে কী করব? রিপোর্ট কে লিখবে? )

    name: kumu
    শিবু ,রিসার্চার হিসেবে ডি মাইনাস।আপনার আপিসের ছানাদের নখের যুগ্যি নয়।কোন কাজেই আগ্রহ নাই।
    স্যান, সে জানি।প্রোজেক্টে কাজ মানেই টেম্প, যে কোন দিন ছেড়ে চলে যাবে।তবে যে কদিন আছে , এমার্জেন্সী ছাড়া ছুটি ইচ্ছা পেলেই ছুটি নেয়া যায় না।দেখতে হয় কাজের অসুবিধা না হয়,সময় ও পয়্সা নষ্ট না হয়, সর্বোপরি অন্যকে অসুবিধেয় ফেলা না হয়।
    ভাগীদার, অবশ্যই।সেক্ষেত্রে গতকাল কাজ শুরু না করে ৩ দিন ছুটি নিলেই সুন্দর হোত।
    আবারও বলি ছুটির কারণ নিয়ে কোন বক্তব্য থাকত না, যদি ৭/৮ ঘন্টার কথাটা বারবার না বলত।
  • Abhyu | 141.220.183.157 | ১১ জুলাই ২০১৪ ১৬:৩০647520
  • আরো কদিন পরে জানা গেল মেয়েটি গনগনাগন এভার গন অ্যান্ড নেভার ব্যাক। না ঠিক নেভার ব্যাক নয়, সেই গল্পই তো কুমুদি লিখবেন।
  • কল্লোল | 125.242.137.63 | ১১ জুলাই ২০১৪ ১৬:৪৬647531
  • হা পিত্যেশ করে আছি।
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১৭:০১647564
  • এর মাঝে স্যান কিছু জ্বালাময়ী ভাষণ দিয়েছিল। এর মাঝে ইশানের জন্মদিন আগমন, পটাশম্যামের হ্যাবাড্ডি বলতে ভুলে যাওন, তার পরে পরেই ভ্যাডে পালন এবং মাঝে মাঝে থ্রেডিং কন্যের সম্পর্কে পিএনপিসি, প্রায় একশো দেড়শো পাতার ভাট হয়ে গেছিল ঐ কদিনে।
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১৭:০১647553
  • এর মাঝে স্যান কিছু জ্বালাময়ী ভাষণ দিয়েছিল। এর মাঝে ইশানের জন্মদিন আগমন, পটাশম্যামের হ্যাবাড্ডি বলতে ভুলে যাওন, তার পরে পরেই ভ্যাডে পালন এবং মাঝে মাঝে থ্রেডিং কন্যের সম্পর্কে পিএনপিসি, প্রায় একশো দেড়শো পাতার ভাট হয়ে গেছিল ঐ কদিনে।
  • dc | 132.164.142.130 | ১১ জুলাই ২০১৪ ১৭:০১647542
  • ছুটির এক্সকিউজ বানানো আর জুনিয়রের কাছ থেকে এক্সকিউজ শোনা, এই নিয়ে অন্যরাও পোস্ট করুক। বেশ একটা এক্সকিউজ ডেটাবেস তৈরি হয়ে যাবে, বহুত কাজে আসবে।
  • Abhyu | 141.220.183.157 | ১১ জুলাই ২০১৪ ১৭:০৩647575
  • হ্যাঁ তবে সে এক্সকিউজের জন্যে অন্য থ্রেড থাক। এটায় শুধু লোম হর্ষক গল্প।

    ও কুমুদি, আমরা যে হা পিত্যেশ?
  • kumu | 52.104.24.188 | ১১ জুলাই ২০১৪ ১৭:৫৩647586
  • দাঁড়াও হে বাপু।এই বিষাক্ত জায়গা থেকে বেরোতে এখ নো বহু দেরী।
  • Atoz | 161.141.84.164 | ১১ জুলাই ২০১৪ ১৯:৫৬647597
  • ওঃ কুমুদি! সেই থ্রেডিং কন্যে আর তোমাকে নিয়ে এক মহাকাব্যপ্রতিম কাহিনি দেখে উঠলাম স্বপ্নে। এখনো শিহরিত হচ্ছি। খুবই মর্মস্পর্শী সেই কাহিনি।
  • কল্লোল | 125.185.146.80 | ১১ জুলাই ২০১৪ ২১:১৭647608
  • আইচ্ছা কুমু, অ্যাও ত থ্র্যাডিংই। ইসে মনে, গুরুত্যাও ত থ্র্যাডই খুলে। তু তোর বোসেরে থ্র্যাডিংএর কথা কয়্যা অপিস ডুব দিত্যা পারস না?
  • cm | 127.247.114.232 | ১১ জুলাই ২০১৪ ২২:১১647619
  • বসের আর বস কই?
  • nina | 78.37.233.36 | ১২ জুলাই ২০১৪ ০৩:০৪647631
  • অ কুমু --গেলে কই
  • kumu | 52.104.25.71 | ১৩ জুলাই ২০১৪ ০৯:০৪647642
  • এই যে আমি।
    রাঁধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাঁধা,
    আপিস-বাড়ী-বাজার দোকান -কাল চক্রে বাঁধা।
  • nina | 78.37.233.36 | ১৪ জুলাই ২০১৪ ০১:০৯647653
  • কিন্তু তবু আনাচ কানাচ একটু সময় থাকে
    টকটকাটক টাইপে দিও তারই এক ফাঁকে--
    শুনছ তুমি?
  • Abhyu | 141.220.183.233 | ১৪ জুলাই ২০১৪ ২০:৩৯647664
  • কুমুদি আজ হবে তো?
  • Atoz | 161.141.84.164 | ১৪ জুলাই ২০১৪ ২০:৪৬647675
  • কুমুদি, অপেক্ষা করে আছি।
  • kumu | 52.104.25.105 | ১৪ জুলাই ২০১৪ ২১:০৪647686
  • বেষ্পতিবার অব্দি হবে নাগো অভ্যু,এজেড।সরি সরি।খুবই হিজিবিজি অবোস্তা।
  • Abhyu | 141.220.2.65 | ১৭ জুলাই ২০১৪ ০৩:০০647697
  • বেষ্পতিবার পড়ে গেল না?
  • kumu | 132.161.6.111 | ১৯ জুলাই ২০১৪ ০০:৩৭647708
  • সে এক মহাঘনঘোর অন্ধকার বৃষ্টির দিন।
    প্র্যাকটিকাল ক্লাসের শেষ তিনটি তরুণী শুকনো মুখে ভয়ে ভয়ে কলেজ স্ট্রীটে নামল।

    সত্তরের দশকের শেষ দিক।তখন বৃষ্টি নামা,ট্রাম বাস বন্ধ হওয়া ,শ্যামবাজার পর্যন্ত হেঁটে যেতে বাধ্য হওয়া সবই মেয়ের দোষের খাতায় জমা হত।গরম তেলেভাজা সহযোগে চা খেতে খেতে গার্জেনরা অপেক্ষা করতেন কখন ভিজে চুপুস হওয়া মেয়েটি ঘরে ঢুকবে,তাকে উপরোক্ত প্রতিটি পয়েন ব্যাখ্যা করবেন ও শেষে অবধারিত-এইসব কেমিস্ট্রি ফেমিস্ট্রি পড়া বন্ধ করে সামনের শ্রাবণ /অঘ্রাণে পার করার শুভসংকল্পটি ১০০১ তম বার ঘোষণা করবেন।

    সেযুগের কলেজস্ট্রীটের চেহারা এখনকার ছেলেমেয়েরা দেখেনি।চারদিকে জল থইথই,লাইন দিয়ে অচল ট্রাম ও বাস,মনে হয় মহাপ্রলয় শুরু হয়ে গেছে,দু একটি হাতে টানা রিক্সার চাকা শুধু সচল অছে।
  • Abhyu | 141.220.2.65 | ১৯ জুলাই ২০১৪ ০১:০৫647730
  • অতঃ কিম?
  • kumu | 132.161.6.111 | ১৯ জুলাই ২০১৪ ০১:০৫647719
  • তিনটি মেয়ের হাতেই ছাতা,বেশ বড় ছাতা,কিন্তু সেই ছাতাদের আসল কাজ হল মেয়েদের মাথা নয় ,ব্যাগ বা আরও স্পেসিফিকালি প্র্যাকটিকাল খাতাদের বাঁচানো।প্র্যাকটিকাল খাতার মহিমা বর্ণনার অতীত,এক কথায় উটি হল ছাত্র/ত্রীর প্রাণভোমরা,হারিয়ে গেলে সেবছরের গল্প শেষ।অনেক সময় দিনের দিন খাতা লিখে ল্যাবেই রেখে আসা হত,কিন্তু সেদিন অনেকটা বাড়ীতে লিখতে হবে বলে খাতারা বাড়ী যাচ্ছিল।

    চারদিকে জলথইথই,সেই জলে ডাবের খোলা,কুকুরের পটি আরো কত খারাপ খারাপ জিনিস ভেসে যাচ্চে।তিনজনে প্রাণপণে এক হাতে ব্যাগের ওপর ছাতা ও অন্য হাতে বন্ধুকে ধরে আস্তে আস্তে শ্যামবাজারের দিকে এগোচ্ছিল।
    হঠাৎ গর্ত্তে পা পড়ে বা অন্য কোন ভাবে ধড়াম করে পর্ণা আছাড় খেল।
    এত্ত বেঁটে মেয়ে যে কী বলব,যেন জলের তলায় চলে গেল।আর তেমনি ল্যাবাইচন্ডী।উঠে দাঁড়াল যখন,খাতাসহ ব্যাগ ট্যাগ ভিজে একশা।
  • Atoz | 161.141.84.115 | ১৯ জুলাই ২০১৪ ০১:০৬647742
  • মহাপ্লাবনে সব ভেসে গ্যাছে, প্রলয়পয়োধিজলে নোয়ার নৌকোর মতন ভাসছে কটি গামলা। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন