এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিনয় কোঙার ও সইফুদ্দিন আর নেই

    কল্লোল
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১৪ | ২৯৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 109.133.152.163 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৩648271
  • কXক
  • cm | 116.208.72.112 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৫648272
  • খালি কাজে নয় সব রকমের ফাঁকি। অবশ্য ছোটবেলায় বুদ্ধির নিদর্শন হিসেবে যদি ঝানু চোর চানু পড়ে তো কি বা আশা করা যায়।
  • . | 59.207.248.195 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৭648273
  • d এইবার সমস্যার মূলে গিয়েছেন। কাজ করতে কেঊ চায় না- খালি বুকুনি
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৩648274
  • পরের পর্বে শুনবেন ইনকা ও মায়ান সভ্যতায় জমিরা মলিকানা সম্বন্ধে নানা রঙের দর্শন। যোগ দিতে ভুলবেন না যেন। ডিং ডং।
  • PT | 213.110.243.23 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৪648275
  • এমন তো হতেই পারে যে প্রাচীন মানুষেরা আমাদের চাইতে কোন কোন ব্যাপারে বেশী "সভ্য" ছিল!!
  • sm | 233.223.158.200 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৬648276
  • @b ,কি বক্ত্যব্য জানতে চান বলুন। সময় পেলে পরে লিখব।
  • d | 144.159.168.72 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৮648277
  • শিল্প নিয়ে

  • PT | 213.110.243.23 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৪648278
  • দেখ কান্ড! বামেরা ক্ষমতায় থাকাকালীন সরলীকরণ কত সহজ ছিল। আর শ্রমিকদের ঘাড়ে দোষ চাপানো যাচ্ছেনা!!
  • dd | 125.241.41.118 | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৮648279
  • প্রোডাক্টিভিটি, মশাই প্রোডাকটিভিটি।

    শ্রমিক ইউনিয়ন মানেই জংগী আন্দোলন নয়,ইউনিয়ন মানেই শুধু শ্রমিকের ইউনিয়ন নয়। বহু বহু বছোর ধরেই পচ্চিম বংগে সাদা আর নীল কলারের প্রডাকটিভিটি কম।

    একই সংস্থার দুটো কারখানা, একটা পচ্চিম বংগে আর আরেকটা ধরুন দক্ষিনে বা গুজরাতে।প্রায় সব সময়েই ভিন রাজ্যের কারখানা বেটার রেজাল্ট দিতো।ব্যাংক বা কাস্টমস বা সেল্স ট্যাক্সো - এইসব ব্যাপারেও পচ্চিম বংগে গড়িমসি বেশী। একটা সর্বজনীন গয়ংগচ্ছো ভাব।

    আরে ধুর। লিং ফিং কোথায় পাবো? এটা আমার বিশদ জ্ঞান আর অভিজ্ঞতা। ব্যাস।
  • কল্লোল | 111.59.31.64 | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৪648133
  • আজ (শুক্রবার ১৯ তারিখ)IISCতে বিকাল ৫টায়। এটা ওখানকার ছাত্রদের উদ্যোগ। মূলত SFI ও অন্যান্য বাম ছাত্র সংগঠন।

    রবিবার (২১ তারিখ) যাদবপুরের প্রাক্তনীর ডাকে সকাল ১০টায় টাউন হলে।
    যার পক্ষে যেখানে থাকা সম্ভব সেখানে চলে আসুন/আসো।আসিস। আমি দুটোতেই যাচ্ছি
  • ranjan roy | 132.176.145.66 | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৯648134
  • কৃষক আন্দোলনের অনেকগুলো ফেজ আছে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির ৪০ এর দশকে তেভাগা এবং পঞ্জাবে অন্ধ্রে কেরালায় কৃষক আন্দোলনের সঙ্গে অপারেশন বর্গাকে গুলিয়ে ফেললে চলবে না।
    অপারেশন বর্গায় কৃষক আন্দোলন কোথায়? ও তো বাম সরকারের প্রশাসনিক পদক্ষেপ।
    তিরিশের দশকে অবিভক্ত বাংলায় প্রজা কৃষক পার্টির ফজলুল হক মিনিস্ট্রির এই ধরণের কিছু প্রগতিশীল স্টেপ ছিল। যেমন ইউনিয়ন বোর্ডের সালিশির মাধ্যমে সুদখোরের ঋণ মকুব করা।
    "লাঙল যার জমি তার"-- ভারতে কমিউনিস্ট দের কৃষি প্রশ্নে বেসিক শ্লোগান।
    এই অপারেশন বর্গার পরের সমস্যা নিয়ে প্রণব বর্ধন গত বছর অনুষ্টুপ সমর সেন স্মৃতি বক্তৃতায় যথেষ্ট বলেছেন। গোটাটাই কেউ টইয়ে গত বছর তুলে দিয়েছিল।
    আগে সম্ভবতঃ অর্থনীতিবিদ কল্যান সান্যাল এ নিয়ে অনেক বিস্তৃত লিখেছেন, সেই পাঁশকুড়া ঘটনা গুলোর সময়।
  • ranjan roy | 132.176.145.66 | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৩648135
  • b এর বক্তব্যের সঙ্গে একমত হয়ে বলছিঃ
    SM,
    প্রণব বর্ধনের ওই বক্তৃতাটি দেখুন। ওনার টিম বঙ্গের ৯০টি গ্রামে সার্ভে করেছে, প্রায় ১০ বছরের ডেটা বেস। আর স্ট্যাটিসটিকাল টুলস্‌ ইউজ করে এক্স্ট্রানিয়াস ফ্যাক্টর কে বাদ দিয়ে কোন কোন ফ্যাক্টর প্রোডাক্শন বাড়ার জন্যে কাজ করেছে সেগুলোকে চিনে প্রপার ওয়েটেজ দিয়ে বিশ্লেষণ করেছেন।
    তাতে উচ্ছেদ হবে না এই নিশ্চিন্তি একটা ফ্যাক্টর।
    তবে যে গ্রাম গুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই, শুধু একচেটিয়া বামদল সেখানে আশানুরূপ উৎপাদন বাড়ে নি, কিন্তু প্রথম ধরণের গুলোতে বেড়েছে।
  • sm | 233.223.159.253 | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৪648136
  • RR , আপনি ওপরে যা লিখলেন, তাতে একটাই মুখ্য পয়েন্ট ; তা , হলো উচ্ছেদ না হওয়ার গ্রান্টি। কিন্তু আপনি নিজেই দেখুন , যেখানেই নিশ্চিন্তি সেখানেই উত্পাদন কম। কারখানায় শ্রমিকদের ছাটাই এর ভয় না থালে উত্পাদন কম। সরকারী কমচারী দের মত পার্মানেন্ট জব হলে আউটপুট কম । সর্বত্র hire এন্ড fire নীতি চলছে, উত্পাদন কমে যাবার ভয়ে । এখানে ব্যতিক্রম কেন?
    আমার মূল আপত্তি কিন্তু বর্গাদের দের চিরস্থায়ী সত্ত্ব দেওয়া নিয়ে নয়। আপত্তি হলো সরকার জোর করে, জুলুমবাজি করে আইনি সাহায্যনিয়ে এই অধিকার বিতরণ করেছে। সরকার মালিক পক্ষ কে উপযুক্ত কমপেনসেশন দিলে উচিত কাজ হত। ওরা মালিক, তাই সমাজের শত্রু, তাই ওদের কাছ থেকে কেড়ে কুড়ে বিলিয়ে দাও। এটা সমর্থন করতে পারিনা।
    আর আপনি সত্যই কি মনে করেন আজ ২০১৪ তে দাড়িয়ে, অপারেশন বর্গা করে প ব কৃষি তে প্রভূত উন্নতি হয়েছে।
    স্ট্যাটিসটিক্স এর অন্তর্নিহিত ফ্যালাসি নিয়ে আগের পোস্টে এল কি এম কিছুটা ধারণা দিয়েছিলেন।
  • Arpan | 125.118.145.165 | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৭648137
  • যেখানে নিশ্চিন্তি সেখানেই উৎপাদন কম - এটা ব্যক্তিগত মালিকানাধীন কৃষি বা ব্যবসা বা যেকোন উদ্যোগের ক্ষেত্রে সত্য নয়।

    সমবায় করলেও মনে হয় উৎপাদনশীলতা কমত। এসেম যেটা বলেছেন সেটা শিল্প, আপিস কাছারি ইত্যাদির জন্য সত্যি।
  • ranjan roy | 132.176.145.66 | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪১648138
  • SM,
    আপাততঃ শুধু আপনার এই বক্তব্যটুকু নিয়ে বলছিঃ
    "যেখানেই নিশ্চিন্তি সেখানেই উত্পাদন কম। কারখানায় শ্রমিকদের ছাটাই এর ভয় না থালে উত্পাদন কম",
    -- ব্যাপারটা এত সরলীকৃত নয়।
    যেহেতু আমি সামান্য HR ইত্যাদি নিয়ে বা ODI নিয়ে ট্রেনিং ইত্যাদি দিই ও একেবারে প্রাথমিক স্তরের motivation এর কাজ করি-- তাই বলছি।
    ১) শুধু ডান্ডার ভয়ে আংকল টমস্‌ কেবিন হয়। যতই চাবুক মারা হোক, প্রোডাকশন একটা স্তরের পরে আর বাড়বে না।
    ২) শুধু চাকরি যাবে না বলে নয়, এর সঙ্গে যুক্ত করুন কোন দায়িত্ববোধ থাকবে না--তবেই আউটপুট যা তা খারাপ হয়; ওয়ার্ক কালচার গোল্লায় যায়-- যা বঙ্গে হয়েছে।
    যেখানে ত্রুটি হলেও চেপে দেওয়া হবে, এ বলবে আমি জানি না, ও বলবে এটা বলা কঠিন, সে বলবে এ তদন্তের বিষয়-- কেউ কাজের দায়িত্ব নেবে না, এড়িয়ে গিয়েও পার পেয়ে যাবে। শাস্তি হবে না-- তাহলে যা তা!
    ৩) কিন্তু এর উল্টো হল--hire & fire! এতেও একটা স্তরের পরে আউটপুট বাড়বে না। কেন? লোকে পান থেকে চুণ খসলে চাকরি যাবে ভয়ে সেফ গেম খেলবে। রিস্ক নে বে না। অর্গানাইজেশনের স্বার্থেও না। ইনোভেশনে ভয় পাবে। বড় চ্যালেঞ্জিং টার্গেট নেবে না। ফল? থ্রোয়িং বেবি উইথ দ্য বার্থ ওয়াটার!
    ৪) তাহলে?
    সবচেয়ে ভাল ফল হয় যখন কর্মচারি অর্গানাইজেশনকে নিজের মনে করে। যখন অর্গানাইজেশনের ভিশন/মিশনের সঙ্গে নিজেদের একাত্ম বোধ করে। য্খন জানবে যে নন-পারফর্ম্যান্স তিরস্কৃত ও পারফর্ম্যান্স পুরষ্কৃত হবে।
    ৫) যখন চাকরি সিকিওরড্‌ কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে। যখন ও জানবে যে অর্গানাইজেশনের স্বার্থে এক্সপেরিমেন্ট করলে বা রিস্ক নিলে তার ক্ষয়ক্ষতির জন্যে কর্তৃপক্ষ ওর ইনটেনশন দেখবে, শুধু রেজাল্ট নয়।
  • j | 230.227.106.153 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৮648139
  • বড় কোঙারের কথা - অশোক মিত্রের লেখা - এই টইয়েই থাক

    http://www.anandabazar.com/editorial/%E0%A6%89%E0%A6%A4-%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%AA-%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AE-%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A7-%E0%A6%87-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%AC-%E0%A6%B8-%E0%A6%AE-%E0%A6%A4-1.71903

    "মুক্ত হয়ে অখণ্ড বঙ্গে কৃষক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তত্ত্বাদিকে অভিজ্ঞতার নিরিখে বিচার-বিশ্লেষণের পূর্ণ সুযোগ গ্রহণে তিনি অন্য সবাইকে ছাড়িয়ে। বিপন্ন ভাগচাষি, স্বল্প জমির মালিক ও ভূমিহীন নিঃস্ব দরিদ্রতম খেতমজুরদের ক্ষোভ এবং মনোবেদনা তাঁর কাছে সংগ্রামের সর্বপ্রধান হাতিয়ার। তাঁদের মনের কথা তিনি অপ্রতিরোধ্য রাজনৈতিক দাবিতে পরিণত করলেনঃ আইনি ঊর্ধ্বসীমার বাইরে বহু জমি এক শ্রেণির জমিদার-জোতদার বেনামিতে দখলে রেখেছে— পুলিশ আসুক, জমিদার-জোতদারদের গুন্ডাবাহিনী আসুক, জোট বাঁধা কৃষককুল রক্ত ঝরিয়ে সেই দখল নেওয়া জমিতে তাদের অধিকার রক্ষা করবে। স্পষ্ট করে জানালেন, বর্গাদারদের যখন-তখন উৎখাতের পালা শেষ করতে হবে, ভাগচাষিদের তাদের চাষ করা জমিতে আইনি অধিকার দিতে হবে এবং তা বংশানুক্রমী হবে, খেতমজুরদের ন্যূনতম মজুরিতে আইনের সিলমোহর লাগাতে হবে। এই আন্দোলনের অগ্রপুরুষ হরেকৃষ্ণবাবু তখন গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষ তাঁর দৃপ্তকণ্ঠে নিজেদের স্বপ্নকে উচ্চারিত হতে দেখছে, শাঁসালো জোতদারদের ঘরে ঘরে ত্রাস-কান্নার রোল।"
  • sm | 233.223.155.234 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৭648140
  • এই লেখা টা পড়ে মনে হলো কোনো যাত্রাপালার সংলাপ পড়ছি। অন্তর্নিহিত বক্ত্যব্য একটাই জমির মালিক মানে জোতদার, ওদের থেকে কেড়ে অন্য কাউকে বিলিয়ে দাও।অস্বীকার করছি না বড় কোনার তার আদর্শ্ব অনুযায়ী এই আন্দোলন করেছিলেন। তাতে করে আন্দোলন টি সঠিক ছিল বা তার উদ্দেশ্য সফল এমন টা বলা যায় না বা প্রমান হয় না। পরবর্তী কালে বর্গাদার ও পঞ্চায়েত নেতারা মিলে মিশে এর সুখ ভোগ করেছে। কারণ তারা ছিল স্হানীয় , সংখ্যা গরিষ্ঠ ও রাজনৈতিক মদত পুষ্ট ।
  • de | 69.185.236.51 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৪648141
  • একখান কমেন্ট না করে পারছি না - পোচোন্ডো পলিটিক্যালি ইনকারেক্ট -- আগের অরো কিছু টইয়ের অবজার্ভেসন - এসেমরা নিচ্চয় জমিনদার ছিলেন আগে - তাই জমিন্দারী প্রথার বিলোপের বিরুদ্ধে বরাবর কথা বলেন!
  • T | 24.139.128.15 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৮648142
  • অশোক মিত্রের এই লেখা পড়ে যদি কারো যাত্রাপালার সংলাপ মনে হয় তবে অশোক মিত্রের প্রবন্ধ তো ছেড়েই দিন, যাত্রা পালা সম্পর্কে কি ধারণা আছে বোঝাই যাচ্ছে।
  • কল্লোল | 125.240.3.172 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৭648144
  • অশোক মিত্র জমিদারী প্রথা বিলোপের বিরুদ্ধে?
    কোন লেখা আছে?
  • de | 69.185.236.51 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৩648145
  • অশোক মিত্র নয়, এসেম এর কথা বল্লাম - উনি বরাবরই ভাগচাষীদের কাছে জমি বিলানোর বিরোধী!
  • sm | 233.223.155.234 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৭648146
  • @de , আপনি একটু অসহিষ্ণু হয়ে পড়েছেন। আমি জমিদার নই বা কখনই জমিদারীর পক্ষে সবাল করিনি। আমি খালি টাকার উল্টো পিঠ টা তুলে ধরতে চাইছি। আমি বলেছি সরকার উপযুক্ত কমপেনসেশন দিয়ে ভাগ চাষের সত্ব বিলোতে পারত। জোর করে সত্ব দেওয়া টা জুলুমবাজি।
    আর "পরবর্তী কালে বর্গাদার ও পঞ্চায়েত নেতারা মিলে মিশে এর সুখ ভোগ করেছে। কারণ তারা ছিল স্হানীয় , সংখ্যা গরিষ্ঠ ও রাজনৈতিক মদত পুষ্ট", এই লাইন টার প্রতি একটু দৃষ্টি দিন। এটা কি পুরো পুরি অসত্য ? ।
  • cm | 127.247.114.128 | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১৬648147
  • sm হচ্ছেন সিপিএম বিরোধী বাম। (তিনো বললে দেখেছি সকলেই রুষ্ট হন)
  • jhiki | 128.136.69.135 | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০২648148
  • sm, এখানে অনেকেই আছেন যাঁরা পঃ বঃ কোন গ্রামের মাটিতে কোনদিন পা রাখেননি। পঃ বঃ ভূ-সংস্কারের সুফল-কুফল নিয়ে তাই এদের জ্ঞান একেবারেই থিওরেটিকাল ....এতদিন ধরে তো সব বাম ঘেঁষা থিওরির-ই দেখা গেছে। এখন একটু আধটু বিরুদ্ধমত শোনা যাচ্ছে, তাতেও অনেকে আপত্তি জানাচ্ছেন।

    পঃ বঃ-এর শিল্প নিয়ে তো অনেক কথা হল, পঃ বঃ কৃষির বর্তমান অবস্থা কেমন? ভারতের বাকী রাজ্যের তুলনায় হেক্টর প্রতি উৎপাদনে পঃবঃ এখন কোথায়? পঃ বঃ র কৃষিজীবিদের পার ক্যাপিটা ইনকাম ভারতের অনান্যরাজ্যের কৃষিজীবিদের তুলনায় কেমন?

    আমি এগুলো সত্যি জানতে চাই.... সাতাত্তর থেকে এখন অবধি পঃবঃ ও ভারতের বাকী রাজ্যের কৃষিজনিত উৎপাদনশীলতার তুলনামূলক স্টাডি। কোন ভালো বই-এর নাম কেউ জানলে জানাবেন।
  • PT | 213.110.246.23 | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৪648149
  • "সরকার উপযুক্ত কমপেনসেশন দিয়ে ভাগ চাষের সত্ব বিলোতে পারত। জোর করে সত্ব দেওয়া টা জুলুমবাজি।"

    যে জমি জোর করে দখল নিয়ে সংখ্যালঘিষ্ঠরা ভোগ করেছে তাদেরকে কম্পেন্সেশন দেওয়া হবে কেন? এই ব্যাপারটা বুঝতে গেলে দাস কাপিটাল পড়ার দরকার নেই। "শুধু বিঘে দুই/ছিল মোর ভুঁই....." আরেকবার পড়ে নিলেই তো খানিক আন্দাজ পাওয়া যায়।
  • b | 135.20.82.164 | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৮648150
  • ঝিকি, বই তো নেই, আপততঃ একটু গুগল agricultural production in west bengal সার্চ করে দেখুন, পেয়ে যাবেন। বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি পি পি টি প্রেজেন্টেশন আছে। সেখান থেকে অল্প আইডিয়া হবে। পাট ও ধান চাষে রাজ্যের গড় ন্যাশনাল অ্যাভারেজের উপরে, অন্যগুলোতে নয়।

    বইয়ের রেফারেন্স পরে দিচ্ছি।

    অনর্থক 'বাম ঘেঁষা' হতে যাবে কেন? যে স্টাডিটার কথা উল্লেখ করেছি, তার দুই লেখকের (আসলে তিন) কেউ-ই বামেদের পিঠ চুলকান বলে প্রসিদ্ধি নেই।
  • :-X | 127.99.161.254 | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩০648151
  • এসব "বাম ঘেঁষা" অপবাদ শুনলে অভিরূপ সরকার লজ্জা পাবেন, হয়তো আত্মহত্যাও করতে পারেন। ২১শে এপ্রিল ২০০৭ এ ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে প্র্কাশিত "বাম ঘেঁষা" অভিরূপ সরকারের "ডেভেলপেন্ট অ্যান্ড ডিসপ্লেসেন্ট" প্রবন্ধটি পড়ে দেখতে পারেন।

    দুঃখিত অভিরূপবাবু, এই অপবাদটি দেওয়ার ইচ্ছা ছিলো না ঃ-প
  • jhiki | 128.136.69.135 | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৪648152
  • আমি ঐ লেখাটার কথা আলাদা করে বলিনি। বামফ্রন্ট সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে তো ভূমি সংস্কারকেই দেখানো হয়, এবিষয়ে অনেক লেখাও পাওয়া যাবে।

    আর ঐ লেখাটা তো বাংলাদেশের সাথে তুলনা। আমি ভারতের খবর জানতে চাই। পঃ বঃ এর চাষীদের গড় আয় ও ভারতের অন্যান্য রাজ্যের চাষীদের গড় আয় ইত্যাদি জানতে চাই। যদি কোন লিঙ্ক দিতে পারেন তো খুব ভালো হয়।
  • :-X | 92.145.211.66 | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪১648155
  • "All this led to prosperity and growth in rural West Bengal. Land reforms, especially tenural security, provided the farmers the incentive to work harder. Boro technology helped them raise multiple crops with higher yields. Decentralisation of rural power ensured social stability and security so crucial for growth. West Bengal emerged as the largest rice producing state in India contributing more than 15 per cent of national production. During the 1980s boro cultivation grew at an average annual rate of 12 per cent and overall foodgrains at a rate of 5.5 per cent." - Development and Displacement, Abhirup Sarkar, Economic and Political Weekly, 21st April, 2007
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন