এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খাগড়াগড় ও প্রতিরোধকামনা

    Somnath Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ২৩৫২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 24.96.25.9 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:০৩650309
  • আমার মনে হয় বামপন্থা ঠিকঠাক পথেই এগোচ্ছে । এই কেন এন্ড আবেল এর যুদ্ধ শেষ হওয়া দরকার । লেফট লিবারেতেরিয়ান আর ইসলাম জড়াজড়ি করে মরে ভূত হয়ে যাক । ভবিষ্যত পৃথিবীর লড়াই টা আলাদা সেখানে এদের কোনো জায়গা নেই । এই আপদ গুলো নিকেশ হলে রাইট লিবেরেতেরিয়ান মুভমেন্ট এর জায়গা তৈরী হবে ভারতে । জমির ওপর সরকারের খবরদারি - প্রাইস কন্ট্রোল -ওয়েজ কন্ট্রোল এসব বালাম অনেক হয়েছে । আর না । লাখ কয়েক মানুষ মরবে । নো প্রবলেম । লেট দ্য স্পন্টেনিয়াস অর্ডার কাম ।
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:০৫650310
  • তাতিনের সাথে একমত হতে পারলাম না। পয়েন্টগুলো আর আলাদা করে লিখলাম না, অনেকেই লিখে দিয়েছেন।

    তবে এটার সাথেও একমত হতে পারলাম না, ' ইস্রায়েল এদের ট্রিটমেন্ট তা খুব ভালো করে, তাই ওদের সাথে লাগার সাহস এদের নেই, যখন ইস্রায়েল এদের চাবুক মারে, তখন পুরো দুনিয়ার কাছে কেঁদে পরে, আর যখন ISIS পুরো শহর সাফ করে দেয়, তখন অন্য দিকে তাকিয়ে থাকে'

    আর ভয় হয় এটাই, এই মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই অনেক ক্ষেত্রেই মুসলিমদের বিরোধিতা বা তাঁদের সাথে যুক্ত কোনো ইস্যুর বিরোধিতাকেও আবার রসদ জোগায়। যেখান থেকে ইস্রায়েলের কর্মকাণ্ডকে সমর্থনও চলে আসে। নট নেসেসারিলি, তাঁরা হিন্দু মৌলবাদী। কিন্তু মুসলিমদের নিয়ে অনেক ভুল ধারণা তাঁদের আছে, ক্ষোভ আছে, কোন কোন ক্ষেত্রে বিদ্বেষও।
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:০৬650311
  • 'লাখ কয়েক মানুষ মরবে । নো প্রবলেম । '

    এটাও যদি প্রবলেম না হয় তাহলে কোনটা প্রবলেম ?
  • de | 190.149.51.69 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:১০650312
  • একক দেখি ইনফার্নোর মতো কইচেন -- ব্ল্যাক ডেথ -
  • Somnath Roy | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৩৮650313
  • ধনতন্ত্র আর ইসলাম, এদের মধ্যে কে বেশি মানুষ মেরেছে/মারছে?
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৪২650314
  • কেউ কম মানুষ মারছে বলে সেটাকে সমর্থন করতে হবে ? অন্য কোন পথ না খুঁজে একটা অপেক্ষাকৃত কম মানুষ মারার পথ খুঁজতে হবে ?

    আর ইসলামী মৌলবাদ যেভাবে নেরীহ মানুষকে মেরেছে, তার কি জাস্টিফেকশন তোর কাছে আছে ? তাছাড়া, তালিবানি শাসন, যা এই মৌলবাদ থেকে এসেছে, সেও তো আম্রিগাকে অনেক বেগ দিয়েছে, তো তাকেও সমর্থন করিস ? করলে কোন দিক থেকে? ধনতন্ত্রের থেকে সেট কোনদিক দিয়ে ভাল ?
  • Somnath Roy | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৪৩650315
  • মানুষের সঙ্গে গাছ, বন, নদী, ভাষা, সংস্কৃতি, পশুপাখি এগুলোর মৃত্যুরও হিসেব নেওয়া যায়? ইসলাম ও আমেরিকান ইম্পিরিয়ালিজমের একটা আপেল-আপেল তুলনা করা হোক।
  • Somnath Roy | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৪৪650319
  • নান্যপন্থা তো সাম্প্রতিক ইতিহাসই দেখিয়ে দিচ্ছে।
  • dd | 132.172.90.253 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৪৪650317
  • এবং এতদ স্বত্তেও আম্রিগাতে থাকবার জন্য সারা দুনিয়া হুলো হুলি করে আর তালিবান,বোকা হারাম বা আইসিস থেকে পালাতে চায়।
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৪৪650316
  • আর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে তো সমর্থন করিস, সেখানে জামাতিদের ভূমিকাকেও বা কীভাবে ডিফেণ্ড করছিস ?
  • Somnath Roy | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৪৬650320
  • ddদা, সারা দুনিয়াটা তো মোটামুটি আম্রিগা যা চায় তা-ই করে।
  • Somnath Roy | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৪৭650321
  • ঈপ্সিতাদি, যে কম মানুষ মারছে তাকে সমর্থন করতে হবে ওভাবে তো দেখছি না। যে বেশি মানুষ মারছে তাকে আটকাতে হবে- কে তাকে আটকাচ্ছে সেটা দেখতে বলছি।
    তৃতীয় কোনও বিকল্প এই মুহূর্তে নেই যখন।
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৫৭650322
  • মানুষের সঙ্গে গাছ, বন, নদী, ভাষা, সংস্কৃতি, পশুপাখি এগুলোর মৃত্যুর হিসেব ইসলামী মৌলবাদী শাসনে কম হবে বলে নিশ্চিত থাকছিস কীভাবে ? অন্য ভাষা , সংস্কৃতিকে তারা স্পেস দেবে না দ্যায় ?
  • Somnath Roy | ১০ অক্টোবর ২০১৪ ১৪:০৮650323
  • দিয়েছে তো। গোটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলাম এসেছে যখন অন্য ভাষা-সংস্কৃতিকে ধ্বংস করেনি তো।
    আর গাছ-বন-নদী-ভাষা এইসব মারার জন্য ইন্ডাস্ট্রিয়াল এজ চাই। বাজারের বিস্তৃতিকে একমাত্র উদ্দেশ্য না রাখলে কেউ এগুলো ধ্বংস করতে পারবে না।
  • Du | 230.225.0.38 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:১২650324
  • তাও ভাল, এটা বুবুভা নয়।
  • d | 144.159.168.72 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:২৪650325
  • বামিয়ানের বুদ্ধমুর্তি ধ্বংস
  • jhiki | 233.255.230.55 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:২৯650326
  • এতক্ষণ এই টইটাই লিখবনা ভাবছিলাম ...২ঃ০৮ এর পোস্টের পর আর থাকতে পারলাম!! তাও বেশী লিখছিনা...দঃ পূ এশিয়ায় কী হয়েছে তা সেখানে গিয়ে কিছুদিন থেকে উপলব্ধি করে লেখাটাই ভালো...
  • ঊমেশ | 90.254.147.148 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৩৪650327
  • নিরাপদ দুরত্বে বসে ধর্মীয় মৌলবাদ নিয়ে রোম্যান্টিসিজম ভালো-ই লাগে।
  • chi | 125.112.74.130 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৩৫650330
  • ইসলামী মৌলবাদী শাসনে অন্য ভাষা , সংস্কৃতিকে ধংস করেনি? পূর্ব পাকিস্তানে কি হয়েছিল?বামিয়ান বুদ্ধ মূর্তি কারা ভেঙ্গেছিল ? কুর্দ দের কারা গণহত্যা করছে ?
    "আর গাছ-বন-নদী-ভাষা এইসব মারার জন্য ইন্ডাস্ট্রিয়াল এজ চাই " - এবার তো দেখছি খেমার রুজ - পল পটের বদলে isis !
    "এবং এতদ স্বত্তেও আম্রিগাতে থাকবার জন্য সারা দুনিয়া হুলো হুলি করে আর তালিবান,বোকা হারাম বা আইসিস থেকে পালাতে চায়।" - dd একদম বুলস আই ;-)
  • b | 135.20.82.164 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৩৫650328
  • ' যে আসে আসুক, সি পি এম যাক'। ইঃ।
  • de | 69.185.236.53 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৪২650331
  • আর আইসিস, বোকো হারাম বা তালিবানিদের মহিলাদের প্রতি চুড়ান্ত অবমাননাকর বিভিন্ন ব্যবহারের কি জাস্টিফিকেশন? ৫০% মানুষের মানবিক অধিকারকে যারা স্বীকার করে না, তারা করবে আম্রিগার প্রতিরোধ! ফুঃ!
  • chi | 125.112.74.130 | ১০ অক্টোবর ২০১৪ ১৪:৫৭650332
  • মালালা -র নোবেল এই তালিবান সমর্থক দের প্রতি একটা বুড়ো আঙ্গুল
  • Ekak | 24.96.10.238 | ১০ অক্টোবর ২০১৪ ১৫:১০650333
  • প্রবলেম এইটাই যে আমি কী দিয়ে কী পাচ্ছি । লেফট লিবারেতেরিয়ান এন্র্কিস্ম কে তোল্লাই দিয়ে আমি স্টেট এর চক্কর থেকে বেরিয়ে কমিউন এর চক্করে এসে পরতে রাজি নই ।আমি প্রাইভেট কন্ট্রাক্ট চাই । আর অন্যদিকে এই বাজার বিলোপ করার স্বপ্ন দেখা আপদ গুলো যতদিন থাকবে ততদিন স্টেট বিরোধিতার ছদ্মবেশে গোষ্টি রাজনীতি করবে । এগুলো মুসলিম রেসিস্তান্ট পলিটিক্স যত তারাতারি জড়িয়ে ধরে তত ভালো । ঝাড়ে বংশে নির্মূল হবে । ভবিষ্যতের লড়াই টা ক্যাপিটালিস্ট স্টেট কে দিইন্তেগ্রেত করার । সেই লড়াই এর জমি এরাই দিয়ে যাবে । নো ডাউট । রাইট লিব মুভমেন্ট চাই । মানুষ মরবেই যে কোনো উপায়ে । এটাকে ভ্যালু দি বলেই পরিবর্তে বেটার ভবিষ্যত চাই ।
  • Blank | 69.93.246.70 | ১০ অক্টোবর ২০১৪ ১৫:১৩650334
  • ইতিহাস ঘাটলে কাশ্মীর থেকে নালন্দা অনেক কিছুই আসবে এই ধ্বংসের লিস্টে।
  • jhiki | 233.255.230.55 | ১০ অক্টোবর ২০১৪ ১৫:৩৩650335
  • ইতিহাসেও যেতে হবে না.... বরবুদুরে গিয়ে দেখলেই হবে ... কীভাবে জুতো পরা পায়ে বুদ্ধমূর্তির ওপর চেপে লোকে ছবির জন্য পোজ দেয়...
    ধর্মীয় আবেগের কথা বাদই দিলাম, অত পুরোনো মূর্তি গুলোর এতে ক্ষতিও তো হয়, এমনিতেও একটাও মূর্তি অক্ষত নেই... আর যারা এসব করে তারা কোন উগ্রপন্হী নয়, তারা শুধু অন্য ধর্মকে অশ্রদ্ধা করতে শেখা সাধারণ মানুষ!!
  • ranjan roy | 24.97.113.1 | ১০ অক্টোবর ২০১৪ ১৫:৪৪650336
  • ঝিকি,
    বরোবোদুরে ভ্যান্ডালিজম মুসলিম জঙ্গীদের?

    জানিনা, তাই জিগ্যেস করছি,
  • wiki | 125.112.74.130 | ১০ অক্টোবর ২০১৪ ১৫:৫৩650337
  • On 21 January 1985, nine stupas were badly damaged by nine bombs. In 1991, a blind Muslim preacher, Husein Ali Al Habsyie, was sentenced to life imprisonment for masterminding a series of bombings in the mid-1980s, including the temple attack.Two other members of the right-wing extremist group that carried out the bombings were each sentenced to 20 years in 1986, and another man received a 13-year prison term.
    In August 2014, Indonesian police and security forces tightens the security in and around Borobudur temple compound, as a precaution to a threat posted in the social media by a self-proclaimed Indonesian branch of ISIS, citing that they planned to destroy Borobudur and other statues project in Indonesia. The security improvements include the repair and expansion of CCTV monitors installment and implementing nightwatch patrol in and around the temple compound. The jihadist group follows a strict interpretation of Islam that condemns any anthropomorphic representations such as sculptures as idolatry.

    http://en.wikipedia.org/wiki/Borobudur
  • তাপস | 233.29.204.178 | ১০ অক্টোবর ২০১৪ ১৬:০৮650338
  • অনেকটা হয়ে গেছে, তাপ্পর আবার গোড়া থেকে শুরু করা একটু অন্যদের পক্ষে অসুবিধেজনক । তবু কয়েকটা কথা ।

    সোমনাথ একমাত্রিক আগ্রাসী সংস্কৃতি/অর্থনীতির প্রতিরোধ হিসেবে এই ইসলামিক প্রতিরোধকে সালাম জানিয়েছে । আমার এখানে একটু বলার আছে । প্রতিরোধের ভাষা ও ধরন হিসেবে যদি আগ্রাসনের ভাষা ও ধরনকেই অনুকরণ করতে হয়, সেটা প্রতিরোধ থাকে কি? । নাকি সেই ফেলে যাওয়া জুতোকেই পায়ে গলানো হয়?
    কাউন্টার কালচারের নানা ধরনের সঙ্গে এখানে অনেকেই পরিচিত l সেটা অবশ্য কাউন্টার না বলে অন্য কিছু বললেও চলে - সেই মার্জিনাল কাউন্টারগুলো তাত্ক্ষণিক ও ততদূর দৃশ্যমান কোনো ইমপ্যাক্ট ফেলে না বলে, তাদেরকে এত ভুলে যাওয়ার কোনো কারণ নেই বলে মনে হয় । মনে হয়, সেগুলোও টুল হতে পারে - এই এম্পায়ারের বিরুদ্ধে l
    একটু অনেকান্ত লড়াই হোক না - সেগুলোকে একটু আপহোল্ড করা হোক না -

    যে যেখানে লড়ে যায় আমাদের লড়া টাইপ -
  • ranjan roy | 24.97.113.1 | ১০ অক্টোবর ২০১৪ ১৬:৩০650339
  • দুবছর আগে বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের পাশে ইসলামী বইয়ের প্যাভিলিয়ন থেকে ফ্রি তে কোরান দিচ্ছিল-- ইংরেজি, হিন্দি ও বাংলা অনুবাদে।
    তা আমি পহা দিয়ে আরো দুটো বই নিলাম।-- মুসলিম রাষ্ট্রে অন্য ধর্মের নাগরিকদের কী কী অধিকার থাকবে এবং মুসলিম রাষ্ট্রে মেয়েদের কী কী অধিকার থাকবে?
    কোরান বেশ ভাল লাগল , কিন্তু মেয়েদের ও অন্য ধর্মের নাগরিকের ব্যাপারে কোন ঢাক ঢাক গুড় গুড় না করে স্পষ্টাপষ্টি বলা আছে যে রাষ্ট্র যেহেতু ইসলামী ধর্মীয় আদর্শে চলবে তাতে অন্য ধর্মের অনুযায়ীরা আদর্শের প্রতি ন্যায় করতে পারবে না, তাই এ ব্যাপারে ওদের কোন say থাকা সোনার পাথরবাটি।
    মেয়েদেরও ইসলামী আদর্শে জীবন কাটাতে হবে। তাই তারা অন্যধর্মের ছেলে কে বিয়ে করলে (বা ছেলে অন্যধর্মের মেয়েকে বিয়ে করলে ) ইস্লামী জীবনাদর্শ থেকে বিচ্যুত হবে।
    ( তাই অন্য ধর্মে বিয়ে করলে বিয়ের আগে ধর্মান্তরণ অবশ্য!ঃ)))
  • b | 135.20.82.164 | ১০ অক্টোবর ২০১৪ ১৬:৩৬650342
  • ঝিকি, মূর্তির উপরে পা দিয়ে বসে থাকা এগুলো অন্য ধর্মের প্রতি অবমাননা থেকে নাও হতে পারে। ভাঙ্গা মন্দির/কেল্লার চূড়ায় জুতোশুদ্ধু চেপে ছবি তোলা, সেগুলোর গায়ে খোদাই করে কিম্বা স্কেচ পেন দিয়ে নিজের ও নিজের প্রেমিকার নাম অমর করে রাখা এগুলো জাতিধর্ম নির্বিশেষে ভারতেই দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন