এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খাগড়াগড় ও প্রতিরোধকামনা

    Somnath Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ২৩৬৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.97.113.1 | ১০ অক্টোবর ২০১৪ ১৬:৩৬650341
  • wiki কে ধন্যাবাদ। এটা জানতাম না। ইস্লামের মূর্তি বানালে রাগটা বুঝি, কিন্তু অন্যরা কীভাবে উপাসনা করবে সেটাও এরা ঠিক করে দেবে? যা তা!
    এ তো সেই ১৯৬৯-৭০ এ নকশালদের প্রেম পূজারী বা সতরঞ্চ ফিল্মের হলে শো বন্ধ করার জন্যে ভ্যান্ডালিজমের মত ( ওগুলো তে নাকি চীনে ভিলেন দেখানো হয়েছিল। এবং চীনে বার ও নাইটক্লাবে মেয়েরা নাচে দেখানো হয়েছিল!!!)
  • jhiki | 190.214.233.91 | ১০ অক্টোবর ২০১৪ ১৭:২৭650343
  • ততটা ভাঙাও নয়, আর আমি কম্বোডিয়াতেও গেছি, থাইল্যান্ডের আয়ুত্থায়াতেও, কোথাও এই জিনিস দেখিনি।
  • jhiki | 190.214.233.91 | ১০ অক্টোবর ২০১৪ ১৭:৩১650345
  • ভারতে তাজমহল সহ অনেক জায়গায় জুতো খুলে বা জুতোর তলায় কভার (সেও সম্প্রতি চালু হয়েছে) যাওয়াই নিয়ম... আমি যেসব পুরাতাত্মিক জায়গায় টিকিট কেটে ঢুকতে হয় সেগুলোর কথা বলছি, তার মধ্যে যা দেখেছি তাতে সেগুলোতে অনেক ধরণের বাধানিষেধ থাকে।
  • তাপস | 233.29.204.178 | ১০ অক্টোবর ২০১৪ ১৭:৩১650344
  • বুদ্ধ মূর্তি - বিদ্যাসাগর মূর্তি - লেনিন মূর্তি, সব মূর্তি ভাঙাই সমান নিন্দনীয় হোক না ! কিছু মানুষের অপকীর্তি ! গণরোষ বলে কোনটা জাস্টিফাই করা হবে না তো?
  • E না C | 212.142.112.222 | ১০ অক্টোবর ২০১৪ ১৭:৪২650346
  • Somnath Roy > আপনি হুরের সংখ্যা অন্তত দশটী কম দেখিয়েছেন। আমি জতদুর জানি কমকরে ৭২ জন থাকবেন, মর্তলোকের দুই স্ত্রী, এবং ৭০ জন হুর। মোট সংখ্যা একশ পর্যন্ত হতে পারে।
  • jhiki | 190.214.233.91 | ১০ অক্টোবর ২০১৪ ১৮:১৯650347
  • অন্যগুলো নিন্দনীয় নয় এরকম কেউ এখানে দাবী করেছে নাকি?
  • jhiki | 190.214.233.91 | ১০ অক্টোবর ২০১৪ ১৮:২১650348
  • সেসব তো জিহাদে ফনাহ হলে পুরুষেরা পাবে, মেয়েদের জন্য কী? কিসের আশায় এইসব মেয়েদের এত সাহস?
  • de | 190.149.51.69 | ১০ অক্টোবর ২০১৪ ১৮:৩১650349
  • মেয়েদেরও আছে - তসলিমা লিখেছিলেন, সম্ভবত মেয়েবেলায়।

    জিহাদীরা তো বাঁচেই মরার জন্য, মরার পরে কি হবে সেই ভেবে ভেবে এইজন্মকে অবহেলা করে বাঁচা। ছোটবেলা থেকে ধর্মীয় ব্রেনওয়াশ অতি সাংঘাতিক!
  • ... | 177.124.124.21 | ১০ অক্টোবর ২০১৪ ২১:১৩650350
  • রন্জন বাবু আপনি তো বললেন কোরান বাঙ্গলায় পড়েছেন। আমার এখোনো সুযোগ হয়ে ওঠেনি, যত শীঘ্র সম্ভব পড়ে নেব। তবে নানা জনের কাছে নানাকিছু শুনি, এই টাইপ এর - http://www.dhormockery.com/2014/10/blog-post_88.html এসব কি সত্যি কোরানে আছে?
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ২১:২৮650352
  • ঐ বাংলা কোরানটা ফ্রি-তে বিলি করছিল। অমিও একটা নিয়ে এসেছি। দু তিন পাতার বেশি এগোতে পারি নি, কী ঝাঁটু ল্যাঙ্গোয়েজ মাইরি। লোকে সেট পড়ে, বোঝে আর ব্রেনওয়াশড হয় কী করে এ আমার বুদ্ধির অতীত।
  • jinia | 127.194.43.190 | ১০ অক্টোবর ২০১৪ ২২:১২650353
  • ছোটবেলা থেকে ধর্মীয় ব্রেন ওয়াশ করবে বলেই তো স্কুল যেতে বাধা দেয় ,ভয় দেখাতে মালালা দের গুলি করে তালিবান রা । তারা এই লেখকের হিরো !! কি ভয়ংকর ।
  • dd | 132.172.169.184 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:২০650354
  • ফাইদি লিখেছেন, ভাটে, আজকে রাত এগারোটা নাগাদ।

    "In all seriousness, Govardhan Sharma, 59, says no interaction should be allowed between Hindu girls and Muslim boys; girls should not be allowed the use of mobile phones and should have a stricter dress code. Worse, Hindu women should not be allowed to go grocery shopping.

    ইনি মহারাষ্ট্রে বিজেপির ক্যান্ডিডেট।"

    আরো জানুন ,এই সব চাড্ডীরা খুব, খুবি আম্রিগার বিরোধী। ওয়ালমার্টের বিরোধী,জি এম ফুডের বিরোধী।

    দেখুন তালিবান,বোকাহরাম, আইসিস ? ক্ষি রকম মিল পেয়ে গ্যালেন? ইন্টেরেস্টিং না?

    শপিংমল,খোলা বাজার,ইয়াংকী কলচর .... সব কাটাকুটি করে হাতে থাকলো নানান রংএর চাড্ডীরা।
  • Atoz | 161.141.84.164 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:৪৫650355
  • ডিডি, ঃ-) ঃ-) ঃ-)
  • Atoz | 161.141.84.164 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:৪৮650356
  • মুদিদোকানে মেয়েদের যেতে বারণ করেছে কেন ঠিক বুঝলাম না। চাল ডাল চিনি নুন বিস্কুট মুড়ি এসব তবে কী করে কিনবে?
  • aranya | 154.160.226.93 | ১১ অক্টোবর ২০১৪ ০০:১৩650357
  • ছেলে-রা কিনে এনে দেবে। আর একা মেয়ে হলে উপোস, মেয়েদের এনি ওয়ে একা থাকা ঠিক না - পিতা, স্বামী, পুত্র ইঃ-র অধীন থাকার কথা
  • Atoz | 161.141.84.164 | ১১ অক্টোবর ২০১৪ ০০:২৯650358
  • কিন্তু ছেলে-রা যদি কানা ডাল, মিয়ানো মুড়ি, কেরিধরা চাল, রসুনগন্ধী বিস্কুট এইসব উল্টাপাল্টা জিনিস কিনে আনে?
    ঃ-)
  • asmita | 162.79.255.200 | ১১ অক্টোবর ২০১৪ ০০:৫৯650359
  • তখন ছেলেরা সেই কানা ডাল, মিয়োনো মুড়ি খেতে কেতে বুঝবে মেয়েদের দোকান যাওয়া খুব প্রয়োজনীয়, ধর্মের না হলেও পেটের জন্যে
  • - | 109.133.152.163 | ১১ অক্টোবর ২০১৪ ০১:০৯650360
  • রসুনগন্ধী বিস্কুট

    খারাপ খেতে?
  • তাতিন | 127.197.77.243 | ১১ অক্টোবর ২০১৪ ০৮:১৩650361
  • চাড্ডিদের কেসটা সিপিয়েমের মতন। মুখে স্লোগান ফ্লোগান দিয়েও এফেক্টিভলি ভারতের একটা জায়গাতেও বাজারকে আটকাতে পারে নি, বরং চাড্ডিদের ভোটে আসা লোকজন দেশের পেছনের কাপড় আরও বেশি খুলে দিয়েছে। স্পিরিটটাও মিসিং। চাড্ডিদের সঙ্গে ইসলামিক টেরঋজমের সিমপ্লি কোনও তুলনা হয় না।
  • PT | 213.110.247.221 | ১১ অক্টোবর ২০১৪ ০৮:৪৫650363
  • "ইতিহাস ঘাটলে কাশ্মীর থেকে নালন্দা অনেক কিছুই আসবে এই ধ্বংসের লিস্টে"

    নালন্দায় নাকি স্থানীয় বৌদ্ধধর্মবিরোধী হিন্দু ব্রাহ্মণেরা মুসলমান আগ্রাসকদের পথ দেখিয়ে নিয়ে এসেছিল?

    "অজাতশত্রু রাজা হল যবে
    পিতার আসনে আসি
    পিতার ধর্ম শোণিতের শ্রোতে
    মুছিয়া ফেলিল রাজপুরি হতে
    সঁপিল য্জ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্ররাশি"।
  • dd | 132.172.36.251 | ১১ অক্টোবর ২০১৪ ০৮:৫২650364
  • সে ক্ষি মশাই। এখনো পর্যন্ত্য ওয়ালমার্ট ভারোতে ব্যবসা করার অনুমতি পায় নি। নানান রকমের জি এম কর্পের ব্যবসা তো দুরের কথা,ফীল্ড ট্রয়ালও বন্ধ। কয়েক্জন এম পির মনসান্টোর কারখানার ট্রিপ ও চেঁচিয়ে বন্ধ করে দিলো স্বদেশী জাগরণ মঞ্চ।

    এ সবই চাড্ডিদের অবদান।ওরা ছাড়া আর কে আছে আম্রিগান সাম্রাজ্যবাদকে রুখে দেবার জন্য?

    যেখানেই আম্রিগা সেখানে চাড্ডি। পরিত্রাতারা।
  • aranya | 78.38.243.218 | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১৯650365
  • নিষ্ঠুরতা-র দিক থেকে তুলনা হতে পারে কি?
    -একদিকে ২০০২ গোধরায় ত্রিশূলের ডগায় ভ্রুণ নিয়ে নাচানাচি, অন্যদিকে প্রকাশ্য শিরশ্ছেদ ও তার ভিডিও ক্লিপ সার্কুলেট করা, কাটা মাথা হাতে নিয়ে পোজ দেওয়া..
  • ranjan roy | 24.97.9.102 | ১১ অক্টোবর ২০১৪ ১৪:০৯650366
  • @-----।
    আপনি যে লিংক দিয়েছেন সেটি খুলে আমি অবাক। এতো হেট স্পীচে ভর্তি!
    আউট অফ কন্টেক্স্ট কিছু বক্তব্য র‌্যন্ডম কোট করা আছে।
    স্পেসিফিক কোন আয়াতে বা সুরায় আছে তা বলার চেষ্টাও নেই।
    আমি কী বলব?
    হ্যাঁ, আমি এখন জানুয়ারী অবধি দিল্লিতে থাকব, এখন ৩৬ গড়ে, তারপর লুরু।ফলে বাংলা কূরান হাতের কাছে নেই। কিন্তু যদি আপনি স্পেসিফিক কিছু আজকের মানুষের কাছে অসহ্য ও নির্মম মনে হয় এমন জিনিস নিয়ে জিগ্যস করেন তবে আমি ২৮ তারিখে দিল্লি ফিরে সিকির কাছ থেকে বইটি নিয়ে স্পেসিফিক উত্তর দেব।
    যে গুলো অমন করে জেনারেলি বলা হয় তার অনেক কিছুই বাস্তবে কোরানে নেই।যেমন, মুসলমানের কর্তব্য হিসেবে চারটে বউ রাখার কথা আদৌ কোরানে নেই। এটা নিয়ে মুসলিমদের সঙ্গে বই দেখিয়ে চর্চা করেছিলাম--- তাই স্পষ্ট মনে আছে।
  • PM | 233.223.154.70 | ১১ অক্টোবর ২০১৪ ১৭:৫০650367
  • রন্জনদা চারটে বউ-এর কথা কোরানে হালকা ভাবে আছে। ওটা খুব সম্ভবত হাদিস (বা হাদিথ ) খুব ভালো ভাবে আছে।

    হাদিস মুস্লিমদের কাছে খুব গুরুত্ব্পূর্ণ বই। এটা হলো মুহম্মদের শিক্ষা আর জীবনের ফাস্ট হ্যান্ড বর্ননা। এর শান কোরানের পরেই।

    The verse most commonly referred to with the topic of polygyny is Verse 3 of Surah 4 (An-Nisa [Women]). A translation by Yusuf Ali is shown below:

    If ye fear that ye shall not be able to deal justly with the orphans, Marry women of your choice, Two or three or four; but if ye fear that ye shall not be able to deal justly (with them), then only one, or (a captive) that your right hands possess, that will be more suitable, to prevent you from doing injustice.

    —Qur'an, Sura 4 (An-Nisa), Ayah 3[1]

    At first glance, this can be interpreted in many different ways, depending on one’s agenda. However, it is important to understand the verse in context of both the Qur'an as well as the historical context when it was revealed. These Verses were revealed after the Battle of Uhud, in which many Muslim men were killed, leaving widows and orphans. Thus, many argue that these Verses have been revealed “because of God’s concern for the welfare of women and orphans who were left without husbands and fathers who died fighting for the Prophet and for Islam. It is a verse about compassion towards women and their children; it is not about men or their sexuality.” [2]

    In the Hadith collection compiled by al-Bukhari, the historical context of Verse 4:3 is further explained when ‘Ursa narrates

    that he asked 'Aisha about the Statement of Allah: 'If you fear that you shall not be able to deal justly with the orphan girls, then marry (other) women of your choice, two or three or four; but if you fear that you shall not be able to deal justly (with them), then only one, or (the captives) that your right hands possess. That will be nearer to prevent you from doing injustice.' (4.3) 'Aisha said, "O my nephew! (This Verse has been revealed in connection with) an orphan girl under the guardianship of her guardian who is attracted by her wealth and beauty and intends to marry her with a Mahr less than what other women of her standard deserve. So they (such guardians) have been forbidden to marry them unless they do justice to them and give them their full Mahr, and they are ordered to marry other women instead of them."

    —Collected by Muhammad al-Bukhari, Sahih al-Bukhari[3]
  • সিকি | ১১ অক্টোবর ২০১৪ ২১:৫১650368
  • ডিডিদা একবার বলেছিল, হাদিস নাকি কোনও একটা বই নয়। কয়েকশো রকমের হাদিস আছে।

    ডিডিদা একটু বলবে এই নিয়ে?
  • dd | 132.172.53.84 | ১১ অক্টোবর ২০১৪ ২১:৫৮650369
  • ইয়েস। হাদিস তো ভিভিন্ন সেক্টের জন্য আলাদা। আটটা দশটা আছে। খুব মোটা বই।

    যেমতি হিন্দুদের স্মৃতি(মনু স্মৃতি)। গৃহ্য সুত্র। উণবিংশতি সংহিতা। এগুলো অনেকগুলি আছে। সব নিদান বিধান দেওয়া আছে। সেগুলো যে ক্ষী পরিমান কুচ্ছিৎ তা না পড়লে ভাবা যায় না।
  • aka | 80.193.130.142 | ১২ অক্টোবর ২০১৪ ০১:৪৪650370
  • কাইট রানার - দেখুন বা পড়ুন।

    ইরাণের বিপ্লব/প্রতিরোধ নিয়েও পড়তে পারেন।

    শত্রুর শত্রু আমার মিত্র সূত্রে এগুলো বিপ্লব/বিদ্রোহ/প্রতিরোধ ধনতন্ত্রের বিরুদ্ধে।
  • Ekak | 24.96.60.254 | ১২ অক্টোবর ২০১৪ ০২:৩২650371
  • পুরনো দিনের লেখালেখি কোনটাই ওরকম একটা বই নয় । সবগুলোই স্কুল অফ থট বা স্কুল অফ সিভিল কোড । পালে পালে লোক মিলে লিখে বা মনে রেখে গেছে । শুধু মনু নন বিশ্বামিত্র ,ভৃগু এনারাও একজন লোকে সীমাবদ্ধ নন । একজন টপ রিসার্চার তার গাইডে তার গাইডে করে চলেছে তো চলেছেই । অবেস্তা পড়তে গিয়ে বিশ্বামিত্রের কথা পাওয়া গেল । তিনি মোটেই আদি বিশ্বামিত্র নন। বিশ্বামিত্র স্কুলের লোক ।
  • ~ | 103.115.84.195 | ১২ অক্টোবর ২০১৪ ১১:৫১650372
  • ধনতন্ত্রের বিরুদ্ধে দুঃসাহসী প্রতিরোধ সৃষ্টিকারী তালিবান মনে করে মালালা স্রেফ অবিশ্বাসীদের এজেন্ট। বিধর্মীদের হাত থেকে প্রাইজ নেওয়া সিআইএ এজেন্ট মালালার কড়া সমালোচনা করেছে নির্ভীক তালিবান। যে অসমসাহসী বন্দুকবাজরা পনেরো বছর বয়সী সিআইএ এজেন্টটির ওপর গুলি চালিয়েছিল তাদের বিশেষ পুরষ্কার দেওয়া নিয়েও কথাবার্তা চলছে।

    অন্যত্র খবরে প্রকাশ, এক ইরাকি টিভি জার্নালিস্ট তাদের পক্ষে কাজ করতে না চাওয়ায় তাকে ও তার ভাইকে সর্বসমক্ষে মেরে ফেলেছে আইসিস। ওয়াকিবহাল মহল মনে করছে এই জোড়া হ্ত্যার ফলে অন্তত দুটি শপিং মল বানানোর কাজ আটকে দেওয়া গেছে। জাপান, দক্ষিন কোরিয়া, চীন, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন ধনতন্ত্রের বিরুদ্ধে আইসিসের তীব্র লড়াইয়ের ফলে তাদের দেশের কল সেন্টার আর মাল্টিপ্লেক্সের ব্যব্সা মার খাচ্ছে।
  • Arpan | 125.118.49.160 | ১৩ অক্টোবর ২০১৪ ১০:৩৮650374
  • প্রতিরোধ চলছে, চলবে। ধনতন্ত্রের দালালদের বিরুদ্ধে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন