এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খাগড়াগড় ও প্রতিরোধকামনা

    Somnath Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ২৩৬৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ২৪ অক্টোবর ২০১৪ ০৯:২৫650242
  • "২০০২ সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে বিস্ফোরণের কেসে গ্রেপ্তার হওয়ার পর পাঁচ মুসলিম যুবকের তিনজন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে ও বাকি দুজন জাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে দশ বছর জেল খেটে অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষিত হন "

    কি আশ্চর্য, এমন একটি জরুরী খবর সব কাগজের প্রথম পাতায় শিরোনাম হওয়ার কথা ছিল। বাংলা কাগজগুলো কি এই খবর ছাপিয়েছিল? অথচ ইংরিজি কাগজে এই খবর দেখছি। ২৮% মুসলমান আছেন যে রাজ্যে সেখানে এই খবরটাকে বড় হরফে ছাপানো উচিত ছিল। কাগজওয়ালা সম্পাদকরা কিসের ভিত্তিতে খবর বাছাই করে কে জানে।
  • π | ২৪ অক্টোবর ২০১৪ ০৯:২৭650243
  • এই খবরটা এখানেও অনেকবার দেওয়া হয়েছিল। অবশ্য এখানেও তাই নিয়ে কোন হইচই হয়নি।
  • PT | 213.110.243.23 | ২৪ অক্টোবর ২০১৪ ০৯:৩৭650244
  • তবে একটা প্রশ্ন রয়ে যায়ঃ
    কোর্টের এই সিদ্ধান্ত যে উৎসাহের সঙ্গে মেনে নেওয়া হচ্ছে, সেই একই কোর্ট বিজেপি বা সিপিএমের কোন সদস্য/নেতাকে বা কোন পুলিশকে নির্দোষ ঘোষণা করলে সেই একই রকম উৎসাহের সঙ্গে সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়না কেন?
  • lcm | 118.91.116.131 | ২৪ অক্টোবর ২০১৪ ০৯:৪১650245
  • হ্যাঁ, এই খবরটা তো বেরিয়েছিল।
    কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্ট, পরে নির্দোষ সাব্যস্ত এবং এক্সোনারেটেড - এ কিন্তু অনেক দেশেই হয়। লুপহোল্‌স ইন ল।
  • ranjan roy | 24.99.8.69 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:০০650246
  • লসাগু,
    লুপ হোল্স্‌ ইন ল তে কোর্ট দেখায় পুলিশের ঢিলেমি, অসতর্কতার ফলে বা প্রকৃত দোষী হয়েও জুরিসপ্রুডেন্সের গ্রাহ্য প্রমাণের অভাবে অপরাধী বেনেফিট অফ ডাউট পাচ্ছে। কোর্ট বলে প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয় নি। কখনো কখনো পুলিশকে সতর্ক করা হয়।

    কিন্তু যেখানে কোর্ট বলছে-- পুরো ব্যাপারটা সাজানো। মিথ্যেটাকে একটা গল্প বানিয়ে কোর্ট পেশ করা হয়েছে-- সেখানে লুপহোল্স ইন ল হবে কি রাষ্ট্রের বায়াসড্‌ অ্যাটিচুডে নির্দোষ নাগরিকের হত্যা হবে?

    ধরুন,কয়েকবছর আগে ইংল্যান্ডের একটি রেলস্টেশনে স্কটল্যান্ড ইয়ার্ডের মত সফিস্টিকেটেড পুলিশের হাতে একটি নির্দোষ এবং নিরস্ত্র ব্রাজিলীয় ইলেক্ট্রিশিয়ানের হত্যা। যে ঘটনায় পুলিশ আসছে দেখে ও ভয় পেয়ে পালাতে চেষ্টা করে এবং তাকে ওখানে মাটিতে পেড়ে ফেলে মাথায় পিস্তল ঠেকিয়ে খুন করা হয়?
  • ranjan roy | 24.99.8.69 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:০৪650247
  • পিটি,
    জেনেরিক কমেন্ট না করে স্পেসিফিক বলুন না?
    কোন সিপিএম/বিজেপি নেতা নির্দোষ ঘোষিত হলে আনন্দপ্রকাশ করা উচিত ছিল?
  • Bhagidaar | 218.107.71.70 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:০৬650248
  • নরেন্দ্র মোদী
  • PT | 213.110.243.23 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:১১650249
  • রিজানুর কান্ডের পুলিশ-তাই নিয়ে বিস্তর লেখালেখি হয়নি কি?
  • lcm | 118.91.116.131 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:২৯650250
  • যুক্তিটা ঠিক ধরত এপারছি না।
    কোর্ট বলছে সাজানো ঘটনা, কিন্তু সেই কোর্টই তো দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছিল। যাবজ্জীবন কারাদন্ড তো আর রাষ্ট্র দেয় নি। সুতরাং, কোর্ট নিজের রায় পাল্টেছে। আগে ঠিকঠাক তদন্ত এলে, কোর্ট আগেই বেকসুর খালাস করে দিতে পারত।
  • b | 24.139.196.6 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:৪৩650252
  • "আইবি-র মত সংস্থায় হিন্দুত্ববাদী নেতাদের যোগসাজসটা কেমন তা আইবি কর্তৃক মহারাষ্ট্রের এটিএস প্রধান হেমন্ত কারকারে হত্যাতেই স্পষ্ট"
    এটা কি ? আরো একটি কন্সপিরেসি থিওরি?
  • . | 208.7.62.204 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:৪৮650254
  • স্নুপগেট তদন্ত প্যানেলকেও কোর্ট খারিজ করে দিয়েছে। অবশ্য তাই নিয়েও এখানে কোন হইচই হয়নি।
  • lcm | 118.91.116.131 | ২৪ অক্টোবর ২০১৪ ১০:৫৫650255
  • পাই-এর লিংক পড়লাম। এখানে এই ভদ্রলোক, এস এম মুশরিফ ইনি তো একটা বই লিখেছেন এই নিয়ে। বই-এর প্রোমোতে এসব বলেছেন। ... My book clearly exposed how IB conducted a parallel operation to eliminate Karkare in the lane of Rangbhavan ... সে তো ঠিকই আছে।
    কিন্তু এগুলো তো কোর্টে নিয়ে গিয়ে প্রমাণ করতে হবে, নইলে তো লোকে বলবে এতো বই।
  • pi | 24.139.221.129 | ২৪ অক্টোবর ২০১৪ ১১:২০650256
  • কোর্টে তো চলছিল। শেষ অব্দি কী হয়েছে জানিনা।
    এটা দেখুন।
    http://www.hardnewsmedia.com/2010/06/3562
  • lcm | 118.91.116.131 | ২৪ অক্টোবর ২০১৪ ১১:৩৮650257
  • কিন্তু উইকি বলছে, এবং ইউকি রেফারেন্স মিডিয়া -
    .... they heard on the wireless that the terrorists were hiding behind a red car.As they turned from the Crime Branch office towards Rang Bhavan looking for the red car, near the Corporation Bank ATM, they saw a terrorist running. Kamte or Salaskar - or both - fired, the bullet hitting the terrorist on his arm, his AK-47 fell down. He was Kasab, the lone terrorist captured alive later. As they were thinking of getting down, a second terrorist, Ismail Khan appeared and fired a volley of bullets at them. All but one Assistant Police Inspector Jadhav died...
    The two terrorists approached the vehicle, dumped the bodies of the three officers on the road and, leaving the constables for dead, proceeded to Metro Cinema...

    Salaskar was driving, Kamte in the passenger seat, Karkare in the second row, and the four constables, including Jadhav, were in the back row of seating...

    এত গুলো লোককে নিয়ে ঘটনা তো, তাই অন্য থিওরিকে কন্সপিরেসি মনে হয়।

    ঘাপলা ছিল, বুলেটপ্রুফ জ্যাকেট নিয়ে, সেক্থা উইকি তে আছে - a substandard bulletproof jacket had been issued to Mr. Karkare. Though, according to the post mortem report, the quality of the vest was not a factor in his death

    এখন ঘটনা হচ্ছে, পুরো ব্যাপারটা সাজানো - এমন হতে পারে না যে তা নয়। যদি কার্কারে একা মারা যেতেন কোনো এনকাউন্টারে তাইলে এই থিওরি প্রতিষ্ঠা করা সহজ হত।
  • lcm | 118.91.116.131 | ২৪ অক্টোবর ২০১৪ ১১:৪৩650258
  • আর, হার্ডনিউজ-এর লেখাটাও তো কন্সপিরেসি থিওরির মতন লেখা, কোর্টের তেমন উল্লেখই নাই।
    এই থিওরি দেশের যে কোনো সৎ, বলিষ্ঠ পুলিশ অফিসারের এনকাউন্টারে মৃত্য়্তে লাগানো যায়, হেরফের করিয়ে।
  • . | 208.7.62.204 | ২৪ অক্টোবর ২০১৪ ১১:৫১650259
  • হার্ডনিউজ-এর লেখাটার প্রথম রিপ্লাইটায় যাতা খচরামো করা হয়েছে। মিষ্টি কথায় লেখাটার ভেরিফায়েবল লিংকের অভাব দেখিয়ে দিয়েছে :D
  • সমীরন ভট্টাচার্য্য | 81.244.130.57 | ২৬ অক্টোবর ২০১৪ ০৪:২৭650261
  • সোমনাথ কোথায় বসে এই মহাতত্ব বের করলেন জানিনা। কোন সুস্থ মানুষ এভাবে উলটো পালটা চিন্তা করবেন না আশাকরি। সোমনাথ হয়ত নিজেকে বিতর্কিত করতে চাইছেন। তবেঁ লজ্জাজনক অযৌক্তিক পথ।
  • সোমনাথ মুখোপাধ্যায় | 96.134.100.120 | ২৮ অক্টোবর ২০১৪ ০০:৩৮650263
  • গ্রাম বাংলার মাঠ-ঘাট-প্রান্তরে-বাতাসে আজ বারুদ, কর্ডাইট ও পোড়া লাশের গন্ধ ...জোড়া ফুল আঁকা তেরঙ্গা লস্কর শিবির থেকে ভেসে আসছে 'নারা-এ-তকবীর' এর বজ্র নির্ঘোষ আর উল্টোদিকে ভারতমাতার সন্তানদের গগন কাঁপানো 'হর হর মহাদেব' রণধ্বনি !

    এহেন অবস্থায় একদা আগুনখেকো বিপ্লবী মাকুরা বাজার থেকে বেপাত্তা ..... তারা এই সব রণক্ষেত্র থেকে শত শত যোজন দূরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে একের পর এক খসড়া দলিল...পাল্টা দলিল..... তত্ত্বের জবাবে পাল্টা তত্ত্ব ...... দলীয় লাইন মানা ও লাইনচ্যুত হবার প্যাঁচ .... দলীয় নিয়মাবলীর ধারা উপধারা মিলিয়ে নোট ও পাল্টা নোট প্রসব করতে ব্যস্ত !

    অবশ্য কিছু কুচো কাঁচা নকুদের (বৃহত্তর বাম ঐক্যের স্বার্থে) দেখা মিলেছে সাইবার দুনিয়ায় ..... রাজিয়া ও আলিমা বিবির হাতে দেশী কাট্টা ও সকেট বোমা দেখে উদ্দীপ্ত, উজ্জীবিত তারা। একদা সুপ্ত বিপ্লবী সত্তা আজ চেগে উঠেছে আর কলেরা রুগীর মতন জামা-কাপড়-কলম-আঙুল (পড়ুন টাইপ করতে গিয়ে) সর্বত্র ঘন ঘন 'বিপ্লব' করে ফেলছে !!
  • PT | 213.110.246.23 | ২৮ অক্টোবর ২০১৪ ০৮:২৬650264
  • অন্যদিকে প্রায় গোপনে, এই গোলমালের আড়ালে টাটা-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন একদা কৃষক নেত্রী। এই প্রতিনিধিরা সাংবাদিকদের জানালেন যে "সিঙ্গুর নিয়ে কোন সমস্যা নেই"!!

    ও মেধাদি, অনুরাধাদি, মাতঙ্গিনীদি আর অতিবদ অতিবামেরা-এসব কথা কানে যাচ্ছে?
  • dd | 132.171.68.45 | ২৮ অক্টোবর ২০১৪ ০৯:১৪650265
  • কিন্তু"প্রায় গোপনে" কে কইলো?

    রীতিমতন ঝাড়লন্ঠন জ্বালিয়ে, রেড কার্পেট পেতে। সাংবাদিক বৈঠক করে মিটিন হয়েছে। প্রথোম পাতায় বড় বড়ো হরোপে ছাবা হয়েছ।

    চারিদিকে বাজিতেছে শিল্পের মংগল শংখ, উন্নতির দামামা,প্রগতির ঘন্টা ধ্বনি(এট্টু বেশী ক্যালোর ব্যালোর হয়ে গ্যালো বুঝি? সে যাগ্গে)। ঘরে ঘরে আনন্দের হিল্লোল, আগামী সুদিনের আলোক উজ্জ্বল প্রভাতের উচ্ছ্বলতা আর খরাক্লান্ত ফুটিফাটা মাটীর বুকে ঝরে পরছে সুশীতল শিল্প ধারা( ক্লাইমেটের ভুল ধইরেন না,প্লীস)।

    সব শান্তি, সব মংগল।

    শুধু দূরাগত হর হর মহাদ্দেও আর ভোলে বাবা পর করেগা নামে অশুভ পেচেক চিৎকারের সাথে রাবেল রাউজের একটানা ঘর্ঘর ধ্বণি। শালা। দেখাচ্ছি মজা।
  • পার্থ | 152.4.206.228 | ২৮ অক্টোবর ২০১৪ ০৯:৫৪650266
  • এদিকে দিদি টাটাদের লাল কার্পেট পেতে দিয়ে আপ্যায়ন করলো। ওদিকে মেধা ফেকু পাটকার হাওয়ায় কি একটা থিওরি খাড়া করে দিলো, নতুন জমি আইনে নাকি অনিচ্ছুক চাষীদের জমি ফেরত দিয়ে দেওয়া যাবে। তাই নিয়ে দিদি এক লাইনেরও একটা কমেন্ট দিলোনা। পরের ওয়ার্ল্ড কাপে ফিফা ফুটবলের অফিসিয়াল নাম রাখতে পারে "সিঙ্গুরচাষী"।
  • d | 144.159.168.72 | ২৮ অক্টোবর ২০১৪ ০৯:৫৯650267
  • এই খাইসে! মাঙ্গিনিদি আবার কে? ও পিটি? মাতঙ্গিনী হাজরা?
  • d | 144.159.168.72 | ২৮ অক্টোবর ২০১৪ ১০:০০650268
  • ^ মাতঙ্গিনীদি
  • - | 109.133.152.163 | ২৮ অক্টোবর ২০১৪ ১০:০২650269
  • মনে হয় অক্ষ। ম ক'দিন ওনাকে "মাতু" "মাতু" বলে ডেকেছিলেন কি না!! ঃ-D
  • সিকি | 135.19.34.86 | ২৮ অক্টোবর ২০১৪ ১০:৩৯650270
  • জয়িতা দাস। মাতঙ্গিনী সমিতি।

    বোধ হয়।
  • dd | 132.172.35.126 | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:৩২650272
  • তখন থেকে ভাবছি, খাগড়াগড়ে এতো গড়াগড়ি ,আর মানববাবুরা কোথায় গেলেন? পেইছি।

    আজকের বর্তমান ঃhttp://bartamanpatrika.com/content/rajya.htm।

    ঐ যে খাগড়াগড় কান্ডে এন আই এর ভুমিকায় সরব বন্দীমুক্তি কমিটি।

    সেই সব ল্যাদখোড় যারা লিং খুঁজে পড়বেন্না - সামারি হচ্ছে এনাই এ হঠাও। উনারা এক সম্প্রদায়ের মানুষকেই হেনস্থা করছেন। (কই কোনো হিন্দু বা খেষ্টানকে তো গেরেপতার করা হয় নি -আম্মো কইলাম)

    মাদ্রাসাতে ঘন ঘন পুলুশ ঢুকছে। ছি ছি। এইসব।
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:৩৯650274
  • মাদ্রাসা নিয়ে আজ একজন গ্রুপে এই পোস্টটা দিয়েছেন।

    MD Zim Nowaz
    মাদ্রসাগুলি সন্ত্রাসের আঁতুড়ঘর! বেআইনি মাদ্রাসাগুলি সন্ত্রাসের আঁতুড়ঘর! অনুমোদনহীন মাদ্রাসাগুলি সন্ত্রাসের আঁতুড়ঘর! এরকমই ছিল মিডিয়ার অভিযোজন-মূলক প্রতিবেদন।
    এখন অবধি পশ্চিমবাংলার ৫০০ টির বেশি মাদ্রাসাতে তল্লাশি হয়ে গেছে। একটি সূতলি বোমা পর্যন্ত পাওয়া যায়নি। বহুল আলোচিত শিমুলিয়া মাদ্রাসাতে একটি ছুরি, শর্ষের তেলের বোতল আর ছাতার বাট পাওয়া গেছে। স্নিফার কুত্তা ঘুরিয়ে মাদ্রাসাতে অস্ত্র ভান্ডারের অস্তিত্ব খোঁজা হয়েছে। ২খানা পুকুরের জল চেঁছে ফেলা হয়েছে। ছেঁড়া কাপড় আর বস্তার টুকরো ছাড়া কিছুই মেলেনি।
    অথচ দেখেছি দিনের পর দিন মিথ্যাভাবে এন আই এ এর সুত্র উল্লেখ করে মিডিয়াগুলিতে লেখা হয়েছে এবং দেখানো হয়েছে নানান রোমাঞ্চকর কাহিনী। প্রায় মাস খানেক ধরে পত্রপত্রিকা আর দুরদর্শনের পর্দায় উপস্থাপিত খাগড়াগড় ছাড়িয়ে মাদ্রাসায় কেন্দ্রীভূত মিডিয়ার মনোযোগে গুরুত্ব দিলেন না- এন আই এ প্রধান শরদ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান অজিত ডোভাল। খাগড়াগড় বা বেলডাঙ্গা গেলেও কিন্তু একবারের জন্যেও কোন মাদ্রাসাতে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। জানি না তারা যদি একটুখানি সময়ের জন্যেও যেতেন- তবে বোকা বাক্স থেকে কতই না গল্প- গাঁথা শুনতে হতো!
    পেটোয়া মিডিয়ার এই মাদ্রাসা সম্পর্কে জনমানসে ভীতি আর বিতৃষ্ণা ছড়নোর ফলে প্রাণ দিতে হল তরতাজা ১৬ বছরের এক যুবককে। ১৬ বছরের আমিরুদ্দিনকে পুড়িয়ে মারা হল। আমিরুদ্দিনের মৃত্যুর সম্পুর্ন দায়ভার এই হারামখোর মিডিয়াগুলি কি অস্বীকার করতে পারে???
    মাদ্রাসা সম্পর্কিত মিডিয়া মার্ফত গুজব না শুনে- সঠিকভাবে জানতে নীচের লিঙ্কটি পড়া যেতে পারেঃ

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=1277&h=1404&year=2014&month=10&date=25&page=4&dpn=365753
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন