এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নৈরাজ্য, বাকুনিন, পিটার প্যান ও পিক্সিডাস্ট ও নিরোর বেহালা

    one-dot
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ৫৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৫:৪৩650618
  • "ডকিন্স সায়েব বইটিতে পরিস্কার করে দিয়েছেন যে জীবের বিবর্তনে জিনই প্রধান ভূমিকা পালন করে এবং সে সেলফিস, মানে স্বার্থপর। তাই মানুষ সহ কোন জীবেরই সম্পূর্ন নিঃস্বার্থ হওয়া সম্ভব নয়। মানে ওই যৌথ -খামার, যৌথ-প্রস্রাবাগার, যৌথ-আন্ডারওয়্যার এগুলো ওনার মতে সম্ভব নয়। "--- শেষ দুটো লাইন ডকিন্স "দি সেলফিস জিন" এ কোথায় বলেছেন? এটা আপনার social-Darwinist interpretation মাত্র , যেটা ভুল।
    "স্বার্থপরতার জন্য দায়ী যেমন জিন সেরকম স্বার্থহীনতার জন্যও জিন দায়ী। কিন্তু স্বার্থপরেরা প্রবল এবং সংখ্যাগুরু। স্বার্থহীন-মার্ক্সিস্ট রা ডোডোপাখি এবং আরও স্বার্থশূন্য অ্যানার্কিস্টরা পক্ষীরাজ, যাঁদের অস্তিত্বই প্রায় নেই।"--- জিন লেভেলে স্বার্থপরতা দিয়েই অর্গানিজম লেভেলে স্বার্থহীনতার একগাদা উদা বইটাতেই আছে.... আপনি ধার না দিয়ে নিজে আর একবার পড়ুন বরং।

    wiki আর fsf নিয়ে যা লিখলেন তাতে ক দিলুম।
  • Atoz | 161.141.84.120 | ১০ অক্টোবর ২০১৪ ০৫:৪৮650619
  • জিনের বইয়ের ফ্রী কপি তুলে রাখুন নেটে, তাইলে তো কেউ ধার নিয়ে ফেরৎ না দিলেই বা কী বা দিলেই বা কী, কপি তো রইলো অসংখ্য। ঃ-)

    বুঝলেন সিংগল কে, আমি পড়েছি একখান মাত্তর বই, চলচিত্তচঞ্চরি। হু হু বাওয়া ডবল ডিমাই অক্টাভো পাবলিশড বাই ভবদুলাল। ঃ-)
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৫:৫১650620
  • আর হ্যাঁ, "দি সেলফিস জিন" আবার পড়া হয়ে গেলে meme selection নিয়ে ডকিন্স এর লেখাপত্রও পড়ুন, ভাবনার খোরাক পাবেন।
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৫:৫৩650621
  • একটিমাত্র বইই এ বিষয়ে পড়েছিলুম, তাও মন দিয়ে পড়িনি বলছেন? :(
    তা হবে...
    আমায় চত্ববেলায় শজারুতে কামড়েছিল কিনা! তারপর থেকেই আমার সব ওরম গুলিয়ে যায়।
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:০৪650623
  • দুঃখ পাবেন না, খুব সম্ভব মন দিয়েই পড়েছিলেন ... আপনার local neighbourhood এ social-Darwinism এর meme গুলোর উৎপাতই এই বিপত্তির কারণ.... শজারু নির্দোষ ।
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:০৪650622
  • স্বর্নেন্দুবাবু যেটা বললেন, জিন লেভেলের স্বার্থপরতা দিয়ে অর্গানিজম লেভেলের স্বার্থহীনতার উদাহরন আছে, তা আছে বটে, কিন্তু সেগুলো তো সেই জিন মানে সেই অ্যালিলগুলোকে এগিয়ে নিয়ে যাবার জন্যেই। আমার বই ধার দেবার মত পোকিতো স্বার্থহীনতা নয় তো।
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:০৮650624
  • এই কোনটাকে "পোকিতো স্বার্থহীনতা" বলবেন সেইতে কি দিয়ে ঠিক হবে? জিন মানে সেই অ্যালিলগুলোকে এগিয়ে নিয়ে যাবার জন্যেই বহুদূর অবধি "স্বার্থহীনতা" সম্ভব।
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:১০650625
  • আপনার জিন আপনাকে contraceptive use করতে আটকাবে না... :)
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:১২650626
  • ওফ্, নিশ্চিন্ত হলুম। শজারুটার জন্য ভারী চিন্তা হচ্ছিল।
    তবে আপনারা এনার্কিজম আর স্বার্থপরতার মধ্যে জেনেটিক্স বিলকুল আনছিলেন না কেন সেটা ভেবে পাচ্ছিলাম না।

    মর্নিংওয়াক করে এসে সোসেনদিরা দেখবেন এই লাইনে কত সুন্দর সুন্দর কথা লিখবেন।
    আমি তো শুধু শজারুর মত একটু খুঁচিয়ে দিলাম আর কি।

    দুঃখ পাই নি, আপনি ঠিকই বলেছেন :)
  • Atoz | 161.141.84.120 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:১৩650628
  • এই ধরুন এই রকমই এক ডকিন্সকাকু দেখেশুনে এক সুন্দরীকে বিয়ে করে ডকিন্সকাকীমা বানিয়ে ফেল্লেন। কিন্তু নিজেদের কেরিয়ারের কথা ভেবে ছেলেপিলে পয়দা করলেন না। ডারউইন তত্ত্ব অনুযায়ী এদের জিন সেল্ফিস ছিল, সে বারে বারে খোঁচা মেরে মেরে কইছিল ওরে ছেলেপিলে পয়দা কর, অনেক অনেক। জিনের কাপি রাখবি না? কাপি না রইলে সব ফক্কিকার! কাপি যদি রাখতে পারিস গোটা দশেক ছেলেপিলে পয়দা করে, তাইলে একেবারে পাথরে দশ কিল! কিন্তু কে শোনে কার কথা? এরা সামাজিক উচ্চাকাঙ্খায় জিনের খোঁচা টেকনোলজি দিয়ে সামলে দিলেন। ঃ-)
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:১৪650629
  • স্বর্নেন্দুবাবুর 6.10 ----
    ঠিক, ঠিক। তাইতো বটে .. আটকায়ও নি।
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:১৭650630
  • যৌথ -খামার গড়তেও না... contraceptive use এ জিনের সরাসরি স্বার্থহানি .... যৌথ -খামার গড়তে তা নেই... কোনটাতেই আটকাবেনা
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:২৩650632
  • যৌথ খামার গড়ার চেষ্টা এখনো করিনি, তাই ঠিক জানিনা।
    চেষ্টা করে দেখে ফলাফল জানাব।
  • - | 109.133.152.163 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:২৩650631
  • প্রায় ভুলেই গেসলুম কুমুদিনীর সাইড বিজিনেসটার কথা। ৫টা২৭ এ-এমের লাস লাইন মনে পড়ালো। হ্যাঁ গা, আজগাল লোকে আর বিয়ে করে না? সব্বাই বিপ্লব করতে চলে গেছে? হায়, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে ...
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:২৪650633
  • *** ইয়ার্কি মারলুম বটে, কিছু মনে করবেন না। ঠিকই বলেছেন।
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:২৭650634
  • সবচেয়ে বড় কথা...বইটা আবার পড়ুন, দেখবেন এক একটা অর্গানিজমই এক একটা যৌথ -খামার... প্রচুর জিন, সবকটা স্বার্থপর, তাও এবং সেইজন্যেই intricately synchronized co-operation দিয়ে এক একটা অর্গানিজম তৈরি করছে।
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৩০650635
  • "যৌথ খামার গড়ার চেষ্টা এখনো করিনি, তাই ঠিক জানিনা।" আপনি করেননি, আপনার জিনরা already করেছে, আপনি নিজেই একটা উদা। :)
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৩৬650636
  • মানবজমিন পতিত নেই বলছেন !!
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৩৭650637
  • এই প্রসঙ্গে, জিনের যৌথ খামার এ বসে খাওয়ার লোক ও আছে ... cf. chapter on Selfish DNA
    তাতে যৌথ খামার ব্যবস্থাটার টিকে থাকতে কিসসু অসুবিধে হচ্ছে না।
  • k | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৩৮650639
  • এই নির্মল প্রভাতে এককদার কথা খুব মনে পড়ছে।

    উনি এই intricately synchronized co-operation এর কথা ঠারেঠোরে খুব বলেন। আমাদের সোসাইটি নাকি উদিকেই যাচ্ছে।
  • | 212.142.114.18 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৪৪650640
  • ওহো .. ভুলে গেছিলাম, আমায় আবার বেরোতে হবে। সেই যে বেড়ালে কামড়েছিল, তারপর থেকেই এরকম ভুলে ভুলে যাই।

    যাহোক, আপনারা আলোচনা করুন, পরে একদিন সময় করে এসে বাকুনিন-প্রুধোঁ-মার্ক্স শিখে নেবখন।
  • Atoz | 161.141.84.120 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৪৫650641
  • বাপের জমিদারি থাকলে কিছু না করে বসে বসে খাবার আর আমোদ আহ্লাদ করার লোক বেশ কিছু থাকলেও কিছুই ভাঙে না। প্রচুর শোষিত হবার মতন এনটিটি রয়েছে, প্রজাগণ। অর্থাৎ কিনা হরে দরে কোথাও একদলকে খাটতে হচ্ছেই।
  • Atoz | 161.141.84.120 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৪৭650642
  • এই প্রুধোঁ উচ্চারণ করে কী করে? প্রুধোন? আমি বাপু বুধো র মতনই করবো। হ্যাঁ, উদোর পিন্ডিখ্যাত সেই বুধো।
    ঃ-)
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৬:৫১650643
  • হ্যাঁ, একক এর সাথে আমার বিতর্ক হতে গিয়েও হচ্ছেনা .... উনি আর আমি প্রায় একইরকম বলি... উনি market mechanism আর profit-motif এর ভিতরে থেকে.... আমি সেটাকে ভেঙ্গে ফেলে ।
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৭:০৪650644
  • "অর্থাৎ কিনা হরে দরে কোথাও একদলকে খাটতে হচ্ছেই।" --- তা হচ্ছে হয়ত... তবে অতটা সরল নয় মনে হয়... জিনদের যৌথ খামার খুব ব্যাপক ... আপনার আমার ক্ষেত্রে যে DNA selfish তারাই শিম্পাঞ্জির ক্ষেত্রে খেটে খায় কিনা আমি জানিনা..biology জানে কিনা জানতে professional biologist লাগবে, তারা আলোকপাত করুন ।
  • Atoz | 161.141.84.120 | ১০ অক্টোবর ২০১৪ ০৭:১৬650645
  • মৌমাছিদের কলোনিও তো তাই। একদল শ্রমিক মৌমাছি খাটে, বাচ্চা মানুষ করে, রাণী শুধু সন্তান উৎপাদন করে কিছু কর্মহীন পুরুষ মৌমাছির সাহায্যে। এটা তো সাইবর্গ কলোনির মতন, প্রত্যেকে প্রোগ্রাম করা এনটিটি।
  • ranjan roy | 24.97.28.253 | ১০ অক্টোবর ২০১৪ ০৭:২০650646
  • সিংগল K,
    টুপি খুললাম। এইরকম সব লেখা পড়ার আনন্দেই তো গুরুতে আসা!!ঃ)))
    আরও হোক,
  • sswarnendu | 198.154.74.31 | ১০ অক্টোবর ২০১৪ ০৭:২১650647
  • এই উদাটাই যেমন গোলমেলে .... রাণীর প্রজা শ্রমিক মৌমাছিরা নাকি শ্রমিক মৌমাছিরা রাণীকে পোষে তাদের স্বার্থে তাই নিয়ে ঝামেলা আছে
  • Atoz | 161.141.84.120 | ১০ অক্টোবর ২০১৪ ০৭:২৯650648
  • হ্যাঁ, মৌমাছিদের কলোনী ব্যাপারটাই গোলমেলে। বলতে গেলে যেকোনো কলোনীই তাই। কে যে কাকে পুষছে! কথাটা হলো, এরা তো কেউ ফ্রী উইলে কিছু করছে না! এদের তো আগে থেকেই প্রোগ্রাম হয়ে আছে কে কী করবে।
    কিন্তু মানুষের ক্ষেত্রে তো হাজারো ফ্যাচাং। আইডেন্টিটি রে, ফ্রী উইল রে, রেবেল রে, ব্যক্তিস্বাতন্ত্র রে, হ্যানো রে ত্যানো রে- ঃ-)
    ইয়া দাড়িগোঁফে সমাচ্ছন্ন কোনো দার্শনিক হয়তো ভাবিত মুখে বলবেন মৌমাছির জীবন কি মধুর?
    ঃ-)
  • ranjan roy | 24.97.28.253 | ১০ অক্টোবর ২০১৪ ০৭:৩৩650651
  • মাইরি! সিঙ্গল কে সক্কালে সিঙ্গল মল্টের মত আনন্দ দিল।
    একটা কথা। হয়ত আগেও বলেছি। স্বার্থপর ও ত্যাগ আসলে একই কয়েনের দুটো পিঠ বলে আমার ধারণা। কিন্তু আমরা ছোটবেলা থেকেই এদুটোকে mutually exclusive হিসেবে ভাবতে শিখেছি।
    লোকে ব্যক্তি খামার থেকে যৌথখামারে যাবে চরম স্বার্থপরতা থেকেই। যখন এই বোধ হবে যে যৌথখামারে তার ফুড সিকিওরিটি অনেক বেশি সিকিওর্ড।
    যে সন্ন্যাসী হয় বা বিপ্লবী হয়--লোকে বলে সে কত ত্যাগ করেছে-- সে চরম স্বার্থপর হয় বলেই অমন বিহেভ করে বলে আমার ব্যক্তিগত ধারণা।
    এই দুই ক্যাটেগরির লোক (আসলে একই ক্যাটেগরির) আসলে নিজের ইগো/ব্যক্তিগত আনন্দ/ নিজের লক্ষ্যের সামনে আর কোন কিছুকেই পাত্তা দেয় না। নিজের আনন্দে পথ চলে , তাদের কথিত আত্মত্যাগের ঠেলায় তাদের বাবা-মা-বৌ-ছেলেমেয়ে -বন্ধুবান্ধব যা ভোগে (অনিচ্ছায়, বাধ্য হয়ে) তা ওদের চোখে পথ চলতে নুড়ির ছিটকে পড়া মাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন