এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নৈরাজ্য, বাকুনিন, পিটার প্যান ও পিক্সিডাস্ট ও নিরোর বেহালা

    one-dot
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ৫৮২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 34.96.239.132 | ১৫ অক্টোবর ২০১৪ ১৯:১৮650475
  • দুইখান বক্তব্যঃ

    ১। আমাদের কেলোদার ছবিখানা ব্যপক।

    ২। নৈরাজ্য যখন আসবে তখন নৈরাজ্যই নর্ম, আর নৈরাজ্যের নৈরাজ্য মানে রাজ্য হবে নৈরাজ্য। এমনই সরল দোলগতিতে দুলবে রাজ্য ও নৈরাজ্য। (ইহা এখনও একটি থিওরি কয়েকশ বছর পরে নোবেল পাবে)।
  • Atoz | 161.141.84.164 | ১৫ অক্টোবর ২০১৪ ২১:১৯650476
  • ধরুন স্বয়ংসম্পূর্ণ আটবিকদের গ্রাম, বিশাল উর্বর জমি, নদী পুকুর খালবিল বিস্তর, আশে পাশে বনজঙ্গলও আছে। জনসংখ্যাও বলতে গেলে কিছুই না, ধরুন মেরেকেটে পাঁচশো, শিশুবৃদ্ধযুবকযুবতী সব মিলিয়ে।
    এরা কিছুটা চাষবাস করে, কিছুটা মাছটাছ ধরে আর বিশেষ আয়োজন থাকলে দল বেঁধে শিকারে যায়। এরা কাপড় ঝুড়ি কুলো মাটির পাত্র কুটির এইসব বানাবার টেকনিক জানে ও ব্যবহার করে।
    এইরকম একটা সরল সিস্টেমে হয়তো রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও পুঁজির নিয়ন্ত্রণ বিহীন জীবনযাত্রা সম্ভব হতে পারে। কিন্তু পরিবর্তন আসবে না। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐখানেই যদি ঐভাবেই মিনিমাম জিনিসপত্রে কাটিয়ে দিতে পারে, তাহলে সিস্টেমটা চললেও চলতে পারে।
    কিন্তু বাইরের সামান্যতম প্রভাব বা প্রাকৃতিক বিপর্যয় বা নতুন ধরনের চিন্তাভাবনা বা আবিষ্কার এই সিস্টেমকে ভেঙে ফেলতে পারে। সিস্টেমটা খুবই মেটাস্টেবল, একটু এদিক ওদিক হয়ে গেলেই ভেঙে পড়বে।
  • Atoz | 161.141.84.164 | ১৫ অক্টোবর ২০১৪ ২১:২৬650477
  • আকা,
    কেলোদার ছবি কোথায়????
  • dd | 132.172.77.168 | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৩১650478
  • এবং সেথায় খরা হয় না, বন্যা হয় না। বাঘ সিংগী নেই। সাপ,কাঁকড়া বিছে নেই। মশা তো স্ট্রিক্টলি নো নো।অসুখ বিসুখ হয় না। মারাত্মক শীত বা গরোম নেই।

    ওভাবে নয়,ও ভাবে নয়,অমন ভাবে হয় না। হয় ও নি কস্মিন কালেও।

    নৈরাজ্যকে হতে হবে ইভোলিউশনের সিঁড়ি বেয়ে উঠেই। পোস্ট অ্যাপোকেলিপ্স পৃথিবী নয়।

    সে অনেকদিন লাগবে। হায়! তখোন আমি কই? "মনে করো তুমি নেই/ নৈরাজ্য এসে গ্যাছে এ এ এ "
  • Atoz | 161.141.84.164 | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৩৯650479
  • "মনে করো আমি নে এ এ এই/ অ্যানার্কি এসে এ এ এ গ্যাছে/ কৃষ্ণচূড়ার বন্যায়/ চৈতালি ভেসে গ্যাছে। "

    ঃ-)))))
  • dd | 132.172.77.168 | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৪২650480
  • লাস' দু লাই হবে "খরাতে এবং বন্যায়/ হাততালি ভেসে গ্যাচে এ এ এ "
  • PM | 233.223.157.45 | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫৬650481
  • আপনাদের চিন্তা ভাবনার দৈন্য দেখলে মোজা জ্বলে যায় মাইরি। বললাম এই দৈন্য দুর করার জন্য পারলে একটু ডোপ করুন--আলোচনায় আসার আগে ২ পেগ গ্লেন মেরে আসুন। শুনবেন না তো কি হবে। এরকম সিরিয়াস টইকে কোথায় নামালেন দেখেছেন?
  • Ishan | 214.54.36.245 | ১৫ অক্টোবর ২০১৪ ২২:১৯650482
  • আরে সিরিয়াসই তো। নৈরাজ্য হল একটা যাকে বলে আদর্শ। যীশুর স্বর্গরাজ্যের মতো। স্বর্গরাজ্যে ঘোরানো সিঁড়ি থাকবে নাকি লম্বা হবে, এ নিয়ে তক্কো হতেই পারে, কিন্তু আমার সেটায় খুব ইন্টারেস্ট নেই।

    আমার বাংলা কথা হল, স্টেটের জোর কমাতে হবে। ডানা ছাঁটতে হবে। স্টেটের উপর জনতার নজরদারি চাই। এই নিয়ে তক্কো করলে আমি আছি।
  • Atoz | 161.141.84.164 | ১৫ অক্টোবর ২০১৪ ২২:২৭650483
  • আর ক্যাপিটাল? পুঁজি? তার উপরে নজর রাখা হবে কি হবে না? পুঁজিপতিদের কৌপীন আর চাদর(মানবিকতার খাতিরে) পরিয়ে হিমালয়ের দিকে রওনা করিয়ে দিলে কেমন হয়?
    ঃ-)
  • cm | 127.247.114.159 | ১৫ অক্টোবর ২০১৪ ২৩:০৬650485
  • দূর আলোচনা ভাল হচ্ছেনা। k আর স্বর্নেন্দুর লেখা ভাল লাগল। সম্পত্তির ভাগ বাঁটোয়ারা কি করে হবে তার একটা গেম থিওরেটিক মডেল খাড়া করুন।
  • Atoz | 161.141.84.164 | ১৫ অক্টোবর ২০১৪ ২৩:৪০650486
  • চান্দুবাবু, দিন না একটা বেশ জম্পেশ ম্যাথ মডেল। একটু দেখি।
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০০:০৬650487
  • এই বাজারে ওই ঢ্যাঙ্গামত ইভোলুশনের ছোবি যা হাত্তালি পেল..

    সারোদাশ্রী বাইরে থাকলে শিওর কিনে ফেলতেন।
  • সিংগল k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০০:৩৫650488
  • কল্লোলদার ১২ অক্টোবর ৮:২৩ এর আনন্দবাজারের এই লিঙ্ক এর
    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/%E0%A6%B9-%E0%A
    6%A4-%E0%A6%AC-%E0%A7%9C-%E0%A6%B2-%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6
    %A7-1.76009
    একটি উক্তির পরিপ্রেক্ষিতে দুটি কথা বলব বলেছিলাম। টুক করে বলে নিই, নাহলে আপনারা আবার সিরিয়াস আলোচনা শুরু করে দিলে আর বলাই হবে না।

    আনন্দবাজারের ওই প্রতিবেদক লিখেছেন -

    "একের পর এক মানুষগুলোর সঙ্গে আলাপ করতে করতে একটা উপলব্ধি হচ্ছিল, এই সহযোগিতার স্রোত কিন্তু বইছে মূলত নিম্নবর্গের, অপেক্ষাকৃত দরিদ্র, তথাকথিত অল্পশিক্ষিত শ্রেণির মধ্যে। তাঁরাই অনুভব করছেন অসুস্থ, সহায়হীন মানুষের অসহায়তা, যন্ত্রণা। তথাকথিত সুবিধাপ্রাপ্ত, ধনিবর্গ এই সহযোগিতা তত্ত্বের বাইরে। লাভ-লোকসান, অসূয়া, স্বার্থপরতার কোটর ছেড়ে তাঁরা বের হতে পারেননি।"

    প্রতিবেদকের এই পর্যবেক্ষন আমি সমর্থন করি।
    'সুবিধাপ্রাপ্ত ধনিবর্গ' হল এখানে বর্তমান ক্যাপিটালিস্ট ব্যবস্থায় বেড়ে ওঠা এবং সেই ব্যবস্থাকে মনেপ্রানে বিশ্বাস করে চলা মানুষদের প্রতিনিধি। যে ব্যবস্থায় ছোট্ট একটি বাচ্চার কোন এক বন্ধু একদিন কোন কারনে ক্লাসে না এলে বাচ্চাটিকে শেখান হয় - " কাল তোমার বন্ধু এসে আজ ক্লাসে কি হয়েছিল জানতে চাইলে তুমি তাকে বলবে না। কারন তুমি যদি ওকে বলে দাও তবে তোমার বন্ধু স্কুলে না এসেও তোমার সমান হয়ে যাবে। মনে রেখো তুমি আজ কষ্ট করে ক্লাস করে শিখছ, সেটা ফ্রীতে যাতে ও না পায় সেটা দেখো।"
    প্রায় প্রতিটি বক্তৃতায় নিয়ম করে ওপরের ^^এই কথাগুলো বলে রিচার্ড স্টালম্যান শ্রোতাদের কাছে জানতে চান, যে আপনি আপনার সন্তানকে কি এটা শেখাবেন? নাকি শেখাবেন যে বন্ধুর সঙ্গে কাল দেখা হলে সবচেয়ে আগে খোঁজ নাও সে কেন কাল আসতে পারে নি। সে কোন সমস্যায় পড়েছে কিনা, কোনরকম বিপদ হয়েছে কিনা তার। যদি হয়ে থাকে তবে তুমি তার কোন উপকারে আসতে পারো কিনা। আর কালকের ক্লাসের পড়া ? সে নিয়ে চিন্তার কিছু নেই, তার জন্য অঢেল সময় আছে। তার জন্য বন্ধুরা সবাই আছে, মাষ্টারমশাইরা তো আছেনই।

    আপনার কোন শিক্ষাটা ভাল বলে মনে হয়?? :)

    প্রথম সিচুয়েশনের শিক্ষা পেলে কি কোন শিশুর পক্ষে বড় হয়ে ওঠার পর ওই প্রতিবেদকের উপলব্ধি করা সহযোগিতা তত্ব সত্য প্রমান করা বিশেষ কঠিন ?
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০০:৪৩650489
  • আচ্ছা, এই সায়েব ভদ্রলোক, ইনি শিশুদের মিষ্ট জগৎ ছেড়ে বড়োদের হাড়সেঁকা জগতে ঢোকেন বক্তৃতায়? পরীক্ষা, চাকরির ইন্টারভ্যু, স্ক্রিনিং টেস্ট, দাদা ধরে চাকরি, প্রোমোশনের বহুবিধ টেকনিক, না পেলে সরকার বদলের চেষ্টা --ইত্যাদি ইত্যাদি সম্পক্কে কিছু বলেন? কোনো রকম লাগাম না মেনে মা ষষ্ঠীর অঢেল কৃপার ব্যব্স্থা হয়ে কোটি কোটি মানুষ হয়ে গেলে আর তাদের জন্য গুটিকত টিমটিমে পেশা ও ততোধিক টিমটিমে ভবিষ্যৎ পড়ে থাকলে কী করা হবে সেই নিয়ে কিছু বলেন? আর নিজের(প্লেসহোল্ডার মাত্র) গাড়ী বাড়ী নারী সুরাপাত্র সাজগোজ নাচগান গয়নাপাতি কীভাবে বজায় রাখেন সেসব কিছু বলেন?
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০১:০০650490
  • এই যে সায়েবের ভিজিটিং কার্ডটি আমার হোল্ডারে আছে সেটিতে এরকম বলছে -


    ওইটেই ওঁর জীবনদর্শন। ওই নিয়েই তো কাটিয়ে দিলেন প্রায় গোটা জীবনটা। এগুলো তো এমনকিছু সুপার হিউম্যানের বৈশিষ্ট্য নয়। আপনি ওনাকে সুপার হিউম্যান বলবেন না আশাকরি। :)
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০১:০৫650491
  • তব্বে? আহা হা হা, শুনেও কান জুড়ায়, দেখেও চোখ জুড়ায়। খানাপিনা সাজগোজ নাচগান আর হাসিখুশি প্রেমপ্রীতি সবই তো বেশ ভালোই আছে সাপ্লাই। তো, সম্পদের উৎসটা কী? অ্যানার্কি?
    ঃ-)
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০১:০৮650492
  • দেখুন সম্পদের উত্স কি আর কেউ বলবে যে সারোদাশ্রী আমায় টাকা দিয়েছে?

    মিথ্যা কথা না বলে সায়েব ভালই করেন। হাবিজাবি বল্লেও বিশ্বাস করতাম না।
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০১:১৭650493
  • আরে আমি তো উইকিতে গিয়ে আঁতিপাতি খুজে কিছুতেই আর সায়েবের রোজগারের কোনো সংবাদ দেখতে পাই না। অথচ যুক্তরাষ্ট্রের অমন বড় শহরে আছেন, অমন আলিশান প্রতিষ্ঠানে তেনার আপিস-এইসবএর ভাড়াটাড়াও তো আছে, তার উপরে আছে ভদ্রলোকের নিজের জীবনযাত্রা, যানবাহন ইত্যাদি ইত্যাদি। তো, এসবের টাকা কে দেয়? গৌরী সেন? ঃ-)

    এই কায়্দাগুলো বেশ ভালো সায়েবদের, ঐ ডেল বাবুর বেলাতেও দেখতাম ঢাক বাজিয়ে বাজিয়ে বলছে এক টাকা মাইনে নেন, বলি বাড়ী গাড়ী সুরা নারী সিংহাসন এসব কি তবে গৌরী সেন দিয়ে যায়? নাকি দখিন হাওয়া খেয়ে রামধনু দেখে আর ময়ূরের নাচ দেখে জীবন চলে?
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০১:২৫650494
  • কদিন দখিন হাওয়া খেয়ে রামধনু দেখে আর ময়ূরের নাচ দেখে দেখুনই না জীবন কেমন চলে।
    সায়েবের যে একারই চলছে তা তো নয়...
    নইলে এরম ডাইহার্ড চ্যালা পাচ্ছেন কি করে ?
    ;)
    ***( আঘাত দিয়ে থাকলে অবশ্য সরি চাইছি) :)
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:০৯650497
  • আরে আঘাতের কী আছে? ঐ দখিন হাওয়া ময়ূরের নাচ রামধনু প্রাসাদ- এসব আমাদের এক নাটকে ছিল, ছোট্টোবেলা। ঃ-)

    তবে বুঝলেন কেলোবাবু, সন্দো করি যে ঐ ডাইহার্ড চ্যালাদেরো(যাদের চলছে এসবে) নিশ্চয় খানাপিনা সাজগোজ নাচগান গয়নাপাতি মদের ফোয়ারা শীতাতপনিয়ন্ত্রিত থাকার ঘরবাড়ী-এইসব ব্যাপারগুলো ঠিকই বজায় আছে। সম্পদের উৎস খোদায় মালুম। ঃ-)

    হ্যাঁ সত্যিকার খাঁটি কাজ নিশ্চয় হচ্ছে, কিন্তু চারিদিকের বেশীরভাগ হট্টমেলা দেখেশুনে মনে হয়, সেই "ক্ষুধিত পাষাণ"এর শেষে যেমন রবি কইছিলেন, "লোকটা আমাদের বোকার মতন দেখে যা খুশি গপ্প বানিয়ে বলে চলে গেল।"
    ঃ-)
  • সিংগল k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:২১650498
  • প্রোফেসর ক্যালকুলাস স্টালম্যান সায়েবকে টাকা দেন না এটা নিশ্চিত। যদিও উনি নিজমুখেই বলেছেন -" আমি নিজেও কতোবার কার্নেল প্যাচ আর কম্পাইল করেছি বিশেষ করে আগে তো নতুন কোন হার্ডোয়্যার কিনে সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করা প্রায় আমার হবিই ছিল। "
    কার্নেল কম্পাইল করতে গেলে প্রোফেসর ক্যালকুলাসের দরকার হয়েছে নিদেনপক্ষে একটি কম্পাইলার। কম্পাইলারের কাজ হল প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজে লেখা কোডকে কার্নেল স্পেসিফিক সফটওয়্যারে (বাইনারি) পরিনত করা। বাজারে কম্পাইলার কিনতে গেলে কত দাম লাগতে পারে ভেবে দেখুন তো। একটা ওয়ার্ড প্রসেসরের দামই আট হাজার টাকা। প্রফেসর টাকা না দিয়ে কোন প্রোপ্রাইটরী কম্পাইলার ব্যবহার করতে পারতেন না। তাহলে আইন ভাঙ্গা হত, উনি চোর প্রতিপন্ন হতেন। উনি আত্মসম্মান সম্পন্ন ব্যক্তি, উনি শুধু 'হবি' মানে বাতিকের জন্য নিশ্চয় সেটা করেন নি। উনি নিশ্চয়ই ফ্রী সফটওয়্যার ফাউন্ডেশনের গ্নু কম্পাইলার ব্যবহার করেছেন। যা চাইলে বিনি পয়সায় পাওয়া যায়। যার অন্যতম স্রষ্টা ওই আরেমেস সায়েব। প্রোফেসর ক্যালকুলাস হয়তো এক পয়সাও দেননি গ্লু কম্পাইলারের স্রষ্টাদের কাউকে। কিন্তু তা বলে কি আর কেউ দেয় নি ? সারোদাশ্রীও না ? আপনি এত শিওর হচ্ছেন কি করে?

    কম্পাইলারের গল্প বলব ?
    রাজাবাজার সায়েন্স কলেজের রেডিও ফিজিক্স ডিপার্টমেন্ট। সময়টা দু হাজার সাল হবে। একটু মোটামত নেট পেয়ে ওঁরা গ্লু কম্পাইলার ডাউনলোড করলেন। এতদিন ওঁদের লাখ টাকা দামের স্কো কম্পাইলার ছিল। (তখনও স্কো কম্পানি উঠে যায় নি)। আশেপাশের প্রতিবেশী ডিপার্টমেন্টরা একটু হিংসেই করত। নেবারস এনভি ওনার্স প্রাইড আর কি।
    তো এবার গ্নু ফ্রী তে নামিয়ে টেস্ট করতে বসলেন। একটা বিশাল C কোড বের করা হল। সেটা ওই স্কো দিয়ে কম্পাইল করে সফটওয়্যার বানিয়ে দীর্ঘদিন ধরে ইউনিভার্সিটিতে ব্যবহার হচ্ছে। ওই কোড কম্পাইল করতে গিয়ে গ্নু কম্পাইলার ধড়াং ধড়াং করে একরাশ এরর খেয়ে গেল। প্রফেসর সেন টেন হেসে বল্লেন ফ্রী জিনিসতো, এর বেশী আর কত হবে। সফটওয়্যার বানিয়ে এতদিন চালানো হয়ে গেল, স্কো তে কোন এরর খেল না, কেউ সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে কোন বাগ রিপোর্ট করল না, মশাই কোত্থেকে ওই ফ্রী কম্পাইলার যোগাড় করেচেন যে স্কো তে কম্পাইল করা কোডের ভুল ধরচে। হে হে .. ওসব ফেলে দিন।
    কিন্ত কি দেখা গেল জানেন?
    সোর্স কোডে ভুল ছিল। যেসব মডিউলে বাগ ছিল সেগুলোতে কোনদিন হাতই পড়ে নি। কেউ ব্যাবহারই করে নি ওই মডিউলগুলো। করলেই ধরা পড়ত। ফলে লাখ টাকার স্কো পড়ে রইল, যাঁরা হেসেছিলেন, তাঁরা ততোধিক গম্ভীর মুখে বসে গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ন প্রজেক্টগুলোর সোর্স আবার গ্নু দিয়ে রিকম্পাইল করতে।

    বাস্তব জগতেও এর প্রতিফলন পড়তে দেরী হয় নি। স্কো কম্পানী কিছুদিন কেস লড়ল গ্নু এর ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে তাদের অধিকার এই মর্মে। হেরে যাওয়ার পর কোম্পানী গুটিয়ে গেল।
    এই গল্প বলার উদ্দেশ্য হল যেটা ভাল সেটাই টিকবে এটাই তো কাম্য। যে ভাল বই বা কোড লেখে, ভাল গায় বা বাজায় বা নাচে তার কি বেঁচে থাকার রসদের অভাব ?
    আপনি শ্রী বিল গেটস এর মত বাঁচবেন, না চাট্টি ডিম্ভাত খেয়ে দাঁত কেলিয়ে হাসবেন সেটা আপনার ব্যাপার।
    আমার সঙ্গে স্টালম্যানের কফি হাউসে দেখা হলে আমি ওনাকে একটা চিকেন ও্ম্লেট তো নিশ্চয়ই খাওয়াব।
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৩৫650499
  • আহ কেলোবাবু,
    আসল কথাটা বলেছেন প্রায় শেষ লাইনে। ঃ-)

    "যে ভাল বই বা কোড লেখে, ভাল গায় বা বাজায় বা নাচে তার কি বেঁচে থাকার রসদের অভাব ?
    "
    অর্থাৎ কিনা রসদ থাকতে হবে। কোনো বিকল্প ব্যবস্থা তার থাকতে হবে।

    আজ ক ভালো সাহিত্য রচনা করে ফ্রী বিলাতে পারে কারণ ক য়ের একটি অন্য চাকরি আছে, অথবা অন্য একটি উপার্জনের সোজা পথ আছে বা পূর্বপুরুষের সঞ্চিত অর্থ আছে। এইজন্য পারে ফ্রী তে দিতে।

    কিন্তু সে যদি ফুল টাইম লেখক হতো বা হতে চাইতো, অন্য কোনো অর্থ উৎস না থাকতো, তখন ফ্রী দিতে গেলে চালাতে পারতো না। হয় অন্য পথ দেখতে হতো নয়তো যথোপযুক্ত পারিশ্রমিক দিতে পারে এমন প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে যেতে হতো যারা ঐ লেখাকে মর্কেট করতে পরে।
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৩৮650500
  • চাগ্রী থাকলে তো ভালই হত! সায়েবেরো, চ্যালারও। কিন্ত নেইতো,
    নিদেনপক্ষে একটা বাকরীও নেই। :(
  • - | 109.133.152.163 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪০650501
  • কিন্তু এই সিঙ্গল কে ভালোবেসে একটা চিকেন ওমলেট খাওয়াবেন, সেটা কি "রসদ" হতে পারে না?
    আহা, শুধু কি একা কেলো-ই খাওয়াবেন, অনেক কেলো হলে আর রসদের চিন্তা কি, আতোজ?
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪১650502
  • সায়েবদের হয়তো স্পনসর আছে, আমরা জানিনা। বা জানবার অধিকার নেই। ঃ-)
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪২650503
  • ড্যাশবাবু যা বললেন তাইই।
    চিন্তা তো দুবেলা দুটি ডিমের? নাকি ?
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪৪650504
  • হুমদো হুমদো জায়্গা থেকে ইয়া ইয়া সব প্রাইভেট গ্রান্টগুলো তো এঁরা বলেন না সবসময়। অনেকসময় মনে হয় গ্র্যান্ট দেনেওয়ালাই শর্ত দেন, জানানো যাবে না। ঃ-) রবির চ্যালা মনে হয় তেনারা, "আমি কী দিলেম কারে জানিল না কেউ/ ধূলায় রহিল ঢাকা।" ঃ-))))

    দ্রি কে বড় মিস করি। আহা, সেইসব কন্সপি অনুসন্ধান! ঃ-)
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪৭650505
  • প্রফেসর ক্যালকুলাসের সেই বইয়ের দাম ধার্য করা বিষয়ে স্টালম্যানের উক্তিটি দেখেন নি ?
    তাতে তো বলেইছেন বিনিময় মূল্য চলতে পারে। তাতে উনি কিছু দোষ দেখেন না। কিন্তু দাবী কিছু থাকতে পারে না।
    জিনিসের যদি কোয়ালিটি থাকে তো লোকে দেবে। না চাইলেও দেবে ( যেমন চিকেন ওমলেট) যদি কোয়ালিটি না থাকে তো দেবে না। পুরোটা কাজ খতিয়ে (বা পড়ে) দেখে কিছুই দেবে না।
  • Atoz | 161.141.84.164 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪৯650509
  • কোনো বড়লোক কেলো হয়তো নিয়ে গেলেন টক দিতে, পারিশ্রমিক দিলেন দশ কি বিশ কি ত্রিশ হাজার ডলার, ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি মহা মুশকিল এড়ানোর জন্য বল্লেন ভালোবেসে দুটি ওম্লেট দিয়েছেন। ঃ-) পরদিন কোনো আরো বড়োলোক কেলো ডেকে নিয়ে গিয়ে হয়তো গান শুনলেন, দিলেন আরো বেশী ডিক্লেয়ার করলেন পাঁচটি তিলেখাজা। ঃ-)

    এরকম হলে অবশ্য আর অসুবিধা নেই। ঃ-)
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪৯650508
  • আগে পয়সা দাও তবেই দেখতে দেব, ওটি চলবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন