এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নৈরাজ্য, বাকুনিন, পিটার প্যান ও পিক্সিডাস্ট ও নিরোর বেহালা

    one-dot
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ৫৭৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 109.133.152.163 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৪৯650506
  • "জানে না সে কেউ, ধুলায়..."

    যাগ্গে, এই আইডিয়া কি খুব নতুন কিছু?
    "আমার ভান্ডার আছে ভরে, তোমা সবাকার ঘরে", ইত্যাদি এই ফিলসফির উপরে তো দাঁড়িয়ে বহু মঠ-মিশন-চ্যারিটি-অর্গানাইজেশন কাজ করছে!
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৫১650510
  • যতক্ষন না বিপ্লব আসে ততক্ষন মহাকরনে বসতে কি দোষ?
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৫৭650512
  • **কোয়ার্টার
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০২:৫৭650511
  • মানে বলতে চাইছিলাম যে উইকিপিডিয়াও তো দানের টাকায় চলে। কিন্তু প্রমোট করে অ্যানার্কি। স্পনসরের তো অভাব নেই চাইলেই পাবে। কিন্তু তাও অভাব হলে ভিক্ষাই চায়।
    সায়েবদের দেশে আবার ভিক্ষা করা ভারী নিচু চোখে দেখা হয়। স্পনসর খোঁজা বরং সম্মানের। আরেসেস হিঁদুর চোখে বরং জ্ঞানচর্চা ভিক্ষা করে করা বেশ সম্মানজনকই।
    যতদিন না পুউউরো অ্যানার্কি ব্রহ্মান্ড গ্রাস করে নিচ্ছে ততদিন তো এই কোয়ার্য়ার অ্যানার্কিজম হাফ অ্যানার্কিজম চলবেই।
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০৩:১০650513
  • দিদি ঠিক বলেছেন, হুমদো গ্রান্ট আর সারোদাশ্রীর সাহায্য কি আর কেউ নিজমুখে স্বীকার করে? ওগুলোর জন্য চাপ দিয়ে মিথ্যা না বলানোই উচিত।
    তবে সায়েবের হিসেবনিকেশ মোটামুটি পরিষ্কার, ব্যক্তিজীবনও। সেকব লিঙ্ক আর দিই নি কারন দিলে টইটা ব্যক্তিচর্চার দিকে (পড়ুন পরচর্চা) চলে যাবে। কেউ ইন্টারেস্টেড হলে দেখতেই পারেন। তবে আমি ওর চ্যালা বলাটা নিতান্তই ঠাট্টা। ওঁরা সব বড় বড় লোক, ওঁদের চ্যালা হবার যোগ্যতা কি আমার আছে? দূর থেকেই গড় করি। খুঁত থাকুক বা না থাকুক।

    ওদের ভালটুকুই আসুক আমারদের মধ্যে, যদি আদৌ ভাল কিছু থাকে।
  • k | 212.142.117.202 | ১৬ অক্টোবর ২০১৪ ০৩:২৭650514
  • ক্রাউডসোর্সিং আর কর্পোরেট স্পনসরের মধ্যে শর্ত টর্তের একটু তফাত বোধহয় থাকে। উইকিপিডিয়াটি ক্রাউডসোর্সিং। পোতি বছর আমিও একশ টাকা করে দি ওদের। (বোধহয় ওটাই ন্যূনতম)
    একটা ভারী সুন্দর চিঠি পাঠায় টাকা বুঝে পেয়ে -

    Dear *********,

    Thank you for donating to the Wikimedia Foundation. You are wonderful!

    It's easy to ignore our fundraising banners, and I'm really glad you didn't. This is how Wikipedia pays its bills --- people like you giving us money, so we can keep the site freely available for everyone around the world.

    People tell me they donate to Wikipedia because they find it useful, and they trust it because even though it's not perfect, they know it's written for them. Wikipedia isn’t meant to advance somebody's PR agenda or push a particular ideology, or to persuade you to believe something that's not true. We aim to tell the truth, and we can do that because of you. The fact that you fund the site keeps us independent and able to deliver what you need and want from Wikipedia. Exactly as it should be.

    You should know: your donation isn’t just covering your own costs. The average donor is paying for his or her own use of Wikipedia, plus the costs of hundreds of other people. Your donation keeps Wikipedia available for an ambitious kid in Bangalore who’s teaching herself computer programming. A middle-aged homemaker in Vienna who’s just been diagnosed with Parkinson’s disease. A novelist researching 1850s Britain. A 10-year-old in San Salvador who’s just discovered Carl Sagan.

    On behalf of those people, and the half-billion other readers of Wikipedia and its sister sites and projects, I thank you for joining us in our effort to make the sum of all human knowledge available for everyone. Your donation makes the world a better place. Thank you.

    Most people don't know Wikipedia's run by a non-profit. Please consider sharing this e-mail with a few of your friends to encourage them to donate too. And if you're interested, you should try adding some new information to Wikipedia. If you see a typo or other small mistake, please fix it, and if you find something missing, please add it. There are resources here that can help you get started. Don't worry about making a mistake: that's normal when people first start editing and if it happens, other Wikipedians will be happy to fix it for you.

    I appreciate your trust in us, and I promise you we'll use your money well.

    Thanks,
    Sue

    Sue Gardner
    Executive Director,
    Wikimedia Foundation

    For your records: Your donation on 2013-11-20 was INR 100.00.

    This letter may serve as a record of your donation. No goods or services were provided, in whole or in part, for this contribution. The Wikimedia Foundation, Inc. is a non-profit charitable corporation with 501(c)(3) tax exempt status in the United States. Our address is 149 New Montgomery, 3rd Floor, San Francisco, CA, 94105. U.S. tax-exempt number: 20-0049703

    You can follow us on Twitter, identi.ca or Google+, like us on Facebook and read our blog. Here is the Wikimedia Foundation annual report for 2010-11, the Wikimedia Foundation annual plan for 2012-13 and the Wikimedia Foundation’s five-year strategic plan. You can also now buy Wikipedia merchandise at shop.wikimedia.org.

    যদিও আমি কোন ফান্ডরেজিং ব্যানার দেখে টাকা দেই না। বছরের যে কোন দিন দেই। তাও, ওদের ওই একটি বয়ানই লেখা আছে, নাম পাল্টে ওটাই সারা বছর সবাইকে পাঠায়। :)

    আর যে ব্যানারটির কথা বলেছে, তাতে লেখা থাকে যে যতজন সেই ব্যানারটা দেখছে সবাই ন্যূনতম টাকা দিলেই এক ঘন্টায় ওদের তহবিল পূর্ন হয়। প্রযোজন ফুরায়।

    তবে আর একটা কথা। প্রয়োজন না হলে কিন্তু ওরা চায় না। দুগ্গাপুজো কালীপুজোর চাঁদার মত দৈব নিয়ম নয় কিন্তু ভিক্ষার ব্যাপারটা।
  • S | 81.191.150.74 | ১৬ অক্টোবর ২০১৪ ০৫:০৬650515
  • আগে পয়সা দাও তবেই দেখতে দেব, ওটি চলবে না" - এই ফিলজফি কতদূর চলবে? ইবোলা ভ্যাকসিন, ক্যানসারের ওষুধ - এসবের কি হবে? রিসার্চের টাকা আসবে কোথার থেকে ? লোকে কি আগে ভ্যাকসিন নিয়ে সেটা কাজ করছে কিনা দেখে তারপর পয়সা দেবে? আর যদি বলেন এসব সরকারি নিয়ন্ত্রণে থাকবে তাহলে তো অ্যানার্কির দফারফা। নতুন থিয়োরি ভাবতে হবে।
  • alia | 152.4.206.228 | ১৬ অক্টোবর ২০১৪ ০৬:৫৪650516
  • আগে পয়সা দাও তবেই দেখতে দেব, ওরকম আবার কারা বলে? বাড়ি কিনতে গেলে তো বাড়ির এজেন্টরা পাঁচ-ছটা বাড়ি দেখিয়ে তবে পয়সা চায়, তাও আবার পছন্দ হলে। দোকানে গিয়ে জামা-প্যান্ট ট্রায়াল করে তারপর কেনার রীতি। ফোন কিনতে গেলেও তো লোকে দশ-বিশটা ফোন নাড়াচাড়া করে দুচারটে দোকান ঘুরে তবে কেনে। রেস্টুরেন্টে আগে খেয়ে তারপর দাম মেটায়।
  • সিংগল k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৮:৩৫650517
  • উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পেটেন্ট নেন নি বলে কালাজ্বরের ওষুধ বেরয় নি তা তো নয়। যে কোন আবিষ্কারের জন্য দরকার এক বা একাধিক উত্সাহী গবেষক/আবিষ্কারক এবং প্রয়োজনীয় রিসোর্স, যাকে আপনারা ফান্ড বলেন। অ্যানার্কি বা প্রচলিত ব্যবস্থা, যে কোনটিতেই এগুলোর সংস্থান থাকলেই চলবে।

    ট্রায়াল দেওয়া আর ব্যবহার করে তার উপযোগীতা বুঝে তার দাম মেটানোর মধ্যে পার্থক্য আছে তো। সিনেমা হলে তো মনে হয় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে তারপর 'ভাল লাগলে' পয়সা মেটাতে দেবে না, হলে ঢোকার আগেই আদায় করে নেবে। এমনকি ভারতের প্রথম ক্রাউড ফান্ডেড সিনেমা আই অ্যামের ক্ষেত্রেও তাইই হয়েছিল। বরং অনমিত্রদা শ্রীপন্নাদির ওয়ান রুপি ফিল্ম প্রজেক্টের কথা মাথায় রাখুন।
    বই গান বা সিনেমার ক্ষেত্রে পয়সাটা যে দেন সেটা শুধু 'পড়ার', 'শোনার' বা 'দেখার' জন্য। দাম দিলেও বই বা সিডির পুরোপুরি মালিক আপনি নন। চাইলে বন্ধুকে দিতে পারেন না। এমনকি নিজে স্ক্যান করে ট্যাবেও তূুলে রাখতে পারেন না। পোকায় কেটে দিলে আবার পুরো পয়সা একই কাজের জন্য দিতে হবে। তাই পোকিতো মালিকানা কোনটা - মানে প্রুধোঁরটা নাকি বর্তমান ক্যাপিটালিজমেরটা সেটা আরেকবার ভেবে দেখুন।
  • SC | 34.3.22.185 | ১৬ অক্টোবর ২০১৪ ০৮:৪৩650519
  • উইকিপেডিয়া কে আম্মো টাকা দিই, সাধ্যমত। ওই সাইট থেকে যা শিখেছি, পৃথিবীর কোনো ইস্কুল কলেজে শিখিনি।
    অনেক নামী দামী ইস্খুল কলেজ, প্রফেসর, অনেক তো দেখা হলো জীবনে, কিন্তু উইকির মত ভালো কেউ নয়।

    MIT OCW কেও ভবিষ্যতে পয়সা দেওয়ার ইচ্ছে আছে। ওদের কাছেও অনেক কিছু শিখেছি। MOOC র অনেক দিন আগেই ওরা MOOC ।
  • একক | 24.99.126.142 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:০০650520
  • এত যে কথা বলেন এনার্কিস্ট রা তা নিজেরা ছাপিয়ে বই বেচেন কেন ? পুরোটা সুন্দর করে ইলেক্ট্রনিক ভার্সন বানিয়ে নেট এ তুলে দেননা কেন ? যার ইচ্ছে হবে ইন্টারনেট সংযোগ বিহীন জনগোষ্টি তে ছড়াবার তিনি বা তাঁরা নাবিয়ে কম পয়সায় ছাপিয়ে নেবেন !! এটলিস্ট এরকম করা হোক যে বই পড়ার পর লোকে কালেক্টর's কপি হিসেবে কিনবে এবং সেই কপির দাম বেশি রাখা হোক ভালো বাঁধাই / কাগজ দিয়ে । এখনকার প্রিন্ট দুনিয়ার কিতিবিচ্চিরি মডেল নিয়ে তাঁদের মন্তব্য কী ?
  • Ishan | 183.17.193.253 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:০৩650521
  • মার্ক্সিস্ট এবং অ্যানার্কিস্টদের সব ক্লাসিকই তো নেটে আছে। সে অবশ্য কপিরাইট উঠে গেছে বলে, না নীতিগতভাবে, তা জানিনা।
  • সিংগল k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:০৫650522
  • ধরুন আমি বিশাল পোন্ডিত, সরকারী ইমামভাতা পাই, চাইলাম এডসের ওষুধ বের করব। তো এডস সম্বন্ধে আমি নিজেও পন্ডিত আর আমার বন্ধুবান্ধব সার্কল তো আরোই পন্ডিত বিশেষজ্ঞই বলা যায়। এমনিতে কেউ ভিক্ষে করে কেউ জুতো পালিশ করে কেউ বা অন্য কিছু করে। ক্যাপিটালিস্ট বিজ্ঞাপনের ধাঁচে এডসের অপকার এবং আমাদের সাফল্যের সম্ভাবনার কথা জানিয়ে ক্রাউড ফান্ডিং চাইলাম। যারা এডসে মরেছিল তাদের আত্মীয়রা চোখের জলে ভেসে সাহায্য করল। যাঁরা নিশ্চিন্ত মনে নিষিদ্ধপল্লী যেতে চান তাঁরা তো ঘরবাড়ি বাঁধা দিয়ে সাহায্য করলেন।
    এবার সেরা সেরা ল্যাবরেটরীর তো অবারিত দ্বার। সেখানে বিষেশজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনা করে পরষ্পরের সুবিধা অসুবিধা দেখে যন্ত্রপাতি টাইম শেয়ারিং করছেন। যেগুলো করা সম্ভব। রাত আট্টার পর আর দুগ্গাপুজোর সময় ল্যাবে তালা পড়ে গার্ড আর লিফটম্যানদের মদ জুয়ার আড্ডা বসে যাচ্ছে না। (সেসব করার জন্য তাঁদের প্রচুর অপশন খোলা আছে)। দিবারাত্র কাজ চলছে, ল্যাবে ঠিক যে কাজটি চলার কথা। যে সব কাজ ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভাগ করা সম্ভব সেগুলো সেভাবেই করা হচ্ছে। যা ডাটা প্রতি মুহু্র্তে বেরচ্ছে সঙ্গে সঙ্গে তা বিশ্বের সব বিজ্ঞানীর আঙ্গুলের ডগায়। তাঁরা সেগুলোকে কাটাছেঁড়া করছেন। প্রতি মুহুর্তে গবেষনার গতি আর রং পাল্টাচ্ছে। গবেষকরা নিজেদের মধ্যে তুমুল ভাবের আদানপ্রদান করে বেরিয়ে গিয়ে নতুন স্কুল অফ থট তৈরী করে গবেষনার গতির নতুন মোড় দিচ্ছেন। (এটা যে বাস্তব সেটা উপলব্ধি করতে ওই ঢ্যাঙ্গামত 'শতপুষ্প বিকশিত হোক' চিত্রটি আরেকবার দ্রষ্টব্য)।
    কেউ কাউকে ধোঁকা দিচ্ছে না, প্লেজিয়ারাইজড পেপার পাব্লিশ করছে না। কারন দরকারটাই নেই। অঢেল পাব্লিকেশনের অপশন নিজের জ্ঞানের আওতার মধ্যেই।
    এথিক্সের জ্ঞান সবার মজ্জাগত, ফলে কেউ গিনিপিগের ওপর আলফাল যথেচ্ছ প্রয়োগও করছে না। কোন প্রেশার নেই কোন ডেডলাইন নেই, কোন চাপ নেই। শুধু আছে নিজের পছন্দমত কাজ করার আনন্দ।

    এবার বলুন তো এরকম আইডিয়াল অ্যানার্কিতে এডসের ওষুধ বানাতে ক ঘন্টা লাগবে?

    আমাকে গাল দেবেন না, এটা কেন সম্ভব না তার সূক্ষ আলোচনা করতে পারেন, তবে সবচে যেটা করলে ভাল হয় সেটা হল নিজের আয়ত্বে এই ইউটোপিয়া বাস্তব করতে যেটুকু করা সম্ভব সেটা করা। আপনার পিঠে রামচন্দোর তাঁর পাঁচ আঙ্গুল বুলিয়ে দিন।
  • একক | 24.99.126.142 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:০৮650523
  • বেশিরভাগ ক্ষেত্রেই কপিরাইট উঠে গেছে বলে । নতুন বই বেচার ক্ষেত্রে কোনো শালা টাকার ভাগ ছাড়েনা । টাকা দিয়ে বই কিনে পড়তে হবে এটা মডেল হিসেবে বাজে । পড়ে ভালো লাগলে লোকে এমনি কালেক্টর's কপি কিনবে। লেখকের সই করা কপি কিনবে । এটা অনেক লেখক কেও প্রস্তাব দিয়ে দেখেছি ইদিক উদিক বকে চুপ করে যায় । ঈদিকে এনার্কিস্ট ।
  • k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:১০650524
  • এককদাকে,
    পাব্লিক ডোমেনের যে কোন বইয়ের আপনি যে মডেল বললেন তার জন্য গুটেনবার্গ তো বহুকাল ধরেই আছে। ওটাও ক্রাউডফান্ডেড এবং করসেবক দিয়ে চলে।
    আর অ্যানার্কিস্টদের নিজের বই হলে সেটা তো আছেই। ঈশেনদা যেমন বললেন। যেমন অামি ক্রিষ্টিয়ান ইমর্সের পুরো জার্মান ওরিজিনাল বইটার লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। নামালে বা ছাপালে ওনার আপত্তি নেই। কিনলেও না। অ্যামাজনেও আছে।
  • k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:১১650525
  • ওসব মেকী এনার্কিস্ট। তাও তারা নিজেকে এনার্কিস্ট বলে এটুকুই যথেষ্ট।
  • Ishan | 183.17.193.253 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:১৪650526
  • মেকি নাও হতে পারে। অন্য যুক্তিও থাকতে পারে। কিন্তু আমার ঘুম্পেয়েছে।
  • একক | 24.99.126.142 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:১৪650527
  • বই কমার্শিয়ালের প্রকাশের আগে গুটেনবার্গে ই কপি আসছে ? কবে থেকে ? আমি রেগুলার গুটেনবার্গ ইউস করি । আমি তো প্রথমেই বিনামূল্যে পাবলিক ডোমেইনে ছাড়তে বলছি । পাবলিক লঞ্চ । তারপর বাজার বুঝে কালেক্টর's কপি ।
  • k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:১৫650528
  • আমার হাতে চারটি বইয়ের কপিরাইট রয়েছে। অথচ আয় নেই। তার মধ্যে একটি এমনিতেই আগামী বছর পাব্লিক ডোমেনে চলে যাবে। বাকি তিনটি আমি যত তাড়িতাড়ি সম্ভব কপিলেফট করে দেব। সলিলকাকুকে কথা দিয়েছি।

    (চুপি চুপি ফিসফিস করে বলে যাই, ...তাতে আমার আয় বাড়বে, কমবে না)
  • একক | 24.99.126.142 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:১৬650530
  • এনার্কিস্ম এর বাইরে বেরিয়েও আমার ধারণা আগে ফ্রি তে পড়তে দিয়ে তারপর ছাপানো ভালো । যদি নিজের লেখার কোয়ালিটি / অডিয়েন্স নিয়ে মিনিমাম কনফিডেন্স থাকে ।
  • k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:১৭650531
  • গুটেনবার্গ তো ছাপানো নয় এমন জিনিসের কপি রাখে না সে তো জানেন। কাজেই আপনি যা বললেন তা ঠিক।
    তবে ইমর্সের বইয়ের মত ছড়িয়ে ছিটিয়ে বহু বই আছে।
  • S | 80.208.135.40 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:২২650532
  • শুধু গবেষণা করলেই এইড্স এর ওষুধ মার্কেটে এসে যাবে? রেগুলেশনের কি হবে? ক্লিনিকাল ট্রায়াল কারা করবে? FDA থেকে ছাড়পত্র কে যোগাড় করবে? নাকি অ্যানার্কির দুনিয়ায় আনরেগুলেটেড ওষুধ খেতে হবে? k কি এই অ্যানার্কির জগতে গিনিপিগ হতে রাজি আছেন ?
  • k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:৩২650533
  • আনরেগুলেটেড ওষুধ খেতে হবে বোধহয়। তবে রেগুলেটেড ওষুধের চেয়ে চার কুফল বেশী হবে না মনে হয়। এথিক্স বজায় থাকলে।

    আর না জেনেই কত গিনিপিগ হয়ে পড়ি সে নিয়ে তো পাইদিদি দিস্তা দিস্তা লিখেছেন। তার কিছুটা হয়তো কনস্পিরেসি থিওরী। কিছুটা সত্যও।
    গিনিপিগ হব, মরনোত্তর দেহদানও করব। তাতে অসুবিধার কি আছে। এখনই বডি পার্টস বিলিয়ে দিচ্ছি না বটে, কিন্ত কখন কি সিচুয়েশন হয় কে বলতে পারে। হয়ত টাকার দরকারই পড়ে গেল।
  • Ekak | 24.99.88.103 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:৩৮650534
  • APLD নিয়ে কিন্তু অলরেডি আমাদের নানরকম ঝ্য়াম ফেস করতে হয় । অনেক কান্ট্রি আছে যারা এই ডেটা তাদের নিজের সার্ভার ছাড়া এলেও করেনা । অনেক ইন্স্তিতিউত এর জন্যে আলাদা করে পয়সা চায় । এরপর লোকে জেনেশুনে মেডিকাল ট্রায়াল এ অংশগ্রহন করবে এবং তার জন্যে পয়সা পাবে । লুকোচুরি ও মুরগি হওয়ার চেয়ে ভালো । একচুয়াল কন্ডিশনে ব্যাপারটা এরকম হওয়া উচিত যে আমি যে ব্যবসা জেনেরেট করছি এবং যে সার্ভিস কিনছি তার একটা তুল্যমূল্য জায়গা থাকবে ।
  • k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ০৯:৫১650535
  • জনগনের উপকারে আসবে বলে সিঙ্গুরের চোদ্দপুরুষের ভিটেমাটি ছেড়ে দিচ্ছি।
    আর বৃহত্তর জনস্বার্থে নিজেকে গিনিপিগ করতে পারব না?

    পারব মনে হয়। মনকে তৈরী করছি।
  • d | 144.159.168.72 | ১৬ অক্টোবর ২০১৪ ১১:০৮650536
  • এই যে আরেক ডিমপ্রেমী। অ্যানার্কিস্টও বলা যায় বোধয়

  • k | 212.142.123.151 | ১৬ অক্টোবর ২০১৪ ১১:২৬650537
  • নাহ্
    এই জেহাদী আর মাওবাদীরা সুস্ধভাবে মানুষকে বাঁচতে দেবে না।
    তোদের অমন যোদ্ধা ঁআজমল কাসোব। সে তো গোস্ত বিরিয়ানী ছাড়া মুখে তুলতো না। তুই তো এখন রাজ অতিথি রে ভাই, মোর্গা মোসল্লাম খা, চিকেন নূরজাহানী খা, তা না গরীব গেরস্থ পেশেন্টের ডিমসেদ্ধর দিকে তোর নজর ক্যানো রে বাপু!!
  • কল্লোল | 125.185.156.147 | ১৬ অক্টোবর ২০১৪ ১১:৪৪650538
  • কিন্তু কথা যেটা নিয়ে শুরু হলো - আবাপর সেই লেখাটা। যারা নানান মানসিক রোগগ্রস্ত, ভবঘুরে মানুষগুলোকে সুস্থ করে তুললেন, নিজেদের টাকাপয়সা দিয়ে, শ্রম দিয়ে, তারা তো কোন ফান্ড পান নি। এখনো পান না।
    তারা তবে কেন করলেন?
  • কল্লোল | 125.185.156.147 | ১৬ অক্টোবর ২০১৪ ১১:৫৫650539
  • Name: pseudo Date:15 Oct 2014 -- 03:07 PM
    "পুঁজিপতি আমার বা তোমার চাঁদবদন দেখে মাইনে দেয় না। যা দেয় তার চেয়ে বহুগুণ বেশী উসুল করে নেয়।" সুতরাং আম খেয়ে যাও গাছ না দেখে । কোনো গিল্টিফিলিং এর কারণ ও নেই দরকার ও নেই । কবি সেই কবে বলেছেন "তোর হাতে নাই ভুবনের ভার "

    বুঝলাম না। অপরাধবোধটা কিসের? পুঁজিপতিদের অপিসে কাজ করি বলে? তাতে অপরাধবোধ আসবে কেন? আমি আমর শ্রম দেই (মানসিক বা কয়িক)। তার জন্য পুঁজিপতি আমায় শ্রমের দাম দেয় (বেশ কমই দেয়)। যদি তক্কের খাতিরে ধরেও নেই যে ন্যায্য দামই দেয়, তাতেও অপরাধবোধটা কিসের?
    আমার বাসায় যিনি ঘরের কাজ, রান্নার কাজ করেন বিনিময়ে আমার থেকে টাকা নেন, আমি কোথাও চুরিচামারী বা খুন করলে তারা অপরাধবোধে ভুগবেন কেন? বুঝলাম না।
  • কল্লোল | 125.185.156.147 | ১৬ অক্টোবর ২০১৪ ১২:০১650541
  • Name: Atoz Date:16 Oct 2014 -- 12:43 AM
    আচ্ছা, এই সায়েব ভদ্রলোক, ইনি শিশুদের মিষ্ট জগৎ ছেড়ে বড়োদের হাড়সেঁকা জগতে ঢোকেন বক্তৃতায়? পরীক্ষা, চাকরির ইন্টারভ্যু, স্ক্রিনিং টেস্ট, দাদা ধরে চাকরি, প্রোমোশনের বহুবিধ টেকনিক, না পেলে সরকার বদলের চেষ্টা --ইত্যাদি ইত্যাদি সম্পক্কে কিছু বলেন? কোনো রকম লাগাম না মেনে মা ষষ্ঠীর অঢেল কৃপার ব্যব্স্থা হয়ে কোটি কোটি মানুষ হয়ে গেলে আর তাদের জন্য গুটিকত টিমটিমে পেশা ও ততোধিক টিমটিমে ভবিষ্যৎ পড়ে থাকলে কী করা হবে সেই নিয়ে কিছু বলেন? আর নিজের(প্লেসহোল্ডার মাত্র) গাড়ী বাড়ী নারী সুরাপাত্র সাজগোজ নাচগান গয়নাপাতি কীভাবে বজায় রাখেন সেসব কিছু বলেন?

    ঐ সায়েব ভদ্রলোক নাহয় খুব ধান্দাবাজ। কিন্তু সন্তানকে কি স্বার্থপর হওয়ার শিক্ষা দেওয়াটাই ঠিক? Atoz কি বলেন?

    আর আগেই লিখলাম - আবাপতে প্রকাশিত সেই লেখাটা। যারা নানান মানসিক রোগগ্রস্ত, ভবঘুরে মানুষগুলোকে সুস্থ করে তুললেন, নিজেদের টাকাপয়সা দিয়ে, শ্রম দিয়ে, তারা তো কোন ফান্ড পান নি। এখনো পান না। তারা আপনার চোকে কেমন ঠেকে? জানতে ইচ্ছে হলো। কল্লোল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন