এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনুকূল ঠাকুর উবাচ- এক হিন্দু শরিয়তবাদির উপাখ্যান

    bip
    অন্যান্য | ২২ নভেম্বর ২০১৪ | ১১৫২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.154.179 | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৫১652072
  • অভ্যু, কোনো ব্যক্তি যদি ব্রাম্হন হন; এবং রাক্ষস গণ হন, তাকে সেটা বল লে কি অনুচিত কাজ হবে?
    ধরা যাক অজয় বলে কোনো ফিল্ম স্টারের গোত্র রাক্ষস। তাকে অজয় দেবগন না বলে অজয় রাক্ষস গণ বলা যাবে?
    উনি যদি প্রতিলোম বিবাহ না এটেন্ড করতে চান; সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার।

    @ sch , আপনি আপনার দোকানের জিনিস বিক্রি না করতে পারেন, কিন্তু কেউ কেস করলে ভ্যালিড রিসন দেখাতে হবে।
    কিন্তু উকিল কোনো কেস না নিতেই পারে; ডাক্তারের সেই স্বাধীনতা কম।
  • কল্লোল | 125.185.153.72 | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৫১652071
  • স্চ। না পড়ে না। তুমি যখনই দোকান দিচ্ছ তখন অলিখিত চুক্তিটি হলো যেই তোমার দোকানে জিনিস কিনতে আসবে সে যদি তোমার দামে রাজি হয় তো তুমি বেচতে অস্বীকার করতে পারো না।
    দোকানে এরকম নোটিশ টাঙ্গানোও বেআইনী - "এ দোকান শুধু ব্রাহ্মণদের জন্য" বা "এ দোকানে চোদনা মদনা বিমনাদের জিনিস বিক্কিরি করা হয় না"।
    তোমার বাসায় তুমি কাকে ঢুকতে দেবে না দেবে সেটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা, দোকানে নয়।
  • sch | 192.71.182.106 | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৫৭652073
  • @ sm, এক্সাক্তলি এটাই বলতে চাইছিলাম - কোনো ডাক্তারও ইমার্জেন্সি না হলে রিফিউজ করতে পারেন - মদনের মেডিক্যাল বোর্ডে থাকতে কেউ কেউ অস্বীকার করেছনে বলে কাগজে লিখেছেন। এর উকিলরা তো অনেক সময়ই রিফিউজ করেন

    তাহলে সার্ভিস প্রোভাইডারের যে স্বাধীনতা আছে - দোকানের সেটা নেই
  • Abhyu | 118.85.89.126 | ২৫ নভেম্বর ২০১৪ ১১:৩৩652074
  • রাক্ষসগণ বলে বিভূতিভূষণের একটা গল্প আছে সেটা প্রাসঙ্গিক।
  • Ekak | 24.99.210.229 | ২৫ নভেম্বর ২০১৪ ১১:৪০652075
  • হ্যা,ইমার্জেন্সি সার্ভিস ছাড়া আর যে কোনো ক্ষেত্রে বিক্রির সিদ্ধান্ত যে বেচছে তার। বা সরকারী সাবসিডি তে কিনে বেচলে সরকার নিয়ম চাপাতে পারে । এরকম তো নয় যে "চোদনা দের ফুল বেচা হয়না" বলে কেও লুটিস দিচ্ছে । ওরকম ব্যাড মার্কেটিং কেও করেনা :)) সিম্পলি চোদনা ফুল আইটেম টা আর রাখবেনা ।যেভাবে রিলায়েন্স ননভেজ আইটেম তুলে দিলো বা কুইসিন পেজ থেকে ননভেজ আইটেম বাদ যাচ্ছে । এটা করার স্বাধীনতা অবস্যই আছে । যদি কেও দেখে যে ভেজ কাস্টমার দের ক্যাটার করে ব্যবসা টিঁকবে তবে করুক । নো প্রবলেম । বরং এতে ননভেজ স্পেসিফিক সার্ভিস আসবে। চোদনা ফুলের ডেডিকেটেড দোকান হবে । যেখানে ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে জড়িয়ে যেমন রোগের ওষুধ বিক্রি সেখানে এসব করলে এমনিই ব্যবসা যাবে । নো প্রবলেম । এগুলো ট্রেড এর নেচার ডিপেন্ডেন্ট । সেন্ট্রালি কন্ট্রোল করা শুধু অসম্ভব নয় ক্ষতিকর ।
  • - | 109.133.152.163 | ২৫ নভেম্বর ২০১৪ ১১:৪৬652077
  • বাজার মানেই একক।
  • একক | 24.99.210.229 | ২৫ নভেম্বর ২০১৪ ১১:৪৬652078
  • আমেরিকার Title II of the 1964 Civil Rights Act যেটা পাবলিক একমদেসনে ডিসক্রিমিনেশন ডিনাই করে তাই নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক আলোচনা আছে ,পড়ে দেখতে পারেন । নেট এ এভেইলেবল ।
  • sosen | 24.139.199.11 | ২৫ নভেম্বর ২০১৪ ১২:০২652079
  • ডিস্ক্রিমিনেশন তো ওরকম করে হয় না। আমি যা খুশি বেচতে পারি-কিন্তু কাদের বেচবো সেটা বলতে পারিনা। গুজরাটি নিরামিষাশী এসে মাংসের দোকানে মাংস কিনতে চাইলে বলতে পারি না যে আপনি নিরামিষশী আপনাকে আমি বিক্রি করবো না।
  • Du | 230.225.0.38 | ২৫ নভেম্বর ২০১৪ ১২:১৯651891
  • যুক্তি দেখে মাঝে মাঝে চোখ আর বন্ধ করতে পারি না
  • sch | 192.71.182.106 | ২৫ নভেম্বর ২০১৪ ১২:৩০651892
  • না এই জায়গাটাই বুঝতে চাইছি। ক'টা উদাহরণ দিলে মনে হয় সহজ হবে -

    ১) ট্যাক্সি ড্রাইভার সার্ভিস ড়িফিউজ করলে সেটা ইললিগ্যাল কাজ। মানে সে যদি আমায় বলে গড়িয়া যাবো না - আর তারপর একজনকে বলে হ্যা আমি চেতলা যাব, বলে নিয়ে চলে যায় তাহলে আমি পুলিশে কমপ্লেন করলে তার শাস্তি হবে। অর্থাৎ এখানে ডিনায়াল অফ সার্ভিস এলাউড না

    ২) একজন আইনজ্ঞ বলতেই পারেন আমি এই কেসটা নেব না - মেরিট অফ দ্য কেস দেখে আমার মনে হচ্ছে জেতার কেস নেই - আমি এমন কেস লড়ি না। সেটা মনে হয় শাস্তিযোগ্য না

    ৩) একজন বিশেষজ্ঞ দাক্তারকে (হাসপাতালের বাইরে) একজন নোন ক্রিমিন্যাল (ধরা যাক শ্রীনিবাসন, বা মদনা বা সুশান্ত) দেখানোর জন্য বুকিং চাইল তিনি চান না এমন রুগী দেখতে, এবার দুটো ঘটনা ঘটল -

    ক) তিনি সরাসরি জানালেন ব্যক্তিগত কারণে তিনি এই রোগীকে দেখবেন না (আমার কিন্তু এরকম অভিজ্ঞতা আছে - ডাক্তারের ম্যাল্প্রাকটিস চ্যালেঞ্জ করার পর তিনি রুগিকে পরবর্তী কালে দেখতে অস্বীকার করেছেন)

    খ) তিনি পরীক্ষা করে জানালেন এই রোগীকে আমার বদলে একুন অন্য দাক্তার চিকিৎসা করলে ভালো হয় - আমি ঠিক মতো বুঝতে পারছি না

    এই দুটোর কোনো কেস কি MCI বা আদালতে চ্যালেঞ্জ করতে পারেন এফেক্টেড পার্সন

    ৪) আমি একটা দোকানে চুল কাটতে গেলাম বা তোয়ালে কিনতে গেলাম, দোকানদার আমায় একটা জিনিস দিল - সেটা নিয়ে কোন সমস্যা হল - আমার আর দোকানদারের মধ্যে বিশাল ঝামেলা হল - দোকানদার বলল আপনাকে এই দোকানে আর কোনোদিন ঢুকতে দেব না। এটা কি আদালতে চ্যালেঞ্জ করা যায়?

    ৫) আমার দোকানে দাউড জিনিস কিনতে এল - একটা জিনিস পছন্দ করল, আমি বললাম ওটা বিক্রির জন্য না। কিন্তু পরক্ষণেই আরেকজনকে বিক্রি করলাম।
    এটা কি আদালতে চ্যালেঞ্জ করতে পারে?>
  • de | 24.139.119.172 | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:০৭651893
  • পৈতে তো শুধু পুরুষ দের - মহিলারা তো এনিওয়ে বাহ্মণ নন!
  • sch | 192.71.182.106 | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:২৮651894
  • ব্রাহ্মণের ডেফিনিশান কি? পৈতে ধারী পুরুষ? না কি গায়ত্রী মন্তের অধিকারী?

    প্রথমটা হলে গল্প শেষ - হাইলি গেন্ডার বায়াসড ব্যাপার। আর শেষটা হলে মেয়েদের প্রবলেম কি
  • sosen | 24.139.199.11 | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:৩১651895
  • ১,২,৩,৪,৫ সব ক্ষেত্রেই মামলা করা যায়।
    ২) এ মামলা হারার সম্ভাবনা অধিক, কারণ উকিল যতক্ষণ না আগাম না নিচ্ছেন ততক্ষণ আপনার উকিল তিনি নন কেবলমাত্র অ্যাডভাইসর। অ্যাডভাইস ও দিয়েছেন। সুতরাং মামলা জিতবেন না। তা সত্ত্বেও যতদূর মনে পড়ছে এই গ্রাউন্ডে একজন মারোয়ারী গৃহবধূ মামলা করে জিতেছিলেন-পারিবারিক উকিল তাঁর এবং দেওরের মধ্যে মামলা লড়তে না চাওয়ায়। কলকাতায়। রঞ্জনদা জানতে পারেন।
    ৩) ঐ।
    ৪) চুল কাটা আর তোয়ালে কেনার মধ্যে ফারাক থাকলেও মামলা আপনি জিতবেন। যদি না দোকানদার প্রমাণ করে দেয় আপনাকে ঢুকতে দেওয়ার ফলে অতীতে তার ক্ষতির ইতিহাস আছে।
    ৫) পারে। ঐ
  • তাপস | 233.29.204.178 | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:৩২651896
  • দাউদ মানে যদি ইব্রাহিম ওয়ান্টেড হয়, তাহলে ওই অর সামনেই অন্য একজনকে বিক্কিরি করে বাওয়াল করে, ওকে অন্যমনস্ক রেখে এনাইএ পুলিসে খবর দিয়ে ধরিয়ে দিলে, কোনো মামলা তো হবেই না, বরং পুরস্কার পাওয়া যাবে ।

    কিন্তু অন্য কোনো দাউদ হলে, ডিসক্রিমিনেশনের মামলা হবে ।

    আর সেলুনের ঝামেলায় ঢুকতে না দেওয়ার হুমকি দিলে মামলা হবে, তবে দোকানদারের আইনজীবী শিখিয়ে দেব, কোর্টে গিয়ে বলতে যে, "ধর্মাবতার রাগের মাথায় বলেছি, খদ্দের লক্ষ্মী, উনি যদি আসেন আবার তাহলে তো ওনাকে আমি সার্ভিস দেবই, তার সঙ্গে বিনি খরচে এক্সট্রা প্যাকেজও দেব ।"
  • de | 69.185.236.52 | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:৩৫651897
  • গায়ত্রী মন্ত্রের অধিকারী মেয়েরা হয় না জানতাম তো -

    ব্রাহ্মণ একমাত্র কাস্ট যা মহিলাদের কোন অধিকার দেয় না - বাকিরা সবাই দেয়!
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:৪৮651898
  • আমি চিরদিনই জানতাম, গায়ত্রী মন্ত্র উচ্চারণে মেয়েদের অধিকার নেই। পরে লতা মঙ্গেশকরের গলায় টি সিরিজের ক্যাসেটে এক ঘন্টার সুর করে করে ওং ভুর্ভুব স্বহ্‌ গান শুনে বেশ চমকে গেছিলাম।
  • sch | 192.71.182.106 | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:৫৩651899
  • গার্গী, মৈত্রেয়ী এনারা মনে হয় গায়ত্রী মন্ত্র জানতেন - সব ঋষিকন্যারাই জানতেন সে যুগে মনে হয়। আর বেদে তো নারীদের অধিকার ছিল - তাহলে গায়ত্রী মনত্রে থাকবে না কেন?
  • hu | 188.91.253.22 | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:০৪651900
  • কুমীর ছানার মত গার্গী, মৈত্রেয়ী দেখানো যে কবে বন্ধ হবে! ঃ-(
  • Ekak | 24.99.210.229 | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:০৬651902
  • সরকার মাথা গলানোতে কী হয় তারই প্রমান এসব কনফিউশন । আমি চাই দিস্ক্রিমিনেসনের অধিকার থাকুক । ইগালিটেরিয়ান নই। ডিসক্রিমিনেশন না থাকলে রেসিস্ট দের খিস্তি করবো কী করে !
  • de | 69.185.236.52 | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:১০651903
  • ব্যাদে মেয়েদের অধিকার! ডিডিদা আর দমদি বলুক! ব্ল্যাংকিও বলতে পারে! এ নিয়ে কোথাও টইও ছিলো বোধহয়!
  • jhiki | 149.194.228.58 | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:৪৩651904
  • একটা প্রশ্ন করব কীনা কদিন ধরে ভাবছিলাম, শেষে ভাবলাম করেই ফেলি ঃ)

    আচ্ছা একটি মোটা মতন ভদ্রলোক যিনি পাশবালিশসহ ছবি তোলেন, তিনিই কী অনুকূল ঠাকুর? ঐ ছবিটা একটু অসইভ্য মতন।
  • কল্লোল | 125.240.7.55 | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:০১651905
  • নারী, বামনা বা মুসলমান বিষয়ে লালন আলটোমেট।
    সুন্নত হলে হয় মুসলমান / নারীর তবে কি হয় বিধান / বামন চিনি পৈতে প্রমান / বামণী চিনি কি প্রকারে?
  • কল্লোল | 125.240.7.55 | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:১১651906
  • কেউ এরকম লুটিস দিতে পারে না = "এখানে মুসলমানেদের/ব্রাহ্মণদের, মাল বিক্কিরি করা হয় না।" বা উল্টোটা - "এখানে নমঃশূদ্র ও সুফিদের, মাল বিক্কিরি করা হয় না।"

    আপনি এটুকু লিখতেই পারেন - "নিরামিশ ভোজনালয়" বা "আমিশ ভোজনালয়" বা "এখানে শূকর মাংশ পাওয়া
    যায়" বা "এখানে হালাল মাংস পাওয়া যায়/যায়না" বা "নো বিফ" - এবার সাধু সাবধান।

    কিন্তু এবার শুকর মাংসের দোকানে একজন দৃশ্যতঃ মুসলমান বা গরুর মাংসের দোকানে একজন দৃশ্যতঃ হিন্দু এসে খরিদ করতে চাইলে দোকানদার "না" করতে পারে না।
  • একক | 24.99.210.229 | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:২৫651907
  • "না" করার অধিকার ও দেওয়া হোক । এতে সাময়িক ভাবে ফ্রি ট্রেড ক্ষতিগ্রস্ত হবে কিন্তু লং টার্মে এরাই পিছিয়ে পরবে । ইউনিসেক্স ডেফিনিশন যেমন মার্কেট নিড থেকে উঠে এসেছে তেমনই ওপেন ফর অল পলিসি নিয়েও অনেক ব্যবসাদার এগিয়ে আসবে । বরং দিনের শেষে হতদরিদ্র "ব্রাহ্মন ভোজনালয়" এ গিয়ে মাথা নীচু করে জাত বজায় রাখছে কিছু লোক আর বাকিরা তাদের পাবলিক প্লেসে হ্যাটা দিচ্ছে,বুলি করছে ,ডিসক্রিমিনেট করছে ,বাড়ির ছেলেমেয়েকে বলছে এদের সঙ্গে মিসিশ না এইরকম কালচার দেখতে চাই । ওপেন খিল্লি দেখতে চাই ব্রাহ্মণ্যবাদ ,ধর্ম নিয়ে । সরকারী সমাজ সংস্কার নয় ।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:০৭651908


  • de | 24.139.119.171 | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৪৯651909
  • ভদ্রলোকের কি জামা পরার বদভ্যাস ছিলো না?
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৫১651910
  • ছিল, তবে আদুড় গা আর পৈতে ফ্লন্ট করায় বেশি উৎসাহী ছিলেন তিনি।

  • jhiki | 149.194.228.58 | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:৩৫651911
  • থ্যাংকু থ্যাংকু, আমি একদম ওপরের ছবিটার কথা বলছিলাম :)
  • = | 79.64.39.206 | ২৬ নভেম্বর ২০১৪ ১২:২৭651913
  • অনুকূল=অনুলোমশ।

    রাক্ষসেস রক্স!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন