এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৪৮৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১১ নভেম্বর ২০১৪ ২৩:১১653468
  • আমি ত্যামন লিখতে পারলে এই টইয়ের সবার বক্তব্য সামাপ করে একটা স্যাটায়ার লিখে ফেলতাম, নাম দিতাম চ্যালাচ্চিত্তচঞ্চরী।
  • # | 127.194.211.248 | ১১ নভেম্বর ২০১৪ ২৩:১৪653469
  • হ্যাঁ, আপনারই কয়েন করা টার্ম দিয়ে বাক্যটা সাজিয়েছি। ভালো হয়েছে না? দেখবেন আবার প্লাজিয়ারিজমের দায়ে সোপর্দ করবেন না যেন।
  • # | 127.194.211.248 | ১১ নভেম্বর ২০১৪ ২৩:১৭653470
  • দিল্লীতে হোকচুমু কবে যেন? সিকিকে এই টই থেকে কেউ সেখানে টেনে নিয়ে যাক।
  • PT | 213.110.246.25 | ১১ নভেম্বর ২০১৪ ২৩:১৯653472
  • "ভারতের জনগন মোদীকে ভোট দিয়ে ঠিক কাজই করেছে। কেননা জনগণ কখনই ভুল করেনা। তার যদি পব-তেই বিজেপিকে ক্ষমতায় আনে তাহলেও তারা সঠিক কাজই করবে।"

    দেখছেন কান্ড! এই বাক্যটা কেউ বলতে রাজী নয়।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৪ ২৩:১৯653471
  • ইনি কি চ্যালার লাইনে দুইনং? নাকি তিন্নং?
  • # | 127.194.211.248 | ১১ নভেম্বর ২০১৪ ২৩:২৬653473
  • পিটিবাবু, ভুল লাইনে খেলা হয়ে যাচ্ছে। বিজেপি-জুজু দেখাতে দেখাতে বিজেপি তিনোদের চাইতে গ্রেটার ইভিল দেখাতে দেখাতে আপনি কিন্তু "বিজেপি যেন কোনোভাবেই না আসে" মোড এ যেতে চাইছেন। এটাও একই রকমের একটা বালখিল্য বা অসৎ রাজনৈতিক অবস্থান যা দ্যূতক্রীড়ায় কুরুবৃদ্ধগণের মতই আহম্মকীয়। স্পষ্ট করেই বলুন, যে, আপনি চান ২০১৬ তে তৃণমূল ক্ষমতাচ্যুত না হোক। কেননা তৃণমূল গেলেই বিজেপি চলে আসবে। :)
  • জটাশঙ্কর ওঝা | 99.0.146.232 | ১১ নভেম্বর ২০১৪ ২৩:২৯653474
  • আমার অবস্থান একদম পরিষ্কার, যে আসে আসুক তৃণমূল যাক। মেঘনাদদের আগে হঠাও।
  • # | 127.194.211.248 | ১১ নভেম্বর ২০১৪ ২৩:৩৫653475
  • জটাবাবু, একটু রাজনৈতিক সততার সাথে "বিজেপি আসুক" বা "আব কি বার বিজেপি সরকার" বলতে পারছেন না? "যে আসে আসুক" যে আসলে ঠিক কি ধরণের অবস্থান সে তো ক্লিয়ার করলাম একটু আগেই। পিটিবাবুও সে কথা গত দুবছর ধরে বলে চলেছেন।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.146.232 | ১১ নভেম্বর ২০১৪ ২৩:৫০653476
  • না আমার প্রত্যাশা একটু অন্যরকম। আর সে সম্ভাবনা মোটেই উড়িয়ে দিচ্ছিনা। তিনোর হাত থেকে বাঁচার তাগিদে যারা বিজেপিতে যাচ্ছেন তাদের অনেকেই হয়ত ভোটটি বামফ্রন্টকে দেবেন।

    একই কারণে আপনার বামফ্রন্ট প্রাসঙ্গিকতা হারিয়েছে অংশটির সাথে একমত হচ্ছিনা, জনতা দেখুক কি পেয়েছে, তার ভিত্তিতে ভোট দিক। এই যে আসে আসুক সিপিএম যাক, বিজেপি আটকাও তিনো থাক এগুলোর কোনটাই পরিণত মস্তিষ্কের ভোটারের সিদ্ধান্ত নয়। কার কাছ থেকে কি পাবে/ পাবেনা বুঝে জনগণ সিদ্ধান্ত নিক। সেটাই কাম্য এবং সংগঠিত বিভ্রান্তি তৈরি না করলে তা সম্ভব।
  • Ishan | 214.54.36.245 | ১২ নভেম্বর ২০১৪ ০০:১৭653478
  • কিন্তু আমি দুঃখিত হয়েছি, আপনি হননি। এই তফাত। :-)
  • Ishan | 214.54.36.245 | ১২ নভেম্বর ২০১৪ ০০:১৯653479
  • বিজেপির শক্তি বাড়ছে, কিন্তু তাতে চিন্তার কিছু নেই। নিশ্চিন্ত থাকুন।

    "সিপিএম পাল্টা মারের নীতিতে নেই, তাই জনতা বিজেপি হচ্ছে। এক নম্বর এজেন্ডা গুছিয়ে পেটাও। সেটা সেরে ভোট সিপিএমের বাক্সেই পড়বে।

    ...কেউ যদি বিজেপিতে ভিড়ে কাউকে পেটায় আর ভোট ঠিক জায়গায় দেয় ভারী খুশি হবো। নিশ্চিন্ত থাকুন তাই হতে চলেছে। প্রচ্ছন্ন সমর্থনে এই বারে কাজ দেবেনা।"

    জটাবাবু বলেই দিয়েছেন। আমরা বিজেপি করব, আর ভোট দেব সিপিয়েমকে। এ হল কপিবুক লজিক বই থেকে উঠে আসা আজকের স্ট্র্যাটেজি। ছড়িয়ে ফেললে অবশ্য বুজিদের দোষ। :-)
  • জটাশঙ্কর ওঝা | 99.0.146.232 | ১২ নভেম্বর ২০১৪ ০০:২০653482
  • আপনি কারু কাছে অভিযোগ না করলে কি করে বুঝবো আপনি আহত হয়েছেন? আমি কোন তফাত দেখছিনা।
  • rabaahuta | 172.136.192.1 | ১২ নভেম্বর ২০১৪ ০০:২০653481
  • ও না না কি পেয়েছে/কার কাছ থেকে কি পাবে এইসব বুঝে ভোট দেওয়া, লেখাই তো আছে।
    আমি সরি চাইছি।
  • rabaahuta | 172.136.192.1 | ১২ নভেম্বর ২০১৪ ০০:২০653480
  • কিন্তু তবে পরিণত মস্তিষ্ক ভোটারের সিদ্ধান্ত কি? সিপিয়েমকে ভোট দেওয়া?
  • জটাশঙ্কর ওঝা | 99.0.146.232 | ১২ নভেম্বর ২০১৪ ০০:২৩653483
  • ভুল বুঝেছেন, লজিক কখনো স্ট্র্যাটেজি দেয়না। পড়ার কোন বিকল্প নেই।
  • # | 127.194.211.248 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৩২653484
  • প্রত্যাশাটিকে বালখিল্য বলব না জ্ঞাতসারে অসৎ ও সুপরিকল্পিত বিভ্রান্তিমূলক বলব?

    যারা সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে ভিড়েছেন, তারা সিপিএম কে জিতিয়ে আবার বিজেপি ছেড়ে সিপিএম এর দলে এসে ঢুকবে? সিপিএম কি তাদের দরজা হাট-খুলে রেখে দিচ্ছে নাকি, যে যখন খুশি ঢোকো, বেরোও - এই মর্মে? তবে তো বলতে পারেন অরিন্দম সুবোধ আর আরো যা বাকি লোকজন তিনো হয়ে গেছে, তারাও সিপিএম কে ভোট দিয়ে ফিরিয়ে এনে আবার সুড়সুড় করে নিজ গর্ত সিপিএম এ ফিরে আসবে !! এই লোক ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে সি পি এম এর সংগঠন কি পরিমানে দুর্বল হয়েছে ও ভেঙে পড়েছে সে কি আপনি জানেন না, না চক্ষু মুদে অস্বীকার করছেন, না বিভ্রান্তি ছড়াতে পরিকল্পিত অসত্যভাষণ করছেন?

    গ্রাউন্ড লেভেলের সমর্থক ও ওয়ার্কারদের থেকে এইরকম বিভ্রান্তিমুলক আশার বাণী পেয়েই বোধয় ২০১১ নির্বাচনের সময় সিপিএম এর নেতৃবৃন্দ জিতে যাওয়ার আশায় ছিলেন!! সত্য কে তুলে ধরুন, তাতে স্ট্র্যাটেজি বেরোতেও পারে, কিন্তু মিথ্যা ও দুরাশার মায়াঞ্জনে চোখ ঢেকে কোনো সুষ্ঠু সমাধানেই কখনো পৌঁছতে পারবেন না।

    ২০১১ র বিধানসভা নির্বাচনের আগে আমাদের পাড়ার সিপিএম কর্মীরা আমার বাড়ি এসে গোটা পঞ্চাশ টাকা চাঁদা নিয়ে গেছিল, যেখানে সাধারণভাবে পার্টির চাঁদা কখনো ই ২ টাকার (পরিবার হিসেবে ১০ টাকার) বেশি দিয়েছি বলে মনে পড়ে না। ২০১৩ র শুরুতে আবার আমার কাছে ফোন করে পাড়ার এক কাছের সিপিএম কর্মী দাদা একশ টাকা চান, নাকি শিক্ষকদের সম্বর্ধনা ও সম্মাননা ও কৃতী ছাত্রদের পুরস্কার প্রদাণার্থে (তাঁর নিজের ছেলেটি সেই বছরেই খুব ভালো রেজাল্ট করেছিল)। ফোনেই সেই টাকা দিতে অস্বীকার করি এই মর্মে যে, তোমার সাথে আমার যে সম্পর্ক, তাতে তুমি এসে চাইলে যা চাইবে আমি দিয়েই দেব, কিন্তু কোনো পার্টীর তরফে পার্টির কর্মীরা এসে চাইলে ১০০ টাকা চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মনে করি, সেবার ভোটের আগে এইভাবে টাকা তুলে যে বিপুল অঙ্কের চাঁদা পার্টীর কর্মীরা তুলতে পেরেছিল, সেই অঙ্কের হিসেবেই শীর্ষনেতৃত্ব জিতে যাওয়ার কথা ভেবে ছিলেন, কারণ তারা তখনও চাঁদার মোট অঙ্ক কে ২ টাকা প্রতি সদস্য হিসেব করছিলেন হয়তো!!

    গত সপ্তাহেও শুনলাম সিপিএম এর তরফে কর্মীরা চাঁদা তুলেছে। এবার আর আমার কাছে আসে নি। পাড়ার এক সিপিএম সমর্থক হিসেবে পরিচিত ভাইয়ের কাছে শুনলাম, পার্টিকে প্রচুর মামলা লড়তে হচ্ছে, অত মামলা লড়ার টাকা পার্টীর নেই - এই মর্মে ২০০ টাকা তার থেকে চেয়ে নিয়ে গেছে। চাঁদার অঙ্ক বাড়িয়ে কম সংখ্যক সমর্থকের থেকেও প্রচুর চাঁদা তুলে শীর্ষ নেতৃত্বকে যদি এই আভাস দেওয়ার চেষ্টা আবার করা হয় গ্রাউন্ড ওয়ার্কারদের তরফে, যে সব ঠিক আছে, তলে তলে আমাদের সমর্থকেরা আমাদেরই ভোট দেওয়ার জন্যে তৈরি হয়ে বসে আছে, সে প্রকাশ্যে তারা বিজেপি করুন বা তৃণমূল (প্রাণ বাঁচাতে), প্রমাণ এই স্বতঃপ্রবৃত্ত চাঁদার অঙ্ক - তবে সেটা শীর্ষনেতৃত্বকে আরো বেশি নিশ্চেষ্ট ও অকর্মণ্য করে তুলেবে মনে করি। তারচেয়ে সত্যটা সামনে এনে তার মোকাবিলা করার মত স্ট্যাটেজি ভাবার সুযোগ দিলেই সিপিএম সমর্থকেরা পার্টীর ভালো করতেন বলে মনে হয়।
  • a x | 138.249.1.206 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৩৯653485
  • আগেও কয়েছি, আরো একবার খুব স্পষ্ট করে নিজের অবস্থান বলে যাই। এ অবস্থানের কোনো হেলদোল হয় নাই।

    সেদিন চেয়েছিলাম সিপিএম যাক। আজও তাই চাই।

    সেদিন জানতাম সিপিএম গেলে তৃণমূল আসবে, আজও তাই জানি।

    সেদিন খুব খুব চেয়েছিলাম, অন্য বামদল গুলো তৃনমূলের পতকার তলায় না গিয়ে বিকল্প শক্তি হবার জন্য সংগঠিত হোক, আজও তাই চাই।

    সেদিন মনে করেছিলাম সেদিনের ঐ সিপিএম আবার জিতে এলে তার চেয়ে খারাপ আর কিছু হতে পারেনা, আজও তাই মনে করি। এবং হ্যাঁ, আজকের তৃণমূলকে দেখার পরেও তাই মনে করি।

    ক্লিয়ার? কাপিশ? এই সেদিন যারা অমুক করেছিল, সেদিন যারা অমুক বলেছিল বলে মাঝে মাঝে যে ধুয়ো ওঠে, তার থেকে n-1 হল আশা করি।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.146.232 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৪০653486
  • সেতো বললামই যে শুধু বামফ্রন্ট কেন সকলেই তাদের এজেন্ডা সামনে আনুন। জনগণ তার ভিত্তিতে ভোট দিন। তবে এই বাজারে প্রোপাগান্ডার ভূমিকা অস্বীকার করিনা, তাই যে সব পুরনো বাম সমর্থক বাঁচার তাগিদে বিজেপিতে গেছেন তারাও যে ভোটটি তাদের আসল পছন্দের প্রার্থীকেই দিতে পারেন এ সম্ভাবনাটুকুও তাদের কাছে পৌঁছলে খুশি হব তা মানি।
  • Ishan | 202.43.65.245 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৫০653487
  • তাইলে বলছেন, স্ট্র্যাটেজি ইললজিকাল? লজিক কখনই স্ট্র্যাটেজি দেয়না?
  • # | 127.194.211.248 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৫৩653489
  • কিসের সম্ভাবনা? যারা সিপিএম ছেড়ে গেছেন তারা যে কোনোদিন চাইলে পার্টিতে ফিরে জয়েন করতে পারবেন এই সম্ভাবনা? আপনার এ লিবেরালিজম কি পার্টি সমর্থিত?

    তারা যদি ফিরে জয়েন করতে না পারেন তাহলে আপনি তাদের কাছে অসত্য ও বিভ্রান্তিমুলক প্রোপাগান্ডা পৌঁছে দিতে চাইছেন। একে অসাধু রাজনীতি বলে।

    তারা যদি বিজেপি থেকে ফিরে পার্টি না জয়েন করতে পারেন, তবে একজন বিজেপি সংগঠনের সদস্য সিপিএম কে ভোট দেবে কেন? এ কি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমে মোহনবাগানের প্রতি ভালোবাসা থেকে সেমসাইড গোল করার সম্ভাবনা? একে বালখিল্যতা বলব না ধাপ্পাবাজি অসততা ও বিভ্রান্তি ছড়ানো - আপনিই বলে দিন।
  • lcm | 118.91.116.131 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৫৬653490
  • ওহ্‌ আবার সকলের অবস্থান পরিমাপ শুরু হয়েছে। আমি খুব দ্রুত অবস্থান বদল করি, তাই জিপিএস ছাড়া সুবিধে হবে না। তবে আমার উইশ লিস্ট -- "যে যায় যাক, x আসুক"। আজ এখানে এখনও বারোটা বাজে নি, আজ বারোটা অবধি আমার x=এসইউসিআই, আমি চাই পরের ইলেক্শনে এসইউসিআই ২৩৫, বাকিরা ৩৫। সমস্ত কলেজে ডিএসও ছাত্র ইউনিয়ন। তারপর দেখবে আনন্দবাজার থেকে আসল/নকল/ঝান্ডু সব বাম কেমন শিবদাসের ফ্যান হয়ে ওঠে, ধর্মতলার ফুটপাতে নেতাজী, জ্যোতিবসু, মাদার টেরেসার সাথে শিবদাসের প্লাস্টিক পোস্টার বিক্রি হবে।
  • # | 127.194.211.248 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৫৭653491
  • অক্ষ পুরোপুরি ক্লিয়ার করলেন না। আজকের তৃণমুলকে দেখার পরেও ২০১৬ তে বিজেপি জিতে এলে রাজ্যের পক্ষে বেশি ক্ষতিকর হবে এই মর্মে আগামী বিধানসভা নির্বাচনে "বিজেপি আটকাও, তিনো থাক" আপনার অবস্থান কিনা জানালেই পুরো ক্লিয়ার হয়।
  • pinaki | 90.254.154.67 | ১২ নভেম্বর ২০১৪ ০০:৫৯653492
  • লজিক ম্যাজিক সব ঘেঁটে ঘ হয়ে গেছে। ঃ-)

    এমনকি পিটিদাও এতটা কল্পনা করে উঠতে পারেননি মনে হয় যে আজ যারা সিপিএম ছেড়ে বিজেপি হচ্ছে সেটা কৌশল করে ২০১৬ তে সিপিএমকে মেঘনাদ স্টাইলে ভোট দিয়ে জেতানোর জন্য।

    ওদিকে দ্রি মনে হয় বিষম টিষম খেয়ে অস্থির। ;-)
  • Arpan | 125.118.48.176 | ১২ নভেম্বর ২০১৪ ০১:০৫653493
  • কোথা হইতে কী হইয়া গেল, ডোডোপাখি পুনর্জীবন লাভ করিয়া মিউজিয়ামের দরজা খুলিয়া বাহির হইয়া আসিল ও সকল অবিশ্বাসীর মুখে ছাইভস্ম নিক্ষেপ করিয়া সদর্পে নগরের রাজপথে ঘুরিয়া বেড়াইতে লাগিল।

    সন ২০১৬। স্থান কলিকাতা মহানগরী।

    আমেন।
  • Ishan | 214.54.36.245 | ১২ নভেম্বর ২০১৪ ০৪:০১653494
  • # এর Date:11 Nov 2014 -- 10:48 PM এই পোস্টে অনেকটাই সহমত। উনি নেগেটিভ টার্মসে লিখেছেন, কাজেই পষ্টো করে বলে দিই, যে, তিনোকে ২০১১তে লেসার ইভিল ভেবেছিলাম। সিপিয়েম ক্ষমতায় এলে বাঁকুড়া হুগলী মেদিনীপুরে কী হত তখনও ভাবতে পারিনি, এখনও ভাবলে আতঙ্কিত হই।

    ২০১৬ নিয়ে কী বলব জানিনা। বিজেপি অতি জঘন্য। কিন্তু তিনোকেও কিছু কম জঘন্য লগছে না। সিপিয়েমকে লেসার ইভিল লাগতে পারে, এখনও ডিসাইডেড নয়। এখনও যা অবস্থা তাতে ভেবে লাভ নেই। ওঁরা কেন হারলেন, সেটাই ওঁরা ঠিক করে ভেবে উঠতে পারেননি এখনও। কাজেই...
  • Ishan | 214.54.36.245 | ১২ নভেম্বর ২০১৪ ০৪:০৫653495
  • আর এই বিজেপি নিয়ে যা বুঝলাম, তা এইঃ

    সিপিয়েম ক্যাডাররা গোকুলে বাড়ছেন। কাকের বাসায় কোকিলরা কাক সেজে তিনোকে ক্যালাচ্ছেন। পরে ঠিক সিপিয়েমকে ভোট দিয়ে দেবেন। এখন বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে চিল্লানো মানে আসলে গোকুলের সিপিয়েমদের কাজে (অর্থাৎ তিনোকে ক্যালানোর কাজে) বাগড়া দেওয়া। সেটা করা একদম ঠিক না।

    মজা হচ্ছে, সিপিয়েম যে এরকম একটা লাইন নিয়েছে, এই বলে তৃণমূল প্রায়ই সিপিয়েমের মুন্ডপাত করত, কদিন আগেই। তাহলে কি তিনোরা ঠিকই কইছিল? এরকম একটা প্রাজ্ঞ চিন্তা সত্যিই খেলা করছে বাম দলের অভ্যন্তরে বা সমর্থক পরিমন্ডলে?
  • PT | 213.110.246.23 | ১২ নভেম্বর ২০১৪ ০৮:২৭653496
  • "কিন্তু "বিজেপি যেন কোনোভাবেই না আসে" মোড এ যেতে চাইছেন।"

    আপনি একটু বেশী এগিয়ে আমার মুখে কথা বসাচ্ছেন। আমার ঘোর অপছন্দের হলেও বিজেপি ক্ষমতায় আসলে আমার কোন আপত্তি নেই। এই কারণেই নাই যে সেটি একটি নিষিদ্ধ দল নহে আর মানুষ যদি মনে করে যে তারা একটি সাম্প্রদায়িক দলকে আঁকড়ে ধরবে -so be it। জনগণ কখনই ভুল করেনা এজাতীয় কোন তত্বে আমার আস্থা নেই। জনগণ ভুল না করলে শ্রীরাম লেখা ইঁট মাথায় করে বাবরি ভাঙ্গতে যেত না। আর অন্য দিকে জনগণ যদি সত্যি অত বুদ্ধিমান হয় তাহলে তাদের গিয়ে বোঝাতে হবে কেন যে সাম্প্রদায়িকতা দেশের পক্ষে খারাপ?

    এটা বলার পরেও আমার নিজস্ব একটা কন্ফ্যুশন আছে। যে ৩৯% ভোট তিনোরা শেষ ভোটে পেয়েছে তার সবটাই তাদের প্রাপ্য ছিল নাকি লাঠির ডগায় আদায় করেছে? কাউকে কাউকে বলতে শুনেছি যে আসলে সংখ্যা ২৯+১০ অর্থাৎ ১০ হচ্ছে জল। তা যদি সত্যি হয় তাহলে ঐ ১০ কোথায় যাবে তাতেও ২০১৬-র ভোটের ফলাফল নির্ধারিত হতে পারে।

    বামেদের সঙ্গে কং-এর জোট? বিজেপি এখনো ২০%-এর নিচে। তাদের ঠেলে অন্ততঃ ৩০-এর কাছে যেতে হবে। ২০১৬-তে সিদ্ধান্ত খুব কম মার্জিনের ব্যবধানে হবে।

    আর বামেদের "অপ্রাসঙ্গিক" হয়ে যাওয়া? যারা লিখে যাচ্ছে তারা হয়ত চাইছে আসলে যে বামেরা অপ্রাসঙ্গিক হোক।
  • - | 109.133.152.163 | ১২ নভেম্বর ২০১৪ ০৮:৪৯653497
  • কনফ্যুশন এই যে বললেন "আর অন্য দিকে জনগণ যদি সত্যি অত বুদ্ধিমান হয় তাহলে তাদের গিয়ে বোঝাতে হবে কেন যে সাম্প্রদায়িকতা দেশের পক্ষে খারাপ?"
    রাজনৈতিক একদেশদর্শিতা (যেমতি চীনে) খারাপ না হলে ধর্মীয় একদেশদর্শিতা খারাপ কেন? প্রথমটা জনতা চাইলে বোঝাতে হবে না কিন্তু দ্বিতীয়টা চাইলেই "ভুল করা" কেন?
  • Ishan | 202.43.65.245 | ১২ নভেম্বর ২০১৪ ০৮:৫৫653498
  • উফ। "জনগণ কখনই ভুল করেনা" -- এ জাতীয় কোনো তত্ত্ব নেই। মানে, অন্তত আমার জানা কোনো বহুল প্রচারিত তত্ত্ব নেই। কিন্তু তার পরেও "জনগণ ভুল করেছে" বা "জনগণ ভুল করেনি" এই জাতীয় বাক্যগুলি অর্থহীন।

    কেন? সোজা বাংলায় বুঝিয়ে দিই। অন্য আরেকটা উদাহরণ দিয়ে। ধরুন, মহীনের ঘোড়াগুলি সত্তরে নাকি হেবি গান গাইত। কিন্তু জনগণ শোনেনি। জনগণ প্যাঁক দিয়েছে। সেই মহীনই আবার নব্বইয়ে প্রচন্ড হিট। তাতে অবশ্য অনেক নতুন গান আছে, যা মহীনের নয়, কিন্তু এমনকি ওই একই গানগুলোই হিট করেছে।

    তা, প্রশ্ন হল, আমরা কি বলি, সত্তরে জনগণ "ভুল" ছিল আর নব্বইয়ে "ঠিক"? বলিনা। বড়জোর বলি মহীনের সময়টা ভুল ছিল। জনগণের ঘাড়ে দোষ চাপাইনা।

    এবার, এই উদাহরণটা রাজনীতিতে খাপে খাপ নয়। মহীনের কোনো সদস্য বলতেই পারেন, "জনগণ অতি ধুর"। কেউ কিছু মনে করবেনা। কারণ, মহীনের ঠিক জনসমর্থন নিয়ে কারবার নয়। আর্টের ক্ষেত্রে অনেকেরই নয়। কিন্তু রাজনীতিতে যখন কোনো দল নেমেছে, তার লাইন ঠিক না ভুল তার তো কোনো আঙ্কিক প্রমাণ হয়না, একমাত্র প্রমাণ হল, সেই লাইন দিয়ে সে কতটা জনসমর্থন জোটাতে পারছে। সেটা যদি না পারে, তো সেই রাজনৈতিক দলের লাইন "ভুল", জনগণ "ভুল" বা "ঠিক" কোনোটাই নয়।

    এটা হল রাজনীতির অ-আ-ক-খ। এই বেসিক বস্তুটার উপরে দাঁড়িয়ে বামপন্থী পার্টিদের রণনীতি, রণকৌশল ইত্যাদি নির্ধারিত হয়। তাতে সমাজের অবস্থা, জনতার চেতনার স্তর, ইত্যাদি নানা প্যারামিটার থাকে, যার উপর দাঁড়িয়ে দীর্ঘকালীন এবং স্বল্পকালীন শত্রু মিত্র ইত্যাদি চিহ্নিত করা হয়। তারপর রাজনীতির আসরে নামা। (নিচুতলাবাদীরা অন্যরকম খেলেন, এখানে তাঁদের ধরা হচ্ছেনা)। অর্থাৎ জনগণ "ঠিক" না "ভুল" কথাটাই অবান্তর। পার্টি লাইন বর্তমান অবস্থায় দাঁড়িয়ে "ঠিক" না "ভুল" এই নিয়ে তক্কো হতে পারে, এবং হয়।

    এই অ-আ-ক-খ টা না জানলে তো কেউটে ধরা যাবেনা স্যার। আমার কথা বিশ্বাস না হলে, যেকোনো একটা বাম পার্টির যেকোনো একটি নেতাকে ধরে জিগিয়ে নিন। মোটামুটি একই উত্তর পাবেন।
  • PT | 213.110.246.23 | ১২ নভেম্বর ২০১৪ ০৮:৫৭653500
  • "পরেও "জনগণ ভুল করেছে" বা "জনগণ ভুল করেনি" এই জাতীয় বাক্যগুলি অর্থহীন"

    সারাক্ষণই মনে হয় নিজেরটা ছাড়া অন্যদের সব মতামত অর্থহীন। এ এক গভীর অসুখ যার কোন চিকিৎসা নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন