এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫০১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.43.65.245 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:০০653501
  • আপনার কাছে এই প্রতিক্রিয়াই প্রত্যাশিত। ওই জন্যই তো বললাম, কোনো একটি বাম পার্টির নেতাকে জিগিয়ে নিন, বিশ্বাস না হলে। সেটা অবশ্য শেষ লাইনে লেখা ছিল। আপনি প্রথম তিনটে বাক্যের বেশি পড়েছেন বলে মনে হচ্ছেনা। :-)
  • aranya | 154.160.5.104 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:০৬653502
  • 'সেই লাইন দিয়ে সে কতটা জনসমর্থন জোটাতে পারছে'
    - একটা ছোট কোয়ালিফায়ার - জনসমর্থন জোটাতে পারলেও সেটা সামগ্রিক ভাবে মানুষের জন্য ভাল নাও হতে পারে। যেমন - নাজি জার্মানীতে হিটলারের পার্টির প্রচুর জনসমর্থন ছিল। বিজেপি-র সাম্প্রদায়িক নীতি-রও হয়ত বেশ ভালই জনসমর্থন আছে।
    শুধু জনসমর্থন দিয়ে কোন পার্টি লাইনের ঠিক/ভুল মাপা কি ঠিক হবে?
  • dd | 132.172.51.72 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:১১653503
  • হ্যাশ বাবু তো খুব গুছিয়ে ল্যাখেন। আমাদের মিত্তিরদা এমনটি লিখতেন (একদা)।

    একেবারে হক কথা লিখেছেন।। অক্ষ অবশ্য অক্ষের মতোই লিখেছে - সোজা সাপটা বেশ করেচি। ফের কোরবো। আর ঈশেন যেরম লিখলেন সেরমটা সেদিন দেখলাম টিভিতে - কৌশিক সেন এক পথসভায় বক্তব্য রাখছেন, উনার মতোন।

    সে পথসভায় অল্পো লোকজন , বোধয় যদুপুরে, হাপ পেন্টুল পরাও ছিলো শ্রোতাদের মাঝে। কৌশিক আঙুল নেড়ে জিগাইলেন "অনেকেই আমারে প্রশ্নো কত্তে পারেন, একদিন আপুনি ই না তেড়ে মেরে তিনোকে ডেকে এনেছিলেন ? আর এখন পাচটা বছোর ও গ্যালো না, ওদের গাল মন্দো করছেন।বলি কোন বুদ্ধিতে সিপুএমকে তাড়ালেন?"

    নিজেই উত্তোর দিলেন "সিপুএম যে এখনকার তিনোর চেয়েও বেশী ভয়ংকর হোতো না সেটার গ্র্যান্টি কে দিচ্ছেন?"

    উপস্থিত জনতার কেউ ই সেরম গ্রান্টি দিতে না পারায় তিনি তার বক্তব্য শেষ কল্লেন।
  • Ishan | 202.43.65.245 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:১৩653504
  • মরাল সেন্সে ঠিক-ভুল বা অন্য ভাষায় বললে ভালো-মন্দ নিশ্চয়ই মাপা যাবেনা। এর ক্লাসিক উদাহরণ হিটলার।

    কিন্তু এ তো ভালো-মন্দের বিচার হচ্ছেনা। দক্ষিণাপন্থীদের মধ্যে হিটলারের লাইন ঠিক ছিল, আর বামপন্থীদের মধ্যে সোসালিস্টদের লাইন ভুল ছিল, এ তো বহু আলোচনায় বহুবার এসেছে। রোজা লুক্সেমবার্গ থেকে ট্রটস্কি পর্যন্ত।
  • Arpan | 125.118.48.176 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:১৭653505
  • এই হাপ পেন্টুল পরারা মানে চাড্ডিদের কথা হচ্ছে ডিডিদা?
  • aranya | 154.160.5.104 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:২০653506
  • যেটা হলে ভাল হয় - পার্টির লাইন মরালি ঠিক/ভাল এবং সেই লাইন ব্যবহার করে জনসমর্থন/ভোট -ও পাওয়া যাচ্ছে।
    তা অবশ্য অনেকসময়ই হয় না। আর মরালিটি-ও ব্যক্তি ভেদে আলাদা,..
  • dd | 132.172.51.72 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:২৫653507
  • ন। হাপু পরা কতিপয় নাবালক ।
  • Arpan | 125.118.48.176 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:২৭653508
  • ও, বাখি।
  • PT | 213.110.246.23 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:৩৭653509
  • "কোনো একটি বাম পার্টির নেতাকে জিগিয়ে নিন, বিশ্বাস না হলে"
    আপনেই একমাত্র বাম নেতাদের সঙ্গে কথা বলেন এটা গছনোর চেষ্টা করাও একধরণের গভীর অসুখ।
  • | 183.17.193.253 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:৩৯653511
  • শিক্ষকতার সঙ্গে ডাক্তারি- একই অঙ্গে কত রূপ!
  • aranya | 154.160.5.103 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:৪১653512
  • # ভাল লিখেছেন। তবে লেসার ইভিল-এর থিয়োরি-ই তো নর্মালি ভোটে কাজ করে, বা অন্তত করার কথা, কোন দল-ই যেহেতু ধোতু নয়।
  • * | 131.241.218.132 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:৫৭653513
  • আপনারা বড়ই কনফ্যুজড। বাবার প্রসাদী ছিলিমে টান দিন, ব্রহ্মাণ্ডের শুরুর থেকে শেষ পরিস্কার দেখতে পাবেন। ভূত ভবিষ্যত সবই খোলসা হয়ে যাবে। জয়ত্তারা।
  • Ishan | 202.43.65.245 | ১২ নভেম্বর ২০১৪ ০৯:৫৮653514
  • আমার অসুখটা বোঝা গেল। কিন্তু বক্তব্যের উত্তরটা পাওয়া গেলনা। যাক, সে আর কী করা যাবে। :-)
  • আবেদন | 204.126.37.78 | ১২ নভেম্বর ২০১৪ ১০:০৮653515
  • " 'কোর কমিটি - স্যাঙাৎবৃন্দ ও সিপিএম-চেলাকুল যুগ্মশক্তির মধ্যে যে অ-রক্তক্ষয়ী সংগ্রাম চলছে তা আমাদের ঘুমে বড়ই ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা বহুদিন আগেই জেগে থাকা বৃথা, এই সিদ্ধান্তে এসে ঘুমিয়ে পড়েছি। এবং চারদিকে যা হালচাল তা স্বপনচক্ষে দেখে আমরা মনে করি যে এই সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিকই করেছিলাম। তাই আমাদের সর্বসম্মত আবেদন এই যে দু পক্ষই একটি শান্তি আলোচনায় (রিয়েল লাইভ ভাটে) বসুক। এবং এমন রফায় আসুক যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। সংগ্রাম যেমন দরকার তেমন বিশ্রামেরও (ভাটের) দরকার। শেষোক্ত প্রয়োজনটি আমাদের খুবই বেশি।"

    আশীর্বাদ সহ,
    কেসি, কেডি, স্ল্যাভোজ জিজেক, কুমু, ডিডি, বুলগাকভ, বম্ম, ট্রটস্কি, শ্রীব্যাঙ, সন্দীপন চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, প্পন, অভ্যু, ল্যাদোশ এরকম আরও অনেকে.......
  • * | 131.241.218.132 | ১২ নভেম্বর ২০১৪ ১০:১১653516
  • শান্তি আলোচনায় ছিলিমের দরকার হলে খবর দেবেন।
  • aranya | 78.38.243.218 | ১২ নভেম্বর ২০১৪ ১০:২৫653517
  • কাঙাল মালসাটে বিদেহী আত্মারা সংবাদপত্রে চিঠি লিখেছিলেন, মার্শাল ভদি-র গ্যাঙ বনাম সরকারের যুদ্ধ থামানোর জন্য, তাদের ঘুমের ব্যাঘাত হচ্ছিল।
    আবেদন দেখে মনে পড়ল।
    লাইভ ভাটে শান্তি আলোচনার আইডিয়াটা খারাপ না, দূরের লোকেরা স্কাইপে যোগ দেবেন :-)
  • kc | 204.126.37.78 | ১২ নভেম্বর ২০১৪ ১০:২৭653518
  • অরণ্যদা, কাঙাল মালসাটের চিঠিটাইতো চোথা করলাম।
  • aranya | 78.38.243.218 | ১২ নভেম্বর ২০১৪ ১০:৩২653519
  • তাই কও, চেনা চেনা লাগছিল বটে।
  • Du | 230.225.0.38 | ১২ নভেম্বর ২০১৪ ১০:৫৫653520
  • শান্তির জন্য আমার আবেদন (খুব একটা রুচিসম্ম্ত নয় - কিন্তু অনুরোধ যে মুল গানকে উপেক্ষা করিয়া দোহারটি মন দিয়া শুনিবেন )

    ডিঃ আমি নিজেই পুরোটা শুনিনি
  • ন্যাড়া | 172.233.205.42 | ১২ নভেম্বর ২০১৪ ১০:৫৯653522
  • সিগনিটারিদের মধ্যে আমর নাম নেই কেন?
  • ranjan roy | 132.176.165.18 | ১২ নভেম্বর ২০১৪ ১১:০৭653523
  • উক্ত পিটিশনে সোত্সাহে হস্তাক্ষর করিলাম।
    জয় চুমু!
    দুই যুযুধান পক্ষকে পরস্পরের গন্ডদেশে চুম্বন করিতে প্রস্তাব পেশ করিতেছি। তৎপূর্বে মেডিক্যাল সার্টিফিকেট প্রদর্শন বাঞ্ছনীয়।ঃ)))
  • lcm | 118.91.116.131 | ১২ নভেম্বর ২০১৪ ১১:১৪653524
  • খুব বাজে প্রস্তাব! সিপিএম-তিনো কেড়ে নিলে কি নিয়ে থাকব আমরা। একই বৃন্তে দুই ফুল - এই শেষ সম্বল দুটোও কেড়ে নেবার চক্কান্তো। এইভাবে বাঙালিকে অসহায় করে দেওয়ার চক্কান্তের পোতিবাদ করছি। আড়ালে নয়, প্রোকাশ্যে।
  • * | 131.241.218.132 | ১২ নভেম্বর ২০১৪ ১১:২৩653525
  • ভাবেন কেন? ছিলিম আছে তো। আগে অর্ডার দিলে বড়িও পাবেন - সুস্বাদু, পেস্তা-বাদাম মেশানো।
  • * | 131.241.218.132 | ১২ নভেম্বর ২০১৪ ১১:২৪653526
  • তরলে ভরসা থাকলে তাও পাবেন। সেও অতি সুস্বাদু।
  • কল্লোল | 125.240.0.37 | ১২ নভেম্বর ২০১৪ ১১:২৭653527
  • এটা বেশ কৌতুহলোদ্দীপক।
    জশও মনে করছেন ২০১৬তে বিজেপি গেরিলা সমর্থক ও সদস্যদের চুপচাপ ভোটে সিপিএম জিতছে।
    এমনি একটা কোশ্ন পেলো - এরোম তিনো গেরিলা নাই? মানে যারা বাধ্য হয়ে তিনো কচ্ছে ভোটের সময় চুপ চাপ কাস্তে-হাতুড়ি-তারায় ছাপ।
    বেশ বেশ। অসার সংসারচক্র ইঃইঃ

    ওদিকে কাকাশ্রী (সে কি এখন বামফ্রন্টে?) কং হাত ধরা হবে কি না নিয়ে বাওয়াল দিচ্ছে। বিমান বলেছে - পরের কথা পরে - এখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নামতে হবে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14693&boxid=25237296
    কিন্তু বিমান তো গুরুয়েম পাঠশালায় পড়ে নি। ফলে কিছুতেই বুঝছে না যে সাম্প্রদায়িকতা নিয়ে চ্যাঁচালে বিজেপিকে ডেকে আনা হবে। কি আর বলবো। তাছাড়া গেরিলা বিজেপির খবর বোধ হয় জানে না। ক্ষী ক্ষন্ডো।
    ওদিকে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তিনোদের কি আকুলি বিকুলি। কোথাও কিছু নেই বিজেপির সাথে মারপিট করে যাচ্ছে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14685&boxid=23737375

    দেখা যাচ্ছে সকলেই কাউকে না কাউকে ভোট দেবেই। কেউ না ভোটের কথা কইছে না। কি যে করি!!
  • lcm | 118.91.116.131 | ১২ নভেম্বর ২০১৪ ১১:৩০653528
  • দুর দুর, ওসবের তো কয়েক ঘন্টার এফেক্ট। এমন চিরস্থায়ী নেশা...
  • * | 131.241.218.132 | ১২ নভেম্বর ২০১৪ ১১:৩৬653529
  • ছিলিম/বড়ি, আর চুমু তো আছেই। লাগাম ছেড়ে দিন।
  • কল্লোল | 125.240.0.37 | ১২ নভেম্বর ২০১৪ ১১:৩৭653530
  • লসাগু মাইরি পোচ্ছোন্নো তিনো।
    ক্যানো? ক্যানো??
    আমি বলি?
    ক্ষেমোন লিকে দিলো!!!
    "সিপিএম-তিনো কেড়ে নিলে কি নিয়ে থাকব আমরা। একই বৃন্তে দুই ফুল"
    ক্যানো ক্যানো!!!! তিনোদের সিম্বলে ক্যামোন চালাকি করে সিপুয়েমরে ঢুকায়ে দিলো!!
    ক্যানো বলতেও তো পাত্তো - একই কাস্তেতে আমরা ওরা / আমরা হাতুড়ি ওরা তারা
    তা না যত্তো চক্কান্তো।
  • 0 | 123.21.74.190 | ১২ নভেম্বর ২০১৪ ১১:৪৪653531
  • শুদ্দু গাল্চুমুর জন্যেও আগে সাটিফিটি লাগবে ?:-))
  • lcm | 118.91.116.131 | ১২ নভেম্বর ২০১৪ ১১:৪৮653533
  • খাইসে! তাইতো, খেয়াল করি নি। আমি তো ভাবলাম এই তালে নজ্রুল ছেড়ে দিই - মোরা একই বৃন্তে দুটি কুসুম।
    কিন্তু, আমরা হাতুড়ি ওরা তারা ! ঠিক হচ্ছে না।
    বরং, দোনালা বন্দুক- একই বন্দুকের দুই নল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন