এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.247.221 | ০৯ নভেম্বর ২০১৪ ১৫:২৪653235
  • আলোচনা তো অনেক কিছুই হয়। সেই সব এজেন্ডার তালিকা নিয়ে ঝুলে থাকব নাকি শেষে যা হল তাই দিয়ে বিচার করব?
    This idea did not materialize.... এটাই তো শেষ পর্যন্ত সত্যি।

    আরো একটা পোশ্চেন। ১৯৮৯-এর বিজেপিকে কি ১৯৯২-এর বিজেপি বা ২০০২-এর বিজেপি ভেবে নিয়ে আলোচনা করতে হবে? তাহলে তো সেই ১৯৭৭-এই জরুরী অব্স্থার বিরুদ্ধে জনসঙ্ঘের ছোঁয়াচ আছে জেনে জনতা দলের সঙ্গে যাওয়াই উচিৎ হয়নি।
  • lcm | 118.91.116.131 | ০৯ নভেম্বর ২০১৪ ১৫:৩৯653236
  • আরো কিছু উদাহারণ দেবো নাকি?
  • PT | 213.110.247.221 | ০৯ নভেম্বর ২০১৪ ১৫:৪৫653237
  • প্লিজ ডু!
    -কিন্তু ঐ বেজায় ঘাম ঝড়িয়ে ইতিহাস ঘেঁটে বিকৃত তথ্য হাজির করার আগে তিনো-বিজেপির মালপোর আঠার সম্পক্ক সম্পক্কে মুক্ত-আঙুলে কিছু বাণী দান করুন।
  • lcm | 118.91.116.131 | ০৯ নভেম্বর ২০১৪ ১৫:৫০653238
  • কি মুশকিল !
    তৃণমূল তো বিজেপি-র গভর্নমেন্টেই ছিল, মমতা সেই গভর্নমেন্টে রেলমন্ত্রী ছিল। সুতরাং, এ নিয়ে বাড়তি কথা আর কি বলা যায় বলুন তো।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.66.30 | ০৯ নভেম্বর ২০১৪ ১৫:৫৫653239
  • পবর রাজনীতিতে বিজেপির উত্থানে তৃণমূল ও সিপিএমের অবদানের তুলনামূলক আলোচনাকে আপনাদের কোয়ান্টিটেটিভ পর্যায়ে নিয়ে যেতে হবে। যারা তুই বেড়াল না মুই বেড়ালে শ্রন্ত তাদের জন্য এ বিশেষ জরুরী। যেমতি বিজেপির সরকারে কতদিন কে ছিলেন? বা কার আমলে বিজেপি কটি আসন পেল ইত্যাদি প্রভৃতি।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.66.30 | ০৯ নভেম্বর ২০১৪ ১৫:৫৬653240
  • নিজের নিজের্র স্কোর ফাংশন সাজেস্ট করুন, কষুন, তুলনা করুন ও খুশি থাকুন।
  • lcm | 118.91.116.131 | ০৯ নভেম্বর ২০১৪ ১৬:০৭653241
  • পিটি এবং জটা,
    দেখো লেফ্ট তো মূলত দুটো রাজ্যে - পশ্চিমবঙ্গ আর কেরালা। ত্রিপুরাতে অল্প সিট। এই দুটো রাজ্যে বিজেপি তেমন নাই - লেফ্ট আসার আগে থেকেই। এর মধ্যে পশ্চিমবঙ্গে বামেরা একটানা ছিল তিন দশকের বেশী। সেই সময়ে কেউই আসতে পারে নি। সুতরাং, হাতে রইল কেরালা। সেখানে বিচ্ছিন্ন ভাবে সিপিএম-বিজেপি র দু এক জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর খবর শোনা গেছে, কিন্তু তেমন জোরালো কিছু নয়। আরো উদাহারণ বলতে এর কথাই বলছিলাম।
    এখন, বিজেপি সর্বভারতীয় একটি দল। আর, লেফ্ট দল হিসেবে সর্বভারতীয় হলেও তাদের প্রভাব দুটি রাজ্যে আঞ্চলিক দলের মতন। বোঝাপড়ার তেমন সুযোগ সুবিধেও তো নাই।
  • PT | 213.110.247.221 | ০৯ নভেম্বর ২০১৪ ১৬:৩৬653242
  • বিজেপি সারা ভারতেই এক সময়ে ছিল না। শুধু কং ছিল। কাজেই এই তত্ব অনুযায়ী সারা ভারতেই বিজেপির আসার কথা নয়। কেননা প্রায় ৩০ ব্ছর কেন আরো বেশী সময় ধরে কং রাজত্ব করেছিল।

    আসলে কে কত বছর শাসন করেছে সেটা বিষয় নয়। কে কি রাজনীতির চর্চা ও প্রয়োগ করেছে সেটাই বিষয়।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.66.30 | ০৯ নভেম্বর ২০১৪ ১৭:৫৯653243
  • ঐ উৎসব শিল্প আর দেয়াল রং ছাড়া বর্তমান সরকারের এজেন্ডা কি কেউ বুঝেছে? তবে মাথায় কিছুকাল ঘোমটা নেই সেটা লক্ষ্য করা যাচ্ছে।
  • Arpan | 125.118.176.157 | ০৯ নভেম্বর ২০১৪ ১৮:২৯653245
  • কেন? ৮৯ এর বিজেপি বছর দুয়েকের মধ্যে সারা ভারত জুড়ে রথযাত্রা করবে এ কথা সবাই জানত আর সিপিয়েম জানত না? নাকি তখন কার সাথে আছি সেটা বড় নয় কার বিরুদ্ধে আছি সেটা বড় হয়ে দেখা দিয়েছিল? সেটাও তো ২০১১-এর মতই একটা রামধনু জোট ভিন্ন অন্য কিছু ছিল না।
  • Arpan | 125.118.176.157 | ০৯ নভেম্বর ২০১৪ ১৮:৩৯653246
  • আর আদবানিবাউ পুরুলিয়াতে রথযাত্রা করতে এসে সাম্প্রদায়িক উস্কানিমূলক জনসভা করে গেলেন তা তদানীন্তন দাপুটে বাম সরকার চুপ করে দেখেছিল। গ্রেপ্তার হবার জন্য বিহারে ঢোকা অব্দি অপেক্ষা করতে হয়েছিল।
  • | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২০:০৭653247
  • বাবা !!!এতো হিরন্ময় নীরবতা নেমে এসেছে দেখছি!!
    আদবানিকে কেন পঃবঃ তে গ্রেপ্তার করা হয়নি এই নিয়ে জানতে সবাই বোধ্হয় আলিমুদ্দিনের দিকে যাত্রা করেছেঃ(
  • PT | 213.110.247.221 | ০৯ নভেম্বর ২০১৪ ২০:৫৫653248
  • "তদানীন্তন দাপুটে বাম সরকার চুপ করে দেখেছিল"

    অ! তা আপনাকে বাম মন্ত্রীসভা ডেকে এইকথা বলেছিল নাকি?

    নির্বোধ তিনোরা মোদীর বিরুদ্ধে গর্ধভের মত চিৎকার করে মোদীর ভোটের পরিমাণ কেমন বাড়িয়ে দিল সেটা বোধহয় খেয়াল করেননি?!

    আদবানীকে গ্রেপ্তার করলে তাতে বিপ্লবীয়ানা হয়ত দেখানো হত কিন্তু চুপ করে থাকাতে বিজেপি ভিজে মুড়ির মত মিইয়ে গিয়েছিল। আর সেটা তো ৩৪ বছরের বাম রাজত্বে বিজেপির ভোটের % থেকেই বোঝা যায়। উদ্দেশ্য তো বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা, নাকি?
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ২০:৫৯653249
  • এখনো বিজেপির সম্বন্ধে একটিও খারাপ কথা বলবেন না। মনে রাখবেন, মোদীর বিরুদ্ধে বলছেন মানেই মোদীর ভোটের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন।
    তবে বুজীদের এবার ভোটে নামা উচিত। শুধুমাত্তর পিটিদার চীৎকারের কারণেই তাঁরা চোখ বুঁজে জিতে যাবেন।
  • | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২১:১২653250
  • কি যুক্তি!! বাহবা বাহবা।

    এই শাণিত ভাবনা নিয়েই বোধহয় এখন পার্টির এই নীরবতা দশা চলছে। বুঝেছি।
  • pratima bedi | 127.194.64.36 | ০৯ নভেম্বর ২০১৪ ২১:৪৫653251
  • আমি কিন্তু নুড বিচের প্রয়োজনীয়তা আগেই বুঝিয়েছিলাম,কেউ স্বীকৃতি দিল না !
  • জটাশঙ্কর ওঝা | 99.0.66.30 | ০৯ নভেম্বর ২০১৪ ২১:৪৬653252
  • বাঃ পিটিদাই যে সরকার চালান গ্রেপ্তার টেপ্তার করাবার ক্ষমতা রাখেন জেনে ভারি ভাল লাগল।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৪ ২১:৫৩653253
  • আমি যত দেখচি, যত পড়চি, বাকরহিত হয়ে যাচ্ছি। এর পরে শুনব হয় তো, বিমান বসু বিয়ে করেন নি বলেই বাম রাজত্ব ৩৪ বছর ...
  • | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২২:২৬653254
  • আমি তো এপাতার প্লাস বুজীদের ক্ষমতা র কথা ভেবে সদাসর্বদা তূরীয় অবস্থায় বিচরণ করিঃ)
  • Ishan | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২২:৩৭653256
  • নানা রাগারাগির বিষয় নয়। পিটি একটা তত্ত্ব খাড়া করেছেন, যে, "নির্বোধ তিনোরা মোদীর বিরুদ্ধে গর্ধভের মত চিৎকার করে মোদীর ভোটের পরিমাণ কেমন বাড়িয়ে দিল"। অতএব বিজেপির বিরুদ্ধে কথা না বলাই বুদ্ধিমানের কাজ।

    একটি বৃহৎ বামদল অবিকল এই বুদ্ধিমান লাইন অনুসরণ করে চলেছে। হয়তো ঠিকই করছে, আমিই ভুল করছি। পাঁচিলে চুপচাপ বসে থাকলে সত্যিই তাদের প্রভাব বাড়বে এবং ২০১৬ তে টুক করে ক্ষমতায় চলে আসবে। অতটা না হলেও, অন্তত বিরোধী দল হিসেবে শক্তির ব্যাপক উন্নতি হবে। তা, সেটা দেখা যাক, হয় কিনা।

    সমস্যা হচ্ছে, দলটি নানা বুদ্ধিমান লাইন অনুসরণ করে চলার পরে, ইতিপূর্বেও মুখ থুবড়ে চলেছে। তখন হয় বুজি কিংবা সংখ্যাতত্ত্বের ঘাড়ে দোষ চাপানো হয়েছে। কিংবা "সবই ঠিক ছিল কিন্তু জনগণ ছাগল হলে আর কী করা যাবে", এইসব বলা হয়েছে। একটাই অনুরোধ, যে, এর আর পুনরাবৃত্তি ঘটাবেন না। বুদ্ধিমান লোকেরা বুদ্ধিমান লাইন নিয়ে চলে ছড়িয়ে ছিটিয়ে লাট করলে তার দায়টা বুদ্ধিমানরাই যেন নেন। "গর্দভ তিনো", "ছগল জনগণ" বা "নির্বোধ বুজি"দের ঘাড়ে চাপাবেন না। চাপালে এই বিশেষণগুলি আপনার উপরেই প্রয়োগ করতে হবে। প্রকাশ্যে না হলেও অন্তত মনে মনে। আর খ্যাকখ্যাক করে হাসতে হবে।
  • malpo & machher chop | 192.68.212.251 | ০৯ নভেম্বর ২০১৪ ২২:৫২653257
  • মালপো থিয়োরী তো প্রতিষ্ঠ পেয়েই গেল। তবে কিনা, বোঝাই যাচ্ছে, মালপোর ব্যাপারটার মধ্যে তেমন ঝাঁঝ নেই, তাইতো সুফল পেতে এতদিন লাগলো (সেই ২০০৬ না কবে খাইয়েছিল না?), মাছের চপের সুফলটা আরেকটু তাড়াতাড়ি আশা করা যায় কি? আফটার অল খাওয়াচ্ছে যখন একই ব্যক্তি আর বাঙালীর ওপর মাছের প্রভাব মালপোর থেকে বেশি তো হবেই!
  • PT | 213.110.243.22 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:০৩653258
  • "অতএব বিজেপির বিরুদ্ধে কথা না বলাই বুদ্ধিমানের কাজ"

    ঘেঁটে দেওয়ার কি আনাবিল প্রচেষ্টা!!
    কথা হচ্ছিল আদ্বাণীর গ্রেপ্তার নিয়ে। কেমন সেটাকে নিয়ে এলেন টেনে মমতাকে ডিফেন্ড করার জন্য!! বাহবা!
    যারা বিজেপিকে লালন-পালন করে বড় করল তারাই বিজেপিকে নির্মূল করুক। তার জনে বামেদের কাছা ধরে টানাটানি করা কেন? একজন তো আবার সব সীমা ছড়িয়ে বিমান বসুর ব্যক্তি জীবন নিয়ে পড়লেন!!

    আসলে টোকেনিস্মকে তোল্লাই দিতে দিতে বুদ্ধিমানেরা কিভাবে আসল রাজনীতিকে বাদ দিয়ে দিচ্ছে সেটা ঠাহর করতে পারছে না।

    মোদী-বাজপেয়ীরা আগুন-খেকো রাজনীতি করে। লোক-দেখানো চিল-চিৎকার বা হোক্কলরব জাতীয় কিছু করে তাদের ঠেকানোর পক্ষে যথেষ্ট নয়। এটা মমতা আর তার তাত্বিক চামচারা বুঝলে কি আর পব-তে বিজেপির এই উত্থান হয়!

    pi ও ম

    জ্যোতিবাবু আপনাদের চাইতে রাজনীতিটা বেশী ভাল বুঝতেন বলেই আদবানী পব থেকে ফয়দা লুঠতে পারেননি। পিটিকে যতই আওয়াজ দিন, যে তিনোর হয়ে বস্তা বস্তা ধনেপাতা জোগাড়ের চেষ্টায় আছেন তাদের আমলেই বিজেপি পব-তে ক্ষমতাশালী হয়েছে আর আরো ক্ষমতাশালী হয়ে রাজ্য শাসনের কথা ভাবতে পারছে। সেটা রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের মনে করাবেন।

    ওঝাকে ধন্যবাদ।
    একদা তিনো-মাওব্যথী আর এখন পথহারা নৈরাজ্যবাদীরা সমস্ত ফ্রাস্ট্রেশন এখন পিটিকে আক্রমণ করে প্রশমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
  • pinaki | 90.254.154.105 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:০৬653259
  • এইত্তো, স্পেসবার দিব্যি ঠিক জায়গায় পড়েছে। অর্পনের মনেই পাপ।
  • ন্যাড়া | 172.233.205.42 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:১২653260
  • ধুর, কিসের জ্যোতিবাবু! পিটিবাবুর নির্দেশনা না থাকলে "সিপিয়েমের ৩৪ বছর" নামক যাত্রপালা গাঁয়েগঞ্জে এমন রমরমিয়ে চলতে পারত?
  • | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:১৪653261
  • আহা জ্যোতিবাবুর কথা হচ্ছে বুঝি?
    তা এখানেই থাক বরং

  • PT | 213.110.243.22 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:২৩653262
  • এইতো নেমে পড়েছেন। এবার আর পব-তে বিজেপির ক্ষমতায় আসা কে আটাকায়?

    এইসব খবর একজায়গায় জড়ো করে এবার বুদ্ধিবানেরা ও বুদ্ধিgb-রা রাস্তায় নামুন। প্রচারের কৌশলে বাবরি ভাঙ্গচুড় ও গোধরা অতি "ছোট ঘটনা" বলে মনে হবে। মোদী অত্যন্ত প্রীত হবেন আপনাদের ওপরে।

    বিজেপির উত্থান কি আর বুদ্ধিমানদের সমর্থন ছাড়া অমনি অমনি হয়েছে?
  • জটাশঙ্কর ওঝা | 99.0.66.30 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:২৯653264
  • এ ভাবে মনে হয় তৃণমূলের সরকার বাঁচানো যাবেনা। সদর্থক ভূমিকার প্রচার করতে বলেছেন।

    এই যেমন এখন কেমন নীল সাদা দেয়াল হয়েছে ইত্যাদি প্রভৃতি। কদিন উৎসব একটু কম হচ্ছে মনে হয়।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:২৯653263
  • স্পেসবারের সঠিক অপব্যবহারের জন্য বৈপ্লবিক অভিনন্দন। যা দিঙ্কাল পড়েছে, আদবানির ব্যক্তিগত জীবন আর বিমান বসুর রথ, সবই গুলিয়ে যাচ্ছে।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৩১653265
  • ইশশ, সব্বাই যদি ল্যাম্পপোস্টের মতন তীক্ষ্ণ অ্যানালিটিক পাওয়ারসম্পন্ন হত, ভারত মাইরি জগতসভায় ড্রেস সার্কেলের আসন পেত।
  • | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৩৪653267
  • আপনার পরামর্শ নিয়েই জ্যোতি বসু রথ আটকান নি- বুঝেছি। আপনিই বলেছিলেন, লালুই আটকাক। ওকেই এইসব মানায়- আমাদের রাজ্যে রথ গটগটিয়ে চলে যাক, মানে ধরতে হবে, পাত্তাই দিলাম না, মিয়োনো মুড়ির মত আপসেই চুপসে যাবে।- আপনার যুক্তিজালে আমি মুগ্ধ।

    আপনার বাক্য, উফ কি বলি? আপনি একজন বাক্যহরি জাদুকর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন