এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫০৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৩৫653269
  • পিটির লাইনটা ঠিক কি?

    ১। তিনো বা বিজেপির বিরুদ্ধে চেঁচানো ভুল কাজ। যারা করছে তারা ভুল করছে। যারা করছেনা ঠিক করছে।

    ২। চেঁচানো ঠিক কাজ। যারা চেঁচাচ্ছে ঠিক করছেনা। যারা করছেনা ভুল করছে।

    কোনটা? না অন্যকিছু? বাংলা ভাষাটা যদি একটু লিখতে পারেন তো এই অধমের একটু উবগার হয়।
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৩৫653268
  • ক' বস্তা ধনেপাতা যোগাড় করেছি সেটা যদি একটু বলে দেন তাহলে আয়নার সামনে কনফেশনের সময় সুবিধে হয় আর কি।
  • | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৩৭653271
  • আয়্নার দরকার কী? আপনার মনের মুকুরেই তো রোজ নিজেকে দেখছি!
  • Ishan | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৩৭653270
  • আর জটাবাবুর লাইনটাই বা ঠিক কী? চোখের মনির মতো পিটিকে রক্ষা করা? তাতেই বিজেপিকে আটকানো যাবে? একটু প্রাঞ্জল করলে ভালো হয়।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.86.175 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৪৩653272
  • আজ্ঞে তিনোর বিরুদ্ধে ঠিক কে কে কতটা চেঁচাচ্ছে ঠিক বুঝতে পারছিনে। সদাসর্বদা চিন্তা সিপিএম না মাইলেজ পায়। যার হয়ে প্রচার চালাবার সদর্থক প্রচার করুন। তিনোর অ্যাচিভমেন্ট কিছু থাকলে তুলে ধরুন। এই বিজেপি কে আটকাও, সিপিএম কভি নেহি অতএব তিনো মার্কা যুক্তি এইবার চলবেনা। মেঠো জনতা তাদের মত করে কি করণীয় ঠিক করেছে।
  • | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৪৪653273
  • এই 'নেমে পড়েছেন'টা কাকে বললেন? আমাকে?????
  • PT | 213.110.243.22 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৪৬653275

  • লোক দেখানো রাজনীতি করতে গিয়ে লালুর দশা কি হয়েছে সেতো সকলেই জানে। আর বিহারে বিজেপির উত্থান সেটা দেখছেন না?

    এগুলো তো নিজের থেকেই প্রমাণ করে যে লালু (এখন নীতিশ) তাঁদের রাজনীতি দিয়ে বিজেপিকে আটকাতে পারেনানি। আদবণীকে গ্রেপ্তার করে আপনাদের মত লোকের হাততালি কুড়িয়েছেন লালু কিন্তু বিজেপিকে লম্বা সময়ের জন্য আটকে রাখার মত কিছু করেননি।

    কাজেই যা লিখছেন সেইসব ফাঁকা কথা বলে কি লাভ? আপনার যদি কোন বক্তব্য রাখার থাকে তো রাখুন।

    তবে পিটিকে আওয়াজ দিয়ে দেশের যদি কোন লাভ হয় বা অন্ততঃ আপনাদের ফ্রাস্ট্রেশন কিছুটা কমে তো ভাল!!
  • ধনেপাতা | 126.203.214.5 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৪৬653274
  • হীরক টইয়ে আর লোক হচ্ছে না - তাই যেখানে সেখানে চান্স পে ডান্স । তা বেশ, কিন্তু গুরুতে লেভি বিষয়ক কথাটা বাকি পড়ে আছে । আর এই নিঘিন্নে লোকগুলোর সঙ্গে উইকেন্ডে তাওয়া গর্ম করাটা ঠিক হচ্ছে কিনা, মানে দ্বিচারিতার অ্যাঙ্গেল থেকে, সেইটা কিলিয়ার হয়েছে?
  • ধনেপাতা | 126.203.214.5 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৪৮653276
  • দময়ন্তী ও এই সময় ও গুরুতে যাঁরা সিপিএমকে তোষামোদ করেন্না, তাঁরা সব্বাই - ও আর যাঁরা টোকেনিজম করেন, আর যাঁরা, দাঁড়ান, তালিকা বানানো হচ্ছে
  • ধনেপাতা | 126.203.214.5 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৪৯653279
  • উরেঃ ত্তারা, ফ্রাস্ট্রেশন নিয়ে কথা হচ্ছে নাকি?
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৪৯653278
  • তবে ইয়ে, একটা জায়গা যদি একটু ক্লিয়ার করে দেন সার, তবে আয়নার সামনে কনফেশনে আরো একটু সুবিধে হয়।
    তৃণমূল চেঁচালো আর বামেরা চুপ করে রইলো। আর বামেদের ভোট শেয়ারটা ধুপধাপ পড়ে গেল ও বিজেপি র টা বেড়ে গেল। দলে দলে বাম কর্মীরা বিজেপি তে যোগদান করে ফেললো। বলছেন যে এসবই বামেদের বিজেপি তাড়ানোর মোক্ষম স্ট্র্যাটেজির পার্ট?
  • PT | 213.110.243.22 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৫৪653281
  • "বলছেন যে এসবই বামেদের বিজেপি তাড়ানোর মোক্ষম স্ট্র্যাটেজির পার্ট?"

    পব-তে আপনার পরম প্রিয় দিদি থাকতে কেনই বা বামেদের দিকে তাকাচ্ছেন? যিনি বিধানসভা লন্ডভন্ড করার ক্ষমতা রাখেন তিনি এই বিজেপি তাড়ানোর মত সামান্য কাজটা করতে পারছেন না? তার জন্যে শেষ পর্যন্ত বামেদের দরকার পড়ছে? দিদিকে ক্ষমতায় বসিয়েছেন তাত্বিক তোল্লাই দিয়ে-তাঁকে গিয়ে বলুন বিজেপিকে তাড়াতে।

    বামেরা যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই বিজেপিকে আটকে রেখেছিল-কং বা তিনোকে সাহায্যের জন্য ডাকেনি তো!
  • Arpan | 125.118.176.157 | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৫৪653280
  • পিটিবাবুর বৈশিষ্ট্য হল উনি পরিসংখ্যান দিলে গোলপোস্ট সরিয়ে ফেলেন অথবা প্রসঙ্গান্তরে চলে যান (ভোটের শেয়ারের পরিসংখ্যান দিলে প্রাপ্ত আসনের হিসাব টানবেন অথবা পঃবঙ্গের অবস্থার কথা তুললে সারা ভারতের দুর্দশা তুলে ধরবেন, যদিও ইদানীং সঙ্গত কারণেই সে পথটি আর মাড়ান না), যদিও কিছুদিন পরে আবার এন্ট্রি নিয়ে একই কথা বলে যাবেন এবং একইরকম ভাবে চাদ্দিক থেকে দুর্মুখেরা ডিম্পাউরুটি অথবা টং টং আবাজ তুলবে। কিন্তু সে যাক, ইতিহাস তার পুনরাবৃত্তি করবেই, নশ্বর মানুষদের তো তাতে কিছু তো করার নেই, এই ফাঁকে আমরা বরং কিছু পরিসংখ্যান দেখে নেই।



    ওপরের টেবলের ডেটা দেখলে দুটো জিনিস পরিষ্কারঃ

    # বিজেপির প্রাপ্ত ভোট শেয়ারে দুবার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে - এক, ১৯৮৯ থেকে ১৯৯১-এর মাঝখানে (পিটিদা যাকে মিয়ানো মুড়ি বলে উল্লেখ করেছিলেন) এবং দুই, সাম্প্রতিকতম নির্বাচনে। ইন্টারেস্টিং ব্যপার হল দুবারই বিজেপি রাজ্যে একা লড়াই করে।

    # যে সারিগুলি হলুদ দাগ দিয়ে দাগানো আছে, সেই নির্বাচনগুলিতে তৃণমূল আর বিজেপি সিট শেয়ারিঙের বেসিসে লড়াই করে, স্বাভাবিকভবে ধরা যেতেই পারে তৃণমূল আর বিজেপির ভোটব্যাঙ্ক মিলে অত শতাংশ ভোটে পৌঁছেছিল।

    তো, বলার কথা এটাই যে ১৯৯১ ও ২০১৪ সালের নির্বাচনের ফলে বিজেপির যে বাড়বাড়ন্ত সেটা দলের সর্বভারতীয় সাফল্যের প্রেক্ষিতের সাথে সমানুপাতিক এবং প্রসঙ্গত দুটো বছরই বিজেপির রাজনৈতিক ইতিহাসে বিশাল মাইলস্টোন - প্রথমবার আসনসংখ্যা ২ থেকে ৯০ হয় আর দ্বিতীয়বার প্রায় বছর তিরিশেক পরে কোন দল আবার একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাতে সরকারে আসে। সে কথা সরিয়েও যদি রাখা যায়, পঃবঙ্গ এবং শুধু পঃবঙ্গের প্রেক্ষাপটে তাদের ২০১৪ সালের সাফল্যের পেছনে যদি বাখি/ধাবা বুজী, ছাগল জনগণ আর গর্দভ তিনোর অবদানই মুখ্য হয় তাহলে ১৯৯১ সালের তাদের অনুরূপ সাফল্যের পেছনে কাদের অবদান ছিল পিটিবাউ আলোকপাত করবেন কি? তখন বুজীরাও বাখি/ধাবা ছিল না, জনগণ ছিল প্রগাঢ় রাজনৈতিক চেতনাসম্পন্ন আর তিনো কংগ্রেস ছিল ভবিষ্যতের গর্ভে। সে ছিল এক বাঘে গরুতে একঘাটে জল খাওয়া দোর্দণ্ড প্রতাপশালী বামরাজ্য। তাহলে?
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৫৬653282
  • আর আরেকটা জায়গাও শিশি বোতল হয়ে আছে।
    টোকেনিজম , পথে নামা, চেঁচানো সবই খারাপ বললেন। যার বিরুদ্ধে করা হচ্ছে তাকেই ডেকে আনা হয় বললেন ।
    তাহলে সিপিএম এর বিরুদ্ধে তিনো বা বুজীদের চেঁচানিতে এমনি উল্টো ফল কেন হলো বলুন দিকি।
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ২৩:৫৯653283
  • উঁহু, উত্তরটা পেলাম না।
    বামেদের ভোট শেয়ারটা ধুপধাপ পড়ে গেল ও বিজেপি র টা বেড়ে গেল। দলে দলে বাম কর্মীরা বিজেপি তে যোগদান করে ফেললো।

    বামেরা চুপচাপ থেকে এটাই অ্যাচিভ করতে চেয়েছিলো ?
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:০৩653284
  • আরো আরো শিশিবোতল আসিতেছে।

    পিটি বাবু বলেছেন, চেঁচানো খুব বাজে কাজ। তিনো বিজেপি র বিরুদ্ধে চেঁচিয়ে বিজেপিকে ডেকে এনেছে।

    এদিকে জটাবাবু বলেছেন, তিনোর বিরুদ্ধে ঠিক কে কে কতটা চেঁচাচ্ছে ঠিক বুঝতে পারছিনে। অর্থাৎ উনি আরো চেঁচামেচি করতে বলছেন। তার মানে উনি তিনোর ভোট আরো বাড়াতে বলছেন ?

    অর্থাৎ পিটিবাবু ও জটাবাবু আসলেতে বিরোধীপক্ষ ?
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:১০653285
  • চোদ্দোই ডিসেম্বর থেকে বামেরা যে বিজেপির বিরুদ্ধে চেঁচানোর সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাহলে আরেক ঐতিহাসিক ভুল হতে চলেছে বলছেন ?
  • Arpan | 125.118.176.157 | ১০ নভেম্বর ২০১৪ ০০:১৩653287
  • লালু ৯১ সালে আডবানীকে গ্রেপ্তার করলেন আর তার ফলস্বরূপ ২০১৪ সালে বিজেপি বিহারে সবাইকে তুলে তুলে ধোবি পাট দিয়ে ছাড়ল।

    মহায়, এটাই কি সেই বহুশ্রুত গণ্ডারের কাতুকুতু?
  • ধনেপাতা | 126.203.214.5 | ১০ নভেম্বর ২০১৪ ০০:১৩653286
  • তাইলে কি ওনারা আসলে সিপিএমকে ক্ষমতায় আনার জন্যে - সিপিএমের পক্ষে ক্ষতিকর সব ধারণা এখানে লিপিবদ্ধ করছেন? মানে ধরুন, লেভি না দিলে করণীয় বলা যাবে না, কিম্বা জনগণ ছাগল, কিম্বা তিনোমুলকে ক্ষমতায় এনেছে বুজিরা, এসব ভাষণ আসলে বড় একটা ছকের অন্তর্গত? এইসব বললে সিপিএমের বিরুদ্ধে মায়াপাতায় পথে নামার লোক সংগঠিত হবে, আর সিপিএম জিতে যাবে?
    উফ্ফ্স, আর ভাবা যাচ্ছে না? কন্সিপিরেসি থিওরি নিয়ে আর কেউ কিছু বলার আগে এখানে এসে হাত মকশো করে যান
  • | 183.17.193.253 | ১০ নভেম্বর ২০১৪ ০০:১৬653291
  • আপনার এই যুক্তি সাজানোর অনুপম পদ্ধতিকেকে কী বলবো? যুক্তি পরম্পরা? নাকি মুচকি হেসে পরম করুণাময়ের কাছে আপনার জন্যে প্রার্থনা জানাবো?
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:১৬653290
  • বিটিডব্লু, এই হোকচুম্বনে কাল এস এফ আই এর ছেলেমেয়েরা ছিল।

    আর এটা হোক চুম্বন নিয়ে সুভাষিনী আলির চিঠি। পুরোটাই পড়বেন। তাও একটা অংশ তোলা রইলো। http://www.ndtv.com/article/opinion/trampling-all-over-kerala-s-kiss-of-love-615596

    It is heartening to note, however, that the CPI(M) and Leftist organizations like the DYFI and SFI, which had no role in organizing the protest, have come out strongly in support of the right of the protestors to protest and to protest in the way that they want.
  • জটাশঙ্কর ওঝা | 99.0.86.175 | ১০ নভেম্বর ২০১৪ ০০:১৬653289
  • দেখেনি পিটিদা ঠিক কি বলেছেন, তিনো বিজেপির বিরুদ্ধে চেঁচিয়ে তাদের ডেকে এনেছে।

    কোথাও তো বলেননি যে x , y এর বিরুদ্ধে চেঁচালে y কে ডেকে আনা হয়, যেখানে x,y ফ্রী ভ্যারিয়েবল।

    একটা লজিকের এলিমেন্টারি বই পড়ে নিলেই তো হয়।
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:২২653292
  • পিটিবাবু উবাচ ঃ
    'নির্বোধ তিনোরা মোদীর বিরুদ্ধে গর্ধভের মত চিৎকার করে মোদীর ভোটের পরিমাণ কেমন বাড়িয়ে দিল সেটা বোধহয় খেয়াল করেননি?!'

    ওঝাবাবু উবাচঃ
    'দেখেনি পিটিদা ঠিক কি বলেছেন, তিনো বিজেপির বিরুদ্ধে চেঁচিয়ে তাদের ডেকে এনেছে।

    কোথাও তো বলেননি যে x , y এর বিরুদ্ধে চেঁচালে y কে ডেকে আনা হয়, যেখানে x,y ফ্রী ভ্যারিয়েবল।'

    ------

    এটাকে কি কম্পাউণ্ড লজিক বলে ?
  • জটাশঙ্কর ওঝা | 99.0.86.175 | ১০ নভেম্বর ২০১৪ ০০:২৭653293
  • আমার সীমিত লজিকের বিদ্যায় কম্পাউন্ড লজিক বলে কিছু শিখিনি। তবে পিটিদার বক্তব্য তিনো এবংবিজেপিতে সীমাবদ্ধ তার বাইরে কিছু বলেননি। ওনার বক্তব্যে কোন ফ্রীভ্যারিয়েবল নাই। একটা লজিকের বই পড়ে নিন উপকৃত হবেন। আমরা পড়তাম শোয়েনফিল্ড।
  • PT | 213.110.243.22 | ১০ নভেম্বর ২০১৪ ০০:৩০653294
  • pi
    কি সব অর্থহীন কথা লিখে যাচ্ছেন। ঘাঁটছেন খামোকা। কংক্রীট কিছু বলুন যেটা নিয়ে আলোচনা করা যায়।

    arpan
    পব-তে বরাবর ৫০% মানুষ বামেদের বিপক্ষে ভোট দিয়েছে। তার কিছু ভোট এদিক ওদিক হয়েছে সরবভারতীয় বা স্থানীয় কোন কারণে। তার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় নিয়ে ১৯৯১-তে ফিরে যেতে হবে। কিন্তু ১৯৯১-তে আটকে গেলেন কেন? তার পরে বাম আমলেই কি ভোট ৫% বা ৮% এ নেমে আসেনি?

    আর তিনোকে দোষরোপ করাটা শুধু ভোটের %-এর ভিত্তিতে নয়। তার অন্যান্য কারণ-ও আছে। এ সবই সংকীর্ণ স্থানীয় রাজনীতি করে একটি প্রাদেশিক দলের বেঁচে থাকার প্রয়াশ।

    ১/ তিনোরা দীর্ঘদিন বিজেপির সঙ্গে ঘর করে পব-তে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।
    ২/ তিনোর কল্যাণেই প্রথম বিজেপি বিধানসভায় আসন পায়।
    ৩/ দার্জিলিং নিয়ে বামেদের বাঁশ দেওয়ার খেলা খেলতে গিয়ে তিনোরা সেখানে বিজেপিকে জায়্গা করে দিয়েছে।
    ৪/ সংখ্যালঘু সাম্প্রদায়িকতা করে তিনোরা বিজেপির ঝুলিতে সংখ্যাগুরুর একটা অংশের ভোটারকে ঠেলে দিয়েছে।
    ৫/ সংখ্যালঘু ভোট ধরে রাখার জন্য ভারতবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত মানুষদের প্রশ্রয় দিয়েছে। ২০১৬-র ভোটে এর কি প্রভাব পড়বে কে জানে!
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:৩২653295
  • তিনো বিজেপির বিরুদ্ধে চেঁচিয়ে বিজেপি কে ডেকে এনেছে। এই কথাটার আগে এটা এসেছে যে, বামেরা বিজেপি র বিরুদ্ধে চেঁচায়নি কারণ চেঁচালে বিজেপিকে ডেকে আনা হয়।
    অথচ তিনো আর বিজেপি র বাইরে নাকি কিছুই নেই বলা হয়েছে।
    এটাকে লজিকের অভাব বলবো না অনৃতভাষণ ?
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:৩৪653296
  • অনেকগুলো প্রশ্ন করেছি। খুব ডায়রেক্ট। উত্তর থাকলে দিন। নইলে ধরে নিতে হবে উত্তর নেই, ভুলভাল বল্ছেন।
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:৩৬653297
  • অবশ্য আপনারা তো লোকজনকে ছাগল ভাবেন। ঠিকই আছে। ধরে নেন, ছাই পাঁশ যা খাওয়াবেন, লোকে তাই খাবে। এখানকার পোস্টগুলো তারই নমুনা।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.86.175 | ১০ নভেম্বর ২০১৪ ০০:৩৯653298
  • লজিকের অভাব, কারণ আপনার যুক্তিজালে ঐটুকুই ছিল। তার আগের বাক্যটিও যদি দেখেন দেখবেন আবার কোন ফ্রী ভ্যারিয়েবল নাই। আবার ও বলব লজিকটা একটু পড়ে এলে সুবিধে হয়।
  • Arpan | 125.118.176.157 | ১০ নভেম্বর ২০১৪ ০০:৪৩653300
  • পিটি, তিনোদের বিরুদ্ধে এই অভিযোগগুলি কোনটাই মিথ্যা নয়। বস্তুত নীতীশ ও মমতা একইভাবে দুই রাজ্যে বিজেপির হাত ধরতে গিয়ে বিজেপির গ্রহণযোগ্যতা তো বাড়িয়েছেনই কিছুটা হলেও।

    তবে আমার মনে হয় নগর ও দেবালয় থিওরি অনুযায়ী কেন্দ্রে ও সারা দেশে কং দুর্বল হলে বিজেপি সারা দেশের মত এখানেও চোখ ধাঁধানো ফল করবে। সেই ফেজ কেটে গেলে এখানে বিজেপির শতাংশ আবারো ৫ - ৭%-এ নেমে আসবে। তবে আশঙ্কার কথা হল কংগ্রেসের সঙ্কট কবে কাটবে বা আদৌ কাটবে কিনা সে নিয়ে কংগ্রেসের কেউই আশাবাদী নন। দেখা যাক।

    আরেকটা কথা। নীতীশ আর মমতার অবস্থা একইরকম ভালনারেবল হলেও নীতীশ অনেক ঠাণ্ডা মাথায় খেলছেন। নবীন পট্টনায়কও তাই। একা মমতা ইজ ইজ অ্যাক্টিং লাইক আ হেডলেস চিকেন। যেটা ওনাকে ভালো মানায়। এগেইন লেট্স ওয়েট এন ওয়াচ।

    সীমান্তবর্তী রাজ্য হওয়ায় আসামের অবস্থা অনেকটা পঃবঙ্গের মতই। সেখানেও গগৈবাবু সুখে নেই।

    এই হল আমার দু পয়সা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন