এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সন্ত্রাসবাদীর কোন ধর্ম হয় কী ?

    রুদ্র
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১৪ | ৪৬১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ জানুয়ারি ২০১৫ ১০:৫১655706
  • ^ এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং।
    দাঁড়ান একটু খোঁজখবর করি।
  • যম | 181.207.235.182 | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:০৬655708
  • ইন্টারনেট-এ অনেকে যেমন কনডেম করেছে, তেমনি ব্যঙ্গচিত্র কেন এঁকেছে, কেন উস্কানিমূলক কাজ করেছে ইত্যাদি যুক্তি দেওয়ার লোকেরও অভাব নেই। আর এই যুক্তি দিতে গিয়ে বাকি সমস্ত কিছুই অস্বীকার করে যায়। তো তাদের এই বাগা শহরে একদিনে বোকো হারামের আক্রমনে ২০০০ জনের হত্যা নিয়ে কি যুক্তিবিস্তার?

    http://edition.cnn.com/2015/01/12/africa/boko-haram-deadliest-attack/
  • | ২০ জানুয়ারি ২০১৫ ০৯:১৯655712
  • অফ টপিকঃ এই বইটা যোগাড় করে পড়লাম। ইঃ খুব একটা সুবিধের নয়।
  • cb | 68.106.0.240 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৩655713
  • ভাই রে ভাই, কি বর্বরতা!!!

    পাতি জ্যান্ত পুড়িয়ে মেরে দিল!!!

    http://www.foxnews.com/world/2015/02/04/new-isis-video-purpotedly-shows-jordanian-pilot-being-burned-alive/

    সেই সিরিয়ার শিশুটির কথা মনে পড়ে যাচ্ছিল, মারা যাওয়ার আগে যার শেষ কথা ছিল, "আমি কিন্তু উপরে গিয়ে আল্লাহকে সব বলে দেব"
  • দেব | 111.221.130.157 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৯655714
  • পুরো ক্লিপটা যদি দেখে থাকেন তাহলে লক্ষ্য করেছেন হয়তো বোমায় ঝলসে মারা যাওয়া বাচ্চাগুলোকে? যে ডেস্ক মার্ডারারগুলো এদের মৃত্যুর জন্য দায়ী তাদের জন্য একটা শব্দ তো খরচা করুন আপনারা।
  • সে | 188.83.87.102 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৬655716
  • ক্লিপটা দেখবো না। অত গ্রাফিক জিনিস দেখতে চাই না। চাই আইসিস নিশ্চিহ্ন হোক।
  • 4z | 208.231.20.20 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৪655717
  • চাই সব যুদ্ধ বন্ধ হোক, বাচ্ছারা একটা সুস্থ পৃথিবীতে বাঁচার সুযোগ পাক।
  • jhiki | 149.194.228.12 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৭655718
  • এই পোস্টটাতে ক, ছেলেকে নিয়ে রোজ খবর দেখতে বসি... একটু পরেই বলি আর দেখতে হবে বা উঠে যা... কচি মাথায় এত কলুষতা ঢোকাতে ইচ্ছে করেনা ঃ(
  • দেব | 111.221.130.57 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪২655719
  • এটা থাকুক -

  • দামোদর শেঠ | 117.77.76.57 | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৪655720
  • রাজনীতি আর ধর্ম লইয়াই যতো প্যাচাল পারেন।

    কবি সেই কবে লেখসেনঃ
    "বণিকের মানদণ্ড পোহালে শর্বরী
    দেখা দিলো রাজদণ্ড রূপে"
    আপনেরা হগ্গল বুদ্ধিমান বিচক্ষণ জনগণ যে কি কইরা মিডিয়া-ইনডক্ট্রিনেটেড হইয়া সব গল্পগুলান বইয়ের মাঝখান থিক্যা শুরু করেন বুঝি না।
    একটু কষ্ট কইরা স্মেডলি বাটলার এর "দ্য ওয়ার ইজ আ র‍্যাকেট" বইখান আরেকবার পড়েন - শুরুর থিক্যা।
    তারপর আরেকবার পড়েন জন পার্কিন্স এর "কনফেশন্স অফ য়্যান ইকনমিক হিটম্যান"।
    তারপর পড়েন ক্যারল ক্যুইগলি র "দ্য য়্যাংলো-আমেরিকান এস্টাব্লিশমেন্ট"।
    প্লেটো-বাবুর "রিপাবলিক" তো আপনাগোর মুখস্থই হইব মনে হয়। "নোবেল লাই" কারে কয় ভোলেন নাই আশা করি।

    বাবুদের কাগজে কি ভিডিওর খবর ছাড়লো, আপনেরা রাগে-দুঃখে কান্দতে লাগলেন। ভিডিও সইত্য না ব্যাবাক স্টুডিও প্রোডাকশন সে ব্যাপারে চিন্তা করণের কোনো ইচ্ছাই নাই আপনাগোর। আরে একখান বোতাম দাবাইয়া যে হাজার-হাজার "কোলেটারাল ড্যামেজ" কইরা, যা ইচ্ছা স্যাংশন নামের ফতোয় দিয়া লক্ষ লক্ষ শিশু হ্ত্যা করনের পরেও টিভি ইন্টারভিয়ু-তে নির্লজ্জ হইয়া কয় যে "দ্য কস্ট ওয়াজ ওয়ার্থ ইট" - এইসব লইয়া আপনাগো চিন্তা নাই।

    মার্কিন দেশে তো নোয়াম চমস্কি বাবুরে একবার জিগাইসিল যে সণ্ত্রাসবাদ কি কইরা থামাওন যায়। উনি কইসিলেন, "স্টপ পার্টিসিপেটিং ইন ইট"। সুদখোর আর মুনাফাবাজদের কি ধর্ম কইয়েন তো? সণ্ত্রাসবাদী-গুলানেরো ওই একই ধর্ম।
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ১১:১৩655721
  • এখানে এবং অন্যত্র অনেকবার তর্ক হয়ে গেছে, কেউ বলেছেন ইসলামে শান্তির কথা আছে, যাঁরা ইসলামের নাম করে সন্ত্রাস করছেম, তাঁরা সহি মুসলমান নন তো কেউ কেউ বলেছেন, কোরান যে শান্তির ম্যানুয়াল এ সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলাম মানা বন্ধ না করলে সন্ত্রাসবাদ থেকে মুক্তি নাই। তো, এনিয়ে আগেও কয়েকবার প্রশ্ন করেছিলাম, যাঁরা কোরান পড়েছেন, তাঁরা এনিয়ে কী বলেন। সেভাবে উত্তর পাইনি।
    আজ পুরানো একটা টই পড়তে গিয়ে এই পোস্টগুলো পেলাম।

    Name: dd Mail: Country:

    IP Address : 202.122.18.241 Date:10 Jul 2006 -- 01:39 PM

    পরধর্ম সহিষ্ণুতা নিয়ে কোরানে আয়াত আছে প্রচুর। আমরা, মেকলের মান্সপুত্রেরা সেগুলো কোনো দিন পড়ি নি।

    কয়েকটা, মাত্র কয়েকটা উল্লেখ করছি।

    " ধর্মের জন্য কোনো জবরদস্তি নাই "

    " সমস্ত মানবমন্ডলী একজাতি "

    " আমি (মুহম্মদ স:) কেনল একজ্‌ন মানুষ, একজন রসুল "

    " আল্লাহ্‌ স্পষ্ট ভাবে বলেছেন রসুলের কাজ হলো প্রচার করা ; প্রচার করা ছাড়া রসুলের অন্য কোনো কর্তব্য নেই "

    " জোর জবরদস্তি করে নিজ ধর্মমতে অন্যকে দীক্ষা দিতে অল্লাহ্‌র কোথাও নির্দেশ দেন নি "

    Name: dd Mail: Country:

    IP Address : 202.122.18.241 Date:10 Jul 2006 -- 01:48 PM

    পৌত্তলিক দের গালি দিতো যে অধৈর্য্য মুসলমানেরা তাদের প্রতি নির্দেশ :

    " এবং যারা আল্লহ্‌কে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না,কেননা তারা (সীমালংঘন করে) অজ্ঞানতাবশত: আল্লহ্‌কেও গালি দেবে। "

    " যে অন্যের উপাসককে গালি গালাজ করে বুঝতে হবে সে তার আল্লহ্‌র প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নয় "

    Name: dd Mail: Country:

    IP Address : 202.122.18.241 Date:10 Jul 2006 -- 01:53 PM

    এই ছোটো সুরাটো পুরোটাই লিখছি।

    " বল, ' হে অবিশ্বাসীগন।

    আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো।

    এবং তোমরাও তাঁর উপাসনাকারী নও - যাঁর উপাসনা আমি করি।
    ---

    eবং আমি উপাসনাকারী হবো না তার, যার উপাসনা তোমরা করে আসছো।

    এবং তোমরাও উপাসনাকারী হবে না তাঁর, যাঁর উপাসনা আমি করি।

    তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে (প্রিয়)। "

    http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1418760311963&contentPageNum=1#.VP_TunyUczc

    ----

    তো, এগুলো বিশ্বাস করে যাঁরা নিজেদের মুসলিম মনে করেন, তাঁদের নিয়ে সমস্যা কোথায় ?
  • dd | 132.172.131.24 | ১১ মার্চ ২০১৫ ২২:৩২655722
  • সমস্যা প্রচুর আছে। শুধুই সমস্যা।

    কোরাণে প্রচন্ডো হিংসক লেখাও প্রচুর। (কে আবার সেগুলো খুঁটে খুঁটে তুলে আনে?) এ ভিন্ন হুরী পরী জ্বিন এইসবে ভর্ত্তি।

    ঈশ্বরের বাণী বলে প্রতিটি অক্ষর বিশ্বাস করতে হলে সমস্ত রকমের বিচার বুদ্ধি বিসর্জন দিতে হয়।

    সমস্যা সেখানেই। কোরাণের প্রতি ১০০% আনুগত্য ছাড়া মুসলিম হওয়া যায় না আর ঐ কিতাবকে সম্পুর্ণ ভাবে বিশ্বাস করতে হলে একেবারে নিতান্তো পাগোল হতে হয়। নিজের বিচার বুদ্ধি দিয়ে ভালোটা নেবো খারাবটা নেবো না। এরকম সীনই নেই। থাকলে আর কোনো চিন্তা থাকে না। ঐ পৃথিবী ফ্ল্যাট ইঃ জাতীয় ফতোয়া শুনতে/বলতে/মানতে হয় না।
  • xyz | 125.112.74.130 | ১২ মার্চ ২০১৫ ১৭:২৯655723
  • dd কে ক । সব ধর্মের বই তেই ভালো কথা খারাপ কথা থাকে । এবার কেউ ধার্মিক হতেই পারে , কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে ভালো টা নেব খারাপ বর্জন করব এই flexibility টা থাকা উচিত । হয় তুমি ১০০% মানো নইলে অবিশ্বাসী বললেই চাপ
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ১৭:৫০655724
  • মানে, আপনি বলছেন, হয় তুমি ১০০% মানো নইলে অবিশ্বাসী, এটা ইসলাম এবং খালি ইসলাম ই বলছে, তাই চাপ হচ্ছে ? কেউ খারাপ বর্জন করে ধার্মিক মুসলিম হতে পারেনা ?
  • যম | 213.117.37.212 | ১২ মার্চ ২০১৫ ১৯:২২655725
  • "কেউ খারাপ বর্জন করে ধার্মিক মুসলিম হতে পারেনা ?" - তাহলে তো প্রথমেই স্বীকার হয়ে গেল খারাপ জিনিস আছে বইটাতে। এটা কোনমতেই বলা যাবে না, কেননা এটা আল্লাহ র পাঠানো শেষ বই, তাই এতে যা কিছু আছে তা আরো ৫০০০০ বছর মেনে চলতে হবে। একজন মুসলিম কখনো বলতে পারেন না, এই আয়াত ভুল আছে, তাই আমি মানি না। তাকে জাকির নায়েকের মত ঘুরিয়ে আয়াতের মানে বের করতে হবে যাতে তা আজকের দিনে গ্রহনযোগ্য হয়।
  • যম | 213.117.37.212 | ১২ মার্চ ২০১৫ ১৯:২৭655728
  • ঠিক যেমন ভাবে "সুদ হারাম" এটাকে পেঁচিয়ে ইসলামিক ব্যাঙ্কিং গড়ে উঠেছে।
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ২১:০৪655729
  • "এটা আল্লাহ র পাঠানো শেষ বই, তাই এতে যা কিছু আছে তা আরো ৫০০০০ বছর মেনে চলতে হবে। একজন মুসলিম কখনো বলতে পারেন না, এই আয়াত ভুল আছে, তাই আমি মানি না।"

    বেদ ও অপৌরুষেয় ... ঈশ্বরের নিজের মুখের কথা ( মনের কথাও বোধহয় )...বাইবেল ও সেই স্ট্যাটাস ভোগ করেছে, ৫০০০০ বছরের বেশ খানিক কম সময় আগেই...
    তাতে তাদের বিবর্তিত হওয়া আটকায় নি ত!!! ইসলাম একা চোরের দায় ধরা পড়ল কেন পরিষ্কার হল না
  • Atoz | 161.141.84.175 | ১৩ মার্চ ২০১৫ ০২:৪৫655730
  • বেদ তো বই না, বই না, শ্রুতি ও স্মৃতি। মন্ত্র, গান, সূক্ত ইত্যাদি। ওপেন তো!
    কোথাও এরকম জোরজার জবরদস্তি বলা নেই এর প্রত্যেকটা কথা মানতে হবে নইলে চলবে না। আরে লেখাই তো হয়েছে মাত্র কিছুটা, তাও অনেকটা কবিতার মতন কেস। মিত্র বরুণ অগ্নি ঋভুগণ ত্বষ্টা সোম ইত্যাদি নিয়ে রিচুয়ালের মতন কবিতা। মানতে হবে বলে কেউ কবিতা পড়ে? ভালো লাগে তাই পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন