এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষন কমাতে চান? আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে তুলি।

    R-n-T
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৫ | ৭০০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • R&T | 125.253.63.55 | ২৪ মার্চ ২০১৫ ১১:০০667412
  • বাড়ির পুত্র সন্তানটির বয়স ১২ হবার সাথে সাথে#*
    ১)তার সাথে বন্ধুর মতো মিশুন।

    তাকে ওয়াকিবহাল করুনঃ
    ২)যৌনতা একটি সাধারণ চাহিদা, কিন্তু সেই চাহিদার প্রকাশ ঘটাতে কোনো মহিলার শরীর সামান্যতম স্পর্শ করতে হলেও তার সম্পূর্ণ সম্মতি এবং ইচ্ছা আছে এবং সেই মহিলার বয়স ১৮র বেশী এবং তিনি মাদকাসক্ত নন জেনেই করতে হবে। সে তিনি ঘনিষ্ট বান্ধবী, প্রেমিকা, কলগার্ল্, যৌনকর্মী যাই হোন না কেন।

    ৩)ছেলেটির ১৮ বছর না হওয়া পর্যন্ত যদি কোনো মহিলা, সে যে বয়সেরই হোক না কেনো বা যত ঘনিষ্ঠই** হোক না কেনো, কোনোভাবে সেক্সুয়ালি টাচ্, সিডিউস্, প্রোভক্, করে তা যেন সে তার লিগাল গার্জেনদের খোলাখুলি জানায়।
    (**প্রেমিকা হলেও!!)

    ৪)১৮ বছরের কমবয়স্কা কোনো মেয়ের সাথে যেন কোনো অবস্থাতেই একা বা কিছু পুরুষ বন্ধুসহ একান্তে সময় না কাটায়।

    ৫)১৮ বছরের বেশি কিন্তু নেশাগ্রস্ত কোনো মহিলার সাথে যেন কোনো অবস্থাতেই একা বা কিছু পুরুষ বন্ধুসহ একান্তে সময় না কাটায়।

    (#*অথবা তার আগে থেকেও করা যেতে পারে)
  • Tim | 101.185.15.29 | ২৪ মার্চ ২০১৫ ১১:১০667523
  • এইগুলো তো পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে ছেলেদের সাথেও তো ধর্ষণ হতে পারে, উল্টোদিকে একটি/একাধিক ছেলেও থাকতে পারে। সেক্ষেত্রে একদল পুরুষবন্ধুর সাথে একান্তে সময় কাটানো বিপদ, যাকে আমরা আড্ডা বলি।
  • R&T | 125.253.89.127 | ২৪ মার্চ ২০১৫ ১১:২৪667585
  • টিম মনে হ​য় বিদেশে থাকেন। ভারতীয় আইন মতে ধর্ষনকে মাথায় রেখে পোষ্ট করা হ​য়েছে।
  • Tim | 101.185.15.29 | ২৪ মার্চ ২০১৫ ১১:৩৭667596
  • আচ্ছা
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১১:৪৭667607
  • লিখুন। পড়ছি। (মাঝে মাঝেই নানান বিভ্রান্তিকর পোস্ট আসবে, সেগুলো ইগনোর করবেন)।
    দরকারি টই।
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১২:১১667618
  • টিমের মুখোশ আবার খুলে গেল।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১২:২০667629
  • আচ্ছা যে সব শিশুদের বাবা-মা নেই বা মা বাবা গুরু পড়েন না, তাদের কি হবে??? তারা কি সবাই ধর্ষক হবে??
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১২:৩১667640
  • যদিও ১২ বছর লিখেছি, তবে ৭ বছর থেকেই ধীরে ধীরে শেখানো শুরু করা ভালো।
  • b | 135.20.82.164 | ২৪ মার্চ ২০১৫ ১২:৩৩667651
  • ক্ল্যারিফিকেশন লাগবেঃ

    "১৮ বছরের কমবয়স্কা কোনো মেয়ের সাথে যেন কোনো অবস্থাতেই একা বা কিছু পুরুষ বন্ধুসহ একান্তে সময় না কাটায়।"

    এটা কি ভারতীয় আইনে আছে?
  • dc | 132.164.132.32 | ২৪ মার্চ ২০১৫ ১২:৩৬667413
  • কি কড়া নিয়মকানুন রে ভাই! ভাগ্যিস আঠেরো পেরিয়ে গেছি!
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১২:৩৮667424
  • বাবা মা না থাকলেও লিগাল গার্জেন কেউ থাকলে এটা তার দায়িত্ব ছেলেটিকে শিক্ষিত করা। তাছাড়া আমার মনে হ​য় স্কুল শিক্ষকরাও এ টা ভালোভাবে করতে পারেন। যদি এই প​য়েণ্ট কটা মন্ত্রের মতো ছেলেদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মনে হ​য় কাজ কিছুটা হলেও হতে পারে।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১২:৪০667446
  • অনেক দেশেই স্কুলে এগুলো শেখায়। তবে ভারতবর্ষের ক্ষেত্রে অসুবিধে আছে। তবু যে কটা স্কুলে শেখানো যায় সেটুকুই মঙ্গল।
  • DKG | 135.16.17.145 | ২৪ মার্চ ২০১৫ ১২:৪০667435
  • R&T - যদি একটু আগে থেকে শুরু করা যায় ?

    এটা কি বলা যায় - ছেলের জন্ম থেকে ১২ হওয়া পর্যন্ত্য তার মা এবং বাড়ির বা সমাজের অন্য মহিলাদের সাথে এমন ভাবে ব্যবহার করুন যাতে তার কখনো মহিলাদের "commodity" মনে না হয় এবং মহিলাদের সম্বন্ধে সে সব সময় ইকুয়ালিটি ও সমকক্ষ হবার ধারনা নিয়ে ১২তে পৌছয় ?

    নইলে ১২তে sexual behavior প্রোটোকল সেখালেও সে কতটা "মনে" নেবে তা নিয়ে আমার নিজের মনে প্রশ্ন আছে

    আমি নিজে-ই এই বিষয়ে দোষী - আমার দুই মেয়ে এই দেখে বড় হয়েছে যে রাস্তায় গাড়ি tentatively চালানো হচ্ছে মানে-ই আমি চালাতে চালাতে বা ওভারটেক করে একবার ঘুরে দেখব ড্রাইভার মহিলা ছিলেন কিনা - আমার ছেলে থাকলে সে নিশ্চয়-ই বড় হত এই ধারণা নিয়ে যে মহিলারা হয়ত অত ভালো গাড়ি চালান না - এই gender driven bias ১২তে পৌছে বোঝানো কিন্তু খুব মুশকিল যে না, ওটা তোমার বাবার বায়াস, এবং তোমার বাবা এমন-ই ব্যবহারকরতে থাকবেন, কিন্তু তোমার সেই বায়াস বা ধারণা থাকা অনুচিত, এবং তুমি একেবারে নিশ্চিতভাবে শুধুমাত্র প্রোটোকল মেনে চলবে

    তাই ভাবছিলাম "ছেলের জন্মাবধি আপনি আচরি প্রোটোকল, তারপর ছেলেরে শেখাও" করা যায় কি ? :D
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১২:৪২667468
  • আম্মো তাই ভাবছিলাম, ভাগ্যিস আঠেরো বছর বয়েস পেরিয়ে গেছি। কত যে ইল্লিগাল কাজকম্মো করেছি কমবয়েসে, ভাবলেও এখন গা শিড়শিড় করে।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১২:৪২667457
  • তারমানে বাড়ীর শিক্ষা গুরুত্ব পাচ্ছে?
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১২:৫৫667490
  • @bনা নেই, কিন্তু এটা প্রিভেন্টিভ মেজার বলতে পারেন।
    কারন,
    ১৮র নীচে কোনো মেয়ের সাথে একান্তে সম​য় কাটানোর পর যদি ছেলেটির বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে** যে তাদের মধ্যে সেক্সুয়াল রিলেশন হ​য়েছে, তাহলে তা ধর্ষন হিসাবে গ্রাহ্য হবে, এবং মেয়েটি যদি শুধু এইটুকু বলে যে তার সম্পূর্ণ ইচ্ছেতেই সব হ​য়েছে তার পরেও সেটা ধর্ষনই থাক্বে। এবং অন্য কোনো প্রমাণ না থাকলে যদি এইটুকু প্রমাণিত হ​য় যে তারা ওই সম​য় ওই স্থানে ছিল এবং ছেলেটি সেক্সুয়ালি অ্যাকটিভ তবে তার ধর্ষক প্রমাণ হতে কোনো বাধা নেই।

    **তা সে মেয়েটির কোনো গার্জেন বা আর কারো কাছ থেকে
  • Tim | 101.185.15.29 | ২৪ মার্চ ২০১৫ ১২:৫৫667479
  • সিকি বিভ্রান্তিমূলক পোস্ট করিস না। আমাকে দেখ শিখতে পারিস তো
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১২:৫৬667501
  • ১৮ না ১৬? মেয়েদের ক্ষেত্রে এটা ১৬ না?
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১২:৫৭667512
  • দুটো প্রশ্ন -

    ১) এই ধরণের শিক্ষা তো তো ইউ এস এ তে দেওয়া হয় দীর্ঘদিন থেকে - তাহলে ইউ এসের রেপ ইন্সিদেন্স ২৮.৬ পের ১০০০০০ আর ইন্দিয়ার ৪.৬ / ১০০০০ আর সুইডেনে ৬৬.৫। (http://en.wikipedia.org/wiki/Rape_statistics)
    ইন্ডিয়াতে রিপোর্টিং খুব খারাপ ধরে নিয়েও কিন্তু এটা খুব ভালো ফল দেখাচ্ছে না

    ২) বার বার ১৮ বছরের ওপর জোর দেওয়া হচ্ছে - কিন্তু নিজের আত্মীয় না সহপাঠিনী ছাড়া একটি ১৩-১৪ বছরের মেয়ে কি করে সঠিক ভাবে জানবে যে তার বয়স ১৭ বছর ৯ মাস না ১৮ বছর ২ মাস।

    এর থেকে সহজ করে দিন না - বলুন বিবাহিত স্ত্রী ছাড়া কারো সাথে যেন না করে। বাস মিটে গেল। অথবা বাচ্চা বেলা থেকে মাস্টারবেট করতে শিখিয়ে দিন। বলুন এটাই একমাত্র সেফ সেক্সুয়াল স্যাটিস্ফাকশানের উপায়
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১২:৫৯667524
  • *একটি ১৩-১৪ বছরের ছেলে কি করে জানবে যে মেয়েটির বয়েস
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৩:০৬667546
  • এতসবের পরে আমার পরকীয়ার সেশ আশাটুকুও তিরোহিত হল। ও ব্যাং, ওরে টিম, ও ডিডিদা গোওও ...
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৩:০৬667535
  • সুইডেনটা এই হিসেবে ঠিক নয়।
    তাহলে সুইডেনই এখন খবরের শিরোণামে থাকত ইণ্ডিয়ার বদলে।
  • dc | 132.164.132.32 | ২৪ মার্চ ২০১৫ ১৩:১০667557
  • নাঃ এই দেশ ছেড়ে চলে যেতে হবে দেখছি। নো কান্ট্রি ফর পরকিয়াজ ঃ-(
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১৩:১২667568
  • @সে,
    না ১৬ আগে ছিল​, নির্ভ​য়াকান্ডের পরে পরেই ফেব্রুয়ারি ২০১৩ তে অ্যামেণ্ডমেন্ট হবার পর ১৮ হ​য়েছে।
    রেপ ও কিডন্যাপিং কেসের স্ট্যাটিস্টিক বেড়ে যাওয়ার এটাও একটা কারন​।
    .......................................
    ১২ বছর আর ৭ বছর কেনো বললাম সেটা জানিয়ে দি_ই,
    Section 83 in The Indian Penal Code
    83. Act of a child above seven and under twelve of immature understanding.—Nothing is an offence which is done by a child above seven years of age and under twelve, who has not attained sufficient maturity of understanding to judge of the nature and consequences of his conduct on that occasion.
    &
    Section 82 says nothing is an offence which is done by a child under seven years of age.
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১৩:১৭667579
  • পরকীয়া করতে প্রবলেম কোথায়? নাকি ১৮এর নীচের মেয়ে ছাড়া পরকীয়া হবে না?!! :) :)
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৩:১৯667581
  • বুঝলাম। কিন্তু বয়সের ক্ষেত্রেও প্রচুর ঘাপলা থাকে। জাল বার্থ সার্টিফিকেট (কমানো বয়স) আকছার। তাছাড়া বার্থ সার্টিফিকেটহীন জনতার সংখ্যাও কম নয়। বয়সের প্রুফ মেলা সহজ নয়। অনায়াসেই এক দু বছর কমিয়ে বলেন বাপ মায়েরা। অভিযুক্তের ক্ষেত্রে সাজা কমানো জন্যে, অভিযোগকারিণীর ক্ষেত্রে কেসের গুরুত্ব বাড়াতে। ভারতে যতদিন না জন্মনথিভুক্ত করার ব্যবস্থা ঠিকঠাক ভাবে হচ্ছে, এই আইনী ফাঁক থাকবেই। শিক্ষিত লোকজনেরাও এক দুবছর বয়েস কমানোকে কোনো অপরাধ হিসেবে দেখেন না। এই মানসিকতা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে।
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১৩:২৬667583
  • স্চ এতো রেগে যাচ্ছেন কেনো? :) একটা তেরো চোদ্দো বছরের ছেলে বা মেয়ে তার ব​য়স জানে না!!!! একটু এই ব​য়সের বাচ্চাদের সাথে মিশেই দেখুন​, (আবার বলবেন না যেন আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি)। আর না জানলে ছোটো থেকে সেটাও শেখাতে হবে।
  • b | 135.20.82.164 | ২৪ মার্চ ২০১৫ ১৩:২৬667582
  • মেনে নিচ্চি। তবে ছেলে মেয়েদের (পড়ুন কিশোর/কিশোরীদের) মধ্যে সমস্ত কম্যুনিকেশন ধর্ষণ ও তজ্জনিত আইন দিয়ে নিরূপিত হবে, এটা কাম্য নয়।
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১৩:৩১667584
  • আমার তিন নম্বর প​য়েন্টটা কেউ পরলেন কি? কারো মনে ওটা নিয়ে কোনো প্রশ্ন জাগে নি?!
  • R&T | 125.253.40.138 | ২৪ মার্চ ২০১৫ ১৩:৩৪667586
  • @স্চ,
    ও আচ্ছা, ছেলেটি কী করে জানবে মেয়েটির ব​য়স? সোজা জিজ্ঞেস করলেই তো হ​য়​। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন