এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষন কমাতে চান? আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে তুলি।

    R-n-T
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৫ | ৭০২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৩৮667654
  • ডিসি
    আইন কোথাও বলছেনা যে একান্তে সময় কাটানো যাবে না । আইন বলছে সময় কাটালে যে কন্সিকয়েন্সেস হলেও হতে পারে সেটাকে আইন কী চোখে দেখবে । কারণ আইন কে ভাবতে হয় সে কিভাবে সাক্ষী সাজাবে । প্রোগ্রাম লেখার মত ব্যাপার এটা । সময় কাটালেই পুলুশ ধরবে এরম না :)

    কখনো কনসারভেশন অফিসার দের থেকে কোর এরিয়ার পারমিট নিতে গেলে এরকম সরকারী নিয়মের মুখোমুখি পরবেন । অমুক সময়ে জঙ্গলে যাওয়া সেফ নয় ,মিনিমাম এতজন সঙ্গী নেবেন ,বন দপ্তরের লোক যেন সঙ্গে থাকে ,তার এই ডিউটি আউআর .........হাজার ভ্যানতারা ! আসলে বক্তব্য স্টেট ইস দিফায়নিং দেয়ার স্কোপ ,যে বাপু ক্যামেরা নিয়ে নিজের মত পাকামি করবে করো কিন্তু বিপদে পরলে কিন্তু এইটুকু তোমার ইমিউনিটি আর এইটুকু নয় :)) আইন এভাবেই কাজ করে । এবার আমরা কিভাবে সেটাতে রিয়েক্ট করব ,কিভাবে লার্ন করব সেটা আমাদের ব্যাপার ।
  • dc | 132.164.68.19 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৩৮667653
  • সে'র লাস্ট পোস্টের সাথে একমত।
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪০667656
  • সে
    হ্যা,ওগুলো মনেহয় সিভিকস আন্ডারে আসা উচিত স্কুল কোর্স এ । যে দেশের আইন কী বলে । খুবই জরুরি । ইতিহাস-ভূগোল শেখার চেও ।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪০667655
  • নেশা করার ব্যাপারটা ঠিক বুঝিনি। কিশোর কিশোরীরা কতটা কী নেশা করলে ঠিক বলে মনে হয়? কোকেন? হেরোইন?

    ষোলো বছরও যদি মিউচুয়াল কন্সেন্টের বয়স হয়, তবে কন্ডোম ব্যবহার করবে কি করবে না?
    পর্ণোগ্রাফি দেখে শিখবে, তা এটা জানবে কি যে পর্ণোগ্রাফিতে যেটা হচ্ছে সেটা অভিনয়?

    জানতে চাইছি।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪১667657
  • এত কঠোর অনুশাসন করছেন - এত সম্মান নিয়ে কথা বলছেন অথচ একবারও কেউ ভাবছেন না যে শুধু বাড়িতে শাসন করলে বা সম্মান করতে শেখালে হবে না চারপাশের পরিবেশটাও বদলাতে হবে?

    টিভি খুললেই বাইকের বিজ্ঞাপনেও দেখবে অর্ধ নগ্ণ নারীদেহ, পিউবার্তির সময় একটা ১৪-১৫ বছরের ছেলে খবরের কাগজের সাপ্লিমেন্টারিতে দেখবে একটা মেয়ের শরীরের সমস্ত খাঁজ ভাঁজ হাইলাইট করে দেখানো ছবি, টিভিতে হানি সিং এর গান শুনবে "ম্যায় তো তন্দুরী চিকেন হুঁ ইয়ার " আর মেয়েদের সম্মান করতে শিখবে? বাবা মা বলবে মেয়েদের সম্মান করো বাবা - আর নেটে হোমটাস্কের জন্য গুগল সার্চ করলেই দেখবে পাশে ad আসছে "ফাইন্ড শিংগল উওম্যান ইন ইওর সিটী" - আর তারপরও তার মনে কোনো যৌন অনুভূতি আসবে না? ক্কোলাস সেভেনের বড়োলোক বন্ধু মোবাইলে এমমসে পর্ণ ক্লিপ দেখাবে আর সেই ছেলের সেক্সুয়াল ফ্যান্টাসি আসবে না ? আর সেগুলো সে বাস্তবে রিয়ালাইজ করার চেষ্টা করবে না?
    সহপাঠিনীর সাথে একলা সময় কাটানোর সুযোগ পেলে মনে করবে, না বাবা বলেছে - আমি থাকবো না।

    আপনারা রিয়াল ওয়ার্ল্ডে বাস করেন? চারপাশের মিডিয়ার কোনো কন্ট্রোল হবে না (সেন্সার তো ঘোর অপরাধ - টালিবানী ব্যাপার) - অথচ ছেলেদের মনে সম্মানের গাছ গজিয়ে উঠবে ছোট থেকে?

    তার চে সহজ উপায় তো বললাম একদম বাচ্ছা বয়সে বুঝিয়ে দিন সেক্স কি জিনিস। আর বলুন বাবা বিয়ের আগে সেক্স তেষ্টা পেলে ব্যাপারটা হাতে রেখ। তবু রিয়ালিস্টীক হবে
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪৩667658
  • টিভির ব্যাপারে যা লিখলেন, ওটাতো মুকেশ শর্মার উকিল সেদিন "I agree with..." এ বলছিলেন।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪৩667659
  • শর্মা নয়, সিং।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪৫667661
  • যৌন অনুভূতির সঙ্গে সম্মানের বিরোধ কোথায়?
    নিজের স্ত্রী/প্রেমিকা এদের সঙ্গে যৌন অনুভূতি থাকে বলে, এদের সম্মান করা মানা?
  • san | 11.39.32.109 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪৫667660
  • ইশকুলে সামান্য আইন ( বেসিক রাইটস ইত্যাদি) শেখানোর দরকার প্রসঙ্গে সে দির সঙ্গে একমত। বাড়ির পরিবেশ বিষয়েও খুবই একমত। পিতৃতন্ত্রের প্রভাব পারিবারির জীবনে যত সুদূরপ্রসারী , সেইটা না পাল্টালে মেয়েদের অসম্মান / তাচ্ছিল্য করতে শেখা ছাড়া অন্য কিই বা আউটপুট সম্ভব ?
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪৮667414
  • Do you respect women?
    এর উত্তরে কী বলবেন?
    Yes I respect women.
    নাকি?
    No, I do not respect women.

    ভেবে বলুন।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৪৯667415
  • দুর্ভাগ্যবশতঃ আমি ওই ডকুটি দেখি নি । কাজেই ওই সংক্রান্ত কোনো মন্তব্য করতে অপারগ।

    এগুলো কিন্তু কোনোটাই রেপিস্টের ডিফেন্সে যুক্তি না - এগুলো cause effect analysis এর চেষ্টা।

    টই এর হেডিং " ধর্ষন কমাতে চান? আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে তুলি। "

    তার মানে বলেই দেওয়া হচ্ছে আগের থেকে ধর্ষণ বেড়েছে। বাড়ল কেন তার কোনো বিশ্লেষণ পেলাম না। কিন্তু নিদান পেলাম ছেলেদের শিক্ষা দিলেই সব মিটে যাবে। এই গ্যারান্টি কোত্থাকে এল যে এই শিক্ষা দিলেই কমে যাবে???
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৫১667416
  • কমাতে চাওয়া মানে আগের চেয়ে বেড়েছে! হেব্বি যুক্তি তো!!
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৫২667417
  • আগের থেকে ধর্ষণ বেড়েছে - এরকম কিছু বোধহয় এখানে দেখিনি।
  • hu | 101.185.15.29 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৫৪667418
  • স্কুলে আইন শেখানো নিয়ে কেউ দ্বিমত করেছিল? সত্যি? 4.34 PM এর পোস্ট দেখে জানতে চাইছি।

    আর সম্মান নিয়ে স্ট্যান্ডটা ছিল - ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। আলাদা করে মেয়ে বলে দাগিয়ে দিয়ে সম্মান করার কিছু নেই। আমি এই স্ট্যান্ডের সাথে একমত।
  • অনুরোধ | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৫৯667419
  • "এ নিয়ে আগেও অনেক বলেছি। তখন পাল্টা জবাবের তোড়ে ভেসে গেছি। কিন্তু আবারো বললাম।"

    কোথায় বলেছেন এবং ভেসে গেছেন? গুরুচন্ডালীতে? রেফারেন্স দিতে পারবেন? কোন সালে, কোন মাসে, কোন টইতে?

    যদি অন্যত্র এই রকমের অভিজ্ঞতা পেয়ে থাকেন, তা হলে সেখানকার অ্যানালজি এইখানে টেনে আনবেন না, আর যদি এইখানে হয়ে থাকে কিন্তু রেফারেন্স দেখাতে না পারেন - তা হলেও চেপে গেলেই ভালো হয়। এই ধরণের ফ্লাইং কমেন্ট আলোচনার ধার কমিয়ে দেয়, এবং একটা সময়ের পরে এই ধরণের রেকারিং অ্যালিগেশন অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। "আমি কী ডিপ্রাইভড" - এই মনোভাব নিয়ে আলোচনা চালালে তাতে বেশিক্ষণ তাল মেলানো যায় না।
  • hu | 101.185.15.29 | ২৪ মার্চ ২০১৫ ১৭:০০667420
  • এক্জন মানুষকে মানুষ হিসেবেই সম্মান করি। ছেলে-মেয়ে এইগুলো সাবসেট। যেহেতু মানুষ নামের সুপারসেটটাকে সম্মান করি তাই 4.48 এর উত্তর ইতিবাচক। কোন মানুষের সম্পর্কে আগে থেকেই ভুল ধারনা না করে খোলা মন নিয়ে তাকে বিচার করি এবং সেই ব্যবহার তার থেকেও আশা করি। উল্টোদিকের মানুষটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন।
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৭:০৭667421
  • সে র প্রশ্নটা য় ফ্যালাসি আছে । এইরকম ।
    ------------
    ডু ইউ থিঙ্ক মাস্লেমস আর ফান্ডামেন্টালিস্টস ?

    ইয়েস আই ডু

    নো আই ডু নট ।

    ------------

    একচুয়াল উত্তর হবে : ফান্ডামেন্টালিস্ম হ্যাস লিটল টু ডু উইথ স্পেসিফিক রিলিজিওন ।

    সে র ফ্যালাসির উত্তর ও তাই : রেসপেক্ট হ্যাস লিটল টু ডু উইথ জেন্ডার ।

    এই "রেসপেক্ট উইমেন" টা ওয়েস্টার্ন শিভালরির পিতৃতান্ত্রিক ধারণা থেকে এসেছে । এর সঙ্গে সম-মান এর অভিধানগত ছাড়া আর কোনো সম্পর্ক নেই । এটা একচুয়ালি উইমেন কে একটা আলাদা ভালনারেবল স্পিসিস হিসেবে কনসারভ করতে চায় । আমাদের দেশেও "মর্দ ক্যাম্পেইন" এর লোকেরা এক কথা বলেন । মেয়েরা মায়ের জাত ,তাদের রেসপেক্ট করো ,মেয়েদের রেসপেক্ট করা প্রকৃত পুরুষের লক্ষণ এইসব । এগুলো ভয়ঙ্কর জিনিস ।

    নিও-প্যাত্রিয়ার্কি কে চিনে নিতে এত ধ্বন্দ হচ্ছে কেনো ? জেনেরাল রেসপেক্ট এর সঙ্গে জেন্ডারের কোনো সম্পর্ক নেই । ইন্দিভিজুয়ালি যে যেমন রেসপেক্ট আদায় করতে পারবেন তেমন পাবেন । পার্সোনাল ফলি কে কেও জেন্ডার কোটা দিয়ে সাবসটিটিউট করার চেষ্টা করলে সেটা প্যাত্রিয়ার্কির আড়ালেই আশ্রয় চাওয়া হবে । নাথিং এলস ।

    এই দৃষ্টিভঙ্গিটা সম্পর্কে বল্লুম । আশা করি কোনো ব্যক্তিবিশেষ এটা গায়ে নেবেন না ।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১৭:১২667422
  • কোনো জিনিস বাড়লেই তো কমানোর কথা আসে জানতাম - আর রেপ বেড়েছে কি না তার স্ত্যাটিস্টিক্স দরকার ?

    Despite of several protests after Nirbhaya incident in New Delhi, the national capital continuous to be the unsafe city in the country. The number of rapes in Delhi has almost doubled from 585 in 2012 to 1,441 in 2013.

    According to NCRB data, there is a gradual increase in the number of rapes reported in India - from 24,923 in 2012 to 33,707 in 2013.

    (http://timesofindia.indiatimes.com/india/93-women-are-being-raped-in-India-every-day-NCRB-data-show/articleshow/37566815.cms)

    যৌন অনুভূতি আর সম্মানের মধ্যে একটা যোগসূত্র আছে একটু ভাবলেই বুঝবেন - একটা পার্টিকুলার স্পিশিকে যদি সবসময় খাদ্য বস্তু হিসেবে ভাবেন তাহলে কি তাকে সম মান দিতে পারবেন? যারা কুকুর খায় তারা কি কোনোদিন ভালোবেসে কুকুরকে বাড়ির সদস্য করতে পারবে?
    মেয়ে শবদটার মানেই যদি সেক্স অবজেক্ট ভাবতে শেখে - তাকে কি সম্মান করতে পারবে?
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৭:১৪667423
  • আইনের বেসিক কিছু জিনিস বোধহয় সিলেবাসে এখনো নেই। সিভিক্‌সেও এগুলো পড়ানো হয় কিনা জানিনা।
    আমাদের মাধ্যমিকের ইতিহাসে অল্প সিভিক্স ছিলো, কিন্তু তা সংবিধান ও নাগরিকতার ওপরে। খুব কম ইনফর্মেশন ছিলো, এবং ভুল ইনফরমেশনও ছিলো।
    কিন্তু এগুলো মনে হয় আরো ছোটো ক্লাস থেকেই একটু একটু করে পড়ানো দরকার।
    শুধু ধর্ষন সংক্রান্ত নয়, অন্যান্য জিনিসও। নিজের অধিকার কী কী।
    এর জন্যে অন্য বিষয়ের সিলেবাস ছোটো করতে হবে কি কোনো কিছু কেটে বাদ ছাঁট দিতে হবে, সেই ডিবেটে এখন ঢুকবো না।
    কিন্তু ভারতবর্ষের যা ধর্ষনের ভাবমূর্তি হয়েছে এখন জগৎ জুড়ে, সেই প্রেক্ষিতে কিছু ব্যবস্থা অবশ্যই নেওয়া যায়। না নিলে কী হবে, আরো বেশি বেশি করে দুনিয়া জেনে যাবে কিনা, সে ব্যাপারেও কোনো ভবিষ্যৎবানী করতে পারছি না। কিন্তু যত বেশি করে নারীপুরুষের বৈষম্য কমিয়ে ফেলা যায়, ততই মঙ্গল।
    এই প্যাট্রিআর্খিতে অনেক নারীও সামিল, তাঁরাই এর ধ্বজা বেশ শক্ত করে তুলে রাখতে সাহায্য করে চলেছেন। আবার বহু পুরুষ আছেন যাঁরা নারী পুরুষের সাম্যে বিশ্বাসী। যে সব মেয়েরা প্যাট্রিআর্খির ধ্বজা তুলে ধরে আছেন, তাঁদেরও জানতে হবে নিজেকে সম্মান করতে। অধিকাংশ ক্ষেত্রেই সেটা তাঁরা করেন না। হয়ত ব্যক্তিগত স্বার্থ থাকে, এর বিনিময়ে সুযোগ সুবিধা পাবার ব্যাপার থাকে, ক্ষমতার লোভ থাকে, আরো অনেক কিছুই থাকতে পারে।
    সে অন্য আলোচনা। কিন্তু অনেক জিনিস বদলাতে হবে। একটু একটু করে।
    সবার আগে মানসিকতা। সেটা বদলাতে অনেক সময় লাগে।
  • :) | 118.171.159.41 | ২৪ মার্চ ২০১৫ ১৭:১৫667426
  • নেশা মানে অ্যালকোহল, গাঁজা ইনক্লুডেড। ভেরি কমন ফ্রম পিউবার্টি নাউএডেজ। অকেশনালি, দেন অ্যাট এনি ফান মোমেন্ট।

    পর্ণোগ্রাফিতে এফেক্টিভ কোনো কন্ট্রোল নেই দেশে। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক - এনি মিনিমাল এক্সপোজার ইজ ইকুইভ্যালেন্ট টু টোটাল আনকন্ট্রোলড এক্সপোজার টু দ্য ওয়ার্ল্ড অফ পর্নোগ্রাফি। আনগাইডেড।

    মে ইট অ্যাফেক্ট দ্য সাইকি?

    এই দুটো পয়েন্টে গুরুর মোস্ট ওপিনিয়ন লিবেরাল, যেহেতু এভরিবডি ইস অ্যাকোয়েন্টেড, অ্যাকাস্টামড। R&T আর সে-র মত এই ক্ষেত্রে ১৮০ ডিগ্রি হতে পারে মনে করছি। অবজার্ভিং।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৭:১৫667425
  • এককের শেষ পোস্টের সঙ্গে সহমত নই। পরে লিখবো।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৭:১৭667427
  • কোনো নারীর সঙ্গে সম্মতিক্রমে যৌন সম্পর্ক করা মানে তাকে খাওয়া?

    কুকুর ইত্যাদি শুনে, ফের ঐ ভিডিওটা (মুকেশ সিং এর আইনজীবীর) মনে পড়ে যাচ্ছে।
  • sena | 122.79.37.22 | ২৪ মার্চ ২০১৫ ১৭:১৯667429
  • পর এলে আমায় আগে ট্যাগ করবেন প্লিজ।
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৭:১৯667428
  • স্চ, না। সিক্স সিগমায় ডিফেক্ট মিনিমাইজেশনের কথা বলা হয়, তার মানে এই নয় যে ডিফেক্ট বেড়ে গেছে। কোনও পার্টিকুলার প্রডাক্টে যে পরিমাণ ডিফেক্ট টলারেটেড থাকে, তার পরিমাণ কমানোর চেষ্টাকে সিক্স সিগমা প্রসেস বলা হয়।

    আমরা আজও দেশ জুড়ে নিরক্ষরতা দূরীকরণের পরিকল্পনা করি। তার মানে দেশে প্রচুর নিরক্ষর আছে - সেটা ঠিক, কিন্তু মানে এটা নয় যে নিরক্ষরের সংখ্যা বেড়ে গেছে, তাই কমানো হচ্ছে।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৭:২১667430
  • এই নিন। ছোট্টো ক্লিপ।
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৭:২২667431
  • স্চ-এর বক্তব্যে আরও অসঙ্গতি। যেমন কুকুরের অ্যানালজি। যারা মুরগী খায়, তাদের অনেকেই ঘরে মুরগী পোষে। সেম গোজ উইথ ছাগল। ঘরের বাচ্চারা অনেক সময়েই সেই পোষ্যটির সাথে মায়ার সম্পর্কে জড়িয়ে যায়, বড়রা অনেক সেন্টিমেন্ট ঝেড়ে ফেলে বড় হয় তাই তাদের অতটা মায়া জড়ায় না।

    ইত্যাদি।

    আর ফ্যালাসি প্রসঙ্গে আমার সেই বিখ্যাত কোশ্নোটা মনে পড়ে গেল - আপনি কি এখনও আপনার বউকে ধরে পেটান?

    :D
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৭:২৩667432
  • কুকুরের প্রসঙ্গে আবার লরেনবাবুকে মনে পড়ে যায় - গুজরাতের দাঙ্গায় নিহত মুসলিমদের উনি সস্নেহে গাড়ির নিচে চাপা পড়া কুকুরের সাথে তুলনা করেছিলেন।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৭:২৯667433
  • @স্চ,
    যার সঙ্গে সম্মতিক্রমে সেকস করা হয়, তাকে সম্মান করা যাবে না কেন?
    মেয়েদের সংগে সেক্স করা হচ্ছে বলে তাদের সম্মান করতে পারা যাবে না।
    তাহলে তো মেয়েরাও ছেলেদের সঙ্গে সেক্স করলে ছেলেদের সম্মান করতে পারবে না।
    এইরকমটাই বলতে চাইছেন কি?
    তাহলেতো রেসপেক্ট টেসপেক্ট কিসুই থাকবে না। আপনার পয়েন্টটা বুঝেছি। কুকুরের ব্যাপারটা মনোহর লাল শর্মার সঙ্গে মিলে গেল।
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৩৪667434
  • শ্চ তো এব্রাহামিক মরালিটি র কথা বলছেন । সেক্স ইস বাই ভার্চু অবজেক্টিভ । না ,ওরকম নয় :) যৌনতা মানে খাওয়া নয় ,আর যদি খাওয়াও হয় সেক্ষেত্রেও খাওয়া-খায়ি টা পারস্পরিক । একমুখী না ।কাজেই মেয়েদের যৌন দিক নিয়ে সচেতন হলেই "খেতে" দৌড়ুতে হবে এমন না । সেও খাবে কিনা এটা জেনে নেওয়া জরুরি । সেখানেই শিক্ষা-কন্ডিশনিং এইসব আসে ।
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৩৬667436
  • এব্রাহামিক মরালিটির ফ্যালাসিটাই ওইখানে যে সে ধরে নেয় তুমি মানুষ -উল্টোদিকে কুকুর । দুজনেই মানুষ বা দুজনেই কুকুর হলে কী হবে সেটাকে পাশ কাটিয়ে যায় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন