এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষন কমাতে চান? আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে তুলি।

    R-n-T
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৫ | ৭০১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ২০:২৯667470
  • বুঝেছি :) পরে কখনো কথা হবে তাহলে ।এখানে আর জুড়বোনা ।
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ২০:৪৩667471
  • এমনিতে ক্যাপিটালিস্ট ভ্যালু সিস্টেম নিয়ে আমারও আপত্তি নেই, অন্য কোন টইতে আলোচনা হলে নাহয় আমিও আগ্রহ নিয়ে পড়ব। এই টইতে ছেলে আর মেয়ের ইক্যুয়াল প্লেয়িং ফিল্ড নিয়ে যা বলেছি সেটাও ক্যাপিটালিস্ট সিস্টেমকে সাপোর্ট করেই বলেছি।
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ মার্চ ২০১৫ ২১:৪৯667472
  • ইক্যুয়াল প্লেয়িং ফিল্ড ও সামান্য গোলমেলে কথা...
    লিঙ্গ সাম্য সমান-অনধিকারের প্রশ্নই... জেন্ডার স্পেসিফিক রাইটস এর প্রশ্ন...
    একক ও লিখেছে, সিকি ও...

    সিকির লেখা একটু কোট করি...একটা জরুরী জিনিস একটু হাইলাইট করতে চাই বলে...

    "বাসে ট্রেনে লেডিজ সীট লাগত না, মেয়েদের জন্য আলাদা টয়লেট লাগত না, ছেলেদের জন্য কন্ডোম বা মেয়েদের জন্য স্যানিটারি প্যাড লাগত না।"

    এর মধ্যে প্রথমটা হয়ত বা আলাদা ... এবং সেইটার বিরুদ্ধে ঠিক ঐ ইক্যুয়াল প্লেয়িং ফিল্ডের যুক্তি দিয়েই অনেক বক্তব্য শুনেছি...
    আমার ব্যক্তিগত মতে প্রথমটা জেন্ডার স্পেসিফিক রাইট নয়, আজকের সমাজের জেন্ডার ইনিক্যুয়ালিটি আছে, সেটা স্বীকার করে নিয়েই অ্যাবস্ট্রাক্টলি প্লেয়িং ফিল্ড কে লেভেল করার জন্য আজকের পরিস্থিতিতে প্লেয়িং ফিল্ড একদিকে রিগড বলে উলটোদিকে কাউন্টার ওয়েট চাপানো...
    প্লেয়িং ফিল্ড ক্লোস টু লেভেল এসে গেলে আর দরকার পড়বে না, কিন্তু পরের দুটো একেবারেই জেন্ডার স্পেসিফিক রাইট...
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ মার্চ ২০১৫ ২১:৫৭667473
  • ফলত প্লেয়িং ফিল্ড লেভেল মানে কি সেইটা সুস্পষ্ট না করলে এই শব্দটায় গোলমালের চান্স প্রচুর...
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ২২:০৬667474
  • সিকির আর এককের বক্তব্যের বেশীরভাগের সাথেই আমি সহমত। আসলে বেশী টাইপ করতে ইচ্ছে করছিল না বলে অল্প কথায় সমানাধিকার বা ইক্যুয়াল প্লেয়িং ফিল্ড ইত্যাদি লিখে চালিয়ে দিয়েছি ঃ-) এই দুজন সেটাকেই আরো বিস্তারিত লিখেছেন। আমি বলতে চেয়েছি জীবনের নানা ক্ষেত্রে শুধুমাত্র মেয়ে বলেই কেউ যেন পিছিয়ে না থাকে, শুধুমাত্র ছেলে বলেই কেউ যেন এগিয়ে না যায় (যদি আর সব্কিছু একই থাকে তো)।
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ২২:১০667475
  • আরো খানিকটা পরিষ্কার করে দি, যেখানে যেখানে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ অসাম্য আছে অথচ থাকার কোন কারন নেই, সেখানে আমি বৈষম্যের বিপক্ষে। আশা করি প্রায় পুরোটা বোঝাতে পেরেছি। আর এই বৈষম্য দূর করার উপায় হিসেবে প্রথম পোস্টের ৩/৪/৫ উপায় সঠিক বলে মনে করিনা, কারন ওতে ওই লিঙ্গ বৈষম্যের ধারনা আরো গেঁড়ে বসে।
  • নন্দ ঘোষ | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ২২:১১667476
  • ডিসি র এই পোস্টটা খুব কিউট লাগলো।
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ মার্চ ২০১৫ ২২:১২667477
  • ঠিক, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টলি লেভেল প্লেয়িং ফিল্ড... সেক্ষেত্রে আমি সহমত একেবারেই... তবে এইতে ক্যাপিটালিস্ট ভ্যালু সিস্টেমের গোড়ায় কোপ এক্কেবারে...এইভাবে কাউন্টার ওয়েট এর রাজনীতিকেই বিশুদ্ধ ক্যাপিটালিস্ট ভ্যালু সিস্টেমের সমর্থকরা সোশালিস্ট ভ্যালু কিম্বা সোশাল ডেমোক্র্যাসী বলে আক্রমণ করবেন... কিন্তু সে আলোচনা ভবিষ্যতের ঐ অন্য টই তে...
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ২২:১৫667478
  • নন্দ ঘোষ - অ্যাঁ!
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ২২:১৯667481
  • উফ একদম ঠিক বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড! এই টার্মটা কিছুতেই মনে পড়ছিল না!!
  • cm | 116.208.197.219 | ২৪ মার্চ ২০১৫ ২২:২০667483
  • আমিও নন্দদার সাথে একমত।
  • নন্দ ঘোষ | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ২২:২০667482
  • এইটেই এক্কেবারে উপযুক্ত নাম নিয়েছি।
  • :) | 127.194.216.143 | ২৪ মার্চ ২০১৫ ২২:২১667484
  • যাই হোক, ছেলেকে ১৮ বছরের জন্মদিনের থেকে পানু ডিভিডি সেট গিফট করা শুরু করব কিনা, কন্ডোমের ফ্যামিলি প্যাক কিনে দিয়ে বান্ধবীদের সাথে কনসেন্সুয়াল সেফ সেক্স প্র্যাকটিস করা শুরু করতে উৎসাহ দেব কিনা, আর কত বছর বয়সে মাস্টারবেশন করতে শিখিয়ে সেটা রেগুলার হেলদি প্র্যকটিশ বলে অভ্যাস করতে শেখাবো জানিয়ে দেবেন। মদ খেতে কত বছর থেকে শুরু করাব সেটাও জানাবেন। গাঁজাও। শিক্ষাই যখন হচ্ছে একেবারে পরাকাষ্ঠাই হোক, বাইরে থেকে বন্ধুবান্ধবদের থেকে ভুলভাল শিখবে কেন?
  • S | 160.148.14.8 | ২৪ মার্চ ২০১৫ ২২:৪১667485
  • মদ গাঁজা খাওয়ার জন্যে তো যে দেশে থাকেন সেখানকার আইন মেনে চললেই হয়। আমেরিকা হলে একুশ, ইউরোপ বোধহয় আঠেরো।ভারতেরটা ঠিক জানি না। একুশ মনে হয়। পানুর জন্যেও এজ লিমিট আছে। আঠেরো। মাস্টার্বেশনের জন্যে অবশ্য কোনো এজ লিমিট আছে বলে জানি না। যখন দেখবেন ছেলের পিউবার্টি এসে গেছে তখনি মাস্টার্বেশনের জন্যে জ্ঞান দানের উপযুক্ত সময়। আর পারলে ছেলের সাথে বসে জুনো সিনেমাটা দেখে নেবেন।
  • একক | 24.96.98.195 | ২৪ মার্চ ২০১৫ ২২:৪৪667486
  • দেশ না এগুলো রাজ্য ঠিক করে ।ফেডারেল সিস্টেম । ভারতেও একেক রাজ্যে মদ্যপানের ন্যুনতম বয়েস একেকরকম ।
  • নন্দ ঘোষ | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ২২:৪৯667487
  • আর অন্যান্য ড্রাগ্‌স্‌? সাপের ছোবোল, কোকেন, হিরোইন?
  • S | 160.148.14.8 | ২৪ মার্চ ২০১৫ ২২:৫৪667488
  • এইসব অন্যান্য ড্রাগস আপনার দেশে আইনী তো ? তা নাহলে ছেলের আগে আপনি বিপদে পড়বেন, ইল্লিগাল ড্রাগ সলিসিট করার জন্যে। আর যদি আইনসিদ্ধ হয়, তাহলে এজ লিমিটটা দেখে নিন।
  • PT | 213.110.246.25 | ২৪ মার্চ ২০১৫ ২৩:১৫667489
  • "আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে" তুল্লে নাগরিক সমাজ কি করবে?
  • pi | 24.139.221.129 | ২৪ মার্চ ২০১৫ ২৩:১৬667491
  • 'এ ছাড়া আরো এক শ্রেণী আছেন, এমনিতে মুখে খুবই সাম্যের কথা, কাজের বেলায় অন্যরকম। পিতৃতন্ত্রের কথা তুললে এঁরা সবচেয়ে বেশি বিরক্ত হন। "পিতৃতন্ত্রের ভূত" দেখা গোছের বাক্যবন্ধ ব্যবহার এঁদের মধ্যে দেখা যায়। সেটা দিয়ে হয়ত সাময়িক ভাবে তর্কে জেতা যায়, কিন্তু আদতে সমাজের সমস্যা বাড়ছে বই কমছে না।'

    ----
    আমার পোস্ট কোট করেছেন বলে লিখতে হল।
    সে/ নন্দ ঘোষ, দেখুন, বারবার আমাকে উল্লেখ করে নানারকম কথা বলে যাচ্ছেন। সে আপনি যাহোক বলতেই পারেন, তবে যেহেতু আমাকে উল্লেখ করে বলছেন, তাই বক্তব্য বিকৃত করতে বারণ করব। আর আমি কাজের বেলায় কী করি না করি, সেটা তো আপনি জানেন না, না ? তাই তা নিয়ে, বা আমার কাজে সমাজের সমস্যা কীভাবে বাড়ছে, তা নিয়ে মন্তব্য নাহয় নাই বা করলেন। এখানে কেউ পিতৃতন্ত্র নিয়ে প্রশ্ন তুল্লে সে কী ক্ষতিকারক কাজ করে, কনসেন্ট নিয়ে ধোঁয়াশা আছে বললে সে কনসেন্ট নেয়না , সম্মান নিয়ে প্রশ্ন তুললে সে সম্মন কী বা করতে জানে কিনা, এধরণের মন্তব্য .. নিজেই পারলে কখনো ভেবে দেখবেন, করা যায় কিনা।

    যাইহোক, পিতৃতন্ত্রের কাল অভিযুক্তদের মব লিঞ্চিংএ এর সম্ভাবনা নিয়ে একটি পোস্ট করেছিলাম, ও অভিযোগকারিণীর নাম না জানানোর পিছনে 'সম্মান' হানির আশংকা জনিত চাপ নিয়ে আপত্তি জানিয়েছিলাম। এখানে কোথা থেকে কেন কী পিতৃতন্ত্র উদিত হল তা বুঝতে পারিনি বলে তাকে ভূত হিসেবেই ধরে নিয়েছি।
    কালকেও যা যা বলিনি সেসব নিয়ে আক্রমণ করে গেছেন। সম্ভব হলে এগুলো একটু বন্ধ করবেন। আপনার প্রতিপক্ষ হবার জন্য তো সারা পৃথিবী পড়ে আছে, সেখানে আমাকে নাহয় বাদ দিলেন। দাম্ভিক, অসভ্য এক্স যাদবপুর হওয়া সত্ত্বেও।

    বাদানুবাদ চাইনা, অসুবিধে হলে ইগনোর করতে পারেন।

    ও হ্যাঁ, 'সম্মান' নিয়ে কোন ম্যাডাম কী জানেননা, তাই নিয়েও বারবার উল্লেখ করা হয়েছে দেখলাম, সেই ম্যাডাম আমি কিনা শিওর নই, তবে আমার অবস্থান স্পষ্ট করে দিই। মেয়েদের আলাদা করে মেয়ে বলেই 'সম্মান' দেওয়া নিয়ে আমার আপত্তি আছে, সম্মানের দোহাই তুলে প্রোটেকশন হোক কি ধর্ষণ, যৌন হেনস্থাকে লজ্জাজনক ঘটনা বলতে আপত্তি আছে, যৌন হেনস্থা কি ধর্ষণ হল তো সব গেল, সর্বনাশ হয়ে গেল বলতে আপত্তি আছে। এগুলোকে বরং পিতৃতন্ত্র মনে করি। ভূত না, সত্যিই ঃ)

    আর, এই টইতে ডিসি, একক, সিকিদের সাথে একমত। ছেলেমেয়েদের মধ্যে অবাধ ও আরো বেশি মেলামেশার অনেক বেশি প্রয়োজন আছে বলে মনে করি, এভাবে বাধানিষেধ আরোপ করার বদলে। সেটাকে শুধু রক্ষণশীলতা নয়, পিতৃতন্ত্রও মনে হয়। এও ভূত না, সত্যিই ঃ)
  • Atoz | 161.141.84.175 | ২৪ মার্চ ২০১৫ ২৩:২৩667492
  • নারী ও পুরুষ সবাইকে রেস্পন্সিবল হিউম্যান হিসেবে ট্রীট করা হোক, যার যা সামর্থ্য ও অসামর্থ্য সবটাকে স্বীকৃতি দিয়ে।
    শেষ অবধি তো দুনিয়াটা দুইদলেই শেয়ার করবে, তাই নয়?
    ঐ আবেগে ভেজা ভেজা "আহা তাদের রক্ষা করুন, তারা কারুর মা, কারুর মেয়ে, কারুর বোন, কারুর বৌ"- এরকম অনেক দেখি চারিপাশে, যেন এগুলোর উপরে নির্ভর করছে একজন নারীর সমাজে বেঁচে থাকা ও নিরাপদে থাকা ও কাজকর্ম করতে পারা।
    আর একটা ব্যাপার, স্বাভাবিক সহযোগী (ভবিষ্যতের সহ নাগরিক) হিসেবে ছেলেরা আর মেয়েরা পাশাপাশি কাজ করছে মিশছে কথা বলছে- এটা আমাদের সমাজে স্কুল স্তর থেকেই নেই। "ভালো মেয়েরা" সব চোখমুখ শক্ত করে ডাইনে বাঁয়ে না তাকিয়ে মোড় পার হয়ে চলে আসবে কারণ "খারাপ ছেলেরা" সব ঐ মোড়ে দাঁড়িয়ে শিস দেয় ও আরো নানা বাঁদরামি করে।
    অথচ ঐ ছেলেরা অনেকেই প্রায় ঐ মেয়েদেরই বয়সী, হয়তো একই ক্লাসে পড়ে। স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারতো দুই দলে যদি স্কুল ও জিমন্যাশিয়াম ও অন্যান্য ইন্টার-অ্যাকশনের জায়গাগুলো এক হতো। কিন্তু কৃত্রিম ব্যবধান তৈরী করে রাখা হয় আর অদ্ভুত একটা সমাজ তৈরী হয়, একদল খাদ্য ও আরেকদল খাদক।
    উভয়ের পক্ষেই অত্যন্ত অমঙ্গলের এইটা।
  • | ২৪ মার্চ ২০১৫ ২৩:৩২667493
  • বাস ট্রেনের সংখ্যা ও যানবাহনের সুবিধে বাড়ালে মেয়েদের জন্য আলাদা সীট দরকার হবে না তো। দাঁড়ানো অ্যালাওড নয় এমন বাসে আলাদা সীট লাগে না তো।

    আর আলাদা করে মেয়েদের সম্মান দেওয়া শেখানোর পক্ষপাতী আমি নই। ছেলে, মেয়ে, তৃতীয় লিঙ্গ প্রতিটা মানুষকেই মানুষ বলে আরেকজ্ন আমারই সমান অস্তুত্ব বলে স্বীকার ও সম্মান করতে শেখানোটা জরুরী মনে করি। বাবা মায়েরা যা মেয়েকে শেখান, সেগুলোই ছেলেকেও শেখালেই অনেক ভুল ধারণা কাটতে পারে। যেমন নিজের কাপড় নিজে ধোয়ার প্র্যাকটিস, নিজের থালা বাটি তোলা খাওয়া হয়ে গেলে, ছোটখাট ঘরের কাজ। একইভাবে ছেলের সাথে মেয়েকেও ইলেকট্রিক বাল্ব বদলানো, ফিউজ পাল্টানো, ছোটখাট প্লাম্বিঙের কাজ ইত্যাদি শেখানো দরকার।
  • | ২৪ মার্চ ২০১৫ ২৩:৩৪667494
  • *আরেকজন আমারই মত অস্তিত্ব
  • একক | 24.96.98.195 | ২৪ মার্চ ২০১৫ ২৩:৪২667495
  • ""ভালো মেয়েরা" সব চোখমুখ শক্ত করে ডাইনে বাঁয়ে না তাকিয়ে মোড় পার হয়ে চলে আসবে কারণ "খারাপ ছেলেরা" সব ঐ মোড়ে দাঁড়িয়ে শিস দেয় ও আরো নানা বাঁদরামি করে।"

    @আতোজ

    এই জিনিস শুধু আমাদের দেশে নয় ,বিদেশেও ছিলো । "ফ্রি ফলিং" মনে পড়ছে ?
    "
    all the vampires walkin' through the valley
    move west down ventura boulevard
    all the bad boys are standing in the shadows
    all the good girls are home with broken hearts "

    ওই সময়ের পর পর গান শুনে যান , ওই বাইনারি ওয়ার্ল্ড দেখবেন ,ছেলে-মেয়ে দের । মুশকিল হলো তারপর ওরা এটা থেকে বেড়িয়ে এসেছে ,আর আমরা উল্টে মর্দ ক্যাম্পেইন করছি :(
  • b | 135.20.82.164 | ২৫ মার্চ ২০১৫ ০৮:৫৫667496
  • ঃ), নতুন কথা নয়। প্রাপ্তে তু ষোড়শবর্ষে পিতা পুত্রে বন্ধুবৎ আচরয়েত , চাণক্যপন্ডিত বলে গেছেন।
  • Reshmi | 129.226.173.2 | ২৫ মার্চ ২০১৫ ১০:৪৯667497
  • এখানে দেখলাম কেউ লিখেছেন সব স্কুল কো-এড হলে ছেলে মেয়ের স্বাভাবিক মেলামেশার পথ প্রশস্ত হয়। আমিও তাই ভাবতাম, কিন্তু নিজের ছেলেকে দিয়ে দেখছি, মোটেই তা হয় না। এটা নিয়ে একবার ভাটেও লিখেছিলাম। সেই নার্সারি থেকে একসঙ্গে পড়াশোনা করেও ছেলে আর মেয়েরা আলাদা আলাদাই থেকে যায়! আমার খুব অদ্ভুত লেগেছে এই ব্যাপারটা এবং মনে হয়েছে স্কুলের এই ব্যাপারে নজর দেওয়া দরকার। আমার বাড়িতে, আমার বিচার বুদ্ধিতে যতটুকু মনে হয় ওই "পুরুষতান্ত্রিক" ব্যাপারটা নেই। তবু এখন পর্যন্ত ছেলে ক্লাসের মেয়েদের ঠিক বন্ধু হিসাবে ভাবতে শিখল না, সেটা আমায় একটু ভাবায়।

    কিন্তু তখন ভাটেই কেউ কেউ লিখেছিলেন এটা খুব স্বাভাবিক, বয়সের ধর্ম, একটু বড় হলে আবার ছেলে মেয়ের মধ্যে স্বাভাবিক বন্ধুত্ব হয় যাবে ইত্যাদি ইত্যাদি। আমি এটা নিয়ে এখনো কনফিউসড।
  • সিকি | ২৫ মার্চ ২০১৫ ১১:৪৫667498
  • বি - প্রাপ্তে তু ষোড়শবর্ষেষু পুত্রমিত্র বদাচরেৎ :)
  • সিকি | ২৫ মার্চ ২০১৫ ১১:৪৮667499
  • রেশমীর মত হুবহু অভিজ্ঞতা অমার না হলেও একটা জিনিস দেখেছি - ফ্রি মিক্সিং সত্ত্বেও মেয়েরা এই বয়েসেও নিজেদের মত একটা আলাদা সার্কল বানিয়ে নেয়, নিজেদের "আলোচনা" - এবং সেখান থেকে একটা কমন বার্তা ঘরে এসে পৌঁছয় - বয়েজ আর ব্যাড।

    এখন এ ধারণা যে ঐ আলোচনাচক্রেই জন্ম নেয়, এমন কথা বলা যাচ্ছে না, হতেই পারে অন্য কোনও মেয়ে এই কনসেপ্ট তার বাড়ি থেকে বয়ে এনেছে এবং আলোচনাচক্রে ছড়িয়েছে। আদারওয়াইজ, মেয়ের অনেক ছেলেবন্ধু আছে এবং ভাইসি ভার্সা।
  • b | 135.20.82.164 | ২৫ মার্চ ২০১৫ ১২:১৫667500
  • থেন্কু সিকি। আমার এক জামাইবাবু মানে করেছিলেনঃ
    প্রাপ্তে তু ষোড়শবর্ষে পিতা পুত্র বদ আচরতি। সেটাই মাথার মধ্যে ঘোরে।

    (ষোড়শবর্ষেষু হবে নাকি? একই সাথে একবচন আর বহুবচন হয়ে যাচ্ছে না?)
  • b | 135.20.82.164 | ২৫ মার্চ ২০১৫ ১২:১৭667502
  • নাঃ আমারি ভুল।
    ঠিক-ই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন