এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষন কমাতে চান? আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে তুলি।

    R-n-T
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৫ | ৭০০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 24.96.102.194 | ২৫ মার্চ ২০১৫ ১২:২০667503
  • কো-এড হলেই সব সমস্যা সমাধান হবে এরকম না । ওরকম বললে ব্যাপারটা অনেকটা সব প্রাইভেট করে দাও মার্কেট ঠিক হয়ে যাবে -র মত শোনাবে । একচুয়ালি প্রাইভেট -এও যদি সেই গয়ং-গচ্ছ সরকারী মেন্টালিটির লোকজন মাথায় বসে থাকে তাহলে সে কোম্পানি সরকারের অধম হবে ।
    এখানেও তাই ।
    কোএডুকেশন জাস্ট একটা স্টেপ । একটা এনভায়রনমেন্ট ইনকিউবেট করা হচ্ছে যেখানে ছেলে-মেয়েরা একসঙ্গে থেকে পড়াশোনা করবে । কিন্তু তারা নিজেদের কী চোখে দেখবে সেটা স্কুলের নার্চাড়িং এর ওপর ডিপেন্ড করে । ভালো দিক টা এই যেহেতু ছেলে-মেয়ে একসঙ্গে আছে তাই বেশি বেশি জেন্ডার কনফ্লিক্ট এর কেস উঠে আসতে পারে ,তাই রিয়েল টাইম সমাধানের সুযোগ ও বেশি । পুরো আলাদা করে রাখলে সেই সুযোগ টাই নেই ।

    আর সিকি যেটা বল্লো ওটা ঘটনা । মেয়েরা এবং ছেলেরা একটা আলাদা ঘেটো মেইন্টেইন করে এবং সেখানে বিপরীত জেন্ডার নিয়ে গুচ্ছ পিএনপিসি/ স্টিরিওটাইপ আলোচনা হয় :) এটাতে আমি সিরিয়াসলি খারাপ কিছু দেখিনা । এগুলো ফিউস বাল্ব এরিয়া । আমরা ছেলেরা "গাই টক" করিনা ? করি তো ! নইলে কোনো নির্দিষ্ট মেয়ে কে নিয়ে ফ্যান্টাসি বা গায়ের ঝাল মেটাবো কোথায় :)) এতে কোনো অসুবিধে হয়না । সহাবস্থান জরুরি ,সবাই মিলেমিশে ঘন্ট পাকানো নয় ।
  • dd | 132.172.77.167 | ২৫ মার্চ ২০১৫ ১২:২১667504
  • ষোলো বছোর বয়স হলে পিতা তার পুত্রের সাথে মিত্রদের মতোন বদ আচরণ করিবেন। এটা ভালো উপদেশ ?
  • ranjan roy | 24.99.205.230 | ২৫ মার্চ ২০১৫ ১৬:০২667505
  • ডিসি/সিকি/একক/a2z/ দ/ রেশমীর সঙ্গে সহমত।

    @ঃ)
    ১)আপনি যেটায় কম্ফোর্ট ফিল করেন, তাই করবেন।
    তবে মাস্টারবেশন তো নিজেই শিখে নেবে। আপনি এটা যে স্বাভাবিক,কোন খারাপ কাজ নয়--সেটা বলে দিয়ে ওকে ছদ্ম পাপবোধ থেকে বাঁচাতে পারেন।

    ২)আর যেগুলোকে দেশের আইন অপরাধ বলছে সেগুলো করলে পেনাল কোডে কী কী শাস্তি অবধারিত সেটা নিয়ে কিশোরকে অবহিত করে দিলে ভালই হবে।
  • Phaltu | 118.171.130.168 | ২৫ মার্চ ২০১৫ ২২:৪৫667506
  • Boyhood মুভিতে (এবছর অস্কারে নমিনেটেড) এটা ভাল দেখিয়েছে -স্ত্রীলিঙ্গনির্মান। রেশমি আর সিকির বক্তব্য প্রসঙ্গে।
  • Atoz | 161.141.84.102 | ২৬ মার্চ ২০১৫ ০৪:৩৬667507
  • ডিডি, "মিত্রদের মতোন বদ আচরণ" ? ঃ-)
  • ranjan roy | 24.99.233.185 | ২৬ মার্চ ২০১৫ ০৫:৫৫667508
  • ডিডি আর সিকির ইয়ার্কিঃ))
    আসলে পুত্রমিত্র বদাচরেৎ নয়,পুত্রমিত্রবদাচরেৎ।
    মিত্রবৎ+ আচরেৎ= সন্ধি হয়ে বদাচরেৎ।
  • Atoz | 161.141.84.175 | ২৬ মার্চ ২০১৫ ০৬:০১667509
  • সেইজন্যে আমাদের এক পরিচিত ভদ্রলোক এইসব বদ ঝামেলায় না গিয়ে কইতেন "পুত্রমিত্রসমাচরেৎ।"
    মিত্রসম আচরণ করুন। ঃ-)
  • Atoz | 161.141.84.175 | ২৬ মার্চ ২০১৫ ০৬:০৩667510
  • তবে ডিডিরটা পছন্দ হয়েছে। আমাদের ল্যাদোষ চন্দ্র মিত্রকে এনে দেখানো হোক। ঃ-)
  • R&T | 125.250.204.211 | ২৬ মার্চ ২০১৫ ০৭:৪৬667511
  • দ বললেন,
    " বাবা মায়েরা যা মেয়েকে শেখান, সেগুলোই ছেলেকেও শেখালেই অনেক ভুল ধারণা কাটতে পারে।"

    অমার মনে হ​য়,
    মেয়েদের মনে ছোটো থেকে যেমন শ্লীলতার কনসেপ্ট ধোকানো হ​য় সেভাবে ছেলেদের মনেও ধোকানো হোক​।
    মেযেদের শ্লীলতা আছে, ছেলেদের নেই তাই ছেলেদের শ্লীলতাহানিও নেই(মানে আইনত নেই)।
    ডিঃ এটাকে আবার শ্লীলতাহানির সপক্ষে বলা হচ্ছে ভেবে বসবেন না।
  • dc | 213.109.107.241 | ২৬ মার্চ ২০১৫ ০৮:২৭667513
  • তার থেকে শ্লীলতার কোন কনসেপ্ট কারুর মনে না ঢোকালেই কি বেশী ভালো হয়না? কারন একজন যেই বলবে ছেলে আর মেয়ের সবার মনে শ্লীলতার কনসেপ্ট ঢোকানো হোক, ওমনি আরেকজন বলবে, শ্লীলতা কাকে বলে?
  • R&T | 125.250.204.211 | ২৬ মার্চ ২০১৫ ০৮:৪১667514
  • @ranjan roy , আপনি বলছেন,
    "যেগুলোকে দেশের আইন অপরাধ বলছে সেগুলো করলে পেনাল কোডে কী কী শাস্তি অবধারিত সেটা নিয়ে কিশোরকে অবহিত করে দিলে ভালই হবে।"
    a x ও Ekak কী লিখেছেন সেটা দেখেছেন কি?
    a x:
    "আমি যখন বাচ্চাকে শেখাই কেন চুরি করা উচিৎ না, তখন চুরি করলে পুলিশে ধরবে সেটা দিয়ে শেখাই না। তাতে বরং কীভাবে পুলিশকে ফাঁকি দিয়ে চুরি করা যায় তা শেখানো হয় বলে মনে করি।"
    Ekak:
    "শিক্ষার মধ্যে "শাস্তি" আনা মানেই ফাঁকি দেওয়ার পথ শেখানো । যেমন চুরি করা "খারাপ" বা "পাপ" নয় , এটা একটা বদভ্যেস ,ব্যাড ডীল ..........অন্যেরাও তোমার জিনিস চুরি করলে বা চুরিটাই এক্সেপ্তেদ মীনস হয়ে গেলে কন্সিকয়েনস কী হবে এটা বোঝানো জরুরি । কনসিকোয়েন্স বলতে সেটাই । অথরিটির দেওয়া শাস্তি না ।"
    ...................................
    চুরি করা কিম্বা কাউকে ধরে পেটানোর সাথে রেপ কে কোনোভাবেই তুলনা করা যায় না।
    শাস্তির কথা বাদ দিয়ে ভাবলে, 'ক' এর ঘরে 'খ' চুরি করলে 'খ' চাইলে 'ক' এর ঘরে চুরি করতে পারে। 'ক', 'খ' কে ধরে পেটালে পরে 'খ','ক' কে ধরে পেটাতে পারে, কিন্তু একজন পুরুষ একজন মহিলাকে রেপ করলে মহিলাটি কখনওই ওই পুরুষটিকে রেপ** করতে পারে না।

    **ভারতীয় আইন মতে।
    ...........
    চুরির সাথে যেমন খুন কে তুলনা করা সম্ভব না,
    a x, ভাবুন কীভাবে শেখাবেন চুরি করা উচিৎ না!
    a x: "খুন করা খারাপ এ শেখানোর কথা মাথাতেই আসেনি অবশ্য!"
  • | ২৬ মার্চ ২০১৫ ০৮:৪৩667515
  • শ্লীলতা কী?

    সব সন্তানকেই গুড টাচ, ব্যাড টাচ, নিজের প্রাইভেট পার্টস ইত্যাদি সম্পর্কে সম্যক অবহিত করা দরকার। কিন্তু 'শ্লীলতা' তো বেশ সাবজেক্টিভ একটা ব্যপার। কেউ কেউ বলে শুধু চোখ বের করে বাকী সব বস্তায় মুড়ে ফেলো, কেউ বলে চুলশুদ্ধু ঢেকে দাও ....
  • dc | 213.109.107.241 | ২৬ মার্চ ২০১৫ ০৮:৫১667516
  • হ্যাঁ গুড টাচ ব্যাড টাচের ধারনা দেওয়া একান্ত জরুরি।

    আমাদের দাদুদের সময়ে শুনেছি প্রায় যেকোন হিন্দি গানকেই অশ্লীল বলা হতো। তখ্ন হিন্দি গান শোনা ছিল অশ্লীলতা। আমাদের বাবাদের সময়ে জিনসের প্যান্ট পরাকে মনে করা হতো অশ্লীল। আমাদের ছোটবেলায় হোপ-৮৬ অনুষ্ঠান আর উষা উত্থুপের গানকে বলা হতো অশ্লীল। শ্লীলতা কাকে বলে?
  • | ২৬ মার্চ ২০১৫ ০৮:৫৭667517
  • দাদুদের সময় কি মশাই, আমার মাধ্যমিক পর্যন্ত তো আমাদের বাড়ীতে হিন্দী গান অশ্লীল বলে গন্য হত (মানে তারপরেও হত তবে কিনা ..... ) আর সেগুলো যারা গুনগুনাত তারা লোচ্চা, বেয়াদপ।
  • dc | 213.109.107.241 | ২৬ মার্চ ২০১৫ ০৯:০০667518
  • আচ্ছা! :d
  • R&T | 125.250.204.211 | ২৬ মার্চ ২০১৫ ০৯:১৪667519
  • আপনারা যে শ্লীলতার উদাহরন দিলেন সেগুলো নারীপুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল​, কিন্তু আমি সেগুলোর কথা বলছি যে গুলো শুধুমাত্র মহিলাদের থাকে বা এমনটাই ভাবা হ​য়।
    একটা উদাহরন,
    আপনি যদি আপনার ১২-১৩ বছরের মেয়েকে শেখান যে বাড়ির মধ্যেও টপলেস থাকা যাবে না এবং সেটা যদি আপনার কাছে শ্লীলতার দৃষ্টিকোন থেকে হয়, তবে সমব​য়সী ছেলেটিকেও শেখান যে টপলেস থাকা যাবে না।
  • dc | 213.109.107.241 | ২৬ মার্চ ২০১৫ ০৯:২১667520
  • কিন্তু মেয়ে টপলেস থাকতে পারবেনা বলে ছেলেও টপলেস থাকতে পারবে না কেন? এটা ঠিক বুঝলাম না, একটু বিশদে লিখলে ভালো হয়।
  • R&T | 125.250.204.211 | ২৬ মার্চ ২০১৫ ০৯:৩০667521
  • "মেয়ে টপলেস থাকতে পারবে না" এটা যদি শ্লীলতার দৃষ্টিকোন থেকে হ​য়, তার মানেই তো মেয়েকে আলাদা করে শ্লীলতা শেখাচ্ছেন আর ছেলের শ্লীলতার কোনো বালাই নেই তাই টপলেস থাকতে পারবে।
  • dc | 213.109.107.241 | ২৬ মার্চ ২০১৫ ০৯:৪৫667522
  • উদাহরনটা আপনিই দিলেন, তাই জানতে চাইলাম।
  • R&T | 125.243.218.21 | ২৬ মার্চ ২০১৫ ১০:৪৭667525
  • কয়েকজন বেশ ব্যঙ্গ করেছেন যে মূল পোস্টের উদ্দেশ্য ধর্ষন কমানো নয় বরং ছেলেদের ধর্ষনের কেস থেকে বাঁচানো!
    কিন্তু ছেলেরা (ইচ্ছায়/ অনিচ্ছায়/ অন্যের ইচ্ছায় ও সম্মতিতে/ভুল সম্মতিতে) ধর্ষন না করলে কমারই কথা। ধর্ষন কমা মানে তার স্ট্যাটিস্টিক্স কমানোও।
    1)আমার প্রথম পয়েন্ট টা ছিল বাকি চারটের ভিত্তি, কারণ বন্ধুর মতো না মিশলে ওই শিক্ষাগুলো দেওয়া সম্ভব না।

    2)দুই নম্বর পয়েন্টা ফলো করলে ধর্ষন ঘটার সম্ভাবনা থাকছে না। ঘনিষ্ট বান্ধবী, প্রেমিকা, কলগার্ল্, যৌনকর্মী সবার ক্ষেত্রেই ইচ্ছে-অনিচ্ছে, বয়স ও মেন্টাল স্টেট্(মাদকাসক্ত নয়) কে গুরুত্ব দেবার কথা বলা হয়েছে। যে কোনো নেশার ঘোরে কেউ কোনো ইচ্ছা বা সম্মতি প্রকাশ করলে সেটা যে ঠিক না(আইনত ভ্যালিড না) সেটাই বলা হয়েছে কাউকে নেশা করতে মানা করার কথা বলা হয় নি। বর্তমানে যেহেতু সেক্সুয়াল কনসেন্টের এজ ১৮ সুতরাং সেটাকে মানতেই হবে, আইনত এজ ১৪ বা ১৩ হলে আমি সেটাই লিখতাম । বয়স টাকে নিয়ে অনেকের আপত্তি থাকলেও কিছু করার নেই, একটি ১৭ বছরের ছেলে একটি ১৭ বছরের মেয়ে নিজেদের ইচ্ছায় সেক্সুয়াল অ্যাক্ট করলে এবং তা যদি রেপ আইনের ওই চারটে ক্লজের কোনো একটাকে স্যাটিসফাই করে তবে সেটা রেপই হবে। এবং মেয়েটির কোনো শুভা(!!!)কাঙ্খী ছেলেটির বিরুদ্ধে কম্প্লেন করলেও ছেলেটি অ্যাকিজড হিসেবেই গণ্য হবে, যেটা মেয়েটার পক্ষেও মোটেই সুখকর নয়। এই বয়সের সীমা ১৮ থেকে কমে ১৬ হলেও বিতর্ক থাকবে, ১৫ কেন নয় বা ১৪ কেন নয়।

    3)তিন নম্বর পয়েন্টটাকে ছেলেটাকে বাঁচানো বলতে পারেন, যেখানে ছেলেটি নিজে অ্যাবিউজ্ড হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে "পক্সো"তে আইনত সাহায্য পাবে। এবং কোনো রেপের কমপ্লেন আসতে পারে সেটা সম্বন্ধে সচেতন হতে পারবে।

    4)চার ও পাঁচ নম্বরটা অনভিপ্রেত কম্প্লেনের হাত থেকে বাঁচার জন্য, যেক্ষেত্রে সে কিছু না করেও অথবা গ্রুপে থাকার জন্য অ্যাকিউজ্ড হতে পারে, যেখানে সাক্ষীসাবুদ তার এগেন্সটে যাবে।
    ..................................
    আর হ্যাঁ সমাজ পিতৃতান্ত্রিক, আইন পিতৃতান্ত্রিক, ধর্ষন অপরাধটাও পিতৃতান্ত্রিক, সুতরাং প্রিভেন্টিভ মেজার হিসাবে প্যাট্রিয়ার্কাল্ সেফটি রুলস ভাবতে হবে।
  • :( | 118.171.159.41 | ২৬ মার্চ ২০১৫ ১০:৪৮667526
  • কী মুশকিল, ব্রেস্ট জিনিসটা মেয়েদের গৌন যৌনাঙ্গ (সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান), ছেলেদের নয়।
  • সিকি | 166.107.90.66 | ২৬ মার্চ ২০১৫ ১১:০৩667527
  • রঞ্জনদাকে গোবেল দিলাম, বদামোটা ধরে ফেলার জন্য ;-)

    কী মুশকিল, মেয়েদের টপলেস থাকা আর ছেলেদের টপলেস থাকা কি এক জিনিস হল নাকি? সেই আপেল আর কমলালেবুকে এক ধরে সমানাধিকারের কথা হচ্ছে। প্রিভেসির সংজ্ঞা দুটি ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, যেখানে প্রিভেসি ম্যাচ করে সেইখানে এটা লাগানো উচিত অবশ্যই, মেয়েদের ঢাকা জায়গার দরকার হয় টয়লেট করার জন্য, ছেলেরাও খোলা জায়গায় মূত্রবিসর্জন করা বন্ধ করুক, কেবলমাত্র ঢাকা জায়গাতেই টয়লেট সারুক, শ্লীলতার ব্যালান্সটা তা হলে বজায় থাকে।
  • Reshmi | 129.226.173.2 | ২৬ মার্চ ২০১৫ ১১:০৭667528
  • কিন্তু স্কুলে/কলেজে/কর্মক্ষেত্রে তো বোধহয় ছেলেদেরও টপলেস থাকার অধিকার নেই। তাহলে বাড়িতেই বা থাকার দরকার পড়ে কেন? ছেলেকে যদি ছোট বেলা থেকে শেখান হয় যে খালি গায়ে থেকো না, তাতে ক্ষতিটাই বা কী?
  • de | 69.185.236.51 | ২৬ মার্চ ২০১৫ ১১:১৩667529
  • হ্যাঁ, টপলেস না থাকা দুজনকেই শেখানো উচিত। শ্লীলতা উভয়তঃ হোক।
  • dc | 213.109.107.241 | ২৬ মার্চ ২০১৫ ১২:১৭667530
  • কিন্তু মেয়েরা টপলেস থাকতে পারবেনা বলেই ছেলেরাও টপলেস থাকতে পারবেনা, এটা ঠিক বুঝতে পারছিনা। ঃ( যেটা বললেন, মেয়েদের ক্ষেত্রে একটা স্পেসিফিক কারন আছে, যে কারনটা ছেলেদের ক্ষেত্রে নেই। যে কারনে টপলেস হওয়াটাও মেয়েদের ক্ষেত্রে যৌনতা প্রদর্শনের একটা উপায় কিন্তু ছেলেদের ক্ষেত্রে সাধারনত সেটা না।

    আর যদি কোনরকম শরীর প্রদর্শনকেই অশ্লীল বলে মানা হয় তাহলে কি মেয়েদের আর ছেলেদের দুজনকেই বোরখা পরে থাকার পরামর্শ দেওয়া উচিত?

    আমি এটাও বলতে চাইছিনা যে ছেলেরা খালি গায়েই থাকুক। সাধারনত অনেক ছেলেরা বাড়ীতেও টিশার্ট পরে থাকে দেখি। কিন্তু মেয়েরা টপলেস থাকতে পারবেনা তাই ছেলেরাও পারবেনা, এই মতামতের কারনটা জানতে চাইছি।
  • :( | 118.171.159.41 | ২৬ মার্চ ২০১৫ ১৩:১৬667531
  • ইউনিসেক্স পৃথিবী বানানোর যুক্তি।
  • PT | 213.110.243.21 | ২৬ মার্চ ২০১৫ ১৩:৪০667532
  • শুধু হিন্দি গান "অশ্লীল"?
    উৎপলা সেন আর সতীনাথের কোন একটা সিনেমার গান "তুমি যদি ময়দা হতে, জলখাবাড়ে মেখে ফেলতাম" আর অবশ্যই রাহুলের "রুবী রায়" বাজলেই রেডিওর কান মুচড়ে বন্ধ করে দেওয়া হত।
    আর হ্যাঁ, বাড়ির মেয়েদের শালোয়ার-কামিজ পরা নিষিদ্ধ ছিল!! কিন্তু "ভদ্রলোকের" বয়স্ক ছেলেদের হাঁটু দেখানো পোশাক পরাতাও অশোভন ছিল। বিশ্বেস যায় না? "গল্প হলেও সত্যি" সিনেমাতে যেখানে ভানু উঠোনে পিছলে পড়েছে সেই দৃশ্যটি আরেকবার দেখে নেবেন।
  • | 213.99.211.19 | ২৬ মার্চ ২০১৫ ১৪:০৫667533
  • পিটি দা, ঐ গান টা "আশী তে আসিও না"। মান্না দে আর নির্মলা মিশ্র।
  • d | 144.159.168.72 | ২৬ মার্চ ২০১৫ ১৪:১৩667534
  • ও বাবা সে আর বলবেন না, আমার দিদি 'আমার দিন কাটে না, রাত কাটে না স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না' গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছিল আর দিদা উঠছিল। তারপর সে বাড়ীতে রীতিমত ঝঞ্ঝাবাত, ঘুর্ণিবাত্যা ইত্যাদি।

    আর সালোয়ার কামিজ আমি পরেছি নিজে রোজগার করে তারপর। স্কুল কলেজ কোচিনক্লাস তো বটেই এমনকি পুরীর সমুদ্দুরে পর্যন্ত শাড়ী পরে স্নান করেছি, মানে করতে হয়েছে। সালোয়ার কামিজের অনুমতি ছিল না আর চুড়িদার কামিজকে রীতিমত ঘৃণার চোখে দেখা হত।
  • Reshmi | 129.226.173.2 | ২৬ মার্চ ২০১৫ ১৪:৪২667536
  • মনে পড়্ল, টিভিতে চিত্রমালায় দেখে মানে টানে না বুঝেই "ফুল কেমনে হাসে, ফুলে যদি ভোমরা না আসে" গুনগুন করে গেয়েছিলাম বলে বাবার সেই শ্লেষাত্মক ধমক, "একটু বেশিই শিখে ফেলেছ দেখছি!"

    সালোয়ার কামিজ কেন শাড়ির থেকে বেশি "অশ্লীল পোশাক" আজও বুঝলাম না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন