এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2015

    icc
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৫ | ৯৫৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কাইল অ্যাবট | 132.171.85.72 | ২৫ মার্চ ২০১৫ ২০:০৭668059
  • রাইটো @sch :)
  • b | 24.139.196.6 | ২৫ মার্চ ২০১৫ ২০:২৪668060
  • কাইল নয় অ্যাবট, তয় আইজ কি?
  • আইজ | 132.171.85.72 | ২৫ মার্চ ২০১৫ ২০:৩৩668061
  • এই যে -

  • দ্রি | 214.194.29.4 | ২৫ মার্চ ২০১৫ ২৩:৪৮668062
  • ম্যাচের সময় থাকতে পারছি না। ভারতবর্ষকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, একটু দেখবেন।

    একটা বেটিং সাইটে অস্ট্রেলিয়ার অড্‌স এই মুহুর্তে ৪/৯, এবং ইন্ডিয়ার ৭/৪। বুকিরা চায় না ভারত জিতুক।

    বুকিদের বুরি নজর কাটাতে টীমটার মাথায় ছড়িয়ে দিলাম একটু ম্যাজিক ডাস্ট।
  • Bhagidaar | 216.208.217.6 | ২৫ মার্চ ২০১৫ ২৩:৫৮668063
  • জ্জয় ধোনি!
  • 4z | 208.231.20.20 | ২৬ মার্চ ২০১৫ ০০:০২668064
  • সেমি ফাইনালে যেই জিতুক, ফাইনালে নিউজিল্যান্ড জিতলেই হল :-D
  • Abhyu | 85.137.13.237 | ২৬ মার্চ ২০১৫ ০০:০৬668065
  • তোরা সব জয়ধোনি কর
  • ranjan roy | 24.99.112.99 | ২৬ মার্চ ২০১৫ ০০:০৭668066
  • দ্রি,
    ইমরান তাহির তো বেশ ভাল বল করেছে! ও আর মর্নি মর্কেল।
    আর আই পি এল এও দেখেছি স্টেইনের থেকে মর্নি বেশি সফল।
  • S | 139.115.2.207 | ২৬ মার্চ ২০১৫ ০০:১৯668067
  • আমার কনস্পি থিয়োরি।

    গতবার দুই আয়োজক দেশ ফাইনালে গেছিলো। তারপরে সচিনের অনারে কাপটা ভারতকে দেওয়া হয়। এবারেও দুই আয়োজক দেশ ফাইনালে যাবে। অতএব।
  • cb | 120.32.33.76 | ২৬ মার্চ ২০১৫ ০৩:১৯668069
  • আজ আপিসে নীল র'ম পরে যেতে হবেক। তেনারা হলুদ পরে আইবেন। ১ ৩০ এর পর আপিস মাথায় উঠবে। কোন মিটিন মিছিল রাখা হয় নি কো। সকালে আবার মর্নিঙ্গ টি।

    মোবাইলে ল্যাখা কি চাপ রে ভাই
  • lcm | 118.91.116.131 | ২৬ মার্চ ২০১৫ ০৪:৩৫668070
  • ওক্কে।
    এবারেও দুই আয়োজক দেশ ফাইনালে যাক। তারপরে ধোনির অনারে কাপটা ভারতকে দেওয়া হোক।
    অ্যাবসোলিউটলি নো প্রবলেম উইথ দ্যাট।
  • S | 109.27.138.238 | ২৬ মার্চ ২০১৫ ০৪:৪৯668071
  • ধোনিরও অনার? ওর অনারে ওকে একটা আপিএল দেওয়া হয়েছে - ঐ নিয়ে খুশি থাকুক। এইবারে বোধয় নিউজিল্যান্ডের (ছোটো দেশগুলোর) সংগ্রামী মানুষদের অনারে কাপটা ওদের দেওয়া হবে। আবার অস্ট্রেলিয়া পেলে পরের বার সিওর ভারত জিতবে। বোধয় একটা শিডিউল (সিরিজ) করা আছে - ভারত, অসি, অন্য দেশ, অসি, ভারত, অন্য দেশ, অসি, অসি, ভারত, অন্য দেশ, ভারত, অসি, অন্য দেশ, ভারত, অন্য দেশ, অসি ..... ইত্যাদি।

    ১ ৩০ এর পর আপিস মাথায় উঠবে।
    আপিস তো মাথায় করে রাখারই জিনিস।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৬ মার্চ ২০১৫ ০৮:৪৪668072
  • এখানে চিপকে দিলাম, নয়তো হারিয়ে যাবে ;))))))))))))

    name: Tim mail: country:

    IP Address : 101.185.30.107 (*) Date:26 Mar 2015 -- 12:09 AM

    সিডনি থেকে গাউতমা বুদ্ধু

    ষাট থেকে আশির দশকের মাঝামাঝি তিনি দাপিয়ে খেলেছেন ফিরোজ শাহ কোটলা থেকে এমসিজি। সিড বার্নসের বলে লালা যেদিন লেগ বিফোর, শোনা যায় তিনি নাকি ড্রেসিংরুমে মুচকি হেসে চায়ে চুমুক দেন। পরে নেমে দুশো সাতাশি করেন, নট আউট। পরবর্তীকালে বহুদিন লালার সাথে তাঁর অম্লমধুর সম্পর্ক ছিলো। অমরনাথের শালার বিয়েতেও তাঁকে রসগোল্লার বদলে কাঁচাগোল্লা দেওয়া হয়, সে নিয়ে এই সেদিন পর্যন্ত তুমুল অশান্তি চলেছে বিসিসিআইতে। ষাট আর বাষট্টিতে হলকে একাই সামলেছিলেন, পরে ভারত সরকার তাঁকে হলধরভূষণ খেতাব দেয়, আজও ওয়েস্ট কোস্টের বিলাসবহুল অট্টালিকার পাঁচতলার আট নম্বর ঘরের উত্তর পূর্ব কোণের দেওয়ালে তা টাঙানো আছে। একসময় শিকার করতেন, সিংহ থেকে গন্ডার সবেতেই সিদ্ধটিপ একদিন বন্ধুদের সাথে বাজিতে হেরে (আফ্রিকায় নেকড়ে আছে কিনা সেই নিয়ে) বন্দুক তুলে রাখেন, তারপর একটা আরশোলাও মারেন নি। পরিচয় করিয়ে দিই, স্যার ন্যাড়া বল্ডউইন স্যানিয়েল।
    আর মাত্র ন ঘন্টার একটু বেশি সময় পরেই এই পাতায় অভিন্নহৃদয় বন্ধু স্যার ল্যান্ড সি মিটারের সাথে ধারাভাষ্য দিতে আসবেন। মিটার সত্তরের দশকের শেষ থেকে ভারতীয় ক্রিকেটে আবির্ভূত হন, মাত্র চল্লিশটা টেস্টে একশো পঞ্চান্নটা উইকেট নিয়ে কুঁচকির চোটে অবসর নিতে বাধ্য হন। মসৃণ বিশ্লেষণের জনক (কুঁচকির চোটটা সেরে গেছিলো পরে), অবসরের এত বছর পরেও মিটারের চার্ম অব্যাহত। দুজনের অন্য অনেক বিষয়ের মধ্যে একটা প্রধান মিল, ব্যারিটোন কণ্ঠস্বর। বে এরিয়ায় যদি কোনদিন যান, দেখবেন ডাউনটাউন বুলেভার্ডের সুদৃশ্য খেজুর গাছের পাতায় পাতায় এঁদের নাম সোনার অক্ষরে লেখা। ট্যাবলয়েডে এখনও এঁদের সোনালী যৌবনের অতীত, যা হলিউডকে বলে বলে ছক্কা হাঁকাবে, ব্র্যাঞ্জেলিনার খবরের থেকে বেশি বিকোয়।

    প্লেয়ারে প্লেয়ারে গন্ডগোল আসবে যাবে। বিশ্বকাপও আসবে যাবে, কিন্তু স্যানিয়েল-মিটার চার্ম চিরকালীন রহস্য। ক্লারিক্যাল অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বা বিস্ফোরক এমেসডির কম্ম নয় তাকে ছাপিয়ে যাওয়া।
  • cb | 213.0.215.2 | ২৬ মার্চ ২০১৫ ১১:১৭668073
  • আজ হয়ে গেল মাইরি, চুপচাপ কেটে পড়ি এই তালে, লোকজন অলরেডি প্যাঁক দিতে শুরু করেছে
  • Tim | 188.91.253.3 | ২৬ মার্চ ২০১৫ ১২:০৪668074
  • সিডনি থেকেঃ দ্বিতীয় কিস্তি

    আশুবাবুর বড়োছেলে যখন হায়ার সেকেন্ডারিতে ব্যাক পেয়ে এলো, সেদিন আশুবাবু ছেলেকে পিঠ চাপড়ে সান্ত্ত্বনা দিয়েছিলেন। সিপিএম হেরে যাওয়ার দিনও দুঃখ পাননি, হোপ এইট্টি সিক্সের অপসংস্কৃতির কভারেজ কাগজে দেখে চশমাটা একটু মুছে পকেটে ভরে চারমিনার ধরিয়ে বাজারে চলে যান। ভাবছেন আশুবাবুর সাথে বিশ্বকাপের কভারেজের কি সম্পর্ক। আপাত দৃষ্টিতে তেমন নেই, আবার আছেও। গতকাল প্রথম সেমিফাইনাল দেখার পর আশুবাবু এতই উত্তেজিত হয়ে যান, যে ছেলের লগিন নিয়ে ফেসবুকে ঢুকে স্টেইনের কার্টুন শেয়ার করেছেন। বহুদিন থেকেই আশুবাবু দঃ আফ্রিকার ক্রিকেটের ভক্ত। শোনা যায় ওঁর ঘরে চালের বাসনের নাম ক্লাইভ রাইস, ছোটোবেলায় ডিজনিখ্যাত হাঁসচরিত্রটিকে ওঁর ছেলে এক বিশ্বখ্যাত ফাস্ট বোলারের নামে চিনতো, যে নাম বলতে পারার জন্য কোন পয়েন্ট নেই। সে হেন আশুবাবু রেগে গেলেন।
    কেন, তা জানার জন্য লাউঞ্জে ইতিউতি ঘুরতে হবে। এই সেই জনপ্রিয় হোটেল, যেখানে বিরাট কোহলির পার্সোনাল হেয়ার ড্রেসার অনুষ্কার বুজুম ফ্রেন্ডের হাতে চিঠি গুঁজে দেবে বলে মিডিয়া বসে আছে। যদি ভাবেন মোবাইলের যুগে চিঠি কেন, তাহলে আপনি ফেসবুকের থেকেও পিছিয়ে আছেন। এই সেই হোটেল, যেখানে ধোনির বাচ্চার কান্নার এমেমেস বিলি হচ্ছে সন্দেহে একজন গ্রেপ্তার ও পাঁচজনের জরিমানা হয়েছে। এখানেই গতকাল এক প্রাক্তন অধিনায়ক আমার কানে কানে বলে গেছেন, অস্ট্রেলিয়া আর আটশো ডলার দিলেই আইসিসি ম্যাচ বিক্রি করে দেবে বলেছে, স্বয়ং প্রেসিডেন্ট দরটা আরো কমিয়ে পাঁচশো করতে চাইছেন। আরো এক সদ্যপ্রাক্তন ক্রিকেটার জানিয়ে গেলেন, বিরাটের ডান গোড়ালিতে গতকাল মশা কামড়েছিলো আর শিখর ধবনের গোঁফে একটা উকুন দেখা গেছে। অস্ট্রেলিয়ায় অনেক পোকা, এগারোজনের সাথে আরো দুটো যোগ করে নিলাম - ঘনিষ্ট মহলে বলেছেন ধবন।
    যাগ্গে যা কথা হচ্ছিলো। লাউঞ্জে স্যার বল্ডউইনের সাথে দেখা হলো। আমার লেখা পড়েন না, জানালেন। ক্রিকেট নিয়ে কোন আগ্রহই নেই, নেহাত ইন্ডিয়া খেলছে আর আইসিসি হাতেপায়ে ধরেছে তাই এসেছেন। স্যার মিটারের সাথে একই ঘরে আছ্নে। বললেন আটাত্তরের পর থেকে ওটাই অভ্যেস হয়ে গেছে। ওঁর সাথে দুয়েকটা যা কথা হলো হুবহু তুলে দিচ্ছি।
    গাঃবুঃ ক্রিকেট মিস করেন? এই এত আলো ঝলমলে বিশ্বকাপ।।।
    ন্যাঃবঃ হ্যাঃ এর নাম নাকি ক্রিকেট। ধুর ধুর (একটা চুরুট ধরালেন)
    গাবুঃ কেন? সবাই বলছে খেলাটা পল্টে গেছে।।।
    স্যান্যাঃ কই? সেই তো একই অবস্থা। আমাদের সময়েও একদল খেলতো আর একদল নাচতো। কি আর পাল্টালো?
    গাবুঃ শচীনের ওজন সাড়ে তিনশো গ্রাম বেড়ে গেছে? কিছু বলবেন?
    স্যান্যাঃ টু লেট! আগে হলে বলতাম হালকা ব্যাটে খ্যালো।
    গাবুঃ সৌরভের সাথে আপনার একবার বাসের ভাড়া দেওয়া নিয়ে কি একটা গোলমাল হয়েছিলো।।।
    স্যানাঃ কে গাঙ্গুলি? কান্ট রিমেম্বার।।।।তবে পাজামা ক্রিকেট বেশি সহ্য হয়না বলে আমাশা হয়েছে, তাই ভুলে যেতে পারি। বাট আই লাইক হিম। হি স্পিক্স ইংলিশ।
    গাবুঃ এমেসডি বাবা হলেন। এই বিষয়ে।।।
    স্যানাঃ নাহ ! ডু আই লুক লাইক এ ডক্টর?
    গাবুঃ ভারতে এখন অচ্ছে দিন চলছে। সবাই বলছে ম্যাচ ফিক্সড। আপনি কি মনে করেন?
    স্যান্যাঃ কিসুই না। বোগাস! আমাদের সময় বোলারেরা গুড লেংথে একটা ছুঁচ পুঁতে রেখে তার ওপর বলে বলে বল ফেলতে পারতো। আর এরা এখনও ওয়াইড বন্ধ করতে পারলো না। আমি যখন ক্রিজে যেতাম, গরম লাগতো বলে আদ্দির পাঞ্জাবির কাপড় কেটে শার্ট আর ঢোলা ট্রাউজার পড়তাম। নো হেলমেট, চেস্ট গার্ড, থাই প্যাড। হলকে খেলেছি। বড়ো পিসিমার দেওয়া একটা মাদুলি ছিলো, রুপোর তৈরী। একটা বল মিস করি, মাদুলিটা দুমড়ে যায়। পরের বলটাই হুক করে ছয় মেরেছিলাম, পিসিমা কলেজ স্ট্রিটে বই কিনছিলেন, বলটা পায়ের কাছে গিয়ে পড়ে। গ্রিফিথ দাঁতে ব্যথা বলে পালিয়ে গেল। সে এক দিন ছিলো। আর এখনকার এরা? এরা ক্যাচ প্র্যাক্টিস দিতে পারেনা ভালো করে, এরা করবে ম্যাচ ফিক্সিং। ফুঃ। তোমার কথা শুনলে আমার ইসে পায় গাবু।
    বলতে বলতেই সত্যি উঠে পড়লেন। কোনমতে দৌড়তে দৌড়তে জিগ্যেস করলামঃ সেমি ফাইনালে তাহলে কারা জিতবে?
    মধুর হেসে, এতক্ষণে তৈরী হয়ে পাশে এসে দাঁড়ানো স্যার মিটারের কাঁধে আলতো টোকা মেরে স্যার বল্ডউইন বললেনঃ রাইভালরি। বলেই হনহন করে চলে গেলেন।
    অপছন্দের কারণ হিসেবে সমালোচনার তীরই বলুন, বা উন্নাসিক নীল রক্তের মেজাজ, ঐ ক্যারিশমার রহস্যময় আবেদন আপনি অস্বীকার করতে পারবেন না।
  • 4z | 208.231.20.20 | ২৭ মার্চ ২০১৫ ০২:৪১668076
  • মাইরি এই চুলকুনি আর নেওয়া যাচ্ছে না। কেউ একটু সেলিকল সাপ্লাই করুক এদেরকে।
  • Atoz | 161.141.84.175 | ২৭ মার্চ ২০১৫ ০৫:৩৪668077
  • ফেবুগুরুতে উঁকি দিয়েছিলাম। বাপ্পো রে বাপ্পো। সেখানে এই ক্রিকেট নিয়ে যা সব দেখছি!!! তুড়ুক তোবা বাঁদর বোবা কাক দেশান্তরী স্টাইলে পালালাম। ঃ-)
  • S | 109.27.138.238 | ২৭ মার্চ ২০১৫ ০৬:৩১668078
  • আজ একজন বাঙ্গলাদেশীর সাথে কথা বললাম। সে বললো ইন্ডিয়াকে সাপোর্ট করছিলাম এই ওয়ার্ল্ডকাপে। কিন্তু শেষ দুটো ম্যাচ খুব খারাপ খেলেছে। কোয়ার্টার ফাইনালেই হারতে পারতো। আর কালকে তো।
  • ranjan roy | 24.99.98.94 | ২৭ মার্চ ২০১৫ ০৬:৪২668080
  • টিমের দুটো অসা লেখা নেভিল কার্ডাসের সঙ্গে একাসনে বসবে।
  • দেব | 135.22.193.150 | ২৭ মার্চ ২০১৫ ১০:৩৬668081
  • হ্যাঁ টিমের লেখাটা :D
  • b | 135.20.82.164 | ২৭ মার্চ ২০১৫ ১০:৫৩668082
  • টিম, অসা হইচে।
  • burnol | 125.112.74.130 | ২৭ মার্চ ২০১৫ ১১:৪৭668083
  • বাংলাদেশী গুলো পরেও বটে :-) কোয়ার্টার ফিনালের আগে ইন্ডিয়া র সাথে ২৮ ম্যাচে মাত্র ২ বার জিতেছে এর আগে , কোনদিন কোনো oneday টুর্নামেন্ট জিততে পারেনি - তাতেই এত ব্যাঘ্রবিক্রমে লাফালাফি। ওদের বার্নল আর একটা আয়না দাও
  • ঊমেশ | 118.171.128.168 | ২৭ মার্চ ২০১৫ ১৩:২৬668084
  • সেই ১৯৯৬ এরপর একটাও উত্তেজনাময় ফাইনাল দেখিনি।
    এবারের ফাইনালটা আশা করি আমাকে হতাশ করবে না।
    এই মুহুর্তের সত্যি করে দুই সেরা টিমের (কাগুজে হিসাবে নয়) ফাইনাল।
  • robu | 122.79.38.85 | ২৭ মার্চ ২০১৫ ১৪:২১668085
  • ২০১১?
  • de | 69.185.236.52 | ২৭ মার্চ ২০১৫ ১৬:০৪668086
  • ভাগ্যিস খুল্লাম এটা!! টিমের লেখাদুটো ব্যাপক হয়েছে!
  • quark | 24.139.199.12 | ২৭ মার্চ ২০১৫ ১৬:২১668087
  • ভেবে দেখলাম ৯২ সালের পর থেকে হয় অস্ট্রেলিয়া কাপ জিতেছে, না হয় তারাই কাপ জিতেছে যারা নক আউটে (ফাইন্যাল সহ) অজিদের হারিয়েছে।

    [৯২ সালে অজিরা নক আউটে যায় নি, তবে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান যারা অজিদের রাউন্ড রবিনে হারিয়েছিল]
  • Arpan | 125.118.152.250 | ২৯ মার্চ ২০১৫ ০৮:২০668088
  • ওটা পিছিয়ে ৮৭ করে দেওয়া যায়।
  • aka | 80.195.65.206 | ২৯ মার্চ ২০১৫ ০৮:২৭668089
  • অনবদ্য টিম। দুরন্ত হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন