এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ৯৯৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৫669166
  • অভ্যু লেগাসি সিস্টেম? হার্ভার্ডের লেগাসি অ্যাডমিশন রেট তো ৩০% কি তার বেশি - তো শুধু বাপ মা হার্ভার্ড হলেই যেখানে বংশপরম্পরায় পড়া যায় - সেটা সংরক্ষণ না? বড়লোক হবার সুবাদে, লেগাসির সুবাদে বুশের মত লোকের হাতে তাহলে ছুরি কাঁচি যথাস্থানেই থাকে?

    একক এই যে এই স্টাডির ব্যাপারে এখানে কিছু কথা আছে - http://www.thehindu.com/news/national/quotas-do-not-hurt-efficiency-says-study/article6857563.ece?homepage=true
  • pi | 192.66.10.243 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৯669167
  • ব্রিজ ভেঙে পড়া বা পেটে কাঁচির উপমাগুলো এই কোটার বেলাতেই আসে কেন জানিনা। আই আই টি তে কোটায় আসা ছাত্রছাত্রীদের স্পেশ্যাল ক্লাস হত তো, তৈরি করে নেবার জন্য, কখনো কখনো এক বছর বেশিও থাকতো তারা। আগের ঘাটতিগুলো পূরণ করার জন্য এগুলো দরকারি।

    আর sm, ওখানে কিচ্ছু শিশিবোতল লেখা নেই, চেষ্টা করলেই বুঝতে পারবেন। আপনি অর্থনৈতিক কোটার সপক্ষে, তো সেই কোটা থাকলেও কেউ না উচ্চবিত্ত কেউ যোগ্য বঞ্চিত হবেই, তাতে অসুবিধে নেই তো বর্ণভিত্তিক কোটায় বঞ্চিত হবার পয়েন্টটা তুলছেন কেন ?
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৩669169
  • বর্তমান পরিস্থিতিতে একদিকে ক্যাপিতেষণ ফী অন্যদিকে কোটা দুটোই গোলমাল পাকাচ্ছে মিলেমিশে থেকে । সরকারী ব্যবস্থা ১০০% কোটা হলেই খেলা ঘুরে যাবে । এরকম রুটির কোনা ছিঁড়ে দলিত দের দেওয়ার কী দরকার । ইতিহাসগত ভাবে যখন মানেন যে দলিত দের পিছিয়ে রাখা হয়েছে শিক্ষা-অর্থনীতি সমস্ত ক্ষেত্রে তখন পুরো রিভিশন করুন । যে কোনো দলিত আন্দোলনকে এইজন্যে ফুল সাপোর্ট করি । ইতিহাসে তো কোথাও লেখা নেই যে আমরা ওদের ৭৫% ক্ষতি করেছিলুম । পুরো খাক । বাকিদের যখন ক্ষমতা আছে তখন তারা বরং প্রাইভেট সিস্টেম বানিয়ে নিক ।
  • pi | 192.66.10.243 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৩669168
  • যাদবপুরের এই আন্দোলনকারীরা কোটার বিরুদ্ধে কে বললো ?
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৫669170
  • লেগাসি সিস্টেম নিয়ে বিশেষ কিছু জানি না তাই মন্তব্য করি নি।
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৪669171
  • "They found no negative impact on productivity and efficiency in any area, and some positive effects in some areas of work. "

    কীভাবে এই সিদ্ধান্তে পৌছালো কন্সিকিউতিভ বস দের রিপোর্ট না নিয়ে ? ইন্ডিয়ান রেলওয়ের এমন কোনো সিস্টেম আছে যা দিয়ে থার্ড পার্টি অপিনিয়ন স্যাম্পল করা যায় কনসিউমার এন্ড থেকে ? দিল্লী স্কুল অফ ইকনমিক্স আর দলিত এসোসিয়েশন মিলে এই রিপোর্ট বের করেনি তার প্রমান কী ? সর্বোপরি যেখানে দলিত রাজনীতি বেশ সেনসিটিভ সব সরকারের কাছেই সেখানে কোন বস বিরুদ্ধে রিপোর্ট দেবে ?

    এসব রিপোর্ট ইউএসএ তে হলে তবু বিশ্বাস করা যায়। ব্ল্যাক দের এফিসিয়েন্সি মাপার জন্যে পাবলিক ফীডব্যাক পোর্টাল এর ডেটা নেয় ওরা । ইন্ডিয়াতে ওসব সিস্টেমই নেই ।
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০০669173
  • "যাদবপুরের এই আন্দোলনকারীরা কোটার বিরুদ্ধে কে বললো ?"

    এই-সেই টা কী ? এরা যাদবপুরের লীজ্ঞাসির বাইরে নাকী ? মধ্যবিত্ত শিক্ষিত রা চিরকালই কোটা সিস্টেম কে পাড়ার বেড়াল কে তোল্লাই দেওয়ার মত করে দেখে । মাছের কাঁটা খেতে দেবে উঠোনে কিন্তু ঘরের মাছে মুখ দিলেই গরম জল ! যতক্ষণ না নিজের স্বার্থ বিঘ্নিত করছে ততক্ষণ কোটা ভালো । "এই" রা তাহলে একবার গণভোট করে কোটা বিরোধী আন্দোলনের লীজ্ঞাসী পাবলিকলি গা থেকে ঝেড়ে ফেলুক । ধান নেবো চিটেগুড় নেবনা এত হয়না :)
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০০669172
  • যা বলা নেই, তা আছে কিনা এমন প্রমাণ দিতে পারবনা।
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০১669174
  • অক্ষ

    ওই একই কথা সৌদি আরবের লোকেরাও বলে :)
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৯669176
  • মানে? দলিত অ্যাসোসিয়েশন মিলে এই রিপোর্ট বার করেছে কিনা, করলে তারা ম্যানিপুলেট করেছে কিনা এই কন্স্পিরেসি থিওরি যে ভুল এর প্রমাণ দিতে হবে?
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৩669177
  • একজন দিল্লি স্কুল অফ ইকোনমকিসের অধ্যাপক, আরেকজন মিশিগান, অ্যান আর্বরের অধ্যাপক - এদের পেপার এটা। তার ডেটা পছন্দ হয়নি বলে এ হেন কনস্পিরেসি থিওরি সত্যি অভিনব!

    এচ্চাইতে অস্কার দেখা ভালো ঃ-)
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৫669178
  • আর sm, ওখানে কিচ্ছু শিশিবোতল লেখা নেই, চেষ্টা করলেই বুঝতে পারবেন। আপনি অর্থনৈতিক কোটার সপক্ষে, তো সেই কোটা থাকলেও কেউ না উচ্চবিত্ত কেউ যোগ্য বঞ্চিত হবেই, তাতে অসুবিধে নেই তো বর্ণভিত্তিক কোটায় বঞ্চিত হবার পয়েন্টটা তুলছেন কেন ?
    -- এই দেখুন, অর্থনৈতিক কোটা মানে, আপনি বুঝেছেন আমি বলতে চেয়েছি যার বাবার মাইনে কম, তাকে ডাক্তারিতে সীট ডাইরেক্ট দিয়ে দেওয়া।মোট্টেও তা নয়। হয়ত আমার বোঝানোর ভুল।কোটা মানে পিছিয়ে পরা, গরিব মানুষদের জন্য আর্থিক ও অন্যান্য সুবিধের কথা বলতে চেয়েছি।এর জন্য বরাদ্দ(কোটা) বাড়াতে বলেছি।
    নিন,এবার শুরু করুন।
    আপনি ১১।২১ এর পোস্টে একবার উচ্চবিত্ত আর একবার উচ্চবর্ণ( শিশি বোতল বলছি না) লিখে ঠিক কি বোঝাতে চেয়েছিলেন , সেটা বুঝিনি।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৭669179
  • কিচ্ছু প্রমান দিতে হবেনা । স্যাম্পল সোর্স দেখাক যে কনসিউমার এন্ড থেকে পারফরম্যান্স ডেটা নিয়েছে । অত অত এমপ্লয়ীর পারফরম্যান্স রিপোর্ট কীভাবে পেল ,ব্যাস ।

    সৌদি রা যখন বলে ওখানে নারী নির্যাতনের হার মিনিমাম তখন কেন বলেন যে রিপোর্ট হয়না যে সোশাল সিস্টেমে সেখানে আবার ডেটার কী মূল্য ? এখানেও তাই । রেইল এর দলিত ইউনিয়ন বেশ শক্তিশালী । ফালতু ঝামেলা পাকাতে না চাইলে কোনো বস কোটা ক্যান্দিদেট এর এগেইনস্ট এ রিপোর্ট দেবেনা । তার ওপর একটা বেসরকারী সমীক্ষা যার ফলাফলে কিছু যায় আসেনা তাদের ।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২১669180
  • এবার তো নেম ড্রপ করে এস্কেপ করছেন । এম্পেরিকালি কথা বলুন । ল্যাজের দৈর্ঘ্য দিয়ে যুক্তির শক্তি প্রকাশ হয়না । অধ্যাপক রা স্তাতিস্তিকাল মডেল টা দেন । ডেটা আসে একটা সোশিও-পলিটিকাল ব্যাকগ্রাউন্ড এর মধ্যে থেকে । কাজেই কোন অধ্যাপক রিপোর্ট বানিয়েছেন তাই দিয়ে মডেল টা ভাল প্রমান হয় কিন্তু গার্বেজ ইন হয়ে গার্বেজ আউট হলে ওনাদের কিস্যু করার থাকেনা ।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৮669181
  • @ax , কে প্রশ্ন যদি স্টাডি পেপার সত্যি হয় তাহলে বোঝা যাচ্ছে সংরক্ষণ রাখলে আউট পুট , যোগ্যতা বৃদ্ধি পায়( স্টাডির লিংক দিতে পারেন, মনে করলে )। তাহলে একশ শতাংশ কোটা করে দেওয়া উচিত, কি বলেন?
    যে মিশিগান এর ভদ্রলোক স্টাডি করেছেন, তাদের দেশে ১০০ শতাংশ কালো মানুষদের,হিস্প্যানিকদের কোটা করে দেওয়া উচিত।
    জাত পাত ভিত্তি তে কোটা থাকলে,ধর্মের ভিত্তিতে নয় কেন? মুসলমানরা সংখ্যালঘু ,তারা কোটা দাবি করতেই পারে, আবার হিন্দুরা ৫০০ বছর মুসলমান শাসকদের আন্ডারে ছিল, সুতরাং তাদের দাবিও যুক্তি সঙ্গত।
    বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল জনতাও কোটার দাবি করতে পারে।
    পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি প্রভৃতি পিছিয়ে পড়া জেলার লোকেদের মুখেও এক দাবি শোনা যেতে পারে।
    পরবর্তী কালে স্টাডি করে , পারফরমেন্স বেড়েছে দেখালেই হলো।
    পড়াশোনা, পরীক্ষা রেসাল্ট এগুলোরই বা নেবার দরকার কি?
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৪669182
  • এমনকি কনসিউমার ফিডব্যাক ডেটা তেও গার্বেজ ইন হওয়ার সম্ভাবনা থাকে । সেই কারনে একটা পাবলিক ফিডব্যাক সিস্টেমে প্রথমেই যাকে ইভ্যালুএট করা হচ্ছে তার পার্সোনাল ডিটেইলস রাখা হয়না । অনেক ক্ষেত্রে নাম অবধি পাল্টে নিক দেওয়া হয় । এগুলো সবই বায়াস কমানোর জন্যে । বিদেশে সরকারী সংস্থায় ভীষনভাবে ফীডব্যাক মেইনতেনায়্নস এর ব্যবস্থা আছে । ইন্ডিয়া তে বাইরের লোক গিয়ে কমপ্লেন বুক খুঁজে পায়না । লিখলেও পাতা ছিঁড়ে ফেলে । এই তো সিস্টেম । তার আবার ডেটা কারেক্টনেস :/
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৮669183
  • সিরিয়াসলি যদি কেও মনে করেন বর্ণ ভিত্তিতে শিক্ষা-অর্থনীতি তে পিছিয়ে আছে লোকজন তাহলে ১০০% কোটা সাপোর্ট করা কাম্য । আমি তাই করি ।এরকম পাশের বাড়ির বেড়াল পোষার মত করে না । যারা পিছিয়ে আছে তারা সরকারী সাহায্য পাক । যারা এগিয়ে আছে প্রাইভেট সিস্টেম গড়ে নিক ।
  • pi | 233.176.5.38 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৩669184
  • 'কোটা মানে পিছিয়ে পরা, গরিব মানুষদের জন্য আর্থিক ও অন্যান্য সুবিধের কথা বলতে চেয়েছি।এর জন্য বরাদ্দ(কোটা) বাড়াতে বলেছি।

    কোটা মানে বরাদ্দ অর্থ বুঝিয়েছেন ? আরেকটু বিস্তারিত বলুন, আপনার পরিকল্পনাটা কী ? অন্যান্য সুবিধা বলতে কী বুঝিয়েছেন ?
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৫669185
  • কোটা বিপন্থীরা ক্যাপিটেশন ফি/লেগাসির বিনিময়ে নামী দামী কলেজ/ইউনিতে স্থান পাবার ব্যপারে কী বলেন?
    ---
    একদম বিপক্ষে। ক্যাপিতেসনের তো কোনো জায়গায় নেই।
    যদি কোনো ছাত্র মেধাবী হয়, ভালো রেসাল্ট করে; তাহলে সরকার,জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে লোনের ব্যবস্থা করতে পারে।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১669187
  • এক , আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষের জন্য আর্থিক সাহায্য।
    দুই,উচ্চ শিক্ষার জন্য লোনের ব্যবস্থা।
    তিন,পিছিয়ে পড়া অঞ্চল বা দলিত মানুষ বসবাসকারী অঞ্চলে, বেশি সংখ্যক স্কুল স্থাপন, বিনামূল্যে বিদ্যুত দেওয়া, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা, মশারি দেওয়া-- ইত্যাদি।
    ডাইরেক্ট ভর্তি করে দেবার কোটা, নৈব নৈব চ।
    এতক্ষণ ধরে প্রচুর প্রশ্নের উত্তর দিলাম। এবার আপনার যুক্তি /প্ল্যান কি শুনি?
  • Ekak | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩669188
  • আমার আগের পোস্ট টা অক্ষর উদ্দেশ্যে অকারণে রুক্ষ হয়েছে । আসলে যুক্তির জায়গায় চাট্টি আলফাবেট দেখে মাথা গরম হয়েছিলো । কিছু মনে করবেননা :)
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৬669190
  • এসএম

    কিন্তু আপনার মডেলে চললে যে ছাত্র মুর্শিদাবাদে পাওয়ার যোগ্য সে যদুপুরে মেকানিকাল পাবে কী করে ? সরকার তো ক্যাপিতেষণ ফী নেয় না । শিক্ষা সাবসিডি তে ।কাজেই লোন করে যদুপুরে পড়ার প্রশ্ন নেই ।
  • pi | 116.218.143.199 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৬669189
  • মেধাবী হওয়া, ভালো রেজাল্ট করা এগুলোর জন্য যে গ্রুমিং দরকার, সেটা যারা পাবেনা, জাতিগত বৈষম্যের কারণে, তাদের জন্য কী ব্যবস্থা ?
  • pi | 116.218.143.199 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৭669191
  • আর কোন জায়গার জন্য বেশি টাকা খরচ করছেন মানে অন্য জায়গাকে বঞ্চিত করছেন, তাই না ? আপনার যুক্তি অনুযায়ী সেটা করাও ঠিক নয়।
  • pi | 116.218.143.199 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০১669192
  • যারা কোটার বিপক্ষে বলছেন, কোটার লোকজন ডাক্তার , ইঞ্জিনীয়র হলে নানাপ্রকার বিপর্যয়ের সম্ভাবনা দেখাচ্ছেন, তাঁরা কিছু স্টাডি দেখাতে পারেন, যেখানে এগুলো দেখানো হয়েছে ? একদম 'ঠিকঠাক ' স্টাডি ঃ)
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৭669193
  • @, সরকার তো কোনো পিছিয়ে পড়া জায়গা,রাজ্য, অঞ্চল, শ্রেনীর পিছনে বেশি খরচা করতেই পারে।
    বি পি এল কার্ড হোল্ডার দের জন্য যে সাবসিডি দেয়, তাতে কি কারো মারাত্মক আপত্তি দেখেছেন?
    উত্তর পূর্ব অঞ্চলের জন্য যদি বেশি টাকা খরচা করে রেল লাইন বসে, তাতে করে তো ভালো কাজই হবে।
    খামকা আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে উন্নতি ঘটানো চেষ্টার সঙ্গে, ডাইরেক্ট কোটা সিস্টেম কে গুলিয়ে ফেলবো কেন?
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৫669195
  • যারা কোটার বিপক্ষে বলছেন, কোটার লোকজন ডাক্তার , ইঞ্জিনীয়র হলে নানাপ্রকার বিপর্যয়ের সম্ভাবনা দেখাচ্ছেন, তাঁরা কিছু স্টাডি দেখাতে পারেন, যেখানে এগুলো দেখানো হয়েছে ?
    --বর্তমান কোটা সিস্টেম এর বিরুদ্ধেকেউ বলছে মানে এই নয় যে স্টাডি ধরে ধরে তাকে এর উপযোগিতা দেখাতে হবে।
    একটা সিস্টেম, যেখানে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে সুযোগ দেওয়া হবে না কেন? এর বিপক্ষে যুক্তি দিন।
    আমরা তাহলে রাজনৈতিক নেতাদের মদতে, লোকে চাকরি পাচ্ছে,লাইসেন্স, পারমিট পাচ্ছে, এর জন্য এত বাইট খরচা করি কেন?
    যদি স্টাডি করে দেখিয়ে দি, তারা ভালোভাবে চাকরি করতে পাচ্ছে বা ব্যবসা করে খাচ্ছে; তাহলে আপত্তি নেই তো?
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৫669194
  • "সম্ভাবনার" কোনো স্টাডি হয়না । তার জন্যে আম -ছালা আলাদা করে ফেলতে হয় । মহিলা পুলিশ স্টেশন বাড়াবার আগে মহিলা দের অত্যাচারের কোনো ডেটাই ঠিকঠাক ছিলো না । তার আবার স্টাডি কী । তখন সবই সম্ভাবনা । কেও যদি তখন স্টাডি এনে হাজির করে সেটাই বরং বায়াসড । ১০০% কোটা দিয়ে ইউনিট রান করুক তবে তো স্টাডি । সেক্ষেত্রে কাজের মান ও সিরিয়াসলি বাড়বে । কারণ কোটা রা কোটা দের বিরুদ্ধে লড়বে । কিন্তু এটা রাজনীতিক রা করেননা কারণ তাহলে দলিত রাজনীতির সোনার হাঁস মরে যায় ।
  • SC | 34.3.17.255 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২১669196
  • খরচা করছে তো। ওই পাইদি যেটা বলল, আই আই টি তে আলাদা এক বছর ক্লাস হয় কিছু কোটার ছাত্রদের জন্য (পি সি বলতাম আমরা, কি পুরো নাম ভুলে গেছি)। তবে এটাও বলি, আই আই টি তে অনেক কোটাতে ঢোকা লোকজনই ক্রিমি লেয়ার। সেই ব্যাপারটা নিয়ে ভাবার প্রয়োজন আছে। তবে সেই সমস্যার মধ্যেও অনেককেই দেখেছি, কোটা না থাকলে কোনদিন ঢোকাই হত না হয়ত। বিশেষ করে রাজস্থানের প্রত্যন্ত গ্রামের কিছু ছেলেমেয়ে আসত, তারাই প্রথম দশ ক্লাস পেরিয়েছে তাদের পরিবারে।
    কোটা টা তুলে দেওয়া টা সমস্যার সমাধান নয়, ক্রিমি লেয়ার কে বাদ দেওয়া অনেক বেশি জরুরি।
    আর ভারতে পিছিয়ে পরা শ্রেনীর সাথে জাতপাতের বড় একটা কোরিলেশন আছে। তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সেইজন্যই গুলিয়ে ফেলা কোটা কে। (প্রসঙ্গত, আমাদের সংসদীয় বাম বাবু রাও কোনদিন এই জাতপাতের সঙ্গে কোরিলেশন মানেননি, এবং সাউথে এবং হিন্দি হার্টল্যান্ড এ তাদের তারপরে কি হয়েছে, সেটা তো আজ ইতিহাস)
  • dc | 213.109.107.225 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৫669198
  • !! একেবারেই কিছু মনে করিনি ঃ-) তবে আমি সত্যিই পেরিয়ার আন্দোলন বা করুনানিধি সম্পর্কে এতো কিছু জানতাম না, এমনিতেও আমার রাজনীতি নিয়ে সেরকম ইন্টারেস্ট নেই। যেটুকু জেনেছি সেটা ওই কাজের ফাঁকে টুকটাক আড্ডায়, বা তামিল বন্ধুদের সাথে আলোচনায়। মানে একটা জায়্গায় কয়েকবছর থাকলে সেখানকার সম্বন্ধে যে ব্যাকগ্রাউন্ড ধারনাটা হয় সেটুকু। আপনি যে কানিমোঝির কথা বললেন সেটাও ঠিক, কানিমোঝির নাম তামিল সঙ্গম আর্ট ফেয়ারে আসে। এর বেশী জানিনা। আর আমাদের বাড়িতে TOI রাখি। হিন্দু আগে রাখতাম, কিন্তু বড্ডো বোরিং কাগজ :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন