এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ৯৯৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১০668939
  • উঁহু, আমি কানেকশন নিয়ে তো জানতে চাইনি। তুই সাইটের তুলনা করলি, গোলপোস্ট সরাস কেন ? সাইটে তাহলে তফাত নেই। 'শুধু ইনোভেশন নয়, একটা সরকারী কোম্পানীর ওয়েবসাইটের ডিজাইন দেখুন আর একটা ছোটো সফটওয়ার কোম্পানীর। দায়ে না পড়লে কেউ কনসিস্টেনটলি ভালো কাজ করে না।' এধরণের ব্ল্যাংকেট স্টেটমেন্ট আশা করি আসবে না ঃ)

    বি এস এন এল কেন খারাপ হচ্ছে, নাকি তাকে খারাপ করা হচ্ছে, তাই নিয়ে অনেকেই মুখ খুলেছেন, বি এস এন এল এর ভিতরের লোকজনই , এই নিয়ে আলোচনাপত্রও হয়েছে, এই টই সে জায়গা নয়, অন্য কোথাও হবে।
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১১668940
  • ভাই রেলের আরেণ্ডির থেকে বেশি ইন্টারেস্টিং হল রেলমন্ত্রী।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৩668941
  • কেসিদা, রেল এর পাওয়ার ইলেকট্রনিক্স, সিগন্যালিং, কমুনিকেশন এর কত পারসেন্ট ইন হাউস আরেন্ডি হয় একটু জেনে বলবে ? আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি শুধু কোলকাতায় অন্ততঃ দশটা SME আছে যারা rdso এর টেন্ডার ধরে পেট চালায়, আমি নিজেও রেল এর প্রোজেক্টে কাজ করেছি। সাইটে যত যন্ত্রপাতি দেখেচি সব তো এরকম contractor দের বানানো দেখি।
    আবার দুর্জনে বলে যে rdso র টেন্ডার যে ভাবে কোম্পানীগুলোকে পেতে হয় সেটা খোলাপাতায় লেখার যোগ্য নয় ঃ)
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৪668942
  • এঃ বাজে তক্কো হচ্ছে। ল্যাদোশদাকে দিলেই একটা ভালো ওয়েবসাইট বানিয়ে দেবে। :)
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৫668943
  • আর আপনারা এতো কিছু জানতে চাইছেন ওদিকে যিনি টইটা খুলেছেন তাঁর মতামত তো নিচ্ছেন না?
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৭668944
  • কেসি আজকাল বড় আলবাল কথা বলে। রেলকে ফাটিয়ে আরেন্ডি করার জন্যে কেউ ট্যাক্সো দেয় না। বেসিক সার্ভিসটা আগে ঠিক করুক। দু নম্বর, ঐ একই মার্কেট প্রাইভেট সেক্টারকে খুলে দিলে তারা আরও ভাল আরেন্ডি করত কিনা জানা নেই। কন্ট্রোল ভেরিয়েবল ঠিক না করে গম্ভীরমুখে এসব আলোচনা তেলেভাজা ছাড়া চলে না।

    তবে শিখছি। খুব শিখছি। ফিল্ম স্টাডিসের এক প্রফেসর এক পিস ফিল্ম রিভিউ নাবালেন। ফিল্ম না দেখে। অনেকে রে রে করে উঠল। তখন শোনা গেল ওটা আসলে গানের রিভিউ। অ। তারপরে সেখানেই দেখলাম মিসোজিনি শব্দের যা মানে-টানে পড়েছিলাম, এখনও যা মানে ডিকশনারি বলে, আসল মানে নাকি তা নয়। অন্য কিসব। কে জানে কোথায় সে সব পাওয়া যায়! আজ আবার দেখলাম রিসার্চের মেথডোলজি জানতে চাওয়ায় অক্ষদা চাট্টি অ্যাফিলিয়েশন ঝুলিয়ে দিলেন। শিখছি, ভাইসব, শিখছি।

    শ্রীমান সদা আরেকপিস সিকি হতে চলেছে - অ্যাজ ফার অ্যাজ কাগের গু ইজ কনসার্নড।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৮668946
  • sm, কিছু ব্যবস্থা মূলে গিয়ে দিতে হয়, তেমনি আগার ও কিছু পরিচর্যা করতে হয়। যাঁরা প্রাথমিক স্তরে লেবেলে বঞ্চিত হলেন, তাঁদেরকে আপনি কীভাবে ন্যায় দেবেন ?
    আর কোটা কখনোই অনন্তকাল ধরে চালু রাখার কথা নয়, সেটা কেউ বলেওনি। এটা দুর্ভাগ্য যে এই ষাট বছরেও ঠিকঠাক ইম্প্লিমেন্টেশন না হওয়ায় এর সুফল যা পাবার কথা, পাওয়া যায়নি।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৮668945
  • পাইদি, গোলপোস্ট সরাইনি। বিয়েসেনেল এর এটা নতুন সাইট মনে হয়, ভালৈ বানিয়েছে। এটা একটা একসেপশন। আমি বরং আর একজোড়া উদাহরণ দিই।
    http://www.cdot.in/home.htm
    http://networks.nokia.com/

    প্রথমটা ইন্ডিয়ার টেলিকম আরেন্ডির একলোতি চিরাগ ঃ) সাইটটা দেখে কে বলবে এটা ২০১৫ সাল ঃ)
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৯668947
  • কি আবার করবেন? নামী স্কুলের অভাব নাকি, অন্য স্কুলে যাবেন! আর ছোটবেলায় আবার মেরিট কি? মেরিট নিয়ে বাচ্চা জন্মায়? যাদের পয়সা আছে সামর্থ্য আছে বা নিজেরা জানবুঝদারের প্রিভিলেজ পেয়েছে, তারা ছেলেকে শিখিয়ে পড়িয়ে মেরিট তৈরি করবে বলে নামী স্কুলে ঢুকতে পারবে, আর যার দুবেলা কাজের পরে ঘুমোনোর সময় হয়না, যে নিজে কোনোভাবে উচ্চশিক্ষার সুযোগ পায়নি বলে জানেও না কিভাবে মেরিট তৈরি করা যায়, শুধু সেই বাবা-মার কাছে বা সেই পরিবেশে জন্মেছে বলে একটা বাচ্চা কেন ঐ নামী স্কুলে চান্স পাবেনা? এর মধ্যে ইনহেরেন্ট ইনজাস্টিস চোখে পড়েনা?!
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২১668949
  • অ ওটা গানের রিভিউ ছিল? ঐ জন্যে অক্ষদা আমায় হ্যাটা করেছিল পড়ি নি বলে। পড়েছিলাম, বুঝতে পারি নি। লেখার ধরণটি যদিও খুব ভালো লেগেছিল। ভাষার কি বাঁধুনি।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২২668950
  • ন্যাড়ার কথায় কিছু বুঝতে যেওনি অভ্যু। উনি আব্বুলিশ মোডে।
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৩668952
  • তবে এটাও ক্লিয়ার করে দিই - মার্কেট ব্রহ্মা, এ বিশ্বাস আমার টলে গিয়েছে। হায় রে, এ দুর্দিনে কাউকেই আর বিশ্বাস করা যায় না। প্রাইভেট ধন্দাবাজ আর চোর, পাবলিক সেক্টর অলস, অকর্মন্য আর কামচোর। আর যেগুলো পাবলি সেক্টরে ভাল কাজ অক্রে সেগুলো দুরন্ধর বদমাস - যথা এনেসে, র ইত্যাদি।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৩668951
  • তারমানে বানানো যায়ই । আর বানানো হয়ও।

    আমি প্রচুর সরকারি ইন্স্টিটিউটের দিব্ব ভালো ওয়েবসাইটের উদাঃ দিতে পারি। তারা কোন বাজারি কম্পিটিশনের জন্য করে কে জানে।
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৪668953
  • অক্ষদা যা দেবেন বেদবাক্য বলে পড়বেন। কোন প্রশ্ন নয়। ওগুলি প্রশ্নের ঊর্ধ্বে।
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৫668955
  • এই খানে পাই ও অক্ষদার সাথে আমি খুবই একমত। প্রাথমিকে কোটা রাখো, প্রাথমিক শিক্ষায় পিছিয়ে পড়া বাচ্চাদের বেশি ইনসেন্টিভ দাও। তাদের পিছনে ট্যাক্সের টাকা বেশি খরচ করো। প্রাথমিক স্তরে বঞ্চনা কমাও, পারো তো সেটাকে জিরোতে নিয়ে এসো।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৫668954
  • আর দুর্নীতি হয়, একশোবার হয়। সরকারি , বেসরকারি সব জায়গাতে। তাই নিয়ে কথা হোক না, সঙ্গে আছি।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৬668956
  • *যাঁরা প্রাথমিক স্তরে বঞ্চিত হলেন
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩০668958
  • পাইদি, সরকারী অ্যাকাডেমিক ইন্স্টিটিউটের গল্প আলাদা। আমি সরকারী কোম্পানীর কথা বলছি। সেগুলো একই সেক্টরের প্রাইভেট কোং এর মতো এফিসিয়েন্ট বা ইনোভেটিভ নয় - এই হল আমার দাবী। দাবীর স্বপক্ষে প্রমাণ দিতে পারি, আমার ডোমেনের সরকারী কোং গুলোর ইনোভেশনের ইতিহাস দেখিয়ে ঃ)
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩০668957
  • কিন্তু অভ্যু, ব্যাপারটা শুধু এখানে থেমে থাকেনা যে। একই সিভির লোক, কিন্তু পদবী চট্টোপাধ্যায় না ঘরামি তা দেখেও যে চাকরি হয়! নিম্নবর্ণের মানুষের বাসস্থানের আশেপাশে সেরকম স্কুলই যদি না থাকে?
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩১668961
  • কাজের সূত্রে আমাকে অনেক আদিবাসী ডাক্তারদের সাথে কাজ করতে হয় এখন। ভয় পাবার মত কিচ্ছু দেখিনি এখনো ঃ)
  • cm | 116.208.112.120 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩১668960
  • রেল আরেন্ডি প্রসঙ্গে চীন কে কি এশিয়ার বাইরে ধরা হচ্ছে?
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৩668962
  • এই পোস্টে আমি একটি উদাহরণ দিলাম। কোথাও তো বলিনি বাবার আর্থিক ক্ষমতার কথা, বা নামী স্কুলে পড়ার জন্য বাচ্চাটি আলাদা অনেক প্রিভিলেজ পেয়েছে। তাহলে এরকম অনুমান করে নিচ্ছেন কেন? এটা এক ধরনের বায়াসনেস।
    বাচ্চার মেরিট কি, সেটা বড় কথা নয়। এখানে স্কুল টি পরীক্ষা নিয়েছিল, এবং বাচ্চা টি পরীক্ষা দিয়েছে। তার অপরাধ টা কোথায়?
    এরপরে তো বলবেন স্কুলে ১০০ মিটার রেসে ,কোনো বাচ্চা ফার্স্ট হলে, পদক টা একটি আন প্রিভিলেজ্ড বাচ্চা কে দিয়ে দেওয়া উচিত।ইনহেরেন্ট ইনজাস্টিস কে স্বীকার করা হবে।
    এত কথা তো খরচ করলাম আগের পোস্ট গুলোতে , একটি আন প্রিভিলেজ্ড শ্রেণী কে কিভাবে আর্থিক ও অন্যান্য সুবিধে দেওয়া যায়। আপনার মনে খালি উচ্চ শিক্ষায় ভর্তি/চাকরির কোটা সিস্টেম টা মনে ধরল কেন?
    আর ধর্ম ভিত্তিতে কোটা, উত্তর পূর্ব রাজ্য গুলির জন্য ৮০ শতাংশ কোটা, পিছিয়ে পড়া রাজ্য/ জেলার জন্য কোটা,ছিন্নমূল লোকেদের জন্য কোটা, এগুলি সম্মন্ধে আপনার কি মত?
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৪668963
  • আমি বলছি লটারি হলে আপত্তি কেন? লটারি তো ইকুয়াল ফুটিং-এ চান্সে হচ্চে।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৫668964
  • স্কুল থাকলেই শুধু হবেনা। তাতে পড়ানোর লোক ও থাকতে হবে।
    এখন একটা কাজ করছি , আদিবাসী ও নন-আদিবাসী এলাকাতে ইন্ফ্রস্ট্রাকচর ও ম্যনপাওয়ারের তুলনা। অনেক কিছু দেখেই চমকে যেতে হয়।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬668967
  • cm, ইন্ডিয়ান রেল নিয়ে আলোচনা হচ্ছে তো, চীন আসবে কোথা থেকে ?
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬668966
  • শুধু আর্থিক ও অন্যান্য সুবিধের ব্যপার না এটা। আপনি ঠিক যে কারণে কর্পোরেশনের স্কুলে না পাঠিয়ে নামী স্কুলে পাঠাতে চান, ঠিক সেই কারণে।
  • dc | 213.109.107.225 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬668965
  • আমার কোটা সিস্টেম নিয়ে তেমন কোন বক্তব্য নেই। তবে পাই বিএসএনএল আর এয়ারটেলের ওয়েবসাইটের তুলনা করলেন দেখে পাঁচ মিনিট ধরে কাঁদলাম ঃ-(

    আমি বিএসএনএল আর এয়ারটেল দুটোরই গ্রাহক, বাড়িতে দুটোরই ফোন কানেকশান আছে। দুটো সাইটেই অ্যাকাউন্ট আছে। বিএসএনএল এর সাইটে লগইন করে প্রায় কোন সার্ভিসই পাওয়া যায়না, যা এয়ারটেলের সাইটটায় পাওয়া যায়। আর এয়ারটেলের কানেকশনে গন্ডগোল হলে সাইটে গিয়ে কমপ্লেন রেজিস্টার করলে ওরা ব্যবস্থা নেয় (দুবার করেছি)। বিএসএনলের সাইটে কমপ্লেন করলে কিছু হয়না (একবার করেছি), এক্সচেঞ্জে ফোন করতে হয় বা এক্সচেঞ্জে যেতে হয়। বিএসএনএলএর সার্ভিস নিয়ে আর কিছু বললাম না, সে এক দুঃস্বপ্ন। বিএসএনএলের কল সেন্টারে কল করা মানে নরকবাসের মেয়াদ থেকে এক দিন কমে গেল। শুধুমাত্র ওয়েবসাইট তুলনা করলেও, এয়ারটেলেরটা বেটার।

    কিন্তু বিএসএনএল লাইন রাখার একটা সুবিধে আছে। অনেক সময়ে অনেক অ্যাপ্লিকেশনে বিএসএনএলের ল্যান্ড লাইন বিল প্রুফ হিসেবে নিয়ে নেয়।
  • Ekak | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৭668968
  • "
    এথেইস্মের ,বিজ্ঞানের এটাই খেল । এটাই জয় ।

    এটা মানুষ কে বিশ্বাস করতে শেখায় বিজ্ঞানীরা যা বলছেন সব ঠিক ,বিশ্বাস করতে শেখায় বিজ্ঞান সবকিছুকে ব্যখ্যা করতে পারে , বিশ্বাস করতে শেখায় ফলসিফিকেশন লীডস টু ট্রুথ ।

    গুনিনের হাতে মৃত্যু হলে মানুষ রেগে যায় , থানায় নালিশ করে কারণ সুদুর গ্রামে গুনিন ছাড়া কেও নেই । কোনো ডাক্তারবাবু তার কৈফিয়ত দেয়ার জন্যে বসে নেই ।

    একই মানুষ যখন শহরের হাসপাতালে এন্টি বায়োটিক এর রিএকশনে মরনাপন্ন হয় তখন সে শুধু চায় ডাক্তার যেন তাকে আগে থেকে জানায় যে অমুক অসুধে রি-একশন হলেও হতে পারে । এমনকি সে বন্ড লিখে অপারেশন টেবিলে চড়তে রাজি । সে ভেবেই নেয় সব ঠিকঠাক হবে । সব নিজে দেখে -শুনে নিয়েছে না !"

    :))))))

    পরিচিত লাগছে ? এভাবে তানিম রাজু রা কথা বলে । সোশালিস্ট সেন্ট্রাল প্ল্যানার রাও । খুঁটিপুজো । এর বিরুদ্ধে বললেই শুনতে হয় এথেইস্ম ও একটি ধর্ম ! একইভাবে শিক্ষিত লোকদের বলতে শুনি : আরে ভায়া মার্কেট যদি এতই পাওয়ারফুল হবে তাহলে আমেরিকায় ওরকম রিসেশন হলো ক্যানো ? হাসি পায় । মার্কেট কোনো খুঁটি নয় । এটা ভাঙবে বলেই তৈরী । প্রত্যেকটা রিসেশন লার্নিং ডেটা দেয় । এটাই মার্কেটের চলার পথ । এভাবেই "ফল্ট লাইন" ড্র হয় । পরের স্টেপে কিছুটা শুধরে আবার নতুন ভুল । পৃথিবীর কোনো মার্কেট থিওরি রোসি পিকচার ড্র করেনা । যে কোনো মুহুর্তে সামান্য ভুলে কমপ্লিট ভোগে যেতে পারে । কারণ এখানে সেন্ট্রাল প্ল্যানিং নাই । ফ্রি রাশানাল আছে ।

    এথেইস্ম ইটসেলফ আলাদা জগৎ । শুধু পুজোর বাতাসা রিফিউস করা এথেইস্ম নয়। ধর্ম থেকে শুরু করে স্টেট এই পুরো স্পেকট্রাম টা তে নির্ভর না করা । মার্কেট আলাদা কিস্যু না ।ওসব সোশালিস্ট দের ধর্মীয় কল্পনা । সেন্ট্রাল প্ল্যান কে নস্যাত করাই মার্কেট । এটা একটা নেকড়ের মত যা সোশালিস্ট ভেড়ার পালে ঢুকে যায় তারপর ভেড়াদের জলের ধারে নিয়ে গিয়ে দেখায় দেখ তুই ভেড়া নোস্ ।

    বুদ্ধিসম এর ওপর সোশালিস্ট থেকে ইসলাম সবাই হাড়ে চটা এই কারণেই । এথিকালি বুধ্ধিস্ম ক্যাপিটালিস্ট । শ্রেষ্ঠী সম্প্রদায় এর ধর্ম হিসেবে প্রসার লাভ করেছিল । কোনো খুঁটিপুজোর সীন নেই । আপনি মার্ডার ও করতে পারেন যদি এটুকু নিজের কাছে ক্লিয়ার থাকে এই জন্ম-মৃত্যু আবর্তন ছাড়া কিছু নয় । আমেরিকান ক্লাসিকাল লিবেরাল দের পূর্বপুরুষ কারা ? প্রান হাতে সোনা খুঁজত নেভাদা র মরুভূমি তে সেইসব লোক । এদের জগৎ আলাদা । এই জুডো ক্রিস্চিয়ানিটি থেকে বেড়িয়ে আসা সশালিস্ম-এর খুঁটিপূজক রা এসব বুঝবেনা । ওদের কেও সর্বদা পেছন থেকে বলে দিতে লাগে : ইহা ঠিক উহা ভুল । কী করিতে হইবে :)) পুওর নোট প্লেয়ারস ।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৮668969
  • এয়ারটেলের চোট্টামি এবং কলসেন্টারের অভিজ্ঞতা নিয়ে আমিও পাতার পর পাতা লিখতে পারি ঃ)
    বিএসএনএলের সাইটে কাজ হয়েছে এমন উদাঃ ও দিতে পারি, এ পাতাতেও লোকে লিখে গেছেন।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৯668974
  • কাজের সূত্রে আমাকে অনেক আদিবাসী ডাক্তারদের সাথে কাজ করতে হয় এখন। ভয় পাবার মত কিচ্ছু দেখিনি এখনো ঃ)
    -- আমিও কোনদিন ভয় পাই নি। তাদের পাস করা ডাক্তার হিসেবেই দেখেছি। ভয় যদি পায়, তাহলে যেসকল রাজনৈতিক নেতারা , যারা এইসব কত নিয়ে বড় বড় কথা বলে তারা। যেমন প্রয়াত রাজীব গান্ধীকে পরাজিত করা নেতা বিদেশে চিকিত্স্যা করেন, প্রাক্তন প্রধান মন্ত্রীর হাঁটু অপারেশন করেন আমেরিকা থেকে আগত ডাক্তার ইত্যাদি প্রভৃতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন