এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ১০১৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৯668974
  • কাজের সূত্রে আমাকে অনেক আদিবাসী ডাক্তারদের সাথে কাজ করতে হয় এখন। ভয় পাবার মত কিচ্ছু দেখিনি এখনো ঃ)
    -- আমিও কোনদিন ভয় পাই নি। তাদের পাস করা ডাক্তার হিসেবেই দেখেছি। ভয় যদি পায়, তাহলে যেসকল রাজনৈতিক নেতারা , যারা এইসব কত নিয়ে বড় বড় কথা বলে তারা। যেমন প্রয়াত রাজীব গান্ধীকে পরাজিত করা নেতা বিদেশে চিকিত্স্যা করেন, প্রাক্তন প্রধান মন্ত্রীর হাঁটু অপারেশন করেন আমেরিকা থেকে আগত ডাক্তার ইত্যাদি প্রভৃতি।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৯668973
  • ' খালি উচ্চ শিক্ষায় ভর্তি/চাকরির কোটা সিস্টেম ' এর কথা কে বললো দাদা !!
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৯668972
  • বাপু আমি অন্ততঃ দুটি কোটার ইঞ্জিনিয়র দেখেছি। এক্সপেরিমেন্টালের ছাত্র, ডিটেল চাইলে মেল কোরো। যথেষ্ট ভয় পাবার মতো!
    আর দেখি নি কিন্তু তাঁদের যাঁরা পড়িয়েছেন বা এমপ্লয় করেছেন এরকম লোকের মুখ থেকে শোনা অভিজ্ঞতার কাহিনী অনেক স্টকে আছে। উৎসাহী হলে মেল করো, খোলা পাতায় কুচ্ছো করব না।
    তবে এটা ঠিক, কোটার ডাক্তার নিয়ে ফার্স্ট হ্যাণ্ড কেন কোনো সেকেন্ড হ্যাণ্ড অভিজ্ঞতাও নেই, তবে ইঞ্জিনীয়রদের মতো হলে ভয়ের কারণ আছে বৈকি।
  • cm | 116.208.112.120 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪১668975
  • কেসি যে বললেন এশিয়ার মধ্যে ভারত ই সেরা।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৩668977
  • আমি বলছি লটারি হলে আপত্তি কেন? লটারি তো ইকুয়াল ফুটিং-এ চান্সে হচ্চে।
    ---
    আপনি একদমই বোঝেন নি। এখানে লটারি করা হয়েছে,এডমিশন টেস্ট নেবার পরে( এটি কল্পিত ঘটনা)।লটারি করার ইচ্ছে থাকলে, এডমিশন টেস্ট নেওয়া কেন?
    আপনি কি নিজের সন্তান কে কর্পোরেশন স্কুলে পাঠাবেন? উত্তর না হলে, কেন?
  • dc | 213.109.107.225 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৩668976
  • এয়ারটেলে চোট্টামি করে তো বটেই। বিএসএনলেও করে। এমন কোন কোম্পানি আছে নাকি যে একেবারে চোট্টামি করেনা? তবে এয়ারটেলের সার্ভিস আর বিএসএনএলের সার্ভিসের ইন জেনারাল যে কি আকাশ-পাতাল তফাত সেটা নিজে দেখছি।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৬668978
  • আপনার অ্যানালজিটা কিসের তাহলে? মানে অ্যাডমিশন টেস্টের পরে লটারি - এই অ্যানালজি।

    না পাঠাবো না। পড়াশোনা হয়না বলে।
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৭668982
  • dc আজকে পাইকে মশার মতো ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন (এয়ারটেল/বিএসেনেল নিয়ে)!!!
    বি এস এন এল যে কি অদ্ভুত জিনিস কি বলব। আনলিমেটেড প্ল্যান - তাতে কখনো কখনো বলে ডেটা ফুরিয়ে গেছে - আরো দু চারশ টাকা দাও। না ওয়েবসাইট কাজে লাগে, না ফোন কল। :(
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৭668980
  • প্রাইভেট সার্ভিস প্রোভাইডার প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্যে ওরকম খুচরো চোট্টামি করেই থাকে। সেগুলো যাতে না হয় সেটা এনসিওর করা সরকারের কাজ। এখন যেমন TRAI এর হস্তক্ষেপে স্প্যাম কল ইত্যাদি অনেক কমেছে।
    আমি এয়ারটেলের পোস্টপেড সার্ভিস গত কয়েক বছর ইউজ করে খুব স্যাটিসফায়েড। কাল যদি দেখি বিল এ ঘাপলা আছে কনজুমার কোর্টে যাব, কিন্তু সার্ভিস বেটার দেয় এটা অস্বীকার করি কী করে ঃ)
  • Tim | 188.91.253.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৭668979
  • এলসিএমদা,

    ট্যাক্স পেয়ারদেরও তো চয়েস থাকে, কাগপ্রসন্ন না লরেনবাউ না হোকাস-পোকাস কারে ভোট দেবে তাই চয়েসটাই বড়ো কথা না। আমার মনে হয় অসন্তোষটা অন্য জায়গায়। একগাদা দাম দিয়ে টিভি কিনতে হলেও টিভিটা মোটের ওপর যেজন্যে বানানো সেই কাজ করে। অন্যদিকে অ্যাডমিন কে নকুল দানা দিয়ে পুষলেও লস- এটা দেখেই ট্যাক্স পেয়ারের ইসে জ্বলে ওঠে। সারাক্ষণই মনে হয় কিস্যু হস্যে না।
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯668985
  • আচ্ছা বাংলাদেশের রেল নিয়ে কারো অভিজ্ঞতা আছে?
    বাংলাদেশ বিমান নিয়ে বেশ লম্বা লেখার মেটিরিয়াল আছে, সময় পেলে লিখব - টই তো খোলাই আছে!
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯668984
  • তামিলনাড়ুর ডাক্তারিতে কোটা সিস্টেম আর ওখানকার স্বাস্থ্য সূচক নিয়ে কথাগুলো কাল আমার পার্সেপশন থেকে বলেছিলাম, কারণ এটা অনেক দিন ধরেই মনে হত, কোটা সিস্টেমে সব ভূষি মাল বেরোয়না এটা তার একটা ভাল কেস স্টাডি হতে পারে। ৭০% ডাক্তার যেখানে কোটা থেকে, সেই রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে এক নং এ হওয়াটা কোটা সিস্টেমের ইনেফিসিয়েন্সির বিরুদ্ধে একটা জোরালো উদাঃ হতে পারে।

    এখন দেখছি, এই পয়েন্টে অন্যত্রও কথা হয়েছে। একটু কষ্ট করে পড়া যাক ? কিছু কিছু অংশ তুলবো।

    Tamil Nadu has 69% reservation not only in medical colleges but also in recruitment of government doctors...
    The performance of the public health sector in Tamil Nadu is a shot in the arm for pro-reservationists. The state, with some of the best health indices in the country, has a public health system that is almost entirely run by doctors from the reserved categories, reported The Times of India, Chennai on 30th June.
    The government’s database of over 8,450 doctors in the public health sector shows nearly 88% are from various reserved categories. Almost 61% of the doctors are from backward communities (BC), 18% from the scheduled castes (SC) category, 8% from the most backward classes (MBC) and 22 doctors comprising 0.3% from the scheduled tribes (ST) category. ...

    Debunking the idea of reservations causing a deterioration in health education and services, Tamil Nadu’s performance in public health only seems to be getting better with time. In vaccination coverage it holds the best record in the country, 81% coverage, outdoing even Kerala (75%), often cited as the state with the best health indices.
    Tamil Nadu also records 90% institutional deliveries, second only to Kerala (100%). And in maternal health, Tami Nadu holds the best record, leaving even Kerala and Andhra Pradesh far behind. Every successive National Family Health Survey has indicated steady progress on almost all aspects of public health care in Tamil Nadu.

    এবং এই কথাগুলোঃ

    The Director of Medical Education, Dr T P Kalanidhi, says that the reasons for such an exemplary performance is the training provided. “Training provided in the medical colleges in Tamil Nadu is among the best. Our syllabus is comparable to the Western world. Hence, even people who come from a position of disadvantage become competent professionals with the best training. A quality public health system with good infrastructure even in the rural primary health centres enables doctors to function efficiently,” says Dr Kalanidhi.
    He further states that in Tamil Nadu more than 50% of the students who get into professional colleges come from rural areas. “With the abolition of the entrance exam the percentage has increased further and thus even students without much backing manage to make it to professional colleges. Since they hail from rural areas, working in these areas nothing new to them. Plus, the government provides residential quarters and all facilities for those on rural posting,” he says
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯668983
  • খালি উচ্চ শিক্ষায় ভর্তি/চাকরির কোটা সিস্টেম ' এর কথা কে বললো দাদা !!
    --
    আমি এতক্ষণ এই ধরনের কোটার বিপক্ষেই বলে চলেছি। দেখলেন তো, আবার কেমন ভুল বোঝা বুঝি হলো। তবে আপনি শুরু করেছিলেন, তামিলনাডু তে ডাক্তারি তে প্রচুর কোটা বিদ্যমান, তবু তারা এক নম্বরে।তো, ডাক্তারি ব্যাপার টা ছিল বলেই, এই উচ্চ শিক্ষা/ চাকরির কোটা নিয়ে মিনিময় চালাচ্ছিলাম।
    আমার কি বোঝা টা ভুল ছিল? আপনি কি ধরনের কোটার কথা বলছিলেন?
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫২668987
  • cm, এবার বুঝলাম। এশিয়ার শ্রেষ্ঠ আরেন্ডি ইঃ প্রসঙ্গে।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫২668986
  • আমার ঐ পোস্টে 'খালি' র উপরে জোর দিয়ে পড়ুন। ঃ)

    অবশ্যই কোটা সিস্টেমের পক্ষে বলেছি আমি, এনিয়ে কোন ভুল বোঝাবুঝি রাখবেন না।

    আর উপরের পোস্টটি একটু পড়বেন।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৩668988
  • আপনার অ্যানালজিটা কিসের তাহলে? মানে অ্যাডমিশন টেস্টের পরে লটারি - এই অ্যানালজি।

    না পাঠাবো না। পড়াশোনা হয়না বলে।
    ---
    এইবারে একদম ঠিক ধরেছেন। আপনি যে যুক্তি তে পাঠাবেন না, আম্মো সেই ধারনায় বিশ্বাসী। খামোকা, ইনহেরেন্ট ইনজাস্টিস, বাচ্চার আবার মেরিট কি, কেন নামী স্কুল, ইত্যাদি জোরালো যুক্তি গুলি বুঝতে পারছি না।
  • lcm | 118.91.116.131 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৪668989
  • দেখো, দেখো - সদা অলরেডি একটা উদাহারণ দিয়েছে।
    মার্কেট এমন জিনিস যা মানুষকে বিশ্বাস করতে শেখায় যে ওয়েব সাইট বানানো হল ইনোভেশন।

    মানুষকে বিশ্বাস করতে শেখায় যে লুই পাস্তুর ভ্যাক্সিনেশন আবিষ্কার করেছিলেন কম্পিটিশনের চাপে পরে, যদি অন্য বিজ্ঞানী আগে কিছু একটা বের করে ফেলেন সেই চাপে।
    অদ্দুর যেতে হবে না, সদা ওয়েব সাইটের কথা বলছে। তার মানে এই ধরো http/html এর জনক, টিম বার্নার্স লি, ১৯৮৯-১৯৯০ নাগাদ যখন cern এ চাগ্রি করত, খালি কফি তুলত আর হাই তুলত, যেই কর্পোরেট চাপ (যদিও সার্ন প্রাইভেট নয়) এলো, সঙ্গে সঙ্গে টিম তৈরী করে ফেলল এইচটিটিপি।

    এককের কথা কিছুই বোঝা গেল না, কোত্থেকে বিজ্ঞান, বুদ্ধিজ্‌ম, গুনিন, রাজু - সব এনে ফেলল - মুড়ি আলুর চপ টা শুধু বাকি রেখেছে।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৫668990
  • আর হ্যাঁ, বিহারের রিপোর্টটাও পড়বেন। পড়ে মতামত জানাবেন।

    একককে আগের দিন পাবলিক হেল্থ সিস্টেম ও বাজার, প্রতিযোগিতা নিয়ে প্র্শ্ন করেছিলাম, উত্তর পাইনি।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৭668993
  • আজেবাজে তর্ক হচ্ছে । সরকারী আপিস ওয়েবসাইট বানাতে পারবেনা কেন ? দিব্য বানায় । প্রশ্নটা হলো আমার এয়ারটেল ব্রডব্যান্ড প্রবলেম হওয়ায় এরিয়া ম্যানেজার ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল জিএম অবধি রিপোর্ট করায় । এটা বিএসএনেল এ হয়না । ওখানে সাসপেনশন এর ভয় নাই ।চাগরি যাওয়ার তো প্রশ্নই নাই ।

    ইনফ্যাক্ট চেকস এন্ড ব্যালান্স সিস্টেম প্রপারলি তৈরী না হলে প্রাইভেট আর সরকারী তে পারফরম্যান্স এর কোনো পার্থক্য নেই । দুটোই আকাট । সরকারের কাজ নিরপেক্ষ ভাবে এই চেকস এন্ড ব্যালান্স টা হচ্ছে কিনা দেখা । সরকার যখন নিজেই ওয়ান অফ দ্য বেনিফিশিয়ারি হয়ে যায় তখন আর সেই নিরপেক্ষতা সম্ভব নয় । তাই সরকার কোনো ব্যবসা করতে সক্ষম কিনা সেটা বড় কথা নয় ,বড় কথা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি হিসেবে নাক গলানোটাই আণএথিকাল । যতক্ষণ স্টেট আছে এই নিরপেক্ষতা বজায় রাখা কর্তব্য । এটা ভালো-ওটা খারাপ এর ব্যাপার আদৌ নয় এটা ।
  • dc | 213.109.107.225 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৭668991
  • Abhyu সেটাই বলছি, বিএসএনএল একবার বিগড়োলে মোটামুটি এক্সচেঞ্জে না গিয়ে গতি নেই।

    এয়ারটেলে কল করলে কমপ্লেন্টের জন্য একটা করে ট্র্যাকিং নাম্বার দেয়। কমপ্লেন রিজল্ভ না হওয়া ওবধি আপনি আবার ফোন করে সেই ট্র্যাকিং নম্বর দিয়ে কথা শুরু করতে পারবেন। সাইটে কম্প্লেন করলেও ট্র্যাকিং নম্বর দেয়। বিএসেনেল কোন নম্বরের গল্প নেইকো। যতোবার ফোন করবেন, ততোবার নতুন করে শুরু করতে হবে। কথা বলার সময়ে হঠাত করে দুতিন মিনিট ঝুলিয়ে রেখে দেবে, নাতো কল কেটে দেবে। কানেকশনে গন্ডগোল হলে বলবে আপনি এক্সচেঞ্জে গিয়ে কথা বলুন, আমি কিছু করতে পারবনা।

    আর বিএসএনেলকে নাকি ইচ্ছে করে দুর্বল করে দেওয়া হচ্ছে। জানিনা, হতেও পারে। কিন্তু এক্সচেঞ্জে গিয়ে যদি কারুর সাথে কথা বলেন! সরকারি চাকরি, কাস্টমারের প্রতি কোন দায় নেই, নির্লিপ্ত মুখে বসে আছে, অনেক সিট ফাঁকা। টোকেন সিস্টেম নেই, টাকা জমা দেওয়ার কাউন্টারে বিরাট লাইন। এয়ারটেলের দোকানগুলোয় টোকেন সিস্টেম, সেই টোকেন নিলে আপনার রেজিস্টার্ড ফোনে এসেমেস চলে আসবে, এই কাউন্টারে অমুক ব্যাক্তি আপনাকে সার্ভিস দেবে। এয়ারটেল আর বিএসএনেলের তুলনা হলে পাঁচ মিনিট ধরে কাঁদা ছাড়া আর কিছু করার থাকেনা।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৮668995
  • আরে একি রে ভাই! কিসের সাথে কিসে তুলনা চলছে? কর্পোরেশনের স্কুল চালানো হয় নিম্নবিত্ত (যাদের অনেকেই নিম্নবর্ণের) জন্য মূলত। এই স্কুলগুলোতে হয় বেঞ্চি নেই, নয় টিচার নেই, থাকলেও সেরকম পড়াশোনা হয়না। কাজেই নামে মাত্র এই "সুবিধে" টুকু দিয়ে তাদের কোনো লাভ হয়না। নামী স্কুলে যদি তাদের মেরিটের লেভেল কমিয়ে, না দেখে ঢোকানো হয়, আমি তার একেবারেই বিপক্ষে নই। অর্থাৎ আমি চাই সবাই ঐ স্বপ্নের নামী স্কুলেই পড়ুক। সেটা বিভিন্ন স্ট্রাকচারাল বৈষম্যগত কারণে না পেলে সেটাকে ইনজাস্টিস বলতে বাধবে কেন?
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৮668994
  • এটাও পড়লাম।
    "Anyway why blame reservation or reserved categories for any deterioration in standards? There are black sheep in every community, even among the forward castes, who bring down standards. I am here because of reservation and I am sure none of my colleagues would say I am incompetent. Reservation has helped narrow the education gap between communities in the state and this is reflected not only in the medical profession but also in other fields like IT where people from Tamil Nadu dominate," says Dr Ravishankar.

    আই টি সেক্টরের কথাও বলেছে, সেটাও কি ঠিক ?
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৯668997
  • এখন আর টি আই করলে দিব্বি করতে বাধ্য হয়।

    সরকারি দপ্তর এখন আর টি আই এর ভয়ে কাঁটা থাকে। রোজ দেখছি ঃ)
  • lcm | 118.91.116.131 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৯668996
  • পাবলিক হেলথ, স্কুল এডুকেশন --- বড় বড় ফ্রি মার্কেটের পূজারী দেশগুলোও ভরসা করে এগুলো মার্কেটের হাতে ছাড়ে নি। সোস্যাল সিকিওরিটি, সিনিয়র মেডিক্যাল কেয়ার... এসবও না।
    কারণ হ্যাজ।
  • cm | 116.208.112.120 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৩668999
  • উচ্চশিক্ষা লাভ মানেই তো ব্রাহ্মণত্ব অর্জন। এ তো স্বতঃসিদ্ধ।
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৩668998
  • অ্যানেকডোটাল এভিডেন্স নিয়ে কথা আছে? আমারও আছে, আমারও আছে। অ্যাক্সিস ব্যাংক। সে যে আমার একটি অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করতে কী ল্যাজেগোবরে হয়েছে যে কী বলব। শেষে বলে আবার ফর্ম ফিলাপ করে কুরিয়ার করুন। আমি ভাবছি করে আরেকবার সার্কাস দেখব কিনা।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৪669000
  • ইনবর্ন মেধা বলে কিছু হয়না এটা আমার মতে বিশুদ্ধ সানি।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৭669001
  • ডিসি, উত্তরপাড়ায় বিএসেনএল নিয়ে দুবার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে। ফোনে অভিযোগ করার কোন চেষ্টা করিনি, কারণ এক্সচেঞ্জের ওদিকে যাচ্ছিলামই। অভিযোগ করার দিনের দিন এসে ঠিক করে দিয়ে গেছেন। দপ্তরে গিয়েও লোকজন পেয়েছি এবং ভাল ব্যবহারও। ও হ্যাঁ, আসার আগে ওরা দু তিনবার ফোন করেও খোঁজ নিয়েছেন। সেট টেস্ট করেছেন।

    এখানে যাদের বিএসএনএল আছে তারা তো দেখি অনলাইন বা ফোন করেই সবসময় রিচার্জ করায়। অসুবিধে হতে দেখিনি। আমার বরম এয়ারটেলে মাঝেসাঝেই হয়না। কাল সকালে ঝাড়া এক ঘণ্টা চেষ্টা করে গেছি, পে করতে গেলে সাইট ডাউন আসছিল।

    এখনো নানা জায়গায় বিএসএন এল এর টাওয়ারই সবচে ভাল পাওয়া যায় ইঃ ইঃ।

    তবে বিএসএনএল এর সার্ভিস খারাপ অবশ্যই হয়েছে , এবং মুম্বইতে থাকাকালীন শুনেছিলাম রিলায়েন্স কীভাবে সেটা করানোর চেষ্টা করেছে। সেদিন টিভিতে এই নিয়ে একটা বড়সড় আলোচনা হল। বি এস এন এল এম্প্লয়িজ অ্যাসোসিয়েশন এবং আরো কিছু কর্তাও বললেন খারাপ করানোর চেষ্টা হয়েছে এবং হচ্ছে।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৯669002
  • পাই

    ওটার উত্তর তুই যখন হেলথ এর সঙ্গে থেকে জানিস না আমি আর নতুন করে কী বলব ? যে কোনো কোম্পানির কাজ চালাতে গেলে লাভ চাই তো । সরকার হাজারটা রেগুলেশন করে রেখেছে হেলথ ট্রায়াল এর উপর । ফার্মা কোম্পানি গুলো অসুধের দাম কমাতে পারে ,চাইলে রিসার্চেও টাকা ঢালতে পারে যদি অবাধে ট্রায়াল করতে দেওয়া হয় ।সেখান থেকেই তাদের কিছুটা লাভ উঠে আসে ।
    এই পুরো জনদরদী এন্টি-ট্রায়াল জুজু টা দেখিয়ে আলটিমেটলি কিন্তু সেই থার্ড গ্রেড ওষুধ গুলোই লোকের কাছে পৌছায় । ওষুধ নিষিদ্ধ ঘোষণা করার দম সরকারের নেই ।
    পুরোটাই রাজনীতি । একদিকে দেখানো আমরা বিপজ্জনক ট্রায়াল আটকে দিচ্ছি কী মহান কাজ আরেকদিকে রেড্ডিস ল্যাব ,স্মিত্স্ক্লায়ন ঘুরে সরকারী হেলথ কন্ট্রোলার দের পয়সা খাইয়ে সেই ওষুধ গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে । যেমন রাজনীতি তেমন ফল ।

    একটা বড় গ্রাম বেছে নে । বিদেশী ফার্মার কাছে প্রস্তাব রাখ খুলে আম ক্লিনিকাল ট্রায়াল চালাতে দিবি বিনিময়ে রিসার্চ ফান্ডিং । টাকা দেবেনা ? :) কিছু দিয়ে কিছু পেতে হবে তো ।
  • dc | 213.109.107.225 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১০669004
  • পুরোটা বোধায় অ্যানেকডোটাল এভিডেন্স না। এয়ারটেলের ওয়েবসাইটে নানারকম সার্ভিস পাওয়া যায় যেগুলো বিএসএনলে পাওয়া যায়্না, এটা অ্যানেকডোটাল না। যেকেউ অ্যাকউন্ট খুলে নিজেই দেখতে পারে (অবশ্যই তাকে গ্রাহক হতে পারে)। যেমন বিএসেনেল ওয়েবসাইটে কমপ্লেন করলে ট্র্যাকিং নাম্বার দেবেনা। ছোট্ট ডিফারেন্স কিন্তু লাইনে গন্ডগোল হলে আর সেটা নিয়ে ফলোআপ করতে হলে বুঝতে পারবেন ওটা কি জিনিষ। আর এয়ারটেলের দোকানে এক দিন কাটিয়ে দেখতে পারেন, বিএসনএল এক্সচেঞ্জেও একদিন কাটিয়ে দেখতে পারেন। বা একমাস। সার্ভিসের ডিফারেন্স বা এয়ারটেলের নানারকম সার্ভিস দেওয়ার উপায় দেখতে পাবেন যেগুলো বিএসএনলে নেই, অ্যানেকডোটের ওপর নির্ভর করতে হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন