এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ৯৯৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪০669040
  • একক, আপনি ঠিক বলেছেন। রাষ্ট্র কে ফ্লেক্সিবেল হওয়া উচিত। দেখুন আপনি বলেই দিলেন কওয়াক ডাক্তার কতটা অবধি যেতে পারবে। অর্থাত একটি নির্দিষ্ট সীমানা পার হলে, টিকি তে টান পড়বে।
    খাপ পঞ্চায়েত ও একটি সীমানা অবধি যেতে পারে।
    একজন ট্রেন্ড নার্স ও ডাক্তারের কিছুটা কাজ করে দিতে পারে।
    কিন্তু এরা কেউই একে অপরের সাব্স্তিতুত নয়।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪০669039
  • এতেই থেমে গেলেন কেন? লাউ খেলে কোটা, বেগুন খেলেও কোটা, বিস্কুট খেলে কোটা - এই লাইনে চলুক, মানে এমন সূক্ষ্ম যুক্তিতে আমি একেবারে ন্যাজে গোবরে।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫১669042
  • না না কেও সব্স্তিতিউত নয় । জাস্ট ডেটা পয়েন্টগুলোকে মোর একিউরেটলি জুড়ে দেওয়ার চেষ্টা ।তাহলেই অনেকটা হয় । আর একটা লার্নিং সিস্টেমে থাকতে থাকতে এনারাও অনেক কাজ শিখবেন ।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫১669041
  • ক্রিকেট টিমেও কোটা চাই। আর্টিস্টদের মধ্যেও। কোনো ফিল্মে মিনিমাম ৫০% পিছিয়ে পড়া জাতের অভিনেতা নিতে হবে, নইলে ক্লিয়ারেন্স দেওয়া হবেনা। রাজনৈতিক দলের নেতা/সাংসদদের মধ্যেও পিছিয়ে পড়া জাতের জন্যে কোটা চাই।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৫669043
  • বিয়েতে কোটা চালু হলে ভারী সমিস্যে হবে যাই বলুন । সব দিক কভার করতে মিনিমাম চার টি বিয়ে :((

    আচ্ছা দশরথ এর কেসটা কী এরকম কিছু ?
  • hu | 188.91.253.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৭669044
  • কোটা নিয়ে এত অসন্তোষ আর বেশিদিন থাকবে না। উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা ছেলেমেয়েকে সরকারী স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। সরকারী চাকরীর প্রত্যশাতেও কেউ থাকেনা। সরকারী পরিষেবা যতখানি পারে এড়িয়ে চলে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও ছাত্র ভর্তি হয় বটে, কিন্তু আমার ধারনা বছর দশেক পর থেকে কেউ আইআইটিরও কেয়ার করবে না। বিদেশে আন্ডারগ্র্যাড করতে পাঠিয়ে দেবে। একক যা বলছেন সেটা ইম্প্লিমেন্ট করলেও ঝামেলা হবে না। সরকারী প্রতিষ্ঠানে হোক না ১০০% কোটা। মানুষের ভরসা তো প্রাইভেট সেক্টর।
  • hu | 188.91.253.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৯669045
  • ক্যালকাটা ইউনিভার্সিটির চাকরীর বিজ্ঞাপনের পাতাটা দেখলাম। জেনারেল ক্যাটাগরীতে কি কেউ রিটায়ার করে না?
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১০669046
  • আম্মো একমত। যদি উঠিয়ে দেবার ক্ষমতা না থাকে, তাহলে ১০০ শতাংশ কোটা করে দেওয়া উচিত।
    তারপরে , মিশিগান , উজ্বেকিস্থান কোনো একটা ইউ নির নামজাদা প্রফ কে দিয়ে স্টাডি করিয়ে দিলেই হলো।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৩669047
  • যদ্দুর জানি এসিস্টেন্ট এবং এসোসিয়েট প্রফেসরদের পারফরম্যান্স এর ভিত্তিতে পার্মানেন্ট করা হয় । লিস্ট টা দেখে মনে হয় কোটা ক্যান্দিদেট রা আন্ডারপারফরমার তাই বারংবার পোস্ট খালি হয় ।কারো অন্য কিছু মনে হয় ?
  • hu | 188.91.253.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৯669049
  • ক্যালকাটা ইউনিতে শিক্ষককের পারফর্ম্যান্স কিভাবে মাপা হয় জানি না। এনারা অন্য কোথাও চাকরী নিয়ে চলে যাচ্ছেন এটাও হতে পারে। যেকোন কারনেই হোক না কেন অ্যাট্রিশন রেট হাই মনে হচ্ছে (যদি না বছর বছর কোটা বাড়ে)। তাই কি?
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪০669050
  • বচ্ছর বচ্ছর বাড়েনা । এটা ২০১০ এর রেগুলেশন অনুযায়ী লোক নিচ্ছে ।এত্রিষণ রেট্ হাই । প্রবেসনেই নেওয়া হয় এনাদের । আর এনাদের মাইনে এমন কিছু ভালোনা কাজেই অন্যত্র বেটার চাকরি পেলে জেনেরাল প্রার্থীরা এখানেই থেকে যাওয়ার চেষ্টা করবেন এরকম মনে হয়না । কোটা পদের সংখ্যা জেনেরাল এর চে অনেক বেশি বা কোটা প্রার্থীদের এত্রিষণ রেট্ হাই ডিউ টু আন্ডার পারফরম্যান্স । সেকেন্ড টা অমূলক কারণ হলে প্রথম কারণ টাকেই সিঙ্গল আউট করে।
  • hu | 188.91.253.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫১669052
  • কোটা যদি বছর বছর না বাড়ে আর জেনারেল ক্যাটাগরির থেকে যদি কোটার সংখ্যা বেশি না হয় তাহলে এই ডেটা থেকে দেখা যাচ্ছে রিসার্ভ ক্যাটাগরিতে অ্যাট্রিশন খুব বেশি। সব বিভাগেই। অ্যাট্রিশন কেন এত বেশি সেটা খোঁজ নেওয়া দরকার। এটা তো আইটি ইন্ডাস্ট্রি নয়। কোন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাট্রিশন এত বেশি হলে সেটা গবেষনা এবং পড়াশোনার মান - দুটোর জন্যই খারাপ।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৪669053
  • বি

    আপনার ডেফিনিট কিছু বলার থাকলে কাইন্ডলি বলে ফেলুন :) আগে একবার বলেছিলেন খেয়াল করেছি যে কনসিউমার ফিডব্যাক ছাড়াও কোনো কোম্পানির এমপ্লয়ী দের পারফরম্যান্স মাপার অনেক প্রসেস আছে ।
    এবার ,আমি কনসিউমার ফীডব্যাক ডেটা কেন চাইছি খুব স্পষ্ট করে বলেছিলুম । ২০১২ সালের ডেটার বেসিসে এই রিপোর্ট এবং তখন যা সোশিও-পলিটিকাল ব্যাকগ্রাউন্ড তাতে কোটা পলিটিক্স এর শিকার হতে কোনো বস তার কোটা য় নিযুক্ত কর্মচারী সম্বন্ধে নেগেটিভ রিমার্ক দেবেননা । রেইল এর ইন্টারনাল সিস্টেম থেকে যে ডেটা এসেছে তাকে বিশ্বাস করার কারণ কী ?

    অক্ষ তো একঝাঁক নাম ছুঁড়ে দিলেন ,আপনি বললেন আরও নানা সিস্টেম আছে । এই সিস্টেম এর গার্বেজ ইন কেই তো প্রশ্ন করা হচ্ছে । এখনো কোনো উত্তর পাইনি :) আমাকে কিছু বলার হলে একটু কাটা কাটা করে বললে ভালো হয় । এটাত মৌমাছির জীবনচক্রের ডেটা নয় , পলিটিকালি কানেক্টেড একটা ডেটাসেট ।কাজেই ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠবেই । অপছন্দ হলেও ।
  • b | 135.20.82.164 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১০669054
  • নাঃ, মেজারেবল ডাটা আছে তো। প্যাসেঞ্জার রেভেন্যু, ফ্রেট রেভেন্যু, সময়ের সাথে তার ওঠা পড়া, রেট অফ রিটার্ন, এগুলো দিয়ে তো ম্যাক্রো লেভেলে পারফর্ম্যান্স বিচার করা যায়ঃ যেটা এই পেপারের উদ্দেশ্য। যেমন ইন্ডিয়ান ইকনমির হাল হকিকত দেখতে আপনি আর বি আই-এর গ্রোথ রেটের দিকেই দেখবেন, সারা বিশ্বের লোক ইন্ডিয়া সম্পর্কে কনফিডেনশিয়ালি (কিম্বা তাবৎ বস) কি ভাবে, সেদিকে দেখবেন-ও না।

    অক্ষের দেওয়া লিংকটা আরেকবার দেখুন ওনাদের মেথডলজি নিয়ে।
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪০669055
  • আরে এই কোটা সংক্রান্ত প্রবলেমে আই এস আই তে হায়ারিং বন্ধ সে খবর রাখেন কেউ?
    (মানে ভারতের ISI)
  • | 213.99.211.19 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৩669056
  • জানি । ক দিন আগে আই এস আই তে গিয়েছিলাম তখন এক রিসার্চ স্কলার বললো।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০২669057


  • ঃ)
  • একক | 24.99.218.245 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৭669058
  • @b

    পেপার টা পড়ছি ।১৭ পাতা হয়েছে। সবকিছু যে পড়েই বুঝছি তা নয় । হয়ত অভ্যুবাবুর সাহায্য চাইব কিছু জিনিস বুঝতে ।

    তবে পদ্ধতি টা ভারী মজার । এরকম একটা মডেল দিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ তে পাশ করাকে মাপকাঠি ধরে প্রমান করে দেওয়া যায় যে কোটা তে সিভিলের যোগ্যতার ছাত্রকে ইলেকট্রনিক্স পড়ালেও কিস্যু যায় আসেনা ।কারণ সেই তো ক্যাম্পাসে আগের মতই ছেলেপুলে যাচ্ছে । এনিওয়ে ,পুরোটা আগে পড়ে দেখি ।তারপর বিভিন্ন নোন অকারেন্স এর ওপর চাপিয়ে দেখতে হবে ইটসেলফ আমাদের দেশের সিস্টেমে এর এফিসিয়েন্সি কতটা ।
  • b | 135.20.82.164 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৯669060
  • সব মাপকাঠির-ই এক প্রব্লেম, দারিদ্র্যরেখা থেকে শুরু করে। কি আর করা যাবে?
  • potke | 126.202.145.85 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৭669061
  • শুধু হার্ভার্ড না, আমেরিকার বেশীর ভাগ ইউনি তে লেগাসি সিস্টেম চালু।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৭669062
  • Because private universities in U.S. rely heavily on donations from alumni, critics argue that legacy preferences are a way to indirectly sell university placement. Opponents accuse these programs of perpetuating an oligarchy and plutocracy as they lower the weight of academic merit in the admissions process in exchange for a financial one. Another criticism is that the wealthy are given an insurmountable advantage which hinders economic mobility within the society, in effect creating a de facto caste system.

    Economically, while many schools say that a main reason for legacy preference is to increase donations,[7] at an aggregate (school-wide) level the decision to prefer legacies has not been shown to increase donations.[8] However, in many instances, while alumni donations may go up if a child is intending on applying, donations fall if that child is rejected.[9]

    Some supporters of the elimination of all non-academic preferences point out that many European universities, including highly selective institutions such as Oxford and Cambridge, do not use legacy, or athletic preferences in admissions decisions.[10]

    আচ্ছা, ধরুন ৬ টা এ লেভেল পেলে ডাক্তারি পড়া যায়। আমেরিকা কি দুটো এ পেলে এলাউ করবে? আমি ইংল্যান্ডের সঙ্গে তুলনা করে বলছি।
  • dc | 213.109.107.225 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৬669063
  • কোটা সিস্টেম নানান ভাবে সব কিছুতেই আছেনা? মানে চাকরিক্ষেত্রে ওল্ড বয়েজ নেটওয়ার্ক নামের একটা জিনিষ, তারপর পলিটিক্সে এইযে ডাইনাস্টিগুলো, এগুলোও তো একেক রকম কোটা। তো শুধু পিছড়েবর্গের কোটা নিয়ে এতো টানাটানি হয় কেন? (অবশ্য পলিটিকাল পার্টিগুলো কোটা সিস্টেম নিজেদের লাভের জন্য ব্যবহার করে, সেটাও একটা আর্গুমেন্ট)
  • কৌ | 105.130.15.96 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৭669064
  • কিন্তু ব্রাহ্মন মাত্রেই বুদ্ধিমান কী?
  • - | 109.133.152.163 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২১669065
  • ব্রাহ্মণ।
    ণ।
  • | 213.99.211.132 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৩669066
  • ভালো প্রশ্ন !! ঃ))
  • potke | 126.202.145.85 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৯669067
  • উত্তর বিপ পাল জানে।
  • aka | 34.96.239.132 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৬669068
  • গব্বরের ডাকাতগুলো যখন ধর্মেন্দ্রর হাতে উত্তাল ক্যাল খাচ্ছে(অমিতাভ মারা যাবার পরে) তখন শিলু বলেছিল - "দ্যাখ দ্যাখ কোটায় ডাকাত হয়েছে"।

    *বক্তব্যের দায় যে লিখছে তার নয়।
  • obc | 127.194.49.121 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৬669069
  • "সরকারী প্রতিষ্ঠানে হোক না ১০০% কোটা। মানুষের ভরসা তো প্রাইভেট সেক্টর।" - ওতেও নিস্তার নেই - এরা তো প্রাইভেট সেক্টর কেও কোটা তে টেনে আনতে চাইছে । equality injustice এর কার্টুন টা ফিনান্সিয়াল ক্ষেত্রেই বেশি প্রযোজ্য । সামাজিক বৈষম্যের ব্যাপারে আপত্তি ভালো কথা , কিন্তু সেটা যখন সেই গল্পে পড়া " তুই না তো তোর্ পূর্বপুরুষ করেছে তাই ফল তুই ভোগ কর " জাতীয় রিভেন্জ্ফুল মনোভাব হয়ে দাড়ায় ভয় করে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া জনতা পিছিয়ে থাকে , কোটার সুযোগে তেলা মাথায় আরো তেল লাগে ।
  • pi | 192.66.3.219 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৯669071
  • এই জেনেরেশনে কিছু কম বৈষম্য ভোগ করতে হয় নাকি না মা বাবার বৈষম্যের কোন সরাসরি প্রভাব ছেলেমেয়ের মধ্যে পড়েনা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন