এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ৯৯৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 126.202.145.85 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৬669072
  • আশিস নন্দী একটা ভালো কথা বলেছিলেন। " আমি-আপনি ছেলে মেয়ে, ভাই,জামাই দের রেকো দিয়ে কোথাও ঢুকিয়ে দিন আর সেটাকে বলুন ট্যালেন্ট নারচারিং। আর বাদবাকি কোটা" -ঃ)
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৯669073
  • pi , আপনি কি পূর্ব উল্লেখিত, জাতপাত ধর্ম,লিঙ্গ,অনুন্নত অঞ্চলে বসবাস কারী জনতা, ছিন্নমূল জনতা,উচ্চবর্ণের ভিতর অবহেলিত শ্রেণী,সব্বার জন্য কোটার পক্ষপাতি?
    যদি বিশ্বাসী হন, তাহলে কিভাবে এদের কোটা ভাগ করে দেবেন?
    বর্তমানে যে কোটা সিস্টেম চালু আছে( উচ্কশিক্ষা/ চাকরিতে কোটা ) ,এতে করে কি সমস্যার সমাধান হবে মনে করেন?
    জাতপাত ভিত্তিক কোটা কি, জাত পাতের সমস্যা কে বাড়িয়ে তোলে না?
    মুকেশ আম্বানির ছেলে আর পাড়ার মুদীর ছেলে ( জন্মসুত্রে উচ্চ বর্ণ) সে কি জন্মগত ভাবে বৈসম্যের শিকার নয়?

    আর কওয়াক ডাক্তারের উত্তর টা জানা হলো না।সেতো এমনিতেই ভালো চিকিত্স্যা করে ও প্রেসক্রিপশন লেখে।
    তাকে ফর্মাল ট্রেনিং কেন দেবেন?
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৬669074
  • potke , এই গুরুতে পাতার পর পাতা তর্ক হয়েছে। পিটি বাবু বা আরো অনেকে জানিয়েছেন, পি এস সি ও এস এস সি আসার পর রেকোর দরকার পড়ে না। কথা টি যদি আংশিক সত্যি ধরে নেই, তাহলে এই সেটের বাইরে বিরাট জনতা আছেন, যারা রেকো ছাড়াই চাকরি বাকরি পেয়েছেন/করছেন।
    আর জয়েন্ট/ আই আই টি/ আই এস আই/ আরো প্রিমিয়ার ইন্সটি গুলোতে নিশ্চয় রেকো কাজ করেনা। মেরিট লিস্ট অনুসারেই তারা ভর্তি হয় জানি ।ট্যালেন্ট নার্চার এর সঠিক প্রয়োগ তো হলো না।
  • potke | 126.202.145.85 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৯669075
  • আই-আই-টি গুলোতে একটা বি-ও-জি কোটা আছে, খোঁজ নিয়ে দেখুন।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩১669076
  • না জানি না। সেটা কি বস্তু ?
    মানে কারোর নাম মেরিট লিস্টের ওপরের দিকে থাকলে অন্য জন চলে আসবে?
  • potke | 126.202.178.212 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫০669078
  • পিটিদা, এখনো আছে ঐ কোটা?
  • potke | 126.202.178.212 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫০669077
  • বি-এস-সি কোর্সে ফ্যাকাল্টিদের ছেলে মেয়েরা আই-আই-টি জে ই ই তে অনেক কম নম্বর পেলেও পড়তে পারে। আমার মাসির মেয়েই ওভাবে ঢুকেছিল।

    বি-ও-জি= বোর্ড অফ গভর্নর্স, বেসিকালি আই-আই-টি ফ্যাকাল্টি।
  • aranya | 154.160.226.94 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩০669079
  • আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আন্ডার গ্র্যাড অ্যাডমিশনে বোধহয় ফ্যাকাল্টি কোটা নেই। পিটি কনফার্ম করতে পারেন
  • aranya | 154.160.226.94 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৫669080
  • তবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আরও কিছু কোটা আছে মনে হয়, অন্তত আগে ছিল - এনারাই কোটা, অ্যালামনি কোটা ? , অন্য দেশের নাগরিকদের জন্য (কিছু দেশের ক্ষেত্রে) ইঃ
  • SC | 78.96.24.42 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:১৬669082
  • এন আর আই কোটা অর্থাত ডাসা, এখন আর নেই। বাকিগুলো জানি না।
  • lcm | 118.91.116.131 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৭669083
  • ইউএস-এর ইউনি গুলোতেও লিগেসি অ্যাডমিশন অবশ্যই আছে, তবে একেবারে গ্য়্র্যান্টিড নয়, যে বাবা-মা সেখানে পড়েছিল বলেই সন্তানের পাক্কা চান্স। এখন শুধু পড়লেই হবে না, সেই অ্যালাম্‌নি ক পয়সা ডোনেট করেছে তার ওপর নির্ভর করে। বেসিক্যালি, ডোনেশন দাও, অ্যাডমিশন নাও। অবশ্য রাজার ছেলেমেয়ে হলে (ছোট বুশ বা চেলসি ক্লিন্টন) অ্যালাম্‌নি না হলেও চলবে। তবে হ্যাঁ, ইচ্ছেমত বিষয় নেওয়া যায় না। অর্থাৎ, বড় বুশের ছেলে হলেও ছোট বুশ হার্ভার্ডে কম্পুটার সায়েন্স মেজর পায় না। অবশ্য ওদের ওসব লাগে না। স্টুডেন্ট নিজেই মেজর।
  • Arpan | 233.227.98.33 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৪669084
  • নিন, মিনিময় করেন।

  • de | 69.185.236.51 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৭669085
  • আইআইটিগুলোতে কোটা ভিত্তিক অ্যাডমিশন হয়ে যেসব ছেলেপুলে আসে, প্রথম থেকেই টীচার এবং বাকি নন-কোটা স্টুডেন্টরা তাদের ব্যাঁকা চোখে দেখে -

    আরেকটা প্রবলেমও আছে - অনেক সময়েই সারনেম দিয়ে বোঝা যায় যে এসসি/এসটি/ওবিসি - সেইসব ছেলেমেয়ে হয়তো জেনারাল ক্যাটিগোরিতেই সিলেক্টেড হয়েছে প্রপার যোগ্যতা দেখিয়ে, তাও তাদেরকে "কোটা পাবলিক" বলে ব্যাঁকা মন্তব্য শুনতে হয়।

    যতোদিন সামাজিক আর অর্থনৈতিক বৈষম্য দূর না হচ্ছে, কোটা থাকুক - তবে ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে দূর্বলদেরই জন্যই শুধু কোটা থাকা উচিত।
  • !! | 133.242.242.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪১669086
  • কোটা থাকুক, এত বছরের বৈষম্য এত সহজে দূর করা যায় না। যারা এই কোটার বিপক্ষে বলছেন তারা নিজেরা বৈষম্যের সম্মুখীন হলে কি রকম লাগে নিশ্চই বিদেশ গিয়ে বুঝতে পেরেছেন। আরও কিছু বছর পর অর্থনৈতিক বিচারেরও সংরক্ষণ করা হ্ক। কিন্তু সংরক্ষণ বন্ধ করার মত সামাজিক পরিস্থিতি এখন ও আসে নি।
    ক্লাইভ রাইস,ব্যরি রিচার্ড্স তো বর্ণ-বৈষম্যও সমর্থন করে তখন দলের হয়ে খেলেছেন। তাদের কথা মানা মুস্কিল।
  • Reshmi | 129.226.173.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৩669087
  • বহু বছর আগে অন্য একটা সাইটে, যতদূর মনে হয় hu লিখেছিল, এই যে আমাদের দেশের মেয়েরা যেখানে ২ জেনারেশন আগেও স্কুল কলেজের ছায়া মাড়াত না বহু পরিবারে, সেখান থেকে তারা বর্তমানে শিক্ষা-দীক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে, সেটার জন্য তো কোন কোটা লাগে নি।
    কথাটা মনে রয়ে গেছে।
  • b | 135.20.82.164 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৮669088
  • লেগেছিলো তো। অন্যভাবে। মেয়েদের ইস্কুল করে। সেখানে পড়বে মেয়েরা, পড়াবেন-ও মেয়েরা।
  • Reshmi | 129.226.173.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫০669089
  • সে তো স্কুলে বা কলেজে। কিন্তু তারও পরে?
  • b | 135.20.82.164 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫০669090
  • আর সেটাও, খুব একটা সহজে আসে নি।
  • b | 135.20.82.164 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৪669091
  • আপনি তো শিক্ষা-র কথাটাই বললেন। আর চাকরি বাকরির ক্ষেত্রে যৌথ পরিবারে ভাঙন, মেয়েদের 'পরায়া ধন' বলে দেখার মানসিকতা বদল এসবও আছে। তা সত্ত্বেও, একজন মেয়েকে, শুধু মেয়ে বলেই কর্মক্ষেত্রে প্রচুর লাঞ্ছনা সহ্য করতে হয় না কি, বিশেষ কয়েকটি চাকরি ছাড়া?
  • Reshmi | 129.226.173.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০২669093
  • না আমি শিক্ষা-দীক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে বলেছিলাম।
    আর কর্মক্ষেত্রে প্রচুর লাঞ্ছনা সহ্য করতে হয়, সেটা অন্য প্রসঙ্গ, এখানে বক্তব্যটা ছিল এন্ট্রি বেরিয়ারটা কোটার সুবিধা ছাড়াই ভাঙতে পারা যায় কি না সেই নিয়ে।
  • b | 135.20.82.164 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২১669094
  • অবশ্যি। তবে তার জন্যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দরকার, যা পশ্চিমি দেশগুলিতে মেয়েদের কাজের চাহিদা সৃষ্টি করল আর সেই সামাজিক প্রক্রিয়াটি, হনুকরণের মাধ্যমে আমাদের দেশে এসেও পৌঁছলো। ( এখানে অবশ্যই আমি হনুকরণের বিগ ফ্যান)
  • de | 69.185.236.53 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৩669095
  • জেন্ডার বায়াস কিন্তু পশ্চিমেও দেখেছি -

    এছাড়াও ছেলেপিলে হয়ে গেলেই দিব্বি প্রফেশনাল মা'র শহীদ হওয়াও দেখেছি!
  • !! | 134.123.232.190 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৯669096
  • কি বলেন মেয়েদের কোটা দরকার নেই? এখনও পশ্চিমের দেশেও মেয়েদের জন্য "গ্লাস সিলিং" আছে। আর আমাদের দেশের মেয়েরা যদি চাকুরী করেন তাদের অনেকই ঘরে বাইরে কত বাধার সম্মুখীন হতে হয় তা কি কহতব্য। যারা সরকারী চাকরী করেন তাদের একটু ভাল অবস্থা, অন্যদের বিভিন্ন রকমের ভেদাভেদের সম্মুখীন হতে হয়।
  • d | 24.97.45.98 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৮669097
  • ঠিক হনুকরণ নয় বি। দেশভাগ একটা বড় ভূমিকা (নাকি ভুমিকা?) পালন করেছে এখানে।
  • b | 24.139.196.6 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪১669098
  • ভূমিকা।
    কিন্তু দেশবিভাগ তো শুদু বাঙলা আর পাঞ্জাব। বাকি দেশ?
  • hu | 101.185.15.77 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৫669099
  • bর কথাটা বুঝলাম না। কাজের চাহিদা তৈরী হলেই তাহলে হাজার হাজার বছরের অপ্রেশনের ফলে চাপা পড়ে যাওয়া স্কিল সেট দৌড়তে শুরু করতে পারে? সেটা তাহলে সব ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন?

    পশ্চিমের দেশগুলোতে STEM এ মেয়েদের জন্য স্পেশাল কনসিডেরেশন থাকে জেনে অবাক হয়েছিলাম। তবে ব্যক্তিগত ভাবে বলতে পারি হঠাত করে মেয়েদের জন্য কোটা তৈরী হলে আমি নিজে ব্যাপারটা আদৌ উপভোগ করব না। কিছুদিন আগে অন্য একটা টইতে বাসে লেডিজ সীট নিয়ে কথা হচ্ছিল। এটা আমার খুবই অস্বস্তির জায়গা। তাও খালি থাকলে আমি লেডিজ সীটেই বসি। কারন তার বদলে জেনারেল সীটে বসলে একটি পুরুষের জায়গা নিয়ে নেব। দাঁড়িয়ে গেলে এই ডিলেমা অ্যাভয়েড করা যায়। কিন্তু সেটা সবসময় শরীরে দেয়্না।
  • Reshmi | 192.68.236.131 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫669100
  • আমার ইন্জীনিয়ারিং ক্লাসে কোটা ছাড়াই ২৫% মেয়ে ছিল, সে তো প্রায় ২০ বছর আগের কথা। এখন তার থেকে কমে নিশ্চই যায়নি। এর পরেও কোটার দরকার কেন? ওটা ৫০% করার জন্য?

    চাকরী ক্ষেত্রে মেয়েদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেটা তো প্রাসঙ্গিকই নয় এই আলোচনায়, তবুও বারবার সেটাই কেন ঘুরে ঘুরে আসছে বুঝতে পারছিনা। যাকগে।
  • Arpan | 233.227.98.33 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৪669101
  • হু আর রেশমীর সাথে একমত।

    তবে আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে। সংসদীয় গণতন্ত্রে ৩৩% মহিলা আসন সংরক্ষণ বিষয়ে কী মতামত? আদৌ উচিত না/ গ্রাসরুট লেভেলে করা উচিত/ আর্থিক ভাবে পিছিয়ে থাকা বর্গের মহিলাদের জন্য করা উচিত/ ওবিসি ও দলিতদের জন্য এতেও কোটা থাকা উচিত ইত্যাদি।
  • potke | 126.202.132.140 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৬669102
  • পশ্চিমের দেশগুলোতে স্টেম/সেলিব্রসন অফ উমেন ইন কম্পুটিং এগুলো হবার পিছনে কারন আছে।
  • a x | 138.249.1.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৪669104
  • এই উত্তরটা খুব একটা সহজ না। যেটা হু আর রেশমি বলছে। প্রথমত শুধুমাত্র চাকরি করা বা শিক্ষায় অগ্রগতি দিয়ে অপ্রেশন মুক্ত হওয়া মাপা হচ্ছে, তাও যদি ধরেও নিই, যে এই চাকরির ব্যপারেই সীমাবদ্ধ রাখব - সেখানেও বিশাল ওয়েজ ডিস্প্যারিটি, গ্লাস সিলিং, ড্রপ-আউট এগুলো মাথায় রাখতে হবে। তারপরে মাথায় রাখতে হবে সেই আদি ও অকৃত্রিম মার্ক্সবাবুর ক্লাস - বর্ণহিন্দু, উচ্চবিত্ত মেয়েদেরই আমাদের দেশে সবচেয়ে বেশি লাভ হয়েছে। এর ছিঁটেফোটাও নিম্নবিত্ত মেয়েদের ভাগে পড়েনি। আমাদের দেশের কনটেকস্টে নিম্নবর্ণ ও নিম্নবিত্ত বিশাল ভাবে ওভারল্যাপিং। কোটা ছাড়া উন্নতি হয়েছে ক্লাস ইন্টেরেস্টে। ফেমিনিস্ট মুভমেন্টগুলোর এটা একটা কমন ক্রিটিসিজম - এদেশে ও বিদেশে। এইভাবে দেখলে মেয়েদের মর্টালিটি, হেল্থ এগুলোর ফারাক-ও পরিষ্কার।

    কাজেই কেউ যখন বলে মেয়েদের জন্য কোটার প্রয়োজন নেই, সেটাও কিন্তু ঐ নিজের পারিপার্শিক বিচার করেই বলছে।

    কাজের চাহিদা মেয়েদের চাকরিতে আসার ব্যাপার সহায়ক হয়েছে প্রসঙ্গে - নিম্নবর্ণ কাজের সুযোগ পাচ্ছেনা, এটাও না - পাচ্ছে, ঐ যে সদা বলল, জমাদারের কাজ - বা ম্যানুয়াল লেবার, যা আমাদের দেশে নীচু চোখে দেখা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন