এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মুখ ঢেকে যায় অ্যাডে......

    boo
    অন্যান্য | ২১ আগস্ট ২০০৬ | ১১৪৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.132 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:১৪673334
  • আঁই আঁই চম্পা
    আঁই আঁই শম্পা

    বলেও একটা গান হতো সার্ফ না কিসের বিজ্ঞাপণে।
  • nyara | 67.88.241.3 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:১৫673335
  • p3 পুরোটা ভুলে গেছিলাম। সত্তরের শেষের দিকে রাত নটায় P3-র আসরে 'কালো ভ্রমর'।

    Dendrite মনে আছে?

    (কি যেন)
    ভাঙুক না খেলার পুতুল
    কাঠের তৈরি ফার্নিচার
    কিম্বা প্লাস্টিক
    ভাঙা সংসার ছাড়া সবই প্রায় জুড়ে দেবে -
    দিক্‌বিজয়ী ডেনড্রাইট।
    ডেনড্রাইট, ডেনড্রাইট।
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:১৬673336
  • পরিবার পরিকল্পনার অ্যাডের গান রেডিওতে শোনা, হিজড়েরা গাইছে

    মা ষষ্ঠি এসেছে,
    সোনার চাঁদ এসেছে,
    বছর বছর বাচ্চা হবে..

    ধমক দিয়ে থামিয়ে দিলো নারীকণ্ঠ,
    না! বছর বছর নয়, তিন চার বছর পরে।

    এরপরে পুরুষকণ্ঠে,
    ব্যবহার করুন নিরোধ, আপনার নিকটবর্তী পরিবারকল্যান কেন্দ্রে পাওয়া যাচ্ছে, পঁচিশ পয়সার তিনটি।
    টিং টং
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:১৯673337
  • আই আই চম্পা
    আই আই শম্পা
    দ্যাখ জামা কাপড় আজ ধপ্‌ধপে সা আ দা
    ক্যামো ও ও ন পোরিষ্কার
    আমি সিফোম করেছি ব্যবহার
    আমি সিফোম করেছি ব্যবহার

    টেরিলিন টেরিকট্‌ যাই কেন হোক্‌
    সিফোমের গুণে সব জুড়োয় যে চোখ
    রাখে টেঁক্‌সই সব জামা আ কাপোড়
    তাই
    ঘারে ঘরে সিফোমের অ্যাতো সমাদর
    আহা
    ঘারে ঘরে সিফোমের অ্যাতো সমাদর
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:২৩673338
  • হাহা: হিহি: হোহো: হাহা:
    হাহাহা হাহাহা হাহাহা হাহাহা

    মোনো:পলের হাসির আসর
    হাহাহা হাহাহা হাহাহা হাহাহা

    এবার গানে...

    এলো টিউব হ্যাম্পু মোনোপল
    মোনো:পল্‌, মোনো:পল্‌, মোনো:পল্‌...
  • tan | 131.95.121.132 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:২৪673339
  • সিফোম,হ্যাঁ এটাই। :-)))))
    শনিবারে রবিবারে রেডিওর সেসব জিনিস ছিলো ইউনিক।
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:২৮673340
  • নারী কন্ঠ: এও আমরা এবার ছবি দেখি ক্যামোন?
    শিশুকন্ঠ: হুঁ
    নারী কন্ঠ: এটা হচ্ছে সীহর্স, মানে?
    শিশুকন্ঠ: সোমুদ্দের ঘোআ
    নারী কন্ঠ: হ্‌ম্‌, আর এটা হচ্ছে সীগাল, মানে?
    শিশুকন্ঠ: সোমুদ্দের সাদা পাখি
    নারী কন্ঠ: না আ আ, সমুদ্রের পাখী।
    আর এটা হচ্ছে সীফোম্‌! মানে...
    শিশুকন্ঠ: সাদাজামাকাপোল আমার!
    নারী কন্ঠ: শাব্বাশ্‌!
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:৩২673341
  • এটা অবশ্য অ্যাড নয়, শিশুমহলের ইন্দিরাদি। প্রতি রবিবার এক ডায়ালগ।

    ইন্দিরাদি:- ছোট্টো সোনা বন্ধুরা সব। ক্যামোন আছো তোমরা, ভালো আছো তো?
    বাচ্চাদের সমবেত কন্ঠ:- হ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ
  • tan | 131.95.121.132 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:৩৮673342
  • একটা ছিলো
    প্রিয় মা-আ আ আ সী,আমাদের মাসী
    গল্প শোনায় রোজ আমাদের মাসী।

    এটা সম্ভবত হিন্দি থেকে বাংলায় ডাব করিয়ে করানো হতো,খুব আড়ষ্ট বাংলা শোনা যেতো।
  • kallol | 122.167.64.110 | ২৬ অক্টোবর ২০০৭ ২৩:৪৯673344
  • এবার পরেরটা।
    মার্সিডিজের কারখানা থেকে কিনলে ডিসকাউন্ট পাওয়া যাবে - এরকম বিজ্ঞাপন দেখে এক ভদ্রলোক সিধে কারখানা থেকে গাড়ি কিনলেন। কারখানার সক্কলে তাকে গেট অবধি এগিয়ে দিলে। এক মাইল যেতে না যেতে সে গাড়ি দাঁড়িয়ে গেলো। নট নড়নচড়ন নট কিচ্ছু। সাহেব এটা নাড়ে ওটা চাড়ে, গাড়ি ব্যাটা ঢ্যাঁটার মত দাঁড়িয়ে। শেষে ক্ষেপে গিয়ে বিস্তর গাল পাড়তে পাড়তে সাহেব হেঁটে গেলো কারখানায়। ইনজিনিয়ার থেকে দারোয়ান সক্কলে মহা অতান্তরে। একটা গাড়ি করে সেই ভদ্রলোককে নিয়ে তারা অকুস্থলে পৌঁছলো। তারা সকলে মিলে বিস্তর চেষ্টা করেও যখন কিছু হলো না, টিম লিডার বল্লেন - বনেট খোলো। ওম্মা, বনেট খুলে দেখা গেলো বেবাক ফাঁকা - ইঞ্জিনই বসানো হয় নি।
    ভদ্রলোক ভীষণ অবাক হয়ে জিগালেন - How did it run atall ?
    টিম লিডার স্মিত হেসে জবাব দিলেন - That's the goodwill sir
  • dri | 129.46.154.111 | ২৭ অক্টোবর ২০০৭ ০২:৪৫673345
  • আচ্ছা জয়, আমুলের একটা অ্যাড ছিল না যখন আজাহারউদ্দিন খেলতে নেমেই তিনটে সেঞ্চুরী করেছিল, 'হাজারো দিন্‌কা ওয়ার্ল্ড রেকর্ড'? সেটা তো পেলাম না।
  • dri | 129.46.154.111 | ২৭ অক্টোবর ২০০৭ ০২:৫৬673346
  • আম্রিকায় তো উচ্চশিক্ষা একটি কমোডিটি। তো এটা একটা ইউনিভার্সিটির অ্যাড।

    মোটামুটি অন্ধকার স্ক্রীনে টিংটিং করে অ্যালার্ম বেজে উঠল। ঘুমচোখে একটি ছেলে লেপের মধ্যে থেকে হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করল এবং আলো জ্বাললো। তারপর প্যান্ট জামা পরে জ্যাকেট চাপিয়ে একটা পাওয়ারফুল টর্চ হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। খামারবাড়ীর বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। ছুটতে ছুটতে ছেলেটি এসে পৌঁছল একটা ছোট্ট ঘরের সামনে, তার ভেতর খড়ের ওপর মুরগীগুলো মুখ গুঁজে ঘুমোচ্ছে। ছেলেটা টর্চটা জ্বালিয়ে টর্চের মুখটা হাত দিয়ে চেপে ধরল। তারপর একটু একটু করে জানলা দিয়ে মেলে ধরল মুরগীগুলোর দিকে।

    একটা মুরগী জেগে উঠে ডেকে উঠল। স্ক্রীনের ওপর ফুটে উঠল লেখা -- 'stay curious'।
  • a x | 4.159.128.149 | ২৭ অক্টোবর ২০০৭ ০৩:৪৫673347
  • ধ্যাত। এটা ইউনি'র অ্যাড হবে কেন। এটা তো PBSএর অ্যাড। ওদের সবকটা অ্যাডই বেশ ভালো।
  • dri | 129.46.154.111 | ২৭ অক্টোবর ২০০৭ ০৩:৫০673348
  • ও সরি, এটা পাবলিক টেলিভিশানের অ্যাড।
  • Paramita | 64.105.168.210 | ২৭ অক্টোবর ২০০৭ ১২:০৮673349
  • মাথার ঘন চুল যখন-টায় শেষের লাইনটা কি ছিলো কোনদিন বুঝতে পারিনি।

    মাথার ঘন চুল যখন
    মরূভূমি হয়ে যায়
    ওয়েসিস নিয়ে আসে মরূদ্যান
    মেঘের ছায়ায় ছায়ায়

    ওয়েসিস খুসকি তাড়ায়
    ওয়েসিস উকুনও মারে
    ওয়েসিস মাথাকে ঠান্ডা রাখে
    ওয়েসিস ডাবল অ্যাকশন হেয়ার ফার্টিলাইজার ডিং!

    ঐ ডিং-টা কি ছিলো কোনদিনও বুঝি নি।
  • omnath | 59.93.203.68 | ২৭ অক্টোবর ২০০৭ ১৩:২০673350
  • ডিং না হয়ে কিং হলেই মানে হয়।

    চুল-গজানো-সার -এর রাজা।

    কিছু মনে পড়ল?
  • Jay | 90.200.160.4 | ২৭ অক্টোবর ২০০৭ ১৪:৫৯673351
  • দ্রিদা, আজহারুদ্দিনের টেস্টক্রিকেট অভিষেক ডিসেম্বর ২০০৪। আর আমুলের ২০০৫এর কোনো অ্যাড ওদের সাইটে নেই। মানতেই হবে অ্যাডটা আমি দেখিনি- আমিতো তখন ছোতো।
    এই "আটারলি বাটারলি' দুহিতার দেখতে দেখতে চল্লিশ বছর বয়স হয়ে গেল (প্রথম প্রকাশ ১৯৬৭)!
  • -- | 66.245.159.105 | ২৭ অক্টোবর ২০০৭ ১৫:৩০673352
  • দ্রি,
    আমুলের Azharhuddin কে নিয়ে ad ছিল haazaar din ka 'taste' record !!
  • Jay | 90.200.160.4 | ২৭ অক্টোবর ২০০৭ ১৬:০৬673353
  • Sorry ওটা ১৯৮৪ আর ১৯৮৫ এ কোনো অ্যাড নেই।
  • Suvajit | 124.184.94.73 | ২৭ অক্টোবর ২০০৭ ২০:১১673355
  • আহা দেখলেই বোঝা যায় গ্লাক্সো বেবি
    এই অ্যাডটা মেয়েদের আওয়াজ দেবার হাতিয়ার ছিলো এককালে।

    অস্ত্রেলিয়ায় প্রচুর বিয়ারের অ্যাড দেয়। তার মদ্যে James Boag এর অ্যাডগুলো মজার।
    একটা গরিব লোকের একটা পোষা শুওর ছিলো। লোকটা সার্কাস দেখতে গিয়ে জ্বলন্ত রিং এর মধ্যে দিয়ে বাঘকে লাফাতে দেখে বাড়ি এসে পোষা শুওরটাকে সেই ত্রেনিং দিতে লাগলো। অনেক চেস্টার পর একদিন শুওরটা সত্যি জ্বলন্ত রিং লাফিয়ে পার হলো। এরপর লোকটা একটা বারের সামনে দাঁরিয়ে, পকেটে পয়সা নেই। দেখছে Today's menu flame grilled chicken। এর পরের shot লোকটা আরাম করে বিয়ার খাচ্ছে। Waiter Today's menu মুছে লিখছে roast pork :-)
  • Suvajit | 124.184.94.73 | ২৭ অক্টোবর ২০০৭ ২০:১৪673356
  • * মধ্যে, অস্ট্রেলিয়া, ট্রেনিং, দাঁড়িয়ে
  • Jay | 90.200.160.114 | ২৭ অক্টোবর ২০০৭ ২১:১৮673357
  • আরো দুটো মজার অ্যাড:
    ১) ক্যামলিন মার্কার-

    রাজস্থানের গ্রাম। বাইরে এক ঝাঁক রুদালী অপেক্ষা করছে কখন ডাক আসে। ভেতরে স্বামীর শেষ শ্বাস উঠছে,হতাশ বউ শিয়রে। বদ্যি হাত উল্টালে রুদালীরা এসে বউএর সিঁদুর মোছার চেষ্টা করে। কিন্তু তাতো ক্যামলীনের,মুছবে কিকরে? তারই জোরে স্বামীটিও আবার উঠে বসে।
    ২) "হিলাকে রাখ দে'
    চুলের স্টাইলের জন্যে একটা ক্যান্ডিই যথেষ্ট


    ছোটবেলার একটা অ্যাড ছিল: গ্রাইপ্স ওয়াটারের- তুমি যখন ছোট ছিলে তখন তোমাকেও দিয়েছি, বংশপরম্পরায়।
    রিলায়েন্সের ফোনের অ্যাডে বীরেন্দ্র সেহবাগের মা আসতেন। পুরোটা মনে নেই, কিন্তু বেশ খোরাক ছিল।
    এয়ারটেলের না হাচের অ্যাডে একটা ভীষণ কিউট বাচ্চা ছিল। বোঁচা কুকুরটাও দারুন সুইট।
    ধারা সর্ষেতেলের অ্যাডগুলো ভীষণ ভীষণ বাঙ্গালী। শালিমারের পুজোর সময়কার অ্যাডগুলো তাই। আগেই R(রেজিস্টার্ড ট্রেডমার্কযুক্ত যে জন) বলেছেন

  • Tim | 204.111.134.55 | ২৭ অক্টোবর ২০০৭ ২২:২২673358
  • অ্যাল্পেনলিবের বিজ্ঞাপন, যেখানে সবাই বলছে, ""উপরওয়ালা জানে!"" :-))

    রেডিওতে আগে আগে ""শনিবারের বারবেলা ""র অ্যাডটা মনে আছে। সুর করে বলা, আর তার পরেই ভূতুড়ে দরজার ক্যাঁ-অ্যা-চ করে বন্ধ হওয়ার শব্দ! :-)))
  • b | 78.137.144.235 | ২৮ অক্টোবর ২০০৭ ০৪:০৩673359
  • শুরু হচ্ছে, ডি'ভাইজ কেমিকাল নিবেদিত, বিশেষ বেতার অনুষ্ঠান, শনিবারের (ইকো) বারবেলা(আ-আ-আ)। তারপরেই ক্যাঁচ।
    আরেকটা:
    হাম্বাআআ ( ব্যাকগ্রাউন্ড)
    'বালতিটা যে দুধে ভরে গেল ঘোষ মশাই।'
    'ভরবে না? কপিলা পশু আহার কি এমনি এমনি খাওয়াই?'
    (এটা হত সন্ধ্যা বেলায়, কৃষিকথার আসরের পরে)
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
    সকালে, 'চাষী ভাইদের বলছি'-র আগে বা পরে,অনেকটা র‌্যাপ গান:
    ও চাষি ভাই, মাজরা পোকা হানা দিতে পাআরে-এ-এ-এ (ডুম ডুম বাজনা)
    বায়ার এর মেটাসিক-৫০ দিয়ে নিমেষে পোকা মারো
    মাথার ঘাম পায়ে ফেলা ধান রক্ষা করো (ও-ও-ও)
    বায়ার এর মেটাসিক-৫০ দিয়ে ভরপুর ফসল হয়
    চাষি ভাই-এর জয় রে,
    (সমবেত কন্ঠে)
    চাষি ভাই-এর জয়।
    (প্রি-সিঙ্গুর)

  • b | 78.137.144.235 | ২৮ অক্টোবর ২০০৭ ০৪:০৬673360
  • সরি 'হাতুড়ি মার্কা ফিনাইল-এক্স প্রস্তুতকারক, ডিভাইজ কেমিক্যাল নিবেদিত....
  • J | 77.56.71.54 | ০৫ নভেম্বর ২০০৭ ০২:২০673361
  • ঝল্‌মল্‌ ঝল্‌মল্‌ নতুন বাহার
    পন্ড্‌স্‌ কোল্ড ক্রীম এখন হাল্কা নতুন জার।

    বেশী ক্রীম ধরে এতে পুষ্টিগুণে ভরে
    এখানে পন্ডস্‌, ওখানে পন্ড্‌স্‌- ত্বক চক্‌চক্‌ করে।

    পরোয়া করিনা আর শীতের হাওয়া
    আরে! হ্যালো, আরো পন্ড্‌স্‌ গিয়েছে পাওয়া!

    লেমন কোল্ড্‌ ক্রীমের প্রশংসা কতো,
    ব্যাগে এর টিউব ভরো, মাখো চাও যত।

    টেপো আর মাখো, তোলো হাসির জোয়ার!
    কন্‌কনে শীতে ত্বক ফাট্‌বে নাকো আর...

    পন্ড্‌স্‌ কোল্ড ক্রীম মেখে ওড়া মজাদার!
  • J | 77.56.71.54 | ০৫ নভেম্বর ২০০৭ ০২:২৪673362
  • দাদু খায়, নাতি খায়, থিন অ্যারারুট বিস্কুট।

    -দাদু! প্লেট শেষ!
    - বৌমা!
    - যা আ আ ই..
    - খোকনকে আরো বিস্কুট দাও।
    -ওমা! আপনর প্লেটটাও তো দেখছি সাফ ক'রে ফেলেছেন।
    -আরে তাতে কী হয়েছে? আমি তো সেই পঞ্চাশ বছর ধরেই খচ্ছি ব্রিটানিয়ার থিন অ্যারারুট বিস্কুট।
    - যতো খাবে, ততই ভালো লাগবে।
  • m | 12.217.28.221 | ০৫ নভেম্বর ২০০৭ ০৩:২১673363
  • টুকরো টুকরো যত স্মৃতি
    আঁকা হয়ে যায় এ জীবনে
    কিছু সব ছাড়িয়ে ,কিছু যায় হারিয়ে
    বারে বারে ফিরে আসে মনে..
    দাদুর সঙ্গে খাবার নিয়ে নাতনি বৃদ্ধাবাসে দেখা করতে এসেছে,দাদুর চোখে জল- খাবারের স্বাদ বয়ে আনছে কুকমী ডাটা গুঁড়ো মসলা।
    অ্যাড টা তেমন আহামরি নয়,কিন্তু গান টা বড্ড ভালো।
  • J | 77.56.71.54 | ০৫ নভেম্বর ২০০৭ ০৩:২৪673364
  • ছোটো ছোটো বাসন কোসন
    ছোটো হাঁড়ি কুড়ি
    ডাটার গুঁড়োমশলা দিয়ে
    রান্না ভালোই করি
  • J | 77.56.71.54 | ০৫ নভেম্বর ২০০৭ ০৩:২৬673366
  • শ্যাম্পু ল্যাক্‌মের
    তায় চেহারা আপনার।
    দেখবেন... নজর না লেগে যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন