এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • টার্গেট

    pi
    সিনেমা | ২৭ এপ্রিল ২০১৫ | ৫৮৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৪৪673505
  • হ্যা মা-বউ সিরিস দেখে আহাউহু করিনা অবস্যই কারণ আহাউহু করার মত কিছু পাইনা। দুএক জায়গা হয়ত ভাল্লাগলো কিন্তু মোটের ওপর একঘেয়ে লাগে । কিন্তু গালাগাল ও দিই না ।গাল দি এই নব্য পপিচু দের । কারণ সিরিয়াসলি বিকট প্রিতেন্শাশ লাগে :(
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৪৬673506
  • দমদি, উর্বীদির কাজ কিভাবে পড়া যায়?
  • san | 113.245.14.206 | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৪৮673507
  • "নাচ দেখে লোকে মস্তি পায় না তো কী পায় " - পড়ে স্লাইট দুঃখুমত পেলুম , এক্কালে নাচ শিখতাম বলেই হবে :-(

    কিন্তু সেটা বড়ো কথা নয়। কথা হল , অবাস্তবতা নিয়ে বোদ্ধা বা কলচরড কারই বা কবে মাথাব্যথা ছিল ? ছিল , বা আছে , 'মোটাদাগের' ব্যাপারটা নিয়ে। যথেষ্ট 'সেরিব্রাল' নয় বলে। বাঙালি অবাঙালি নির্বিশেষে।
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৫০673508
  • আমার ওই এটা ভালো কালচার ,ওরকম নাচ অপসংস্কৃতি এসব চাপ নাই । যে কোনো ক্ষেত্রেই পুরো মাল্টা দাঁড়ালো কিনা সেটাই শেষ কথা । আর সর্বদা খিল্লি নিতে বি-গ্রেড দেখি তা নয় ।পাল্প ফিকশন টাইপ টা আমার প্রিয় । কোথাও কোথাও সেটা অল্পস্বল্প ছোয়া পাই ।পুরোটা দাঁড় করাতে পারেনা সে কী আর করা যাবে । একসময় জাস্ট কিছু না ভেবে সিনেমা পেলেই দেখতুম । এখন সময় কম কাজেই বেছে দেখতে হয় ।
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৫৩673510
  • স্যান

    পারফর্মিং আর্ট তো মস্তির ই জিনিস :( মানে সে গান-নাচ-সিনেমা যাই হোক ।যাহাতে মস্তি নাই তাহাতে কিস্যুই নাই ।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৫৫673511
  • আমিতো সমস্ত হিন্দি বই দেখেছি। হলে গিয়ে। যেগুলো হলে গিয়ে দেখবার সুযোগ পাই নি সেগুলো ক্যাসেট/ভিসিডি ইঃ। ডিডিএলজে আশিকি কত্তোবার দেখেছি, আরো অনেক বই যেমন দিল হ্যায় কি মানতা নেহি। সব ডায়ালগ মুখস্ত ছিলো। শারুখের সব বই। ডন ডর বাজিগর ...
    তারপরে রিত্তিক রোশনের সেই কহো না পেয়ার হ্যায় বার কুড়ি দেখেছি, রিত্তিকের বাকি বইগুলো সব দেখা।
    সালমানের ভক্ত সেই ম্যায়নে ওএয়ার কিয়া থেকে। সব ডায়ালগ তখন মুখস্ত ছিলো।
    অজয় দেবগন। তারপরে অক্ষয় কুমার। সাইফালি খান। ওলে ওলে ওলে, ওলে ওলে ওলে।
    বাংলা বই ও সব দেখেছি বৌ সিরিজের সবকটা। গোটা সাতেক। খুব ভালো লাগে দেখতে। দেবের বই দেখেছি খোকাবাবু, পাগলু, সমস্ত।
    তবে কি আমি বাঙালী নই?
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৫৯673512
  • তারপরে অনিল কাপুর, শ্রীদেবী। লমহে যে কত্তোবার দেখেছি। কুঁওরজী, কুঁওরজী...
    তারপর চান্দনী। রিষি কাপুর। ফেভারিট, সেই ববি থেকে।
    প্রসঙ্গতঃ চান্দনীতে রিষিকাপুরের যেখানে ফিজিওথেরাপি হয়েছিলো, সেইখানে আমারো ফিজিও হয়। সেই এক স্টাইলে। ভাবলেই গায়ে কাঁটা দেয়।
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:০০673513
  • দেবের সিনেমাগুলো আমি অবশ্য পুরো দেখে উঠতে পারিনি ।ফাস্ট ফরোয়ার্ড করে করে দেখেছি ।বাকি যেগুলো বললেন অন্তত একবার করে দেখেছি ।
  • san | 113.245.14.206 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:০১673515
  • এটা আসলে শব্দপ্রয়োগের ব্যাপার । ক্লাসিকাল আর্ট প্রসঙ্গে মস্তি শব্দটা লোকে বলেনা কারণ মস্তি কথার যে কনোটেশন আমাদের মনে সুপ্ত আছে ( বা টিনবয়সে ছিল) তা কম্প্লিটলি আলাদা :-) এখন আপনি যদি বলেন যে অনুভূতি পাবার জন্য গভীর রাতে সরোদ শুনি তাকে আমি 'মস্তি' বলেই ডাকব , তাহলে আমি ধরে নেব আপনি শব্দের অর্থ প্রসারিত করছেন , এই আর কি । তার জন্যও আবার একটা অলরেডি আইডিয়া আছে যে বলছে তার সম্পর্কে :-) র‌্যান্ডম এসব বলে এক্সপেরিমেন্ট কল্লে লোকে প্রাথমিকভাবে একটু ডিফেন্সিভ তো হতেই পারে :-D হওয়াই স্বাভাবিক।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:০৩673516
  • আমির খান ও আমার খুব ফেবরিট। রাখ দেখে ফিদা হয়ে গেছলাম। তারপরে জো জীতা ওহি সিকন্দর অ্যাটলিস্ট পঞ্চাশবার দেখেছি (ভিডিও তে)। পহেলা নাশা গানটায় কীরকম লাফ মারতো এখনো মনে আছে।
    এমন কি চাঙ্কি পাণ্ডে, গোভিন্দা, এদের বইও বাদ দিতাম না। আঁখে দেখেছি কত্তোবার। চাঙ্কি পাণ্ডের সেই মেয়ে সেজে অ্যাকটিং। কাদের খানের সব ডায়লগ তখন মুখস্থ ছিলো।
    আমি মনে হচ্ছে বাঙালী নই।
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:০৫673517
  • আমি শুধু রাজ কপুর কে তলারেত কত্তে পারিনা ।মানে রাজের সিনেমার সেট-নায়িকা-কস্টিউম-গান এসব একদম ফুলটু এন্টারটেইনমেন্ট ।কিন্তু রাজ এর ওই সাদা পেটাই পরোটার মত ভ্যাবলাটে মুখ ফ্রেমে এলেই মনে হয় দেয়াল ধরে দাঁড় করিয়ে পেছনে বততিরিশ টা বেত এর বারি দি ! কিরকম একটা ইরিটেশন হয় দেখলেই :(
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১১673520
  • ভারতীয় সিনেমা বলতে তাহলে আমরা কি বুঝব? মেইনস্ট্রিম বলিউডি সিনেমায় এই যে নাচ-গানের আধিক্য - যা পৃথিবীর অনেকটা অংশের দর্শকের কাছে ভারতীয় সিনেমার সিগনেচার হয়ে দাঁড়িয়েছে তার কি কোন বিশেষ নাম দেওয়া হয়েছে?
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১১673519
  • সঞ্জয় দৎ তো দেখতাম খুব মন দিয়ে। পুজা ভাট। সেই সড়ক বইটা। পুজা ভাটের বাকি সব বই। ফির তেরি কাহানি ইয়াদ আয়ে। ড্যাডি। তখন পুজা ভাটের অনেক বই বেরোতো। তারপরে এলো জুহি। নীলম অল্প দিনের জন্যে এসে ভ্যনিশ করে গ্যালো। মীনাক্ষী শেষাদ্রীর সেই দামিনী। কাঁপাকাঁপি। সেই থেকে সানি দেওলের ফান বনে গেলাম। রিষি কাপুর তো ছিলো ই।
    সঞ্জয় দৎ ফের ফিরে এলো মুন্নাভাই সিরিজে।
    গোভিন্দার সেই নাচ।
    তারপরে মিঠুন ও মন্দাকিনীর ডুয়েট নাচ - জুলি জুলি , জনি কা দিল তু লায়া জুলি, তেরে লিয়ে মর জাঁউ জুলি, তু তো মেরি জান হ্যায় জান হ্যায় জান হ্যায়।
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১১673518
  • স্যান
    ক্লাসিকাল থেকেই উদাহরণ দিচ্ছি । বিলায়েত সাহেবের মান্দ ভৈরব এর রেকর্ডিং শুনে দেখুন । লন্ডনের হলে বাজিয়েছিলেন । ওনার প্রিয় হল ।শেষ হবার পাঁচ মিনিট দর্শক উঠে দাঁড়িয়ে পাগলের মত সিট্টি মেরে গেছে আর তার সঙ্গে হাউলিং :) মস্তি একদম ভেতরের জিনিস ।আমি অর্থ প্রসারিত করছি না । ক্লাসিকাল শুনে কেও কাঁদতেও পারে ।নো প্রবলেম ।ইমোশনাল ধাক্কা টা মীন করছি ।ওটা না থাকলে গান-বাজনা শোনা আর মৌরি চেবানয় পার্থক্য কী :(
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১৫673521
  • কাদের খান ভাল্লাগতো । উনি বধায় জীবনে বেছে সিনেমা করেননি ।মানে বম্বের টপ হিরোর সঙ্গে থেকে বি গ্রেড সব করেছেন ।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১৬673523
  • ইয়েস। বলিউড মুভিজ। ওটাই ভারতীয় সিনেমাকে রিপ্রেজেন্ট করে।
    এছাড়া যেগুলো অ্যাওয়ার্ড পাবার জন্যে যায়, সেগুলো কতটা রিপ্রেজেন্ট করে জানা নেই।
    আরো বই আছে, যেগুলো বলিউডি নয়। হলিউডি। কিন্তু ভারতীয় প্রেক্ষাপটের গপ্পো। সেগুলো ধরা ঠিক নয়।
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১৬673522
  • আমি একবার একটা বাংলাদেশী সিনেমা দেখা শুরু করেছিলাম এক বন্ধুর পাল্লায় পড়ে, কিন্তু আধঘন্টায় চারটে গান দেখে আর টানতে পারিনি ঃ(
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১৮673524
  • স্তেরয়েদ নিয়ে ফুলে যাবার আগে সঞ্জয় কে সিরিয়াসলি পুরো হ্যাপী প্রিন্স মার্কা দেখতে ছিল !
  • Kaju | 131.242.160.210 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:২০673526
  • মেরে আপনে-র বিনোদ খান্না দুর্দান্ত লাগত। চৌকো মুখ, লম্বা মোটা ঝুলপি, খুব নকল করতে ইচ্ছে করে। কী সাধারণ পোশাক, পায়ে চটি পরা, তাতেই একেবারে...

    আর সেই গান -
    Koi Hota Jisko Apna
    Hum Apana Keh Lete Yaaron
    Paas Nahin To Door Hee Hota
    Lekin Koi Mera Apna
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:২১673527
  • বাংলাদেশি মুভী দারুচিনি দ্বীপ, তারপরে সেই বইটা - লাল টিপ নাম মনে হয়।
    প্যারিসে আইফেল টাওয়ারের সামনে নায়িকা ঘোরা ফেরা করে। ভিলেনের নাম লরেন। তারা নিজেদের মধ্যে ইংরিজিতে কথা বলে। লরেন (উচ্চারণ হওয়া উচিৎ ছিলো লরঁ) নিজে ফ্রেঞ্চ ও নায়িকা শুধু ইংরিজিতে কথা বলে।
    সেকেন্ড ভিলেন বাংলাদেশি। সে প্যারিসের চেয়ারম্যান হতে চায়। খুব মজার বই।
    এছাড়া ৯০ এর দশকের বাংলাদেশি মুভীও দেখেছি। শাবানা নামের এক অভিনেত্রী ছিলেন, ববিতা। ববিতাকে সামনাসামনিও দেখেছি। সেসময়ে নাচ গান তুলনায় কম থাকত।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:২৩673528
  • হিন্দি ছবির সঙ্গীতা বিজলানি ও ভিনোদ খান্না। জুর্ম। জব কৈ বাৎ বিগড় জায়ে ... মীনাক্ষী শেষাদ্রী ছিলো সেখানে ভিনোদ খান্নার বৌ।
  • একক | 24.99.17.66 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:২৬673529
  • বিনোদ খন্নার মেজাজ আনতে গেলে ওই লাইফ কাটাতে হয় :D জিনিস ছিল নিজের যৌবনে । জাস্ট আইকন বলে না । শাম্মী আর বিনোদ এই দুজন কারিয়ারে টপ এ থাকার সময়েও এমন সব পাগলামি করেছে যে আজকের এই মিডিয়া-সচেতন শাহরুখ-আমির রা ভাবতেই পারবে না ।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:২৮673530
  • আর ছিলো রাজ বব্বর। নিকাহ তে ।
    সেদিন একটা সিনেমায় দেখলাম। কী বুড়ো হয়ে গেছে।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩১673531
  • ভিনোদ খান্না তো চুটিয়ে লাইফ এনজয় করেছেন। ওশো রজনীশের শিষ্য ছিলেন। সেই টাইমে সিনেমা করেন নি তো।
    বাংলা সিনেমার শমীত ভঞ্জও লাইফ এনজয় করেছেন।
  • Kaju | 131.242.160.210 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩২673532
  • সে ঠিক, আমার আসলে বিনোদ খান্না-র মুখের কাটিং-টা, চোখ আর তাকানোটা চিরকাল অবজার্ভ করতাম। ওই ৭০-৭১ সালের চেহারাটাই বেশি ভাল্লাগে, পরেকারটা না। আমি সত্যি বলতে সেকালের সিনেমা আগে যা দেখেছি দেখেছি, এখন আর তত দেখিনা, গানগুলোই শুনি 'মস্তি' চ্যানেলে। তাও এত রিপিট করে এক গান।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৩673534
  • ভিভেক ওবেরয়ের ফদার সুরেশ ওবেরয় (লাইফবয় খ্যাত) র এক বার ফির। নায়িকা দীপ্তি নাভাল। আরিব্বাস! অ্যাডাল্ট মুভি। অনেক কায়দা করে লুকিয়ে চুরিয়ে হলে গিয়ে দেখতে হয়েছিলো।
  • d | 144.159.168.72 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৩673533
  • শাবানা না শাবনুর?
    শাবনুরকে নিয়ে লোকজন বেশ পাগল।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৪673535
  • শাবানা, ববিতা, এরা সব সমসাময়িক। এখন ষাটোর্ধ না হলেও কাছাকাছি হবেন।
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৭673537
  • এতো কে কী সিনেমা দেখেছে, তার সুতো হয়ে গেল ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন