এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • টার্গেট

    pi
    সিনেমা | ২৭ এপ্রিল ২০১৫ | ৫৯০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.84.175 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:৩৪673571
  • ওরে!!!! ছেলেটাকে গরম ঘী বলেছে!
    ঃ-)
  • mumu | 219.20.111.1 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:৪১673573
  • "ছায়াসুর্য্য" তেও সেই কালো, অসুন্দর দস্যি মেয়ের এ গল্প। তাতে তো হাসি পেতনা।

    এগুলো তো আমাদের মত মধ্যবিত্ত বাড়ির টানপোড়েনের এর এ গল্পো। এ সমস্যা তো ঘরে ঘরেই ছিলো এক কালে( এখন আর হয়না মনে হয় সেরকম ভাবে)। কিন্তু এটাও তো মানতে হবে যে সাধারন মানুষ "ঘেন্টুর" কস্ট টা বুঝবে না ঐ শ্রিলা মজুম্দার এর? তাদের কাচে তো পরেরটাই বেশি সহজ আর গ্রহনযোগ্য।
  • Tim | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:৪১673572
  • হ্যাঁ অনিন্দ্যবাবু লিখুন। আগের পোস্টে সিনেমার রাজনীতি নিয়ে যা বললেন বেশ মনে ধরলো। আমার মতটা টুক করে লিখে দিই। আমি মনে করিনা ভারতীয় সিনেমা বলে কিছু হয়। ভারতের সিনেমা হতে পারে, যেখানে বিভিন্ন আঞ্চলিক সিনেমার কথা আসবে, প্রত্যেকটার আবার দুরকম মোটাদাগের ভাগ, একটার কমার্শিয়াল দায় আছে অন্যটায় নেই। ভারতের মেইনস্ট্রিম সিনেমারও অনেক শেড, একদিকে আর্বান (গল্পে, আঙ্গিকে, পরিবেশনে) অন্যদিকে রুরাল এবং সাদাকালোয় ভাগ না, জড়িয়ে মিশিয়ে আছে, যা দেখেছি। শিল্পগুণের ব্যাপারটাও খুব অরল না। অন্য দেশের সংস্কৃতির যে জিনিস শিল্পগুণসম্মত বলে মনে হয় সেটা সেই দেশকে ওখানকার বাসিন্দা হিসেবে ভালোভাবে জানলে মনে নাও হতে পারে। এরকম যে হবেই তা বলছিনা, কিন্তু হতে পারে আর কি। আমরা অজান্তেই এক একটা জনরাতে ভীষনভাবে বিলং করি, নিজেদের পছন্দ যে কিভাবে মনে বসে থাকে আর যুক্তি প্রভাবিত করে সে এক মজার ব্যাপার।

    আরো বিস্তারিত লিখতে পারলে ভালো হতো, কিন্তু আগে থেকেই ঘেঁটে না দিয়ে বরং অন্যরা কি বলেন শুনি।
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:৪৫673574
  • আমার প্রশ্নের একটা সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড দিয়ে যাই। প্রথম বিশ্বে থাকাকালীন আমি সেই দেশের লোকেদের মধ্যে ভারতীয় সিনেমা সম্পর্কে কোন আগ্রহ দেখিনি। প্রথম বিশ্বের বাইরে অন্য বিদেশে এসে দেখি এখানকার মানুষজনের ভারতীয় সিনেমা নিয়ে খুব উৎসাহ। কিন্তু তারা যে সিনেমাগুলোর কথা বলে সেগুলোর সাথে আমার কোন অ্যাটাচমেন্ট নেই, সেই সিনেমাগুলো আমার দেশে বানানো হয়েছে বলে আমি কোন গর্ব অনুভব করি না এবং সেই সিনেমাগুলো নিয়ে আমার দেশের বিদ্বজনদের কোন আলোচনাও আমি কখনও শুনিনি। এই অবস্থায় একজন ভারতীয় হিসেবে আমার অবস্থানটা অস্বস্তিজনক। কি সেই দুস্তর ব্যবধান যা আমার দেশের পপুলার সিনেমাকে "ভালো সিনেমা" হয়ে উঠতে দিল না?
  • Tim | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:৪৬673575
  • আমার আগের পোস্টে,
    অরল = সরল
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ২৩:৩২673576
  • কালো মেয়ে নিয়ে বাংলা সিনেমা "তিলোত্তমা"। মেইন রোলে সুমিত্রা মুখার্জ্জি। শ্বশুরের রোলে উৎপল দত্ত। পরকীয়াও ছিলো এই বইয়ে।
  • একক | 24.99.216.223 | ২৭ এপ্রিল ২০১৫ ২৩:৩৪673577
  • হু যে দেশের কথা বলছেন সেখানকার মানুষের সিনেমা দেখার চর্চা-পছন্দ সম্বন্ধে আরেকটু ইনপুট পাওয়া যাবে ? মানে ইন্ডিয়ান বাদে ওনারা কোন দেশের সিনেমা এত পছন্দ করেন এইসব । আসলে আমার এই নিয়ে কোনো নলেজ নেই তাই ওনাদের পছন্দ কে কিভাবে কাউন্ট
    করা হবে বুঝতে পারছিনা ।সোভিএট্ এর রুপকথা ইত্যাদি যা পড়েছি খুব গোল গোল লাগে , একটা আলুপোড়া-ময়দামাখা সরল ছবি ।মানে আমাদের ঠাকুরমার ঝুলির ক্রাইসিস-ভায়োলেন্স এর একদম উল্টো জগৎ (সেটা সেন্সর এর কারনেও হতে পারে,নিশ্চিত নই)। তাই সিনেমার ক্ষেত্র টা আলাদা করে বোঝা গেলে ভালো হত ।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ২৩:৩৫673578
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ২৩:৩৮673579
  • হ্যাঁ, ঐ রিলেট করা নিয়ে আমারো হু র কাছে প্রশ্ন ছিল। ওখানেও কি বাল্যবিবাহ, মেয়েদের বেরোতে না দেওয়া এগুলো আছে ? এদেশে প্রচুর আছে, তারা পারে। যাদের বাল্যবিবাহ হয়নি, তারাও পারে, অনেকটাই ঐ মেয়ে বৌ দের জন্য তুমুল অনুশাসন, সেইখানে হয়তো। আর সেসব ভাঙার ইচ্ছাপূরণ তো আছেই।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ২৩:৪৩673431
  • হ্যাঁ আপনারাই লিখুন, কিন্তু হাত চুলকোচ্ছে তো, তাই টুক করে বলে নিই। ওটা সোভিয়েত দেশ নয়। কাজাখস্তান। পার্টলি ইয়োরোপ, পার্টলি এশিয়া। গোটা সোভিয়েত দেশের সামগ্রিক চিত্র এতে নেই। ইয়োরোপের দিকের প্রাক্তন সোভিয়েত রিপাবলিকগুলোতে ইন্ডিয়ান সিনেমা এতটা পপুলার ছিলো না। পপুলারিটি ছিলো সেন্ট্রাল এশিয়ায়। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজের্বাইজান, ইত্যাদি রিপাবলিকে। অন্যদিকে বাল্টিক রিপাবলিক (লিথুয়ানিয়া, লাতভিয়া, এস্তোনিয়া) গুলোতে, কি শ্বেতরাশিয়া, বা উক্রাইনা, ইত্যদিতে অন্য ফিল্ম পপুলার ছিলো। চেখোস্লোভাকিয়ার ফিল্ম, কি ফরাসী ফিল্ম, সবই কিন্তু রাশিয়ানে ডাব করা, সাবটাইটেল নয়।
    মধ্যএশিয়ার রিপাবলিকগুলোয় ও ইন্ডিয়ান ফিল্ম কিনে ডাব করে (গান গুলো ডাব করা হোতো না, কিন্তু অর্থটা রাশিয়নে বলে দেওয়া হতো) তারপরে হলে হলে মুক্তি পেতো। কিনোবাজার বলে একটা অকশনে এগুলো হতো
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ২৩:৫৭673432
  • কিনোবাজার বলে একটা অকশনে এগুলো বিক্রি হতো। তারপরে ডাবিং।
    অবশ্য সে অনেক আগের কথা। এখন কোন ভাষায় ডাবিং হয় জানি না। রাসিয়ান ভাষাটা শেখা যেহেতু খুবই সহজ, ওদেশে বসবাসের গোড়া থেকেই ঐ ডাব করা হিন্দি ছবিগুলো দেখতাম হলে গিয়ে (ভিডিও তখনো পাওয়া যেত না, ছিলো ও না)। মাস দেড়েক দুয়েক পরে মনে আছে বেশ গোটা তিনেক হিন্দি সিনেমা দেখেছিলাম। একটা অদ্ভুত অনুভূতি হলো, যখন হলের মধ্যে হঠাৎ বুঝতে পারলাম যে সমস্তটাই প্রায় বুঝতে পেরে গেছি। সে এক অস্বাভাবিক আনন্দের অনুভূতি। ভাষাটা যে কাজ চালানোর মতো শিখে গেছি সেটা বুঝতে পারার আনন্দ। কী একটা মারপিটের সীন চলছিলো ছবিটার নাম মনে হয় সোনি মাহিওয়াল, আগে কখনো দেখিনি এই বই। ঐ চরম উত্তেজনাময় মারপিটের সিকোয়েন্সে হঠাৎ জোরে হেসে উঠি। অনেকেই ঘাড় ঘুরিয়ে আমাকে দেখেছিলো, মনে আছে।

    ও হ্যাঁ , বড্ড পার্সোনাল টপিক এসে যাচ্ছে। আপনারা লিখুন। পড়ছি।
  • mumu | 219.20.111.1 | ২৮ এপ্রিল ২০১৫ ০০:০৫673433
  • সে , আপনি লিখুন। পড়ছি।
  • সে | 188.83.87.102 | ২৮ এপ্রিল ২০১৫ ০১:১৮673434
  • কাজখফিল্ম কিনোস্টুডিওর লিংকটা দিয়ে দিই।
    http://en.wikipedia.org/wiki/Kazakhfilm

    আরো কিছু
    http://www.imdb.com/company/co0036615/

    লিঙ্কগুলো দেখলেই মোটামুটি ধারণা হবে যে খুব বেশি ছবি এরা তৈরী করে না।

    উজবেকফিল্মের ওপর অল্প ধারণা

    http://en.wikipedia.org/wiki/Uzbekfilm

    এসবই প্রায় স্থানীয় ভাষায়। অল্প কিছু হয়ত রাশিয়ানে হলেও হতে পারে কাজাখস্তানে।

    আবার যেমন তুর্কমেনফিল্ম
    http://en.wikipedia.org/wiki/Turkmenfilm

    এমনই প্রায় সবকটা রিপাবলিকেই অল্প বিস্তর ছিলো। কিন্তু সবচেয়ে বড়ো দুজন ছিলেন মসফিল্ম আর লেনফিল্ম।
    http://en.wikipedia.org/wiki/Mosfilm
    http://en.wikipedia.org/wiki/Lenfilm

    এতদ্ব্যতীত, প্রচুর বিদেশী ছবি আসত। ফরাসী ছবি খুব দেখতাম। তবে আম জনতা ও ওয়ার্কিং ক্লাস হিন্দি ছবির ফ্যান ছিলো। ট্যাক্সিতে উঠলেই যেই বুঝে যাবে যে ইন্ডিয়ান, অমনি শুরু হয়ে যাবে হিন্দি সিনেমার প্রসঙ্গ, কখনো আবার "জিমি"র নাচ নিয়ে সে কী উত্তেজনা।
    "জিমি" কে? না, মিঠুন। নামটা ঠিক করে উচ্চারণ করতে পারে না, তাই জিমি। ডিস্কো ডান্সার।
    ওদের ধারণা ছিলো অ্যাক্টরেরাই গানগুলো নিজেরা গায়। প্লেব্যাকটা অনেকেই জানত না। ভয়েসও বুঝতে পারত না, কারণ সবই ডাবড। এইসমস্ত সিনেমা দেখে দেখে ওদের ধারণা হয়ে গেছল ভারতবর্ষ বুঝি ঐরকমই স্বপ্নের দেশ। সবকিছু সুন্দর ছিমছম। গল্পগুলো পুরোপুরি সত্যি হিসেবে না মানলেও, দেশটাকে ঐরকমই ভাবতে শুরু করে দিয়েছিলো ওরা। আর ভাবত সিনেমার নায়ক নায়িকার মতো ভারতীয়রা ইন জেনেরাল খুব ভালোবাসতে জানে। ভালোবাসার জন্যে জান কবুল করে দিতে পারে। খুব সহজেই ওরা এই সমস্ত বিশ্বাস করেছিলো। তাই ভারতীয়দের প্রতি খুব শ্রদ্ধা ছিলো, বিশ্বাস আর ভালোবাসা। ক্রমে সেসব একটু একটু করে ভাঙতে শুরু করে। তবুও পুরোনো জেনারেশনদের মনেপ্রাণে এই বিশ্বাস অনেকটাই রয়ে গেছলো।
    তখন ইন্টারনেট আসেনি। বিদেশী ছবি আস্তে আস্তে আসতে শুরু করেছিলো ভিডিও ক্যাসেটে। এটা নব্বইয়ের দশকের মাঝামাঝি। কিন্তু ভিডিও যেসব জায়গায় দেখানো হতো, সেগুলোয় সব কিছু ডাবড থাকত না, সাবটাইটেলে সেই আনন্দ পাওয়া যায় না। ভারতীয় সিনেমায় প্রচুর গান থাকে। নাচ গান কোরিওগ্রাফি ঝলমলে রং স্বপ্নের মতো গল্প, বিয়োগান্ত নয়, দি এন্ড হবার আগে সবার স্বপ্নপূরণ হয়ে যায়। আম জনতা সারাদিন খেটেখুটে এসে এই ই তো দেখতে চাইবে। মাথা খাটিয়ে কঠিন কঠিন কষ্টের ফিল্ম দেখবে কেন পয়সা খরচ করে? সত্যের জয়, প্রেমের জয়, দুষ্টের দমন শিষ্টের পালন, ভিলেনের মৃত্যু, নায়কের জয়।

    এই একই কারণে চীনেও ভারতীয় সিনেমা সফল। আফ্রিকায়ও।
  • Atoz | 161.141.84.175 | ২৮ এপ্রিল ২০১৫ ০১:২৬673435
  • রামায়ণ স্টাইল। দুষ্টের দমন শিষ্টের পালন ভিলেন মৃত্যু নায়কের জয়।
    ঃ-)
  • Atoz | 161.141.84.175 | ২৮ এপ্রিল ২০১৫ ০১:৩০673436
  • ছায়াসূর্য সিনেমাটা কি আশাপূর্ণা দেবীর কোনো গল্প অবলম্বনে?
    আর তিলোত্তমা কোন সিনেমাটা? সেই মেয়েদের স্কুলের হোস্টেলের দুই দিদিমণির ?
  • সে | 188.83.87.102 | ২৮ এপ্রিল ২০১৫ ০১:৩০673437
  • প্রতিটা বলিউডি সিনেমাই তো তাই। যতক্ষণ না দুষ্টের দমন হচ্ছে, পিকচার অভি বাকি হ্যায়।

    কিন্তু ঐ দেশেও এক শ্রেণীর মানুষ আছে যারা এইসমস্ত সিনেমা দেখত না, শক্ত কঠিন বই দেখত। তারাও সংখ্যায় খুব কম নয়।
  • সে | 188.83.87.102 | ২৮ এপ্রিল ২০১৫ ০৩:২১673438
  • অনেকের জন্যেই "খিন্দি রুসি বখাই বখাই" খুব প্রিয় ফ্রেজ ছিলো। চান্স পেলেই ঝেড়ে দিতো।
  • সে | 188.83.87.102 | ২৮ এপ্রিল ২০১৫ ০৩:২৮673439
  • http://cci.wl.dvgu.ru/ind_kino.htm

    Far Eastern State University

    MOVIES

    INDIAN MOVIES IN RUSSIA

    IA Kormilitsin, philologist, member of Russian - Indian Club

    India - the kinoproizvodyaschaya country in the world. Date of birth of the national cinema of India is considered to be 1913, when the screens went full-length feature film "Raja Harishchandra" directed by DG Phalke. And has been for many years, India has firmly holds the world championship for the production of films each year on the screens out about a thousand. Most of the films made in Hindi, there are films and languages ​​- Telugu, Tamil, small, Kannada and others.

    In India, deployed a large network of cinemas, now there are more than 12 thousand. Furthermore, in India about 60,000 video clubs. According to the magazine "Expert", the average Indian goes to the movies about once every two months (for example, the average American - five times a year), that is annually visited cinemas 5 - 6 billion..

    Cinema in India has a very important social value. For most Indians is more than a spectacle. This is an opportunity to plunge into the world of a better life in the world of dreams and illusions, only to forget about the problems, hardships that accompany the lives of many Indians. Because of its accessibility, cinema plays a huge role and formation of the world. Even the first Indian Prime Minister Jawaharlal Nehru said: "In India, the impact of the movie many times stronger than reading books and newspapers put together."

    Indian paintings at home are very popular and have little or no competition. The main reason is that Indian cinema is original, it is clear to every resident of India, reflects the real problems of society and is closely linked with the traditions of Indian culture. In the movies are reflected folklore and history, mythology and folk customs, traditional music and dancing.

    Indian cinema was popular in Russia. For the first time the Russian (then Soviet) viewer acquainted with Indian cinema in 1949. It was the Indian film "Children of the Earth," directed by JA Abbas. In the mid-50s after the historic visit of Khrushchev and Bulganin in India and a return visit to the USSR, Jawaharlal Nehru, India becomes closer. Observed the development of foreign economic relations, an unprecedented interest in Indian culture and, above all, to the Indian cinema. In Delhi, Bombay, Madras and Calcutta were opened House of Soviet science and culture, as well as representation "Sovexportfilm." Was purchased immediately 250 films.

    The first festival of Indian films has opened in Moscow cinema "Drummer". Were represented films - "Two bigha land", "Hurricane", "Rogue". In these reel of film reflecting the life of modern India, its history. Since then, Indian films are regularly out on the screens of our country. Many films have been praised, "Untouchable", "Tramp", "The Dispossessed", "enemy", "Big City" and others. Indian actors and directors have repeatedly received awards at the Moscow International Festival and the International Film Festival of Asian, African and Latin America. So, Mrinal Sen films "Chorus" - 1975 and "Parashuram" - 1979 were awarded the silver prize at the International Film Festival in Moscow. At the XI Moscow International Film Festival famous Indian director Satyazhitu Ray was awarded the prize for his contribution to world cinema. At the Tashkent International Film Festival in 1978 received a prize and diploma picture S. Gulzara "Book of Life" in 1979 was awarded the prize of Dramatic Society of Uzbekistan for the film Sai Parandzhipi "Touch."

    Indian cinema in the Soviet Union was extremely popular. In theaters were built huge queues, cinema halls were crowded, many cities were created clubs of fans of Indian cinema. A touching story about love and the struggle against evil, magical world of music, dance, bright colors, the world tears and laughter conquered thousands of people. Through the movie, many Soviet people discovering India, its history and culture. Indian cinema in Russia was striking phenomenon. Critics have tried to explain the phenomenon of Indian cinema. Some have argued that the Soviet audience, tired of the aesthetics of socialist realism, like a fairy tale. European cinema was not available, the US considered anti-people, so the interest in a foreign movie was so great. Topics of Indian films stand out from the national cinema of his humanity, romanticism. "The phenomenon of Indian cinema - a knowledge of human psychology, respect for the tastes of the audience and careful study of audience requests - writes IA Zvegintseva, PhD. - It is in Indian films in the most concentrated expression is embodied natural human desire for the triumph of justice and virtue. And the "eternal" stories, roaming from film to film, yet never get bored audience, for us back on a long and wonderful world of childhood, good stories and heroes who shoulder any miracle ... And really, in the age of Breakneck speed and constant stresses and disasters that strike at the modern man, the three hour stay in dreamland perceived by many as the best medicine for anxiety and sorrow of life around. "

    On the screens of our country were shown dozens of the best works of masters of the screen. Names of Indian directors Raj Kapoor, Khwaja Ahmad Abbas, Bimal Roy, Mrinal Sen, Shyam Benegal, Satyajit Ray's well known. Our compatriots familiar names and Indian actors: Raj Kapoor ("My name is - a clown," "Tramp"), Nargis ("rainy season", "Shree 420"), Amitabh Bachchan ("Sholay"), Mithun Chakraborty (" Disco Dancer "), Hema Malini (" Zita and Gita "), the singer behind the screen, voiced by many roles Plate Mangeshkar.

    The greatest interest of the audience called the film "Tramp", which was filmed starring Raj Kapoor. Moscow and neighborhood lamented. The song "I ... Tramp" became a hit. The film went on the screens of our country with the 1954 - 1986 г., Mill license is extended 4 times, it looked tens of millions of viewers. We Kapoor "jokingly called even Ambassador Extraordinary and Plenipotentiary of Indian cinema." Over 50 years of experience in the film he made 17 films, appeared in 70. His films "The Tramp" (1951), "Shree 420" (1955), "Sangam" (1964), "My name is Clown" (1970) and "Bobby "(1973) enjoyed incredible popularity among the Soviet viewer. "Each of his film becomes an event in cinematic life. In our country, the mere mention of the name of Raj Kapoor in the movie theater posters advertising the film ensured a full house. When 1955 the first Prime Minister of India D. Measure first visited the Soviet Union, it is with a sense of wonder and envy told reporters that he knew in the Soviet Union less than Raj Kapoor "- says indologist journalist Yu Korchagov.

    Paintings Kapoor hit the viewer a true humanism, faith in the power of the spirit of man, sing a perfect love between a man and a woman. Heroes R. Kapoor romance glorifying eternal truths - love otchemu home, attachment to family, willingness to sacrifice for the sake of close to. Raj Kapoor was able to weave into the fabric of entertainment, spectacular film social motives. "In the 60 years ended the era of romantic heroes and heroines who embody Raj Kapoor, Rajesh Khanna, Dev Anand, Nargis, Waheeda Rehman and others. Was replaced by the supermen- "anti-hero" Amptabha Bachchan, who did not suffer, not thinking and acting, fists and weapons restoring trampled justice. The apotheosis of violence became western "Sholay" (1975), released in our theaters in abbreviated form. " For thirty years, with posters of cinemas to come down this successful movie - a record comparable to the record "Gone With the Wind." Starring Amitabh Bachchan, the actor who has long held the title of "star number 1".

    Raj Kapoor and Amitabh Bachchan became the first Indians, whose fame went beyond India. In 2000, the National Association of Cinematographers India Amitabh Bachchan was proclaimed actor millennium. Recently, the British company BBC BBC is conducting an online user survey on the topic: "Who is the greatest superstar of all time?" Bachchan, to everyone's amazement, came in first place. In Madame Tussaud's wax figure it appeared, and when came to London Raj Kapoor, the police were forced to block traffic near the cinema.

    Of course, the highlight of Indian films in those years was a great actress Hema Malini. It is called "Indian" Mona Lisa ". Her movies, "Zita and Gita", "My favorite Raja", "Sholay", "The Adventures of Ali Baba and the Forty Thieves" were favorite movies many viewers. She managed to create on-screen image of the ideal woman, full of charm, goodness and light, faithful love and charming beauty. The film "Zita and Gita" (1972) - about the girls, twins, separated by fate as a child, was so popular that we have in the country developed its own Zita and Gita, many girls began to be called by such names.

    In the 70s disco fashion again regained the popularity of Indian cinema. In the movie "Disco Dancer" - a touching story of a young man, thanks to his talent managed to become a famous singer, captured the imagination of many viewers. It is believed that this was the second wave of nationwide popularity of Indian cinema. Mithun Chakraborty, who played in the movie, the main role for a long time became an idol for many people. Attractive appearance, excellent plastic acting talent made Jimmy popular favorite.

    It should be noted that our directors and films were shown in the major cities of India - S. Bondarchuk, Sergei Gerasimov, S. Rostotsky, Andrei Tarkovsky, I. Talankin. These paintings are not only introduced the Indian audience with the Soviet cinema, but had a significant impact on the Indian cinema. Articles Indian critics find: "Only in the 50 years of India's first truly" cinematic "films - writes S. Bahadur. - The pioneers were directors Satyajit Ray, Mrinal Sen and Ritwik Ghatak ... not without interest that these three directors received language lessons cinema, studying the works of Pudovkin and Ezenshteyna. Thus, the works of Pudovkin and Ezenshteyna were essential for the formation of a new generation of Indian filmmakers. "

    Views on the Soviet and Indian cinema directors coincided. Satyajit Ray for the recognition, it works very helpful and our famous movie directors. The film "Battleship Potemkin" Ezenshteyna he watched dozens of times. "The main thing taught me Pudovkin - is serious about cinema as art. Before, I was just an amateur, who went to the cinema in the pursuit of pleasure. I did not think about watched movies really seriously. Pudovkin's work I read in 1940 It was seven years before we organized a film club, and for twelve years before I started making films. Ezenshteynu I have an acquaintance with the intellectual aspect of the installation, as well as the idea that the film - merge all kinds of arts. Movies Ezenshteyna I know from first to last frame. "

    S. Ray - the world-famous director, a realist, a representative of the so-called "parallel cinema", and use another term - "new Indian cinema", "Indian realism". This trend is also associated with the name of the director Mrinal Sen, Shyam Benegal, Gautam Ghosh, Girish Karnady and many others. The task of the directors of this trend "to bring Indian cinema of the impasse, to make it a mirror of social reality rather than a means of distraction from real life," the opium of the people, "as Mrinal Sen, to paraphrase a famous saying of Karl Marx. They are mainly oriented to the intellectual audience, affecting the most difficult and painful problem of today's India -National integration, disintegration of the traditional patriarchal family, the position of women in society, the confrontation of old and new at all levels - from everyday life to philosophy. Although the total amount of films of directors of the new direction is not more than three or four per cent, but these works are worthy of Indian cinema at international festivals. "

    Not a chore S. Ray have been praised European audience. In 1956, for the film "Pather Panchayat" ("Pather Panchali") at the festival in Cannes was awarded of two "Best Human Document" and "Honourable Mention". And in this movie, C. Ray was not only the director but also a writer, author of the dialogue, the composer.

    Cooperation between the two countries in the field of cinematography was not confined to watching movies. There were joint projects. Masters of Indian and Russian movie were filmed the famous film "The Black Prince", "Travels Beyond Three Seas", "Black Mountain", "Ali Baba".

    After the collapse of the Soviet Union ceased to Indian cinema to pay due attention. All representations "Sovexportfilm" in this country were closed. Indian cinema ischezpo with Russian screens.

    Since 2000 is the return of Indian cinema in Russia. Gave impetus to this last Vladimir Putin's visit to India, and then in 2005 was declared the "Year of India in Russia."

    TV Channel "Russia" in 2005 long-term contracts to the show of Indian cinema in our country. "This event can be considered a return of Bollywood stars on Russian television screens, ignore products Indian film industry for nearly 20 years. Deputy director of the TV channel "Russia" Vladimir Troepol'skaya said that before the transaction channel "for a long time studied the passions and traditions of the Russian and Soviet kinosmotreniya." "We remember that our audience loved. Great reason to come back to the story was the 80th anniversary of Raj Kapoor," - said, "Izvestia" Troepol'skaya. Treaty on the show of Indian cinema in Russia, according to him, has no time limits, "How much can be awarded a contract, if the package is comparable to Indian cinema package Hollywood ?! Practically forever. "

    In net state TV channel "Russia" was included Sunday program "Treasures of Indian cinema", in which were shown "Disco Dancer", "Tramp," "Flower in the dust" and other hits of past years.

    Indian films often become participants in Russian film festivals. India sent at the XVI Moscow Film Festival 37 films. Among them were militants Bombay, and social picture. At the festival "New Indian Cinema", held in Yekaterinburg in 2004, brought 5 films shot over the past decade leading directors of commercial cinema.

    The company "Bollywood opshn" dedicated to promoting Indian cinema in Russia, has signed an agreement with the Moscow theater "Illusion", where every week demonstrated new and old Indian movies - as in the original language and translated into Russian. The company publishes a monthly magazine "The World of Indian cinema." According to CEO Arun Kumar, a new children's film "Little Magic" directed by Jose Punofe will participate in the International Children's Film Festival in Artek. This is the first three-dimensional Indian film that the technical level of computer graphics can compete with the most famous Hollywood films, such as "Lord of the Rings" and "Harry Potter." The company plans to establish contacts with the Russian cinematographers to shoot joint films.

    Interest in Indian cinema in Russia is not extinguished. This is evidenced by the high ratings of TV channels, which demonstrates Indian movies. Throughout Russia with great success festivals and parties of Indian cinema, a photo exhibition organized by the Embassy of India in Russia and the Russian Society of Friendship with India. In recent years, similar events were held in Moscow, St. Petersburg, Kaluga region, Saratov, Voronezh, Yekaterinburg, Orenburg, Arkhangelsk, Novgorod, Tatarstan.

    Numerous friends of Indian cinema created a huge number of websites where you collect different material: articles, collections of movies, photos, biographies of your favorite actors. It is hard to imagine how much can be these people send each other pictures of their idols, magazine articles.

    Fans of Indian cinema can now purchase and a series of "Classics of Indian cinema", coming out on video.

    It should be noted that the interest in Indian cinema has grown not only in Russia but also worldwide. In 2002 painting "Lagaan" with the famous Amir Khan in the lead role was nominated for "Oscar" and ranked first rental in America among foreign films. In the same year in the competitive display the Cannes Film Festival was Sanjay Leela Bhansali film "Devdas" and the film "Monsoon Wedding" Mira Nair won the grand prize at Venice festival - "Golden Lion". Indian actors are invited to star in Hollywood.So after the movie "Temptation" actress Mallika Sherawat received an invitation from Hollywood producers to star with Jackie Chan in the film "The Myth", and extraordinarily beautiful actress, Miss World 1994 Aishwarya Rai became a member of the jury of the Cannes Film Festival. It is no secret that many of the special effects for American films create Indian computer scientists. Recall that Night Shyamalan, who directed "The Sixth Sense", also Indian.

    In Russia, it is well known the good old Indian cinema, but the current generation has yet to be acquainted with the modern Indian cinema and its current standards.

    Modern Indian cinema - diversified, high-tech. Now remove not only familiar to our audience musical melodrama, but thrillers, action, social dramas, detectives.

    Trends in Indian cinema have changed a lot, directors tend to Western standards, using the latest technology. Many journalists have noted another trend characteristic of contemporary Indian cinema - the acquisition of films ideology. "The essence of it is to maintain the traditions of their own country, forming the image of India in the world of education and the" new nation ". Conductors of the belief systems are the main characters. Now they not only love and suffering, but also utter social and political slogans. So, in the film "Kal Ho Naa Ho?" Hero of the famous actor Shah Rukh Khan the advice of friends who have moved to America and opened his own restaurant, "to bring India to America!". That is to make the business profitable due to the adequacy of the culture of which they are carriers. The girl in the film Karan Johar coming from London to India to complete their education, proves his classmates that "remained true to their culture, even while living in London, and sings a song in Hindi."

    "The government has realized that the country is gradually turning into a high-tech, it's time, as it was in his time in the United States, to find a cinema," forming a new nation. " With this agreement and the potential Indian investors: they hope that the new Indian cinema will contribute to the creation of a new, modern image of the country on the world markets. In the new movie, filmed with the use of modern technology should be new characters (played by new actors). These films are not highly ashamed to take out to festivals and they do not mind spending money "new Indians." An example of such a movie could be very promising, according to the Bombay painting "That laughter, the tears" with the older, but still popular idol 1970-1980's Amitabh Bachchan and a budget of 8.4 million. USD. - Top large in the history of Bollywood. Government sponsorship and capital interest in the success of Indian films as in traditional markets, and the refined West -Export film production is planned to increase by 120%. "

    Heroes of modern Indian films are successful Indians. In many movies, the audience will not see the traditional rooms with songs, dances, new Indian movies are not inferior to many European and American paintings. But Indian films do not lose their national identity, they are still distinguished by chastity, patriotism, musicality, the triumph of spiritual and moral values. Therefore, Indian cinema is close and clear to many nations of the world. Now Indian films are very popular in Pakistan, China, Brazil, Turkey, Africa, Iran, Iraq, Afghanistan and the Central Asian republics of the former USSR. Indian films are shown periodically on the screens of more than 90 countries around the world. While Russia closes the list of countries in which the Indian cinema is in demand. We only buy less of Yugoslavia and Vietnam, while the leaders - the US, Britain and China. Even in the United States have already opened more than a dozen cinemas that show only Indian films. Every year, India exports its movies to 450-500 million dollars.

    (C) 2004-2009. Centre of Indian culture. :: All rights reserved. http://cci.wl.dvgu.ru
  • সে | 188.83.87.102 | ২৮ এপ্রিল ২০১৫ ০৩:৩৪673440
  • http://mosregtoday.ru/pda/econbiz/v-kino-i-farmatsevtike-u-nas-davnie-svyazi-posol-indii-v-rossii/

    18.20 / 07 Апреля 2015
    В кино и фармацевтике у нас давние связи - посол Индии в России

    Общий внешнеэкономический поворот нашей страны на Восток побудил российские регионы проявлять большую активность на азиатском направлении. Идет и обратное движение – проявляется большой интерес со стороны давних друзей и партнеров России. О наиболее важных аспектах взаимовыгодного сотрудничества с Московской областью в интервью «Подмосковье сегодня» рассказал Чрезвычайный и Полномочный Посол Республики Индия в РФ Пунди Шринивасан Рагхаван.

    Не только «покупатель - продавец»

    - Господин посол, в октябре прошлого года вы встречались с губернатором Московской области Андреем Воробьевым. Что на сегодня можно выделить в качестве приоритетных направлений для развития более тесных взаимоотношений между вашей страной, регионами Индии и Подмосковьем?

    - Во время моей встречи с губернатором Московской области мы оба согласились с тем, что развитие торговли и инвестиционного сотрудничества имеет огромный потенциал. На встрече на высшем уровне между президентом Российской Федерации и премьер-министром Индии в Нью-Дели в декабре 2014 года лидеры двух стран договорились, что экономическое сотрудничество является и должно быть фундаментом нашего стратегического партнерства. Оба лидера также подтвердили важность прямых связей между регионами наших стран. Московская область - индустриально развитый регион, и мы видим большие возможности для развития сотрудничества в ряде отраслей промышленности, в том числе фармацевтической, металлургической, пищевой, химической, а также в машиностроении.

    - В России известны успехи Индии в области фармацевтики, у нас широко продаются индийские лекарственные препараты. А в подмосковных наукоградах Протвино и Пущино развиваются научно-производственные объединения, тоже специализирующиеся в фармацевтической сфере, в области биотехнологий. Можно ли наладить более тесную кооперацию между индийскими и подмосковными предприятиями?

    - Фармацевтика – это традиционно сильное направление сотрудничества между Индией и Россией. Существует значительный потенциал для укрепления этого сотрудничества в связи с достижениями в этой области как в Индии, так и в России. Мы должны содействовать сотрудничеству между фармацевтическими научно-исследовательскими лабораториями с тем, чтобы не ограничиваться отношениями «покупатель - продавец». Один из способов, которыми пытаемся достичь этого, – преодоление недостатка информации. Мы должны сделать так, чтобы бизнес и научно-исследовательские организации обеих стран знали о существующих возможностях, например, в Протвине или Пущине. Мы уже помогаем нашим компаниям налаживать более тесное сотрудничество с Московской областью.

    - На ваших переговорах с губернатором Московской области обсуждались в том числе вопросы, связанные с поставками индийской сельхозпродукции в Подмосковье. Возможны ли здесь и другие формы сотрудничества, скажем, создание совместных предприятий?

    - Мы недавно начали поставки яичного порошка в Россию. Вот-вот начнется экспорт из Индии мяса крупного рогатого скота. Инспекторы Россельхознадзора сейчас находятся в Индии для наблюдения за отправкой первой партии. Индийские производители будут поставлять в Россию также молочную продукцию. После того как российские потребители познакомятся с этими продовольственными товарами, откроется перспектива для следующего шага – организации совместных предприятий по переработке мяса и другой сельхозпродукции.

    Лучше узнать друг друга

    - Что нужно сделать для более тесного взаимодействия между бизнес-сообществами двух стран на уровне регионов? Существуют деловые советы, бизнес-альянсы. Как помочь им активизировать работу в регионах, в частности, в Подмосковье?

    - В итоговом документе, принятом в ходе визита президента Путина в Индию в декабре 2014 года, наши страны договорились укреплять региональное сотрудничество. Сейчас для его развития нам сильно не хватает информации о возможностях на региональном уровне. Мы принимаем совместные усилия по преодолению этого недостатка. Я посетил несколько регионов России с целью расширения такого сотрудничества. В этих поездках меня сопровождают делегации индийских бизнесменов. Последнее время представители российских регионов чаще приезжают в Индию с целью налаживания торгово-экономических связей. На недавнем саммите «Энергичный Гуджарат» в индийском штате Гуджарат были представлены пять регионов России. Было бы хорошо, если бы делегация правительства и деловых кругов Московской области посетила Индию с целью установления торгово-экономических связей с заинтересованными компаниями, а также с соответствующими регионами. Наше посольство будет радо оказать помощь в организации поездок таких делегаций.

    Культура, образование, наука

    - Не кажется ли вам, что наше взаимодействие в области культуры происходит главным образом на федеральном уровне, а регионы заметно отстают? Между тем у нас все более популярным становится, скажем, новое индийское кино.

    - После моей встречи с губернатором Андреем Воробьевым мы провели культурные мероприятия в Подмосковье, например, в Королеве. В течение этого года в России проходит фестиваль индийской культуры, и мы планируем охватить этой деятельностью больше городов Московской области. Как вы правильно заметили, современное индийское кино становится все более популярным в России. Мы ежемесячно проводим показ индийских фильмов в кинотеатрах Москвы. Неплохо бы распространить этот опыт на Подмосковье. Также в этом году планируем проведение в Московской области мероприятий, посвященных йоге - в ознаменование первого Международного дня йоги, который будет отмечаться 21 июня 2015 года.

    - А как бы вы прокомментировали перспективы сотрудничества в сфере образования и науки? Мы знаем, что тесные контакты с индийскими коллегами поддерживает Московский физико-технический институт (МФТИ), базирующийся в подмосковном городе Долгопрудном.

    - Между Индией и Россией существует давнее научно-техническое сотрудничество. Множество двусторонних связей и межправительственных механизмов было установлено в целях поощрения и поддержки сотрудничества во всех областях научных исследований и на всех уровнях, от генерации идей до развития и коммерциализации технологий.

    У МФТИ тесные связи с Индийским институтом информационных технологий (IIIT) в Аллахабаде. В 2013 году они совместно организовали летнюю школу в Нальчике. Преподаватели и студенты МФТИ участвуют в ежегодных научных конклавах, проводимых IIIT. На ежегодной встрече на высшем уровне в 2014 году было принято решение поддержать налаживание связей между университетами и научными учреждениями двух стран, таких как МФТИ и IIIT. Принимаются согласованные усилия к тому, чтобы создать сеть образовательных и научно-исследовательских учреждений России и Индии; было бы хорошо, если бы Московская область активно участвовала в этой работе.

    - Приходилось ли вам бывать в Подмосковье? Что бы вы пожелали читателям нашей газеты?

    - Находясь в Москве, я, конечно, путешествую по Московской области. Этот регион динамично развивается во всех областях: экономической, промышленной, научно-технической, образовании и культуре. С удовольствием посещаю исторические места, знакомлюсь с памятниками культуры. Я выражаю самые теплые пожелания жителям вашего региона и рассчитываю на продолжение дружбы и тесного сотрудничества, которые всегда были отличительной чертой в отношениях между нашими странами и народами на протяжении многих столетий.
  • Ishan | 183.17.193.253 | ২৮ এপ্রিল ২০১৫ ০৭:৩১673442
  • ইকি, রাশিয়ান ভাষা পড়ব কিকরে?
  • Ishan | 183.17.193.253 | ২৮ এপ্রিল ২০১৫ ০৮:১১673443
  • তো, আমার এই নিয়ে দু পয়সা দেবার ছিল, সেটা দেওয়া যাক। আমার খুব পরিষ্কার বক্তব্য হল, ভারতীয় সিনেমার ইতিহাস হল, প্যারালাল (বা আর্ট বা সিরিয়াস, যে নামে খুশি ডাকুন), সিনেমার লাগাতার ব্যর্থতার গপ্পো।

    এই কথা বললেই লোকে ক্যাঁক করে ধরবেন। ভারতীয় সিনেমার "অন্য ধারা"র মহৎ কীর্তির লিস্টি দেওয়া হবে। সেসব মিথ্যেও না। কিন্তু তার পরেও ব্যর্থ কেন? এই কারণেই, যে, এই সিনেমা শুরু হয়েছিল যে অঙ্গীকার নিয়ে, সেই অঙ্গীকারের একটুও পূর্ণ করা যায়নি।

    "অন্য ধারা"র ভারতীয় সিনেমার শুরু যদি পথের পাঁচালি দিয়ে ধরি (ঋত্বিকের সিনেমাটি, সবাই জানেন, আগে মুক্তি পায়নি), তো, সেই সময় আর্ট ফিলিম বলে কোনো বস্তু ছিলনা। সত্যজিতের প্রথম ছবি রিলিজ হয় সাধারণ প্রেক্ষাগৃহে, এবং রমরমে সুপারহিট হয়। সত্যজিৎ নিঃসন্দেহে সেটাই চেয়েছিলেন। পরবর্তীতে অবস্থাটা বদলায়, কিন্তু সে অন্য গপ্পো (এবং আসল গপ্পো), কিন্তু এটা তো স্রেফ শুরুর কথা হচ্ছে। শুরুটা এই, যে, সত্যজিৎ স্রেফ বিদেশী ফেস্টিভালে দেখাবেন বলে সিনেমা বানানো শুরু করেননি। ভরতীয় হলের দর্শকের কাছে (বা কাছেও) পৌঁছতে চেয়েছিলেন।

    ঋত্বিক ঘটকের গপ্পো আরও সরল। ভ্দ্রলোক সারাজীবন ধরে পপুলার সিনেমা বানানোর চেষ্টা করে গেলেন, এবং প্রায় প্রত্যেকটাতে ব্যর্থ হলেন। মেঘে ঢাকা তারার স্লাইট সাফল্য বাদ দিলে। উনি বোদ্ধাদের ফিল্মমেকার হতে চাননি, আম-জনতার কাছে পৌঁছতে চেয়েছিলেন, এবং তাতে অব্যর্থভাবে ব্যর্থ।

    মৃণাল সেনই বা বাদ যান কেন। তাঁর প্রথম তিনটে সিনেমা দেখুন। রাত ভোর, নীল আকাশের নীচে এবং বাইশে শ্রাবণ। সব বা`আলি এই তিনটে সিনেমা দেখেছেন। এবং বেশিরভাগই পছন্দ করেছেন। এতে আর সেই আগুনে মৃণাল কই। সেই ম্যাদামারা গপ্পো দিয়ে বানানো পপুলার সিনেমা।

    তা, প্রতিপাদ্যটা হল, এঁরা সক্কলেই শুরু করেছিলেন "জনপ্রিয় সিনেমা" বানাবেন বলে, আর শেষ করলেন সমান্তরাল সিনেমা বা যে নামটা শুনলে আঁতেলরা হেবি খচে যান, সেই আর্ট ফিলিম দিয়ে। যে সিনেমা দুনিয়ার অগা-পাবলিকের অরুচি। সত্যজিতকে বাদ দিলেঊ, রাজনীতিক কারণে মৃণাল এবং ঋত্বিকের মানুষের কাছে পৌঁছনোর একটি দায় এবং উদ্দেশ্য ছিল বইকি। ভারতীয় সমান্তরাল সিনেমার এই প্রাণপুরুষরা এবং তাঁদের উত্তরসূরীরা সেই কাজে বিলকুল ব্যর্থ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মৃণাল এবং ঋত্বিকের সমাজ সচেতন রাজনৈতিক সিনেমা ঘেরাটোপের বাইরে কোত্থাও পৌঁছয়নি। সত্যজিতের গুগাবাবা, সোনার কেল্লা এইসব বাদ দিলে বুদ্ধিদীপ্ত কূট বক্তব্য গুলোও পৌঁছয়নি।
  • Ishan | 183.17.193.253 | ২৮ এপ্রিল ২০১৫ ০৮:৩৫673444
  • এবার কোশ্নো হল, এই হাঁড়ির হাল হল কেন। সত্যজিত পথের পাঁচালি বানিয়েছেন, আগেই লিখেছি সুপার-হিট। মৃণাল সেনের কলকাতা একাত্তরের চেয়ে শুরুর দিকের বাইশে শ্রাবণ অনেক অনেক বেশি লোকে দেখেছে সন্দেহ নেই। ঋত্বিক অবশ্য শুরু থেকেই পারেননি, কিন্তু চড়া মেলোড্রামা বানিয়ে পাবলিক ধরার চেষ্টা ঋত্বিক ছাড়া বাকি দুই মহারথীর কেউই করেননি। কিন্তু তারপরেও সবাই ডাহা ফেল। প্রশ্ন হল, ১৯৬০ সাল থেকে লোকে কি গাড়ল হয়ে গেল, এই মহারথীরা শক্তিহীন হয়ে পড়লেন, নাকি অন্য কিছু ঘটল?

    এইটার উত্তর দেবার ক্ষমতা আমার নেই। কারণ অন্যধারা একটু আধটু দেখা থাকলেও, মূলধারার, বিশেষ করে হিন্দি সিনেমায় আমি মোটামুটি গাড্ডু। কিন্তু তাও, বেঁচে থাকতে গেলে, দু-চাট্টে সিনেমা দেখতেই হয়। তার ভিত্তিতেই আমার পর্যবেক্ষণটা জানিয়ে দেব। পর্যবেক্ষণটা খন্ডিত হতেই পারে, কিন্তু তাতে আর কি, শেষ কথা কে আর কবে বলেছে। :-)

    ষাট বা সত্তরে কী হল জানার জন্য পঞ্চাশ থেকেই শুরু করা উচিত। মূল ধারা এবং অন্য ধারার যে বিভাজনটা অন্তত সত্তর বা আশিতে আমরা দেখেছি, সেটা, আগেই বলেছি, পঞ্চাশে ছিলনা। ধীরে ধীরে বিভাজনটা শুরু হল, সম্ভবত ষাটে, এবং তারপর বার্লিন ওয়ালের মতো হয়ে দাঁড়াল। পাঁচিলের এদিকে এবং ওদিকে নানা পার্থক্য খুঁজলে পাওয়া যাবে, কিন্তু আমি যে বিষয়টাতে এখানে গুরুত্ব দিচ্ছি, সেটার নাম রিয়েলিজম। আমার মতে, এইটা ভারতের ওই বার্লিন ওয়াল তৈরির পিছনে একটা বড়ো ফ্যাক্টর। একটা সময়ের পর, ভরতীয় প্যারালাল সিনেমার অভিজ্ঞান হয়ে দাঁড়িয়েছিল বাস্তবতার নিখুঁত থেকে নিখুঁততর চিত্রায়ণ। আর উল্টোদিকে মূল ধারার অস্ত্র ক্রমে বেশি বেশি করে হয়ে উঠছিল ম্যাজিক। ম্যাজিক, ভুডু, স্বপ্নপূরণ। এখানে মনে রাখতে হবে, যে, স্বপ্ন কিন্তু বাস্তবতা ছাড়া হয়না। সেটা শুধু বাস্তবতার হুবহু কপি নয়, এই যা।

    এই বিভাজনের চরিত্রচিত্রণে কেতাব পড়ার দরকার নেই। বস্তুত সিনেমা দেখারও দরকার নেই। আশির দহকের যেকোনো একটা রাস্তার লোককে ধরে যদি জিজ্ঞাসা করতেন আর্ট ফিলিম কি, সে এক কথায় বলত, ওই যে যাতে অনেক ধোঁয়া থাকে, লোকে উনুন ধরাচ্ছে, খাচ্ছে, আর খুব দুঃখে আছে, সেটা দেখিয়েই যাচ্ছে, দেখিয়েই যাচ্ছে, সেটাই হল আর্ট ফিল্ম। রিয়েলিজমের এর চেয়ে ভালো বর্ণনা আর কিছু হতে পারে বলে মনে হয়না। আর উল্টোদিকে একজন আশির দশকের ফিল্মবোদ্ধাকে যদি জিজ্ঞাসা করতেন হিন্দি সিনেমা কি, তিনিও অত্যন্ত কনফিডেন্স সহ বুঝিয়ে দিতেন, যে সিনেমায় গল্পের গরু গাছে ওঠে, কথায় কথায় নায়ক-নায়িকারা পোশাক পাল্টে-পাল্টে নেচে ওঠে, সেটাই হিন্দি সিনেমা। ম্যাজিক বা স্বপ্নেরও এর চেয়ে ভালো বিবরণ আর কিছু হয়না।
  • Ishan | 183.17.193.253 | ২৮ এপ্রিল ২০১৫ ০৮:৫৭673445
  • আমি রিয়েলিজমের খুব বিরুদ্ধে কিছু নই। কিন্তু "শুধু" রিয়েলিজমের বিপক্ষে। ও দিয়ে শিল্প হওয়া মুশকিল। ভারতীয় অন্যধারা সেই ষাট থেকে একটু একটু করে ক্রমশ "শুধু" রিয়েলিজমের দিকে এগিয়েছে। আর হিন্দি মূলধারা রিয়েলিজমের সঙ্গে অন্য উপাদান মিশিয়েছে। যতই কাঁচা হোক, এলোপাথাড়ি হোক (এলোপাথাড়ি বা কাঁচা না ভীষণ হিসেবি সে আমি জানিনা), পপুলার কালচারের কাছে পৌঁছনোর জন্য নানারকম এক্সপেরিমেন্ট চালিয়েছে। নানা ঘরানা তৈরি হয়েছে। ক্রমশ বহু থেকে বহুতর মানুষের কাছে পৌঁছেছে। অন্যদিকে প্যারালাল ধারা কেবল "বাস্তব"এর প্রতি বস্তুনিষ্ঠ থাকতে গিয়ে ক্রমশই পপুলার কালচারের কাছে পৌঁছনোর এক্সপেরিমেন্টেশন থেকে দূরে সরে গেছে।

    এই করতে করতে তৈরি হয়েছে দেয়াল। পাবলিকের পালসের চাবিকাঠি নানা ঘরনার হিন্দি সিনেমার হাতে অনেকটাই এসে গেছে। সেই সূত্র ধরে সে জনরুচিকে এখন অনেকটা নিয়ন্ত্রণও করে (এখন অন্য ঘরানা লোককে খাওয়ানো চাপ আছে আর কি)। আর উল্টোদিকে প্যারালাল সিনেমার কাছে পাবলিকের পালসের চিহ্নমাত্র নেই। আর্বান কিছু বোদ্ধা দর্শকের পালস অবশ্যই আছে। সেটা কিঞ্চিৎ বাড়ায় একটু "অন্য" ধরণের সিনেমার কিঞ্চিৎ প্রভাববৃদ্ধিও দেখা যাচ্ছে। কিন্তু সেটা হিমশৈলের চূড়োটুকুই। বাকি গোটা হিমশৈলটাই আউট অফ সাইট। ফোকাসের অঞ্চলের বহুদূরে। প্যারালাল সিনেমা যে অঙ্গীকার থেকে শুরু করেছিল, তার ধারে কাছেও পৌঁছতে তো পারেইনি, বরং উল্টোদিকে সরে এসেছে। একেই বোধহয় বলে স্বখাত সলিল।

    ব্যস, আপাতত আর কূ বক্তব্য নাই।
  • | 183.17.193.253 | ২৮ এপ্রিল ২০১৫ ০৮:৫৮673446
  • গতবছর বিশেষ কারণে কঙ্গো থেকে আগত এক যুবকের সঙ্গে কিছুদিন সময় কাটানোর সুযোগ হয়েছিলো। হুটু-টুটসি বিরোধ,রুয়ান্ডার সঙ্গে যুদ্ধ ইত্যাদির জন্যে সে ছোটবেলা থেকেই পরিবারের কিছু সদস্যের সঙ্গে ঘরছাড়া হয়ে নানা দেশে র শরণার্থী শিবিরে ঘুরে ঘুরে বেড়িয়েছে। আমি ভারতীয় শুনেই সে আমাকে বলিউড বিশেষজ্ঞ ঠাউরে নিয়েছিলো। ভারত সম্পর্কে তার অসম্ভব কৌতুহল। ভাঙা ইংরেজিতে( মাতৃভাষা ফরাসী) সে আমাকে যত প্রশ্ন করতো সবই হিন্দি ফিল্ম সংক্রান্ত। যেমত, আমি শ্রীদেবী, মিঠুন, মাধুরী কে চিনি কিনা? শারুক খান কে কেমন লাগে?আমি বলিউডে(বোম্বে) গেছি কিনা। ইমাবলে যদি কখনো ইন্ডিয়া আসে আমি ওকে বলিউডে নিয়ে যেতে পারি কিনা। হিন্দি ছবি রাশিয়ায় জনপ্রিয় শুনেছিলাম কিন্তু আফ্রিকার নানাদেশের শিবিরে বড় হওয়া এই ছেলেটির চোখে বলিউড একটি স্বপ্নপুরী জেনে যারপরনাই অবাক হয়েছিলামঃ)
    এই আলাপের পর থেকে হিন্দি ছবির বাজার সম্পর্কে এখন বেশ শ্রদ্ধামিশ্রিত কৌতুক বোধ করি।
  • pi | 233.176.5.20 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:০২673447
  • আফ্রিকায় বহুদিন ধরেই বলিউড খুব জনপ্রিয়। প্রায় পুরো ইয়োরোপেই।সেই ওয়ার্ক্শপের গল্পে লিখেছিলুম, অন্যান্য দেশের লোকজন কীরকম রীতিমতন বলিউড ডান্সের ক্লাস নেয় !
    সুদানের দুটি মেয়ে আমাদের ল্যাবে এসেছিল, মুম্বইতে তাদের প্রথম কাজ ছিল শারুখ খানের বাড়ি দর্শন।

    মামুর লেখাটা ভাল করে পড়তে হবে। অল্প পড়ে কিচু প্রশ্ন এল।

    কিন্তু উপরে ঐ রাশিয়ান ভাষায় এগুলো কী ও কেন ?
  • Bhagidaar | 218.107.71.70 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:০৪673448
  • আমাকে এই অলমোস্ট একই প্রশ্ন আমাদের লোকাল seven-eleven-র কর্মচারী করেছিল। তারা সব ইথিওপিয়ার লোক। তার আগে আমার কোনো ধারণা ছিলনা হিন্দি ছবির দেশের বাইরে কি বিশাল বাজার!
  • dd | 132.172.223.50 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:১৩673449
  • নট ওনলি হিন্দি ছবি। শুনেছি রজনীকান্তের মুভীগুলোও মার মার কাট কাট হিট - গ্লোবালি। চলেছে এমন কি জাপানে আর সুইডেনেও।

    শোনা কথা। ওখানকার জলধরদের কাছে।
  • একক | 24.99.135.215 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:১৫673450
  • স্বপ্ন যেমন বাস্তব ছাড়া হয়না , বাস্তব ও কিন্তু স্বপ্ন ছাড়া আসতে পারেনা আর্ট-এ । তুমি এমন পেইন্টিং করলে যে লোকে দেখে বল্লো "ওমা একদম ফোটোগ্রাফ হয়েচে" এটা কিন্তু ভারী গোলমেলে :D এমনকি হাইপাররিয়ালিস্ট পেইন্টিং একটা পার্থক্যের জায়গা রাখা হয় । মুশকিল হয় এইযে বাস্তবতার মধ্যে জড়িয়ে থাকা স্বপ্ন একে ধরতে গেলে ওই পার্টিকুলার বাস্তবতার প্রত্যক্ষ সংযোগ দরকার হয় কিছুটা । যে লোকটা ধোয়া ওঠা উনুনের পাশে হাঁটু মুড়ে বসে আছে সে গতকাল রাত্রেই একটা চটুল যাত্রাপালা দেখে এসে গুনগুন করতে
    পারে। যে সরল গ্রাম্য যুবক হিসেবে প্রজেক্টেড সেই কোনো দুর্বল মুহুর্তে কারো মানিব্যাগ সরাতে পারে বা নিজের চেও "সরল" কাওকে বোকা বানাতে পারে খুব সামান্য কোনো ইচ্ছাপূরণের জন্যে।এগুলো ঘটে ।বাস্তবে জড়ানো পোকায় খাওয়া -লোভে দুষ্ট স্বপ্ন।

    এটা ছিলনা। টিপিকাল একটা বাইনারি রাজনৈতিক চেতনা দিয়ে সবকিছুকে দেখা এবং শেড উইদিন শেড এর প্রচন্ড অভাব যেটার কারনে এই তথাকথিত বাংলা আর্ট ফিলিম দেখতে বসে সিম্পলি চালাক-চালাক ভাব করা গোলগাল গল্প দেখছি ছাড়া কিছু মনে হয়না ।অধিকাংশ ক্ষেত্রেই । তার মধ্যেই বড়বাবু একটুউউউ হলেও আলাদা(নট অল ফিল্ম) । ঋত্বিক এর অযান্ত্রিক -কোমল গান্ধার তবু বসে দেখা যায় । বাকি সিনেমা তে ঋত্বিক কে জাস্ট উদ্বাস্তু দের মনোজ কুমার মনে হয় :((( সর্বভারতীয় ফিল্মে যেমন এই ন্যাসনালিস্ম নিয়ে মোটাদাগের হ্যাজ দেওয়া একটা ধারা ছিলো , বাংলায় তারই সহোদর ধারাটি হলো বাম রাজনীতি ঘিরে । এখন ন্যাসনালিস্ম টা শিক্ষিত বাঙালির কাছে ঠিক "ফ্যাশনেবল" নয় তাই নিজেদের ধারাটিকে তার চে উন্নত -মহান কিছু দেখাতে চায় । কিন্তু আদতে সেই বাইনারি জগৎ ও প্রচুর ক্লিশের সহাবস্থান ছাড়া কিছু না ।
  • সে | 188.83.87.102 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:৪৭673451
  • ওপরের লেখাটায় ভারতীয় রাষ্ট্রদূত কী বলেছেন এইসব ছিলো, সিনেমা নিয়ে খুবই সামান্য। অন্য ভাষা নিয়ে কোনো মানসিক বাধা নেই। পড়তে না পারলে ট্রান্সলেটরে ফেলি, আবার দূর্বোদ্ধ টেক্স্‌ট স্ক্রোল ডাউন করে না পড়ার অপশানও থাকে। লিংক দেবার রেওয়াজ মেনে কিছু লিঙ্ক দিয়েছি। আফ্রিকায় ভারতীয় ছবির সাফল্য আজ থেকে নয়, বহু আগে থেকে। সেই হাতী মেরে সাথীর টাইম থেকেই খুব পপুলার। ঠিক তেমনি পপুলার লাওস, ভিয়েৎনাম, কম্বোডিয়ায়, ও আরো অনেক দেশে।

    আচ্ছা, এই কদিন আগেই ঋত্বিক নিয়ে খুব প্রশংসা হৈ হৈ হচ্ছিলো না? এক লাফে সেই ঋত্বিকই উদ্বাস্তুদের মনোজকুমার বনে গেলেন? কিন্তু কেন?
  • একক | 24.99.135.215 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:৫৫673453
  • আমি কোথাও ঢালাও প্রশংসা করেছি কি ঋত্বিক নিয়ে ? মানে সবার বক্তব্য তো তার নিজস্ব তাই না :) ঋত্বিক এর সিনেমাটোগ্রাফি নিয়ে প্রচুর চর্চা হচ্ছে ইদানিং । সে বিষয়ে ওয়াকিবহাল । বাট ইভেন ইন দ্যাট সিনারিও , যিনি "ঘাসে ঘাসে পা ফেলেছি" স্কোরে ঘাসে পা ফেলা দেখার তাঁর এসথেটিক সূক্ষতা নিয়ে আমার প্রশ্ন থাকবেই । মানে এই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে কী প্রতিশ্রুতি তৈরী করে কী বানাচ্ছি সেই গ্যাপ টায় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন