এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০০৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 79.138.209.156 | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:৪৯673596
  • নেট নিউট্রালিটি নিয়ে বাজারে প্রচুর আওয়াজ! মজার ব্যপার হলো, বর্তমান ইন্টারনেটেই নেট নিউট্রালিটি নেই । না সব বাইট ইক্যুয়াল না । গুগল বা আমাজনের বাইট -আপনি সবার আগে পাবেন। কারন কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, পেয়ারিং, ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এবং ডেটাবেসের দৌলতে-বা এদের কম্বাইন্ড এফেক্টে গুগল, ফেসবুক, আমাজন এদের বাইট সবার আগে আসবে আপনার কাছে-যদি চান অফকর্স। সব থেকে বড় কথা-এই যে ফেবুকার এক্টিভিস্ট গুলো এত বড় বড় কথা বলছে -ফেসবুকের বাইটকে অগ্রাধিকার না দিলে বা তার ব্যবস্থা না করলে -এই যে রিয়াল টাইমে ডিসকাসন , চ্যাটিং-সেগুলোর ক্ষেত্রে প্রেমিকাকে একটা চুমু দেওয়ার পরে, তার চ্যাট মেসেজ আসতে দশ মিনিট দেরী হলে, আপনি কি ফেসবুককে আর ভালোবাসবেন ?

    গুগল, ফেবুক, আমাজন যা পারফর্মান্স দেয়-সেটা ওই ইউটোপিয়ান নেট নিউট্রালিটি মডেলে সম্ভব না -টেকনিক্যালি পসিবল না ।

    বেসিক্যালি সমস্যাটা সেখানে না । টেলিকম বিজনেসের একটা স্যাড, খুব দুঃখজনক দিক থেকে এই নয়েজটা আসছে। এই যে ধরুন আপনি মাসে ১০০০ টাকা ইন্টারনেট বিল দিচ্ছেন- বা ১২০০ টাকাতে ডেটাপ্ল্যান নিয়েছেন-এই টাকাটা কে পায়? এটা কি ভারতে এয়ারটেল আর আমেরিকাতে ভ্যরাইজেন পাচ্ছে? ওপর থেকে সেটা দেখতে মনে হয় কারন-টাকাটা ওরাই নিচ্ছে। কিন্ত বাস্তবে ওই টাকার বড় অংশ চলে যায় ফাইবার অপ্টিক্সে রিয়ালস্টেট ফি, স্পেক্ট্রাম লাইসেন্স ফি দিতে। ফলে ক্যারিয়ারা বিজনেস বাড়াতে পারছে না খুব বেশী। এতে ইকুইপমেন্ট ম্যানুফাকচারারা পাতি শুয়ে গেছে। আমি আমার চাকরি জীবনের ৭০% এই টেলিকম ইকুইপমেন্টে কাটিয়েছি। বর্তমানে সেখানে আবিস্কারের গতি একদম থেমে গেছে।

    অথচ পৃথিবীতে গত দুই দশকে সব থেকে চমকপ্রদ আবিস্কার এবং প্রগতি হয়েছে টেলিকমে যার দরুন পৃথিবীটাই বদলে গেছে। কিন্ত যাদের আবিস্কার এবং গবেষনার জন্য এগুলো সম্ভব হল, তারা এর থেকে কিস্যু পায় নি। টাকা লুঠেছে এবং লুঠছে যারা মাটির মধ্যে ফাইবার অপটিকের কেবল পুঁতেছে। আর গুগল, ফেসবুকের মতন কোম্পানী যারা এই ইন্টারনেট পরিশেবা ব্যবহার করে বিশাল হয়েছে। টেলিকম ক্যারিয়াররা নামেই রেভিনিউ বাড়িয়েছে। লাভ খুব বেশী হয় না ক্যারিয়ার বিজনেস থেকে।

    অনেকের ধারনা, তারা ইন্টারনেটের বিল পে করেন -এতেব ইন্টারনেটের বাইট বহনের সব খরচ, তারাই বহন করেন। এটা বিরাট ভুল ধারনা। তারা শুধু বাইটটির লাস্ট মাইলের বিল পে করেন। ইনফ্যাক্ট একটা সার্ভার থেকে একটা বাইট যখন আপনার কম্পিঊটারে পৌছাচ্ছে, আপনি তার ২০% বিল মোটে পে করছেন। বাইটগুলো লংডিসটান্স ট্রাভেলের বিলটি কিন্ত সেই ফেসবুক বা ওয়েবসাইটটিই পে করছে। ব্যাপারটা এমন -একটা প্যাকেট মুম্বাই থেকে মেমারীতে আসছে। মুম্বাই থেকে কোলকতার ফেয়ারটা বিক্রেতা কোম্পানী দিচ্ছে। বাকীটা দিচ্ছে ক্রেতা।

    ফলে টেলিকম ক্যারিয়াররা লবি করবেই-যাতে তারা আরোবেশী করে লিগ্যালি আরো সহজে আমাজন বা ফেসবুকের মতন ফাস্ট লেইন তৈরী করতে পারে। আমার মতে সেটা ভাল । কারন সেক্ষেত্রে বরং আমাজন বা গুগলকে প্রতিযোগিতা দেওয়ার মতন কোম্পানী তৈরী হবে। নেট নিউট্রালিটি বেসিক্যালি গুগল বা ফেসবুকের মতন কোম্পানীগুলো দাবী করে। কারন এতে তাদের সুবিধা। তারা অনেক কম খরচে বেশী বাইট পাঠাতে পারছে। লাস্ট মাইলে। নেট নিউট্রালিটি উঠে গেলে, ইউটিউব সবার আগে বন্ধ হবে। কারন ইউটিউব প্রায় সর্বত্র ব্যান্ডউইথের ৭৫% খায়, অথচ তার জন্য গুগলকে এক্সট্রা পে করতে হয় না । এতে অন্যান্য পরিশেবার ক্ষতি হয়। বর্তমানে আই ও টি আসছে। এই ভেঙে পড়া ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের ওপরে মেশিন ডাটা জুরে দিলে, সব কিছু বসে যাবার চান্স আরো প্রবল। কারন মেশিন ডাটা হিউমান জেনারেট ডেটার থেকে আরো বেশী হবে।

    প্রযুক্তির মধ্যে রাজনীতি ঢোকানো উচিত না । এতে প্রগতির আরো দুর্গতি হবে।
  • dc | 132.164.14.213 | ২৫ এপ্রিল ২০১৫ ১০:০৫673707
  • বিপবাবু, নেট নিউট্রালিটি নিয়ে আরেকটা টইতে আলোচনা চলছে, ওখানে লিখুন না কেন? আপনার পোস্টটা পড়ে খুব লজিকাল মনে হলো আর বেশ পরিষ্কার বুঝতেও পারলাম। আপনি যে লিখেছেন যে ইউটিউব আর ফেসবুকের বাইট আগে আসে, সেই সন্দেহটা আমার আগেও ছিল (যদিও টেকনিকাল ব্যাপার একেবারেই জানিনা)। অন্য টইতে নিউট্রালিটি নিয়ে আলোচনায় অন্যরা যেসব যুক্তি দিয়েছেন সেগুলো কেমন যেন ইউটোপিয়ান মনে হচ্ছিল, বাস্তব পৃথিবীর সাথে সম্পর্ক নেই। আপনার পোস্টটা পড়ে মনে হচ্ছে তা নয়, সব জায়গায় বিজনেস হাউস গুলো যেমন কামড়াকামড়ি করে আর প্রতিযোগিতা করে, ইন্টারনেটেও তাই করছে। মানে বিজনেস অ্যাস ইউসুয়াল আর কি। এরকম সহজ ভাবে আরো লিখুন, পারলে অন্য টইটাতে লিখুন, আলোচনাটা এক জায়গাতে থাকলে সুবিধে হয়।
  • - | 109.133.152.163 | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১০673762
  • ডিসিবাবু, আপনি নতুন লোক, হয়ত জানেন্না, বিপ অন্যের খোলা টইতে লেখেন্না ঃ-)
  • dc | 132.164.14.213 | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১১673773
  • এই যাঃ ঃ-(
  • pintu | 188.20.55.16 | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১৯673784
  • বিপ একটু পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন। এই জিনিষগুলো একটু বুঝতে চাই।

    ১। গুগল বা ফেসবুকের ডাটা আপনি আগে পান। তার মানে কি নেটের ব্যাকবোনে এই বাইটগুলোকে হায়ার প্রায়োরিটি দেওয়া হয়? হলে কিভাবে দেওয়া হয়? আইপি কি প্রায়োরিটি সাপোর্ট করে? নাকি কোন ফিজিক্যাল লেয়ারে প্রায়োরিটি সাপোর্ট করে বলে এরকম হয়?

    ২। বাইটগুলো লংডিসটান্স ট্রাভেলের বিলটি কিন্ত সেই ফেসবুক বা ওয়েবসাইটটিই পে করছে। এই কথাটার অর্থ কি? এর মানে কি ব্যাকবোন মেনটেন করার খরচ বড় বড় কোম্পানীই বহন করে? ট্যারিফ কিভাবে ঠিক হয় এদের জন্য?

    ৩। এই ইউটিউবের বাইট খাওয়া ও খরচের ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। ইউটিউব কি প্রতি বাইট ডাটায় অন্যদের চেয়ে কম টাকা দেয়? কত কম দেয়?
  • pintu | 183.254.216.68 | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২২673795
  • ৪। আপনি একটু আগে বললেন ডাটার লং ডিসট্যান্স ট্রাভেলের বিল বড় বড় ওয়েব সাইট (গুগল, ফেসবুক) দেয়। ইউটিউবের বেলায় কি সেটা অন্যরকম? মানে ইউটিউব কি তাদের ডাটার লং ডিসট্যান্স ট্রাভেলের বিল দেয় না? কেন দেয় না? যদিও ইউটিউব আসলে গুগলের সাইট।
  • যম | 193.90.37.26 | ২৫ এপ্রিল ২০১৫ ১২:৩৩673806
  • বিপবাবু পুরো ঘেঁটে গেছেন। যাইহোক অন্য টইটাতে আলোচনা চলুক।
  • bip | 79.138.209.156 | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৪৮673817
  • ১। গুগল বা ফেসবুকের ডাটা আপনি আগে পান। তার মানে কি নেটের ব্যাকবোনে এই বাইটগুলোকে হায়ার প্রায়োরিটি দেওয়া হয়? হলে কিভাবে দেওয়া হয়? আইপি কি প্রায়োরিটি সাপোর্ট করে? নাকি কোন ফিজিক্যাল লেয়ারে প্রায়োরিটি সাপোর্ট করে বলে এরকম হয়?
    >>
    এটা বুঝতে বেশকিছু টেকনোলজি বুঝতে হবে। সহজে লিখছি।

    (১) গুগলের নিজস্ব ফাইবার অপটিক্স ব্যকবোন আছে। আবার ফেসবুক বা এপল, অন্যদের কাছ থেকে প্রাইভেট ব্যাকবোন
    কিনেছে-এখন খরচ কমাতে নিজেরাই ব্যাকবোন বানাচ্ছে। শুধু এক্সেস বা মেট্রোনেটোয়ার্কে ওরা লোক্যাল ক্যারিয়ারদের
    সাথে পেয়ারিং করে। অর্থাৎ, ওই লোক্যাল ক্যারিয়ারকে ওদের ব্যকবোন ব্যবহারে সুবিধা দিয়ে, নিজেদের ডাটাকে বেশী
    প্রায়োরিটিতে ঢোকায় ফিজিক্যাল লেয়ারে। মান ধরুন বেশী বড় ব্যান্ডিউথের ইনগ্রেস পাইপগুলো এরা নেয়। যেহেতু আইনের জন্য
    প্রায়োরিটি আই পি লেয়ারে বা প্যাকেট লেয়ারে যেওয়া যায় না -ফিজিক্যাল লেয়ারে এই খেলাটা খেলতে হয়

    (২) ইভেন, ফিজিক্যাল লেয়ার ছাড়া লেয়ার থ্রি বা ধরুন লোক্যাল ইথারনেট লেয়ারেও খেলা আছে। যেমন ইথারনেট লেয়ারের
    ভিত্তি সি এস এম এ সিডি টাইপের প্রোটোকল-যার মানে প্যাকেট কলিশন এভয়েড করার জন্য যে প্যাকেট আগে আসবে
    তাকে আগে পাস করানো হয় রাউটারে। এবার গুগল বা ফেসবুক গোটা দেশজুরে অজস্ত্র লোক্যাল সার্ভার নিয়েরেখেছে।
    আপনি যেই গুগল পিং করলেন , হয়ত মাত্র ৫০ মাইল দূরেই লোকাল সার্ভারটা আছে-সেখানে যখন গুরুর সার্ভারে পিং করছেন
    সেটা আছে হাজার মাইল দূরে। তাহলে কি হচ্ছে গুগলের সার্ভারে খবর যাচ্ছে মাত্র সে ৫-৬ টা রাউটার হপিং এ -আর প্যাকেট
    আসছে আরো দ্রুত-।

    এছারাও আরো অনেক খেলা আছে যার কারনে, ফেসবুক বা গুগল রিয়াল টাইম এক্সপেরিয়েন্স দিয়ে থাকে।
    একটা ছোট্ট খবর গুগল এবং এপলের ব্যাকবোন হেড বাঙালী এবং আই আইটি কেজিপির। দুজনেই আমাদের ব্যাচের। এর
    মধ্যে একজনের সাথে প্রায় কথা হয়। শুধু এটা বলতে পারি, এই দুই কোম্পানী বছরে বেশ কয়েক বিলিয়ান ডলার খরচ
    করে শুধু এই ফাস্ট লেন বানাতে।

    ২। বাইটগুলো লংডিসটান্স ট্রাভেলের বিলটি কিন্ত সেই ফেসবুক বা ওয়েবসাইটটিই পে করছে। এই কথাটার অর্থ কি? এর মানে কি ব্যাকবোন মেনটেন করার খরচ বড় বড় কোম্পানীই বহন করে? ট্যারিফ কিভাবে ঠিক হয় এদের জন্য?

    >> ফেসবুক বা গুগুলের হিসাব সহজ। কারন ওরা নিজেদের ব্যাকবোন বানায় বা রেন্ট করে। অন্য ওয়েব সাইটের ক্ষেত্রে,
    তারা যখন সার্ভারে কোন ওয়েবসাইট হোস্ট করছে, তাদের একটা ব্যান্ডিউথ ও কিনতে হয় । যেমন ১০০ এম বি পি এস
    গ্যারান্টিড পাইপের ( ৯৫% এভেলেবিলিটি) - অর্থাৎ কিনা, সার্ভার থেকে আপনি ওই রেটে বাইট ছাড়তে পারবেন-
    এর খরচ এখন প্রায় ৪০০-১৫০০ ডলারের ( মাসিক) মধ্যে। ছোট খাট বা শেয়ারড সার্ভারে, এগুলো বোঝা যায় না -কারন
    হোস্টিং কোম্পানী সেটা বেয়ার করে।

    ৩। এই ইউটিউবের বাইট খাওয়া ও খরচের ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। ইউটিউব কি প্রতি বাইট ডাটায় অন্যদের চেয়ে কম টাকা দেয়? কত কম দেয়
    >>
    ব্যপারটা এইরকম। ইউটিউব বা নেটফ্লিক্স যেহেতু ভিডিও ওরা প্রচুর ডাটা টানে। আমার বন্ধুর হিসাব অনুযায়ী, আমেরিকাতে বিকেল
    ৭-১১ টা ) ইস্টার্ন টাইমে , প্রায় লোক্যাল ৭৫% ট্রাফিক ভিডিওর।
    এতে বাকী পরিশেবা দিতে অনেক অসুবিধা হয়। ফলে কমকাস্ট দুবছর আগে, নেটফ্লিক্সের ভিডিও স্লো করে দিয়েছিল।
    ইউটিউবের ভিডিও ক্যাশ করে দিত। নেটফ্লিক্স এর ফলে এই নেট নিউট্রালিটির ভিত্তিতে আদালতে যায় এবং কমকাস্ট
    মামলার কিছুটা হারে। এখন ব্যাপার হচ্ছে, এরকম, যেহেতু সোকলড নেট নিউট্রালিটি আছে, আমি যদি ৯৯% ট্রাফিক দিয়ে পাইপটা ভর্ত্তি রাখি
    ( কারন আমার কাছে ব্যাকবোন আছে), তাহলে সেটাই টানতে হবে। অধিকাংশলোক, বিশেষত ফেবুকের সব বামপন্থী এক্টিভিস্টরা কিছুই বুঝছে না এসব।
    ইউটিউব সেটাই করছে। নেট নিউট্রালিটির সুবিধা নিচ্ছে।
  • বিপ | 79.138.209.156 | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৫০673828
  • ৪। আপনি একটু আগে বললেন ডাটার লং ডিসট্যান্স ট্রাভেলের বিল বড় বড় ওয়েব সাইট (গুগল, ফেসবুক) দেয়। ইউটিউবের বেলায় কি সেটা অন্যরকম? মানে ইউটিউব কি তাদের ডাটার লং ডিসট্যান্স ট্রাভেলের বিল দেয় না? কেন দেয় না? যদিও ইউটিউব আসলে গুগলের সাইট।
    >>
    (৩) এর উত্তর দিয়েছি। লংডিস্টান্সে, সব বিল, সাইটকেই পে করতে হয় বা নিজেদের বানাতে হয়। আমি বলেছিলাম-লাস্ট মাইলের প্রসঙ্গে।
  • বিপ | 79.138.209.156 | ২৫ এপ্রিল ২০১৫ ১৭:০৬673597
  • আমি নেট নিউট্রালিটির বিপক্ষে। এটা শ্রেফ না বুঝে রাজনীতি করে একটা ইন্ডাস্ট্রিকে মায়ের ভোগে পাঠানো হচ্ছে।

    আমরা যারা আইওটির বিজনেসে স্টার্টাপ তারা বেশ ভুক্তভোগী। লাস্ট মাইলে ভিডিওর দৌড়াত্বে কোন ভাবে ডেটা লোকাল আপলোড
    ওয়ারান্টি নেই । যার জন্য সবাই অনেকটা লোক্যাল প্রসেসিং করে ডেটার-যাতে শুধু খরচ বাড়ে।

    আরো অনেক পয়েন্ট আছে। মোদ্দা কথা এতে সুবিধা বড় বড় ও টি টি প্লেয়ারদের। এই জন্য ফেসবুক, গুগল এরা নেট নিউট্রালিটির পক্ষে।
    অসুবিধা টেলিকম এবং আরো অনেক ইন্টারনেট বিজনেসের।

    গুরুর টই দেখেছি। ওটা কিছু রোম্যান্টিক ভাবুক এক্টিভিস্টদের হ্যাজানো। আমরা ভুক্তভোগী শ্রেনীর লোক-মানে ওই নিপীড়িত শ্রেনীর আর কি। তাই
    আলাদা টই থাকুক।
  • dc | 132.164.26.148 | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:০৫673608
  • বিপ এর পোস্ট পড়ে এইটুকু বুঝতে পারছি, বিগ বিজনেস হাউসরা একদল ইন্টারনেট থেকে একরকম সুবিধে পেতে চায়, আর আরেকদল আরেক রকম সুবিধে পেতে চায়। আমাদের মতো ছাগল জনতার সামনে নেট নিউট্রালিটি নামের একটা মন্ডা ঝুলিয়ে প্রক্সিতে যুদ্ধটা চলছে। মানে বিজনেস অ্যাজ ইউজিয়াল :d

    বিপ কে ধন্যবাদ।
  • bip | 79.138.209.156 | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:১৭673619
  • ঠিক তাই। নেট নিউট্রালিটি মোটেও নেই । আছে গুগুল, ফেবুকের দাদাগিরি। মধ্যে থেকে মরছে অনেক প্রতিশ্রুতইপূর্ন বিজনেস। সুতরাং নেট নিউট্রালিটি তুলে দিলে-আবিস্কারের
    গতি আরো বাড়বে।এইসব বোকাসোকা এক্টিভিস্টদের সামনে কখনো নেট নিউট্রালিটি কখনো নিউক্লিয়ার পাওয়ার মরাটরিয়ামের কলা ঝুলিয়ে লাভ করে অন্য কর্পরেটরা।
  • bip | 79.138.209.156 | ২৫ এপ্রিল ২০১৫ ২২:৪৬673641
  • দাঁত নখ বেড়োনোর কিছু নেই -ঠিক ই বলছে
  • pintu | 99.207.133.55 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:০৩673652
  • বিপের কথাটা আগে একটু বুঝে নেই।

    ১। ফেসবুক, গুগল নিজেদের ব্যাকবোন মেনটেন করে। তার মানে হল, এদের সারা পৃথিবীতে অনেক সার্ভার ছড়ানো আছে। সেই সার্ভারদের মধ্যে যে কানেকশন সেটা পাবলিক ইন্টারনেট দিয়ে নয়। নিজেদের সার্ভারগুলোর মধ্যে এই লিংকগুলো গুগল ইত্যাদিরা হয় বানায়, নয় কেনে, নয় ভাড়া করে। মোটের উপর, এগুলো ইন্টারনেটের অংশ নয়।

    ২। এবারে সার্ভার থেকে নেটের যে কানেকশন সেটা গুগল ইত্যাদিরা কেনে। সেখানে অন্য কোম্পানীরা, সাধারন লোক যে বিজনেস টার্মসে কেনে, এরাও সেই টার্মসেই কেনে। আপনি ফেসবুকে যেতে চাইলে ডিএনএস (বা কোন প্রক্সি) আপনাকে সবচেয়ে কাছের ফেসবুক সার্ভার দেখিয়ে দেবে। তাই আপনি তাড়াতাড়ি ফেসবুক খুলতে পারবেন। এতে ব্যাকবোন মালিকের কি ক্ষতি বুঝলাম না। ফেসবুক যদি একটা নেট কানেকশন দিয়ে সবাইকে সার্ভিস দেবার চেষ্টা করত তাহলে ফেসবুক অনেক বেশী ব্যাকবোন রিসোর্স কনজিউম করত। কেন না প্রতিটি ফেসবুক প্যাকেট ব্যাকবোনে অনেক বেশী দূর ট্রাভেল করত। এখন ফেসবুক প্যাকেট অনেক কম দূরত্বের জন্য ব্যাকবোনে ট্রাভেল করে। অর্থাৎ যত রিসোর্সের জন্য ফেসবুক টাকা দেয় তার চেয়ে কম ব্যবহার করে। ইউটিউবও তাই।

    ৩। লোকাল কেরিয়ারকে নিজেদের ব্যাকবোন ব্যাবহার করতে দিয়ে ফিজিক্যাল লেয়ারে নিজেদের প্যাকেটকে বেশী প্রায়োরিটিতে ঢোকায় - এই কথাটা একটু বুঝিয়ে বলুন। এক হল এরা ফিজিক্যাল লেয়ারে কি প্রোটোকল ব্যবহার করে? তাতে প্রায়োরিটি কিভাবে সাপোর্টেড হয়? দুই, এই প্রায়োরিটি ব্যাপারটার সাথে হাই ব্যান্ডউইড্থ লিংক ভাড়া করার তফাৎ কি? তিন, এই প্রায়োরিটিটা কি প্রাইভেট ডিল? নাকি টাকা দিয়ে যে কেউ এই হাই প্রায়োরিটি কিনতে পারে?

    আর একটা কথা। বামপন্থীরা কি করছে সেটা পরে বলে একটু টেকনিক্যাল ব্যাপারটা আগে বলুন। আপনার কিসে ঠিক আপত্তি সেটাই বুঝতে পারছি ন।
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:১৮673663
  • সেই সার্ভারদের মধ্যে যে কানেকশন সেটা পাবলিক ইন্টারনেট দিয়ে নয়। নিজেদের সার্ভারগুলোর মধ্যে এই লিংকগুলো গুগল ইত্যাদিরা হয় বানায়, নয় কেনে, নয় ভাড়া করে। মোটের উপর, এগুলো ইন্টারনেটের অংশ নয়।
    >>
    ভুল ধারনা। ব্যাকবোনে শুধু মেশিন টু মেশিন না -আরো অনেক কিছুই হয়। সরাসরি ব্যাকবোন দিয়েই পেয়ারিং করে ঢুকিয়ে
    দেওয়া যায় এবং হয়ও মেট্রো বা এক্সেস নেটওয়ার্কে। তাছাড়া ঐ ব্যাকবোনে, যার সাথে পেয়ারিং হয়েছে, তার কিছু ব্যাকবোন ট্রাফিক ও টানে।
    এগুলো অনেক কমপ্লেক্স ব্যপার।
  • pintu | 28.243.0.30 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:২৩673685
  • ভুলটা একটু বুঝিয়ে বলুন। ব্যাপারটা কমপ্লেক্স হতে পারে, কিন্তু বোঝা যাবে না কেন? এই ব্যাকবোনের সাথে পেয়ারিং করার ব্যাপারটা কি? এটা দিয়েই না হয় শুরু করুন।

    আর মেট্রো বা অ্যাক্সেস নেটওয়ার্ক আর নেটের লং হল ব্যাকবোন কি এক জিনিষ?
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:২৩673674
  • এবারে সার্ভার থেকে নেটের যে কানেকশন সেটা গুগল ইত্যাদিরা কেনে। সেখানে অন্য কোম্পানীরা, সাধারন লোক যে বিজনেস টার্মসে কেনে, এরাও সেই টার্মসেই কেনে।
    >>>
    এটাও ভুল ধারনা। গুগুলের সাথে লোক্যাল কারিয়াদের ডিল খুব কমপ্লেক্স। ওরা লোক্যাল ক্যারিয়ারদের ট্রাফিক নিয়ে এক্সচেঞ্জ করে। মানে ১০০ জিবিএসের
    পাইপ ক্যারিয়ারের জন্য ব্যাকবোনে খুলে দিয়ে, নিজেরা সমপরিমান লোক্যাল ট্রাফিক নিল। ইউটিউব
    বা ফেসবুক যে পরিমান বান্ডুইথ ইউজারকে দেয়,সেটা মার্কেট রেটে কিনতে গেলে এইসব কোম্পানীগুলো তিন দিনে ফতুর হবে।
    আবার বলছি-এগুলো না বুঝে মুলো দেখেই দৌড়ে গিয়ে চেবানো ঠিক না
  • pintu | 28.243.0.30 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:২৭673696
  • এবারে গুগল আর লোকাল কেরিয়ারদের মধ্যে ডীল। আপনি যেটা বলছেন বলে বুঝলাম যে গুগল অ্যাক্সেস লিংকের দাম কিছুটা বার্টার সিস্টেমে পে করে। অর্থাৎ টাকায় না দিয়ে নিজেদের লং হল লিংকের ব্যান্ডউইডথ দেয়। তা সেটা বাজে ডিল হলে লোকাল কেরিয়ারেরা তাতে রাজী হয় কেন? আর তার সাথে নেট নিউট্রালিটির সম্পর্ক কি?
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৩০673708
  • [৩] নাম্বারটা বুঝতে গেলেই বুঝতে পারবে, শ্রেফ নেট নিউট্রালিটি ব্যাবহার করে কিভাবে মনোপলি করে রেখেছে গুগল।
    ধর গুগুলের সাথে চুক্তি হল একটা মেট্রোর ওরা পেয়ারিং করে ৪০ জিবিএস ট্রাফিক ঢোকাবে কোন একটা লোক্যাল
    ক্যারিয়ারে। অন্য কেও ওত ট্রাফিক ঢালতে পারবে না -কারন গুগল এটা ফ্রিতে পাচ্ছে ব্যাকবোন নিয়ে ( সব ক্ষেত্রে না
    কিন্ত অনেক ক্ষেত্রে ) । এবার লোকাল ক্যারিয়ারের রাউটার যে ধর মোটে ১০ জিবিএস প্রসেস করতে পারে-সে দেখছে,
    বিকেল ৭টার পরে লোকে উদোম রেটে ইউটিউব দেখছে-ফলে ৮০% ট্রাফিক আসছে গুগল থেকে। এখন নেট নিউট্রালিটির জন্য
    প্রতিটা প্যাকেটকে সমান সন্মান-ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করা হয়। এর ফলে লোক্যাল কারিয়াররের সব ব্যান্ডিউথ ইউটিউব
    খেয়ে নেয়। কমকাস্ট এটা ঠেকাতে গেছিল। মামলায় হেরে গেছে। এই হচ্ছে তোমাদের নেট নিউট্রালিটি।
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৩৩673719
  • তা সেটা বাজে ডিল হলে লোকাল কেরিয়ারেরা তাতে রাজী হয় কেন?
    >>
    তুমি ইন্টারনেট প্রভাইডার। গুগল না আসলে,তোমার সার্ভিস কে কিন বে হে?
    ভেবে বল। সাধে লিখি এক্টিভিস্টরা মুলো দেখলেই দৌড়ায়।
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৩৪673730
  • গুগলকে রিফিউজ করবে এমন ইন্টারনেট প্রভাইডার পৃথিবিতে বেঁচে থাকতে পারে?
  • pintu | 87.247.181.163 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৩৯673741
  • গুগল ৪০ জিবিএস ব্যান্ডউইডথ কিনল, কিন্তু সব দামটা টাকায় দিল না, কিছুটা বলল যে আমার লং হল ডেডিকেটেড লিংকের ব্যান্ডউইডথে নাও। এখন এটা করতে অ্যাক্সেস নেটওয়ার্কের মালিক নিশ্চয় রাজী হয়েছিল। নইলে কি করে হল।

    পরের পয়েন্টটা আরো ঘাপলা। কেরিয়ারের ক্যাপাসিটি ১০ জিবিএস, কিন্তু সে গুগলকেই ৪০ জিবিএস বিক্কিরি করে দিল!! এ তো কেরিয়ারের মালিকের জেল হওয়া উচিৎ!!

    কেরিয়ারের তো আরো নুয়ান্সড কন্ট্রাক্ট করা উচিৎ ছিল। যেমন সাসটেইন্ড ব্যান্ডউইডথ ৪ জিবিএস, আপ টু ১০ সেকেন্ড বার্স্ট ৮ জিবিএস, ১০ মিনিট অ্যাভারেজ মাস্ট বি উইদিন ৬ জিবিএস, এই সব। ট্রাফিক শেপার দিয়ে এই কন্ট্রাক্ট এনফোর্সও করা যাবে।

    কিন্তু বাজে কন্ট্রাক্ট করার সাথে নেট নিউট্রালিটির কি সম্পর্ক?
  • pintu | 198.138.1.229 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৪২673752
  • কি কায়দায় গুগল না আসতে পারে? গুগলকে তো নেটে থাকতেই হবে। লোকাল অ্যাক্সেস সার্ভিস প্রোভাইডারের সাথে না বনলে গুগল দূরে থাকবে, লোকের গুগল অ্যাক্সেস লেটেন্সি বেড়ে যাবে। কিন্তু গুগল অ্যাক্সেসেবল থাকবে ঠিকই।

    কিন্তু নেট নিউট্রালিটির সাথে এটার কি সম্পর্ক?
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৫১673757
  • উহু-এখনো ব্যপারটা মাথায় ঢোকেনি পিন্টু। ৪০/১০০ এগুলো হচ্ছে ফিজিক্যাল পাইপ। রাউটারগুলো ৪০/১০০এর হয় ঠিক-সেটা মেইন-এর পরের গুলো ১০এ নেমে আসে।
    ফিজিক্যাল পাইপ রাউটার ক্যাপাসিটির থেকে বেশী থাকতেই পারে কারন ৪০ জিবিপিএসের মধ্যে মাত্র ৪ জিবিপিএস ডাটা থাকতে পারে-আর রাউটার সেটাই প্রসেস করে।

    গুগুলকে কমকাস্ট বা ভেরিজনের মতন জ্যায়ান্ট ক্যারিয়াররাই আয়ত্বে আনতে পারে না । কমকাস্টে যদি গুগল না আসে পরের দিন কমকাস্টের ৯৯% বিজনেস খতম।

    এগুলো টেবিলের তলার খেলা। এফ টিসির সেফ হ্যান্ডের বাইরে। আমার নেহাত এই লাইনে বন্ধু আছে-আগে কাজ করতাম, তাই কি রকমের পেশী ফোলায় গুগল সেই নিয়ে
    কিছুটা আইডিয়া আছে। এগুলো কোন নিউজে পাবে না ।
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৫৩673758
  • কিন্তু বাজে কন্ট্রাক্ট করার সাথে নেট নিউট্রালিটির কি সম্পর্ক?
    >>
    বাজে কনট্রাক্ট কেও ইচ্ছা করে করে না -সেটা বোঝ আগে। তাহলেই সম্পর্কটা আমার আগের পোষ্ট থেকে বুঝে যাবে
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০১:৫৬673759
  • লোকাল অ্যাক্সেস সার্ভিস প্রোভাইডারের সাথে না বনলে গুগল দূরে থাকবে, লোকের গুগল অ্যাক্সেস লেটেন্সি বেড়ে যাবে।
    >>
    গুগলে লেটেন্সি বাড়লে কি হয় জানো? ইউটিউবে ভিডিও চালিয়ে ৩ মিনিট ওয়েট-জিমেইল এইচটিমে খুলবে-সেটা থাকা না থাকা সমান।
    ওই রিক্স কেও নেবে না । এই জন্য বলি হাইপোথিসিস দিয়ে এসব বুঝবে না -আগে প্রাক্টিক্যাল ইস্যুগুলো বোঝ
  • pintu | 15.79.68.161 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:০০673760
  • কন্ট্রাক্ট করার সময় সার্ভিং ক্যাপাসিটি দেখে করতে হয়। আমার বটলনেক রাউটার যদি ১০ জিবিএস হয় তো আমি ১০ জিবিএসের বেশী সার্ভিস দিতে পারবো না, এই তো মোদ্দা কথা। তাহলে ৪০ জিবিএসের কন্ট্রাক্ট করার জন্য তো আমিই দোষী।

    এবারে টেবিলের তলার খেলার কথা।

    ১। কমকাস্টে গুগল কি করে না আসতে পারে? মানে শর্ট অফ ক্লোজিং দেয়ার বিজনেস। মানে, আপনি কমকাস্টের কাছ থেকে নেট সার্ভিস কিনেছেন। গুগল কি করে এনসিওর করবে আপনি গুগল সার্ভিস পাবেন না, কিন্তু, ধরুন, ভেরাইজনের কাস্টমারেরা পাবে।

    ২। এগুলো যদি পেশী ফোলানোর খেলাই হয় তো নেট নিউট্রালিটি তুলে দিলে কমকাস্টের কি লাভ হবে? গুগল তো পেশী ফুলিয়েই ফেভারেবল টার্ম আদায় করে নেবে। বেশীর মধ্যে পেশী ফুলিয়েই কম্পিটিটরদের খারাপ টার্ম দিতে বাধ্য করবে।
  • pintu | 47.220.35.142 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:০৪673763
  • ও, আপনি বলছেন গুগলের যতটা কমকাস্টকে দরকার কমকাস্টের গুগলকে দরকার তার চেয়ে বেশী? তাই গুগল যা চাইবে কমকাস্ট তাই দিতে বাধ্য?

    তাহলে নেট নিউট্রালিটি তুলে দিয়ে কি লাভ হবে? বরং গুগল তখন দাবী করবে ঐ বিং-টাকে বসিয়ে দাও। নইলে তোমার কাস্টমারেরা গুগল সার্ভিস পাবে না। তখন?
  • bip | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:০৪673761
  • কন্ট্রাক্ট করার সময় সার্ভিং ক্যাপাসিটি দেখে করতে হয়। আমার বটলনেক রাউটার যদি ১০ জিবিএস হয় তো আমি ১০ জিবিএসের বেশী সার্ভিস দিতে পারবো না, এই তো মোদ্দা কথা। তাহলে ৪০ জিবিএসের কন্ট্রাক্ট করার জন্য তো আমিই দোষী।

    >>
    না দোষীনা । ফিজিক্যাল পাইপ সব সময় বেশী থাকে। কারন ওটা পিক ক্যাপাসিটি । আর রাউটার দেয় এভারেজ বা ৯৫% ক্যাপাসিটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন