এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০০৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.223.154.29 | ২৬ এপ্রিল ২০১৫ ১৩:৫৫673797
  • বিপের ওপোর সানি দেওল কিন্তু হেভি ক্ষেপে যাবে এটা গ্যারেন্টিড। রাস্তায় দেখা হলে বিপের প্রান সংসয় হতে পরে। আগে ভাগে সাবধান করে দিলুম। পরে কিছু বলবেন না কিন্তু
  • Bhagidaar | 218.107.71.70 | ২৬ এপ্রিল ২০১৫ ১৪:০২673798
  • ঈঈঈক! তারাহুরয় পড়তে গিয়ে বাই এসোসিয়েশন দেওল এর জায়গায় লীয়ন পরেছিলাম, মাইরি কেন ভুলটা ধরলেন! দ্যাট ইস এন ইমেজ আই ডোন্ট ওয়ান্ট ইন মাই মাইন্ড !
  • সিকি | ২৬ এপ্রিল ২০১৫ ১৪:১৩673799
  • "বিপের ওপোর সানি" পড়েই বাই ডিফল্ট লিওন ভেবে ফেলেছিলাম। তরপরে তাকিয়ে দেখি, দেওল।

    পিওর সানি, বোঝাই যাচ্ছে।
  • PM | 233.223.154.29 | ২৬ এপ্রিল ২০১৫ ১৪:৫৩673800
  • ঃ) ভাগীদার।

    সিকি বিপের 02:09 AM পশ্য
  • bip | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ১৭:০৪673801
  • কিন্তু আমার রিডিং হল কমকাস্ট নেট নিউট্রালিটি থাকলেও উঠে যাবে না। যাস্ট কিছুদিন কম প্রফিট করে, ধার করে নিজেদের ব্যাকবোন প্রপারলি আপগ্রেড করবে। প্রপার ইঞ্জিনিয়ারিং রিসোর্সে ইনভেস্ট করবে। এইসব হবে।
    >>
    কিস্যু-ইনভেস্ট করে নি কমকাস্ট। মাত্র দুটো ফাইবারের ন্যাশানাল ব্যাকবোন নিয়ে চালাচ্ছে গত সাত বছর । সব ব্যবসার উদ্দেশ্য প্রফিট ম্যাক্সিমাইজ। ওয়ালস্ট্রিটকে দেখানো।
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ১৭:৪৭673802
  • সুতরাং কেউ যদি লিংক ব্যান্ডউইডথ পুরো ব্যবহার করতে থাকে তো কমকাস্টের রাউটারের খুব অসুবিধা হয়। কমকাস্ট এতদিন রাউটার ইত্যাদি আপগ্রেড করার জন্য রিসার্চ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এসব ঠিক করে করে নি। এখন সেই খরচ ফেসবুক গুগলের ঘাড় দিয়ে তুলতে চাইছে। আপনিও সাধারন ইউজার হিসেবে লিংক লেভেলেই এই অসুবিধা ফেস করেন। আপনার কন্ট্রাক্টে কমকাস্ট বলে আপ টু সাচ অ্যান্ড সাচ এমবিপিএস। কিন্তু হাই ট্রাফিক পিরিয়ডে প্রায় কখনৈ আপনি সেই ব্যান্ডউইডথ পান না। আপনার আমার সাথে ঠগবাজী করে কমকাস্ট পার পেয়ে যায়। গুগল ফেসবুকের পয়সা এবং এক্সপার্টাইজ দুটৈ আছে। সুতরাং তাদের সাথে কমকাস্টের একটু ব্যাথা হচ্ছে। এখন এরা চাইছে রেগুলেটরি বডিগুলো কমকাস্টকে অধিকার দিক রাউটারে ট্রাফিক টাইপের ওপর নির্ভর করে প্যাকেট ড্রপ করার, একস্ট্রা চার্জ করার। যাতে এদের নেটওয়ার্ক আপগ্রেড করার টাকা গুগল ফেসবুক এই একস্ট্রা চার্জের মাধ্যমে দিতে বাধ্য হয়।

    >>
    আপনি এবার ঠিক বলেছেন। শুধু একটা কারেকশন । অপটিক্যাল পাইপের ব্যান্ডিউথ যেহারে বেড়েছে, রাউটারের ব্যান্ডিউথ সেহারে বাড়ে নি।
    কারন সেই ইকুপমেন্ট ইনভেস্টমেন্টের অভাব। যার জন্য অনেক ট্রাফিক, লেয়ার ওয়ানেই অপটিক্যাল সুইচিং করে দেওয়া হয়। এর ফলে এজ রাউটারদের
    ওপর চাপ আরো বেড়েছে। এতে কমকাস্টের হাত নেই । টেলিকমে ইনোভেশন লেয়ারটা শুকিয়ে গেছে ইনভেস্টমেন্টের অভাবে।
    ফলে অনেক প্যাচ আপ ইনোভেশন হচ্ছে। সিসকো -যারা রাউটার কোম্পানী নামেই পরিচিত-তারাও রাউটার ছেড়ে-
    ওটিটি লেয়ারের ইনোভেশন যেমন ভিডিও কনফারেন্সিং, আই ওটি ইত্যাদিতেই টাকা ঢালছে। যেহেতু রাউটার গবেষনাতে
    লাভ নেই -যতই উচ্চপাইপের রাউটার দরকার থাকুক-সেটার গবেষনা হচ্ছে শম্বুকের গতিতে। সব টাকা যাচ্ছে
    ওটিটি লেয়ারের খেলায়। কারন টাকা সেখানে।

    ইনফ্যাক্ট কমকাস্ট প্রচুর কোর্ট কেস খেয়েছে লাস্ট পাঁচ বছরে এই জন্যে মূলত নেটফ্লিক্সের কাছে। গুগল ও রেগেছিল । যদ্দুর জানি
    আরেকটা টেবিলের তলায় মিটমাট হয়। সেটা হচ্ছে গুগল ওয়ারলেসের জন্য কমকাস্টের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে দিয়ে
    কমকাস্ট ম্যানেজ করে। কর্পরেটের খেলা লিনিয়ার লাইনে হয় না । নেট নিউট্রালিটির সব থেকে বড় বিরোধি আমেরিকাতে
    কমকাস্ট।

    টেলিকম রিসার্চ এন্ড ডেভেলেপমেন্ট টাকার অভাবে শুয়ে গেছে। আমি এই লাইনে পি এই চ ডি করে এই দেশে প্রায় আট বছর
    টেলিকম আর এন্ডিতে কাজ করেছি। কিন্ত চার বছর আগে আমি টেলিকম লাইন ছেড়ে বিগডাটা মেশিন লার্নিং এবং সেন্সর
    এনালাইটিক্সে ঢুকি। আমি না -আমার কলিগ , বস অনেকেই লাইন চেঞ্জ করতে বাধ্য হয়েছে কারন এই লাইনের আর এন ডিতে
    প্রায় কিছু হচ্ছে না -যা হচ্ছে তা পুরানো জিনিসের চর্বিত চর্বন । টেলিকম আর এন্ডি ধ্বংসের একটা কারন অবশ্যই নেট নিউট্রালিটি
    যার জন্য ক্যারিয়ারা ইকুইপমেন্টে ইনভেস্ট করতে চায় না । অর্থাৎ ব্যপারটা দাঁড়াল এই, এই নেট নিউট্রালিটির জন্য আমরাও
    নিজেদের কেরিয়ার চেঞ্জ করে ইকুইপমেন্ট লেয়ার থেকে ও টিটি লেয়ারে শিফট করলাম। আমার চেনাশোনা সব
    টেলিকম ইঞ্জিনিয়ারা তাই করেছে। আমি কোন ব্যতিক্রম না । কারন টাকা ওটীটী লেয়ারেই।

    সুতরাং এক্ষেত্রে আমার পজিশন নেট নিউট্রালিটির বিরুদ্ধে একজন প্রাত্তন টেলিকম ইঞ্জিনিয়ার হিসাবে-যে আমি দেখেছি
    এটা কিভাবে টেলিকম শিল্পকে ধ্বংস করছে। তাই আমার পারসপেক্টিভ এক্ষেত্রে আলাদা হতে বাধ্য। কারন আমি নিজেও ভুক্তভোগি।
    তবে ডোন্ট গেট মি রং- আমরা সবাই ওটিটি লেয়ার ভালোবাসি-কারন ফ্রাংলি এখানে অনেক বেশী টাকার খেলা এবং যারা
    আমার মতন এই লেয়ারে চেঞ্জ করেছে-সবাই টাকা পয়সার দিক দিয়ে বেশী লাভবান হয়েছে। কিন্ত মুশকিল হচ্ছে
    এই ওটীটী লেয়ারটির গ্রোথ কি করে হবে যদি রাউটারগুলো বর্ধিত ট্রাফিক না নিতে পারে? ফলে এখন গুগল, ফেসবুক, এপল-
    সবাই মেট্রো নেটোয়ার্কেও ঢুকে যাচ্ছে। ওটীটী নিজেই ক্যারিয়ার হতে চাইছে। কারন এদের সবার হাতে অগাধ টাকা। আর
    এদের বিজনেস নির্ভর করছে, এই ফাস্ট লেনের ওপরে । এটাই একমাত্র ভালো দিক নেট নিউট্রালিটির।
  • শ্রী সদা | 24.99.144.221 | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৩১673803
  • টেলিকম টেকনলজি ধ্বংস কোথায় হল। একটা টেকনলজি এত ম্যাচিওর হয়ে গেছে যে তার উপর আর তেমন আরেন্ডি করে লাভ নেই - তো এতে ক্ষতি কী? ইন ফ্যাক্ট হার্ডওয়ার ম্যানুফ্যকচারিং ইন্ডাস্ট্রিটাই এই স্টেজে চলে এসেছে যেখানে আর নতুন করে খুব পাথব্রেকিং কিছু হওয়ার নেই, বরং ইনোভেশন যা হওয়ার সফটওয়ার লেয়ারে হচ্ছে - খারাপটা কী ? একটা স্যাচুরেটেড ডোমেনকে চাঙ্গা করে রাখতে কনজিউমারদের ইসে মারতে হবে - এটা কোন ধরণের আবদার ? জাতি জানতে চায়।
  • শ্রী সদা | 24.99.144.221 | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৩৭673804
  • টেলিকমের এই হাতিগুলো নিজেরা যথেষ্ট দূরদৃষ্টি থাকলে নিজেরাই ওটিটি সার্ভিস শুরু করতে পারতো। সেসব না করে ল্যাদ খাচ্ছিল, এখন ফাঁদে পড়ে চিল্লাচ্ছে। টেকনলজি মার্কেটে তারাই টিঁকে থাকতে পারে যারা নতুন নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারে।
  • dc | 132.164.158.226 | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:২১673805
  • শ্রী সদার সাথে একমত, ইন ফ্যাক্ট যে কোন মার্কেটে তারাই থাকে যারা ইনোভেট করে। যার জন্য ইন্টারনেট পরিষেবায় সরকারের ইনভেস্ট করার দাবী দেখে ভয় পেয়ে গেছি।
  • S | 81.191.70.175 | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:২৩673807
  • বিপকে যেটা বলার ছিল - কোনো নতুন কিছু আম জনতার জন্যে ভাল না খারাপ সেটা মাপার আর একটা ইয়ার্ডস্টিক হচ্ছে রাজনীতিকদের রেসপন্স দেখা। এই যদি ধরুন রিপাবলিকানরা যদি কোনো জিনিসকে ভাল বলে তাহলে সেটা মধ্য বা নিম্নবিত্ত দের জন্যে ভাল হতেই পারে না। তাই টেকনিকাল জিনিস কিছু না বুঝলেও নেট নিউট্রালিটিকে সাপোর্ট করছি শুধুমাত্র রিপাবলিকানরা এর বিরোধিতা করছে বলে।
  • pi | 192.66.11.102 | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৪২673808
  • ভারতের জন্য এরকম কোন ইয়ার্ডস্টিক বার করা যাবে ?ঃ)
    এখানে তো দেখি কং সবচে বেশি নেট নিউট্রালিটির জন্য গলা ফাটাচ্ছে, বাম দলের চেয়েও বেশি।
  • dc | 132.164.158.226 | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৫১673809
  • নির্ঘাত রাহুলবাবা ডিল করেছে, এবার থেকে ফেবু তে ওর ফলোইং বাড়ানো হবে আর গুগল সার্চে কংএর প্রশংশা বেশী করে আসবে :p

    কিন্তু এ তো যা বুঝছি, নেট নিউট্রালিটির আসল লড়াইটা আমেরিকার কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে। ভারতে কং আর বামপন্থীরা চেঁচিয়ে আর কি করবে।
  • t | 127.18.231.39 | ২৬ এপ্রিল ২০১৫ ২০:১৩673810
  • ব্যাপার সহজ।

    টেকনিক্যালিটির খোসা ছাড়িয়ে বললে ব্যাপারটা হচ্ছে ক্লাব, আর মাঠ, আরে রেগুলেটিং এজেন্সি , এ তিনটি দুটো সেপারেট এন্টিটি / সেট এর ইন্টার‍্যাকশন। ক্লাবেরা যত হাড্ডাহাড্ডি লড়াই করবে বেটার, রেগুলেটিং এজেন্সি (সরকার) উচিত নয় ক্লাব বানিয়ে ফেলা (মাঝে মাঝে উৎসাহের আতিশয্যে করে ফেলে)।

    বরং এইটে দেখা যেন কোনো ক্লাব 'মাঠ'গুলোর ('মাঠ' মানে এইখানে প্রতিযোগীতার 'এরিনা' বা 'স্পেস অভ ইন্টারঅ্যাকশন/কম্পিটিশন' বোঝাচ্ছি। ফিজিক্যাল এন্টিটি নয়। প্রাইভেট মাঠ বা স্টেডিয়াম থাকতেই পারে) পুরো দখল করে না নেয়। পিচ খুঁড়ে না ফেলে, গোলপোস্ট সরিয়ে না ফেলে বা অন্য কথায় খেলার সময় রুলবুক মেনে খেলে, আম্পয়ার, রেফারিকে কিনে না ফেলে, বা ম্যাচ ফিক্স না করে।

    'মাঠ' সমান হলে, ফেয়ার প্লে হলে সেটা সবার জন্যই ভালো। কেবল দর্শক নয়, ক্লাবের (বিশেষ করে দুর্বল ক্লাব) জন্যও ভালো। এই জন্যই রেগুলেশন/ওভারসাইট দরকার। রেগুলেটর ক্লাবগুলো কীভাবে খেলবে সেটা ডিক্টেট করবে না বরং ফেয়ার প্লে এনশিওর করবে।

    আরেকটা পর্যবেক্ষণজাত সত্য হচ্ছে প্রতিযোগীর সংখ্যা যত কমে আসবে, অর্থাৎ দুয়েকটা জায়ান্ট ক্লাব/ফেডারেশন যদি খেলার বেশিটা নিয়ন্ত্রণ করে তাহলে প্রতিযোগিতার মান পড়ে যাবে। ফেয়ার প্লের স্বার্থেই মাঝে মাঝে দৈত্যদের কেটে ছোট করে দিতে হয়।

    (তিনটে টেক্সটবুক কেস আছে। যাতে মনোপলি বা অলিগোপোলি ভেঙ্গে দেয়াতে হেলফি কমপিটিটশন এনশিওর করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউএস প্রেসিডেন্ট টেডি রুজভেল্ট স্ট্যান্ডার্ড অয়েল ও স্টিল ট্রাস্ট ভেঙ্গে দিয়ে অনেক গুলো কোং বানানো। দ্বিতীব বিশ্বযুদ্বের পরে জার্মানীর আই.জি. ফার্বেন ভেঙ্গে তিনটে এন্টিটি হলো, তিনটাই খুব চলছে। ৭০ এ বেল টেলিকম 'মা বেল' কে ভেঙ্গে অনেকগুলো 'বেবি বেল' হলো। তিন ক্ষেত্রেই লিনার-মিনার এন্টিটিটী তৈরি হয়ে কম্পিটিশন বাড়ানোর জন্য ফলাফল খুবই পজিটিভ, আনলাইক আউটরাইট ন্যাশলাইজেশন)
  • S | 81.191.70.175 | ২৬ এপ্রিল ২০১৫ ২০:১৬673811
  • ভারতের রাজনীতি সেরকম খুঁটিয়ে ফলো করা হয় না। তবে কিছু একটা ইয়ার্ডস্টিক নিশ্চই পাওয়া যাবে।কংগ্রেসের সাথে বিজেপির রেসপন্সটাও লক্ষ্য করুন। তারপর দুটো একসাথে ফেলে একটু ক্যালকুলেট করতে হবে।
  • dc | 132.164.158.226 | ২৬ এপ্রিল ২০১৫ ২০:১৯673812
  • t এ পোস্টে এক হাজারটা লাইক দিলাম। সরকারের কাজ রেগুলেটরি এজেন্সির রোল প্লে করা আর রেগুলেশন গুলো ঠিকমতো এনফোর্স করা। আর কম্পিটিশন যতো বাড়ে ততো কনজিউমারদের লাভ, সেখানে যেন সরকার নাক না গলায়। ন্যশলাইজেশনের তো প্রশ্নই ওঠে না। দুটোই আমার মনের কথা।
  • PM | 233.223.154.29 | ২৬ এপ্রিল ২০১৫ ২০:৫৪673813
  • চায়্না যেমন G7 ফাইন্যানসিআল মোনোপলি কে চ্যালেন্জ করে এআইআইবি লন্চ করাটা মার্কেটে হেবি হিট। ইউকে পরয্যন্ত ফাইন্ডার মেম্বার হবার জন্য হত্যে দিয়ে পড়ে আছে।

    এই মডেলটা কি ইন্টার্নেটের ক্ষেত্রেও ট্রাই করা যায়? মানে একটা সমন্তরাল সিস্টেম? আমার মনে হয় সেটাও হিট হবে মার্কেটে
  • t | 127.18.231.39 | ২৬ এপ্রিল ২০১৫ ২১:২৬673814
  • ধন্যবাদ dc,

    তবে কম্পিটিশণে আস্থা রাখি বলেই নেট নিউট্রালিটিকে সমর্থন করি। কারণ এই কেসে পরিষ্কার দেখতে পাচ্ছি 'ক্লাবে'রা গুটি গুটি পায়ে (সামনে ইন্টারনেট.অর্গ নামের পবিত্র শিখন্ডিকে সামনে রেখে) 'মাঠের' দখল নিতে এগিয়ে আসছে। আমার কাছে এটা মোটেই বিজনেস এজ ইউজুয়াল বা 'মার্কেট তো এভাবেই' অপারেট করে' এরকম নয়।

    এমনিতেই মার্কেটের ৮০-৯৫ (গুগল, ফেসবুক) দখল করে নিয়েছে এরকম নিয়ার মনোপলি এখন 'কম্পিটিশন স্পেস' এর দখল নিতে গেলে (ক্যারিয়ারদের, সেগুলও প্রায় নিয়ার মনোপলিই) সেটাকে মোস্ট আনহলি অ্যালায়ান্সই বলব। খুবই বিপজ্জনক ট্রেন্ড। এবং ওয়ান্স ডান, কান্ট বি রিভার্সড, অন্তত নয় মণ তেল না পুড়িয়ে নয়।
  • dc | 132.164.158.226 | ২৬ এপ্রিল ২০১৫ ২২:০৪673815
  • t, আমি বিজনেস অ্যাজ ইউজুয়াল বলতে অন্য ব্যব্সার সাথে ইন্টারনেট বা আইটি ব্যবসার তুলনা বুঝিয়েছি। মানে অন্য সব ব্যবসাতে যেমন কামড়াকামড়ি আর গোলাগুলি চলে, আইটি ব্যব্সাতেও চলে। এটা লিখেছিলাম কারন আমি নিজে ইন্টারনেট ব্যবসার কিছুই জানিনা, আর নেট নিউট্রালিটি নিয়ে অন্য একটা টইতে ফ্রিডম অফ ইনফরমেশন, মিডলম্যান কেন প্রফিট নেবে, এসব পড়ে ভেবেছিলাম যে ইন্টারনেট বুঝি খুব পবিত্র নতুন ধরনের একরকম ব্যাপার। তারপর বিপের কিছু পোস্ট পড়ে বুঝলাম তা নয়, ইন্টারনেট ব্যবসাও আমার চেনা ব্যবসার মতোই আনএথিকাল, এখানেও একে অন্যের আর্ম টুইস্ট করে, পেছনে ছুরি মারে, আন্ডার দ্য টেবল ডিল চলে। বিজনেস অ্যাজ ইউজুয়াল।

    এমনিতে ফ্রি কম্পিটিশন নিয়ে আমার কোন অসুবিধে নেই। ফ্রি কমপিটিশন হয়ে যতো ইচ্ছে নেট নিউট্রালিটি হোক, আমার ভালোই লাগবে। এটাও ঠিক, বেশীর ভাগ বিজনেসেই কয়েকজন বড়ো প্লেয়ার মার্কেট ক্যাপচার করে অলিগোপলি বানায়। এগুলো রিয়েলিটি, এগুলো অস্বীকার করার কোন কারন দেখিনা। সরকার ঠিকমতো রেগুলেট করুক, ইন্টারনেট পরিষেবায় নাক না গলাক, কোম্পানিগুলো নিজেদের মধ্যে কমপিট করুক, এগুলো পার্ট অফ দ্য গেম। এই কমপিটিশনে কিছু কোম্পানি উঠে যাবে, ছোট কোম্পানি অ্যাজাইল না হলে মারা পড়বে, এগুলো তো হবেই। এর আগে মাইক্রোসফটের মনোপলি ছিল, এখন গুগলের মনোপলি, পাঁচ বছর পরে অন্য কারুর মনোপলি হবে। বিজনেস অ্যাজ ইউজুয়াল ঃ-)
  • potke | 190.215.44.198 | ২৬ এপ্রিল ২০১৫ ২৩:৩৩673816
  • বিপ ও মেশিন লার্নিং এ, আমার তালে আর কোনো আশাই নাই। ন্যাড়াদা আমায় ঠিক খিল্লিই করেছিল।
  • pintu | 195.17.184.228 | ২৭ এপ্রিল ২০১৫ ০৫:৫২673818
  • বিপ যে কী বলেন!! টেলিকম হাতিরা মোটেই গুগল ফেসবুকের সাথে কম্পিটিশনে না পেরে পয়সার অভাবে রিসার্চ/ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয় নি। নব্বই-এর দশকের মাঝামাঝি থেকেই কোয়ার্টারলি রেজাল্ট ভাল দেখানোর (পড়ুন সিইও ইত্যাদির পে-চেক মোটা করার তাগিদে) জন্য এরা সমস্ত রকম লং টার্ম রিসার্চ ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সিভিয়ারলি কেটেছে। তখন গুগল ফেসবুক কোথায়?

    এবারে আমি একটা অ্যানেকডোট বলব। টেকি না হলে এই পার্টটা কাটিয়ে দিন।

    আমার মত যারা ভূশুন্ডির কাক তারা হয়তো এটিএম (অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড) বলে একটা সুইচিং/নেটওয়ার্কিং টেকনোলজির কথা মনে করতে পারবেন। আইপি যেমন শুধুই প্যাকেট সুইচিং সাপোর্ট করে, এটিএম প্যাকেট ও সার্কিট দুরকম সুইচিং-ই সাপোর্ট করতে পারে। এছাড়া ফিজিক্যাল লেয়ারে কোয়ালিটি অফ সার্ভিস নিগোশিয়েট ও গ্যারান্টি করতে পারে, বিলিং সাপোর্ট দিতে পারে ইত্যাদি ইত্যাদি। এছাড়া এটিএম প্রোটোকল খুব লাইটওয়েট, ইনিশিয়াল হ্যান্ডশেকের পর পার প্যাকেট সুইচিং কস্ট নেগলিজিবল। প্ল্যান হল, ব্যাকবোন শুধুই এটিএম রান করবে, আইপি থাকবে শুধু দুই ব্যাকবোনের মধ্যে গেটওয়ে রাউটারে আর এন্ড ইউজারের মেশিনে। এখন যেমন প্রায় সব ব্যাকবোন রাউটারেই আইপির মত একটা হাই ওভারহেড ইনএফিসিয়েন্ট প্রোটোকল রান করতে হয়, তার আর দরকার হত না। আজকে হাতিরা যে সমস্যা ফেস করছে তার অনেকগুলোই (নুয়ান্সড কন্ট্রাক্ট এনফোর্স ও বিল করা, লো ওভারহেড, এফিসিয়েন্ট অ্যান্ড রিলেটিভলি চিপ রাউটিং ইত্যাদি) এই দিকে গেলে কমে যেত। এছাড়া টিসিপিও অনেক লাইট হয়ে যেত (ট্রাফিক শেপিং করতে হত না বলে)।

    নব্বইয়ের দশকে যখনই কোন নেটওয়ার্কিং মিটিঙে যেতাম, এই হাতিরা খুব বোঝাত যে তারা কখনোই এত খরচা করে তাদের নেটওয়ার্ক বদলাবে না। অ্যান্ড দ্যাট কিলড দিস লাইন অফ ইনকোয়ারি। আর কি জানেন? বিপ যে গুগল ফেসবুকের ইন্টার্ন্যাল নেট নিয়ে কাঁদছেন, সেগুলো কোনটাই রাউটার লেভেলে আইপি রান করে না। দে রান প্রোপ্রাইটরি লাইটওয়েট নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল সাপোর্টেড বাই কাস্টম হার্ডওয়্যার। হাতিরা যে রিসার্চ নব্বইয়ের দশকে মেরে ফেলেছিল, গুগল ফেসবুক তার থেকেই শিক্ষা নিয়ে নিজেদের মাচ সুপিরিয়র নেটওয়ার্ক বানিয়েছে।
  • dc | 132.164.24.113 | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:১১673819
  • pintu র পোষ্টটা খুব লজিকাল মনে হলো। আরএন্ডডি আর ইনফ্রাতে ইনভেস্ট না করলে যতো বড়ো হাতিই হোক না কেন, কম্পিটিশনে ঝাড় খাবেই (স্টেট রান মনোপলি হলে পাবলিক মানি নষ্ট করে একটু বেশী দিন টিকে থাকবে)। একদিন মাইক্রোসফট ছিল হাতি আর গুগল ছিল এইটুকু পিঁপড়ে, আজ সেই মাইক্রোসফট কেমন কাদায় পড়েছে আর গুগল কম্পিট করে বাজার কেড়ে নিয়েছে। কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে টেকনোলজি আর বিজনেস মডেল এমন পাল্টে যাবে যে টেলিকম ব্যবসাটাই আনপ্রফিটেবল হয়ে যাবে।
  • Ishan | 183.17.193.253 | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:৪৩673820
  • :-)

    এত কথারই দরকার নেই। গুরু দেখতে গেলে কাউকে যদি আলাদা বেশি পয়সার নেট প্যাকেজ নিতে হয়, বা তার সম্ভাবনা উন্মুক্ত হয়, তাহলেই আমি তার বিপক্ষে। সিম্পল। এর জন্য নেটওয়ার্কিং এর গ্যাঁড়াকল বোঝার দরকারই নেই।

    সেই হোচিমিন কেন কমিউনিস্ট হলেন, সেই গপ্পের মতো আর কি। ফ্রান্সে ছিলেন, নানা মিটিনে যেতেন, অর্ধেক কথাই মাথার উপর দিয়ে যেত। উনি শুধু মন দিয়ে বোঝার চেষ্টা করতেন, কারা উপনিবেশের স্বাধীনতার পক্ষে। একটু কষ্ট করে ফলো করতেই বুঝলেন, স্রেফ কমিউনিস্টরা উপনিবেশকে স্বাধীনতা দিতে চায়। ব্যস উনি কমিউনিস্ট হয়ে গেলেন। বাকিটা ইতিহাস। :-)

    বিঃদ্রঃ এতদ্বারা নেট নিউট্রালিটির পক্ষে থাকলে আপনিও ইতিহাস গড়তে পারবেন, এইরকম বিজ্ঞাপন দিলাম। কেউ যদি না বুঝে থাকেন, তাই বড়ো বড়ো করে লিখেও দিলাম। ব্যস।
  • dc | 132.164.24.113 | ২৭ এপ্রিল ২০১৫ ০৮:৫৬673821
  • কিন্তু আমার তো এতো কথা ভালোই লাগছে, কতো কিছু জানতেও পারছি। যে নেটের নিউট্রালিটি নিয়ে তর্ক, সেই নেট কিভাবে কাজ করে, কারা এটা নিয়ে ব্যবসা করে, কিসে তাদের স্বার্থ, সেসব না জেনেই পক্ষে বা বিপক্ষে দাঁড়িয়ে যাব? "কমিউনিস্টরা উপনিবেশকে স্বাধীনতা দিতে চায়", তাই অর্ধেক বুঝে আমি কমিউনিস্ট হয়ে গেলাম, এরকম করলে কেউ আমার মাথায় কাঁটাল ভেঙ্গে নিজের স্বার্থসিদ্ধি করে গেল, সেই সম্ভাবনাও থেকে যায় ঃ-)
  • Ishan | 183.17.193.253 | ২৭ এপ্রিল ২০১৫ ০৮:৫৯673822
  • আপনাদের সঙ্গে মশাই ফাজলামি করারও উপায় নেই। তা নিয়েও তক্কো করবেন। :-(
  • dc | 132.164.24.113 | ২৭ এপ্রিল ২০১৫ ০৯:০৬673823
  • ভেরি ভেরি সরি, বুইতে পারিনি :d
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৭ এপ্রিল ২০১৫ ০৯:৩৬673824
  • না স্যার, "অন্য" টইতেও কেউ ঠিক ইন্টারনেটকে পবিত্র ব্যবসা ইত্যাদি বলেনি, ওটা আপনার মনের মাধুরী। লেভেল প্লেয়িং ফিল্ডের কথাই লোকজন বলেছে, সেটা এআইবির ভিডিওটা দেখলেও টের পাবেন। টেলকো আর কিছু সার্ভিস প্রোভাইডারের মধ্যে ম্যাচ ফিক্সিং যাতে না হয় সেটুকুই। হ্যাঁ, ফ্রীডম অফ ইনফরমেশনের কথাগুলোও আসে বটে, কনজিউমারের দিক থেকে দেখলে - কারণ কনজিউমার তার ইন্টারনেট প্যাকেজ দিয়ে কোন সাইট দেখবে বা পড়বে (মানে ইনফরমেশন অ্যাকসেস করবে আরকি) সেটা তারই রাইট হওয়া উচিত। এইটুকু বোঝার জন্যে রাউটিং প্রোটোকল জানার দরকার পড়ে বলে মনে হয় না। তাইলে ওষুধ কিনতে গেলে ফার্মাকোলজি পড়ে দোকানে যেতে হবে বা ফার্মা কোংগুলো কেমনভাবে একে অন্যকে ল্যাং মারে সেটা জানতে হবে।

    বিপের সলিলোকির মধ্যে এটুকু লিখেই হেঁচকি উঠছে।
  • Tim | 188.91.253.22 | ২৭ এপ্রিল ২০১৫ ১০:২০673825
  • তাইলে কী খাড়াইলো? বা খাড়াইলো কি? নেট নিউট্রালিটি ও হিনী?
  • sm | 233.223.155.113 | ২৭ এপ্রিল ২০১৫ ১১:০৬673826
  • বিপ যে গুগল ফেসবুকের ইন্টার্ন্যাল নেট নিয়ে কাঁদছেন, সেগুলো কোনটাই রাউটার লেভেলে আইপি রান করে না। দে রান প্রোপ্রাইটরি লাইটওয়েট নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল সাপোর্টেড বাই কাস্টম হার্ডওয়্যার।
    -- এইডা কি হইল্য।এইডা নিয়ে পি এইচ ডি করলো, আর এইড্যাই জানে না!!!!
  • cb | 68.106.60.21 | ২৭ এপ্রিল ২০১৫ ১৪:৪৫673827
  • ওহো, এস এমের কথাটাই মাথায় আসছিল। বিপের ঐ পিএইচডি পোস্টটা পিন্টু কে উদ্দেশ্য করেই ছিল না? এবার জানা গেল পিন্টুও মহারথী :)

    দিল খুশ
  • potke | 126.202.104.183 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:২৭673829
  • পিন্টু ওটা ইচ্ছে করেই করছিলেন, বিপকে খেলাচ্ছিলেন।

    আই লাইকড ইট ঃ)))))))))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন